InfoTalkBD।। বিষণ্ণ ৩/১ শ্যামলী, যে পথে কবির বাড়ি। POET SHAMSUR RAHMAN

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Please, SUBSCRIBE Our Channel.
    বিংশ শতাব্দীর আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। আজ ১৭ আগস্ট, ২০২০; কবির ১৪ তম মৃত্যুবার্ষিকী। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'। তবে ১৯৭২ সালে প্রকাশিত, মুক্তিযুদ্ধের আবেগ আর যুদ্ধজয়ের প্রত্যাশা নিয়ে লেখা 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কবিকে মানুষের কাছে জনপ্রিয় করেছে। সেই বইয়ের 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' এবং 'স্বাধীনতা তুমি' কবিতা দুটি আজও মানুষের মুখে মুখে ফেরে। মানুষ হিসেবে অত্যন্ত বিনয়ী আর ভদ্র ছিলেন তিনি। সবাইকে স্নেহ করতেন। ঢাকার শ্যামলীর বাসায় তাঁর ভক্ত-অনুরাগী বা তরুণ কবিতাকর্মী যে-ই যেতেন, সবার জন্য উন্মুক্ত ছিল কবির দরজা। আমি নিজেও বহুবার তাঁর বাসায় গেছি। কবির স্ত্রীও সবাইকে স্নেহ করতেন। তবে সবচেয়ে বেশি উৎপাত সহ্য করতে হতো কবির পুত্রবধু টিয়া রাহমানকে। ১৫টি বছর তিনি কবি এবং কবিপত্নীকে সেবা করেছেন নিজের বাবা-মার মতো। তাঁরাও টিয়া ভাবিকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। কবি হিসেবে শামসুর রাহমান বাংলার পাঠকের কাছে যুগ যুগ বেঁচে থাকবেন। কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন? তাঁর অবর্তমানে কেমন আছে কবির পরিবার? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন কবির পুত্রবধু টিয়া রাহমান।

КОМЕНТАРІ • 5

  • @SandipkumarChandra
    @SandipkumarChandra Рік тому

    শামসুর রহমান আমার অত্যন্ত প্রিয় কবি । প্রিয় থেকে যাবে বহু-বহু কাল । কবিকে আমার মরণোত্তর ভক্তিনম্র প্রণাম জানাই । কবির পরিবারসকলকেও সশ্রদ্ধ প্রণাম । মনে পড়ে :" বাংলাভাষা উচ্চারিত হলে নদী নর্তকী হয়,বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন..." সকলে সুস্থ-সুন্দর থাকুন, এইই চাওয়া আমার ।

  • @lazywind9328
    @lazywind9328 Рік тому

    বাংলা সাহিত্যের সুপুরুষ কবি শামসুর রাহমান এর পুত্রবধূর টিয়া রাহমান এর সাক্ষাৎকার এবং তার বাড়ি পরিভ্রমণের এই পর্বটি ভালো লাগলো। সেই সঙ্গে শাওন, তোমার উপস্থাপনাও ছিলো চমৎকার। ধন্যবাদ, কবিকে মূল্যায়ন এর জন্য।

  • @user-nr3lt6nz3y
    @user-nr3lt6nz3y 5 місяців тому +1

    Valo lagche onar beapar kotha sune..!Toube onar doi ta meye tader kotha tou kichu sun lam nat..!!

  • @moktiparvin9146
    @moktiparvin9146 4 роки тому +1

    খুব ভালো লাগলো। কবি নেই, তবু তিনি বেঁচে থাকবেন পাঠকের মাঝে।

    • @InfoTalkBD
      @InfoTalkBD  4 роки тому

      কবি শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার অন্যতম গর্বিত একজন।