প্রায় চার বছর ধরে Redmi S2 ব্যবহার করছি। ফোনে এখন বেশ- কিছু সমস্যা দেখা দিয়েছে তাছাড়া লাস্ট আপডেটের পরও কিছু Bugs এসেছে বা রয়েগেছে। কিন্তু আমি যখন ফোন কিনেছিলাম তখনই ঠিক করেছিলাম কম করে হলেও ৫বছর চালাবো। যায় হয়ে যাক না কেন, আমি আমার ফোনটা কম পক্ষে আরো ১বছর চালাবোই ইনশাআল্লাহ।
খুবই ভালো বলেছেন দাদা এই টপিক টা সত্যিই উপকার হবে সাধারণ মানুষের। আপনি সত্যিই খুব ভালো করছেন সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছেন এই ভাবে চালিয়ে যান দাদা আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ জানাই আপনাকে 💕
আপনার কথা শুনে মনে হচ্ছে কেন oneplus 9rat 8/128 44k দিয়ে নিলাম ২০ দিন পরেই ৩৮হাজার হয়ে গেল 🥺তখন আমার মাইন্ড সেট হয়ে ছিল এটাই ভালো ফোন 😑 আপনার কথা শুনে মনে হচ্ছে কম দামি ফুনে ও অনেক ভালো কিছু দেই দাদা আমরা গিমিক এ আটকে থাকি 😐 আপনি কথা গুলো এত গুছিয়ে বলেন,ভাবতেই পারি না এত সুন্দর করে গুছিয়ে কিভাবে বলে?☺️ প্রতিনিয়ত অফিস থেকে এসে আপনার ভিডিও দেখি। যখন কাজের চাপ থাকে তখন মিস করি। ফেইসবুক তেমন চালাই নাহ,কিন্তু সময় হলেই ইউটিউবখুলে এ আপনার ভিডিও দেখি তারপর ঘুম দেই। ১বসর এর বেশি হয় সাবস্ক্রিইব করি আছি এটা আমার প্রথম কমেন্ট আশা করি পড়বেন 😌 আপনার জন্য ভালোবাসা অবিরাম ❤️আল্লাহ যেন আপনাকে আপনার পরিবার কে সব সময় ভালো রাখুক এই দোয়া করি আমিন। ভালবাসা বাংলাদেশ থেকে 💚
খুবই অসাধারণ আর গুরুত্বপূর্ণ ভিডিও ছিলো দাদা..... 💖💖💖💖.... খুবই সময়োপযোগী এবং সকলের জন্য উপকারী... মোবাইল ফোন কেনার আগে এখন থেকে এই এই জিনিস গুলো ভাবতে হবে অবশ্যই। আপনার নিয়মিত দর্শকদের একজন, ভালোবাসা নেবেন, বাংলাদেশ থেকে।...............💖💖💖💖
আসাধারণ গল্প করলে দাদা।এর জন্য তোমার ভিডিও দেখা মিস করিনা গত ৩-৩.৫ বছর হলো। প্রতি দিন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি।ভাল থাকবে আর আমাদের এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবে। শুভ কামনা রইলো , ভালবাসা অবিরাম ❤️।বাংলাদেশী বাঙ্গালী সিংঙ্গাপুর থেকে।
প্রথমে আমার সালাম নিবেন আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি যদি ও নিজের পড়াশোনা আর কাজের মধ্যে কিছু ভিডিও সাথে সাথে দেখা হয় না তবে পরে দেখি কারণ আপনার কথা এবং ভিডিও সব আমার ভালো লাগে বলতে পারেন ভালোবাসা। আজ এটাই আমার প্রথম কমেন্ট আপনার কাছে একটি রিকুয়েষ্ট ১৭-১৯ হাজার টাকার মধ্যে কোন কোম্পানি ফোন ভালো হবে এখন ২০২২ সালে এসে অবশ্যই ফোনের সকল দিক বিশ্লেষণ করে বলবেন পরবর্তী ভিডিওতে আশা করি সত্যি টাই তুলে ধরবেন।
দাদা আপনি আসলেই আলাদা । আপনি সর্বদা আমাদের কথা চিন্তা করেন , দালালি না করে আমাদের ভালো ভাবেন । আল্লাহ্ আপনার মঙ্গল করুক । আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহ্ রহমত করুক ।আর এই ভাবেই সততা ধরে রেখেন ।
Love from India, tomar video gulo sobar age dekhar chesta kori. Tumi barti kotha na bole sob e kajer kotha bolo, jeta sobar jonnoi helpful. Sob somoy bhalo bhalo videos dite thakbe, amra dekhe anondito onubhob korbo. Bhalo theko ❣️🤍💛💙
Apnr review gula ekdom honest review data. Ei tym ese ki samsung a52 phn ta bd 35k diya neya thik hbe naki wait krbo 6 month phn er dam komar jnno. Love from bangladesh
I'm watching your videos for last 2/3 months. Since then, I never missed any of your video. You have such an amazing personality. You talk so nicely with politeness and brilliance. Thank you so much !!
অভ্র দা , ধন্যবাদ জানালাম আবার একটা সচেতনতা মুলোক ভিডিও বানানোর জন্য । অনেকেই আমরা পুরোনো মোবাইল ভালো থাকা সত্তেও নতুন ফোন কেনার কথা ভাবি । ক দিন আগেই আমার এক বন্ধু কে ব্যাটারি পাল্টানোর কথা বলি নতুন ফোন কেনার পরিবর্তে । আপাতত সে খুব খুশি । আমার একটি ফোন নষ্ট হয় সময় মতো ব্যাটারি পরিবর্তন না করার কারনে । একটা ভিডিও বানানোর আব্দার করলাম কখন ব্যাটারি পরিবর্তন করা উচিত । ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যখন 2016থেকে 2018 সালে যেসব ফোন গুলো বেরিয়েছিল,যে ব্রান্ডের হোক না কেনো সে সময় সফ্টওয়ার আপডেট রিলেটেড কোনো সমস্যা থাকতো না।আপনি যে বক্তব্ব্য রাখলেন।সেগুলো ঐ সময়ের ফোন গুলোর জন্য প্রয়োজ্য।2018 সালের পর ফোনে আপডেট এর এতো বাগ ধুকে পরচ্যে।ব্যাটিরি চেঞ্জ করেও লাভ নাই। আপনার এই কথা এখন 35,000 থেকে 1লাকটাকা ফোন কিনলে এই কথা ঠিক আছে ব্যাটারী চেঞ্জ করে সালো সাল চালাবো ।আর জিনিস পত্রের , ব্যাটারী , motherboard এগুলোর যা চার্জ , তা আমি ভালোই মানে অরিজিনাল ই use করবো। তাইলে সস্তা জিনিস নিবো না আর সেগুলোর দাম যা ,তাতে নোটুন ফোন নিয়ে নিবো তাইলে সেটা কি কোরবো আপনি বলেই দিন।দাদা!!
@@wadudimrul4867 তোমার কথা হয়তো ঠিক । আমি আমার অভিজ্ঞতা বলেছি । আমি আমার যে বন্ধুর কথা বলেছি তার ব্যাটারি পাল্টানোর খরচ পরেছে মাত্র 600 টাকা ( India ) . আর বর্তমানে ফোনটি ভালোই চলছে । আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা ঐ দু তিন বছরের মধ্যে ফোন পাল্টানোর একটু অসুবিধা হয়ে পরে । এ ক্ষেত্রে যদি ব্যাটারি পালটে আরো কিছুদিন চলে যায় তবে মন্দ হয়না যদি শুধুমাত্র মাত্র ব্যাটারির ই খারাপ হয়ে থাকে ।
@@santanughatak4009 ঠিক ই বলেছেন। আমরা বয়সে ছোট কলেজে পড়ি, আমাদের ব্যাটারী অরিজিনাল দিলো না দিলো এটা নিয়ে খুঁত খুটানি থাকবেই।যতদূর জানি এন্ড্রোইড এর ভালো ব্যাটারি 600 টাকায় হওয়ার কথা না।যাই হোক।আপনাদের মনে হয় ফোন নিয়ে বেশি মাথা ঘ্যামা নাই।, চললেই হলো ,, এই চালাচ্ছি। আমাদের যেহেতু অন্যদিকে টাকা খরচা করার স্কোপ নাই, আমরা টাকা দিয়ে ভালো জিনিস টাই নেবো।
দাদা কেমন আছেন আপনি আশা করি ভালই আছেন। আপনার এই ভিডিও টা অনেক ভাল লাগলো। আমি মনে করি এই ভিডিও টা অনেক ইনফরমেটিভ ভিডিও। ঠিক এই রকম ইনফরমেটিভ ভিডিও আরো চাই।।. love from Malysia
ভালো লাগল ভিডিওটা। আমি Redmi 4 ব্যবহার করছি, যার ব্যাটারি হচ্ছে 4000mAh বা 4100mAh, আমার ঠিক মনে আসছে না; আর আমার মূল সমস্যা হচ্ছে ব্যাটারি। 4000mAh বা 4100mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও দিনে ২-৩ বার চার্জ করতে হয়।
বাহ্ বাহ্ বাহ্। আপনার চ্যানেলে দেখা আমার সবচেয়ে সেরা ভিডিও এইটা মনে হলো। দাদা ফ্লাগশিপ ফোনে যেমন :ছোট-খাটো, খুঁটি-নাটি বিষয় দেখে তৈরি করা হয়। ঠিক তেমনি আপনার ভিডিওটাও যেনো Flagship video⚡ হয়ে গেলো।
আপনার ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য পাই, ধন্যযোগ। MI 10C ROM 64gb, RAM 4gb. কেনার পর বাড়ি এসে দেখি ফোন সিস্টেম ও অন্যন্য অ্যাপস ২৭ জিবি খেয়ে বসে আছে - আর ইন্টারনাল ম্যামোরি দেখাচ্ছে ৩৭ জিবি। এমন টা কেনো হয় - অথচ ভিভো ইন্টারনাল স্টোরেজ দেখায় ৫৪জিবি (নুতন ফোনে) এমন টা কেনো হয়- জানালে উপকৃত হতাম
Dada Ajker video ta 2022 saler best video apner channel er. Sorry apner na amader tec sai guy channel er🤣🤣.. Onek sundor uposthapona.. Onek valo kore bujhiye dilen.. Keu jodi na bojhe taile seta tar berthota☹️☹️☹️.. apner kono bertthota noy🥰🥰🥰.. 💘from Bangladesh
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।আপনার চ্যানেল হচ্ছে আমার সবচেয়ে পছন্দের চ্যানেল।আমি বর্তমানে Huawei Y9 2018 পুরাতন ফোন ব্যবহার করছি।শুনতে হাস্যকর হলেও সত্যি সামর্থ্য থাকার পরও কেন সেট পরিবর্তন করিনি।৪ বছর ব্যবহার করার পর ১ মাস আগে প্রথম বার ব্যাটরী পরিবর্তন করেছি।এখন অনেক ভালো পারফরম্যান্স দিচ্ছে। ফাস্ট চাজিং বিষয়ে কথাটা শেয়ার করলাম।
আজ থেকে পাঁচ বছর আগে হুয়াওয়ে mate 10 lite 4-64 gb নিয়েছিলাম, আর দুই মাস আগে একটা vivo v23e 5g 8-128 নিয়েছি, এখন দেখি ভিভুর নতুন ফোনের চাইতে হুয়াওয়ের পুরাতন ফোনটা ভাল চলে।
দাদা আপনার এই ভিডিওটা দেখে আমি মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি! দাদা আমি ইন্ডিয়ান 25000 to 30000 টাকার মধ্যে মোবাইল নেব ভালো ক্যামেরা ও সুপার Amoled display?!! আমি মনে করছি oneplus Nord ce 5g নেওয়া কি ঠিক হবে..
দাদা আপনার সব কথা গুলোই একদম পিওর ইউটিবের অন্য রিভিউয়ারদের থেকে একদম এই আলাদা...!! এইজন্যই আমি আপনার ভিডিও দেখি…."!
❤️❤️
❤️❤️❤️❤️🥰🥰🥰
শুধু মাত্র ফোনের ভিডিও দেওয়া নয় এইরকম ভাবে কাছের মানুষের মত ভাল উপদেশ দেওয়ার জন্যেই আপনার ভিডিও এত ভালবাসি, ধন্যবাদ দাদা।
আপনার কথাগুলো খুবই বাস্তবসম্মত
প্রায় চার বছর ধরে Redmi S2 ব্যবহার করছি। ফোনে এখন বেশ- কিছু সমস্যা দেখা দিয়েছে তাছাড়া লাস্ট আপডেটের পরও কিছু Bugs এসেছে বা রয়েগেছে। কিন্তু আমি যখন ফোন কিনেছিলাম তখনই ঠিক করেছিলাম কম করে হলেও ৫বছর চালাবো। যায় হয়ে যাক না কেন, আমি আমার ফোনটা কম পক্ষে আরো ১বছর চালাবোই ইনশাআল্লাহ।
ভাই এক বছর হয়েছে কি ফোন কি পাল্টাইছেন
@@MdBabu-vf7oy amio jante chai
আমার রেডমি নোট সেভেন প্রো আমি আমি প্রায় ছয় বছর চালাচ্ছি এখনো আগের মতোই চলছে।কোন সমস্যা নাই।
অনেক দিন পর এমন ভিড়িও পেলাম যা পুরাটা সময় নিয়ে মন দিয়ে দেখলাম। সবাই ফোনের সব কিছু বলে কিন্তু এইসব বলেনা। অনেক অনেক ধন্যবাদ। খুব উপকার হলো।
খুবই ভালো বলেছেন দাদা এই টপিক টা সত্যিই উপকার হবে সাধারণ মানুষের।
আপনি সত্যিই খুব ভালো করছেন সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছেন
এই ভাবে চালিয়ে যান দাদা আমরা আপনার পাশে আছি।
ধন্যবাদ জানাই আপনাকে 💕
আপনার কথাগুলো খুবই বাস্তবসম্মত 13:28
আজ শুভ্রদা মনের কথা গুলো বলেছেন।অনেক তথ্যপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন।
অসংখ্য ধন্যবাদ।
এখনকার সময়ের প্রেক্ষাপটে আপনার কথা দাদা সম্পূর্ণ সত্য।
বহুদিন পরে আপনার অসাধারণ একটি শিক্ষনিয় ভিডিও ক্লিপ দেখলাম। সত্যিই ভালো লাগার মতো। এটা ধরে রেখে নিজস্ব সকিয়তা বজায় রাখবেন, এই কামনা রইলো।
ভাইয়ার কথা গুলো অনেক ভালো লাগে বাংলাদেশ থেকে ভাইয়া আপনার ভিডিও দেখি🥰🥰🥰🥰🥰
দাদা, বাংলাদেশ থেকে দেখছি, দাদা আজকের ভিডিওটা অসাধারন ও অনেকের উপকার হবে। ধন্যবাদ দাদা।
অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম, এসে দেখি আপনার channel এর pic change kora hoyesa..
Take love dada❤️
অনেক গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ দাদা
Dada Samsung F22 kinechi.. Hoito oto valo features nei.. kintu amar Kaj ta valo moto chole jache
Ar SAMOLED display just ❤️
দাদা অনেক দিন পর কমেন্ট করলাম। সত্যি আজকের বিষয়টা খুবই অন্যরকম ছিলো। এই জন্যে আমরা আপনার টেক চ্যানেল দেখি।
আপনার কথা শুনে মনে হচ্ছে কেন oneplus 9rat 8/128 44k দিয়ে নিলাম ২০ দিন পরেই ৩৮হাজার হয়ে গেল 🥺তখন আমার মাইন্ড সেট হয়ে ছিল এটাই ভালো ফোন 😑
আপনার কথা শুনে মনে হচ্ছে কম দামি ফুনে ও অনেক ভালো কিছু দেই দাদা আমরা গিমিক এ আটকে থাকি 😐 আপনি কথা গুলো এত গুছিয়ে বলেন,ভাবতেই পারি না এত সুন্দর করে গুছিয়ে কিভাবে বলে?☺️
প্রতিনিয়ত অফিস থেকে এসে আপনার ভিডিও দেখি।
যখন কাজের চাপ থাকে তখন মিস করি।
ফেইসবুক তেমন চালাই নাহ,কিন্তু সময় হলেই ইউটিউবখুলে এ আপনার ভিডিও দেখি তারপর ঘুম দেই।
১বসর এর বেশি হয় সাবস্ক্রিইব করি আছি এটা আমার প্রথম কমেন্ট আশা করি পড়বেন 😌
আপনার জন্য ভালোবাসা অবিরাম ❤️আল্লাহ যেন আপনাকে আপনার পরিবার কে সব সময় ভালো রাখুক এই দোয়া করি আমিন। ভালবাসা বাংলাদেশ থেকে 💚
সপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে ;
সপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না।💚
2 coment ai photo ta dekle le boje jai ai video ta kon bishi.. Tnx you dada love from Bangladesh ❤️❤️
খুবই অসাধারণ আর গুরুত্বপূর্ণ ভিডিও ছিলো দাদা..... 💖💖💖💖.... খুবই সময়োপযোগী এবং সকলের জন্য উপকারী... মোবাইল ফোন কেনার আগে এখন থেকে এই এই জিনিস গুলো ভাবতে হবে অবশ্যই। আপনার নিয়মিত দর্শকদের একজন, ভালোবাসা নেবেন, বাংলাদেশ থেকে।...............💖💖💖💖
সবকিছু চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেন বলে ই আপনার ভিডিও গুলো এত ভালো লাগে 🥰🥰
দাদা আপনার কথা গুলো সত্য বলেন শুনে বেশ লাগে ধন্যবাদ,,
আপনার কথার সাথে সহমত দাদা,love from🇧🇩
অন্যরকম লাগলো।❤️
Subscribed.
ধন্যবাদ দাদা অনেক কিছুই জানতে পারলাম
যদিও আগে থেকেই অনেক কিছু যানা ছিল,
সারা বিশ্বের যত ইউটিউবার আছে তাদের মধ্যে যদি এক দুই তিন সিরিয়াল দেওয়া হয় তাহলে আমার বিবেক বিবেচনায় আপনাকে এক দিতে হবে
আসাধারণ গল্প করলে দাদা।এর জন্য তোমার ভিডিও দেখা মিস করিনা গত ৩-৩.৫ বছর হলো। প্রতি দিন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি।ভাল থাকবে আর আমাদের এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবে। শুভ কামনা রইলো , ভালবাসা অবিরাম ❤️।বাংলাদেশী বাঙ্গালী সিংঙ্গাপুর থেকে।
প্রথমে আমার সালাম নিবেন আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি যদি ও নিজের পড়াশোনা আর কাজের মধ্যে কিছু ভিডিও সাথে সাথে দেখা হয় না তবে পরে দেখি কারণ আপনার কথা এবং ভিডিও সব আমার ভালো লাগে বলতে পারেন ভালোবাসা। আজ এটাই আমার প্রথম কমেন্ট আপনার কাছে একটি রিকুয়েষ্ট ১৭-১৯ হাজার টাকার মধ্যে কোন কোম্পানি ফোন ভালো হবে এখন ২০২২ সালে এসে অবশ্যই ফোনের সকল দিক বিশ্লেষণ করে বলবেন পরবর্তী ভিডিওতে আশা করি সত্যি টাই তুলে ধরবেন।
দাদা আপনি আসলেই আলাদা । আপনি সর্বদা আমাদের কথা চিন্তা করেন , দালালি না করে আমাদের ভালো ভাবেন । আল্লাহ্ আপনার মঙ্গল করুক । আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহ্ রহমত করুক ।আর এই ভাবেই সততা ধরে রেখেন ।
দাদা ধন্যবাদ আপনাকে। আজ অনেক কিছুই জানলাম আপনার থেকে। খুবই ভালো লাগলো ভিডিওটা।
অসাধারণ! এই ভিডিওটা খুব দরকার ছিলো আমার এই অস্থির মনটাকে স্থীর করতে।
Sir , অনেক কিছু জানতে পারছি , শিখতে পারছি । ধন্যবাদ sir 🙏
আজকের video টি আমার মন ভরে দিয়েছে।
এরকম ভিডিওর কারনেই আপনাকে এতো ভালোবাসি দাদা
Love from India, tomar video gulo sobar age dekhar chesta kori. Tumi barti kotha na bole sob e kajer kotha bolo, jeta sobar jonnoi helpful. Sob somoy bhalo bhalo videos dite thakbe, amra dekhe anondito onubhob korbo. Bhalo theko ❣️🤍💛💙
Thik thak guide korcho dada...
Thank you
Apnr review gula ekdom honest review data.
Ei tym ese ki samsung a52 phn ta bd 35k diya neya thik hbe naki wait krbo 6 month phn er dam komar jnno.
Love from bangladesh
I'm watching your videos for last 2/3 months. Since then, I never missed any of your video. You have such an amazing personality. You talk so nicely with politeness and brilliance.
Thank you so much !!
এক দম সত্যি কথা গুলো বললেন দাদা🥰❤️❤️❤️
অভ্র দা ,
ধন্যবাদ জানালাম আবার একটা সচেতনতা মুলোক ভিডিও বানানোর জন্য ।
অনেকেই আমরা পুরোনো মোবাইল ভালো থাকা সত্তেও নতুন ফোন কেনার কথা ভাবি । ক দিন আগেই আমার এক বন্ধু কে ব্যাটারি পাল্টানোর কথা বলি নতুন ফোন কেনার পরিবর্তে । আপাতত সে খুব খুশি ।
আমার একটি ফোন নষ্ট হয় সময় মতো ব্যাটারি পরিবর্তন না করার কারনে ।
একটা ভিডিও বানানোর আব্দার করলাম কখন ব্যাটারি পরিবর্তন করা উচিত ।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যখন 2016থেকে 2018 সালে যেসব ফোন গুলো বেরিয়েছিল,যে ব্রান্ডের হোক না কেনো সে সময় সফ্টওয়ার আপডেট রিলেটেড কোনো সমস্যা থাকতো না।আপনি যে বক্তব্ব্য রাখলেন।সেগুলো ঐ সময়ের ফোন গুলোর জন্য প্রয়োজ্য।2018 সালের পর ফোনে আপডেট এর এতো বাগ ধুকে পরচ্যে।ব্যাটিরি চেঞ্জ করেও লাভ নাই। আপনার এই কথা এখন 35,000 থেকে 1লাকটাকা ফোন কিনলে এই কথা ঠিক আছে ব্যাটারী চেঞ্জ করে সালো সাল চালাবো ।আর জিনিস পত্রের , ব্যাটারী , motherboard এগুলোর যা চার্জ , তা আমি ভালোই মানে অরিজিনাল ই use করবো। তাইলে সস্তা জিনিস নিবো না আর সেগুলোর দাম যা ,তাতে নোটুন ফোন নিয়ে নিবো তাইলে সেটা কি কোরবো আপনি বলেই দিন।দাদা!!
@@wadudimrul4867 তোমার কথা হয়তো ঠিক । আমি আমার অভিজ্ঞতা বলেছি । আমি আমার যে বন্ধুর কথা বলেছি তার ব্যাটারি পাল্টানোর খরচ পরেছে মাত্র 600 টাকা ( India ) . আর বর্তমানে ফোনটি ভালোই চলছে ।
আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা ঐ দু তিন বছরের মধ্যে ফোন পাল্টানোর একটু অসুবিধা হয়ে পরে । এ ক্ষেত্রে যদি ব্যাটারি পালটে আরো কিছুদিন চলে যায় তবে মন্দ হয়না যদি শুধুমাত্র মাত্র ব্যাটারির ই খারাপ হয়ে থাকে ।
@@santanughatak4009 ঠিক ই বলেছেন। আমরা বয়সে ছোট কলেজে পড়ি, আমাদের ব্যাটারী অরিজিনাল দিলো না দিলো এটা নিয়ে খুঁত খুটানি থাকবেই।যতদূর জানি এন্ড্রোইড এর ভালো ব্যাটারি 600 টাকায় হওয়ার কথা না।যাই হোক।আপনাদের মনে হয় ফোন নিয়ে বেশি মাথা ঘ্যামা নাই।, চললেই হলো ,, এই চালাচ্ছি। আমাদের যেহেতু অন্যদিকে টাকা খরচা করার স্কোপ নাই, আমরা টাকা দিয়ে ভালো জিনিস টাই নেবো।
@@santanughatak4009 dada amar jodi chance hoi ....iphone lebeler phone kinar taile apnar ei policy 300 % follow korbo....se jotoi kichu khrap hok...ar emnitei ota 4 yr aram se i jabe......noile ....ekhon taka poisa na khorcha korte chaile apnar ei upodesh onek karjokor....
Bangladesh theky...
Durdanto video dada...❤️
দাদা কেমন আছেন আপনি আশা করি ভালই আছেন। আপনার এই ভিডিও টা অনেক ভাল লাগলো। আমি মনে করি এই ভিডিও টা অনেক ইনফরমেটিভ ভিডিও। ঠিক এই রকম ইনফরমেটিভ ভিডিও আরো চাই।।. love from Malysia
আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে❤️
Erokom Channel Khub kom Pawa jay... Dhonnobad Dada... ❤️
দাদা বাংলাদেশ থেকে বলছি "অসাধারণ একটা informative video দিয়েছেন এইটা" যার জন্য আপনাকে বরাবরের মত'ই আপনাকে অসংখ্য ধন্যবাদ..... 🥰🖐️
ভালো লাগল ভিডিওটা। আমি Redmi 4 ব্যবহার করছি, যার ব্যাটারি হচ্ছে 4000mAh বা 4100mAh, আমার ঠিক মনে আসছে না; আর আমার মূল সমস্যা হচ্ছে ব্যাটারি। 4000mAh বা 4100mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও দিনে ২-৩ বার চার্জ করতে হয়।
Background ta simple er moddha onek shundor chilo maje maje amon notun kichu dekhla valo lage
Thank you Dada ..
Love from Bangladesh....
onek sunadar video jonno!
দাদা আপনি আমাদের নিয়মিত সচেতন করছেন৷ ধন্যবাদ।
বাহ্ বাহ্ বাহ্।
আপনার চ্যানেলে দেখা আমার সবচেয়ে সেরা
ভিডিও এইটা মনে হলো। দাদা ফ্লাগশিপ ফোনে যেমন :ছোট-খাটো, খুঁটি-নাটি বিষয় দেখে তৈরি করা হয়। ঠিক তেমনি আপনার ভিডিওটাও যেনো
Flagship video⚡ হয়ে গেলো।
আপনার ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য পাই, ধন্যযোগ।
MI 10C ROM 64gb, RAM 4gb.
কেনার পর বাড়ি এসে দেখি ফোন সিস্টেম ও অন্যন্য অ্যাপস ২৭ জিবি খেয়ে বসে আছে - আর ইন্টারনাল ম্যামোরি দেখাচ্ছে ৩৭ জিবি।
এমন টা কেনো হয় -
অথচ ভিভো ইন্টারনাল স্টোরেজ দেখায় ৫৪জিবি (নুতন ফোনে)
এমন টা কেনো হয়- জানালে উপকৃত হতাম
দাদা তাহলে ভালো একটা ফোন কিনতে গেলে কোন কোন বিষয়গুলোর দিকে বেশি নজর দেয়া উচিৎ সেই বিষয় গুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিলে আরো উপকার হবে। 🖤🖤
খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মাঝেমধ্যে এইধরনের ভিডিও দেখতে ভালোই লাগে। ধন্যবাদ,দাদা🤍🤍
ভাই আপনি আমার সিনিয়র পারসন তারপরও আপনার ধারণার সাথে আমার অনেক ধারণার মিল পেয়েছি
attto din por atto atto din por amder jonno 1000% vlo vdo. apni dilen. tnx🇧🇩🇧🇩
Dada Ajker video ta 2022 saler best video apner channel er. Sorry apner na amader tec sai guy channel er🤣🤣.. Onek sundor uposthapona.. Onek valo kore bujhiye dilen.. Keu jodi na bojhe taile seta tar berthota☹️☹️☹️.. apner kono bertthota noy🥰🥰🥰.. 💘from Bangladesh
darun laglo, tobe storage type niyeo bola uchit chilo
UFS/ EMMC/EMMCP egulo
ভালো লাগলো কথা গুলো৷ আমিও আপনার সাথে একদম একতম।
অন্যদের থেকে আপনি অনেক এগিয়ে।ভাললাগার মতই ভিডিও
Best tec reviewer in the world. Dada ur very honest. Love from 🇬🇧
Ekdom sotte kotha Dada ♥️😌🙏
আমি বাংলাদেশ থেকে টাইপ করছি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওটি করার জন্য অসংখ্য ধন্যবাদ 🇧🇩💙
আজকের best ভিডিও....অনেক কিছু জানতে পারলাম...
THANK YOU
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।আপনার চ্যানেল হচ্ছে আমার সবচেয়ে পছন্দের চ্যানেল।আমি বর্তমানে Huawei Y9 2018 পুরাতন ফোন ব্যবহার করছি।শুনতে হাস্যকর হলেও সত্যি সামর্থ্য থাকার পরও কেন সেট পরিবর্তন করিনি।৪ বছর ব্যবহার করার পর ১ মাস আগে প্রথম বার ব্যাটরী পরিবর্তন করেছি।এখন অনেক ভালো পারফরম্যান্স দিচ্ছে। ফাস্ট চাজিং বিষয়ে কথাটা শেয়ার করলাম।
এই ভিডিও টি দারুন কাজের ভিডিও বানিয়েছেন এর সঙ্গে Display এর ব্যাপারটি add করলে ভালো হতো এটি নিয়ে একটু বলুন display কোনটি ভালো amoled, ips
Avro da r Review gula asoley effective Ekdom realistic eyjnne dada r review gula ami besi dekhi Well done dada
Darun as usual.
Ei rakom guide thakle-a chinta nei. Thank you so much👍.
অনেক দারুণ দারুণ ইনফরমেশন দিলেন। দাদা মটরবাইক সম্পেকে ভিডিও বানালে খুবই উপকৃত হতাম। সম্ভব না হলে বিশ্বাসযোগ্য ইউটিউবার এর লিন্ক দেবেন প্লিজ।
খুব ভালো লাগল ভাই।
ওনেক ওপকার হল
অনেক ইনফরমেটিভ ভিডিও। এরকম ভিডিও এর জন্য আপনাকে অনেক ভালো লাগে। এইজন্যই আমি আপনার ভিডিও দেখি…। Love From Bangladesh ❤️❤️
Khub informative video dada ..thanks ...love from India 💖💖
খুব ভালো লেগেছে ভাইয়া ভিডিও টা
Khub Valo laglo dada apnar kothagulo
Dada apne Jodi olpo take ki ki Valo phone ase ta niye Jodi Kono 1 ta video dite
দাদা তুমি এক কথায় সেরা 😍❤️🥀
স্যার প্লিজ,
2022 এ এসে কী স্যামসং "M21 2021 Edition" ফোন কেনাটা কী ঠিক হবে? আর কিনলে কী কী সমস্যা হতে পারে? সেটা নিয়ে পরবর্তী ভিডিও তে আলোচনা করবেন।
Brilliant bangali.A class blogger.
দাদা একদিন আপনার পেছনে যে গীটার ওটা বাজিয়ে শোনান। ❤️
ভারত তে কি Honor বা huweai ফোন আর আসবে না?
আমি Honor 8x ব্যাবহার করি , এতে কি আর কোনো আপডেট আসবে না?
Best Video dada. Ato valo laglo Vashai prokash korte parbo na.
আজ থেকে পাঁচ বছর আগে হুয়াওয়ে mate 10 lite 4-64 gb নিয়েছিলাম, আর দুই মাস আগে একটা vivo v23e 5g 8-128 নিয়েছি, এখন দেখি ভিভুর নতুন ফোনের চাইতে হুয়াওয়ের পুরাতন ফোনটা ভাল চলে।
Ami still mate 10 lite use korteci 😊
@@JamesBond-jh5lt আমি ও ইউজ করতেছি, এটাই বেস্ট
Darun kotha bollen. Dada
আজকের বেকগ্রাওন সেটাপ টা জোস
*ভালোবাসা অবিরাম ভাই 💖💖💖*
purono setup ta khub bhalo laglo
dada valo processor,camera,stylish phone konti
ওসাদারন বলেচেন ভাই,আপনার মতো কেহ
এ বাবে বুজিয়ে বলিনী।ওনেক সুন্দর হইচে
বাই রেগেট ফোন কি গরোমে বা ঠান্ডায় কোন পবলেম হয় বলবেন পিলিজ
এই Video টা সেরা ছিল...
দাদা আপনার রিভিউ সত্যিই খুব ভালো লাগলো। তবে একটা প্রশ্ন রিফ্রেশরেট
কম বা বেশি হলে সুবিধা কী?
দাদা, motorola g62 কবে আসবে? এই ফোনটা নিতে চাইছি। তুমি যদি ফোনটার ব্যপারে কিছু বলতে, খুবই উপকৃত হতাম।
দাদা বাংলাদেশে কুরবানী ঈদ উপলক্ষে মোবাইল কোম্পানি অনেক অফার দিচ্ছে, ২০ হাজার -২৫হাজার টাকার মধ্যে কোন মোবাইল কিনা উচিত???
Ami realme 8 nibohh
Moto g31 nite paren 20 k price
আমিও নিব দোনামোনায় আছি ভাই আমার বাজে ৩০ /৩২
@@siamhosen205 amar budget o 26k but tao ami realme 8 e nibo vai...onek ager phone to ki hoice kintu otar moddhe mon dube gece vai mone shanti pabo
@@Marufpigeonbd ভাই Moto g31 ভারতে ১১০০০ টাকা।
অনেক অনেক সুন্দর বক্তব্য দাদা। আপনার মতো রিভিউয়ার ২য় কেউ নেই।
খুব ভালোবাসি আপনাকে দাদা ❤️❤️❤️
আপনার ভিডিওগুলো থেকে কিছু জানা হয় ❤️
দাদা আপনার এই ভিডিওটা দেখে আমি মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি! দাদা আমি ইন্ডিয়ান 25000 to 30000 টাকার মধ্যে মোবাইল নেব ভালো ক্যামেরা ও সুপার Amoled display?!! আমি মনে করছি oneplus Nord ce 5g নেওয়া কি ঠিক হবে..
কোন মোবাইল কিনেছেন...?
8K video shhot korle pc te ki porimane valo video card lagbe ebong valo processor lagbe seta to bolben dada
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়
Dadah maje maje emon informative video
Sotti khub bhalo lage ❤️
can you suggest some good combinations between processor, RAM ,OS and pricing?
Onek din por valo akta video paleam. Thank you form bd
খুব সুন্দর গোছালো কথা❤️