মাঝ রাতে ঘুম থেকে উঠে দেখি আমার আপন ভাই আমার উপরে || Jiboner Golpo | Hello 8920 | RJ Kebriya | MONI

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • মাঝ রাতে ঘুম থেকে উঠে দেখি আমার আপন ভাই আমার উপরে || Jiboner Golpo | Hello 8920 | RJ Kebriya | MONI || 2025 || Part 69
    রাতে ঘুম থেকে উঠে দেখি আমার আপন ভাই আমার উপরে!"-এই বাস্তব জীবনের গল্পটি শুনলে শিউরে উঠবেন! এক সত্য ঘটনা, যেখানে রাতের অন্ধকারে ঘটে যায় এক রহস্যময় ঘটনা!
    ✅ এই ভিডিওতে যা পাবেন:
    এক বাস্তব জীবনের গল্প যা আপনাকে নাড়া দেবে
    সম্পর্ক, বিশ্বাস ও মানবিকতার এক মর্মান্তিক কাহিনী
    নৈতিক শিক্ষা ও জীবনের গুরুত্বপূর্ণ বার্তা
    ভিডিওটি ভালো লাগলে Like, Comment & Share করতে ভুলবেন না!
    📌 Subscribe করুন নতুন ও আকর্ষণীয় জীবনের গল্প শুনতে!
    🔔 নতুন ভিডিও মিস না করতে Bell Icon চাপুন!
    #JibonerGolpo
    #BanglaGolpo
    #RealLifeStory
    #BengaliStory
    #SadStory
    #BengaliMoralStory
    #LifeLessons
    #EmotionalStory
    #BanglaGolpo
    #TrueStory
    #MysteryStory
    #RJ_Kebriya
    #KopalFM

КОМЕНТАРІ • 716

  • @workatmyselfsg782
    @workatmyselfsg782 5 днів тому +410

    আল্লাহ বলেছেন নিজের পাপকে গোপন রাখতে এবং অনের পাপকে ও গোপন রাখতে। আল্লহ পাক সৃষ্টিকতা সব যানেন। একারণে আল্লাহর মানুষের পাপাকে গোপন রাখতে বলেছেন কারণ ওনি জানেন। মানুষ এই পাপনিয়ে ব্যবসা করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দান করন।আমিন

    • @Halima-c1b
      @Halima-c1b 5 днів тому

      রাইট মা হঠাত করেই সব কিছু হয়ে জায় না দুইটা বাচচার মা শ

    • @sinhasinha9087
      @sinhasinha9087 5 днів тому +26

      হুম ঠিক কথা বলেছেন

    • @golammostafa700
      @golammostafa700 5 днів тому +17

      যারা বলাৎকার করে তারা গোপনের কথা শোনায়

    • @SalimUllah-qt3te
      @SalimUllah-qt3te 5 днів тому +7

      আমিও একমত

    • @nasrinakter-to1fb
      @nasrinakter-to1fb 5 днів тому

      সহমত। মানুষ কতো টা সাহস নিয়ে নিজের পাপাকে প্রকাশ করে বেরায়..এটা বলে মানুষের কাছে কি বিষয় প্রচার করতে চাইছে...?! কুরআন -সুন্নাহ মেনে চলার অভ্যাস করুন।তা না হলে দুনিয়া- আখেরাত শেষ হয়ে যাবে।ভালো চরিত্র গঠনের জন্য মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করা উচিত নারী -পুরুষ উভয়কেই।আর এখানে কিবরিয়া ভাই যদি থেকে থাকেন তাহলে উনার কাছে অনুরোধ ইসলামিক বিষয়ে জ্ঞান রাখা । এই ধরনের অনুষ্ঠান (গুনা)প্রচার করার কোন যৌক্তিকতাই আমি দেখি না।

  • @mayeensalim2346
    @mayeensalim2346 6 днів тому +33

    তাঁর দাদার দেওয়া সম্পদ ফিরে পাওয়ার সহায়তা আপনার মাধ্যমে করতে পারেন তাতে ওদের পূর্বের সময় ফিরে পাবে জীবনের পথচলা আরো সুন্দর হবে হয়তো।ধন্যবাদ।

  • @helaluddin-gt3sx
    @helaluddin-gt3sx 5 днів тому +163

    কিবরিয়া ভাই মানুষের পাপকে গোপন রাখতে হয় কিন্তু আপনি মানুষের পাপকে প্রকাশ করছেন। আল্লাহ তায়ালার কাছে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে

    • @mizanurrahman9042
      @mizanurrahman9042 5 днів тому +20

      কিবরিয়া ভাই দেখি একটা নতুন ধানদা সুরু করছে এগুলো খুবই খারাপ।

    • @nowshinahmed-pp5of
      @nowshinahmed-pp5of 4 дні тому +2

      Its true

    • @mrrakibkhan5213
      @mrrakibkhan5213 3 дні тому

      এই কিবরিয়া কবেই বা ভালো ছিলো​@@mizanurrahman9042

    • @mayervalobasa1821
      @mayervalobasa1821 3 дні тому +3

      কাউকে কি জোর করে আনছে নাকি ,যার যার ইচ্ছা মত আসছে ,আর কিছু শিকার আছে

    • @TNGAMINGYT180
      @TNGAMINGYT180 3 дні тому

      Joto sob abal agula mittha r ata rj kibria na

  • @MdMostakimahmed-s9q
    @MdMostakimahmed-s9q 5 днів тому +31

    আমি মামুন , দুবাই থেকে বলছি, আপনার জীবনে ঘটে-যাওয়া প্রতিটা দিন ছিল। অথান্ত যন্ত্রনায় দায়ক !! মনি আমি আপনার গল্প-টা শুরো থেকে শেষ পযন্ত শুনেছি । আমি বলব, যাদের জন্য আপনার এত কষ্ট করতে হয়েছে ,আপনে আল্লাহ কাছে দোয়া করেন ।তাদের কে যেন ,হেদায়ত দান করেন ।বোন মনি আপনে oh আল্লাহ কাছে মাফ চান? আল্লাহ অথান্ত হমাশীল ,ও দয়ালু ।চাইলে হমা করতে পারে !শৈশব ঘটে যাওয়া কষ্ট গলো।বুলেগিয়ে ,বিয়ে করে নতুন করে জীবন শোর করেন ।

  • @asimkumar4204
    @asimkumar4204 5 днів тому +10

    উপন্যাস লিখতে হয় মনের অনুভব থেকে, কিন্তু কিছু মনের অনুভব আর বাস্তবতা এক হয়ে যায়। ধন্যবাদ কিবরিয়া ভাইয়া

  • @muktaakter2486
    @muktaakter2486 2 дні тому +32

    পাপ গোপন করেন ,,,,, ব্যবসা বন্ধ করেন ✅✅

    • @sonetahmad2739
      @sonetahmad2739 День тому +1

      Aisob UA-cam Channel bondhu korte hobe

  • @Gour-t9l
    @Gour-t9l 9 годин тому +2

    মনির মতো মেয়েদের প্রতি সম্মান এবং ভালোবাসা বেরেগেলো। অনেক কিছু শিখতে পারলাম।

  • @mainulislam8967
    @mainulislam8967 5 днів тому +50

    পাপ নিয়ে ব্যবসা করে সমাজকে আরো কলুষিত করা হচ্ছে। এতে বিকৃত রুচির মানুষের সংখ্যা আরো বাড়বে।

  • @MD.MirajulIslam-n3c
    @MD.MirajulIslam-n3c 2 години тому

    Allah tomake happy koruk..dhoya kori..

  • @MD.MirajulIslam-n3c
    @MD.MirajulIslam-n3c 2 години тому +1

    Allah tomi malik tomi hifazot koro..

  • @I_1_2_3_4_s
    @I_1_2_3_4_s 4 дні тому +6

    লা ই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।ও আল্লাহ সবাইকে হেদায়েত দেন জাহান্নাম থেকে বাঁচান। ঈমানের সাথে মরন দিয়েন। আমিন সুম্মা আমিন

  • @shoebhalder4470
    @shoebhalder4470 5 днів тому +8

    আমার জীবনে এই প্রথম এত সময় ধরে একটা ঘটনা শুনলাম ,খুবই দুঃখজনক মর্মাহত হয়েছি আমাদের সমাজে এমন ঘটনা যেন আর কারও সাথে না হয় ,

  • @tirjak535
    @tirjak535 20 годин тому +1

    মণি , you are a gem in our society . Thank you Mr. Kibriya for your projecting such a life thru “Kopal”.

  • @mayeensalim2346
    @mayeensalim2346 6 днів тому +14

    মণির জীবনের সময়গুলো মুছে নতুন সুন্দর জীবন গড়বে, নতুন দাম্পত্য জীবনে সুখী সংসার হোক এ দোয়া করি।

    • @MohammadArman-e9u
      @MohammadArman-e9u День тому

      এই গল্পটা ২০১৩ সালে প্রচারিত হয়েছে হেলো ৪৯.২০ তে,এই চ্যানেল গুলো আর জে কিবরিয়া ভাইয়ের গল্প গুলা এখন নতুন করে প্রচার করছে।

  • @SuvashDas-ur9gj
    @SuvashDas-ur9gj 5 днів тому +6

    সত্যি সত্যিই মনির জীবন কাহিনি শুনে আমার ভীষণ কষ্ট লেগেছে। কতো বিচিত্র এই পৃথিবী। আললা যেন কাউকে এতো কষ্ট না দেয়। উপরআলা যেন সবাইকে হেদায়েত করেন।

  • @NASIMACHOWDHURY-v4l
    @NASIMACHOWDHURY-v4l 5 днів тому +18

    আরজি কিবরিয়া ভাই, আপনার
    জীবনের গল্প শুনতাম, খুব ভালো লাগতো, মানুষের মনের মধ্যে গভীর ভাবে জায়গা করে নিয়ে ছিলেন।
    কিন্তু আজকাল আপনি কি সব আলোচনা তুলে আনছেন বুঝলাম না ভাই,,,,,,,,!!
    ভালো গল্প, কাহিনি কি ফুরিয়ে গেছে,,,,
    মানুষের গোপনীয় বিষয় গুলো লোক সমাজে ছড়িয়ে দেওয়া!!
    এটা হিতে বিপরীত অবস্থা।।

    • @sabuj2479
      @sabuj2479 3 дні тому

      এটা অনেক আগের গল্প আর এই চ্যানেলটাও অন্য মানুষের

  • @sanjitmistry4195
    @sanjitmistry4195 3 дні тому +3

    বাংলা দেশের " মনি "হাজারো স্যালুট তোমায়, নত জানু তোমার ভেতরের অন্তর আত্মা র চরণে।
    ঈশ্বর / আল্লা অন্তর আত্মার অংশ।

  • @hossenbillal9500
    @hossenbillal9500 5 днів тому +52

    আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন

  • @raraali2984
    @raraali2984 4 дні тому +4

    মনিকা তোমার কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি,

  • @Alamgir-1M
    @Alamgir-1M 5 днів тому +12

    ভিডিওটি বেশ উপভোগ্য ছিল! লাইক দিয়ে দিলাম, একটি কমেন্ট করলাম এবং সাবস্ক্রাইবও করলাম 🔔 ভবিষ্যতে আরও দারুণ ভিডিও আসুক এই প্রত্যাশা রইলো!

  • @hossainmahmudjomiri608
    @hossainmahmudjomiri608 7 годин тому +2

    আমার শুনে খুব কষ্ট হলো

  • @Etivlogs-c4z
    @Etivlogs-c4z 5 днів тому +13

    সব মেয়েদের ভিতর সাহস যোগাও আর লরতে শিখো একা সফল হবেই ইনশাআল্লাহ

  • @Badrul-l5r
    @Badrul-l5r 2 дні тому +2

    এই অনুষ্ঠান পুরো শুনে মনটা তে খুব দুঃখ লাগলো। বাবা নষ্ট হ‌ওয়ার কারণে। এবং এদের দায়িত্ব না নিয়ে আজ এই মেয়ে কতটুকু কষ্ট এবং বিপত গামী হয়ে গেছে। আল্লাহ ওঁর বাবা কে আল্লাহ কখনো ছাড় দেবেন না। মনির জীবন আল্লাহ ভালো করুক

    • @RehenaJannat-c7l
      @RehenaJannat-c7l День тому

      😢😢 ভাইয়া মনির গল্পটা শুনে দুচোখের পানি ধরে রাখতে পারি নাই ভাই আপনার নাম্বারটা যদি লিখে দিতেন তাহলে আমি সুন্দর করে আপনার সাথে একটু কথা বলতে পারতাম

  • @motaharulislam3856
    @motaharulislam3856 6 днів тому +15

    এটা কি শুধুই গল্পের জন্য গল্পঃ!
    মেয়েটি এখানে তার মাকে একজন এমবিবিএস ডাক্তার হিসেবে দাবি করেছেন আবার নার্স হিসেবে দাবি করেছেন,যা হাস্যকর।

  • @ZakirHussain-n5l
    @ZakirHussain-n5l 5 днів тому +14

    এখানে মা,,,,, মেয়ে কার দোস নেই, এখানে নাটের গুরু মেয়ের বাবা,,,!!

  • @shirazulislam8829
    @shirazulislam8829 6 днів тому +33

    মেয়েটার সব কিছু সরলেই বলে দিলো।
    হায়রে জীবন।

  • @Te3761
    @Te3761 День тому +1

    সত্যি কারের জীবন যোদ্ধা।

  • @mamunmondol-ih2it
    @mamunmondol-ih2it 6 днів тому +24

    আমি ভিডিওটা first to last দেখছি.
    একজন postitute এর জীবনে অনেক ইতিহাস থাকে তা না হলে একজন মানুষ কোনো ভাবেই তার নিজের সবচেয়ে মূল্যভান ইজ্জত মানুষকে বিলিয়ে দেয় না।
    আজকে তার বাস্তব প্রমান পাইলাম।

  • @rashedbari5531
    @rashedbari5531 6 днів тому +7

    কি আজব ঘটনা!গল্পটা শুনে খুব কষ্ট পেলাম!

  • @SabihaSumi640
    @SabihaSumi640 5 днів тому +15

    আমার মনে হয় ওর মা ডাক্তার না ওর মা হয়তো নার্স ছিল কিন্তু উনি রাস্তায় রাস্তায় না ঘুরে একটা কাজ করতে পারতেন যেহেতু উনি শিক্ষিত ছিলেন,উনি সবাই কে চিনতেন বাড়ি ঘর সব চিনতেন নিজের স্বামী কে চিনতেন তাকে মানুষের সামনে অপমান করতে পছন্দ করতেন তারমানে উনি সুস্থ ছিলেন মেয়ের এই পরিস্থিতির জন্য কিছুটা হলেও ওর মা দায়ী।

  • @mdhalimbabo3733
    @mdhalimbabo3733 День тому +1

    ওনি জে বেচে আছে এই জন্য আলহামদুলিল্লাহ

  • @NaimHossain-p4s
    @NaimHossain-p4s 4 дні тому +3

    আমি এই গল্প টা আজ থেকে বার বছর আগে শুনেছি 😢😢😢😢 আমার জীবনের পথম শুনেছওম 😢😢 আবার আজকে শুনেছি

  • @anamul112
    @anamul112 2 дні тому +1

    এই শো, দেখার পর আমার জীবনের প্রতি কোন অভিযোগ নাই 😢😢

  • @tusarmia-yt5dy
    @tusarmia-yt5dy 6 годин тому

    এই সব কিছু জন্য আমাদের এই সভো সমাজ দায়ি, আর একটি কথা কোন কিছুকে অবোহেলা করা যায় না সমনে ওই পাহাড় সমান হয়ে দাড়াতে পারে।
    ধন্যবাদ

  • @MdKader-v8o
    @MdKader-v8o 6 днів тому +13

    আল্লাহ সবাইকে হেফাজত করুন

  • @MdMotin-p7w
    @MdMotin-p7w 5 днів тому +8

    ইয়া আল্লাহ আপনি এই রকম কোন বান্দাকে বিপদে ফালায়েন না আল্লা আপনি রক্ষার মালিক আমিন

  • @টঙেরগানরংপুর

    পুরো গল্পটা মনোজগ দিয়ে শুনলাম😥

  • @KuwaitiRislamKuwaitRISLAM
    @KuwaitiRislamKuwaitRISLAM 3 дні тому +3

    আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দান করূন। আমিন

  • @MdAbdullah-rp3ig
    @MdAbdullah-rp3ig 4 дні тому +5

    আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন

  • @nonigopalgoswami2785
    @nonigopalgoswami2785 3 дні тому +1

    বোন তোমার এই নির্মম গল্প শুনে খুব ই ব্যাথিত। তোমার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

  • @technicalamir1530
    @technicalamir1530 День тому +3

    গল্প শোনে মনে অনেক কষ্ট হইসে বাই আসলেই দুনিয়া দোকা দোকা দোকা দোকা দোকা

  • @kazinazrulislamakash9615
    @kazinazrulislamakash9615 4 дні тому +9

    10বছর আগের ভিডিও এটা তখন সবার হাতে ইস্রাট ফোন ছিলো না এভেল এলেভেল বাটন ফোনে শুনছি,, হেড ফোন দিয়ে,,

  • @tabassumyeasmin7604
    @tabassumyeasmin7604 5 днів тому +9

    কিবরিয়া সাহেব , প্রয়োজন ছাড়া ইন্টারফেয়ার করবেন না । মনোযোগ নষ্ট হয় , শোনার আগ্রহও নষ্ট হয়ে যায় ।

    • @mynuddinmahin7362
      @mynuddinmahin7362 4 дні тому +1

      প্রয়োজন ছিল বলেই করছে কথাই যদি মানুষ না বুঝে তাহলে গল্প বুঝবে কি করে

  • @raselmollah1727
    @raselmollah1727 3 години тому

    আমি ইউরোপ থেকে শুনতেছি

  • @thezilanians7208
    @thezilanians7208 День тому +2

    এই এপিসোড টি ২০১৩ সালের। আর এখন মানুষ শুনতেছেন ২০২৫ সালে প্রায় ১২ বছর পরে এসে।

  • @Janobangla744
    @Janobangla744 2 дні тому

    ভাষা হারিয়ে ফেললাম 😢😢😢😢😢
    আল্লাহ তাকে ভালো রাখুক
    From Kolkata (India)

  • @MdAladdin-n9f
    @MdAladdin-n9f 5 днів тому +4

    ভাই আমি মনে করি মেয়েটি বাবা কে আইনের আওতায় আনার দরকার

  • @greenfeild9075
    @greenfeild9075 5 днів тому +13

    কিবরিয়া ভাইকে আরো ভালোভাবে গল্প শুনতে হবে। মেয়েটি তার মাকে প্রথমে নার্স বলেছিল পরে যদিও ডাক্তার বলে। আবার আয়াও হতে পারে মেয়েটি হয়তো জানেই না। আরো নানা জায়গায় ভুল ছিল।

  • @rokonzaman2850
    @rokonzaman2850 4 дні тому +3

    কিবরিয়া সাহেব আপনার কাছে থেকে এধরনের গল্প আশা করিনি।

  • @awalsheikhaffanaffan2887
    @awalsheikhaffanaffan2887 День тому

    আপনার বর্তমান ঠিকানা জানতে চাচ্ছি " মনি ম্যাম"! আপনাকে একবার দু চোখে সরাসরি দেখার ভীষণ ইচ্ছে, কানাডা টরেন্টো সিটি থেকে দেশে ফিরে আপনার সাথে সরাসরি দেখা করতে চাচ্ছি পুরো বাংলাদেশের যেখানে থাকেন না কেন! আশাবাদী রিপ্লাই ও ঠিকানা পাবো!

  • @mohammaddeenislam4085
    @mohammaddeenislam4085 День тому +1

    জাহান্নামে যাবেন, তওবা করুন

  • @pamelaislam676
    @pamelaislam676 3 дні тому +2

    Allah tumi oshohay er shohay hou.

  • @md.monir7244
    @md.monir7244 5 днів тому +4

    ভাষা হারিয়ে ফেললাম কমেন্ট করার মত কিছু পাচ্ছিনা 😢

  • @naturaltreatmentlife3517
    @naturaltreatmentlife3517 5 днів тому +13

    ধন্যবাদ স্যার এমন একটি সত্য ঘটনা জানতে পারলাম, হৃদয়ে নাড়া দিয়ে গেল

  • @AzadHossain-c8j
    @AzadHossain-c8j 4 дні тому +1

    যা বুজলাম, মেয়েটা ছোট বেলা থেকেই অনেক দু:খ্য কষ্ট ফেস করতে হইছে,তাই মেয়েটার কলিজা পাথর হয়ে গেছে😂 আল্লাহ সবাইকে সন্মানের সহিত জীবন জাপন করার তাওফিক দান করুন আমিন

  • @ShafiqueShafique-pe4ll
    @ShafiqueShafique-pe4ll День тому +1

    ইন্সা আল্লাহ একজন না একজন অবশ্যই বিয়ে করে নেবে

  • @ArpitaMonira
    @ArpitaMonira 5 днів тому +23

    গল্প টা শুনে মিথ্যা মনে হলো। সঠিক ভাবে তদারকি করার জন্য অনুরোধ করা হলো

    • @mssafa7805
      @mssafa7805 3 дні тому

      তুই মনেহয় এই ঘঠনার একটা চরিত্র চাই এমন বলতাছস

    • @ArpitaMonira
      @ArpitaMonira 3 дні тому +2

      @mssafa7805 তোর যদি সেটা মনে হয় তাহলে তাই,, পুরো গল্প তুই শোন তাহলে তুইও বুঝতে পারবি

    • @RajaBabu-un5ye
      @RajaBabu-un5ye 2 дні тому

      এসব কাহিনী শুনে অনেক ছেলের নু*নু দাড়াই গেছে। এটাকে কীভাবে দমিত করবেন। আপনি কী জানেন এই ফালতু গল্প​গুলোর জন্য অনেক মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে। মানুষ এইব শুনে পাপ কাজটাই শিখতেছে। এখানে শিক্ষা নেওয়ার মূলত কিছুই নাই। আর এটা জাস্ট FM শো। কিবরিয়া ভাই বলে দিছে যে এটা জীবনের গল্প শো। আপনি বিশ্বাস করলে করবেন নইলে করবেননা ও ওর জীবনের কথা বলতেছে।
      প্রতিদিন একটারে করে জোগার করে আর এসব শো এ story শেনায় ফালতু সব😢@@mssafa7805

    • @RajaBabu-un5ye
      @RajaBabu-un5ye 2 дні тому

      ​@@mssafa7805জী না এসব বানানো গল্প। এই শো এর নাম জীবনের গল্প, যে কেউ চাইলে যোগাযোগ করে এসবে অংশগ্রহণ করতে পারে সত্য+মিথ্যার সংমিশ্রনে গল্প বানিয়ে বলতে পারবে। আপনি বা আমি চাইলেও এসব শোতে অংশগ্রহণ করে হুদাই একটা গল্প বানিয়ে বলতে পারি। এগুলা ঠিক না। এসব শুনে মানুষ পাপ কাজটাই শিখবে। ভালো শিক্ষা নেওয়ার মূলতে কিছুই নাই এখানে। কিবরিয়া ভাইয়ের এসব কর্মকাণ্ড ভালো লাগলো না। উনি নিজেও শিউর না যে এটা সত্যি কী না মিথ্যা। তিনি প্রথমে বলে দিছে যে ও ওর জীবনের গল্প বলতেছে আপনি চাইলে বিশ্বাস করতে পারেন নইলে নাও করতে পারেন। এসব দেখলে কান্না পায়। ইমান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। উনি তার ন্যায্য বিচারের জন্য নারী সংস্থা বা বিচার বিভাগে না গিয়ে এসব মানুষকে শোনাচ্ছে কেন যদি সত্যি ই হয়ে থাকে তাহলে। ছিহ্😢😢

  • @AmdadulMiyah
    @AmdadulMiyah 5 днів тому +8

    অনেক অনেক ধন্যবাদ মানুষ কত নিষ্ঠুর

  • @nirob1988
    @nirob1988 21 годину тому +1

    এইখানে সৃষ্টিকর্তা কোথায়.?
    ধর্মীয় মানুষরা তো বলে সব কিছু উপর ওয়ালার ইশারায় চলে।
    মনির জীবনে আল্লা ভগবান কোথায়.?

  • @abdurrahimofficial1876
    @abdurrahimofficial1876 6 днів тому +6

    ভাই আমি এ-ই ঘটনা শুনতে পারছি না সরি ভাই আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত সুস্থ রাখুক

  • @nahidanwar8902
    @nahidanwar8902 3 дні тому

    আমি সহ্য করতে পারছিনা কেঁদে কেঁদে শুনছি, হায়রে মানুষ হায়রে জীবন, কোথায় মানবতা কোথায় সুশিক্ষা, সব মাথা দেখি কিন্তু মানুষের মতো মানুষ দেখা যায় না-

  • @Selinaoc
    @Selinaoc 6 днів тому +4

    পরিবারের জন‍্যই মেয়েরা এমন পথ বেছে নেয় ।কোন অবস্থাতেই ১ টি টাকা দিয়েও সাহায‍্য করা উচিৎ নয় । দিতে ইচ্ছে হলে অসহায় এতিম যার কেউ নেই এমন একজনকে হলেও সহযোগিতা করা তবুও পরিবারের কারও জন‍্য কিছু করা উচিৎ নয় ।

  • @MonirUsain
    @MonirUsain 5 днів тому +7

    মেয়ের বাবার ই টুলুবুলু ছিল 😂😂

  • @AbuTalef-b6x
    @AbuTalef-b6x 4 години тому

    Asb vidio kakrai valo

  • @Yousufalfaruk
    @Yousufalfaruk Годину тому

    পাপ প্রকাশ পড়লে এই গুনাহ আল্লাহ মাফ করবে না

  • @blhasan7189
    @blhasan7189 9 годин тому

    আল্লাহ বলছেন পাপ করলে গোপন রাখতে
    সেখানে এখন মানুষ পাপ নিয়ে ব্যাবসা করছে হায় কপাল

  • @Parisha-cy1vz
    @Parisha-cy1vz 4 дні тому

    সব কথা আল্লাহ কে বলেন, দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারবে না। তাই আমার গল্প টা শুধু মহান আল্লাহর কাছেই বলবো।
    আল্লাহ সবাই কে হেদায়েত দান করেন

  • @ratnarahman1886
    @ratnarahman1886 4 дні тому

    অসাধারণ মনির এই গল্প খুব ভালো লাগলো ❤❤❤❤❤❤❤❤

  • @PiaraBegom-tj5rx
    @PiaraBegom-tj5rx 4 дні тому +1

    sompurno video dekar por onek kicu siklam

  • @mddulalhossainmddulalhossa6978
    @mddulalhossainmddulalhossa6978 5 днів тому +3

    মানুষের জীবন কতভাবেই বেড়ে ওঠা গা শিউরে উঠে এগুলো কাহিনী শুনলে

  • @MdNurnobi-im8tg
    @MdNurnobi-im8tg 4 дні тому +5

    পাপ কে ঘিনা করো পাপি কে নয়❤❤❤

    • @EDRISAKHON
      @EDRISAKHON 2 дні тому

      এটা ফালতু কথা

    • @atiqulislam8432
      @atiqulislam8432 День тому

      পাপি পাপকে জন্ম দেয়,

  • @mdmanowarhasan2822
    @mdmanowarhasan2822 4 дні тому

    আমি কিবরিয়ার অনেক অনুষ্ঠান শুনেছি কিন্তু এই মেয়ের হিস্টোরির মতো এতো আবেগ নিয়ে শুনেনি

  • @dulalhossain1472
    @dulalhossain1472 День тому

    আহারে বোনটার জন্য খুব খারােপ লাগছো

  • @AlurBubon
    @AlurBubon 3 дні тому +1

    দারুন কথা

  • @eliashossain8116
    @eliashossain8116 5 днів тому +17

    আমি মনে করি FM বা জিবনের গল্প এইটা বাদ দেয়া হক।।কারণ এক জনের গোপন কথা সারা দুনিয়া কেন জানবে।।তায় সবাই মিলে এক হয়ে এই গল্প গুলো বাদ দিয়া হক।।।

  • @debanddeb
    @debanddeb 5 днів тому +2

    Almighty should take care of u Maa, its not ur sin ,because u have done these for the pressure of society as well as system, God must show u a better future, I have a daughter of ur age, Im from India. 🙏🏼

  • @najneennisha2583
    @najneennisha2583 4 дні тому +1

    কষ্ট পেতে পেতে জীবনটাকে সহজ করে নিয়েছে

  • @mostofa253
    @mostofa253 5 днів тому +6

    ও‌ প্রথমে বলছে নার্স আর গরিবেরা নার্সকে ডাঃ বলে।আসলে নার্স ছিল এমবিবিএস ছিল না।

  • @alitechnicalchannel3414
    @alitechnicalchannel3414 День тому

    আমি ভারত থেকে সেলুট এই মেয়েটা কে

  • @AsifurRahman-r5w
    @AsifurRahman-r5w День тому

    আমি বলি কি মনি আপনি এই সব সারাজীবনের জন্য ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে মনের গভীর থেকে তাওবা করে ফিরে আসুন এবং ভালো কিছু চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ , আর এই ঘটনা টি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হোক তাহলে মনির জন্য ভালো হবে আর আমি মনির সাথে একটু যোগাযোগ করতে চাই ।

  • @AtaurRahman-ev2kp
    @AtaurRahman-ev2kp 3 дні тому

    আহারে জীবন 😢

  • @fahadsk8357
    @fahadsk8357 3 дні тому +11

    এই পাপ গুলো গোপন রাখা উচিত আল্লাহ মাফ করুন

  • @mhdmiras3977
    @mhdmiras3977 5 днів тому +4

    Obastob golpo mone hoy

  • @SyedAbdulMumin-ey1lz
    @SyedAbdulMumin-ey1lz 2 години тому

    গল্পটা ২০১১ সালের কিন্তু এখন শুনলাম ২০২৫ সালে জানিনা মেয়েটা এখন কেমন আসছে আল্লাহ যেনো হেফাজত করেন ভালো রাখেন

  • @AzadHossain-c8j
    @AzadHossain-c8j 4 дні тому +1

    জীবন তো একটা নাটক,মানুষের জীবন সত্যি নাটমের চেয়ে বেশি নাটকীয় 😂😂😂

  • @Evolara
    @Evolara 3 дні тому +1

    এসব গল্প শুনে মানুষ খারাপ কিছু করার সুযোগ খুজবে আর আল্লাহ অন্যের পাপকে গোপন রাখতে বলেছেন।

  • @samsualam9873
    @samsualam9873 4 дні тому

    এ মেয়েটা জীবনের গাড়িটা শুনে কান্দে কান্দিয়া বেড়ায় মনের দরজা কি যে করে বিস্তৃত কথাগুলো শুনে মেয়েটা আল্লাহ মেয়েটার বাঁচিয়ে রাখুক ভালো রাখুক মেয়েটা সুস্থ রাখুক হ্যালো ভালো বানায় এক মেয়েটার এইটাতে কামনা করি মেয়েটার কথা শুইনা অসুস্থ হয়ে গেলাম

  • @kalammiya7774
    @kalammiya7774 3 дні тому +3

    আপনার মনের কথাগুলো শুনে পুরা মাথা নষ্ট হয়ে গেছে

  • @mdmonirulislam2809
    @mdmonirulislam2809 2 дні тому +1

    অনেক ফজিলত পূর্ণ আলোচনা চলছে

  • @nahidanwar8902
    @nahidanwar8902 2 дні тому

    আল্লহর নিকট সাহায্য প্রার্থনা করলে অবশ্য অবশ্যই তোমার জীবন বিপথগামী হতো না,
    কথায় আছে- সৎ সংগে সর্গে বাস, অসৎ সংগে সর্বনাশ । তোমার চেষ্টা যে পথে পরিচালিত করেছ তাই হয়েছে ।

  • @abdulmojid2639
    @abdulmojid2639 5 днів тому +5

    জিবন নাটকের চাইতেও নাটকীয়

  • @banglarrannaghor863
    @banglarrannaghor863 5 днів тому +2

    পুরো ভিডিও টা দেখলাম, মাথা ঘুরছে ভাইয়া।

  • @afch5847
    @afch5847 5 днів тому +8

    মনি, ভালো মনের মানুষ। আমি কমেন্ট লিখিনা, তবে সে পরিস্থিতির শিকার।

  • @HusnaAraChoudhury-im1lk
    @HusnaAraChoudhury-im1lk 15 годин тому +1

    সমাজ বদলাতে হলে এই ঘটনাগু লো সকলকে জানতে হবে ।

  • @bijoyhossain7001
    @bijoyhossain7001 3 дні тому +1

    Amar jibobey er thekeyo khub koshter cilo kintu alhamdulillah ami akhon khub valo aci

  • @sbu1949
    @sbu1949 6 днів тому +25

    যদি বিনা স্বার্থে মনিকে একটা ওষুধের দকান চালানোর জন্য সাহায্য করতে চায় সে কি নেবে? জানাবেন। @R J Kibria. Thanks

    • @munirajannat6040
      @munirajannat6040 5 днів тому +2

      আমাকে দিয়ে দেন, আমি একজন স্টুডেন্ট। কিছু একটা করতে চাইছিলাম অনেক দিন ধরে, কিন্তু হাতে টাকা নাই।

  • @mdgias928
    @mdgias928 4 дні тому +3

    যদিও জীবনের গল্প কিন্তু পাপগুলো প্রকাশ না করাই ভালো

  • @Santoslam-eh9zz
    @Santoslam-eh9zz 9 годин тому

    আমিও টঙ্গী থেকে শুনছি

  • @sinhasinha9087
    @sinhasinha9087 5 днів тому +9

    আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ, কুটি কুটি শুকরিয়া আমিন ।

  • @masheduslam6997
    @masheduslam6997 3 дні тому

    যারা এতিম বা বাবা নেই আত্মীয়স্বজন সাহায্য করেননা তাদের বেশির ভাগ এ পরিস্থিতির স্বীকার কম আর একটু বেশি।😢😢এটার সাথে আমি চিনি মানুষটার সাথেও এমন হয়ছে।