ঘুঙ্গুর_Ghungur_Joler Gaan_ জলের গান_Noyon Joler Gaan_ নয়ন জলের গান
Вставка
- Опубліковано 16 січ 2025
- ঘুঙ্গুর
Ghungur
Lyrics & Tune : Rahul Ananda
ঘুঙ্গুর... রুমঝুম... ঘুঙ্গুর... রুমঝুম…
ঘুঙ্গুর... রুমঝুম... রুমঝুম... রুমঝুম... রুমঝুম...
তুমি ঘুঙ্গুর পরিয়া-
তুমি ঘুঙ্গুর পরিয়া নাচো -আমার গায়,
তুমি ঘুঙ্গুর পরিয়া!
কে বা দোষী? নাচে যে জন?
নাকি যে জন নাচায়?
ঘুঙ্গুর পরিয়া নাচো- আমার গায়...
চেনে যে জন কাঁচা সোনা।
সেই কানা চান তো মন বোঝেনা!
রসিক যে জন- রসে ডুবে,
ফুলের ঘরে তার আনাগোনা!
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়...
কেউ একলা রাতে কেউ দোকলা সাথে,
জোছনা চুরি করে জোনাক জ্বালায়।
অসুখ যেজন- সুখের খোঁজে,
আনন্দবাজারে তার লেনাদেনা!
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়...
কেউ বা রাজা কেউ ভিখারি সাজে,
মুখটা আড়াল করে মুখোশ বানায়!
গাতক যে জন- চাতক রূপে
মেঘের সনে তার চেনাশুনা!
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়...
Composition:
Rahul Ananda
Audio Production:
Dewan Anamul Hasan Raju
With Us:
Souptik Mazumder with his Magical VIOLIN & Traditional SARINDA
Sujoy Choudhury with his Beautiful DOTARA
Camera:
Tanzim Ahmed Bijoy
Sumit Kumar Roy Shuvo
Edit & Color:
Ananda Jatra
Video Making:
Jolkahon
Acknowledgement: Maruf Hossain Rassel & Mizan Vai ( CRP Kulaura ), Afjol Tuhel
Joler Gaan:
Rahul Ananda, Rana Sarwar, ABS Xem, MD. Masum, Dipankar Roy Dip, Mallik Yishorja, Gopi Devnath, DH Shuvo
Produced by Joler Gaan
© 2019 Joler Gaan
Telephone: +8801712027819
E-mail: jolergaan.com@gmail.com
jolergaan.com
jolergaan.bandcamp.com
jolergaan
jolergaan
/ jolergaan
joler.gaan
soundcloud.com/jolergaan
reverbnation.com/jolergaanofficial
*আমার মতো কে কে আছে যে এই গানটি 2024 সালে এসে আবারও শুনছেন*
❤❤
Achi vhai 😅
Nice ❤
আমি আছি
২০২৩ না,,,প্রতিদিন একবার করে শুনি। জলের গান আমার খুব প্রিয়
অসাধারণ সৃষ্টি,, বাংলাদেশের অমূল্য রত্ন।।কী সাবলীল কথার গাথুনী,কী অসাধারণ সূর,কী দারুণ গায়কী।।এক একটা গান যেন জীবন্ত।।।যত বার শুনি যেন তৃষ্ণা মিটেনা।।। ধন্যবাদ আপনাদের।।।
❤❤
পৃথিবীব্যাপী যেসকল মানুষেরা আজও সঙ্গীতের প্রকৃত সাধনা করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এনারা।কী অসাধারণ সৃষ্টি!
গান তো অসাধারণ কোনো সন্দেহ নাই, সেই সাথে গানের কথা গুলো কত সুন্দর! আহা সব মিলিয়ে অসম্ভব মাধুর্য ❤️
কে বা দোষী, নাচে যে জন,
না কি যে জন নাচায় ? Height of spirituality.
অসাধারণ - অপূর্ব, কি শব্দ, কি সুর, কি তাল - মন ভরে যায় |
দয়াকরে একটু বুঝিয়ে বলবেন !
@@sagarsaha999The poet / singer raised a very deep spiritual question:
Who is ultimate responsibile, the person who dances or the person who compel him/her to dance ?
এক নাগাড়ে আপনাদের সমস্ত গানগুলো শুনে নিলাম । সুর,তাল ,ভাষা সব লয়ে একেবারে অনবদ্য, অসাধারণ লাগল 😍😊
29/12/21
স্মৃতি হয়ে থাক কমেন্টটা
ভালো লাগল ভীষণ... বলার ভাষা নেই
অসাধারণ...
ভালোবাসার আরেক নাম জলের গান❣️
গান শুনে যখন চিন্তা করি অন্য একটা জায়গায় যেন নিজেকে পাই,সে জায়গাটা তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জলের গান।❤️
ঠিকই বলেছেন ✌️
Hmm
আমার কোন গানে প্রথম কমেন্ট।
গানটা এতটাই মুগ্ধকর যে কমেন্ট না করে পারলাম না।
বলা বাহুল্য গানের কথা ও সুর❤❤
❤❤ভালবাসা অবিরাম 😍😍😍😍
এই এলবামের গানগুলো শুনতেছি। এই গানটা বেশিই মনে ধরলো। বাকিগুলো শুনতে গেলাম। এক্সিস্ট করার জন্য ধন্যবাদ, জলের গান।
কত বারযে শুনেছি গুনার বাইরে চলে গেছে. কি অসাধারণ সুর, কি অসাধারণ গলা। ভালবাসা রইল দাদারা আরো অনেক দূর এগিয়ে যান। ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।
অধিকবার শুনার পরেও কখনো কমেন্ট করা হয়নি।
আজ হঠাৎ কমেন্ট রেখে গেলাম।
জলের গান❣️❣️
ঘুঙুর আমার মনে তুলেছে তুফান ।
চিরোনজীবি হোক জলেদের গান ।।
।।ভারত।।
গানের কথায় চরিত্রগুলো অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ রাহুল দা।
আহা!! তাহাদের ভাবখানা😍অসম্ভব সুন্দর।একেবারে প্রাকৃতিক একটা স্বাদ আছে গানটায়
আমি এই প্রথম শুনতে আছি তবে ভালো লাগলো❤❤
এমন গানে কমেন্ট না করলে অপরাধ হবে তাই বলছি যারা সব সময় ইংলিশ বা হিন্দি গান শুনেন বাংলা গান শোনার সময় হয়না একটু মিলিয়ে নিবেন পৃথিবীর মাঝে জলের গান এর মার্ক কতো দিবেন
এতো সুন্দর গান কি করে হয় কতো আদর গানের প্রতি বাহ চমৎকার
এই গানগুলো সবসময় শুনতে মন চায়। চমৎকার সুন্দর হয়েছে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। চিরদিনের জন্য আপন করে নিলাম। আশাকরি, আমাকে ও করবেন।
ভাই রে ভাই কি গান❤️🔥🔥
গুরু মহাদয় বলেছিলেন, "রুচি সম্মত মানুষের অভাব জগতে" তাই, রুচি সম্মত মানুষ হওয়ার চেষ্টায় আছি।
অসীম এই প্রেম জলের গানের জন্য.।
তাইলে আপনি আমার বন্ধু, দাদা।
অসাধারণ!!!! আমি মুগ্ধ!!!
দারুন composition
মাতাল অবস্থায় গান শুনলাম, পাগল হয়ে রাস্তায় নাচতিছি.....ওহ ঘুঙুর
অনেকদিন পর শুনতে আসলাম 🥰 আগে কত আড্ডা দিয়েছি কত গলা ছাড়িয়া গাইছি🌼ওগো প্রিয় শুনো আসলে জীবনটা বহু রঙের 😊💔🥀
Ahaaa!!! Tomraa priyoo!!!
Ki gan re ,mon chuye gelo. Dhonnobad.
কানে হেডফোন লাগিয়ে গানের সম্পূর্ণ আনন্দ উপভোগ করা আমি! আমার মত আর কে কে আছেন?
ami
এর নামই গান❤️
গান গাওয়ার স্টাইল বলে দিচ্ছে গান এভাবেই গায়তে হয়
ভক্ত হয়ে গেলাম❤️
আহা কি সুন্দর সুর চন্দ ❤️ভালোবাসা অবিরাম
খুব খারাপ লাগে যখন এতো সুন্দর গানে ১ মিলিয়ন ভিউ হয়না আর হুদাই এক গানে ভিউ এর অভাব হয়না বাঙ্গালীর রুচি শুধু বাবু খাইছো মার্কা গানে আসে 🥺😕
এই বালের কমেন্ট আর কতো? সেইম কমেন্ট
সত্যি,মনোমুগ্ধকর একটা গান।
সেই স্কুল জীবন থেকে দলটার গানের ভক্ত।
ভালোবাসা অবিরাম আপনাদের জন্য।
সবাই মুক্তা চেনে না, কেউ কচু চেনে।
কলিযুগের মাঝে ভালোর কদর কম থাকবেই
Sikkhar avab, ei projonmo rosatole jache, er jonno dayi political parties and asikhito neta ra
অসাধারন গান আমি যত দিন ইউটিউব এ আসবো এটা সুনবো।আমার অনেক ভালো লাগে জলের গান।
Haribol.dada krishna kripay ma sowrasoti apnar konthe bosobas .osadaron dada . Ami apnar sob gan suni. And usa te amr frnd sob der apnar gan sunar kota e boli
কতো টা,রাত পার করছি গান গোলা শুইনা একটার পর একটা চলবেই যতই শুনি ভালোই লাগে ❤ অবিরাম ভালবাসা
আমার দেখা এই সময়ের সেরা পারফর্ম। সবাই অসাধারণ 🎺🎺🎺🎤🎤🎤🎧🎧🎧🎷🎷🎷🎸🎸🎸
এতো ভালো ভালো প্রতিটি গান গাওয়ার পরেও জলের গানের ভিউ এবং সাব্সক্রাইবার দেখে অবাক হয়ে যাই।
বঙালিদের রুচি আসলে কোথায় নেমেছে, তাই ভাবি। তবে আমাদের ভালোবাসার কথা ভেবে আপনারা সারা জীবন গান শুনিয়ে যান, এই কামনাই করি। আর বেশি কিছু বলব না, ভালোবাসা অবিরাম 🇧🇩 থেকে।
মগ্ধতা পুরো গানটা জুড়ে, ভালবাসা অবিরাম❤️
অসামান্য সত্য সম্বলিত কথা মালায় দারুন বাদ্য-বাজনায় মনোমুগ্ধকর উপস্থাপনা।
প্রানে দোলা দিলো দারুন।
আহা বড়ই ইচ্ছা তোমাদের সাথে তালে তাল মিলিয়ে ২,৪ টা গান গাইবো।আমি সিলেট থেকে বলছি।ভালোবাসা নিও জলের গান।🖤🖤🖤🖤🖤
আমি গান না শুনা পাবলিক কিন্তু আপনাদের গান শুনে খুব ভালো লাগলো।
অসাধারণ
Amazing.amazing .adbhut ekta folk song 👍👌💯💯💯
এমন কেনো/?
এতো সুর, তাল ছন্দ,উচ্ছলতা আর আনন্দ!!
এতো ভালোলাগা 😇
অসাধারণ একটি গান। শুনে মন জুড়িয়ে গেল।😊❤
কেউ একলা রাতে কেউ দোকলা সাথে,
জোছনা চুরি করে জোনাক জ্বালায়।😍😍😍
গানের কথা, সুর সব কিছু মিলিয়ে অসাধারণ ❤️
অামি হেরে গেলাম এই গানের সুরে!!!
কেউ কি আছো যারা 2022 সালে এসেও এতো সুন্দর বাংলা গান শুনো🥰🥰
Ami 🙂
🤘🤘
আমি আছি 🤚
Hmm
আছি
Gaan shune hridoy thanda hoye gelo...love from assam
রাহুল দার বাসায় হামলার খবর পড়ে,,,, প্রথমেই আমার মাথায় এই গানটাই এসেছিলো। এর পর থেকে গানটি কত বার শুনলাম তার হিসেব নাই।
মন বহু বার বদলাবে তবে এই গান শুনে আবার বালো হয়ে যাবে ❤️🌸
চেনে যে জন কাঁচা সোনা।
সেই কানা চান তো মন বোঝেনা।
অহ্ কি অসাধারণ শব্দ চারন 💖
অনবদ্য...
এর থেকে ভালো কিছু পাইনি, অনেক ধন্যবাদ।❤️🔥🙏
জলের গান এক অনুভূতির নাম।আর Bass যিনি বাজান উনি খুব সুন্দর বাজান।
আহা আহা আহা ।। মনটা নেচে ওঠে
Khub valo laglo ... Onek valobasa apnader jonno ❤️❤️❤️
Ay song 2024 a asay o shunii Amraaa🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations and thank you
Atoh sundor sundor song upload and make korar jonno
The spirit of the songs created by "Joler Gaan" is unparallel in the music industry of Bangladesh. Looking for more such works.
অসাধারণ... ♥️
মুগ্ধ হয়ে গেলাম।
সমস্ত ভালোবাসা তোমাকেও ভুলে থাকা যায়। এমন গানের ম্যাজিক এ।প্রচন্ড রকম তোমাকে ভালোবাসা আমার যখন তোমায় খুব বেশি মনে পরে।গানটা শুনলো মনে হয় তুমি একান্তই আমার পবিত্র কল্পনা যেটা দেখা যায় অনূভব করা যায় কিন্তু ছুঁতে গেলেই শুভঙ্করের ফাঁকি। 🖤🖤
আহা আহা কি সুন্দর গান দাদা,,মনটা তীপ্ত হলো
অসাধারণ🔥
মনে পরে জার্নাল ভাইকে ❤️
আহা.. দাদা কিযে ভালো লাগে...!🖤🙏 জয় গুরু।
Joler eii gan gulo sunle Moner modhhe akta alada anondo pai
জলের গান শুনলে আর কোন কিছু শুনতে ইচ্ছা করেনা। শুধু মনে হয় বারবার শুনি। আর অনেক ধন্যবাদ সাথে লিরিকস এড করার জন্য। অনুরোধ থাকলো এভাবে যেন পরবর্তী সব গানে লিরিকস এড করার।
জলের গানে দেখি বাংলার মুখ । জলের গান সারা বাংলার সম্পদ । চমৎকার সুন্দর আপনাদের গানের উপস্থাপনা
জলের গানের সাথে প্রথম পরিচয় হইছিলো ২০১৮ সালে ঢাকাতে আড়ং ৪০ বছর উপলক্ষে কনসার্ট হইছিলো সেখানে জেমস, মিনার আর জলের গান উপস্থিত ছিলো।
তখন থেকেই ভক্ত হয়ে গেলাম জলের গানের 🥰
Samci vai apnake onek onek donno bad ai rokon gan amader maze tule dhorar jonno amra asa kori aro vlo kisu delar jonno
দাদা জলের গান সত্যি অসাধারণ !!!!!!!
Ohhh aushadharon, onekdin por em9n notun shwade praaner gaan eto gobhir tao eto moja r. Apnader 🙏🙏🙏
অসাধারণ জলের একটি গান এতো সুন্দর একটা গানের ভিউ এত কম🤔🤔🤔
অল্প দিনে খুব ফেভারিট গান হয়ে গেল!😇🖤
ওরে বাবুরে বাবুরে!!!!
যেমন কথা তেমন সুর তেমন পরিবেশনা....
কমেন্ট না করে পারলাম না,,,অসাধারণ গান😍😍
সত্যিই অসাধারণ।। ❤
Koto bar je hunlam rahul da gaan ta mono dhorse ekkebare 💘
Compose,Music,Lyrics, sob kichui perfect.Just Osthir
এতো অসাধারণ আপনাদের প্রত্যেকটা গান।মুগ্ধ হয়ে শুনি বারবার।❤️
অসম্ভব সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ। 💚💚💚
Love react nai kno ekhane 💓💓💓💓💓💓💓 speechless 🤗🤗🤗🤗🤗🤗
Etodin era kothai chhilo?
Amar jibon je sesh hote chollo
Bnechethako babara. Iswar tomader Mongol korun.
❤
দিনে একবার জলের গান না শুনলে মনে হয় দিনটায় কিছু বাকি থেকে গেল!!
কাল লাইভ শো দেখে আসার পরও আবার শুনছি।
খুব আপসোস হচ্ছে এতো দেরিতে কেনো জলের গানের ভক্ত হলাম🥺😢। ফাইনালি ভক্ত হতে পেরে আমি মুগ্ধ 🥰। ভালোবাসা অবিরাম 💝💝
সাধু সাধু। তোমাদের মধ্যেই বেঁচে থাকুক বাংলা।
নতুন করে গান শুনতে শিকিয়েছে জলের গান।Love from Assam 🙏
এই অ্যালবামের মধ্যে সবচেয়ে সেরা গান এটাকে মনে হয়েছে। আহ্ কি কথা 😇
সত্যিই অসাধারণ অসাধারণ। জলের গানে ভয়েসকে মোডিফাই করা হয় না,, তাই অসাধারণ।
অসাধারণ দাদু
It isn't a mere song or music,it is much more than that of it's kind.
Amazing!! Respect to all concerned.
অমায়িক দাদারা❤️
দারুণ হয়েছে দাদা ।
Never stop sending this type of heart touching song.
আহা রাহুল দাদা...মধু মধু
Ashadaron vocal cord!
অসাধারণ সুন্দর লাইন গুলা, অর্থপুর্ণ, কিন্তু অডিও মিউজিক টা অনেক খারাপ ভাই
Osadaron vaiya
জলের গান মন প্রান ভাসিয়ে নিয়ে যায় কি এক আনন্দের অকূল পাথারে।
রাইট
Outstanding dada ❤️❤️
ভালোবাসার গান গুলা শুনে মন উপার হয়ে যাই। আমাদের আগামি জেনারেশন এর জন্য বিশাল উপহার
বেশ ভাল্লাগছে ভাই,,,
কয়েক বার শুনছি।।
অসাধারণ ভঙ্গিমা গানের।
জলের অন্য গানগুলো শুনলে বুকের মধ্যে কেমন ঢেউ তোলে কিন্তু এটা শুনে একধরনের আত্মঅনুশোচনা একধরনের অন্যরকম ভালোলাগা সৃষ্টি হলো।