ফুলকুমারীর বিয়ে_Phulkumari’r Biye_Joler Gaan_জলের গান_Noyon Joler Gaan_নয়ন জলের গান

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024
  • ফুলকুমারীর বিয়ে
    Phulkumari’r Biye
    Lyrics & Tune : Rahul Ananda
    হলুদ ফুল, হলুদ ফুল,বিবাহের বাতাসে তুমি দোলো।
    অচেনারে চিনবে বলে পাপড়িগুলো মেলো,
    বিবাহের বাতাসে তুমি দোলো।
    সবুজ পাতা তোমার সখি, সবুজ শাড়ি গায়,
    পদ্ম কমল গড়ন তাহার, আলতা রাঙা পায়,
    কে ছোপালো তোমার বসন, কনে দেখা আলোয়,
    পাপড়িগুলো মেলো
    হলুদ বাটো, মেন্দি বাটো বাটো ফুলের মৌ,
    ফুল কুমারীর বিয়ে হবে, সাজবে হলুদ বউ।
    ঘরের কোণে হলুদ পাখি কুটুম কুটুম ডাকে,
    আতর, চন্দন,লোবান,মধু তোমার বাঁকে বাঁকে।
    কে বাজালো ভালোবাসি; ভালো বাশি বাজে ভালো!
    পাপড়িগুলো মেলো। বিবাহের বাতাসে তুমি দোলো।
    Composition:
    Rahul Ananda
    Audio Production:
    Dewan Anamul Hasan Raju
    With Us:
    Souptik Mazumder with his Magical VIOLIN & Traditional SARINDA
    Sujoy Choudhury with his Beautiful DOTARA
    Camera:
    Ali Ashraf Siddique Sayem
    Pijush Kuri
    Edit & Color:
    Ananda Jatra
    Video Making:
    Jolkahon
    Acknowledgement: Maruf Hossain Rassel & Mizan Vai ( CRP Kulaura ), Afjol Tuhel
    Joler Gaan:
    Rahul Ananda, Rana Sarwar, ABS Xem, MD. Masum, Dipankar Roy Dip, Mallik Yishorja, Gopi Devnath, DH Shuvo
    Produced by Joler Gaan
    © 2019 Joler Gaan
    Telephone: +8801712027819
    E-mail: jolergaan.com@gmail.com
    jolergaan.com
    jolergaan.bandcamp.com
    jolergaan
    jolergaan
    / jolergaan
    joler.gaan
    soundcloud.com/jolergaan
    reverbnation.com/jolergaanofficial

КОМЕНТАРІ • 250

  • @mohammadlukman8225
    @mohammadlukman8225 3 роки тому +38

    এমন গান সবার শুনার দরকার নাই 😐
    আমরা যারা আছি তারাই বারবার এসে শুনবো একদিন ১ মিলিয়ন বার শুনে ফেলবো 🥰

  • @shamimaakter5592
    @shamimaakter5592 2 місяці тому +1

    এমন গান কি আর শুনতে পাব?
    সেই আনন্দ নাই,সেই যন্ত্রও নাই,সেই গান ও আর হবে না 😭😭😭
    শেষ করে দিল....

  • @ranugoswami5766
    @ranugoswami5766 Місяць тому +1

    হবে হবে আবার হবে।আবার ফিরে আসবে জলের গান।

  • @abhijitpyne3446
    @abhijitpyne3446 3 роки тому +14

    মাটির গন্ধ এই গানে। ভালো লাগলো। কলকাতা থেকে শুভেচ্ছা

  • @palanupam53
    @palanupam53 Місяць тому

    হারিয়ে যাওয়া গান, হারিয়ে যাওয়া গ্রাম জীবনের গন্ধ ফিরিয়ে দেওয়ার জন্যে অনেক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা। 🙏

  • @shafayatjibon511
    @shafayatjibon511 5 років тому +27

    হলুদ ফুল,হলুদ ফুল,বিবাহের বাতাসে তুমি দোলো।
    অচেনারে চিনবে বলে পাপড়িগুলো মেলো,
    বিবাহের বাতাসে তুমি দোলো।
    সবুজ পাতা তোমার সখি,সবুজ শাড়ি গায়,
    পদ্ম কমল গড়ন তাহার,আলতা রাঙা পায়,
    কে ছাপালো তোমার বসন,কনে দেখা আলোয়,
    পাপড়িগুলো মেলো

  • @rakibhossan4924
    @rakibhossan4924 5 років тому +53

    জলের গান, জলের গান
    এ কোন নেশায় বেধেছো, দিয়েছো দিলে টান।
    সঙ্গে নেও সাথী করে, বানাইছো উদাস মোরে,
    ঘরে আর রয়না মন, দিয়েছো দিলে টান।
    জলের গান, জলের গান। ❤❤

  • @rezoanhossain5334
    @rezoanhossain5334 4 роки тому +18

    I am satisfied to born in Bangladesh for getting its literature, culture and it's tradition. Really I am surprised to hear such kinds of song .

  • @touhidsgallery3830
    @touhidsgallery3830 3 роки тому +7

    দারুন গান ।প্রায় 100 বারের বেশি শুনলাম। এখনও শুনতেছি ।আমার মত আর কে কে শুনতেছেন।🤩❤️

  • @arifrobbani6114
    @arifrobbani6114 5 років тому +34

    দেখেনি আমি লালন শাহের
    খাচার ভিতর অচিন পাখির প্রাণ
    শুনিয়াছি আমি জলের গানের
    শীতল পাটির গান।

  • @rabbiislam-pg1cc
    @rabbiislam-pg1cc Рік тому

    আহারে আহারে গেয়ে যাও গান।সুর লয় তার মিলিয়ে।যে গানে মন ছুঁয়ে যায় এমন সে টান।

  • @afrozanasrin6661
    @afrozanasrin6661 3 роки тому +17

    আরো চাই এমন গান,জাতে থাকবে আমাদের গ্রাম বাংলার ঘ্রাণ

  • @avishekasjr4812
    @avishekasjr4812 3 роки тому

    এত সুন্দর দোতারার কাজ আর বাশির কম্পজিশন...সত্যি রাহুল দা পাগল বানিয়ে দিলেন

  • @Zahidul71
    @Zahidul71 5 років тому +164

    আমার বিয়ের গান সিলেক্ট হয়ে গেলো।

  • @avisheksharma6868
    @avisheksharma6868 3 роки тому +27

    গানটা দুলতে দুলতে আমাকে এই মধ্যরাতে কোন এক অজানা গ্রামের এক অচেনা কিশোরীর বিয়েবাড়িতে নিয়ে ফেললো, ভাবা যায়?
    এই মিষ্টি দে রে, জামাই আইসে জামাই আইসে, ঘুম ভাঙলো আমার!

  • @hridoysaha7744
    @hridoysaha7744 Рік тому

    অনেক অনেক সুন্দর একটা গান।। আমি সময় পেলেই জলের গানের গান গুলো শুনি।।ইচ্ছা আছে একদিন সামনে থেকে তাদের গান শুনবো।। 🥰🥰অনেক অনেক ভালোবাসা।। 🖤🖤

  • @iftekharreza90
    @iftekharreza90 2 роки тому

    আগের দিনের হলুদের, বিয়ের আঞ্চলিক গান তো হারিয়ে গেছে। এখন এইরকম গানই আবার আগের ঐতিহ্যের রোমন্থন করায়।

  • @azmerireshadhaque5480
    @azmerireshadhaque5480 5 років тому +9

    চোখ বুজে স্পষ্ট দেখতে পাচ্ছি হলুদ শাড়ি, গাদা ফুল দিয়ে সাজানো সুন্দর একটা কনে।তাকে ঘিরে সব আয়োজন। সব কিছু সজীব চির যৌবন। কনে পা আলতায় রাঙা। আহা কি সুন্দর, কি সুন্দর

  • @hasnajahanchumky
    @hasnajahanchumky 4 роки тому +19

    সবুজ পাতা তোমার সখি,
    সবুজ শাড়ি গায়,
    পদ্ম কমল গড়ন তাহার,
    আলতা রাঙা পায়।❤💚

  • @SayedRahmani722
    @SayedRahmani722 2 роки тому +2

    দারুণ কথা মালা

  • @sohelahmed2480
    @sohelahmed2480 Рік тому +1

    অনেক ভালো লাগলো

  • @MoinSikder-iz8mw
    @MoinSikder-iz8mw 4 місяці тому +1

    কি গান গান রে ভাই কিজে গুলার সুর কি সুন্দর গেটাম পৃথিবীর কোন গান এই গান কে পিছনে ফেলতে পারবেনা

  • @uttamdeb7625
    @uttamdeb7625 3 роки тому +2

    আহ্ গানের মধ্যে কি আবেগ! এই নেশায় বুঁদ থাকতে চাই সারাজীবন।

  • @missdreamer6840
    @missdreamer6840 3 роки тому +3

    বাহ!!!!!

  • @mr.mostak4219
    @mr.mostak4219 2 роки тому +5

    পাত্র রেডি,বিয়ের গানও রেডি, খালি একটা বৌ হইলেই বিয়ে ফাইনাল❤️

  • @fokirchanofficial5343
    @fokirchanofficial5343 4 роки тому

    চমৎকার একটা গান শুনলাম

  • @baishakhidas7604
    @baishakhidas7604 5 років тому +1

    Khub khub khub sundor gaan... Lyrics er ortho aro besi osadharon..

  • @rafiqulislamrabby553
    @rafiqulislamrabby553 4 роки тому +6

    মল্লিক দাদা আমার প্রিয় মানুষদের মধ্যে একজন। সম-সাময়িক ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে যে গান গুলো গাই দাদা। এক কথায় অস্থির।। 👌👌
    শুভ কামনা দাদা।।
    আর জলের গান সব সময়ের মত অসাধারণ।। 😘😘😘

  • @gourangasamaddar3016
    @gourangasamaddar3016 4 роки тому +2

    আমি বাড়িতে প্রোগ্রাম করলে কত টাকা নিবেন ,,,,,কল্যাণী বাড়ি ,নদীয়া জেলা, পশ্চিম বাংলা, ভারত,,,,,,আমি আপনাদের গানগুলো শুনি খুব ভাল লাগে

  • @mdsagorahamed8992
    @mdsagorahamed8992 Рік тому +1

    আমার জীবনের একটা স্মৃতি রেখে গেলাম

  • @kishaanbanik4016
    @kishaanbanik4016 Рік тому

    Ki vabe tumader live show dekte babbo... From India

  • @junayedopi
    @junayedopi 3 роки тому +1

    অসাধারণ সুর
    লিরিক গুলো ও অসাধারণ
    নতুন করে জলের গানের প্রেমে পড়ে গেলাম❤️ভালোবাসা সকলের জন্য

  • @almahmuds
    @almahmuds 5 років тому +17

    অচেনার জন্য পাপড়ি মেলে..
    কিন্তু সে তো গোপনে নয়ন জল ফেলে....
    হতেও পারে চিরচেনা কেউ ছিল তার জীবনে..

  • @rayhansadik7807
    @rayhansadik7807 4 роки тому +3

    বিবাহের বাতাসে তুমি দুলো!! 🔥
    কতততত গভীর থেকে লিরিক্সটা লেখা।
    ২২ জুন ২০২০
    জলের গান ♥

  • @amiarman6373
    @amiarman6373 3 роки тому +1

    অসাধারণ গান টি ১৫ বার শুনলাম আরো শুনবো যতখন না মুখস্ত হয়।

  • @pro.opodartho
    @pro.opodartho Місяць тому

    bortoman juger best cultural band...

  • @arifulhaque28
    @arifulhaque28 3 роки тому

    ওহ্ এত দরদ গানে!!!

  • @suzonh77gmail84
    @suzonh77gmail84 4 роки тому

    Gan ta shunle vuker vitorei akrokom beta kore ute! Nijer ojantei 2 chuk beye pani jore. Valo lage oshombob joler protiti gan ke....love u...

  • @obidullahohee2460
    @obidullahohee2460 Рік тому

    আমার বিয়ের মূল গান হবে এটা!

  • @Unicorn77777
    @Unicorn77777 Рік тому

    মন ছুঁয়ে গেলো🤗

  • @amitnath1251
    @amitnath1251 Рік тому

    এত বিষাদ ভরা সুর কেনো? এত বিষন্নতা কেনো? শুনতে গেলেই কেমন জানি বুকে আনন্দ না জেগে বেদনা জাগে৷
    এত্ত শুনি গানটা। অসাধারন

  • @mohammadismail7970
    @mohammadismail7970 4 роки тому

    ki jano lukiaa ase gan tai....!!! kujte kujte mile nah...ai ja ak kujar anondo!! birokto na bole kujar anondo bollam....ai bapar tai buji na 😍😍😍😍

  • @mdshalom9957
    @mdshalom9957 3 роки тому +1

    বিবাহ অহ কি খুশির কথা😻😻😻

  • @anamikabarua6878
    @anamikabarua6878 2 роки тому

    খুব খুব সুন্দর লাগল।

  • @sayontaluckder4817
    @sayontaluckder4817 Рік тому

    একদম ছিন্নভিন্ন করে মনের ভিতরে গান চলে গিয়েছে...আরো চাই এমন গান...প্লিজ 🥹🙏🙏

  • @minakshnihalder5183
    @minakshnihalder5183 4 роки тому +1

    Song ta sune mon kharap thik hoye gelo. Filling woww

  • @mdsayid4753
    @mdsayid4753 Рік тому

    Osadaron

  • @krishnachakraborty6193
    @krishnachakraborty6193 Рік тому

    আমার মেয়ের বিয়ের দিনের কথা মনে পরে যায় ।মন কেমন করে ওঠে ।

  • @DEMONGaming-zb8bw
    @DEMONGaming-zb8bw 3 роки тому +2

    amar boner mehendite ei atka osadharon video hoyeche.
    Thank You Joler Gaan for this song

  • @tarekahmed8632
    @tarekahmed8632 5 років тому +1

    যান্ত্রিক জীবনব্যবস্থার এই গানগুলো এক অন্যরকম প্রশান্তি দিয়ে যায়!!

  • @shahzahansaju8203
    @shahzahansaju8203 3 роки тому +1

    এক কথায় অসাধারণ

  • @mdmursalin2801
    @mdmursalin2801 8 місяців тому

    অসাধারণ

  • @chanchalphysicsclinic7370
    @chanchalphysicsclinic7370 4 роки тому

    গান তো এইভাবেই গাইতে হয়। মজা করে। আহা জলের গান।

  • @princeliton5039
    @princeliton5039 Рік тому

    Vaiya beye ta mone tartrai korte hbe ❤️❤️

  • @Tasnim7157
    @Tasnim7157 5 років тому

    কি অদ্ভুত একটা মায়া আছে গানটার মধ্যে!!!!!!!!!!!!!!!!

  • @norjahanakterjuivlogz6919
    @norjahanakterjuivlogz6919 3 роки тому

    Kisu bolai nai 🙆🏻‍♀️vebei pai na ki bola thik hoibo sunei jacche ..valo lagse gan ta❤️

  • @apymukherjee
    @apymukherjee 2 роки тому

    অপূর্ব অপূর্ব দাদা🙏🙏🙏🙏🙏

  • @akaisenpaitsubakihiganbana6706

    Apurbo

  • @abdulbased4704
    @abdulbased4704 3 роки тому

    জলের গান টিম ভাইদের অনুরোধ করছি আরও এমন গান উপহার দিবেন

  • @laltuballav6696
    @laltuballav6696 5 років тому

    প্র‌তি‌টি গা‌নেই যেন এক এক‌টি জীবন কা‌হিনী! অসাধারণ গা‌নের কথা। জ‌লের গা‌নের প্র‌তি‌টি মানুষ অসাধারণ মেধাবী।

  • @sahboddinkha6244
    @sahboddinkha6244 Рік тому

    ভালো লাগছে খুব সুন্দর গান তোমাদের

  • @cameliamostofa6006
    @cameliamostofa6006 4 роки тому

    Oshadharon. Keno Jani chokhe Pani chole aslo.

  • @bhuiyanshanto9021
    @bhuiyanshanto9021 4 роки тому +9

    এইরকম একটা ব্যান্ড এর সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ও না 😥
    আমরা আসলেই,, প্রতিভার দাম দিতে জানি না 😥

    • @biplobshihab1203
      @biplobshihab1203 4 роки тому

      আমি আগে Ashes, nemesis, Arbovirus, aro ache oi band er gaan suntam Ekhon sob unsubscribe koira shudu joler gaan suni onek valo lage r farzana Wahid shayan er gaan

  • @mdmahidi4730
    @mdmahidi4730 3 роки тому

    অনেক অনেক ধন্যবাদ এমন গান আমাদের উপহার দেয়া

  • @morshedchy2473
    @morshedchy2473 4 роки тому

    অসাধারণ,তোমাদের গান গুলো সব সময় ভালোবাসি।জলের গান তোমরা বেচেঁ থাক কোটি বাঙ্গালীর হৃদয়ে...

  • @arafatalinbpkw4922
    @arafatalinbpkw4922 5 місяців тому

    Oshadaron❤❤

  • @deepsarkhel6496
    @deepsarkhel6496 5 років тому +8

    The music feels, that i have returned to my roots, the home where i belong

  • @idkreally7848
    @idkreally7848 3 роки тому

    এতো সুন্দর
    এতো সুন্দর

  • @souravmahanty22
    @souravmahanty22 Рік тому

    গানের এই কথা আর সুর থেকে যাবে! জাস্ট থেকে যাবে! ❤️

  • @variationthinkpro5189
    @variationthinkpro5189 3 роки тому

    যারা আমাদেরকে বাঙ্গাল বলে উপেক্ষা করে, তাদের বলছি আমাদের জলের গানের দিকে চেয়ে দেখ....... সুভ কামনা জলের গানের জন্য...❤️❤️❤️

    • @gabukumardas476
      @gabukumardas476 2 роки тому

      জলের গান সঙ্গে বাঙ্গাল রান্না স্বর্গের স্বাদ।

  • @SabinasRecipe
    @SabinasRecipe 4 роки тому

    দারুন গান

  • @NazrulIslam-ej6kw
    @NazrulIslam-ej6kw 5 років тому

    গান গেয়ে উঠলো একটুখানিক মনে।।।।জলের গান।

  • @md.kamruzzamankamu3026
    @md.kamruzzamankamu3026 Рік тому

    বিবাহের আমেজটা এমনই হওয়া উচিত ...

  • @sujonmahmud9572
    @sujonmahmud9572 2 роки тому

    সুরটা কেমন মাতাল মাতাল করে দিচ্ছে❤️

  • @shahriarhasan2769
    @shahriarhasan2769 5 років тому

    আহা! মনটা ঠান্ডা হয়ে গেলো!!

  • @tuhinfayshal4954
    @tuhinfayshal4954 3 місяці тому

    Dada Dkha korar Onk Ichcha PlS

  • @shantorakib7052
    @shantorakib7052 4 роки тому

    Sotti oshadaron silo vai

  • @mdjubayer4657
    @mdjubayer4657 4 роки тому

    Osadharon boss

  • @afiakhanom2078
    @afiakhanom2078 3 місяці тому

    একি গান, নাকি বিবাহ
    নাকি একরাশ আবেশ!!!

  • @sompaag7858
    @sompaag7858 3 роки тому +2

    গান টার প্রেমে পড়ে গেছি প্রিয় জলের গান,,,

  • @iamnasiruddin
    @iamnasiruddin 4 роки тому

    Rahul da.... Valobasha niben...
    r baki sobai valobasha diben 😍

  • @imrankhan-bw7pq
    @imrankhan-bw7pq 3 роки тому

    সুন্দর গান

  • @sanjoydas2126
    @sanjoydas2126 4 роки тому +1

    আহা! জলের গান

  • @forhadnishu3384
    @forhadnishu3384 3 роки тому +2

    এই রকম আরো গান চাই

  • @hkrasel1826
    @hkrasel1826 Рік тому

    Nice

  • @prasenjitdebnath3843
    @prasenjitdebnath3843 5 років тому

    Dada ami jani na egulo ki gan. Kintu khub bhalo laglo....... Thanks dada

  • @civilengineeringtipswithso4892
    @civilengineeringtipswithso4892 2 роки тому +1

    অসাধারণ গান

  • @kalooMorich
    @kalooMorich 4 роки тому

    osadharon ekti gaan

  • @sharmilaghosh4744
    @sharmilaghosh4744 3 роки тому

    Ek Kothai opurbo laglo...

  • @kazifarzana95
    @kazifarzana95 5 років тому +1

    অনেক ভালোবাসা নিবেন অসাধারণ গান খানার জন্য ❤❤❤

  • @dipokkumar626
    @dipokkumar626 3 роки тому

    জলের গান ব্যান্ডের কোন তুলনা হয় না,,,,,

  • @spanda7302
    @spanda7302 4 роки тому

    আপনাদের কোলকাতায় লাইভ শো কবে দেখতে পাব

  • @MominulIslam-re2cn
    @MominulIslam-re2cn 3 роки тому

    আমার প্রিয় জলের ভাইদের অনুরোধ করবো বিরহের গান গাওয়ার জন্য

  • @sudiptabasak4975
    @sudiptabasak4975 4 роки тому

    Mon valo kora gaan

  • @Sobuj_
    @Sobuj_ 2 роки тому

    এই গানটা যতো শুনি ততই ভালো লাগে, এই ভাইয়াটার সুর আমার কাছে অনেক ভালো লাগে 😍

  • @razibbiswas2016
    @razibbiswas2016 4 роки тому

    Onek valo lage joler gan..

  • @romanmondalromanmondal5637
    @romanmondalromanmondal5637 Рік тому

    Jottil

  • @ArifKhan-uz7vn
    @ArifKhan-uz7vn 5 років тому

    Ei gan ta sera....

  • @mitalisett3728
    @mitalisett3728 2 роки тому

    Beautiful lirycs, Awesome Song.......

  • @abrarsabbir4916
    @abrarsabbir4916 5 років тому

    এত সুন্দর আহা 👌👌