কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি | Historical House of Poet Micheal Madhusudan Datt

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 388

  • @soumenbhattacharjee3260
    @soumenbhattacharjee3260 4 роки тому +18

    আপনার উপস্থাপনা খুবই সুন্দর, এই স্থানটি রক্ষণাবেক্ষণ করার জন্যে বাংলাদেশ সরকার কে ধন্যবাদ ।

  • @imranhj9373
    @imranhj9373 4 роки тому +4

    আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় মাতৃভূমি কেশবপুরের প্রিয় কবির বাড়িটিকে তুলে ধরার জন্য। ধন্য আমি ধন্য, প্রিয় জন্মভূমির জন্য।

  • @md.almamun6264
    @md.almamun6264 Рік тому +1

    আমার চোখে পানি চলে এসছে। আমার বাড়ি ওখানেই। নিজের প্রচণ্ড গর্ব হয়।

  • @bikashkumarghosh5008
    @bikashkumarghosh5008 4 роки тому +3

    No comments,Sudho Bolte Pari asadharon Documentry.Etao bodh hoi kome holo.

  • @mantukumarbiswas1699
    @mantukumarbiswas1699 4 роки тому +3

    না-দেখার আফশোসটা ভিডিও দেখে পুরন হল । মুখের সুন্দর ভাষ্য আর নয়নাভিরাম দৃশ্য সত্যিই মনকে আল্পুত করে । ইচ্ছে আছে বাংলাদেশে ঝিনাইদহ, মাইকেল মধুসূদন দত্তের বাড়ী আরও অন্যান্য দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার।

  • @amiyapandey2533
    @amiyapandey2533 4 роки тому +7

    রেখো মা দাসেরে মনে, এই মিনতি করি পদে
    সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ।
    তোমার ভিডিও টি সত্যি অসাধারণ।অনেক বড় হবে তুমি।এই আশীর্বাদ রইলো।

  • @madhubantimukherjee8138
    @madhubantimukherjee8138 5 років тому +6

    Very good information & presentation mam 💓💓💓💓💓💓💓💓💓💓

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 4 роки тому +2

    Maliha Ma,tomar short presentation khub khub VALO laglo. God bless you.

  • @GopalkrishnaMajumdar
    @GopalkrishnaMajumdar 5 років тому +12

    বাঙ্গালীর অহংকার প্রচণ্ড ধীশক্তিসম্পন্ন মেধাবী কল্পনাতীত প্রতিভাধর চির স্মরণীয় কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখাবার জন্য Panorama Documentary
    গোষ্ঠী কে বার বার প্রনাম জানাই।

    • @tulsihalder7030
      @tulsihalder7030 5 років тому

      Bañgla ,Tumi haria jeo na ,kabbya r kapotaksha samne dekhlam ,mongal hok,

  • @labakumardebnath9682
    @labakumardebnath9682 5 років тому +6

    দিদির কন্ঠ কোকিলের ন্যায় সুমিষ্ট | আপনাদের এই চ্যানেলটি দীর্ঘজীবী হোক | আমি ত্রিপুরা থেকে |

    • @SojibAhmed-pw1yr
      @SojibAhmed-pw1yr 5 років тому +1

      এই ডকুমেন্টারিগুলো ২০০৬ সালে করা

  • @sumanbiswas8963
    @sumanbiswas8963 5 років тому +2

    অসাধারন উপস্হাপনা,....বহুদিন পর কারো উপস্হাপনা এতো ভালো লাগলো,....নিজেকে অতিপ্রকাশিত করবার কোনো বাসনা’ নেই,...শুধু গভীর তথ্যনির্ভরতা....,দারুন!

  • @gautamdutta9808
    @gautamdutta9808 5 років тому +5

    খুব ভালো লাগলো মধুসূদনের বাস বাড়ি।উপস্থাপক কে অসংখ্য ধন্যবাদ। আমার নমস্কার রইলো। গৌতম দত্ত। রামপুরহাট।জেলা বীরভূম।পশ্চিমবাংলা। ভারত।

  • @md.tazulislamsohel6959
    @md.tazulislamsohel6959 5 років тому +70

    আপনাদের প্রতিবেদন গুলো খুবই ভাল লাগে।
    আমার সোনার বাংলাদেশ সবুজে ঘেরা নদনদী পাহাড়-পর্বত খুবই মনমুগ্ধকর দৃশ্য প্রতিটি মানুষের মনকে আনন্দে ভরিয়ে তোলে।

  • @md.sofequlislam4543
    @md.sofequlislam4543 2 роки тому +1

    Gorgeous lady and great presentation .

  • @shahidulislamshohid8644
    @shahidulislamshohid8644 5 років тому +5

    কিছু মানুষকে দেখলে শ্রদ্ধা এবং ভালবাসতে ইচ্ছা করে আপনি হচ্ছেন তেমনি একজন। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আশা করি আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সুন্দর জায়গা দেখার সুভাগ্য হবে।

  • @rafiqulbge
    @rafiqulbge 5 років тому +16

    আপু আপনার ডকুমেন্টারি গুলো ভালো লাগে।আপনার কথাগুলো খুবই শ্রুতিমধুর। সেই সাথে শিক্ষনীয় এবং তথ্যবহুল। ধন্যবাদ আপনাকে এই নিরন্তর প্রচেষ্টায় দেশকে উপস্থাপন করার জন্য।

  • @dr.bimalchandrakirtaniya1804
    @dr.bimalchandrakirtaniya1804 4 роки тому +3

    Madhusudan Dutta was a great poet of Bengal who created many epics and sonnet in Bengali with a short span of time. Thanks for this work.

  • @nirmalsarker6473
    @nirmalsarker6473 4 роки тому +1

    মালিহা মেহনাজ শায়েরী,,,আপনার প্রতিটি
    ভিডিও অনেক শিখনীয়,,,আপনার বাচনভঙ্গি খুব ভালো ,,ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম,,, আপনার জন্য শুভকামনা রইল।

  • @bidyutkumarganguly6605
    @bidyutkumarganguly6605 5 років тому +8

    অভিভূত। আপনার উপস্থাপনা অতি সুন্দর, ত্রূটিহীন উচ্চারণ। খুব ভালো লাগলো।

  • @sukhenlaxmibilash
    @sukhenlaxmibilash 4 роки тому +12

    দিদি তোমার জনম স্বার্থক। তোমার সন্তানের জনমও স্বার্থক তোমার মত মা পেয়ে। তোমাকে নমস্কার।
    তোমার ব্যাগ টানার জন্য একটা কাজ পেতাম তাহলে জনম স্বার্থক হত। যারা প্রকৃত মানুষ তারা তোমাকে মনে রাখবে।

  • @sujit5kumartarafdar283
    @sujit5kumartarafdar283 5 років тому +6

    প্রাণ মাতানো ভিডিও । ওপারের মায়া ত্যাগ করে এপারে আসা এক গ্রহাণু।
    এত প্রাণবন্ত করে রক্ষণাবক্ষেণ করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

  • @jayantibanerjee8657
    @jayantibanerjee8657 2 роки тому

    Maliha bon... Onek onek dhonnyobad tomay.. Ei sundoor ekti bishoy represent korar jonno. 👌👌
    Tobe mon ta khub kharap hochillo dekhe.. Eto bor barir cheler sesh porinoti koto dhkkher chilo.. Vabajay.. 😢😢🙏🙏

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 4 роки тому

    আমি একজন মধুকবি মাইকেল মধুসূদন দত্তের অন্ধ ভক্ত ও গুণগ্রাহী। আমার হুগলি জেলার মধুকবির স্মৃতি বিজড়িত উত্তরপাড়ায় প্রতি বছর পঁচিশে জানুয়ারী আমার 'উত্তরণ'সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত মহাকবি মাইকেল জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। গত সতেরো বছর ধরে এই উৎসব আয়োজিত হয়ে চলেছে। আর তাই মধুসূদনের এই পৈতৃক বাড়ির তথ্য সম্বলিত ভিডিও টি দেখে খুবই রোমঞ্চিত হয়ে উঠেছি। দারুন। অপূর্ব ধারাভাষ্য পাঠ। ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এটার বাংলার একজন মধুসূদন প্রেমী মানুষ। একজন কবি লেখক ও দুটি সাহিত্য পত্রিকা সম্পাদক।

  • @kartickdas7460
    @kartickdas7460 5 років тому +3

    সঞ্চালিকার কন্ঠস্বর ও বাচনভঙ্গী খুবই ভাল।দিদিভাই প্রয়াতা কিংবদন্তী চিত্রাভিনেত্রী সুচিত্রা সেন,পূর্ব নাম রমা দাসগুপ্ত বাংলাদেশেই জন্মে ছিলেন।তাঁর জন্মভিটা নিয়ে একটি documentary বানালে বাধিত হব।আমার শুভেচ্ছা নিবেন।

  • @LabbayekYaRasullah
    @LabbayekYaRasullah 5 років тому +28

    অনেক ভালো লাগে মাইকেল মধুসূদন দওের মেঘনাদ বধ কাব্যটি..সত্যিই অপূর্ব

    • @masudmasud8917
      @masudmasud8917 5 років тому

      আমিও কবির মতো করে ভালোবাসি আমার-তোমার এই বাংলদেশকে। ভালোবাসি বাংলার নারী তোমাকেও। মনে রেখো"এদেশ তোমার বমার"

  • @zarintasnim8593
    @zarintasnim8593 5 років тому +26

    আমি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি গিয়েছিলাম।
    আসলেই জায়গাটি অনেক সুন্দর।

  • @Pannaa__
    @Pannaa__ 4 роки тому +7

    ধন্য যশোর এমন কালজয়ী কবি পেয়ে💝🇧🇩

    • @md.maksudurrahman9630
      @md.maksudurrahman9630 4 роки тому +1

      জীবনানন্দ দাস কে নিয়ে একটা ডকুমেন্টারি করুন প্লিজ।

  • @K.C.Kundu-1980
    @K.C.Kundu-1980 4 роки тому +11

    দিদি তোমার ভিডিও টা খুব ভালো লাগল । কাজি নজরুল ইসলাম কে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি।

    • @sohrabhossain6602
      @sohrabhossain6602 2 роки тому

      বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু স্মৃতি বিজড়িত জিনিসপত্র এবং একটি আটচালা ঘর আছে মাটির তৈরি।

  • @pranabgoswami4450
    @pranabgoswami4450 5 років тому +7

    Great. I thank you for providing an opportunity to us for witnessing the house of the writer of much known Meghnad Badh Kavya, Micheal Madusudhan Dutta whose name we heared in our childhood in 1960- 62. In case my physical condition permits I shall definitely visit the holy place.
    P. Goswami, Guwahati, Assam, India

  • @shyamdebnath8327
    @shyamdebnath8327 5 років тому +1

    দারুন এবং অসাধারণ লাগলো আপনার ভিডিওটা ।ধন্যবাদ জানাই আপনাকে দিভাই ।

  • @জয়শ্রীরামকৃষ্ণ-জ২ঝ

    এই বঙ্গভানডারে তব বিবিধ রতন,রেখেছি মননে মোরা মধুর মিশ্রণ।শতকোটি প্রণাম ।🌷🙏🙏🙏😢😢😢😢

  • @amiyachat
    @amiyachat 5 років тому +4

    Dwikhandita ei bangla chokhey jol eney dai. Madhusuhon amader praner kobi.
    Protibedanti khub bhalo laglo. Sesh jibonti boro dukkher.

  • @juelrana5722
    @juelrana5722 5 років тому +7

    এই মহিলার কন্ঠে ভিতরে শিহরণ তোলে। খুব ভাল প্রেজেন্টেশন।

  • @etcetc1351
    @etcetc1351 10 місяців тому

    মালেহা দিদি আপনাকে ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্যে আমার খুবই ভালো লেগেছে ।

  • @moniruzzamanalriyad8929
    @moniruzzamanalriyad8929 4 роки тому +1

    আপনার প্রতিটি ডকুমেন্টারি অসাধারণ...!! 💎💎

  • @litonrana9850
    @litonrana9850 4 роки тому +2

    এককথায় অসাধারণ... অনেক তথ্যবহুল ।

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 5 років тому +2

    Khub. Valo. Laglo.u tried best to preserve our bengali heritage
    Thanks a lot

  • @alokeray9171
    @alokeray9171 5 років тому +2

    Onek onek dhanyabad Bangladesh ke je Kobi ke ei bhabe bachiye rakhar jonno.

  • @pritamkumardas4558
    @pritamkumardas4558 5 років тому +8

    এত সুন্দর উপস্থাপনা দেখে সত্তিই Nostalgic হয়ে পড়লাম।

    • @forhadulhouqe3100
      @forhadulhouqe3100 4 роки тому

      আপু তোমার সুরটা এত মিস্ট কান

  • @samiislam5363
    @samiislam5363 4 роки тому +2

    আপনাকে ধন্যবাদ বোন।

  • @habibullah6675
    @habibullah6675 5 років тому +1

    মধুকবির বাড়িতে গিয়েছিলাম জৈষ্ঠ্যমাসে। কবির বাড়ির গাছের পাকা আম খেয়েছিলাম। পেছনের দিঘিতে গোসলও করেছিলাম! পাশেই একটা ছোট্ট চিড়িয়াখানাও দেখেছি! কচি তালের শাঁসও খেয়েছি! মধুর স্মৃতি.... 😍

  • @tamimstudent4882
    @tamimstudent4882 5 років тому +11

    🏝🌴💐আমার যশোর।
    আজ যশোরটা আরও চমৎকার হয়ে উঠেছে এই অনিন্দ্য সুন্দর উপস্থাপনায়।
    জীবন্ত ছবি সব,ঘরে থেকেও মনে হয় আপনার সাথে আমিও ঘুরে বেড়াচ্ছি।যাকে বলে জীবন্ত প্রতিচ্ছবি!!

    • @sanatdutta5698
      @sanatdutta5698 5 років тому

      Thanks sister for your description regarding Sagardari Dutta Bari..

  • @mdanowarulhaque382
    @mdanowarulhaque382 4 роки тому +3

    ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রান্জল উপস্থাপনা,শক্তিশালী ক্যামেরার নিপুন ক্যাপচার।দেশ সেরা শুদ্ধ উচ্চারণের ভ্রমন পর্যটক, আমি গুণমুগ্ধ। মাইকেল আমাদের মানসপটে উজ্জ্বল হয়ে থাকবে আজীবন।সৈয়দ ওয়ালিউল্লার উপর একটি ডকুমেন্টারি করুন প্লীজ।

  • @Sxkib01
    @Sxkib01 5 років тому +1

    আপনাদের সুন্দর উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। আপনাদের কারণে মহাকবির বাড়িটি দেখতে পারলাম। ভালবাসা নিরন্তর

  • @mrittunjoyroy7777
    @mrittunjoyroy7777 3 місяці тому

    অসাধারণ উপস্থাপনা আপনার আপু,খুবই ভালো লাগে আপনাদের প্রতিবেদন গুলো,বলে বুঝাতে পারবো না গ্রাম বাংলার এমন মনমুগ্ধকর দৃশ্য দেখে প্রাণ জুরিয়ে যায়,তার সাথে আপনাদের মিউজিক গুলো, আহ: মনের গভীরে কি যেন এক ছুয়ে যায়,❤❤❤

  • @krishnendusikder1272
    @krishnendusikder1272 5 років тому +1

    আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে.... ভিডিওগ্রাফি গুলো চমৎকার.... আরও ভালো ভালো দর্শনীয় স্থান এর ভিডিও পোস্ট করবেন....
    আনেক শুভেচ্ছা নেবেন দিদি....
    আপনার পশ্চিমবঙ্গের দর্শক 🙏🙏🙏

  • @sudipmukherjee8941
    @sudipmukherjee8941 5 років тому +65

    ধর্মের চক্করে পড়ারআগে , দ্বিখণ্ডিত ছিলোনা বঙ্গভূমি তা আবারও স্মরণ করানোর জন্য ধন্যবাদ।
    সুদীপ মুখার্জী, এপার বাংলা।।

    • @sheikhpervaiz2810
      @sheikhpervaiz2810 5 років тому +8

      Aamee ekjon Obangalee, kintoo Bangla bhasha aar Bangalar matee kay Onek bhalobashee, karon amaar jonmo banglar matee tay, bortoman( Bangladesh) uttor bongo; aepar bangla aar oipar bangla, amaar mohabbat doee banglar jonnay eksoman, Banglar matee ebong Bangalee jatee, Zindabad !!.

    • @hasannurnobi5963
      @hasannurnobi5963 5 років тому

      Thanks for your valuable message.

    • @mdzunayed630
      @mdzunayed630 4 роки тому

      @@sheikhpervaiz2810 keno cole gelen ai jonmo bomir maya tag kore?

  • @ShahidulIslam-tm4yw
    @ShahidulIslam-tm4yw 4 роки тому +1

    অসাধারণ বাচনভঙ্গি। আরো বেশি ভিডিও চাই ।thanks a lot

  • @nirmalyaneogi3165
    @nirmalyaneogi3165 4 роки тому +1

    খুব ভালো লাগলো

  • @jahirulislam4406
    @jahirulislam4406 5 років тому +30

    আপনার ভিডিওগুলা দেখলে দেশের কথা বেশি মনে পরে যায়,
    সৌদিআরব থেকে সব সময় দেখি

  • @nisithghosh8507
    @nisithghosh8507 5 років тому +18

    অসাধারন Video হয়েছে, কিন্তু এইসব Channel এর Subscriber কম।

  • @nasminbarbhuiya716
    @nasminbarbhuiya716 2 роки тому

    Thnk u for this video ,moner ontostol theke janai osonko donnobad 🙏

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 5 років тому +37

    ১৯৭২ সালে যখন মধুসূদনের বাড়ির রক্ষনাবেক্ষন যখন বাংলাদেশ সরকার তুলে নিলেন কবির জন্মদিনে। আমি তখন ক্লাস টেন এ পড়ি. ঝিকরগাছা থেকে বাস যোগে আমাদের স্কুল(M.L High School) আর শহরের লোকজন আর কয়েকটি বাস নিয়ে আমরা সাগরদাঁড়ি যায়। প্রধান অথিতি সম্ভবত ডক্টর কামাল হোসেন(probably) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছাড়া বাংলাদেশের অনেকে ধন্য গণ্য ব্যক্তিরা গিয়েছিলোওই অনুষ্ঠানে। বনভোজের পর আমাদের স্কুলের গাড়ি নিয়ে সন্ধ্যার আগেই ফিরে আসি. রাত্রে ঝড় বৃষ্টিতে সব লন্ড ভন্ড হয়েছিল, অনেকেই শেষ রাত্রে বা পরের দিন বাড়ি ফেরে। তখন ওই জায়গাটা তত ভালো ছিলোনা। সবকিছুই ছিল জরাজীর্ণের মতো. মনে আছে নদীর ধরে গিয়ে শ্বেতপাথরে বাধা কপতাক্ষ নদ কবিতাটা পড়লাম, যদিও স্কুলে পড়াকালীন আমার মুখস্ত ছিল. এখনো মনে আছে ৪৫-৪৬ বছর পর. এর পর আর যাওয়া হয়নি দেশে না থাকার কারণে। যশোর জেলা বাংলাদেশের একটা খুব সুন্দর এলাকা আর এখানকার মানুষগুলো অন্য জেলার লোকজনের থেকে অনেক ভালো ও সভ্য ছিলো। এখন দেশটি চোরচোট্টাতে বদমাশ আর প্রতিক্রিয়াশীল, প্রগতিবিরোধী লোকে ভরা. বিল্ডিংগুলো দেখে মনে হলো টাকা ঠিকই বরাদ্দ হয় এগুলো রক্ষনাবেক্ষনের জন্য, কিন্তু সস্তা মাল দিয়ে white ওয়াশ করে কনটাক্টররা সব পকেটে ভরে। দেশের উন্নতি কোত্থেকে হবে? চোরডাকাতে ভরা. বাংলাদেশী নেতারা অনেকেই বিদেশে ছিলেন বা শপিং বা চুরির ডলার রাখতে বিদেশ যান, কিন্তু বিদেশীরা কিভাবে দেশটাকে সাজিয়ে রাখে সেটা তাদের মাথায় নেই. একই চিন্তা মারবো ধরবো খাবো। বেশি দূরে না থাইল্যান্ড, তারা ঐতিহাসিক জায়গাগুলো কি সুন্দর করে রক্ষনাবেক্ষন আর সাজিয়ে রেখেছে না দেখলে বিশ্বাস হবেনা।

  • @samirraha4530
    @samirraha4530 4 роки тому +1

    ভালো লাগলো। কোথায় যেন হারিয়ে গেলাম।

  • @kanailalmukherjee9235
    @kanailalmukherjee9235 4 роки тому

    Apurbo. Khub valo laglo.thanks.

  • @quazi.shahin
    @quazi.shahin 5 років тому +3

    অসাধারন এক ইতিহাস এর উপস্থাপ। ধন্যবাদ বন্ধু

  • @prabirkumarroy4691
    @prabirkumarroy4691 4 роки тому +2

    Lot of Thanks for highlighting unknown Features of Maha kabi Micheal Madhusudan . From Bharat .

  • @alamin-xm1fi
    @alamin-xm1fi 5 років тому

    অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক দরকারি কিছু তথ্য জানানো হয়েছে আজ বৃহস্পতিবার রাতে।

  • @farukahamed6700
    @farukahamed6700 4 роки тому

    খুব ভালো উপস্থাপনা আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখানোর জন্য

  • @pinkimukherjee7156
    @pinkimukherjee7156 5 років тому +4

    ভিশন সুন্দর লাগল

  • @sheikhzahid9574
    @sheikhzahid9574 5 років тому +11

    Love from PAKISTAN ❤️♥️❤️💞

  • @rahmanmoti
    @rahmanmoti 2 роки тому +2

    মধুকবির বাড়ি দেখার জন্য হলেও যশোর যাবো।

  • @MdMasud-or5do
    @MdMasud-or5do 5 років тому +3

    অনেক অনেক অনেক সুন্দর এবং ভাল লাগা কাজ করলো।

  • @amba1974
    @amba1974 5 років тому +1

    Asadharan video. Kopotakhma nad ami dekhechhi 1971 e. Apni sundar balen. Upasthapana sahajsundar. Utpal chaudhuri

  • @mujib0296
    @mujib0296 5 років тому +29

    কালজয়ী কবির জন্য শ্রদ্ধা

  • @ranuandmaacookingshow
    @ranuandmaacookingshow 4 роки тому +2

    Amazing 🙌
    India theke bhalobasa pathalam.

  • @samirmajumder7437
    @samirmajumder7437 5 років тому +2

    অজস্র ধন্যবাদ, এত সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ বাংলাদেশ সরকারেরও প্রাপ্য এত সুন্দর ভাবে রক্ষনাবেক্ষনের জন্য।

  • @peaceheart7
    @peaceheart7 5 років тому +8

    Didi amazing..I saw your each and every episode..
    Really awsome

  • @malaykumarnandi1145
    @malaykumarnandi1145 4 роки тому

    Excellent presentation & collection. Bande bharat.

  • @redgaming4968
    @redgaming4968 4 роки тому +1

    Khub sundor presentation.

  • @md.aktaruzzaman7995
    @md.aktaruzzaman7995 5 років тому +14

    এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে কারণ আমার নিজ উপজেলা কেশবপুর

  • @abhijitkumarsarkar3850
    @abhijitkumarsarkar3850 3 роки тому

    খুব সুন্দর ভিডিও । সুন্দর উপস্থাপনা।

  • @bimaltaraphdar2001
    @bimaltaraphdar2001 5 років тому

    সুন্দর উপস্থাপনা , স্মৃতিমেদুর উপলব্ধি। খুব ভালো লাগলো, ধন্যবাদ।

  • @susitaldatta8230
    @susitaldatta8230 4 роки тому +2

    Beautiful presentation and orientation of the Great poet Michael Madhusudan Datta and his life and livelihood.... Amazing.

  • @santoshsarkar55
    @santoshsarkar55 4 роки тому +1

    Very Beautiful Video. Your presentation is excellent. Thanks.

  • @ranamiah4200
    @ranamiah4200 5 років тому +6

    আমি ইংল্যান্ড থেকে দেখছি আমেরিকা কেনেডা আর ও অনেক দেশ ঘুরেছি কিন্তু আমার বাংলাদেশের মত দেশ আর কোথাও নেই

  • @pankajpaul1492
    @pankajpaul1492 5 років тому +2

    Okhane gie dekhar sujog pabona but jar jannya video ti dekhte pelam take hajar bar thanks.

  • @bikramjitmanna5710
    @bikramjitmanna5710 4 роки тому +1

    মধুসূদনের পূর্ব বাংলায় জন্মভীটে দেখে ভালই লাগল ।
    হয়তো কোনোদিন বাংলাদেশ যাব কিনা জানিনা ।
    কিন্তু ইউ টিউবের কল্যানে দেখা হয়ে গেল । এ যেন দুধের স্বাদ ঘোলে মেটান ।
    ধন্যবাদ ।

  • @chida259
    @chida259 5 років тому +15

    I am from Bangalore and like such films depicting places and lives of great people. But there is language problem. We understand very little or nothing. Therefore, request the filmmakers to include English or Hindu translations and subtitles for the spoken words. More and more people would like to see such films, which are highly informative about cultures of different regions.

    • @suprabhatmajee9186
      @suprabhatmajee9186 Рік тому +1

      Statements for M Madhusudan Dutt in WB In Calcutta Jadughar

  • @AkashSarker-z4g
    @AkashSarker-z4g Рік тому

    আপনার উপস্থাপনা আমার অনেক ভাল লাগে।

  • @abuhasan3287
    @abuhasan3287 4 роки тому

    আপনাদের ducumentary গুলো খুব সুন্দর।

  • @mahadevdutta9637
    @mahadevdutta9637 5 років тому +2

    আমি ভারত থেকে বলছি। খুবই সুন্দর উপস্থাপনা। Madam আপনাকে অনুরোধ করছি যে এই ধরনের নতুন নতুন ভিডিও প্রকাশ করতে।

  • @sovonsanyal2240
    @sovonsanyal2240 Рік тому

    You have done a wonderful presentation. It touched my heart. Thank you.

  • @satyamebajoyate6606
    @satyamebajoyate6606 5 років тому +7

    "..তবে যদি দয়া করো,ভুল দোষ, গুণ ধরো,অমর করিয়া বর দেহদাসে সুবরদে,ফুটি যেনো স্মৃতিজলে মানসে মা যথা ফলে,মধুময় তামরস,কি বসন্তে কিবা শরদে!"

  • @MdSonyKhan
    @MdSonyKhan 5 років тому

    2017 সালে একবার যাওয়ার সুযোগ হয়েছিল, তাও প্রায় ২৫০ কিমি বাইক চালিয়ে!!!! সময়ের বিবর্তনে কপোতাক্ষ প্রায় মৃত হলেও কবির বাড়ি, ঘর, পুকুর সহ অন্যান্য সব কিছু অাগের মতোই অাছে। ধন্যবাদ স্মৃতি রোমান্থন করানোর জন্য।

  • @mdanoar6645
    @mdanoar6645 3 роки тому

    Onek sundor hoyese video ta

  • @menajulislam1831
    @menajulislam1831 4 роки тому +1

    গ্রামের অপরূপ দৃশ্য দেখে আমার দেশের কথা মনে পড়ে গেল বিশেষ করে বাশির সুর আরো খুব সুন্দর লাগে

  • @mamumaharaj700
    @mamumaharaj700 5 років тому +1

    মালিহা দিদি আমি কিছু বলবো না, এক-আধজন বিরুদ্ধে বলেছে তাদের বাদ দিয়ে সকলকেই ধন্যবাদ দেই যারা আপনার প্রশংসা করেছেন।

  • @akulhossen1913
    @akulhossen1913 5 років тому

    বাংলাদেশ এত সুন্দর তা আগে জানতাম না।আপনার প্রতিবেদনে বাংলার রূপ দেখতে পেলাম।জানলাম আমার বাংলাদেশ কত সুন্দর।

  • @রাহুলইসলাম-ম২ঞ

    বই পড়ছি দেখি নাই কিছুই , অনেক ভালো লাগলো

  • @tahsinkabir0
    @tahsinkabir0 5 років тому +2

    দারুন। দেখলে মন ভরে যায়।

  • @khairulangsha4971
    @khairulangsha4971 5 років тому +1

    অত্যান্ত আনন্দিত হইলাম।ধন্যবাদ।

  • @suprabhatmajee9186
    @suprabhatmajee9186 Рік тому +1

    Respected old Famous poet Michal Madhu Sudan Dutt Asansol HPCollegeRd

  • @shyamalmondal7022
    @shyamalmondal7022 2 роки тому

    Just awesome and thinking why I was unable to find out this beautiful presentation earlier . At the time of our student life we read Madhusudan as a part of our lesson. Again and again thanking you madam for excellent presentation and also would like to thank Bangladesh Govt. for well maintenance of this historical birth place of our beloved DUTTAKABI.

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 Рік тому

    খুব ভালো লাগলো । প্রণাম ।

  • @saikotbabu5507
    @saikotbabu5507 2 роки тому

    অনেক ভাল লাগলো ভিডিও টি।

  • @animeshdutta3534
    @animeshdutta3534 4 роки тому +4

    মালিহা তোমায় ধ‌্যন‌্যবাদ। বলতে লজ্জা লাগছে তবুও বলি আমি জানতামইনা যে মধুসূধন দত্ত দের আদি নিবাস ছিলো বালিতে যা আমার বাড়ি থেকে যেতে তিরিশ মিনিট ও লাগে না।

  • @karimganjbengoli7368
    @karimganjbengoli7368 5 років тому +5

    I'm a Indian Sylheti Bengali from Assam. আমি ছোটো বেলায় উনার অনেক কবিতা পড়েছি

  • @debabratamondal8515
    @debabratamondal8515 3 роки тому

    সত্যি দেশটা যদি ভাগ না হতো তো কত ভালো হতো।আপনার উপস্থাপনা সুন্দর।

  • @monirhossan5678
    @monirhossan5678 5 років тому +1

    রূপসী বাংলার রুপ দেখি আর অজানা তথ্য জানতে পারি আপনার ভিডিওর মাধ্যমে শুভকামনা রহিল সবার জন্য 💙💚💛🧡❤💜