বিয়ান বেলা, শিশির, পিটেপুলি, ধান ক্ষেতের আল, পুকুর পাড়, -এগুলি শুধু বাংলা শব্দ নয়, বাঙালীর আবেগ, প্রেম, নাড়ীর টান,সত্তা, সবকিছু। তোমাদের গানগুলো শুনলে আমার শৈশব কাল আমার বাড়ির উঠোনে এসে ধরা দেয়। অনেক অনেক ভালোবাসা "জলের গান""( ভারত থেকে)
একদম মনের কথা বলেছেন ভাই। প্রতিবারই কান্না পায় যখন ভাবি আমার এমন সুন্দর বাংলা এমন নিষ্ঠুরভাবে আলাদা হলো কেনো! আর বাংলার মাটির যে সুর সে সুর ও হারিয়ে যাচ্ছে। কিন্তু জলের গানে যেনো আমি আমার বাংলাকে খুঁজে পাই। আর পশ্চিমবঙ্গের ও অনেক গানে বারবার হারিয়ে যেতে ইচ্ছে হয়। মনে করি আসাম যাবো, পিন্দারে পলাশের বন, রাঙ্গামাটির দেশে যা। উফফ!! অসাধারণ...
এক কথায় অনবদ্য মুগ্ধ ভারত থেকে .. তোমাদের এক বড় ভক্ত.. দৃশ্য এবং গান দুই ই অসাধারণ.. এত আবেগ এত সুন্দর লেখা বাংলা গানকে আরো সুন্দর করে তুলেছে.. বাংলা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা
'জলের গান'-কে প্রথমে নমস্কার জানাই। আমি আপনাদের গানের বিশাল একজন ভক্ত। আপনাদের সবকটি গান আমার শোনা। তার মধ্যে সবথেকে বেশি ভাল লাগে 'পিঠা পুলির গান'। তার পর 'রসিক যে জন', 'এমন যদি হত'। 'পিঠা পুলির গান' বলতে গেলে মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন ৬ বা ৭ বার শুনি এই গানটি। অসাধারণ। আমি প্রতি বছর বাংলাদেশ ঘুরতে যাই। খুব ইচ্ছা আছে আপনাদের সাথে একবার দেখা করার। ভাল থাকবেন নমস্কার।
গানটা হৃদয় ছুয়ে গেল। বাংলা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি জানা না থকলে এমন গান লেখা যেমন সহজ না তেমনি এত দরদ দিয়ে গাওয়া ও সম্ভব না। প্রবীন ও নব্বই দশকের শ্রোতারাই হয়তো এই গানের আসল মায়াটা বুঝতে পারবে বা পেরেছে।
রাহুল'দার বাঁশি পুরা পাগল করা। বাংলাদেশের মধ্যে যদি একজন পারফর্মার এর নাম বলতে হয়, আমি উনার নামই বলবো। কি, অসাধারণ উনি। বেঁচে থাকুক, ভালোবাসা নিরন্তর 😍
আবু ওমামা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম’ (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০)। ঊপদেশ, হাদিস নং ৯৭ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
কি বলবো আনন্দে মন বাংলাদেশের চলে গেছে যতই আমরা মডার্ন হই নিজের দেশের স্বাদই আলাদা। এইদেশে সব কিছু মনকে নাড়িয়ে দেয়।দিদিভাইয়ের নাচ মাটির গানে মিশে গেছে।
জানি দাদা তোমার ভিতরে কি তোলপার হচ্ছে..আবেগ জমিয়ে জমিয়ে এক একটা বাদ্য আনা..😭😭 সেই ঘর টাই জালিয়ে দিল যেখানে পীঠা-পুলির গান হয়েছিল॥॥ জানি দেশটা তোমার তাও ছারলা না তোমায়..”পরের জায়গা পরের জমিন” - গানের কথাটা সত্যি হয়ে গেলো..!!👏👏 - ভারতের ভালোবসা তোমার জন্য॥॥❤️❤️
ছিঃ ছিঃ কি মৌলবাদি চিন্তাধারা । সারা বাংলাদেশ ওনার কাছে ক্ষমা চাচ্ছে আর আপনি ?? আপনার কতটুকু যোগ্যতা আছে ওনার মত একজনের দোষ গুন বিচার করার তা আপনার কাছে শুনি ওনার দোষটা কি ছিলো ?? উনি হিন্দু এটাই দোষ ?? @@Mukul_hossain1985
@@tanzinazaman6803 উনি আপনাদের RAW এর এজেন্ট।।ইন্ডিয়ার হয়ে বাংলাদেশ বিরোধী অনেক কাজ করেছেন গোপনে।।আওয়ামী লীগ এর ছত্রছায়ায় থাকার কারণে তাকে সাধারণ মানুষ কিছু করতে পারে নি।।একটা স্বাধীন দেশে দেশদ্রোহিতা করলে তো এমন শাস্তি পাবেই।। সেজন্যই বললাম,,ভারতীয়দের যদি মন চায় তো তাকে ভারতে নিয়ে যান।🥰
একটি বাংলাদেশ ভ্রমন কাহিনী তে ব্কুল ফুল, ব্কুল ফুল ...গান (জলের গান) অন্য সব অসাধারণ মনের মত, পল্লীগীতি মন মাতিয়ে গেলো, ... পিঠাপুলির গানে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ইচ্ছে আবার প্রবল হয়ে গেলো শুধু অপেক্ষায়, মহামারী শেষ হবার 👍👏👏👏 শুভেচ্ছা জানাই
বাংলাদেশের সাথে নারীর টান না থাকলেও, এখানকার লোকসংগীত সত্যিই মন ছুয়ে যায়। ঢাকা ফোক ফেস্টিভ্যাল এর ব্যাতিক্রমী সঙ্গীত থেকে শুরু করে চাটগাঁইয়া গানের মিষ্টি ভাষা, আর এখন এই "জলের গান" এর এই ধরনের মাটির গান সত্যিই নাগরিক কোলাহল থেকে সত্যিই মনের আরাম প্রদান করে।
সংস্কৃত ভাষায় বিহান শব্দের অর্থ ভোরবেলা। রবীন্দ্রনাথের কিছু কবিতাতেও বিহান শব্দটা পেয়েছি। সম্ভবত বিইন্নেবেলার উৎপত্তিও এই শব্দ থেকেই। জলের গান অনেক অনেক ভালোবাসা কলকাতা থেকে💝💝💝আমি ভীষণ ভালোবাসি আপনাদের গান শুনতে।
My roots are deeply grounded in Mymensingh & Rangpur, though I'm an proud Indian but all said & done I just can't forget my legacy as my parents also never forget the same. Joler Gaan .... you guys have probably reincarnated me. Thank you all. Wish you all the best in life.
অনবদ্য একটা গান শুনলাম।।। আমাদের প্রজন্মের জন্য এটা একটি অসাধারণ উপহার।।আজ মকড় সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন।।আজকের দিনে এমন গান দারুন।।।আর গানের সুর, কথা, বাদ্য,ভাব ভঙ্গি, বাচনভঙ্গি এক কথায় অতুলনীয়, ❤❤❤❤❤❤
যতবার শুনছি আরো বারবার শুনতে ইচ্ছে করছে ...! অনেক ভালোবাসা আর শুভকামনা জলের গানের জন্য..! আর যিনি পেছনে তালে তালে নাচছেন, যেন গানের সৌন্দর্য উনি তিনগুন বাড়িয়ে দিয়েছেন... এত সুন্দর হাসি আর স্বতঃস্ফূর্ত নাচ... সব মিলে অপূর্ব...!!!
How many times I have seen this song, I don't know. It's uncountable. Evrytime watching, feeling just first time seeing. Excellent. Gaan ta Mon ta bharuiye dei.
এই গানটি আমার পছন্দের তালিকায় একটি। যাইহোক, এই গানের সাথে অবশেষে তাক লাগানো নান্দনিক এক ভিডিও পেলাম। খুব চমৎকার। গান যেন শেকড় থেকে শিখরে নিয়ে যায়। আর পিছনের দিদির নাচ অসাধারণ ছিল। #রাহুল_আনন্দ_দাদা #মল্লিক_ঐশ্বর্য_ভাই #জয়তু_জলেরগান।
আইডিয়াল কলেজের একজন স্টুডেন্ট হয়ে বলছি, খুব ভালো লেগেছিল আপনদের পিঠা পুলি গান দিয়ে শুরু করা আর ধন ধান্যে পুষ্পে ভরা গান দিয়ে শেষ করা ।। আপনাদের দ্বারাই আসল দেশপ্রেম বুঝায়😊
"জলের গান"! কৃত্রিম আর যান্ত্রিকতার নগরে একটুকরো মৌলিকতার আস্বাদ। হয়তো যুবসমাজ এখনে "Feat". এর আস্বাদে এগুলো শুনছে না, কিন্তু কমেন্ট রেখে যাচ্ছি আজ থেকে ১০ বছর পরে আপনারাই লিজেন্ড। মৌলিকতার জন্য শুভকামনা রইলো!!
ভারত থেকে।
ভালোবাসা রেখে গেলাম।
নতুন ইতিহাস তৈরী করলো এই গান।
রাইট
বিয়ান বেলা, শিশির, পিটেপুলি, ধান ক্ষেতের আল, পুকুর পাড়, -এগুলি শুধু বাংলা শব্দ নয়, বাঙালীর আবেগ, প্রেম, নাড়ীর টান,সত্তা, সবকিছু। তোমাদের গানগুলো শুনলে আমার শৈশব কাল আমার বাড়ির উঠোনে এসে ধরা দেয়। অনেক অনেক ভালোবাসা "জলের গান""( ভারত থেকে)
Thank you so much
Hhju7u to na 😡😂😘😅📷🙀 iiiiiooo
নাড়ী নয় নারীর টান ,,,,,
Ullu
Loll low Loll low
পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালোবাসা রইলো আপনাগো জন্য
আপনার জন্য অনেক ভালোবাসা 😍
নিসন্দেহে দেশের সবচেয়ে ক্রিয়েটিভ ব্যান্ড 🥰 জলের গান। (বাংলাদেশের গর্ব)
যা করলে বাবা বাংলাদেশের গর্ব কে নিয়ে,,
যতই রাজনীতি আর ধর্ম ধর্ম করুক এপার বাংলা আর অপার বাংলা,এইসব গানগুলিই তাদের এক করে।।সত্যি অনেক অনেক ভালোবাসা ভারত থেকে।।❤❤❤❤❤❤
💖💖💖
আসলেই দাদাভাই
একদম মনের কথা বলেছেন ভাই। প্রতিবারই কান্না পায় যখন ভাবি আমার এমন সুন্দর বাংলা এমন নিষ্ঠুরভাবে আলাদা হলো কেনো! আর বাংলার মাটির যে সুর সে সুর ও হারিয়ে যাচ্ছে। কিন্তু জলের গানে যেনো আমি আমার বাংলাকে খুঁজে পাই। আর পশ্চিমবঙ্গের ও অনেক গানে বারবার হারিয়ে যেতে ইচ্ছে হয়। মনে করি আসাম যাবো, পিন্দারে পলাশের বন, রাঙ্গামাটির দেশে যা। উফফ!! অসাধারণ...
A
বাংলার আবার এপার ওপার কি!
যে গান ভারত বাংলাদেশের কাঁটাতার ভেদ করে বাঙালি স্বত্বার পরিচয় বহন করে। ধন্যবাদ ভারতীয় দের যারা শুভেচ্ছা জানিয়েছেন।
আমরা বাঙালি এটাই আমাদের গৌরব
হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ নিপাত জাক
Dhanmondi kothay ai bari
ভালোবাসা জলের গান! 🌺🌺 এরকম বাংলা ফোক একোয়েস্টিক সেট আপ আর সচরাচর দেখা না! দীর্ঘ ধারাবহিকতায় নতুন ধারা সৃষ্টি করলো জলের গান!
জয় হোক!
অনেক ভালবাসা ......
এক কথায় অনবদ্য মুগ্ধ ভারত থেকে .. তোমাদের এক বড় ভক্ত.. দৃশ্য এবং গান দুই ই অসাধারণ.. এত আবেগ এত সুন্দর লেখা বাংলা গানকে আরো সুন্দর করে তুলেছে.. বাংলা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা
'জলের গান'-কে প্রথমে নমস্কার জানাই। আমি আপনাদের গানের বিশাল একজন ভক্ত। আপনাদের সবকটি গান আমার শোনা। তার মধ্যে সবথেকে বেশি ভাল লাগে 'পিঠা পুলির গান'। তার পর 'রসিক যে জন', 'এমন যদি হত'। 'পিঠা পুলির গান' বলতে গেলে মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন ৬ বা ৭ বার শুনি এই গানটি। অসাধারণ। আমি প্রতি বছর বাংলাদেশ ঘুরতে যাই। খুব ইচ্ছা আছে আপনাদের সাথে একবার দেখা করার। ভাল থাকবেন নমস্কার।
ভালোবাসা নিবেন 🕊️
গানটা হৃদয় ছুয়ে গেল। বাংলা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি জানা না থকলে এমন গান লেখা যেমন সহজ না তেমনি এত দরদ দিয়ে গাওয়া ও সম্ভব না। প্রবীন ও নব্বই দশকের শ্রোতারাই হয়তো এই গানের আসল মায়াটা বুঝতে পারবে বা পেরেছে।
বাংলা গানে নাকি কথার খরা!
আহা! কি মধুর কথাগুলি।
প্রাণ জুড়িয়ে যায়।
একদম ভাই
বাংলা গান শুনলেই ভুলে যাই যে আমরা ভারতীয় নাকি বাংলাদেশী, ,,একটাই পরিচয় আমরা বাঙালি ❤️❤️
❤
অনেকদিন বাদে অশান্তি, জীবনের অসর্হ্য যন্ত্রণা, ব্যর্থতা আর জীবনমুখী ব্যস্ততার মধ্যে একটু নিশ্বাস নিচ্ছি। অসাধারণ! 😍😍
বাড়িটার জন্য ভিশন কষ্ট লাগছে। ধানমন্ডির মত জায়গায় এরকম মায়া ভরা একটা বাড়ি আছে জানতামই না!
ভিশন নয় ভীষণ
😢
কত টা অসভ্য দেশের লোকজন,, অসভ্য, জানোয়ার,ছাড়া কিছু নাই,,সব ধর্মান্ধ
৫আগষ্ট একদল সন্ত্রাসীরা এই বাড়িটি পুরিয়ে দিয়েছে।
জলের গান 🎶
এ এক ভয়াবহ নেশার নাম।
😍 😍 😍
অনেক ভালবাসা ......
জলের গান,
এ এক ভয়াবহ নেশার নাম, কিন্তু রাহুল দার গলায় আরও বেশি ভাল লাগে ।।।
আমার মা বিহান বেলা বলে। এই শব্দটার সাথে আমি পরিচিত। Love from India 🇮🇳
ভারত থেকে বলছি। অনেকদিন ধরেই ইচ্ছা, পদ্মা-তীরে যাওয়ার। গেলে, পিঠে খাওয়াবেতো? যাইহোক, গানটা ও তার দৃশ্যায়ন বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।❤️❤️❤️
Aponi acan pita khaobo
ময়মনসিংহে আসেন❤
পিঠা ভালো বানায় বরিশালের লোকেরা। 😄🤗
দাওয়াত রইলো দাদা
Apni ashen ami khawabo
আমি আসাম থেকে দেখতাছি। আমাগো আসামে টাংগাইল আর ময়মনসিংহের অনেক মানুষ আছে। আমরাও সকাল বেলারে বেহানবেলা কই😍😍
আমার ডিসট্রিক্ট ময়মনসিংহ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা পোস্টপিস পাঁচ গাঁও গামঃ ফটিয়াকান্দি
০১৬৮২৬৪৮৩০১
@@rumanhasan6437
নলিতাবাড়ি আমি চিনি তো। নলিতাবাড়ির উত্তরে বারেংগাপাড়া বর্ডার। এটা ভারতে পরে
বেহানে উইঠা পান্তা খাইলাম এখন
আমার বাসা টাংগাইল। আমার অনেক পূর্ব পুরুষ আসামে থাকেন😍
অামার বাবার চাচাও অাসামে চলে গেছেন অনেক অাগে,দাদু মারা যাবার আগে অনেক দেখতে চাইতেন
"দেখো বাইন্ধা ঘন চুল;
শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল"
❤❤❤❤❤ আহা!
অসাধারণ একটা গান উপহার দিয়েছ তোমরা। ধন্যবাদ🙏💕। ভারত🇮🇳 থেকে।
রাহুল'দার বাঁশি পুরা পাগল করা। বাংলাদেশের মধ্যে যদি একজন পারফর্মার এর নাম বলতে হয়, আমি উনার নামই বলবো। কি, অসাধারণ উনি। বেঁচে থাকুক, ভালোবাসা নিরন্তর 😍
আহ,,, ঠিক মরুভূমিতে বৃষ্টির মতো। মন ছুয়ে গেল। জল বোয়ে চলুক স্রোতের মত,, অবিরাম। ❤
দিদিকে অনেক অনেক ভালবাসা। উনি এতো সুন্দর করে নাচ করলেন, সেই ছোট বেলার কথা মনে পরে গেল। যখন গ্রামের বধূরা এই ভাবে স্নান করে, কাপড় শুকাতে দিতেন।🥰🥰🥰
মন প্রান সব নেচে ওঠে আহা❤
নগরের যান্ত্রিকতার মধ্যে 'জলের গান' হলো এক টুকরো গ্রাম।
কি অবস্থা সৌরভ ভাই 😅😆
আবু ওমামা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম’ (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০)।
ঊপদেশ, হাদিস নং ৯৭
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@@জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব তাইলে আপনি এখানে কি করেন।ভালো না লাগলে বেরিয়ে যান
@@জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব cccfffrrrufutii to III III potty
Y66yyyyyy6y6
চমৎকার সঙ্গীতায়োজন।
বিহান বেলার আয়োজন চোখে দেখলুম। আহা প্রাণ জুড়ানো সুরের আগুন।
আহঃ বাংলার গান।
এত সুন্দর করে পিঠাপুলির কথা বলা যায়!!
Wonderful 👌🏻👌🏻👌🏻
Lot's of love from India 🇮🇳
🇮🇳 💙 🇧🇩
পুরো এলবামের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। এরচেয়ে ভালো ফল পাওয়া সম্ভব ছিলো না। প্রত্যেকটা গানই একেকটা ভালোবাসা।
*আমার মতো কে কে আছে যে এই গানটি 2023 সালে এসে আবারও শুনছেন*
আহারে! আহা! এই না হলে আমার বাংলা ভাষা। অনেক ভালোবাসা আমরা যেন সবাই এই গানের মতো সরল থাকি।
সরল থাকলে উর্দু আরবি হিন্দি আপনাকে একদিন খেয়ে ফেলবে
কি বলবো আনন্দে মন বাংলাদেশের চলে গেছে যতই আমরা মডার্ন হই নিজের দেশের স্বাদই আলাদা। এইদেশে সব কিছু মনকে নাড়িয়ে দেয়।দিদিভাইয়ের নাচ মাটির গানে মিশে গেছে।
This is the spirit of the Bengalis,epar opar, culture is the same. Heartful of love. ❤️❤️
জানি দাদা তোমার ভিতরে কি তোলপার হচ্ছে..আবেগ জমিয়ে জমিয়ে এক একটা বাদ্য আনা..😭😭
সেই ঘর টাই জালিয়ে দিল যেখানে পীঠা-পুলির গান হয়েছিল॥॥
জানি দেশটা তোমার তাও ছারলা না তোমায়..”পরের জায়গা পরের জমিন” - গানের কথাটা সত্যি হয়ে গেলো..!!👏👏
- ভারতের ভালোবসা তোমার জন্য॥॥❤️❤️
যেমন কর্ম করবে তেমন ফল পাবে।।।আপনাদের যখন এতই দরদ, দয়া করে উনাকে সসম্মানে ভারতে নিয়ে যান আপনারা।আমাদের কোনো দুঃখ থাকবে না।🥰
ছিঃ ছিঃ কি মৌলবাদি চিন্তাধারা । সারা বাংলাদেশ ওনার কাছে ক্ষমা চাচ্ছে আর আপনি ?? আপনার কতটুকু যোগ্যতা আছে ওনার মত একজনের দোষ গুন বিচার করার তা আপনার কাছে শুনি ওনার দোষটা কি ছিলো ?? উনি হিন্দু এটাই দোষ ?? @@Mukul_hossain1985
@@Mukul_hossain1985কেন উনি কী করেছেন?
@@tanzinazaman6803 উনি আপনাদের RAW এর এজেন্ট।।ইন্ডিয়ার হয়ে বাংলাদেশ বিরোধী অনেক কাজ করেছেন গোপনে।।আওয়ামী লীগ এর ছত্রছায়ায় থাকার কারণে তাকে সাধারণ মানুষ কিছু করতে পারে নি।।একটা স্বাধীন দেশে দেশদ্রোহিতা করলে তো এমন শাস্তি পাবেই।।
সেজন্যই বললাম,,ভারতীয়দের যদি মন চায় তো তাকে ভারতে নিয়ে যান।🥰
কি করছে তরে @@Mukul_hossain1985
জন্ম পশ্চিমবঙ্গে, কিন্তু প্রতিমুহূর্তে শিঁকড়ের টান অনুভব করি.......
ধন্যবাদ 'জলের গান'!
Dada tomader ganer kono tulona hoyna, khub valo lage tomader gaan, tomar sobai valo theko
কলকাতা থেকে লিখছি। অসাধারণ। জলের গান - আপনাদের সব কটি গান আমার প্রিয়। বারবার শুনি।
মাটির গন্ধ আছে প্রান ভরা জলের গানে,,, ভালবাসি জলের গান, ভালবাসা রইল রাহুল দার প্রতি,,, ভালবাসা রইল জলের গান এর সকল সদস্যদের প্রতি,,,,,,,,❤
আজ প্রথম শুনলাম গানটা আগেও অনেকবার দেখেছি শুনা হইনাই🥲
আজ শুনে আহ্ বলার ভাষা নাই❤️🩹👌
জলের গানের, প্রতিটি গান আমার হৃদয় ছুয়ে যায়। যে গানের নেশায় আমি আসক্ত। আমি মাতাল ও উন্মাদ। লাভ ইউ জলের গান।💖💖💖💗💗💗💟💟💓💓
j
আমাদের বাঙলা পিঠার উৎসবে 🍃 প্রাণের মেলায় এ এক অন্যরকম অনুভূতি নিয়ে এলো "জলের গান"।।
অসাধারণ! 🌺 প্রাণ ভরা শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আপনাদের জন্য 🌼🌺🌻
একটি বাংলাদেশ ভ্রমন কাহিনী তে ব্কুল ফুল, ব্কুল ফুল ...গান (জলের গান) অন্য সব অসাধারণ মনের মত, পল্লীগীতি মন মাতিয়ে গেলো, ... পিঠাপুলির গানে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ইচ্ছে আবার প্রবল হয়ে গেলো শুধু অপেক্ষায়, মহামারী শেষ হবার 👍👏👏👏 শুভেচ্ছা জানাই
❤️❤️❤️❤️❤️❤️
বাংলাদেশের সাথে নারীর টান না থাকলেও, এখানকার লোকসংগীত সত্যিই মন ছুয়ে যায়। ঢাকা ফোক ফেস্টিভ্যাল এর ব্যাতিক্রমী সঙ্গীত থেকে শুরু করে চাটগাঁইয়া গানের মিষ্টি ভাষা, আর এখন এই "জলের গান" এর এই ধরনের মাটির গান সত্যিই নাগরিক কোলাহল থেকে সত্যিই মনের আরাম প্রদান করে।
সেই প্রকাশের পর হতে নিয়মিত বিরতিতে শুনছি। এই গানের প্রতি আলাদা একটা টান কাজ করে। ভালোবাসা নিও জলের গান।
জলের গানগুলো কলিজায় টান মারে। গানটা শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে। কি জানি কি চিন্তা করে দেখি চোখের কোণে জল।
সংস্কৃত ভাষায় বিহান শব্দের অর্থ ভোরবেলা। রবীন্দ্রনাথের কিছু কবিতাতেও বিহান শব্দটা পেয়েছি। সম্ভবত বিইন্নেবেলার উৎপত্তিও এই শব্দ থেকেই। জলের গান অনেক অনেক ভালোবাসা কলকাতা থেকে💝💝💝আমি ভীষণ ভালোবাসি আপনাদের গান শুনতে।
❤️❤️❤️🇧🇩👌
হায়
This song have something special
I am still not moved from this song💕 আহারে আহারে আহারে আহায় আমার! 💕💕
ভালোলাগার আরেক নাম 'জলের গান'! অসাধারণ কথা, সুর এবং গায়কীভঙ্গী ❤
My roots are deeply grounded in
Mymensingh & Rangpur, though I'm an proud Indian but all said & done I just can't forget my legacy as my parents also never forget the same. Joler Gaan .... you guys have probably reincarnated me. Thank you all. Wish you all the best in life.
♥️♥️♥️
@Arab Bedouin I don't use FB.
Same here , my ancestors were also from Mymensingh. ❤️❤️❤️❤️❤️
বাহে আইসেন কেনা রংপুরোত।
@@Erh7579. u 0@
,o,,,hl, g
অসাধারণ কণ্ঠ ...... 💓
গান গুলো আমাদের মত মানুষের মনের খোরাক।
আমার মত আর কার ...?
বরিশালের আঞ্চলিক ভাষায়ও বিয়ান মানে ভোর.... ভালোবাসা অবিরাম ❤
অভিনন্দন জলের গান💝💝গানটি মিলিয়ন পাওয়ার যোগ্য🔥🔥। অবিরাম ভালোবাসা❤️❤️❤️
You get your house torched when you compose such beautiful songs and promote some special dance and instruments.
এত সুন্দর দেশ বাংলাদেশ বাংলায় কথা বলি অথচ বাংলাদেশের যাওয়ার জন্য এত বেড়াজাল আমার সাধ্যের মধ্যে থাকলে ভিসা পাসপোর্ট এর দেওয়াল ভেঙে ফেলতাম
নবাব সিরাজুদ্দৌলার সেই বাংলা ফিরিয়ে আনুন পারলে.... তবেই হোক জোরদার বাংলা৷
ভালোবাসা রইলো ♥️♥️♥️
চেস্টা করুন
আহা .. মনের কথা বললেন।
Banglar manushder visa keno. Manina manbona
অনবদ্য একটা গান শুনলাম।।। আমাদের প্রজন্মের জন্য এটা একটি অসাধারণ উপহার।।আজ মকড় সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন।।আজকের দিনে এমন গান দারুন।।।আর গানের সুর, কথা, বাদ্য,ভাব ভঙ্গি, বাচনভঙ্গি এক কথায় অতুলনীয়, ❤❤❤❤❤❤
হায়
যতবার শুনছি আরো বারবার শুনতে ইচ্ছে করছে ...! অনেক ভালোবাসা আর শুভকামনা জলের গানের জন্য..! আর যিনি পেছনে তালে তালে নাচছেন, যেন গানের সৌন্দর্য উনি তিনগুন বাড়িয়ে দিয়েছেন... এত সুন্দর হাসি আর স্বতঃস্ফূর্ত নাচ... সব মিলে অপূর্ব...!!!
❤❤❤
হায়
এমন ঋষি শিল্পীর বাড়ি পুড়ে দেবে কল্পনাও করিনি- জগন্য মানুষ!!
পুড়ে দেই নি পাশের বাসা থেকে আগুন গেলে গেছিলো, আপডেট নিউজ দেখা
ওনার বাড়ির সাথেই শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়ি। সেখান থেকে ওনাররঘরেও লাগে আগুন। উনি নিজেই বিষয়টি ক্লিয়ার করেছেন।
@@TravelWithRafiq1 প্রথম বলছে আগুন দিছে ২দিন পরে আবার বলছে পাশের বাসা থেকে আগুন গেলে গেছিলো
ঠিক, স্বাধীন হওয়ার সাথর সাথে পাশের বাড়ির আগুন লাগলো। @@faisalmahmud6061
আহা! কত সুন্দর মাধুর্য মিশ্রিত কথার বুনন।
এক কথায় অসাধারণ।
Bangaledesh holo vu swargo.
Jodi bece thaki ek din obossoi jabo panta elish r pitha khete.
আহা!
কি সুন্দর 🥺
যেন গানের মরুভূমিতে বৃষ্টির একফোটা শীতল পরশ🌧️
আহা❤️❤️❤️
হৃদয় নিংড়ানো ভালবাসাটুকু অাপু তোমাকে দিলাম,,, জলের গানকে ভালবাসা থাকলো
এক প্রকার নেশার নাম জলের গান...
যার মাদকায় মাদকাসক্ত হওয়ায় তৃপ্তি আছে😍
আসলেই.! 🎉😊
নিয়মের বেড়াজাল না থাকলে আজই সোনার দেশটাই চলে যেতাম।❤️❤️
এসব গান কত হাজার কোটি বার শুনলে আমার সাধ মিটবে তা কোনভাবেই বোধগম্য হয় না❤️
শুধুমাত্র একটা গান ই না,
আমার কাছে মনে হচ্ছে গানের ভেতরের যে চরিত্র টা ঐটা আমি ♥️🥰🥰🥰
কী সুন্দর, মনটা ছেয়ে গেল। আমাদের এখানে অর্কদীপ ও গাইল, সকলের গান ই খুব সুন্দর লাগল
How many times I have seen this song, I don't know. It's uncountable. Evrytime watching, feeling just first time seeing. Excellent. Gaan ta Mon ta bharuiye dei.
এই গানটি আমার পছন্দের তালিকায় একটি। যাইহোক, এই গানের সাথে অবশেষে তাক লাগানো নান্দনিক এক ভিডিও পেলাম। খুব চমৎকার। গান যেন শেকড় থেকে শিখরে নিয়ে যায়।
আর পিছনের দিদির নাচ অসাধারণ ছিল।
#রাহুল_আনন্দ_দাদা
#মল্লিক_ঐশ্বর্য_ভাই
#জয়তু_জলেরগান।
একজনে❤ বলছে পিঠাপুলির গানটা শুনতো। শুনে ভালো লাগলো
জলের গান হচ্ছে বড় নেশা যেই নেশা থেকে চাইলে বেড়োনে যাবে না😍এই নেশায় বার বার আসক্ত হতে চাই😍
Thik bolcen bhai. Joler gan er onno rokom ekta nisai poira gice ame....poti din ekbar nah sunle valo lage nah.
Bah re, ettoo sundor!! ❤
কোনো রাজনীতি দুই বাংলার এই ঐতিহ্য কে শেষ করতে পারবে না কোনোদিনই ফুরিয়ে যাবে না এই ঐতিহ্য
আহারে কি অমায়িক পরিবেশনা। সত্যি মুগ্ধ হওয়ার মতো।
ময়মনসিংহ 💕❤️❤️❤️
আহারে আহারে ইস,
জলের গান প্রাণের স্পন্দন এর মতো 🌺❣️❣️❣️💝💝
ভারত থেকে বলছি আপনাদের অনেক ভালবাসা
আপনাকে অনেক ভালোবাসা 😍
জলের গান মানেই প্রকৃতির ডাক বা কথা। অালহামদুলিল্লাহ জলের গান চ্যানেলের সমস্ত গান শুনে শেষ করলাম।
মল্লিক ঐশ্বর্য ভাইকে প্রাণভরা ভালোবাসা। অসাধারণ। লেখা চলতে থাকুক। আপনার গলাও আমার অনেক পছন্দ।
এই গান কি উনি লিখসে?
@@nisarahman357 Lyrics & Tune : Mallik Yishorja। উপরে লেখা আছে এটা
গরমের বিহান বেলায় শীতের পরশ পেলাম, ধন্যবাদ জলের গান।
Love form Assam ❤❤❤(India🇮🇳)
শেকড়ের গানে গানে এপার বাংলা ওপার বাংলা এক বিনি সুতোর মালা,,,,,,,,অজস্র ভালোবাসা রইলো জলের গানকে
মকর সংক্রান্তির দিন আমার মা-কে গানটা শুনিয়েছিলাম..
সেদিন দেখি আমার মা পিঠাপুলির গান গুনগুন করছে!!
👌
গান যে মনের খোরাক জলের গান তার উদাহরণ ইতিহাস ঐতিহ্যের ধারক গানটি শুনতে শুনতে কখন যে ছেলে বেলায় চলে গেছি অসাধারণ
কড়া শুধে ভালবাসা দিচ্ছি 😍😍😍
বিনিময়ে ভাললাগার মানুষ গুলো ভাল থাকুক☺☺☺
মুগ্ধতার প্রতি ফলন আহ কলিজা টা ঠান্ডা করে দিলো
আঞ্চলিক গানের ভাষায় অসাধারণ
বাঁশির সুর ২০২৩ আগষ্ট ❤
"আজি হতে শত বর্ষ পরে, কে তুমি শুনিছো বসি জলের গান খানি কৌতুহল ভরে?"- আর বেশি কিছু বলতে চাইছি না
গ্রাম বাংলার প্রান, এইতো আমাদের জলের গান...
ভালবাসি রাহুল দা কে😍😍😍
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস 😍
কোথায় কোন এক জগতে হারিয়ে গেছিলাম।এই জগতে এসে দেখি চোখের কণে জল❤❤❤
মাটির গানের জন্য ভালবাসার অভাব মিটে গেল☺
প্রবাসে ব্যস্ত জীবনে একটু সময় পেলে জলের গান গুলো শুনি। মনটাই শান্তি হয়ে যায়।
বিহান বেলা ভাইটার হাসিটা সেই😍😍😍😍😍😍😍আর জলের গান তো কেমন এটা নিয়ে কোন কথা হবে না। যুগ যুগ জিও জলের গান 😍😍💞💞💞💞💞
আইডিয়াল কলেজের একজন স্টুডেন্ট হয়ে বলছি,
খুব ভালো লেগেছিল আপনদের পিঠা পুলি গান দিয়ে শুরু করা আর ধন ধান্যে পুষ্পে ভরা গান দিয়ে শেষ করা ।।
আপনাদের দ্বারাই আসল দেশপ্রেম বুঝায়😊
💖বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে💖রংপুর থেকে শুনলাম খুব ভালো লাগছে,,,,,👉NEXT ভিডিও এর অপেক্ষায় আছি💖
গ্রাম বাংলার এইসব গান ও দৃশ্য দেখতে খুবই ভালো লাগে🥰
1:21 ❤❤❤❤❤❤❤
"জলের গান"! কৃত্রিম আর যান্ত্রিকতার নগরে একটুকরো মৌলিকতার আস্বাদ। হয়তো যুবসমাজ এখনে "Feat". এর আস্বাদে এগুলো শুনছে না, কিন্তু কমেন্ট রেখে যাচ্ছি আজ থেকে ১০ বছর পরে আপনারাই লিজেন্ড। মৌলিকতার জন্য শুভকামনা রইলো!!
ধারণাও করতে পারবেন না, এরা কতোটা জনপ্রিয়। এদের কনসার্ট খুবই জমজমাট হয়।
দিদি ভাই নৃত্য আর হাসির ছলে মনটা যে কখন কেড়ে নিলে টেরই পেলাম না।শুভকামনা রইল প্রিয় জলের গান।
আহারে আহা......
বেশ বেশ বেশ.....♥♥♥♥♥
গান গুলো শুনলে মনে হয় আহা্ কি শুনলাম , বোধ করি এপার বাংলা অর ওপার বাংলা নিয়েই আমাদের বাংলাদেশ,এই গান গুলি বাঙ্গালীর গান।💕
Who has touched on dislike
What a nice composition, astounding flute playing!
Fucing so called blind conservatives done this😢