মনের দেয়ালে জুড়ে শুধু তুমি ! Branding Bangladesh I Episode: 37 I Kishor I RJ Kebria I

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2022
  • Kishor. Age 41. A social worker. He has overcome many obstacles in his life. He found happiness in humanity . Vidyananda is the organization he founded. Where street children are given free education and services. In this interview Kishore told many unknown things about his life. Which can be an example for others. Great motivational story indeed.

КОМЕНТАРІ • 649

  • @mithilarani6563
    @mithilarani6563 Рік тому +28

    আমি অনেক এপিসোড দেখেছি এই এপিসোড এর মত এত অদ্ভুত আর এত ত্যাগ তিতিক্ষা মুলক জীবনী কখনোই দেখিনি। পুরো গল্পটাই একটা আকর্ষণে মোরা ছিল আর উনি নিজের জীবনটাকে এত কঠিন ভাবে উপলব্ধি করেছেন যেটা হয়তো সাধারণভাবে অন্য কোন মানুষ সহজে করতে পারবেনা। হাজার হাজার প্রণাম রাখবেন দাদা এভাবেই জীবনের জিন্দা পেরিয়ে আপনি এগিয়ে চলুন শান্তিতে ভরপুর হয়ে উঠুক আপনার জীবন এই প্রত্যাশাই করি।

  • @loveyourselfbehappy98
    @loveyourselfbehappy98 Рік тому +22

    কি বলবো! ভাষা হারিয়ে ফেললাম!
    এমন মানুষদের শুধু গল্প-উপন্যাসের পাতায় অনুভব করেছি। আজকে বাস্তবে তা অনুভব করলাম। কি অসাধারণ!
    ধন্যবাদ, কিশোর দাদা,আপনার গল্প আমাদের বলার জন্য।
    কিবরিয়া ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার চেষ্টায় এমন একজন মানুষের গল্প আমরা জানতে পারলাম।
    ভালো থাকবেন আপনারা সবসময়।

  • @Chandrabindu67
    @Chandrabindu67 Рік тому +23

    একুশে পদক-২০২৩ অর্জন করায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অনেক অনেক অভিনন্দন।
    কিশোর স্যারকেও অসংখ্য ধন্যবাদ সমাজের দায়বদ্ধতা নিজের কাঁধে চাপিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
    এই পর্বটা অনেক আগেই দেখেছিলাম ।আজকে একুশে পদক-২০২৩ এর তালিকা দেখে হঠাৎ করেই স্যারের কথা মনে পড়ে গেল।
    যাহোক, নিরন্তর দোয়া ও শুভকামনা রইল শ্রদ্ধেয় কিশোর স্যার ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের জন্য🌹🌹

  • @krishanmojumder1001
    @krishanmojumder1001 Рік тому +33

    পৃথিবী এইসব মানুষের জন্য ই সুন্দর!
    ভালো থাকবেন কিশোর দাদা।
    🙏🙏🙏

  • @roziafrin5221
    @roziafrin5221 Рік тому +94

    অভিমান মানুষকে কতটা শক্তিশালি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ,, শেখার আছে অনেক কিছু,,আল্লাহ কবুল করুন,,

  • @-golpokothon
    @-golpokothon Рік тому +41

    অসাধারণ মানুষ তিনি, আল্লাহর অপূর্ব সৃষ্টি। প্রতিটি ব্রান্ডিং বাংলাদেশের গল্প এক একটি মটিভেশন, কিন্তু এই গল্প এই জীবন অনবদ্য। নিজের জীবনের ওপর কন্ট্রোল রাখা সত্যি সবার ভাগ্যে হয় না। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন কিশোরদা, আপনার শেষ জীবন যেন পরিপূর্ণ থাকে জীবনের সব অপূর্নতা গুলো যেন মুছে যায় দোয়া রইলো। কিবরিয়া ভাইয়ের চির চেনা উক্তিটি আপনি পাল্টে দিলেন। চাইলেই ব্যান্ডিং বাংলাদেশের মানুষটি হওয়া যায়না অনেক কঠিন।

  • @imran8948
    @imran8948 Рік тому +25

    কি বলবো ভাষা হারায় ফেলছি ।পচন্ড অভিমান জমে জমে হীরার চেয়ে ও দামি হয়ে গেছে।মেটা কৌটি মধ্যে একজন হয়তো পারে।সেলুট ভাই।

  • @rokeyabegum5414
    @rokeyabegum5414 Рік тому +16

    এটা সত্যি একটা অসাধারণ এপিসোড। তবে বাচচা না নেয়ার সিদ্ধান্তে কষ্ট লেগেছে। এত বড়ো আনুষ্ঠানে নিজের এতো খুতের কথা অনেকেই বলে না।উনি সত্যি অসাধারণ।

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому +1

      উনারা আছে বলেই এখন পৃথিবী বেঁচে আছে। উনাদের স্বার্থ ত্যাগেই আমাদের বেঁচে থাকে।

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому

      Uni jiboner sob shukh dhukkho e peyecen.uni atota udar hote parchen bodhoi ai rag er jonnei.unar maje lov lalsa sob chole gese unar strong thinking power er jonne.

  • @rajusweete1215
    @rajusweete1215 Рік тому +31

    অসাধারন হয়েও কিভাবে সাধারন জীবন অতিবাহিত করা যায় সেটা দাদার কাছে শিখতে পারলাম, আলোচনা যেন শেষই করতে মন চায়নি মনে হয়েছে আরো দির্ঘ হওয়ার প্রয়োজেন ছিল, ধন্যবাদ ব্রান্ডিং বাংলাদেশ

  • @shaheenakhter237
    @shaheenakhter237 Рік тому +5

    উনার মত অতি উত্তম মানুষের সংখ্যা খুব কম , এত সুন্দর জীবনের গল্প আর কখনো শুনিনি , ভীষণ ভালো লাগলো, বারবার শুনতে ইচ্ছে করছে, অনেক উপদেশ মূলক জীবনের গল্প !!!!

  • @moniraruno8503
    @moniraruno8503 Рік тому +10

    জীবনের মানে কি --অনেক কিছু শিখেছি ,
    অনেক ধন্যবাদ এতো সাবলীল ভাবে এতো সব লার্নিং সত্যি অসাধারণ

  • @maladas5880
    @maladas5880 Рік тому +4

    গল্পটা শুধুমাত্র চোখে জল চলে আসলো। তুমি মানবতা ফেরিওয়ালা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো। দুই জনকে অনেক ধন্যবাদ।

  • @rathindranathbiswas1965
    @rathindranathbiswas1965 Рік тому +7

    কিবরিয়া ভাই আমি মনে করি আজ আমার অন লাইনে দেখা সব থেকে বেস্ট ভিডিও এটা । মানুষ কত বৈচিত্রপূর্ণ হতে পারে তার নিদর্শন কিশোর দাদা। ধন্যবাদ সেরা লিজেন্ডদ্বয় কে।

  • @helalabdullah395
    @helalabdullah395 Рік тому +29

    নিয়ম মেনে কিভাবে অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে ফায়দা হাসিল করা যায়!
    খুবই গুরুত্বপূর্ণ একটি কথা।
    বাস্তব জীবনে এই চর্চা এখন বিশ্বজুড়ে।

  • @DataSoldierBelayet
    @DataSoldierBelayet Рік тому +45

    জীবন নিয়ে নতুন করে চিন্তার খোরাক তৈরি করে দিল কিশোর দা'র গল্প।

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому +3

      আমিও কখনো কোন বাংলাদেশির মুখে এমন দার্শনিক চিন্তা শুনিনি।উনি আমার জীবন দর্শন পাল্টে দিয়েছেন।

  • @shaheenakter3847
    @shaheenakter3847 Рік тому +3

    নিজেরকে অনুসন্ধান করতে চেষ্টা করার মধ্যেই সত‍্যকে খুজে পাওয়া যায়। যদি তার মধ্যে মৃত্যুর আগের ব্যক্তি সার্থ না থাকে। আমার উপলব্দি। এই ঘটনাটি আমাকে অনেক শিক্ষা দিয়েছে। সালাম /শান্তি আপনাদেরকে।

  • @ayeshamustafa4541
    @ayeshamustafa4541 Рік тому +3

    একেবারেই সাধারণের মধ্যে এতো অসাধারণ!!! ভাবছি আর অবাক হচ্ছি...

  • @mrbhabib2010
    @mrbhabib2010 Рік тому +8

    প্রতিটি পর্বের মতো এটিও অসাধারণ একটা পর্ব। তারপরও এটা এই পর্বটা অসাধারণের থেকেও অনেক বেশি। অসম্ভব অসম্ভব রকমের মানসিক শক্তির একটা গল্প। একজন জীবন্ত সাধুর গল্প।

  • @bdbikashhhhhhh
    @bdbikashhhhhhh 6 місяців тому +1

    গল্প শুনার মধ‍্য দিয়ে যেন অন‍্য এক জগতে হাড়িয়ে গিয়েছিলাম।

  • @user-zu7yp8uu8v
    @user-zu7yp8uu8v Рік тому +10

    কোনকিছু বলার ভাষা নেই। আল্লাহ্ আপনাদের দুজনকেই দীর্ঘ হায়াৎ দিয়ে মানুষের সেবা করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।

  • @Farjahanshawon
    @Farjahanshawon Рік тому +4

    এমন আন্তরিক, অকপট, সহজ আর নিরহাংকার মানুষের পক্ষেই বিদ্যানন্দের মত কাজ করা সম্ভব। হাসি যার এমন অমলিন, তার কাজ তো তেমনিই হবার কথা। সতত শুভকামনা আপনার জন্যে কিশোর❤।

  • @taslimajahan3623
    @taslimajahan3623 Рік тому +4

    কিছু বলার নেই,সত্যিই কিশোর দা অসম্ভব একজন ভালো মনের মানুষ। উনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

  • @thaherinc262
    @thaherinc262 Рік тому +13

    Is he from the same universe? Unbelievable morality. I hope one day someone will make a movie on his life. What an amazing human being. Salute

  • @sawdaibnath8932
    @sawdaibnath8932 Рік тому +24

    কি অসাধারণ বাচনভঙ্গি, কি অদ্ভুত জীবন যাপন। ❤️❤️❤️

  • @atiqurrahmanrajon2224
    @atiqurrahmanrajon2224 Рік тому +2

    আমি এই গল্প শুনে অনেক বেশি অবাক এবং এক্সাইটেড হয়ে গিয়েছি। অনেক কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম, কিশোরদা আপনার প্রতি ভালোবাসা বহুগুণ বেড়ে গেল। Salute kishor da❤

  • @starttoexcel6686
    @starttoexcel6686 Рік тому +32

    Kishor'da Your selfless smile is incomparable to anything. You are a Chittagonian, a real hero and a motivator. You are an institution of humanity. Actually, no word can define you.

  • @shanzidajnu7353
    @shanzidajnu7353 Рік тому +11

    মনে হচ্ছে আরও অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে।অসম্পূর্ণ থেকে যাচ্ছে।সময় টা আরও বেশি হলে খুব ভালো হতো।কিশোর দার মত এমন মানুষ আছে বলেই আজও পৃথিবী কে সুন্দর মনে হয়।অনেক দূর এগিয়ে যাবেন আপনি,দোয়া রইল।

  • @rosesiddiqe516
    @rosesiddiqe516 Рік тому +12

    শুধুই অবাক হলাম কিশোর দা” র গল্প শুনে উনার জন্য অনেক অনেক দোয়া রইলো ❤️

  • @apudas5928
    @apudas5928 Рік тому +2

    এই প্রথম কোন জীবনের গল্প পুরোটা শুনলাম এই অনুষ্ঠানের। ধন্যবাদ দাদা কে সাথে কিবরিয়া ভাইকেও । এরকম একটা জীবনের গল্প তুলে নিয়ে আসার জন্য। আমাদের সবারই যার যার অবস্থান থেকে কিছু না কিছু সাহায্য করা উচিত সমাজের অসহায় মানুষদের জন্য।

  • @harunmohammed7626
    @harunmohammed7626 Рік тому +19

    কিশোর দা দোয়া করি অনেক ভালো থাকবেন,কখন যে ১ঘনটা ১১মিনিট শেষ হয়ে গেল,বুঝতেই পারলাম না।
    আর কিবরিয়া ভাই জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা্❤️❤️

  • @asmaakther6542
    @asmaakther6542 Рік тому +5

    কিশোর দা কথা শুনে আমার দু চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ্ যেন আপনাকে দীর্ঘজীবী করেন আর আপনার মনের সব আশা যেন পূর্ণ হয়।

  • @abubakarsiddik5836
    @abubakarsiddik5836 Рік тому +6

    বিরতিহীন ভাবে দেখলাম ও শুনলাম।কিশোরদার অসাধারণ জিবনের গল্প।আগামীর পথচলায় শুভকামনা রইল।

  • @user-ww5ho1fe4c
    @user-ww5ho1fe4c Рік тому +8

    কিশোর দা & বিদ্যাননন্দ টিম কে
    স্যালুট স্যার।
    কিশোর দা, না থাকলে আজকের বিদ্যানন্দ হতো না।
    শুভকামনা রইল

  • @mohiuddinmusa
    @mohiuddinmusa Рік тому +13

    ভাইরে, আমরা যে বাংলাদেশি! কেউ বিশ্বাস করুক বা নাই করুক এই ভালবাসা, এই মমতা, এই কান্না, এই পাশে থাকা, এই বন্ধুত্ব অন্যখানে পাওয়া মুশকিল। এটা আমার ছোট অভিজ্ঞ্বতা। এই যে কিবরিয়া ভাইয়ের চ্যানেল, এই যে কিশোরদা, বাদল সৈয়দ ভাই সহ আরো অনেকে শুধু দরকার সবাই এক হওয়া। আমাদের পরিচয় একটাই:
    "আমারা বাংলাদেশী".

  • @farjanamaisha2908
    @farjanamaisha2908 Рік тому +53

    ধর্ম নিয়ে উনার পড়াশোনা শুরু করা উচিত!
    মানুষ হিসেবে নিঃসন্দেহে তিনি অসাধারণ কাজ করেছেন তবে ধর্মের বিষয়ে জানা জরুরি!
    শ্রদ্ধা ও সম্মান জানাই কিশোরদাকে তার কর্মের জন্য!সৃষ্টিকর্তা আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করুক এই কামনা করি।

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому +1

      ত্যাগ করার কথাই ধর্মে বলা আছে

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому

      He is man of humanity.
      J humanity amra lov,lalsa,rag asob er jonne kokhnoi realise korsina. Uni jiboner sob gulo shukh dhukkhoi face korecen.

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому

      Unar jibone ashole r kono cahida nai.uni manusik vabe amdr sobar ceye santi te achen.

    • @hasinasayeda3334
      @hasinasayeda3334 Рік тому +4

      আহা! আহা! কী বিবেচনা।

    • @shaziaselina7161
      @shaziaselina7161 Рік тому

      Yes

  • @nazmunnahar6433
    @nazmunnahar6433 Рік тому +6

    ভিতরের অনুভূতি ই আসল! কারণ, যে,জেই টাতে কষ্ট পায় সেই টাই আসল!ঐ অনুভূতি কেউ-ই জানে না!কী,যন্ত্রণা ব্যাথা! কিবরিয়া ভাই, কিশোর দাদা কে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @monikhan2235
    @monikhan2235 Рік тому +6

    এতটাই অসাধারণ গল্পের মধ্যে হারিয়ে গেলাম 🌿🍀🌿

  • @farhanatisha8537
    @farhanatisha8537 Рік тому +5

    এতো অসাধারণ কাহিনি আমি কখনো শুনিনি।বার বার আমি হারিয়ে গেছি।বাংলাদেশেও এমন অসাধারণ মানুষ আছে ভাবা যায় না।আরেকটু বড় হলেও পারতো! মনে হচ্ছে আরো কতো কিছু শুনা হলো না😓গল্পটা শুনে বারবার ওনার জন্য মন থেকে দোয়া আসছে।আল্লাহ যেনো ওনাকে হেদায়েত দান করে।ওনি যেনো জান্নাতে যেতে পারেন।❤

    • @nilanjana9136
      @nilanjana9136 Рік тому +1

      উনার কথা শুনে আমার মনে জন্যে জীবন কত তুচ্ছ। আত্মত্যাগ করেও কি পরম শান্তি পাওয়া যায়।আল্লাহ আমাদের সবাইকে মানবিক করুক।

    • @MoonMoon-qo1pn
      @MoonMoon-qo1pn Рік тому

  • @taslimabegum2304
    @taslimabegum2304 Рік тому +1

    খুব ভালো লাগলো, আল্লাহ উনাকে দীর্ঘ জীবি করুন ‌একবার শুনেও মন ভরে নি তাই আবার শুনলাম।সবার মন মানসিকতা যদি এরকম হতো,তাহলে দুনিয়াটা অনেক অনেক সুন্দর হতো।

  • @astrophile-onewholovesstar58
    @astrophile-onewholovesstar58 Рік тому +2

    খুব ভালো লাগলো। একা থাকলে মানুষ নিজেকে আবিস্কার করতে পারে।তার আরও একটা প্রমান।আর ঠিক সেই সঙ্গটাই আপনি পেয়েছেন।যেটা আপনার দরকার ছিল।সৃষ্টিকর্তা যার যেটা প্রয়োজন সেটাই দেয়।শুধু সৎ উদ্দেশ্য খুব জরুরি।

  • @korbanalikorbanali2081
    @korbanalikorbanali2081 Рік тому +8

    সেলুট জানাই সাদা মনের মানুষ কিশোর দাদা কে
    আল্লাহ দাদা কে উত্তম প্রতিদান দান করুন আমীন

  • @tamannach831
    @tamannach831 Рік тому +8

    An awesome experience, it touches my heart with every word. I was stuck on the episode. a lot remains to be learned. thanks a lot for bringing him🥰

  • @Apanpotha
    @Apanpotha Рік тому +81

    আমাদের পবিত্র আল কোরআনে কোথাও সুখের সন্দান নিয়ে কিছুই বলা হয় নাই । কিন্তু শুধু বলা হল তুমি সন্তুুষ্ট থাকো । তহলে প্রকৃত সুখের সন্দান খুঁজে পাবে৷ এ জন্য ইসলাম হলো শান্তির ধর্ম । আমি যদি ভুল বলে না থাকি তহলে এটা এ প্রকৃত সত্য।

    • @Releventmetaphor123
      @Releventmetaphor123 Рік тому +8

      আসলে আমাদেরকে সৃষটি করা হয়েছে
      সংগ্রামের মধ্যে দিয়ে।
      চিরস্থায়ি সুখের স্থান দুনিয়া নয়
      তা হল জান্নাত।

    • @mahmudulhasan1696
      @mahmudulhasan1696 Рік тому +5

      প্রকত শান্তি রয়েছে আল্লাহর জিকিরে,,,-আল কোরআন,

    • @khurshidabanu4696
      @khurshidabanu4696 Рік тому

      @@mahmudulhasan1696 রাইট

  • @user-rr7ev4dl9v
    @user-rr7ev4dl9v Рік тому +9

    কিবরিয়া ভাই কিশোর এর সাথে এর পরে অনুষ্ঠানে যদি মজিদ চাচা কে নিয়ে আসতেন তাহলে আমরা খুব খুশি হতাম
    জাতী মজিদ চাচা কে দেখতে চায়।

  • @meherafroz9263
    @meherafroz9263 Рік тому +5

    একটা ঘোরের মধ্যে ছিলাম.. এভাবেও বেঁচে থাকা যায়.. এভাবেও ভালোবাসা যায়! 🌻❤️

  • @lifestyleart223
    @lifestyleart223 Рік тому +25

    Oh my God! I am actually speechless, in fact I am in tears, I haven't heard anybody like Kishor Das, my best wishes from India.
    I believe in Humanity, nothing could be better than Humanity.

  • @shapnasharma4714
    @shapnasharma4714 Рік тому +3

    What a wonderful story! I am speechless!

  • @imrankhandaker8753
    @imrankhandaker8753 Рік тому +13

    এই মানুষদের জন্য পৃথিবীর এখনো সুন্দর ❣️❣️❣️

  • @Princeofmath
    @Princeofmath Рік тому +2

    কিশোর কুমার দাসের দর্শন আমার খুব পছন্দ হয়েছে।

  • @taslimarumi9411
    @taslimarumi9411 Рік тому +7

    আমরা ভাবি দুখের নদীতে ভাসছি আর মানুষ দুখের সাগরে হাবুডুবু খেয়েও জীবন কে দাড় করায়। সত্যি অতুলনীয়। মহান আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ভালো রাখুন।

  • @abulkhan135
    @abulkhan135 Рік тому +2

    এই কিশোর দাদাই মানুষ চরিত্রের শ্রেষ্ঠ উদাহরণ।
    অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসার রইল।
    💝💝💝💝💝💝💝

  • @ismatara9703
    @ismatara9703 Рік тому

    অসাধরণ! অসাধারণ!! অসাধারণ!!! মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। স্যালুট।

  • @triptichakraborty6148
    @triptichakraborty6148 Рік тому +31

    বয়োসে কিশোর দাস আমার ছোট হবেন হয়তো। তবুও কোনদিন দেখা হলে পা ছুয়ে প্রণাম করতে চাই। সুস্থ থাকুন, দীর্ঘজীবি হোন - প্রার্থনা করি। মানুষ হিসেবে আপনি অসাধারণ!

  • @mohiuddin7368
    @mohiuddin7368 Рік тому +5

    আমার মনে হয়, উনার এ পরিবর্তনের কারণ উনার প্রথম স্ত্রী।
    উনি স্ত্রীর প্রতি প্রচন্ডরকম বিশ্বাস ছিল, এবং ভিষণ রকম ভালোবাসতেন।
    আল্লাহ পাক উনাকে দিয়ে এ সমাজের গরিব দুখি মানুষের উপকার করাচ্ছেন।
    নিজেকে এ ভাবনার প্রতিফলন করাতে অর্থ আর অবস্থান দুটোই প্রয়োজন।

  • @arjitaislam8711
    @arjitaislam8711 Рік тому +5

    Authentic person with his authentic story & journey.
    May Allah grant him nek hayaat & give him more strength to continue his work 😇

  • @IqbalHossain-mw1wx
    @IqbalHossain-mw1wx Рік тому +1

    ওনার সম্পর্কে জানার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। অসাধারণ!

  • @amimeliasbd7232
    @amimeliasbd7232 Рік тому +8

    যে ব্যক্তি কোনো কিছু না পাওয়ার আশায় সৃষ্টির সেবায় নিয়জিত সে আমার মতে অসাধারণ মানুষ!
    ভালোবাসা অবিরাম দুজনের জন্যই 🥰

  • @sayebhaque5330
    @sayebhaque5330 Рік тому +10

    অসাধারণ বললেও কম বলা হবে ।
    এমন এক জীবন কাহিনী যা মানুষকে শিক্ষা দেয়, জীবনকে উন্নীত করে, বাস্তবতা শেখায়, মানুষের আসল উদ্দেশ্য কী সেটা শেখায় ।
    কিশোর দা আপনাকে সেলুট 💗 🙏
    কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 💗

  • @masumasultana9181
    @masumasultana9181 Рік тому +3

    এভাবেও প্রতিষ্ঠিত করা যাই প্রতিষ্ঠিত হওয়া যাই.. অসাধারণ

  • @taniatonni5780
    @taniatonni5780 Рік тому

    Wow what an amazing life story. God bless this guy!

  • @farzanaakhter1537
    @farzanaakhter1537 Рік тому +3

    এত বৈচিত্রময় জীবন, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি।

  • @mukaddeshshaikh9745
    @mukaddeshshaikh9745 Рік тому +3

    have no word can define he.
    এই মহা যজ্ঞে কিশোরদার স্ত্রীর অবদান অনস্বীকার্য।
    Love from India ❤️❤️

  • @mariashimu3548
    @mariashimu3548 4 місяці тому

    এই গল্পের কোনো সিনেমা হলে হয়তো ভাবতাম বেশি নাটকীয় কাহিনি হয়ে গেছে,এরকম আবার হয় নাকি। কিন্তু জীবন আসলেই নাটকের চেয়েও নাটকীয়! কিশোরদা আপনার জীবনদর্শন অতুলনীয়!

  • @jafarchowdhury4586
    @jafarchowdhury4586 Рік тому +24

    A selfless man with no material interest but humanity inside! Only if you have spare time watch this video! It gives thought of life in a different angle. I believe the story has a human touch and learning for many of us. I also believe the age in which we are watching is also a factor of how to view and analyze the story. Bravo to this self-sacrificing man in his journey.

  • @ibnat5972
    @ibnat5972 Рік тому +8

    I really like this man. Man of humanity❤️ Lots of respect🥰

  • @AsmaAkter-nc3fq
    @AsmaAkter-nc3fq Рік тому +1

    In this episode I have learned many things about humanity from Kissore dada and thanks RJ also.

  • @subhraguha8401
    @subhraguha8401 Рік тому +1

    Asadharon ekta galpo sunlam..
    Jeebon er katha.. valo thakben Kishor Da... Anek valobasa... Kolkata theke dekhchi..

  • @mahfuzaruna7681
    @mahfuzaruna7681 Рік тому +1

    স্যালুট কিশোরদা।অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট আপনাকে।
    আর অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাইকে।

  • @abbasalikhan4522
    @abbasalikhan4522 Рік тому +18

    What a speech sir............I don't scared for died I scared for to be alone. Wow. This is how I feel for myself. Love u tithi.

  • @reyashil4472
    @reyashil4472 Рік тому +4

    সন্ন্যাসী প্রকৃতির মানুষ। কিশোর দাদা হওয়া শুধু কঠিন না রীতিমত অসম্ভব

  • @SharifulIslam-ol4vh
    @SharifulIslam-ol4vh Рік тому +2

    এখন ওনার প্রথম স্ত্রী এবং তার পরিবার নিশ্চয়ই খুব আফসোস করছেন! কারণ অর্থের পার্থক্য করে একজন সত্যিকার মানুষকে ঠকালেন বরং তিনিই সেরা!ভাল থাকুন মানব সেবায় তবে বাবা হওয়ার জোর দাবি রাখছি।

  • @miftahuddin3214
    @miftahuddin3214 Рік тому

    extraordinary!! I just salute the philosophy of Kishorkumar.

  • @rumanachymita.4092
    @rumanachymita.4092 Рік тому +38

    The man of our Chittagong. The proud founder of our Bidaannondo! Many thanks Kibria vhiya for bringing him here and made a scope to know us the history of this institution.

  • @maroof1dk
    @maroof1dk Рік тому +14

    Philosopher, that is who He is!
    Long way to go Kishor Da
    Love you

  • @tahrimarahman8321
    @tahrimarahman8321 Рік тому

    Such a beautiful soul. Onek bhalo thakben Kishore da

  • @tronkamal5949
    @tronkamal5949 Рік тому +1

    অসাধারণ, very complex. He is not a normal man

  • @shirinakter9211
    @shirinakter9211 Рік тому +1

    অদ্ভূত রকম সুন্দর আর অবাক করা একটা গল্প শুনতে শুনতে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম

  • @mehjabinety7820
    @mehjabinety7820 Рік тому +1

    এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। এখন যতোটা সম্ভব নিলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন প্রতি বছর কিছু কিছু নিরো।

  • @breathless_poem
    @breathless_poem Рік тому +2

    একটা মানুষ কতটা নির্ভীক, সাহসী আর সৎ না হলে এতকিছু করতে পারে! একাকিত্ব আসলেও আশীর্বাদ হয়ে আসে। সে যখন তাঁর প্রথম স্ত্রীকে নিয়ে কথাগুলো বলছিল, এতটুকু অনুরাগের ছাপ আসেনি চোখেমুখে। এটা বলার অবকাশ নেই যে ব্রান্ডিং বাংলাদেশের সেরা গল্পটাই হয়ত আজ শুনলাম। এ গল্পের ১০ শতাংশের অধিকারীও হয়ত আমাদের জীবন না। কি সুন্দর! কি অসাধারণ! শ্রদ্ধা আর শুভকামনা রইল মানুষটার জন্য! 🙏🏻❤️

  • @quazitokon8482
    @quazitokon8482 Рік тому +2

    Binomro Shroddha Kishor da ❤️ Sotti sotti vison afshosh theke gelo, Dada k jante na parar !!
    Kibria Bhai, Dadar moner Kotha guli jana gelo na onek tai, tar philosophy ta porishkar kora gele khub valo hoto, apnio seta bujechen, apnar jonno anek Shroddha ar valobasha ❤️

  • @sagarikap
    @sagarikap Рік тому

    Khub bhalo laglo. Amader desher baire berole manosikota anek bodle jaay. Amra songkirnota theke anektai beriye aste pari. Charity-r modhye diyeo je anondo pawa jaay eta realize kori.

  • @kismatara9576
    @kismatara9576 Рік тому +1

    অসাধারণ! কিশোর দার তুলনা উনি শুধু নিজে।অনেক অনেক শুভকামনা

  • @shaheenakhter237
    @shaheenakhter237 Рік тому +1

    অসাধারণ গল্প, বারবার শুনতে ইচ্ছে করছে হয়তো অনেকবার দেখব এবং শুনবো....

  • @MMm-ob9nu
    @MMm-ob9nu Рік тому +1

    পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো অনেক শেখার আছে

  • @abdulmojid808
    @abdulmojid808 Рік тому +1

    অনেক মনোযোগ দিয়ে শুনলাম
    অনেক কিছু শিখলাম
    ধন্যবাদ কিবরিয়া ভাই

  • @jannatulferdous9598
    @jannatulferdous9598 Рік тому +1

    অসাধারণ। আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

  • @imtisharimran349
    @imtisharimran349 Рік тому +4

    অনেক অনেক দিন ধরে চিনতাম। কিন্তু এত কাছের মানুষ পাশের এলাকার আজ প্রথম জানলাম।

  • @siddiquasharmin3965
    @siddiquasharmin3965 Рік тому

    বলার ভাষা হারিয়ে ফেলেছি তারপরও বলবো অসাধারণ অসাধারণ অসাধারণ শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনলাম

  • @pritimondal5384
    @pritimondal5384 Рік тому +1

    আমি মৃত্যুতে ভয় পাইনা ,আমি ভয় পাই একাকীত্বে।দারুন

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 Рік тому +2

    অসাধারণ গল্প। ধন্যবাদ।

  • @mizanrahman5698
    @mizanrahman5698 Рік тому +1

    What a story. Best episode of RJ Kibria

  • @amithasanrakib5174
    @amithasanrakib5174 Рік тому +2

    অন্যরকম একটা গল্প যা ছিল অসাধারণ 💚🔥

  • @sumona4655
    @sumona4655 Рік тому +1

    Dhonnobad Kishore dada o rj kibria vay ke🙏💕🇧🇩

  • @kamrunnesa7186
    @kamrunnesa7186 Рік тому

    Oshadharon ekjon Manush . Onek kichu shikbar ache , ei bhaier kach theke ! Ami o chattogramer . Valoi laglo apnar jiboner golpo shune , abar onek jaigai apnar jonno koshto holo . Er valo kichu insha'Allah upor walar kache paben, ekhon abar porokale o....onek valo thakben . R bishes kore ei shob Kebria bhaier maddhome amra jante pari , amader kach porjonto pouchai dei ei manushta. Onek dhonnobad apnake & apnar shohokariderke .

  • @lutfunnahar4795
    @lutfunnahar4795 Рік тому +2

    ভিন্ন রকমের একটা গল্প, অনেক ভালো লেগেছে।

  • @harekrishna1396
    @harekrishna1396 Рік тому

    বলার মত আসলে ভাষা নেই......
    অসাধারণ একজন মানুষ.....সুন্দর মনের অধিকারী........

  • @syedabul1305
    @syedabul1305 Рік тому

    অসাধারণ কাহিনী। ধন্যবাদ।। RJ Kibria.. ভাই টা।

  • @robiulaawal8258
    @robiulaawal8258 Рік тому

    অন্যতম সেরা এপিসোড। স্যালুট কিশোর দা। 🙏

  • @syedajebafaria2874
    @syedajebafaria2874 Рік тому

    অসাধারণ... একাকিত্ব ভয়ংকর....

  • @ayzahsminikitchen3231
    @ayzahsminikitchen3231 Рік тому +2

    Salute to you Kishor dada. This is truly a educative story. There has a lot of terms about huminity. Everyone need to listen the story.