চমৎকার লাগলো সুমন ভাই। রূপলাল হাউজের মত পুরান ঢাকার এরকম শত শত চমৎকার সব স্থাপনার বোবা কান্না যেনো কর্তৃপক্ষ দেখতে পায়, শুনতে পায় এবং যথাযথ ব্যবস্থা নেয় সে আশায় বুক বাঁধাই যায়। শুভকামনা।।।
রুপলাল হাউজ এবং এর ইতিহাস ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সরকারের উচিত এই সব হেরিটেজ রক্ষা এবং দর্শনার্থীদের জন্য আর্কশনীয় করে রাখা।
আল্লাহ আপনার ভালো করুক স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখছি যার ফলে আমার মধ্যে বাংলার ইতিহাস ঐতিহ্য ও পুরান স্থাপত্যশৈলীর প্রতি আগ্রহ-উদ্দীপনা বেড়ে যায়
Tomar sab vedio dekhi avibhuto hoi jai amader bari bangladesher dinajpurechhilo tumi jadi akbarjogendro nath chakraborty er baridekhate paro khub bhalo hoi anek dua thaklo india thek bolchi jabab pele bhalo lagto tb
@@adrifrahman7670 Renamed as Vested Property Act Though renamed as the Vested Property Act in 1974, the law still retains the fundamental ability to deprive a Bangladeshi citizen of property simply by declaration of that person as an enemy of the state. Leaving the country through abandonment is cited as the most common reason for this, and it is frequently the case that Hindu families who have one or several members leaving the country (due to religious atrocities against Hindus, and economic as well as political reasons) have their entire property confiscated due to labeling as enemy
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপ লাল হাউস এর মতো এমন ঐতিহাসিক স্থাপনার উপর ভিডিও বানানোর জন্য। আমার বড় আব্বা (নানীর বাবা) রূপ লাল হাউসে চাকরি করেছেন বৃটিশ আমলে। আমার নানীরা ৩ বোন সহ পরিবার নিয়ে ৩ বছর রূপ লাল হাউসে থেকেছেন। আমার নানী আমাকে তার ছোট বেলার স্মৃতি বলেছেন। তিনি এখনও বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ। যখন শুনেছিলাম তখন অনেক ছোট ছিলাম। রূপ লাল হাউসের গুরুত্ব কিছুই জানতাম না। আপনার এই ভিডিও তে জানলাম তিনি কত বড় ঐতিহাসিক স্থাপনার স্মৃতি বুকে জড়িয়ে আছেন।
Kata barar dolar jonno hindu ra sobai Bangladesh chara India ta chola asacha including my family amadar o onak Boro bari chilo grand father er mukha sunachi Muslim 😡😡😡
এই রুপলাল হাউজের প্রত্যেকটি কোনার সাথে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি। আপনার ভিডিও দেখে শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। একটু ইমোশনাল হয়ে গেছি 🥺🥺।অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবেই এগিয়ে যান।
আমি ভারতের প ব এর বাঁকুড়া থেকে বসে দেখি, সুমনের সুন্দর সুন্দর ভিডিও।কি সুন্দর বর্ননা দিয়ে সবকিছু গুছিয়ে দেখায়,মুগ্ধ হয়ে অপলক দৃষ্টি তে চেয়ে থাকি,খুব বেড়াতে যেতে ইচ্ছে হয়,আমি জানি তা সম্ভব নয়,। তাই সুমনের চোখ দিয়ে আশা মেটাই।ভালো থেকে সুমন।
ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আপনার প্রতিবেদন গুলো বরাবরের মতোই অভূতপূর্ব। এক কথায় এই ভিডিও গুলোর কোন জবাব নাই। অসাধারণ সুমন ভাই চোখে লেগে থাকার মতো। ভালো থাকবেন।
@@saibalbhowmick9805 এটা ঢাকার সবচাইতে পুরতন এলাকা।যার নাম পুরান ঢাকা। আর ঢাকা সুধু ৪০০ বছর আগেই মোঘলদের আমলে রাজধানী ছিল।ঢাকা অনেক পুরাতন শহর। ঢাকার নতুন অংশ অনেক ভাল।আপনি ইউ টিউবে গুলশান,বনানী,উত্তরা,বারিধারা,ধানমন্ডি এর ভিডিও দেখতে পারেন।
মুগ্ধ হয়ে দেখলাম এই অনন্য ঐতিহ্যময় অট্টালিকা, রুপলাল হাউস! দেখার সময় এক গভীর ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। সুমন ভাইয়ের এতো সু্ন্দর উপাস্থপনা শুনে অনুভব হচ্ছিল সেই দু'শ বছর আগে চলে এসেছি।
আমার খুব ভালোলাগে পুরনো বাড়ি ।। দেখে চোখ জুড়িয়ে যাই মনে হয় যেন ঠিক সেই সময় এ কতই না সুন্দর ছিলো মনে হয় যেন চলে যাই সেই সময় এ আর উপোভোগ করি সেই সময় গুলো ।। কষ্ট হয় এগুলোর অবস্থা দেখলে ।।।ছুটে চলে যেতে ইচ্ছা হয় ।।
দখলদারিত্ব আর অবহেলা বাঙালির অনেক ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। সরকারি আধিকারিকরা একটু দায়িত্বশীল হলে এরকম অনেক ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর ভবন দেখানোর জন্য।
অভূতপূর্ব ও তথ্যবহুল উপস্থাপনা প্রতিবেদনটাকে জীবন্ত রুপ দান করেছে। সময়কে ফাঁকি দিয়ে দর্শককে ধরে রাখার মত একটি প্রতিবেদন যেখানে ভবনটির নীরব কান্না ঐতিহ্য সংরক্ষণের জোর দাবি জানায়। ইতিহাস ও ঐতিহ্য মূল্যায়নে আপনার প্রতিবেদনটি আমার খুব ভাল লেগেছে। আপনার পথচলা সুগম হউক। ভালবাসা নিরন্তর সুমন ভাই।
@@SalahuddinSumon Is it possible to create social awareness or movement so that the government spends money to renovate it? This kind of buildings must be protected for our future generation.
রুপলাল হাউস দেখে আমি মুগ্ধ, একসময় কতই না জমজমাট এবং জাঁকজমকপূর্ণ ছিল এই Rooplal House কিন্তু আজ তার করুণ অবস্থা দেখে মনটা খুবই ভেঙে পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই videoটা আমাদের মাঝে share করার জন্য।
ভাইয়া,, মানুষ ঘুরতে গিয়ে বিভিন্ন যায়গায় ময়লা ফেলে আসে, পরিবেশ যা তে সুন্দর রাখে সে কথা আপনি ভিডিও তে বলবেন প্লিজ, দেশ আমাদের, সুন্দর রাখার দায়িত্ব ও আমাদের ❣️❣️❣️
I am from Kolkata. I regularly follow your Vlog. Really great effort. We are originally from present Bangladesh. My father and others shifted to India for education and job. My forefathers were from Mymensing. I really enjoy the subject and effort made by you. May god bless you and keep on making much more interesting video.
Not only interesting but historical also. The style of delivery is attractive as well as interestng. Keep it up mr suman. We are eagerly waiting for your next video .
😂I stayed in Ruplal House from 1960 to 1962. as my father was an official in Indian Embassy . It was a great experience in my life ad I used to observe boat race and many many other interesting happenings at that time.
অপূর্ব এক অট্টালিকা❤️ ঢাকা যাবার ও দেখার ইচ্ছা অনেক দিনের যদি কোনো দিন সুযোগ হয় নিশ্চয়ই গিয়ে দেখে আসবো।। তবে এত দূরে বসে কতো সুন্দর দৃশ্য দেখতে পাই আপনার জন্য ধন্যবাদ ভাই। Love from India ❤️❤️
কেমন যেন একটা মোহ কাজ করে শহরটায় আমারই এমন লাগে নাকি যানি না।🙄 আসবেন দিদি এখন ঢাকা যেই দ্রুত হারে পরিকল্পনায় আনার কাজ চলছে রাতে যা দেখে ঘুমাই সকালে নাই। ৫ বছর পর ওই আবেগ টা নাও পেতে পারেন। পূরান বড় বড় বিল্ডিং এর সারি দিয়ে তৈরী আধা,এক কিলো দেড়,দুই ফুটের চিকন রাস্তা গুলো না দেখতে পারলে ঢাকা আর কই দেখলেন।😔আর গলি গুলোতে বিল্ডিং এর ছায়া আর দুপাশেই ঘর পূরনো জানলা। ইসস!! আমার ঢাকা😰😰 কিন্তু ওগুলো আর বেশিদিন থাকবে না।😖
ধন্যবাদ আপনাকে সুমন ভাই রূপলাল হাউজের ভিডিও উপহার দেওয়ার জন্য কাজের ব্যস্ততায় যাওয়া হয় না আপনার সব গুলো ভিডিও মনমুগ্ধ কর আগামীর আরও সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় চালিয়ে যান
দাদা সময় পেলে একদিন ঢাকা দোহার নবাবগঙ্ঞ এর কলাকোপা গ্রামে যাবেন । ওখানে খেলারামদার বাড়ী আছে । তার অনেক কাহিনি আছে । তা দিয়ে একটা বিডিও বানাবেন । আর ভালো থাকবেন ।
Thank you so much.without you we couldn’t see all those beautiful places.Government should save all those beautiful places.thanks again stay safe.wait for your next video.
সালাউদ্দিন ভাইকে নমস্কার জানাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাঙালির জাতিগত ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের দুই ধর্মের মানুষের বর্তায়, এবং আমাদের ইতিহাস এক ও অভিন্ন, সেটা ধর্ম দিয়ে আলাদা করার চেষ্টা বাতুলতা। 'বাঙালির ' মূল্য বান সংস্কৃতিকে, ইতিহাসের কবর খুঁড়ে বের করে আনার কাজে আপনি ব্রতী রয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে। ❤🙏
আপনার আরও কিছু ভিডিও আমি দেখেছি,,,, অসাধারণ মৌখিক বর্ণনা সাথে এরকম স্থাপনা সমুহের বিস্তারিত বিষয়াদি তুলে আনার জন্য ধন্যবাদ।।। সত্যি,,,, কত মায়ায় তৈরী করা এই বাড়িটি রুপলাল দাস ব্যবহার করেছেন,,,আর কি অবস্থায় পড়ে আছে।। এ রকম কর্মকাণ্ডের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, ভবিষ্যতে আরও এমন আশা করছি।।
It’s a historical master piece. I felt this house must go under bangladesh heritage scheme. A restricted place must under go restoration and beautification. I felt its ambience and beauty would improve further if all shops are removed from buriganga river side . Concerned dept of govt officials are requested to take necessary action. It could be a very good tourist destination. Special thanks to media and the journalist for making such a wonderful news.
রুপলাল হাউস দৈনিক দেখা হয়।আজ আপনার বদলৌতে এর ইতিহাস জানতে পারলাম।পুরাকৃত্তি দেখার ও জানার অনেক পিপাসা যা আপনার মাধ্যম মেটে। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। ❤️❤️❤️
"Jamall House" ❤ my home. Felt extremely disappointed to see the worn out condition . The house was bought by my grandfather Mohammad Sidick Jamall and his brother Ibrahim Sidick Jamall.
চমৎকার লাগলো সুমন ভাই। রূপলাল হাউজের মত পুরান ঢাকার এরকম শত শত চমৎকার সব স্থাপনার বোবা কান্না যেনো কর্তৃপক্ষ দেখতে পায়, শুনতে পায় এবং যথাযথ ব্যবস্থা নেয় সে আশায় বুক বাঁধাই যায়। শুভকামনা।।।
(
চমৎকার
রুপলাল হাউজ এবং এর ইতিহাস ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সরকারের উচিত এই সব হেরিটেজ রক্ষা এবং দর্শনার্থীদের জন্য আর্কশনীয় করে রাখা।
আল্লাহ আপনার ভালো করুক স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখছি যার ফলে আমার মধ্যে বাংলার ইতিহাস ঐতিহ্য ও পুরান স্থাপত্যশৈলীর প্রতি আগ্রহ-উদ্দীপনা বেড়ে যায়
Tomar sab vedio dekhi avibhuto hoi jai amader bari bangladesher dinajpurechhilo tumi jadi akbarjogendro nath chakraborty er baridekhate paro khub bhalo hoi anek dua thaklo india thek bolchi jabab pele bhalo lagto tb
আহা! অন্য দেশের প্রত্নতত্ত্ব আর আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে কত পার্থক্য। ভাবলেই চোখে পানি এসে যায়।
L
@@shantikhan7612?
বরাবরের মতই প্রাণ কাড়া উপস্থাপনা আর চোখ কাড়া অপূর্ব ভিডিও !
জানা হলো আরও একটি ইতিহাস ।
অজস্র ধন্যবাদ সুমন ভাই ।
রূপলালবাবুর বংশের কেউ এখনো কেউ বেঁচে আছে ? সুমনবাবু ইতিহাসের এক দারুণ অধ্যায় আমাদের উপহার দিলেন । অসংখ্য ধন্যবাদ ।
Yes achhe.Kolkatay ,Mumbai,Bangalore,Britain r USA te
Amit Ray bhai unara ei jayga dhokhol kore na ei bari toh unader purbo purus der
@@adrifrahman7670 Renamed as Vested Property Act
Though renamed as the Vested Property Act in 1974, the law still retains the fundamental ability to deprive a Bangladeshi citizen of property simply by declaration of that person as an enemy of the state. Leaving the country through abandonment is cited as the most common reason for this, and it is frequently the case that Hindu families who have one or several members leaving the country (due to religious atrocities against Hindus, and economic as well as political reasons) have their entire property confiscated due to labeling as enemy
Matro Polasher juddher kahini dekhe aslam, keu bissash korbe na ami kedechi
কোতায় আছে তার বংশধর
অপূর্ব সুন্দর রূপলাল হাউস। দেখে আনন্দ পেলাম। তার সঙ্গে সুমনের অপূর্ব উপস্থাপনা।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপ লাল হাউস এর মতো এমন ঐতিহাসিক স্থাপনার উপর ভিডিও বানানোর জন্য। আমার বড় আব্বা (নানীর বাবা) রূপ লাল হাউসে চাকরি করেছেন বৃটিশ আমলে। আমার নানীরা ৩ বোন সহ পরিবার নিয়ে ৩ বছর রূপ লাল হাউসে থেকেছেন। আমার নানী আমাকে তার ছোট বেলার স্মৃতি বলেছেন। তিনি এখনও বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ। যখন শুনেছিলাম তখন অনেক ছোট ছিলাম। রূপ লাল হাউসের গুরুত্ব কিছুই জানতাম না। আপনার এই ভিডিও তে জানলাম তিনি কত বড় ঐতিহাসিক স্থাপনার স্মৃতি বুকে জড়িয়ে আছেন।
আপনার প্রত্যেকটি ভিডিও মনমুগ্দ কর হয়।আপনার মাধ্যমে বাংলার প্রাচীন নিদশন দেখতে পারি।তাই আপনাকে জানাই অসংখ ধন্যবাদ।
আমি যতবার এমন কোন পুরাতন প্রাসাদে যাই, ঠিক এই কথা গুলাই মনে মনে ভাবি। কত মানুষ আর ঐতিহ্য ছিল। এখন নেই।
Manush chirodin thakena Mohan Allah Subhanatala amader Emaner shate mirittu dan koren Ameen ya Rabbal Alameen
Kata barar dolar jonno hindu ra sobai Bangladesh chara India ta chola asacha including my family amadar o onak Boro bari chilo grand father er mukha sunachi Muslim 😡😡😡
এই রুপলাল হাউজের প্রত্যেকটি কোনার সাথে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি। আপনার ভিডিও দেখে শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। একটু ইমোশনাল হয়ে গেছি 🥺🥺।অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবেই এগিয়ে যান।
সিরিয়াসলি? ওখানে কি করতেন?
ফরাসগঞ্জের ঠিক কোন জায়গায়? রোড নম্বর কত?
@@roksa111000 google a search dia dakhta paren. Ami sothik bolta parcina
@@roksa111000 11 no forashganj road Dhaka 1100
সুমন ভাই আমি আপনার ভিডিও প্রায়শই দেখি। আমি পশ্চিমবঙ্গের আসানসোলে থাকি। দারুণ আপনি চালিয়ে যান আরও ভালো ভালো ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
vai ami puruliar
আমাদের দেশে এরকম অনেক ঐতিহ্যমন্ডিত স্থাপনা আছে। সরকারের নিকট আবেদন জানাচ্ছি যে এইসব ঐতিহ্য গুলো ধরে রাখুন নিজেদের ইতিহাস ও ভবিষ্যত প্রজন্মের জন্য
এই সব ঐতিহ্য ধরে রাখার সময় নেই আওয়ামিলীগ সরকারের। তার শুধু শেখ মুজিবের স্মৃতি সংরক্ষণ দরকার।
আপনার দুই সঙ্গী কে অনেক ধন্যবাদ ভাইয়া 😍 রুপলাল হাউজ কথা প্রথম দেখলাম ❤❤❤❤
এত সুন্দর রূপ লাল হাউস খুবই ভালো লাগলো,, এটা কে সরকারের অধীনে রাখার দরকার🌹🌹🌹
আমি ভারতের প ব এর বাঁকুড়া থেকে বসে দেখি, সুমনের সুন্দর সুন্দর ভিডিও।কি সুন্দর বর্ননা দিয়ে সবকিছু গুছিয়ে দেখায়,মুগ্ধ হয়ে অপলক দৃষ্টি তে চেয়ে থাকি,খুব বেড়াতে যেতে ইচ্ছে হয়,আমি জানি তা সম্ভব নয়,। তাই সুমনের চোখ দিয়ে আশা মেটাই।ভালো থেকে সুমন।
চমৎকার ভিডিও ভাই দুআ রইল আপনার জন্য এগিয়ে যান ইউটিউবে
ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আপনার প্রতিবেদন গুলো বরাবরের মতোই অভূতপূর্ব। এক কথায় এই ভিডিও গুলোর কোন জবাব নাই। অসাধারণ সুমন ভাই চোখে লেগে থাকার মতো। ভালো থাকবেন।
অনতিবিলম্বে এই ভবনটি সংস্কার করা হোক এবং তা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।
সমুন বাবা ভাল আছেন আপনে সানতাহার বরোআখিরা যতিন মনডল এর জমি দরি তুলে ধরবেন আমি মোসতাকিম বর আখিরা সানতাহার বগুরা।
Vai salam niben.sonoskar korte dile roter jaigate bas dia jototok ase saitao ses hoye jabe
Lpp0pp0p
Otar r kichhu nei - repair hobe na bhai - dhaka eto nongra keno dada ?
@@saibalbhowmick9805 এটা ঢাকার সবচাইতে পুরতন এলাকা।যার নাম পুরান ঢাকা।
আর ঢাকা সুধু ৪০০ বছর আগেই মোঘলদের আমলে রাজধানী ছিল।ঢাকা অনেক পুরাতন শহর।
ঢাকার নতুন অংশ অনেক ভাল।আপনি ইউ টিউবে গুলশান,বনানী,উত্তরা,বারিধারা,ধানমন্ডি এর ভিডিও দেখতে পারেন।
মুগ্ধ হয়ে দেখলাম এই অনন্য ঐতিহ্যময় অট্টালিকা, রুপলাল হাউস!
দেখার সময় এক গভীর ভাবনায় হারিয়ে গিয়েছিলাম।
সুমন ভাইয়ের এতো সু্ন্দর উপাস্থপনা শুনে অনুভব হচ্ছিল সেই দু'শ বছর আগে চলে এসেছি।
আমার খুব ভালোলাগে পুরনো বাড়ি ।। দেখে চোখ জুড়িয়ে যাই মনে হয় যেন ঠিক সেই সময় এ কতই না সুন্দর ছিলো মনে হয় যেন চলে যাই সেই সময় এ আর উপোভোগ করি সেই সময় গুলো ।। কষ্ট হয় এগুলোর অবস্থা দেখলে ।।।ছুটে চলে যেতে ইচ্ছা হয় ।।
আপনার একজন গুনমুগ্ধ দর্শক। একাধারে যেমন উপস্থাপনার জবাব নেই, তেমন ই অন্যদিকে দুরন্ত পরিবেশনা। ধন্যবাদ।
Q
11qqqq1
দখলদারিত্ব আর অবহেলা বাঙালির অনেক ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। সরকারি আধিকারিকরা একটু দায়িত্বশীল হলে এরকম অনেক ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর ভবন দেখানোর জন্য।
সুমন ভাই এই ভবনটির ছবি ও আমার মোবাইল ফোনে আছে। এই ভবনের পিলার মত আমার ঘরের পিলার ও কিছুটা নকশা করেছি। আল্লাহর দোয়াতে।
🙂
প্রান প্রিয় ভাই অনেক দিন পর একটু ইতিহাস জানানোর জন্য।
হৃদয় নিঙড়ানো ধন্যবাদ জানাচ্ছি।
খুব ভালো লাগলো আর ভিডিও করে ভালোই করেছেন কারণ কোনো দিন যদি জমি হাঙ্গরদের হাতে চলে যায় তাহলে আর কোনো চিহ্নই পাওয়া যাবেনা
আপনার গুছানো কথা গুলো মনোমুগ্ধ করার মতো ধন্যবাদ আপনাকে
অপেক্ষায় থাকি সালাউদ্দিন ভাই আপনার ভিডিওর জন্য আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারি, ধন্যবাদ ভাই।
Thx bhai❤️
পুরনো ঐতিহ্য গুলো আপনার মাধ্যমে জানতে পারছি। 🥰😍
ভালোবাসা অবিরাম ভাইজান
ইতিহাস ও ঐতিহ্যের বহু নিদর্শন আছে বরিশালে। আশা করি খুব শীঘ্রই আপনি বরিশাল আসবেন এবং তুলে ধরবেন বরিশালের ইতিহাস ও ঐতিহ্য। বরিশালে আমন্ত্রণ রইল ভাইয়া।
😮
অভূতপূর্ব ও তথ্যবহুল উপস্থাপনা প্রতিবেদনটাকে জীবন্ত রুপ দান করেছে। সময়কে ফাঁকি দিয়ে দর্শককে ধরে রাখার মত একটি প্রতিবেদন যেখানে ভবনটির নীরব কান্না ঐতিহ্য সংরক্ষণের জোর দাবি জানায়।
ইতিহাস ও ঐতিহ্য মূল্যায়নে আপনার প্রতিবেদনটি আমার খুব ভাল লেগেছে। আপনার পথচলা সুগম হউক। ভালবাসা নিরন্তর সুমন ভাই।
আপনি না থাকলে কিছুই করতে পারতাম না দাদা। আপনার সাথে ঘুরে ঘুরে আরো কিছু কাজ করতে চাই।
@@SalahuddinSumon Is it possible to create social awareness or movement so that the government spends money to renovate it? This kind of buildings must be protected for our future generation.
Keep doing great jobs, brother. You will have an archive of the best places of our country in future In Sha Allah.
Thx. Keep me in your prayer.
রুপলাল হাউস দেখে আমি মুগ্ধ, একসময় কতই না জমজমাট এবং জাঁকজমকপূর্ণ ছিল এই Rooplal House কিন্তু আজ তার করুণ অবস্থা দেখে মনটা খুবই ভেঙে পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই videoটা আমাদের মাঝে share করার জন্য।
অসাধারণ দাদা,আপনাকে দেখে অনেক অনুপ্রানিত হই।ভালবাসা অবিরাম❤️❤️❤️
অসাধারণ উপস্থাপনা অনেক অনেক ধন্যবাদ আর সাধুবাদ জানাই, সৌভিক ভিয়েতনাম থেকে 💐🙏💞
২/১ দিন পর পর একবার দেখি নতুন ভিডিও দিয়েছেন কিনা,,,,ধন্যবাদ অসাধারণ ভিডিও উপহার দেওয়ার জন্য।
*Oshadharon akta video bhai....Vishon bhalo lagche...Aj ami ektar por ekta apnar video dekhe jachi...*
Many many thx
ভাইয়া,, মানুষ ঘুরতে গিয়ে বিভিন্ন যায়গায় ময়লা ফেলে আসে, পরিবেশ যা তে সুন্দর রাখে সে কথা আপনি ভিডিও তে বলবেন প্লিজ,
দেশ আমাদের, সুন্দর রাখার দায়িত্ব ও আমাদের ❣️❣️❣️
অসাধারন মনমুগ্ধকর ভিডীও
R8
বহু অজানা ইতিহাস আপনি খুব সুন্দর করে তুলে ধরেন। ভাল লাগে, আনন্দ পাই। আরও ইতিহাস জানার আগ্রহে অপেক্ষায় রইলাম। অনেক শুভেচ্ছা , ভালো থাকবেন।
অসাধারণ একটা ভিডিও খুব ভালো লেগেছে। আপনার সব ভিডিও আমি দেখি এবং খুব উপভোগ করি। শুভ কামনা রইলো
Pursue with archeological department to preserve this complex.
কি সুন্দর বাক্য, রুপলাল হাউজ আর বুড়িগঙা মিলেমিশে সুখদুঃখের আলাপ করে। কাব্যিকতায়ও অাপনি বেস্ট
শুধু অতিত ইতিহাস, ঐতিহ্য, এবং সংস্কৃতি নয় তাদের বংশধর যারা আছে তাদের ও প্রত্যেক ভিডিও তে দেখতে চাই
খুব ভালো লাগল আপনার এই প্রতিবেদন ।ধন্যবাদ
I am from Kolkata. I regularly follow your Vlog. Really great effort. We are originally from present Bangladesh. My father and others shifted to India for education and job. My forefathers were from Mymensing. I really enjoy the subject and effort made by you. May god bless you and keep on making much more interesting video.
Which part of mymenshing ? I am from mymenshing.
Not only interesting but historical also. The style of delivery is attractive as well as interestng. Keep it up mr suman. We are eagerly waiting for your next video .
😂I stayed in Ruplal House from 1960 to 1962. as my father was an official in Indian Embassy . It was a great experience in my life ad I used to observe boat race and many many other interesting happenings at that time.
সুমনভাই দারুন! আপনি এমনি করেই
হারিয়ে যাওয়া ইতিহাসের নিদর্শন গুলো আমাদের সামনে আনুন।
অসাধারণ তথ্যসমৃদ্ধ উপস্থাপনা👏👏
সমৃদ্ধ হয় প্রতিবার...কত অজানা,ঐতিহ্যবাহী স্থান আপনার সৌজন্যে জানা হয়...ভালো থাকুন,সার্থক হোক আপনার অসামান্য প্রয়াস👍👍
Thx didi. Valo thakben.
অপূর্ব এক অট্টালিকা❤️ ঢাকা যাবার ও দেখার ইচ্ছা অনেক দিনের যদি কোনো দিন সুযোগ হয় নিশ্চয়ই গিয়ে দেখে আসবো।। তবে এত দূরে বসে কতো সুন্দর দৃশ্য দেখতে পাই আপনার জন্য ধন্যবাদ ভাই। Love from India ❤️❤️
কেমন যেন একটা মোহ কাজ করে শহরটায় আমারই এমন লাগে নাকি যানি না।🙄
আসবেন দিদি এখন ঢাকা যেই দ্রুত হারে পরিকল্পনায় আনার কাজ চলছে রাতে যা দেখে ঘুমাই সকালে নাই।
৫ বছর পর ওই আবেগ টা নাও পেতে পারেন।
পূরান বড় বড় বিল্ডিং এর সারি দিয়ে তৈরী আধা,এক কিলো দেড়,দুই ফুটের চিকন রাস্তা গুলো না দেখতে পারলে ঢাকা আর কই দেখলেন।😔আর গলি গুলোতে বিল্ডিং এর ছায়া আর দুপাশেই ঘর পূরনো জানলা।
ইসস!! আমার ঢাকা😰😰
কিন্তু ওগুলো আর বেশিদিন থাকবে না।😖
এটা আমার এলাকার কিছু দূরেই,,এটা অনেক সুন্দর আমি মনে করি এই বাড়িটি সরকারে নজর দেওয়া উচিৎ,
বাংলা ভাষাভাষী যতো গুলি ইউটোবার আছেন সুমন ভাইয়ের টেলেন্ট অন্যরকম। সত্যি উনার অপূর্ব উপস্থাপন সবার মন ভরে যায়। দোয়া করি যুগ যুগ ধরে আপনার ভিডিও বেঁচে থাকুক মানবের মাঝে।
এ,গাফ্ফার
ইউ,কে হতে
২১/১১/২০
ভাই এর সবগুলো ভিডিও ইতিহাস সাক্ষী হয়ে থাকবে-ইনশাআল্লাহ....!!!!
ভাইয়া আপনি পুরোনো স্মৃতি গুলো মনের গভীর থেকে অনুভব করেন,আই জন্য আপনাকে এত ভালো লাগে..
প্রত্নতাত্তিক বিভাগ দায়ীত্ত নেয়ার পরেও এই অবস্থা !!
শুধু আমাদের দেশেই সম্ভব !! কান্না চলে আসল দেখে
চমৎকার লাগলো সুমন ভাই। ধন্যবাদ।
Excellent presentation like all previous videos. Please again make videos on villages, haats etc. All the best.
ধন্যবাদ আপনাকে সুমন ভাই রূপলাল হাউজের ভিডিও উপহার দেওয়ার জন্য কাজের ব্যস্ততায় যাওয়া হয় না আপনার সব গুলো ভিডিও মনমুগ্ধ কর আগামীর আরও সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় চালিয়ে যান
আপনার ভিডিও যতবারই দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই সাথে ইমোশনাল হয়ে যাই ভাইয়া
সালাউদ্দিন ভাইয়ের প্রতিটি বিডিওর মিউজিক অসাধারণ ❤
মিউজিকের আওয়াজে আরো গভীরে নিয়ে যায়,,,পুরনো ঐতিহ্যের কথা মনে পরে,,অসাধারণ সালাউদ্দিন সুমন ভাই❤❤
দাদা সময় পেলে একদিন ঢাকা দোহার নবাবগঙ্ঞ এর কলাকোপা গ্রামে যাবেন । ওখানে খেলারামদার বাড়ী আছে । তার অনেক কাহিনি আছে । তা দিয়ে একটা বিডিও বানাবেন । আর ভালো থাকবেন ।
অবশ্যই যাবো। অনেক ধন্যবাদ।
সুৃমন ভাই আপনার কল্যাণে আমরা বাংলার না জানা অনেক কিছু দেখতে পেলুম।
Thank you so much.without you we couldn’t see all those beautiful places.Government should save all those beautiful places.thanks again stay safe.wait for your next video.
সালাউদ্দিন ভাইকে নমস্কার জানাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাঙালির জাতিগত ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের দুই ধর্মের মানুষের বর্তায়, এবং আমাদের ইতিহাস এক ও অভিন্ন, সেটা ধর্ম দিয়ে আলাদা করার চেষ্টা বাতুলতা। 'বাঙালির ' মূল্য বান সংস্কৃতিকে, ইতিহাসের কবর খুঁড়ে বের করে আনার কাজে আপনি ব্রতী রয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে। ❤🙏
আগে লাইক দিলাম তারপর ভিডিও দেখবো। জানি সুমন ভাই হতাশ করবেন না।
আগরতলায় বসে আপনার ভিডিও দেখছি। ভালো লাগল আপনার অনুভূতি প্রবণ মন দিয়ে অতিতের বিশ্লেষণ । ধন্যবাদ আপনাকে ।
Onek din por tomar video pelam thanks dada.
সুমন খুব চমৎকার তথ্যজানালধন্যবাদ
ঢাকায় বেড়ানোর জায়গা খুবই কম। রূপলাল হাউসকে সংস্কার করে অনায়াসে পর্যটক আকর্ষন করা জায়। এ বিষয়ে আমাদের পর্যটন বিভাগ উদ্দোগ নেবেন কি।
আপনার আরও কিছু ভিডিও আমি দেখেছি,,,, অসাধারণ মৌখিক বর্ণনা সাথে এরকম স্থাপনা সমুহের বিস্তারিত বিষয়াদি তুলে আনার জন্য ধন্যবাদ।।। সত্যি,,,, কত মায়ায় তৈরী করা এই বাড়িটি রুপলাল দাস ব্যবহার করেছেন,,,আর কি অবস্থায় পড়ে আছে।। এ রকম কর্মকাণ্ডের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, ভবিষ্যতে আরও এমন আশা করছি।।
It’s a historical master piece. I felt this house must go under bangladesh heritage scheme. A restricted place must under go restoration and beautification. I felt its ambience and beauty would improve further if all shops are removed from buriganga river side . Concerned dept of govt officials are requested to take necessary action. It could be a very good tourist destination.
Special thanks to media and the journalist for making such a wonderful news.
অতীত এবং বতমানকে মিলীয়ে দেওয়া জন্য ধন্যবাদ।
Sadharon manus ajo janena ai barir kotha..aisob amader boi pustoke daya uchit...jate banglar etihas sohoje jana jay...thanks apnake amader samne aitar gurutto tule dhorar Jonno..chokhe Pani chole ase..jokhon dekhi Amar deser etihas aivabe nosto hoye jasse..😢😢
I am truly amazed by this historical building
Wow just wow
What a shame the government of Dacca does not want to renew and preserve it
পুরান ঢাকার শহরের ইতিহাস ঐতিহ্য আমার অনেক ভাল লাগে আমাকে অনেক টানে, আর আপনার ভিডিও গুলি দেখার পর আসলে আমি মুগ্ধ হয়।
আপোনাৰ ভিডিঅগোলি অনেক ভালো লাগে।👍👍👍
ঐতিহ্য ধ্বংসপ্রায় !!! .বর্তমান উন্নতিও একদিন ধ্বংসের কালচারে হারিয়ে যাবে !!!
সুমন ভাই, শেষ পর্যন্ত দেখার পর বুকের মধ্যে কেমন যেন খাঁখাঁ করতেছে.... 🌷
Apnar potita video mon ke shihorito kore tule....sumon vai apnar jonnu shuvo kamona...
Amazing presentation..just wow..!!
সত্যিই বিমুগ্ধকর ঐতিহাসিক এক অজানা অধ্যায় দেখলাম আপনার সাথে সাথে সুমন ভাই
Ruplal house first time dekhlam. Age boi e portam 💞💞💞
ধন্যবাদ হারিয়ে যাওয়া সৃতিগুলো তুলে দরার জন্য
এই ভবনটি সংস্কার করা হোক এবং তা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।
রুপলাল হাউস দৈনিক দেখা হয়।আজ আপনার বদলৌতে এর ইতিহাস জানতে পারলাম।পুরাকৃত্তি দেখার ও জানার অনেক পিপাসা যা আপনার মাধ্যম মেটে। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। ❤️❤️❤️
Extraordinary Presentation. Keep it Up. All the Best.
অসাধারণ পুরোনো কিছু তথ্য আমাদেরকে উপহার দিলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
Asadharon video dada, ❤️ for India ❤️🔥
খুব সুন্দর প্রতিবেদন.
"Jamall House" ❤ my home. Felt extremely disappointed to see the worn out condition . The house was bought by my grandfather Mohammad Sidick Jamall and his brother Ibrahim Sidick Jamall.
আপনারা এই হাউস ছেড়ে চলে এলেন কেন? দেখুন সেদিনের সেই রূপলাল হাউসের আজ কি দুরবস্থা!! বাংলাদেশ সরকার কী কোন কাজের ই নয়?
Are you the present owner of this house?
@@faiazmurshed6675 yes, one of the owners
@@afshanjamall4652 come n take over your asset and give the light n life of this house by furnishing and re-caring..
এতো সুন্দর উপস্থাপনা দেখে মনটা জুড়িয়ে গেলো
Dada I'm from Tripura ami tomar sob video guli deki এগিয়ে যাও
ভালো রইলো দাদা❤️
❤❤❤
ভিডিও টি হৃদয় ছুঁয়ে,,,, গেল,,,,,,,,
❤️❤️❤️
Vai onk din por abar dhakr video dekhlam..
সুমন ভাইয়া আপনার ভিডিওগুলো ভীষণ মুগ্ধ করে আমাকে ধন্যবাদ।
5:11
ভাই এই অংশে আপনি একটা সাইনবোর্ড কে ব্লার করে রেখেচেন কেন🙄
ধন্যবাদ ভাই। ইতিহাস কে সংরক্ষণ করা দরকার। ইতিহাস যে মানুষের শিকড়।
সময় তো যেতে চায় না। অপেক্ষায় থাকি নতুন বল্গের অপেক্ষায়।আপনার প্রতিটা বল্গ দেখে অনেক কিছু জানা যায়।শুভ কামনা রইল সব সময়।
Etihas kotha bole... Many many thanks Sumon vai...
ঢাকার ধামরাই এ আপনার আসা উচিত।পুরাতন বাড়িসহ, বিখ্যাত রথযাত্রা ও পিতলের আসবাবপত্র ইত্যাদি বিখ্যাত
জায়গাটার লোকেশান টা ডিটেলস এ বলবেন ভাই
আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি এই সকল ভিডিও দেখলে ইচ্ছে করে ফিরে যেতে সেই সময়ে।
ভাইয়া ভিডিওটি খুব ভালো লাগলো আহসান মনজিল নিয়ে ১টি ভিডিও চাই
ভাষা প্রয়োগে মুনশিয়ানা দেখিয়েছেন। চমৎকার।।
আমাদের দেশের সরকারের এত অনীহা কেন এই অমূল্য সম্পদ গুলো রক্ষার ক্ষেত্রে |