তাকে ছাড়া বাঁচবো না I Branding Bangladesh I Episode:49 I Studio of Creative Arts ltd I

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • This is wonderful story of a person who step-by-step recover cravings from drug , deal with relapse, and overcome substance disorder. For many people it is really tough to get rid from drug. But this story can motivate them in two way. One, what type of company you need to avoid to get out from drug addictions. Two, If you take drug how you will rehabilitate and get out from this addictions.

КОМЕНТАРІ • 495

  • @CyberSensi
    @CyberSensi Рік тому +95

    আমি গ্রামের ছেলে। জীবনে একটি সিগারেটও খাইনি। ২০০৩ সালে আয়ারল্যান্ড এসেছি পড়ালেখা করার জন্য। বাংলাদেশী বন্ধুদের সঙ্গে একসাথে বাসা নিয়েছি। ড্রিংকস করিনা বলে অনেকই ক্ষেত বলতো, আনস্মাট বলতো। আমি ওদের কথা শুনে শুধু হাসতাম। আল্লহামদুলিল্লাহ, আল্লাহ এখনোও অনেক ভালো রাখছে। যাহারা আমাকে আনস্মাট, গ্রামের ক্ষেত বলেছে সেইসব ব্যক্তিরা আইয়ুব বাচ্চুর গানের মতন নিদারুণ কষ্ট নিয়ে আয়ারল্যান্ডে জীবনযাপন অতিবাহিত করিতেছে।

  • @satuhinbhuiyan3022
    @satuhinbhuiyan3022 Рік тому +56

    নতুন কিছু শুনবো নতুন কিছু অভিজ্ঞতার জন্য
    ব্রান্ডিং বাংলাদেশের এক একটি এপিসোড অতুলনীয় ❣️🙏

  • @kiranahmedchisty4458
    @kiranahmedchisty4458 Рік тому +54

    আমি মালোশিয়া তে ২০ দিন এই ছেলের বাসায় ছিলাম, আমার দেখা একজন ভালো মনের মানুষ এবং খুবই আন্তরিক সাথে হেল্পফুল। আমি এই ছেলের কাছ থেকে যেই উপকার পাইছি সেটা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। অনেক অনেক দুয়া ও শুভকামনা শাওন তোমার জন্য।

    • @nilufayasmin1347
      @nilufayasmin1347 Рік тому +2

      😊😊

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Рік тому +1

      ললললললললংলললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললংলংংললংংলললললললললললললললললল

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Рік тому

      লল

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Рік тому

      ললললললললললললললংলললললললললংলললললললললললললললললললংললল

    • @sumaiyaakter563
      @sumaiyaakter563 Рік тому

      লললললললংললললললললললললললললললললললললললললললললললললললংললললললললংললললললললললললললললললললললললএললললললললললললললললললললললললললললললললংংলংংলললললংলললললললললললংলললললললএলললললংললললললললংললললংলললললললললললললললললললললললললললংললংলললংললললংললললললললললললললংলললংললংললললল

  • @zayanasworld6037
    @zayanasworld6037 Рік тому +5

    Kothay kothay like😢

  • @NurMohammad-mk1re
    @NurMohammad-mk1re Рік тому +43

    জীবন নাটকের চাইতে ও নাটকীয়।আবার ও প্রমান হল।সময় থাকলে পূরু গল্পটা শুনার অনুরূধ রহিল।জীবনে অনেক কিছু শিখার আছে,করার আছে,আমরা চাইলে পারব,চেষ্টা করলে সব সম্ভব জীবনে।

  • @sonalishwapno-r5k
    @sonalishwapno-r5k Рік тому +15

    মাশাআল্লাহ, রাতের অন্ধকারে পরে ভোরের আলো ফুটবে। মানুষ চেষ্টা করলে যেমন খারাপ হতে পারে, অনুরূপ ভালো হতে চাইলে ভালো হবে।All the best

  • @unknown559
    @unknown559 Рік тому +2

    শান্তিনগর বেইলি রোডে আঁচল নামের শাড়ির দোকানটা ছিলো আমার মনে আছে স্পষ্ট। ছোট্ট বেলায় নিজের/ ভাইবোনের জন্মদিন হলেই সুইস থেকে কেক কেনা হতো, বইঘর, সাগর লাইব্রেরি থেকে বই কিংবা ঈদের/ গিফট এর শাড়ি কিনতে বেইলী রোড তো হরহামেশাই যাওয়া হতো। মগবাজার থেকে ভিকারুননিসার সামনে থেকে সুইসে যেতে বা সুইস থেকে আনারকলি মারকেটে যেতে বেইলি রোডের দুপাশের সারি সারি শাড়ির দোকানগুলোর চেহারা এখনো চোখে ভাসে। রমনী, টাটকা তাতের শাড়ি, আচল, টাংগাইল শাড়ি কুটির আরো কতো কতো শাড়ির দোকান। রিকশায় মায়ের কোলে চড়ে দোকান গুলোর নাম পড়তাম আর ডল এ পড়া শাড়ি দেখে কম্পেয়ার করতাম কোনটা কার চেয়ে কতো সুন্দর। তখনো নিচু নিচু বাড়ি গুলো ভেংগে, বহুতল ভবনে বেইলি স্টার ফিয়েস্তার মতো শপিং মল, ইনফিনিটি মল আর কেফসি, পিজা হাটের মতো ভুরি ভুরি খাবারের দোকান হয়নি। রোড সাইড শাড়ির শোরুমের সারিগুলো দেখতে কী ভালো লাগতো। মধ্যবিত্ত অভিজাত আর ছিমছাম ব্যাপার ছিলো বেইলি রোডে।
    ওই শাড়ির দোকান গুলো টুপটাপ গায়েব হতে হতে এখন ৭-৮ টার মতো দোকান বেচে আছে। ওইপথ দিয়ে যাতায়াত এর সময়, প্রায়ই ভাবতাম ছোটবেলার সেই শাড়ির দোকান গুলো কই হারায় গেলো!
    এই আঁচল শাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। আজ এই গল্প আমার ছোটবেলা মনে করিয়ে দিলো। আর এই আঁচল শাড়ির দোকানের সাথে জড়িত গল্পটাও যে এমন কখনো কী ভেবেছিলাম?

    • @Abulkashemshaon
      @Abulkashemshaon Рік тому

      হ্যাঁ সম্পুর্ন সত্য মতামত দেয়ার জন্য ধন্যবাদ। আমার কেন জানি মনে হয় ওই সময় টা আর ফিরে আসবে না। এখন সব কিছু কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে

  • @jayedjamir8006
    @jayedjamir8006 Рік тому +18

    আলহামদুলিল্লাহ ভাই অসাধারণ জীবন গল্প প্রত্যেক মানুষের শোনা উচিৎ। অনেক অনেক কিছু শিখার আছে যা হয়ত আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখার সুযোগ হয় নাই। নিজের ইচ্ছা শক্তি আর আল্লাহর উপর ভরসা রাখা।

    • @somaakter7506
      @somaakter7506 Рік тому

      Kibriea bhi ai kotha goli amr coto bhi ar life ar sathe mile gace

  • @nasrinrojafromfrance7917
    @nasrinrojafromfrance7917 Рік тому +94

    আমার মত কে কে একটা মিনিট ও টেনে শুনে নাই ? oh my god what a episode!!!😢

  • @rokeyabegum5414
    @rokeyabegum5414 Рік тому +9

    শারীরিক কোন সমস্যা হয়নি। লিভার কিডনি হার্ট সুস্থ থাকে।

  • @جوسينجوسين
    @جوسينجوسين Рік тому +8

    আলহামদুলিল্লা অনেক অনেক দোয়া রইলো কাসেম ভাই জান আপনার জন্য যে আপনি ওই জায়গা থেকে ফিরে আসতে পারছেন আমিন

  • @shaheenakhter237
    @shaheenakhter237 Рік тому +10

    আশা করি এই জীবন ভীষণ কষ্টের কাহিনী --- অনেক ভাই ও বোনকে খারাপ আসক্তি থেকে দূরে থাকার জন্য অনেক সাহায্য করবে ,,,,

  • @nasreensadeque7996
    @nasreensadeque7996 Рік тому +11

    যদি ও আমার বাচ্চারা ডিরেল হয়নি আলহামদুলিল্লাহ। তবুও প্রতিটি বাবা,মা এবং সন্তানের জন্য অসাধারণ শিক্ষনীয় একটা জীবন গল্প। ❤❤❤❤❤❤️❤️

  • @mohammadnurulislam7564
    @mohammadnurulislam7564 Рік тому +6

    এই বয়সে ব‍্যাবসায় ঢোকানো মোটেও উচিত হয়নি। কলেজে যাওয়ার পর আস্তে আস্তে ব‍্যাবসায় যেতে পারে। ধন্যবাদ।

    • @arianakhandokar5254
      @arianakhandokar5254 Рік тому

      Thik ami emon ekjon k cini tar babao olpo boyoshe bebsha koreche babar babar jore pore arki ei cheler motoi kahini

  • @shaheenakter6805
    @shaheenakter6805 Рік тому +7

    ব্রান্ডিং বাংলাদেশের সবগুলো পর্বই দেখেছি। এরকম একটা গল্পের দরকার ছিল।

  • @delwarkhan1424
    @delwarkhan1424 8 місяців тому +1

    ফিনল্যান্ড এ সার্টিফিকেট এর মূল্য কম।ডিপ্লোমার মূল্য বশী। ওখানে ও লেবেল করে অনেকে আর লেখাপড়া করে না।

  • @kaziemon6634
    @kaziemon6634 Рік тому +10

    আমি দোয়া করি আপনে বেঁচে থাকেন আরো অনেক বছর ভাই।অনেক ব্যথার গল্প শুনার বাকি আছে😊

  • @sabekunnahar9014
    @sabekunnahar9014 Рік тому +7

    সময় স্বল্পতার কারণে দুদিন সময় নিয়ে দেখলাম। অসাধারণ একটি গল্প। শুভকামনা রইল ভাইটির জন্য। আমি গল্প টির সাথে কিছু টা রিলেট করতে পারছি । কারণ আমার নিজের দেখার অভিজ্ঞতা রয়েছে একজন সফল পরিণত মানুষ শুধু মাদক নামের বিষাক্ত ছোবলে কিভাবে ধ্বংস হয়েছে ....কিভাবে কত নীচে নেমেছে এবং নিজের পরিবার আর কাছের মানুষ গুলোকে কতটা কষ্ট দিয়েছে। আরও দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়ে গুলো কিভাবে এই মাদকের সাথে জড়িয়ে পরিবার রাষ্ট্র সবকিছুর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যক্তিগত ইচ্ছায় মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে আমাদের কাছের মানুষ গুলো নিজেকে নিরাপদ রাখুক আললাহর কাছে এই সাহায্য কামনা করি।

  • @AsmaAkter-ts8ch
    @AsmaAkter-ts8ch Рік тому +3

    আসসালামুয়ালাইকুম কিবরিয়া ভাই আশা করি আছেন। আপনার প্রত্যেকটি শু আমি শুনি এবং দেখি কেন যেন এই ছেলের কথা গুলো ভাল লাগেনি।কারন এতো কিছু সেই করলো তার বাবার ব্যবসা টা শেষ করে দিল এবং শেষ পর্যন্ত বাবা মারা গেল। তার মার এই অবস্থা । তার মধ্যে কোন .........। মনে হয়েছে বাংলা বলতে পারেনা।বাবা তো চলেই গেছেন দুনিয়া থেকে মা, বাবা যে কস্টা পেয়েছে মা যতদিন বাঁচে শুধু সেবা কর।আর কিছু না ।

  • @smoothtech02
    @smoothtech02 Рік тому +10

    হাল ছেড়ো না,, একদিন তুমিই জিতে যাবে🥰🤲

  • @ShofiqulIslam-m8j
    @ShofiqulIslam-m8j Рік тому +4

    আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে উওম হেদায়েত দান করুন আমীন।

  • @sabrinasahrin6267
    @sabrinasahrin6267 Рік тому +11

    Alhamdulillah that you found yourself again !So proud of you❤Please don’t ever do that again life is beautiful if you're on the right path ❤May Alalh bless you.

  • @aklimarafique2614
    @aklimarafique2614 Рік тому +6

    অনেক গুরুত্বপূর্ণ এপিসোড। অনেক ভাল লাগলো ধন্যবাদ কিবরিয়া ভাই 🤲🤲🤲❤️❤️

  • @saifislamikmedia7459
    @saifislamikmedia7459 Рік тому +1

    সৎ সঙ্গে সর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ

  • @momtazparvinparvin2220
    @momtazparvinparvin2220 Рік тому +3

    অসাধারণ একটা গল্প। অনেক দিন পারে এধরণের পেলাম । ছার আমি ও আসতে চাই আমার গল্প নিয়ে । অনেক চেষ্টা করিতে ছি কিন্তু হচ্ছে না যে নাম্বার টা আপন ঠিকানায় আছে সেটাতেও কল জায়না

  • @Chingchangchu.
    @Chingchangchu. Рік тому +4

    ভাইয়ের বাবার জন্য কষ্ট হচ্ছে আহ কত স্যাক্রিফাইস করল মানুষটা 😢

  • @shahjahan-zz1wj
    @shahjahan-zz1wj Рік тому +6

    ভাই(আবুল কাশেম) আপনার জীবনের সঠিক ও বেস্ট সিদ্ধান্ত ছিল আপনার বিদেশে ছুটে যাওয়া।আপনার আগামী পথচলা সুন্দর ও দীর্ঘায়ু হোক। best of luck ❤

    • @Abulkashemshaon
      @Abulkashemshaon Рік тому +1

      জ্বি ভাই আমারও তাই মনে হয় এখন

  • @tahminaakter9299
    @tahminaakter9299 Рік тому +12

    আল্লাহ সকলের সন্তানদের এসব সঙ্গ থেকে যেন বাচিযে রাখেন আমিন

  • @musharafhowlader2249
    @musharafhowlader2249 Рік тому +2

    বাবা সুধু দিয়ে গেছেন। বিনী ময়ে কি পেয়েছেন।তবে ছেলেটি ঘড়ে ফিরে এসেছে। এবং আল্লাহর যে এক জন আছেন সে মনে প্রাণে ধারন করেন।

  • @nawratburi8190
    @nawratburi8190 Рік тому +6

    ভুল পথের পথিক যারা তাদের এই গল্পের প্রতিটি লাইন থেকে শিক্ষা নেওয়া উচিত। এমন একটি গল্প প্রচারের জন্য ধন্যবাদ কিবরিয়া ভাইয়াকে।

  • @MDNayon-
    @MDNayon- Рік тому +7

    জীবন কখনো কখনো নাটকের চেয়েও নাটকিও হয় দোয়া ও ভালোবাসা রইলো ❤

  • @sahaporan-vv2ty
    @sahaporan-vv2ty Рік тому +4

    আমি চাই এই এপিসোট থেকে শিক্ষা নিয়ে নিজেকে সুদরাতে সকলের কাছে দোয়া পার্থনা করছি।

  • @hanifmiya4865
    @hanifmiya4865 Рік тому +5

    আল্লাহ সবাইকে সঠিক বোজ দান করুক আমিন চুম্মা আমিন 👈🤲🤲

  • @gmalal4150
    @gmalal4150 Рік тому +5

    আমিও নিজে নিজেকে পরিবর্তন করচি

  • @mohammedkuddus7965
    @mohammedkuddus7965 Рік тому +4

    ছাউন্ট এতো কম ভিডিও ছাড়ার আগে চেক করবেন ভাই

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 Рік тому +21

    এই গল্পটা যারা শুনবে, মা বাবা ও ছেলে মেয়েরা অনেক উপকৃত হবে। কাশেম ও কিবরিয়া ভাইয়ের শেষের কথাগুলো খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

  • @knowtherealislam9318
    @knowtherealislam9318 Рік тому +5

    সমাজের খারাপ মানুষ তারা যারা মানুষ কে ভালো হ‌ওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে বরং তুচ্ছতাচ্ছিল্য করে

  • @nargisborsha5722
    @nargisborsha5722 Рік тому +4

    বাবা মা ভালো ছিল দেখে, আল্লাহ রহম করছে . AlhamdulilAllah

  • @pray2875
    @pray2875 Рік тому +4

    ক্যাপশনের সাথে টপিকের মিল নেই।
    তবে ভিডিওটা দেখে অনেক কিছু জানলাম।উনার বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক🤲
    মাকে দীর্ঘহায়াত দান করুন🤲

    • @aammulshikder7928
      @aammulshikder7928 Рік тому

      এখানে তাকে মিন'স বলতে মাদককে বুঝানো হয়েছে থাম্বনেইল ঠিকি আছে আছে আপনি মেবি ক্যাচ করতে পারেননি

  • @zunubegum8641
    @zunubegum8641 Рік тому +4

    এমন মা বাবা ও আছে ছেলে এত কিছু করেতেছে কোনো দায়ই নাই
    আর এক বছর ঘুম ভাংছে তাও আল্লাহ সহায়

  • @shimuhossain72
    @shimuhossain72 Рік тому +3

    কিবরিয়া ভাই আপনি আর কি কি আশ্চর্য ঘটনা ঘটাবেন আমি ভাবতে পারছিনা।

  • @RafiqulIslam-ps6tu
    @RafiqulIslam-ps6tu Рік тому +4

    আল্লাহ্ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ্ তায়ালা ভাইটিকে মাদকের ছোবল থেকে রক্ষা করে একটি সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে এনেছেন।

  • @alifkhan2468
    @alifkhan2468 Рік тому +3

    আপনার বাবা মার জন্য দুআ থাকল ভাই। এমন বাবা মা যেন আল্লাহ প্রতিটা ঘরে দান করেন। আর আপনার নিজের চেষ্টা এবং সফলতার জন্য অভিনন্দন। আল্লাহর কাছে চাইলে তিনি কখনও তার বান্দাকে হতাশ করেন না। তার একটি উদাহরণ হলেন আপনি। শুভকামনা কিবরিয়া ভাই এবং আপনার জন্য।

  • @nvvcdcccdf2996
    @nvvcdcccdf2996 Рік тому +4

    আমি ও এক দিন আসবো ব্যান্ডিং বাংলাদেশ এ ইনশাআল্লাহ

  • @zansary
    @zansary Рік тому +3

    He still has the gulshan banani accent lmao. People his age don’t usually talk like that.

  • @nasmaakter6086
    @nasmaakter6086 Рік тому +5

    গল্পের মাঝখানের সময়টাতে
    তার বাবার জন্য খুব খারাপ লাগলো সবকিছু শেষ করে দিল ছেলের জন্য
    কিন্তু ছেলের ভালো সময়টা সে দেখে যেতে পারল না
    এবং ভালো সময়টাতে বাবা থাকতে
    পারলো না 😞😞😞

  • @delowarabegum2346
    @delowarabegum2346 Рік тому +3

    কেউ ভাল হতে চাইলে তাকে সাহাস্য করা উচিৎ। তাকে পেছনের কথা মনে করিয়ে দেয়া উচিৎ নয়।বাবা মা বন্ধু হলে সন্তান ভাল থাকে

  • @syedabegum9422
    @syedabegum9422 Рік тому +5

    Incredible story! Last January I just been to Kuala Lumpur. Took pictures in front of that Hotel! Wow !

  • @Ukbangla996
    @Ukbangla996 Рік тому +4

    #kibriya_bai
    Am from uk.myself Shimul.
    After comeback from my work I entered UA-cam and watched n listened the story..
    After listening i shared it to my colleagues who were in 3rd floor..
    First time tears flows from eyes when i said them this line, his class five younger bro huged and said comeback from rehab..
    I cried a lots of time myself for a lots of hidden life sorrows but in a piblic place first time i wets my eyes clearly they just stranged.

  • @needed3761
    @needed3761 Рік тому +2

    কিবরিয়া ভাই কেপশন টা যদি পাল্টিয়ে দেন ভালো হয়। কেপশনের সাথে তার জীবনের গল্প টা অনেকটা ভিন্ন।

  • @mahmudkhan7445
    @mahmudkhan7445 Рік тому +5

    জীবন নাটকের চেয়েও নাটকীয়, আবার প্রমান হল-আলহামদুলিল্লাহ❤❤

  • @samiulahamed55
    @samiulahamed55 Рік тому +2

    মাদক আর জুয়া সেম ফিলিংস দেয়😢😢😢

  • @salmaakter3672
    @salmaakter3672 Рік тому +3

    অসাধারণ এপিসোড। প্রত্যেক কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ ।

  • @mohammedkuddus7965
    @mohammedkuddus7965 Рік тому +4

    ছাউন্ট এতো কম ভিডিও ছাড়ার আগে চেক করবেন ভাই

  • @dottadhar
    @dottadhar Рік тому +4

    God bless you...God helps those persons only who helps himself or herself...all the best to you...

  • @abdulmojid808
    @abdulmojid808 Рік тому +3

    অনেক কিছু শিখেছি
    সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম

  • @md.jakerhossainchowdary783
    @md.jakerhossainchowdary783 Рік тому +5

    আমারও কিবরিয়া ভাই র কথাগুলো খুব ভাল লাগে।

  • @rimi422
    @rimi422 Рік тому +2

    9 মিনিট পর্যন্ত শুনলাম এর মধ্যেই ১০০ বারের উপর লাইক বলে ফেলছেম সো ডিসগাসড 😪😪😪

    • @ajourneytohappiness5965
      @ajourneytohappiness5965 Рік тому +1

      সাথে ভুলভাল ইংরেজি 😑

    • @priyaentertrainment
      @priyaentertrainment Рік тому +1

      আগের ছেলে পেলে সব দিক দিয়ে স্মার্ট ছিলো।এইটা আপনি বুঝবেন না।

  • @chyafrin
    @chyafrin Рік тому +1

    ড্রাকের। খারাপ,,নেশাযর,,বষয়টি,, নিয়ে
    শিক্ষনীয়,, অনেক,,,কটিন,, কিছু শিখতে
    পারবে,, সবাই, এবং,, গল্প টি। সবার জন্য
    ভাল,,হবে, আল্লাহ কে,,যারা,,স্বরণ করে কঠিন,,,সময়ে,, আল্লাহ,,,তাদের
    কে,,ঐ,, কটিন,,,দোর্যক,,রক্ষা করেন
    আমিন

  • @SalmaAkter-r4r
    @SalmaAkter-r4r Рік тому +1

    চাচার অবদান কথা বলতে ভুলে গেস

  • @Snigdhasupta
    @Snigdhasupta Рік тому +1

    কিবরিয়া ভাই আমি আপনাকে আর আপনার প্রতিটি প্রোগ্রাম কত টা পছন্দ করি সেটা শুধু আমার স্রস্টা জানে। কিন্তু একটা রিকুয়েষ্ট এক দেড় ঘন্টা কাহিনি শুনি বাট ফিনিশিং ট কেন জানি ঝটপট বা তাড়াহুড়োয় শেষ হয়ে যায়৷ আমি আশা রাখি আরো ডিটেইলস এ বক্তা তার সব বলে শেষ করুক।লাস্টে পরিনতি কি হল সে নেক্সট কি করবে এগুলো আমি শুনতে চাই

  • @Jewelahmmed-ts9ki
    @Jewelahmmed-ts9ki Рік тому +6

    আলহামদুলিল্লাহ ❤❤❤
    অসাধারণ একটা এপিসোড়

  • @Rsubscribe875
    @Rsubscribe875 Рік тому +9

    ঠিক সেইম আমার সাথে ঘটেছিলো আল্লাহর অশেষ রহমতে বের হয়ে আসছি, Not to forget just one day, I came out of it in 2017, now my life is very happy Alhamdulillah

  • @MdSaif-oy1vu
    @MdSaif-oy1vu 8 місяців тому +1

    ইনশাআল্লাহ এক দিন সফলতার চুড়ায় পরলে কিবরিয়া ভাইয়ের সাথে গল্প শেয়ার করবো

  • @abulkahim2327
    @abulkahim2327 Рік тому +5

    এসব শোনার পরে, আমার চিৎকার করে কান্না করতে মন চায়,আমাদের যুবসমাজের, বর্তমান অবস্থা দেখে 😢😭😭
    অথচ এসব করার জন্য আমাদের দুনিয়া পাঠানো হয়নাই।

  • @azizahmed4607
    @azizahmed4607 Рік тому +2

    আল্লাহ আমাদের সকল মা বাবার সন্তানদের কে ভালো পথে চালিত করুন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর।

  • @tasmiyamim314
    @tasmiyamim314 Рік тому +10

    পুরো গল্পটাই এক মিনিট ও স্কিপ না করে শুনলাম। সত্যিই আল্লাহ সবই পাড়েন।তাই ভেঙে পড়া যাবে নাহ আল্লাহ র সাহায্য অতি নিকটেই❤️🥀💚

  • @azibunnesa9995
    @azibunnesa9995 Рік тому +1

    ক্যাপশনের সাথে ঘটনার মিল নেই।ক্যাপশনটা আরও সুন্দর হওয়া উচিত ছিলো।

  • @hasanmahmud6616
    @hasanmahmud6616 Рік тому +1

    আমি মনে করি তার সাথে খারাপ যা কিছু হয়েছে তারজন্য তার মা-বাবা ই সরাসরি দোষী।
    কেন নিজের বাচ্চার সম্পর্কে সামান্য খোঁজ খবর রাখতো না......!!!!
    ❤বেস্ট বাবা মা ছিলো সাপোর্টার হিসেবে, যদি একটু দায়িত্বশীল হতো।❤

  • @maherinsneha9597
    @maherinsneha9597 Рік тому +1

    Like like like like😑

  • @mrsmarufa5049
    @mrsmarufa5049 Рік тому +1

    Via golpo ta shune chokhe Pani eshe gelo amr vi mone hoi emoni hoise😭😭😭 ami try korbo amr vi er shathe khub taratari kotha bolar .Thank you kebria vi thank you sawon vi

  • @mahimabegum7678
    @mahimabegum7678 Рік тому +3

    সত্যি অসাধারণ জীবন কাহিনী ভাই আমার ছেলে টা ও নেশা করে অনেক চেষ্টা করেছি কিন্তু পারতেছি না ফিরিয়ে আনতে

    • @Abulkashemshaon
      @Abulkashemshaon Рік тому

      আমি দুক্ষিত আপনার জন্য , উনাকে বুঝান এবং প্রয়োজন হলে চিকিৎসক এর পরামর্শ নিন। একজন মাদকাসক্ত শুধুমাত্র অসুস্থ এর বেশি কিছুই না। উনার জন্য শুভকামনা করি। হাল ছেড়ে দিয়েন না।

  • @masudaakhter4098
    @masudaakhter4098 Рік тому +9

    এই ছেলে আসলেই অত্যন্ত ভালো ছেলে। ওর বাবা মাও অত্যন্ত ভালো। দোয়া রইলো।

  • @siam4211
    @siam4211 Рік тому +3

    আল্লাহ কিবরিয়া ভাই ও শাওন ভাই কে নেক হায়াত দান করুন আমীন।

  • @mdfahadhossen-fc4rt
    @mdfahadhossen-fc4rt Рік тому +1

    What’s about his illiterate sago parents??? They provide so many taka a young boy??? They should be punished

  • @manoramash
    @manoramash Рік тому +2

    কিছু বলার নেই Just wow......
    আপনার সব আশা পূর্ণ হোক .................

  • @raishasworldr.w.9783
    @raishasworldr.w.9783 Рік тому +2

    আমি একদিন আসব Branding bangladesh এ Inshaallah

  • @abdulkader2624
    @abdulkader2624 Рік тому +2

    আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করুন আমিন

  • @rafiqreal
    @rafiqreal Рік тому +1

    নিজেকে চেঞ্জ করার মত একটি এফিসিয়োড

  • @hanjalahosen9367
    @hanjalahosen9367 Рік тому +1

    আপনি শুধু আজকের দিনটাকে প্রায়োরিটি দিন!

  • @Graphic_Designer-sunny
    @Graphic_Designer-sunny Рік тому +1

    অনেক শিক্ষনীয় একটি গল্প! অনেক ভালো লাগলো। আপনি অসাধারণ কাজ করে চলেছেন। সালাম নিবেন কিবরিয়া স্যার।

  • @nishatdola895
    @nishatdola895 Рік тому +21

    proud of this man, May Allah protect him and his family, best wishes for the new life ❤🎉

  • @drmohsindr
    @drmohsindr Рік тому +2

    ভাইটার জন্য দু'আ রইল

  • @selaakter2062
    @selaakter2062 Рік тому +4

    কিবিয়া ভাইয়া এগিয়ে যাবেন ভালো থাকবে 🙏🙏🙏

  • @NusrathVlogz88
    @NusrathVlogz88 Рік тому +1

    Onek kichu ajker video te shikar asey

  • @dhaliabegum5987
    @dhaliabegum5987 Рік тому +3

    দেখা শুরু করলাম ভালো কিছু জানতে পারবো আশা করি

  • @BoroVai-tb3hb
    @BoroVai-tb3hb Рік тому +1

    Apnar sofolotar pichone allah tayalar rohomot o mayer duwa kaj koreche. Jazakallah

  • @VillageLifeBangladesh88
    @VillageLifeBangladesh88 Рік тому +1

    আমি সৌদি আরব প্রবাসী সবাই আমার জন্য দোয়া করবেন

  • @mohammedkuddus7965
    @mohammedkuddus7965 Рік тому +2

    ছাউন্ট এতো কম ভিডিও ছাড়ার আগে চেক করবেন ভাই

  • @mdriad2
    @mdriad2 Рік тому +9

    Wow! What a story! Ups and down, Mystery, Climax.
    In an word it’s a fantastic story.
    Take love from KSA❤️❤️.

  • @mdalaminroman3227
    @mdalaminroman3227 Рік тому +3

    আচর কাটার চেষ্টা” শব্দটা হৃদয়ে দাগ কাটার মত কিবরিয়া ভাই

  • @maznudewan5351
    @maznudewan5351 Рік тому +2

    ৩০ মিনিট এ মায়ের দোয়া টা আল্লাহ কবুল করা শুরু করছে

  • @shelybegum2719
    @shelybegum2719 Рік тому +9

    আল্লাহ আমাদের সকলের সন্তান্দের তোমি হেফাজতে রাখো।আমিন।

  • @zakiasultana5276
    @zakiasultana5276 Рік тому +3

    Its really a good episode for all! Thanks Abul Kasem for sharing!

  • @fahmidzaman4150
    @fahmidzaman4150 Рік тому +3

    আলহামদুলিল্লাহ!! অনেক দোয়া ও শুভকামনা।

  • @BallysSinthia
    @BallysSinthia 10 місяців тому

    Ato details a drug er bepar gula discuss kora uchit hoyni Kibria vai

  • @hosnababy7734
    @hosnababy7734 Рік тому +6

    শিক্ষা মুলক কাহিনি যারা আসক্ত বা যারা এই পথে যেতে চায় তাদের জন্য পাথেয় হবে ধন্যবাদ কিবরিয়া ভাই কে এই কাহিনি উপস্থাপন করার জন্য।

  • @owoku4982
    @owoku4982 4 місяці тому

    the whole time I thought they studied at Stanford. Later realised it’s not Stanford

  • @mobassharabegum916
    @mobassharabegum916 9 місяців тому

    এদেরকে মনে হয় বড় একজন আলেম কে দিয়ে কাউন্সিল করা উচিত বলে মনে হয়।

  • @sultanalparsalan4700
    @sultanalparsalan4700 Рік тому +2

    স্যতি ভাই নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে

    • @sultanalparsalan4700
      @sultanalparsalan4700 Рік тому

      আপনার জন্য শুভকামনা রইল ভাই আপনার মায়ের দিকে খেয়াল রাখবেন ❤