Smartphone Buying Guide for 2024 | নতুন ফোন কেনার সময় ঠকে যাবেন না

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 574

  • @MdFoysal-vy5kv
    @MdFoysal-vy5kv 11 місяців тому +45

    দাদা আপনি যে উপদেশগুলো দিলেন বা কথাগুলো বললেন সেগুলো সত্যিই কাজের। কেউই এগুলো বলে না।আজকের ভিডিও দেখে ভালো ফোন কেনা আরো সহজ হয়ে গেলো। love from বাঙালি ❤❤

  • @mohammadshahidulislamshahid
    @mohammadshahidulislamshahid 11 місяців тому +17

    আজকের টপিক খুব প্রয়োজনীয় হবে স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি দিক তুলে ধরেছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলে সবাই উপকৃত হতো। যেমন সাউন্ড ও কল কোয়ালিটি। ভবিষ্যতে আপনার সুন্দর উপস্থাপনায় আরও নিত্য নতুন বিষয় জানতে পারবো এই আশাকরি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। একজন ক্ষুদ্র বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ।

  • @sujansamaddar256
    @sujansamaddar256 11 місяців тому +8

    মান্দাতা আমলের একটা ফোন চালাই সামর্থ না্ই নতুন কেনার তার পর ও mb ভরে দেখি নতুন কোন চমন নিয়ে কোন কোন ফোন বের হলো। সবার প্রথমেই আপনার চ্যানেল টা খুজে ভিডিও দেখি। বিশ্বাসের একটা যায়গা দাদা আপনি। love from bangle

  • @bedonerbelavumi3041
    @bedonerbelavumi3041 11 місяців тому +16

    ভাই,আপনি যে বিষয় গুলো ফোনের ব্যাপারে বললেন। এগুলো আমাদের পক্ষে বুঝা সম্ভব না।কারণ,আপনারা যারা ফোন নিয়ে ঘাটাঘাটি করেন অর্থাৎ ইউটিবাররা আছেন,আপনাদের মতো আমরা ফোন নিয়ে আপনাদের মতো দেখা সম্ভব না।আমরা ফোন কিনে থাকি হয়তো বছরে একটা।কিংবা দুই বছর পর একটা।তাই আমাদের যদি ভালই চান আপনারা তাহলে সরাসরি বলে দিবেন,যে বেশি দামে এই ফোনটা নেওয়া ভালো হবে।মিড বাজেটে এই ফোনটা,লো বাজেটে এই ফোনটা নিলে আপনারা ঠোকবেন না।তার পর না হয় যার যার সাধ্য অনুযায়ী সেই ফোনটা কিনবে। আপনাদের কথা অনুযায়ী যদি কেউ ফোন টা কিনে, তারা অন্ততঃ ঠকার হাত থেকে বেঁচে গেলো। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।

  • @mosharrofbinhashmotullah9750
    @mosharrofbinhashmotullah9750 11 місяців тому +7

    জ্বি জনাব আমরা আপনার কাছে এরকম ভিডিও সব সময় চাই, মানবতার পক্ষে মানুষের পক্ষে থাকবেন সব সময়। কোম্পানি মানুষকে ঠকায় মুখোশ উন্মোচন করতেই থাকবেন ধন্যবাদ

  • @arifmahmud3977
    @arifmahmud3977 11 місяців тому +6

    যদিও আগামী ২ বছরে ফোন কিনব কিনা ঠিক নাই। কিন্তু আপনার ভিডিও দেখা অন্য আলাপ।🎉🎉🎉

  • @DhruboModak
    @DhruboModak 11 місяців тому +13

    পরবর্তী video টার বেশি অপেক্ষায় থাকলাম।
    আমি phone কিনবো না, কিন্তু দেখতে জানতে ভালো লাগে 💖

  • @ranjanhazra4041
    @ranjanhazra4041 11 місяців тому +1

    আপনার video, phone র অ আ ক খ না জানা ব্যক্তিকে শিক্ষিত করে তোলার চেষ্টা করে..... এটা really praiseworthy 🙏🙏🙏🙏

  • @Sakibul.Bashar779
    @Sakibul.Bashar779 11 місяців тому +7

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন 🇧🇩🇧🇩🥹🥹🥹🍂🍂🍂🍂🍂

  • @subhomoyghosh789
    @subhomoyghosh789 11 місяців тому +2

    আপনার ভিডিও খুব ভাললাগে। কথা বলার থেকেও কথা বলার ধরণই মূল কথা। কতটা ইনফরমেশন দিলেন সেটা বড় কথা অবশ্যই, তারচেয়ে বড় কথা কতটা কতটা নিশ্চিন্ত হয়ে। শ্রোতা তো বক্তার নিশ্চয়তা নিয়েই আরোহণ করে।

  • @shahjalalsabuz8610
    @shahjalalsabuz8610 11 місяців тому +1

    খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে

  • @parvej.69
    @parvej.69 11 місяців тому +2

    দাদা আপনি যখন ভিডিও বানান তার ১ বছর আগে থেকে টেকনোলজি নিয়ে গবেষণা করতাম, এখন আপনার লেভেলেই জ্ঞান হয়েছে, আপনার যখন ৩ হাজার সাবস্ক্রাইবার তখন থেকেই রেগুলার দেখছি?

  • @adittoybhoumik-2562
    @adittoybhoumik-2562 11 місяців тому +3

    একটা প্রশ্ন ছিল দাদা, স্মার্টফোনে বিশেষ করে আইফোন ২ টা লেন্স থাকলে বলা হয় যে সেটা ৩ লেন্স এর ম্যাক্স সিরিজের মতো ভালো Portrait Photo তুলতে পারেনা। তাহলে প্রশ্ন হচ্ছে DSLR Camera তে একটা লেন্স দিয়েও এতো সুন্দর Portrait Photo তুলে কিভাবে?

  • @hbasifhbasif1937
    @hbasifhbasif1937 11 місяців тому +8

    আজকে আরও অনেক কিছু জানতে পারলাম 😊❤😊 ভালোবাসা অবিরাম দাদা ❤❤❤

  • @ImranHossain-cj9qo
    @ImranHossain-cj9qo 11 місяців тому +2

    দাদা এখন সবথেকে বড় সমস্যা হয়েছে একটা দামি ফোনে। সফটওয়্যার আপডেট দেওয়ার সাথে সাথে যে কোন একটা সমস্যা হয় ক্যামেরা চলে যায় তা না হলে টাচে কাজ করে না তা না হলে 😅চার্জিং সমস্যা চার্জ 50 পার্সেন্ট ওঠে তারপরে আর ওঠে না। গ্রীন লাইন ইস্যু এর থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় নাই

  • @saswatab79
    @saswatab79 5 місяців тому +1

    Khub bhalo kichu tips dilen apnar bolar style sotti khub sundor. Video te kichu jorurir bishoy baad theke gelo.
    Phoner call quality ba network reception kemon? Bhulle hobena amra sobai phone call r jonno byabohar kori.
    Phoner sound quality kemon? Phoner speaker quality kemon? Wired and wireless headphones diye sunle music quality kemon? Ei jinish gulo aajkal onek youtuber ra cover korena.

  • @sabirulislampappu3785
    @sabirulislampappu3785 11 місяців тому +4

    আগামী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ❤❤
    ধন্যবাদ ❤❤

  • @kabirchy7504
    @kabirchy7504 11 місяців тому +2

    প্রথম কমেন্ট-
    একটা বিষয়ের উপরে কনটেন্ট বানাবেন, অথবা প্রশ্নত্তর পর্ব করবেন অথবা, কমেন্টের ডিটেল রিপ্লে দিবেন, আশা করি।
    ভবিষ্যৎ এ এমন কোন সিস্টেম বের হবে? যেখানে এন্ড্রয়েড ও উইন্ডোজ একসাথে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করা যাবে? বিশেষ করে কোন টেবলেটের মতো ডিভাইস বা ফোন। বর্তমানে পিসিতে এপের মাধ্যেমে করা যায়। বাট এটা থার্ড পার্টি ওয়ে ডিরেক্ট করা যাবে এমন কোন সম্ভাবনা আছে কি?

  • @engr.zakirul
    @engr.zakirul 11 місяців тому +2

    Dada, 10-15k er moddhe ekta phone suggest korun. Slim, Display r battery priority diye. Love u daada from BD.

  • @ledaludado8660
    @ledaludado8660 11 місяців тому +1

    Dadar kothagulo khub valo lage, ekebare sadharon manusher moner kotha.

  • @robinkhan6896
    @robinkhan6896 10 місяців тому

    ভাইয়া, বেশকিছু খুটিনাটি বিষয় জানলাম। এই বছর আমার বাংলাদেশি টাকায় ২৫০০০৳ এর মধ্যে ফোন কেনার ইচ্ছা আছে সেটা অফিসিয়াল/ আনঅফিসিয়াল যাই হোক। আপনার তথ্যগুলো খুব কাজে লাগবে। এই বাজেটে xiaomi/ vivoর মধ্যে কোন ফোনটি কেনা বেস্ট হবে?

  • @dsdidar9662
    @dsdidar9662 11 місяців тому

    আসসালামু আলাইকুম ভাইয়া আমি ফাস্ট টাইম আপনার একটা ভিডিওতে কমেন্ট করতেছি আর আপনার ভিডিও গুলো খুব সুন্দর খুব সুন্দর করে আপনি বুঝাইতে পারেন আমার একটা সাজেশন দরকার ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে কোন ফোনটা আমি নিতে পারি যা প্রসেসর ও ক্যামেরা মোটামুটি ভালই হবে সুন্দর একটা পরামর্শ দিবেন আশা করি ❤❤

  • @subhomayroykarmokar1824
    @subhomayroykarmokar1824 11 місяців тому

    Darun laglo,Onek kichu jante parlam.....Porer Video tar jonno wait kore thaklm....❤❤❤❤

  • @ktanvir2
    @ktanvir2 11 місяців тому +2

    *ভিডিওর বিষয়টা দারুন! অনবদ্য ভালবাসা।💚💚*

  • @NAIMIslam-en6vz
    @NAIMIslam-en6vz 11 місяців тому +5

    ভাইয়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মথ্যে কোন মোবাইল টি নিলে ভালো হবে আপনার মতামত দিয়ে একটা ভিডিও চাই ☺️

    • @IqbalHusain-oy9tr
      @IqbalHusain-oy9tr 8 місяців тому

      জী আমি চাই এই ভিডিও টা

  • @Mewhamja334
    @Mewhamja334 11 місяців тому +2

    Emon informative video er jonnoi Dadah k eto bhalo lage❤

  • @ms.shahin7378
    @ms.shahin7378 11 місяців тому +1

    এরকম ভিডিও মাঝে মধ্যে একদিন দিলে অনেক ভালো হয় Love from bangali❤❤

  • @nityanandadebnath3034
    @nityanandadebnath3034 8 місяців тому +1

    নমষ্কার দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি দাদা আমি ইন্ডিয়া থেকে একটি ফোন নিতে চাই ইন্ডিয়ান ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। যদি ২-৩ টা ফোন সাজেস্ট করতেন খুবই উপকার হতো। ভালো থাকবেন সবসময়।।

  • @illegaldream
    @illegaldream 11 місяців тому

    Apnar video onek dekhi but kokhono comment kora hoyna. Dada informative video. Love from Bangladesh. Waiting for the next video 😊😊

  • @vishon30
    @vishon30 11 місяців тому +1

    efs1
    128 gb
    Software
    Os
    Display
    Ppi
    Hdr
    Camera
    Bettary
    Fast charging
    Aluminum frame
    Glass protection

  • @BellaHazra
    @BellaHazra 11 місяців тому +2

    দাদা,আমি ওলা/উবার চালাই, তাই ট্রিপ রিকোয়েস্টগুলো দ্রুত প্রসেস হয়ে একসেপ্ট করাটা জরুরী।
    40000 থেকে 50000 রুপিতে কোন ফোনটা বেস্ট হবে। । প্লিজ উত্তর দেবেন।

  • @Siam_Khondoker
    @Siam_Khondoker 10 місяців тому

    দাদা আপনার ভিডিও সেই ২০২০ সাল থেকে দেখছি এবং আগামীতেও ইনশা আল্লাহ দেখবো।বলতেই হয়,দিন যতো যাচ্ছে ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট গুলো আরো সুন্দর হচ্ছে।এখন তো অনেক অনেক সাবস্ক্রাইবারও হয়ে গেছে।দোয়া করি আরো এগিয়ে যান।সবারই কম বেশি কমেন্টর উত্তর দেন ভালোই লাগে।তাই আমিও একটু করলাম আরকি😌😌।প্রশ্নটা হচ্ছে Samsung A55 কি মার্কেটে আসবে।যদি আসে কবে আসবে এবং কেমন ফিচার নিয়ে আসবে জানলে একটু বলেবেন। আপনার প্রতি বাংলাদেশে থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
    🥰🥰🇧🇩🇧🇩🥰🥰

  • @Porom1Bakti2-ln7yg
    @Porom1Bakti2-ln7yg 11 місяців тому +1

    ধন্যবাদ আপনাকে। নতুন নতুন তথ্য উন্মোচিত করার জন্য।
    বাংলাদেশ থেকে ভালোবাসা অবিরাম 😂

  • @morsalinsakura1193
    @morsalinsakura1193 11 місяців тому +1

    দাদা,xaimeo 14 prro নিয়ে একটা ভিডীও বানান ❤❤❤❤❤❤

  • @SazzadurRahmanAyan
    @SazzadurRahmanAyan 11 місяців тому +3

    waiting for next video. Lots of love from Bangladesh. ❤

  • @ALAMINHOSSAIN0805
    @ALAMINHOSSAIN0805 11 місяців тому +1

    দাদা এই নিয়ে দ্বিতীয় বার কমেন্ট করলাম কোন উত্তর পাইনি। দেখতে অনেক সুন্দর বলে নুবিয়ার একটি মোবাইল ফোন কিনতে চেয়েছিলাম যা বাংলাদেশী টাকায় ৩৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে আইপি রেটিং সহ দুর্ধর্ষ ক্যামেরা ও পারফরম্যান্স ভাল হতে হবে।এই বাজেটে যদি অন্য কোন কোম্পানির ভালো ডিভাইস পাওয়া যায় তবে সেটাও বলতে পারেন।কোন মোবাইল ফোনটি কিনব যদি এ নিয়ে একটি ভিডিও বানাতেন তবে খুশি হতাম। প্লিজ আশা করি উত্তরটি দেবেন সেই সাথে একটি ভিডিও বানাবেন, লাভ ফ্রম হবিগঞ্জ,সিলেট,বাংলাদেশ।

  • @toufiqmahmud1313
    @toufiqmahmud1313 11 місяців тому +1

    Ami redmi note 7pro user ..bolte gelee ekta best phone use kori eai budget e...abr ekta phone kinbo vabche... ekta valo packed er wt korche

  • @mahbubulalamapu7924
    @mahbubulalamapu7924 11 місяців тому

    আমি আপনার Realme 2 pro ফোনের রিভিউ দেখেছি, এখনও আপনার ভিডিও নিয়মিত দেখছি, আমি এক্সপার্ট মোটামুটি। বর্তমান সময়ে Samsung galaxy F22 use করছি, অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।

  • @usersujon69
    @usersujon69 11 місяців тому +1

    cpu throttling app এর কাজ কি?
    এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করে?
    এই অ্যাপসটা দিয়ে ফোনের কি কি সুবিধা ও অসুবিধা বোঝা যাই?
    একটু প্র্যাকটিক্যাল এর মাধ্যমে দেখানো যাবে?

  • @kawshikriju1215
    @kawshikriju1215 11 місяців тому +3

    Redmi note 13 pro plus & Iqoo z7 pro .. 2 tar e price kasa kasi Bangladesh e pray. ( around 35k)
    Konta nile valo hobe??
    Take love from Bangladesh ❤

  • @AKASH.244
    @AKASH.244 11 місяців тому +3

    আসলে,দাদা নিজের পছন্দ মতো ফোন মার্কেটে পাওয়া যায় না অন্তত ৩০-৪০ k বাজেটে।
    তাই কিছু না কিছু মন না মানলেও মেনে নিতে হয়।

  • @mdmarufhossen5871
    @mdmarufhossen5871 11 місяців тому +1

    অনেক গুরুত্বপূর্ণ ভিডিও😊

  • @gopalroy8521
    @gopalroy8521 11 місяців тому +2

    ধন্যবাদ দাদা 🙏পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম

  • @Vc.u
    @Vc.u 11 місяців тому +3

    07:06 to 07:11 time porjonto example ta darun chilo 😂

  • @sksanjay0.137
    @sksanjay0.137 11 місяців тому +2

    25 ke iqoo z7 Pro 5G নেওয়া ভালো হবে নাকি নানিও ভালো হবে দাদা❤ প্লিজ পরের ভিডিওতে বলে দিবেন❤❤❤❤❤❤❤❤

  • @anshumanbose8912
    @anshumanbose8912 11 місяців тому +1

    ধন্যবাদ, ❤
    অপেক্ষায় রইলাম ❤

  • @MdAshad-dv3kk
    @MdAshad-dv3kk 11 місяців тому +2

    Samsung Gallery f54 vs Samsung Gallery f62,, কোন টা ভালো হবে প্লিজ জানাবেন ভাইয়া ❤

  • @Rahaman_Official
    @Rahaman_Official 11 місяців тому +1

    দাদা আমি আপনার পুরোনো দর্শক এবং ফ্যান
    আর আমি আগে আপনার ভিডিও দেখতাম আবার এখন দেখছি আমার প্রশ্ন হল
    আমি Redmi note 9 pro মোবাইল ব্যবহার করছি কার কেমন লাগে জানিনা তবে এই মোবাইলটা আমার খুবই ভালো লাগে যেমন ক্যামেরা ব্যাটারি
    তবে মোবাইল চেঞ্জ করতে হবে আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পোস্ট করি UA-cam এ ভিডিও পোস্ট করি এখন আমি 20000 টাকার মধ্যে কোন মোবাইল নিলে ভালো হবে যেমন ক্যামেরা ব্যাটারি এবং বিভিন্ন জিনিস
    Moto g54 অথবা কোনটা নেবো বলবেন প্লিজ দাদা
    Love From Murshidabad

  • @BijoyDas-gq7jx
    @BijoyDas-gq7jx 11 місяців тому +3

    দাদা আমি india থেকে বলছি যে one+open আর OPPO find n3 দুটোই কি আলাদা ফোন নাকি one+open নতুন নামে OPPO find n3 নামে লঞ্চ হল love from bangala

  • @smhafijurrahman8345
    @smhafijurrahman8345 11 місяців тому +2

    এমন ইনফরমেটিভ ভিডিও চাই।❤❤
    লাভ ফ্রম বাঙালি।💝🥰

  • @AshrafZonebd
    @AshrafZonebd 11 місяців тому +1

    Thanks bro.. Love form Bangladesh ❤️

  • @JoyantoSarda
    @JoyantoSarda 11 місяців тому +2

    বাংলাদেশ থেকে আপনার জন্য ভালোবাসা
    10000 টাকার নিচে কোন ফোন ভালো
    .আমি কি Moto g32 মোবাইল কিনব?
    আমার জন্য কোন ফোন ভালো হবে দয়া করে বলুন

  • @mdtarikul3141
    @mdtarikul3141 11 місяців тому +2

    দাদা,
    Huawei এর UI কতো নাম্বারে থাকবে??
    Honer এর UI কতো নাম্বারে থাকবে??
    জানাবেন.....❤❤❤❤❤

  • @nakshipolly5666
    @nakshipolly5666 10 місяців тому

    মিডিয়াম বাজেটে ভিডিও+ পারফর্মেন্স ভাল, এমন একটা মোবাইলের নাম বলুন?
    বর্তমানে আমি Sumsung s20fe ব্যবহার করি। আপনার পরামর্শে Sumsung s20fe কিনেছিলাম মোবাইলটির ভিডিও + পারফর্মেন্স সত্যিই অসাধারণ। বাংলাদেশ ঝিনাইদহ থেকে ধন্যবাদ দাদাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।❤

  • @mohshinuzzamanhelal7849
    @mohshinuzzamanhelal7849 11 місяців тому

    অনেক অনেক ধন্যবাদ। সৌদি আরব থেকে...

  • @mmasudrana5662
    @mmasudrana5662 8 місяців тому

    ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও থেকে অনেক,প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি যা আমাদের খুবই কাজে আসে,যা বলে শেষ হবে না •ভাইয়া আমি একটি মোবাইল কিনবো ইনশাআল্লাহ ৩০ হাজার 💸 মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে আমি কাজের প্রয়োজনে অফিসের বাহিরে থাকতে হয়, বেশ রোদ ও গরমের মাঝে
    তাই আপনার পরামর্শ চাচ্ছি কেমন ফোন কিনবো মুচকি হাসি 😊 আমার প্রথম পছন্দ স্যামসাং গ্যালাক্সি ,দয়া করে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য অফুরন্ত 🤲💖

  • @leonsheikh-
    @leonsheikh- 11 місяців тому +2

    দাদা google pixel জাপানি ভেরিয়েন্ট US ভেরিয়েন্ট এর ভিতর পার্থক্য কি আশা করি উত্তরটা দিবেন❤ আমি মালয়েশিয়া থেকে আপনার ভিডিওটি দেখতেছি
    যদি আপনি উত্তরটা দেন তাহলে আমি খুব উপকৃত হইতাম কারণ আমি একটা মোবাইল কিনব গুগল পিক্সেল এইখানে দুই রকমের মোবাইল পাওয়া যায় us ভেরিয়েন্ট জাপানি ভেরিয়েন্ট

  • @avisheksaha8734
    @avisheksaha8734 11 місяців тому +5

    অভ্র দা, IMEI নাম্বার দিয়ে কিভাবে বুঝতে পারবো যে ফোন টা কবে তৈরি, প্রথম open করা, used নাকি Unused ইত্যাদি? এটা নিয়ে একটা short video বানান অথবা প্রশ্নোত্তর পর্বে দেখিয়ে দিয়েন।
    কিছুদিন আগে তো Android 4(Kitkat) বন্ধ হয়ে গেল। এবার তো Android 5(lollipop) এর পালা। এটা বন্ধ হলে কি হবে? আমার এই ফোনটার Android version 5.1 . Device Huawei Y3(2017).

    • @AtoZCART
      @AtoZCART 11 місяців тому

      আমি তো 2017 তে ph যেটা কিনেছিলাম সেটা android 8 আছে.. আপনি ওল্ড ph কিনেছেন সেটা তো কিছু করার নেই... 5g নিয়ে নাও আর আনলিমিটেড ইউজ করো... দেখবে কেমন ভালো লাগে

    • @avisheksaha8734
      @avisheksaha8734 11 місяців тому

      @@AtoZCART আমি Old নেই নাই। বরং এটার দামই ছিল ৬৫০০ টাকা । এজন্য update পাই নাই। যা পাওয়ারও কথা না। তাই এ অবস্থা। Huawei lover❤️

  • @neyamulislam549
    @neyamulislam549 11 місяців тому +2

    ভিডিও দেখে মনে হইলো একটা লাইভ ক্লাস। ❤❤❤❤❤❤❤❤❤

  • @akashsatkhira6743
    @akashsatkhira6743 11 місяців тому +1

    sei video chai dada..opekkhay aci❤❤

  • @subhendudas5757
    @subhendudas5757 11 місяців тому +2

    Many many thanks

  • @OTPBABGLA
    @OTPBABGLA 11 місяців тому +2

    Best information ❤

  • @bdispkhulna
    @bdispkhulna 11 місяців тому +1

    amr dakha best tech informative video dada

  • @sumanghorai3699
    @sumanghorai3699 11 місяців тому +1

    অভ্র দা 25000 -- 20000 মধ্যে ভালো ফোন কি আছে? একটু বলবেন প্লিজ দাদা।

  • @mintusorkar8752
    @mintusorkar8752 11 місяців тому +2

    Thanks for good advice❤❤❤

  • @julfikarhhh9034
    @julfikarhhh9034 11 місяців тому +1

    Green line issues are a big problem now a days for a flagship phone.

  • @ag921-l3b
    @ag921-l3b 11 місяців тому +1

    informative like old time

  • @human_rights_activist
    @human_rights_activist 11 місяців тому +3

    দাদা ল্যাপটপ এর প্রসেসর নিয়ে ভিডিও চাই

  • @rahatulislam6432
    @rahatulislam6432 11 місяців тому

    আমার প্রিয় একটি চ্যানেল! ❤

  • @yeasinarafathyeasinarafath2059
    @yeasinarafathyeasinarafath2059 11 місяців тому +1

    দাদা ৪০০০০হাজার বাজেটএ বাংলাদেশ। কোন ফোন গুলো সেরা এবং কি? পুরাতন নেওয়া ঠিক হবে এই বাজেটএ না কি নতুন ফোন এ বেস্ট হবে এমন একটা বিডিও নিয়ে আসার অনুরোধ রইলো।

  • @sujanmiah2123
    @sujanmiah2123 11 місяців тому +2

    Dada ekta prosno chilo.?
    Ami samsung a54 mobile ta use kortechi 6 month .
    Bole rakha valo ami online er job kore thaki ,
    Tar jonno amake sarakkhon data chalo rakhte hoy.
    Onek somoy ami kheyal korlam amar mobile er network chole jacche r ei 🚫 chinho uthe and 30 second er modde abar network chole ase.
    Interested news holo ,ei problems ta tokhon kore jokhon mobile ta 5g mode rakha hoy
    But 4g mode kunu problems hocche na
    Somossar somadan thakle janaben donnobad dada
    From Bangladesh ,bolchi Saudi Arab theke

    • @TheMosabber
      @TheMosabber 11 місяців тому

      Uninstall carrier service apps from apps settings

  • @YtrewqYuio
    @YtrewqYuio 9 місяців тому

    আমি একটি মোবাইল কিনতে চাই
    এখন আপনার কথা ভালোলগার কারণে আপনার থেকে Advice নিতে ইচ্ছে করছে ।
    যদি আপনি আমাকে বলে দিতেন তাহলে উপকৃত হতাম যে কি ফোন কিনলে ভালো হবে ।
    আমার বাজেট পয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ।
    প্লিজ দয়া করে বলবেন কিন্তু ।
    আমি আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকব ।

  • @SHR_60
    @SHR_60 11 місяців тому +2

    দাদা আমি কখনো আপনাকে প্রশ্ন করি না, আজ এই প্রথম আপনাকে প্রশ্ন করলাম, আসলে আমি গেম খেলি, আর আমি vivo iqoo12 নিতে চাচ্ছি, এই ফোনটা কি নেয়া ঠিক হবে, একটু জানাবেন প্লিজ,
    ভালোবাসা নিবেন আমি বাংলাদেশ থেকে বলছি❤❤

  • @faruqueahamed2825
    @faruqueahamed2825 11 місяців тому +1

    Janoyary মাসে 30k থেকে 40k মধ্যে কেমেরার জন্য কোন ফোনটি ভালো হবে??

  • @MMASiddiqui-gg7ti
    @MMASiddiqui-gg7ti 9 місяців тому

    গ্রীণলাইন ইস্যু আছে এমন ফোনগুলোর লিস্ট বা আপনার এই সংক্রান্ত আপডেট দিলে উপকৃত হব।

  • @mehedihasanraihan2222
    @mehedihasanraihan2222 11 місяців тому

    Love from Bangladesh ❤

  • @oishikbanerjee9238
    @oishikbanerjee9238 11 місяців тому +2

    Thank you for guiding us every time and speaking the truth!

  • @Piyas.K-391
    @Piyas.K-391 11 місяців тому +1

    Dada Samsung er S series er por, kon series valo hobe, A, F& M konta Better hobe, ektu janaben dada please 🥺

  • @alaminoman8118
    @alaminoman8118 11 місяців тому

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @teamxb9143
    @teamxb9143 11 місяців тому +1

    ও দাদা ipod নিয়ে video দেও

  • @MdRahat-rw3be
    @MdRahat-rw3be 11 місяців тому

    ২৪ সালের শেষের দিকে s23 place নেওয়া টাকি ঠিক হবে আমার কাছে এর সব কিছু ঠিক মনে হয়েছে কিন্তু একটা জিনিস ছারা display regulation 1080 HD Plus এতে যদি 1440 থাকতে মানে 2 k

  • @sourav6730
    @sourav6730 11 місяців тому

    ফোন কিনবোনা জেনে ও টেক ভিডিও দেখি । দাদা তোমার ইম্ফর্মেটিভ ভিডিও গুলো খুব ভালো লাগে 🫠

  • @mdshahinalam6961
    @mdshahinalam6961 11 місяців тому +2

    Dada.. Honor 9xb / Honor 90 pro konta Bhalo hobe? Honor companyr phone valo hobe na onno companyr phon kena valo hobe asa kori janaben plz❤❤ 1:11

  • @shahinurhossain2126
    @shahinurhossain2126 11 місяців тому +1

    good idea😊

  • @zahidhasan5677
    @zahidhasan5677 11 місяців тому +2

    দাদা Honor X9b ফোনের রিভিউ চাই
    Love from Bangladesh

  • @SwopnoNill
    @SwopnoNill 11 місяців тому

    ভালো লাগলো আজকের ভিডিও টা

  • @rsmuminul3983
    @rsmuminul3983 11 місяців тому +1

    দাদা বাংলাদেশের কথা ভুলে যাইয়েন না বাংলাদেশের প্রতিটা বাজেটের জন্যও ফোন সাজেস্ট চাই

  • @bisnochandrakarmaker8031
    @bisnochandrakarmaker8031 11 місяців тому +3

    ভাই হনর এর UI কে ৩ নাম্বার পজিশনে রাখা উচিৎ ছিল।

  • @anubhabkar7283
    @anubhabkar7283 10 місяців тому +1

    দাদা আপনার ভিডিও দেখতে খুপ ভালো লাগে।❤❤

  • @riponahmed7061
    @riponahmed7061 11 місяців тому

    অসাধারণ ভিডিও দাদা। ভালবাসা নিবেন

  • @shamim932
    @shamim932 11 місяців тому

    I am expected this topic!

  • @abdulnurshakil1673
    @abdulnurshakil1673 11 місяців тому +1

    ZTE Nobia ফোন গুলা কেমন ক্যামেরা কি আসলেই ভালো?

  • @RatonHasan-n6w
    @RatonHasan-n6w 11 місяців тому +2

    এখন কি redmi note 13 pro plus ফোন কিনা ঠিক হবে? লাভ ফ্রোম বাংলাদেশ

  • @Asifur_Rahman
    @Asifur_Rahman 11 місяців тому

    Thanks for the video...

  • @K-rasel
    @K-rasel 11 місяців тому +1

    Right 🇧🇩🫰

  • @gautamdey4351
    @gautamdey4351 8 місяців тому

    আমি normal user। gaming requirements নেই। Within Rs15000. durability, safety, security wise কোন smartphone ভাল জানাবেন।

  • @tusharbiswas6399
    @tusharbiswas6399 10 місяців тому

    অনেক বড় ভক্ত আপনার

  • @jayantaray7242
    @jayantaray7242 10 місяців тому

    দাদা bgmi/pubgmobile game এর জন্য বেস্ট মোবাইল কোনটা হবে একটু যদি বলেন।। Love from কোলকাতা ❤️❤️❤️

  • @arupchatterjee4544
    @arupchatterjee4544 6 місяців тому

    কোন ফোন সবচেয়ে বেশি security আর safety দেয় Net banking বা online banking ব্যবহার করার ক্ষেত্রে ?

  • @aynulhaque6147
    @aynulhaque6147 5 місяців тому

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার মাধ্যমে একটি ফোন কিনতে চাই
    Samsung a7o ব্যবহার করছি কিন্তু সমস্যাই আছি তাই অপনার সাহায্য পারথনা কামনা করছি।