দাঁড়ি বোরখা ফরজ করলো কে? রিলিজিয়াস মাইন্ডসেট - সজল রোশন | Religious mindset | Sajal Roshan

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2023
  • বাংলাদেশের পোশাক কেন্দ্রিক ধার্মিকতার ব্যাপারে কিছু বলা। এখানে পোশাকের ধর্মটা খুব প্রকট। এবং এই মুলুকে টুপি-পাঞ্জাবীকে সুন্নতি পোশাক মনে করার মত এক হাস্যকর ধারণা প্রচলিত আছে। এখানে একটা মানুষকে মূল্যায়ণ করা হয় কেবল তার পোশাক এবং বাহ্যিক লুক দিয়ে। সে কতটুকু ঈমানদার তার পরিমাপ ও হয় কেবল পাঞ্জাবির সাইজ দিয়ে।
    সেদিন বিশ্ব খ্যাত ইসলামিক স্কলার তুরষ্কের প্রফেসর মেহমেদ গরমেজের একটা অনুবাদ মিম্বার গ্রুপে পোস্ট করা হলে সেখানের কমেন্ট সেকশন দেখে আমি অবাক হয়ে যাই। লোকজন কমেন্ট করছে- ইসলামিক স্কলার কিন্তু দাড়ি নাই, হা হা, যার নিজের শরীরে ইসলাম নাই, সে কিসের ইসলাম শিখাবে ব্লা ব্লা। অক্সফোর্ডের ইসলামিক স্কলার তারিক রামাদানের ব্যাপারেও এদেশীয়দের সেম অভিমত, বাহ্যিক লুক দেখে বিচার করা হয়। সাইয়েদ কুতুব শহীদ ও ইকবালদের সৃষ্টি অন্যান্য চিন্তা ও দর্শনকে মোকাবিলা করার জন্য মোল্লাদের অন্যতম হাতিয়ার এবং এদের বিকল্প নেই বলে তাদের ব্যাপারে এরা খানিক চুপ থাকেন।
    আবার ইসলামিক নারী স্কলাররা বহির্বিশ্বে নিয়মিত পুরুষ শ্রোতাদের সামনে লেকচার দিচ্ছেন চেহারা খোলা রেখেই। তাদের সামনে অন্য পুরুষ ইসলামিক স্কলাররাও উপস্থিত থেকে লেকচার শুনে থাকেন। এদেশে এমনটা হলে ঐ নারীকে যথাসম্ভব নেগেটিভ ভাবে উপস্থাপন করা হতো। হিজবুত তাহরীরের একটা মেয়েকে দেখি মাঝে মাঝে ইসলামিক টপিকগুলো নিয়ে বিভিন্ন আলোচনা টেনে থাকেন। তার আলোচনার ব্যাপারে কথা বলার চাইতে কমেন্ট সেকশনে তার ব্যাপারে নেগেটিভ আলোচনা বেশি করা হয়। তাকে বেশ্যা পর্যন্ত বলা হয়ে থাকে কথিত ধার্মিকদের মুখ দিয়েই।
    সাধারণ নারীদের চেহারা খোলা রাখা নিয়েও কোরআন কোন বাধ্যকতা দেয়না। কেবল বুকে চাদর রাখা ছাড়া স্পেশাল কোনো শর্ত নেই কোরআনে। এই শালীনতা ঠিক থাকলে একটা নারীর থ্রিপিস, কোর্ট স্যুটেও কোন আপত্তি নেই ইসলামের। বহির্বিশ্বের নারী ইসলামিক স্কলাররা কোর্ট-স্যুটও পরিধান করে থাকেন। তবে বেশিরভাগ স্কলার নারীসুলভ পোশাক এবং মুখ খোলা রাখা হিজাব পরিধান করেন। খুব কম স্কলার আছেন যে বোরকা পরিধান করে থাকেন। আর এই বোরকা পরিধান কোরআনের শর্তও না। কিন্তু ঠিক সে রকম চলাফেরা করলেও নিকাব না বাঁধার কারণে একটা মানুষের ঈমানকে প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের দেশে। তাকে খারাপ বানিয়ে দেয়া হয় বোরকা পরিধান করা নারীটির তুলনায়।
    ব্যাপারগুলো কেন হয় তা দেখতে গিয়ে আমি পেলাম - লিবাসুত তাকওয়া বা "তাকওয়ার পোশাক" কোরআনের এ ধারণার ব্যাখ্যা। যার ব্যাখ্যায় কতিপয় ধর্মীয় মোল্লারা বলেন- তাকওয়ার পোশাক এমন একটি পোশাক 'যে পোশাক পরিধান করলে আল্লাহভীতি বৃদ্ধি পায়। কি আজব ব্যাখ্যা!
    ...
    মুসলমানদের জুব্বার কাপড় কয়গজ হবে, টুপি কেমন হবে এসব রাসুল বলেননি কারন তিনি কোন দর্জি ছিলেন না। বরং কাপড় পরিধানের ক্ষেত্রে যেসব দৃষ্টিকটু সেগুলোই মুসলমানদের জন্য নিষেধ করেছেন মাত্র। তৎকালীন সময়ে আরবের ধর্ম গোত্র নির্বিশেষে সকলেই পাগড়ী পরিধান করত, পাগড়ীকে বলা হত আরবের মুকুট। সুতরাং পাগড়ী, জুব্বা, টুপি এগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত নয় এগুলো ছিল আরব দেশের কালচার মাত্র। যেহেতু রাসুলুল্লাহ (স:) জুব্বা, পাগড়ী, টুপি এ পোশাক গুলোর প্রবর্তন করেননি বরং এগুলো যুগ যুগ ধরেই ছিল, যদি নবী (স:) এ পোশাক গুলো মুসলমানদের জন্য আলাদাভাবে আবিষ্কার করতেন তবেই এটাকে সুন্নত বলা যেত, অতএব এগুলো আরব দেশের সংস্কৃতি।
    মুসলমানদের জন্য এমন কাপড় পরিধান করতে হবে যাতে সতর ঢাকে, শালীন কাপড় ব্যবহার করতে হবে যা একেবারে পাতলা কিংবা টাইট হতে পারবে না যাতে শরীর কিংবা শরীরের পেশি স্পষ্ট হয়।
    দাড়ি রাখার বিষয়ে কিছু কথা:
    দাড়ি রাখা ফরজ কিংবা ওয়াজিব নয়। দাড়ি রাখার ব্যাপারে কোরআন এ সরাসরি কোন নির্দেশ নাই। রাসুলকে অনুসরন এর ব্যাপারে যে আয়াতগুলো আছে তা দিয়ে দাড়ি রাখার বিধান ফরজ অথবা ওয়াজিব প্রমাণ করা যাবে না, কেননা শরিয়তের গুরুত্বপূর্ণ বিধানাবলী পরোক্ষ নয় বরং প্রত্যক্ষভাবে শারিঈ কতৃক ঘোষিত হয়ে থাকে। অতএব দাড়ি রাখা ফরজ তো নয়ই এমনকি ওয়াজিবও নয়।
    তাহলে দাড়ি রাখা কি সুন্নত?
    অতএব বুঝা যায় তৎকালীন সময়ে আরবের কাফের মুশরিক ও অন্যান্য বিধর্মীরা ও দাড়ি রাখত। খ্রীস্টান পাদ্রীদের দাড়ি অনেক লম্বা ছিল কিন্তু ইহুদিরা দাড়ি ছোট রাখত এবং গোফ বড় রাখত, রাসুল (স:) তাদের এ কুরুচীপূর্ণ স্বভাবের বিরোধিতা করেন।
    আমাদের সমাজে অধিকাংশ মানুষের ধারনা হল যে দাড়ি রাখা ফরজ বা ওয়াজিব। তাবলিগ জামাত, সালাফিপন্থী সহ আমাদের দেশের সকল মাদ্রাসার আলেমদের মতে দাড়ি রাখা ফরজ এবং দাড়ি না রাখলে সে ফাসেক কখনও সে কাফের অথবা কখনও দাড়ি না রাখলে সে বেদ্বীন হয়ে যায়।
    এখন আমরা দেখবো সে দাড়ির ব্যপারে ইসলাম কি বলে?
    দাড়ির ব্যপারে কুরআন এবং হাদিসে কি আছে আগে দেখে নেইঃ
    দাড়ি রাখার ব্যপারে কুরআনে কোন আয়াত নেই।
    অতএব বলা যায়, জুব্বা, টুপি, পাগড়ী এগুলো রাসুলের নির্ধারিত কোন সুন্নত নয় বরং আরবীয় কালচার। আর দাড়ি রাখাটা সুন্নতের অন্তর্ভুক্ত নয় তবে ফেতরাতের অন্তর্ভুক্ত বটে। দাড়ি রাখাও কোন নির্দিষ্ট সুন্নত নয় আর কোরআন মাজিদেও দাড়ি রাখার ব্যাপারে স্পষ্ট কোন নির্দেশ নেই।
    📖 রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেঁকি গেলা
    ✒️ সজল রোশন
    💰 504 টাকা
    🛒 অর্ডার লিঙ্কঃ
    www.durbiin.com/book/religiou...
    অর্ডার করতে কল করুন -01773366266, 09643007007, 01307452110
    #hijabfashion #nikab #dress #tupi #islamicdress #lifestyle #beard #arabic #durbiin #books #islamicpost #islamicvideo #sajal #religious #mindset #nobi #hadis #Quran#Allah
    ______Contact with us______
    Website
    www.durbiin.com
    Facebook
    / durbiin.com.bd
    UA-cam
    / durbiinofficial

КОМЕНТАРІ • 595

  • @sumonayeasmin5670
    @sumonayeasmin5670 9 місяців тому +32

    প্রতিটা মানুষের উচিত জীবনে একবার হলেও পবিত্র কুরআন অনুবাদ সহ পড়া। কারণ দেশের ৯৮% মানুষ কুরআন শুধু পড়ার জন্যই পড়ে। কিন্তু জানেনা যে আসলেই কি লেখা আছে বা সেগুলার অর্থ কি।অর্থ জানলে জীবন নির্বাহ আরো সহজ হবে।ইসলাম সহজ আর শান্তির ধর্ম।ইসলামকে কিছু মানুষ নিজেদের স্বার্থে কঠিন করে তুলে ধরেছে, যার কারণে ইয়াং জেনারেশন ইসলাম থেকে সরে আসছে।

    • @gulshanara130
      @gulshanara130 6 місяців тому

      দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে সত্য মিথ্যা থেকে পৃথক হয়ে গেছে।যে সত্যকে মেনে চলবে ও মিথ্যা থেকে দুরে থাকবে তার কোনও ভয় নেই।#2#256
      সুতরাং কেউ যদি হাদীস অনুযায়ী পোশাক না পড়ে অবশ্যই তাকে কষ্টদায়ক কথা বলা যাবে না।
      পোশাকের গুরুত্ব অনেক পরে এসেছে কোরআনে। প্রথমে এসেছে সংযমী / মুত্তাকি হতে।
      অবশ্যই আল্লাহ সোবহানাল্লাহ তালাহ কোরআনে প্রথমেই বলেছেন মুত্তাকি হতে।মুত্তাকি মানে সমস্ত গোনাহ এবং হারাম থেকে সম্পূর্ণরূপে নিজেকে বাচিয়ে রাখা, এর সাথে বিশ্বাস ও সৎ কাজ করা, সৎ কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আখলাক বা সবার সাথে ভাল ব্যবহার করা ও সৎ উপার্জন করা, কোনও ভাবেই কারো হক নষ্ট করা যাবে না। তারপর সঠিক ভাবে নামাজ পড়া। নামাজের প্রধান শর্ত হল বুঝে নামাজ পড়া এবং যাকাত দেয়া। রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, হজ্বের প্রধান শর্ত পুরোপুরি তাকওআ অর্জন করে ফাইনাল ক্ষমা প্রার্থনা করা। সুতরাং মুত্তাকি হওয়াটাই প্রধান উদ্দেশ্য।

    • @mdredwanmdredwan1479
      @mdredwanmdredwan1479 6 місяців тому

      Homm

    • @banglamail2843
      @banglamail2843 4 місяці тому +2

      তাহলে তো ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে 😂😂

    • @AbulFazal-cy8yw
      @AbulFazal-cy8yw 3 місяці тому

      যারা কোরআন বুঝেন চিন্তা করেন গবেষনা করেন তারা দিনশেষে ভন্ড ধর্মীয় ব্যবসাযীদের ভয়ে বলতে পারেন না। এই ভন্ডরাই সহজেই বেহেস্ত পসওয়ার রাস্তা বলে দেয়। কোরআনের ধারে কাছেও যায় না কাউকে যেতেও দেয় না।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 Місяць тому

      বন্ধ হওয়া উচিত। কোরানে বলেছে.. যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে এদের জন্য কিয়ামত পর্যন্ত হুথামা দোযখের আগুন।

  • @AbdulHalim-nk5bm
    @AbdulHalim-nk5bm 3 місяці тому +9

    ইসলামের প্রকৃত সৌন্দর্য জাতির সামনে চমৎকার করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । আপনার সুস্বাস্থ্য, নেক হায়াত ও উত্তরোত্তর সফলতা কামনা করছি । আমিন

  • @user-gs4nf4xe4x
    @user-gs4nf4xe4x 5 місяців тому +9

    এতো সুন্দর করে কোরআনের অনুবাদ বোঝাচ্ছেন সজল ভাই, তারপরও কিছু লোক কোরআনের সত্যি কথা গুলো না মেনে বোখারী সাহেবের মনগড়া হাদিস তাদের কাছে বেশি গ্রহণ যোগ্য,, এদের ইমান কোন পর্যায়ে আল্লাহ ভালো জানেন

  • @gazi5903
    @gazi5903 2 місяці тому +2

    হে আল্লাহ , আমাদের আমলকে ধ্বংসকরে এমন বিপদজনক জ্ঞান থেকে রক্ষা করুন।

    • @abutaherbiswas7537
      @abutaherbiswas7537 Місяць тому

      ইয়া আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা আপনার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন না করে তাদের থেকে আমাদের রক্ষা করুন, আমীন

  • @jahidujjamanjahid4697
    @jahidujjamanjahid4697 24 дні тому +1

    মহান আল্লাহ তায়া’লা আপনাকে হেদায়েত দান করুক।

  • @siddiquesaifurjaman1210
    @siddiquesaifurjaman1210 9 місяців тому +9

    তিনি যুক্তিযুক্ত আলোচনা করেছেন। তাঁর পড়াশোনা আছে। আল্লাহ পাক তাঁকে জ্ঞান দান করেছেন।

    • @moynullslam4605
      @moynullslam4605 6 місяців тому +1

      ডাক্তারি বই পড়ে ডাক্তার হওয়া যায় ভাই

    • @abrarhamide5027
      @abrarhamide5027 5 місяців тому

      এমন ডাক্তারের কাছে রুগি আসবেনা

  • @quiahanthony5343
    @quiahanthony5343 Місяць тому

    আমি মুসলিম নই কিন্তু সজল ভাইয়ের যুক্তি পুর্ন কথা শুনে আমার ইসলামের প্রতি সম্মান বাড়লো। কিছু মন্তব্য আবার বিচলিত করে। প্রত্যেক ধর্মেই কিছু লোক আছে যারা ধর্মকে ব্যাবসায়িক মুলধন করে ফেসাদ তৈরি করে। আর এ ওর অনুসারি এটাকে নিয়ে ধর্মপ্রান সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আর এতেই ওদের ফায়দা।

  • @mofijulislam5984
    @mofijulislam5984 2 місяці тому +1

    ভেজাল ঘি খাওয়ার ঠেলায় আমরা আসল ঘির স্বাদ ভুলে গেছি। সজল ভাই ধন‍্যবাদ।

  • @solemansk9170
    @solemansk9170 24 дні тому +1

    সহেব আপনার আলোচনা খুব সুন্দর যুক্তিযুক্ত, তথাকথিত আলেম নামধারী অজ্ঞান লোক গুলো আপনার বিরোধীতা করবে, এরা ধর্ম ব্যবসায়ী। আপনার কাছে অনেক কিছু জানতে পারছি।

    • @mostakimimon8826
      @mostakimimon8826 22 дні тому +1

      বাহ, নিজে একবার যাচাই না করেই আলেম দের ধর্মব্যবসায়ী বললেন। আর এই ব্যক্তিকে অন্ধ বিশ্বাস করলেন। আপনি তাহলে সুরাহ আহযাব এর meaning পড়ুন এবং তারপর আবার কমেন্ট করুন।

  • @siddiqur21
    @siddiqur21 5 місяців тому +5

    এই লোক তো ডেসটিনিতে মানুষকে জয়েন করাইতো, ট্রেনিং করাইতো। ডেসটিনি শেষ সেও আমেরিকায় পালিয়ে গেলো। আর সেদেশে গিয়ে ইংরেজিতে কুরআন হাদীস গবেষক হয়ে গেলেন। আমরা সকল বাঙ্গালী সুন্দর বাচনভঙ্গিতে আকৃষ্ট হয়ে পড়ছি।

    • @MohammadAli-qc2jt
      @MohammadAli-qc2jt 5 місяців тому +1

      ni:chsondehe ei lok ihudi kristan gosthir peid ejent. eta jara onudhabon korthe byrtho tgrai tar prosongsay ponchomukh.

    • @user-om2ir7pm6s
      @user-om2ir7pm6s 3 місяці тому

      সত্য কথা বললে চাচা নাউ থেকে নামো।

    • @siddiqur21
      @siddiqur21 3 місяці тому

      @@user-om2ir7pm6s ডেসটিনির যে লোকদের থেকে সে টাকা নিলো, তার কি সমাধান? গবেষণার একটা বয়ান শুনা দরকার

  • @user-gs4nf4xe4x
    @user-gs4nf4xe4x 5 місяців тому +4

    সজল ভাই, আল্লাহ পাক আপনাক ভালো ও সুস্হ রাখুন

  • @khanmonoara2599
    @khanmonoara2599 Рік тому +22

    হে আমার রব আমাদের সবাইকে কুরানের আয়াত মেনে চলার তাওফিক দান করুন।
    মিথ্যা মনগড়া কিচ্ছা কাহিনির হাদিস থেকে রক্ষা করুণ।
    হে আমার রব আমার দু'য়া কবুল করুণ 🤲

    • @aminulsallenglish9094
      @aminulsallenglish9094 11 місяців тому

      Jahel

    • @SabbirLinked
      @SabbirLinked 11 місяців тому +1

      নাউজুবিল্লাহ। তোদের উপর আল্লাহর গজব পরবে ইনশাআল্লাহ।

  • @user-cr2gk7vq9g
    @user-cr2gk7vq9g Рік тому +1

    Alhamdulillah..verry important lecture..

  • @sarfarazbim1
    @sarfarazbim1 6 місяців тому +1

    Brilliant Analysis indeed

  • @lutfunnahar4268
    @lutfunnahar4268 Рік тому +2

    Well explained. I also think like

  • @PaglaJakir-f9i
    @PaglaJakir-f9i 26 днів тому

    সত্য কথার জন্য আপনাকে স্বাগতম, লেবাসদারী জাহান্নামী।

  • @user-mg5mt1qr3w
    @user-mg5mt1qr3w 3 місяці тому +2

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য।

  • @issamoni3745
    @issamoni3745 4 місяці тому +3

    সত্যি কথা কেউ বুঝবে না।

  • @atiqueuzzamanchy5356
    @atiqueuzzamanchy5356 4 місяці тому +1

    Like your blogs. Please keep it up. You’re absolutely in right way

  • @user-lv5or7ej9y
    @user-lv5or7ej9y 10 місяців тому +8

    হ্যাঁ আমরা এটা মানলাম যে নবীজির দাড়ি ছিল এটা আমরা কিভাবে জানলাম তাইতো বলি আপনার বৈধ বাপ কে ছিল আপনি কিভাবে জানলেন

    • @sakinabegum6548
      @sakinabegum6548 4 місяці тому

      আপনি কিভাবে জানেন

    • @humayunkabir2927
      @humayunkabir2927 3 місяці тому

      ​@@sakinabegum6548আপনার বর্তমান বাবাকে নিয়ে তাহলে সন্দেহ আছে আপনার?? আপনার মাকে জিগ্যেস করে দেখতে পারেন।

  • @emiliatondra4879
    @emiliatondra4879 Рік тому +15

    সৎ কর্ম ও সুন্দর ব্যবহার সবার জন্য সত্য।

  • @monirvoice9043
    @monirvoice9043 19 днів тому

    একটি আয়াতে বলা হয়েছে চাদরের এক অংশ মুখের উপর টেনে নিতে.... অন্য আয়াতে আছে মাথার চাদর বুকের উপর টেনে দিতে... ২য় আয়াতের ব্যাখ্যায় অনেকে বলে মাথা থেকে বুকের উপর কাপর টেনে দিতে গেলে মুখের উপর দিয়েই বুকের উপর পরে তাই মুখ ঢাকাও ফরজ........
    চিন্তা করে বলুন মুখের উপর দিয়ে বুক ঢাকলে তারা রাস্তা দেখতো কিভাবে? আপনি যখন শীতে মাথার উপর চাদর দেন তখন কি বুকের উপর দেন না? বুকের উপর চাদর দিতে গেলে কি মুখের উপর দিয়ে দিতে হয় নাকি মাথার দুই পাশ দিয়ে বুকের উপর পরে? চাদর মুখের উপর দিয়ে বুকে টেনে নিলে আমরা কিছুই দেখতে পাবো না....
    দ্বিতীয়ত এই আয়াতের ব্যাখ্যা যদি এমন হত যে মাথার কাপর বুকের উপর দিতে গেলে মুখের উপর দিয়েই পরবে তাই মুখ ঢাকতে হবে, তাহলে অন্য আয়াতে আলাদাভাবে চাদরের এক অংশ মুখের উপর টেনে দেয়ার কথা বলা হতো না, কারন আপনার মুখ যদি ঢাকাই থাকে থাহলে আবার তার উপর চাদর টেনে দেয়ার কথা আসতো না অন্য আয়াতে।
    চাদর এর কিছু অংশ মুখের উপর টেনে দিলে বোঝা যাবে এরা কৃতদাসী নয়, এরা মুমিনদের স্ত্রী, এটা এদের চিহ্নিত করবে,এদের উত্তক্ত করবে না কেউ।

  • @sarkertraders4493
    @sarkertraders4493 5 місяців тому +1

    নবীর স্ত্রী এবং মু'মিন নারী উভয়ের কথাই আছে।

    • @monirvoice9043
      @monirvoice9043 19 днів тому

      ওই আয়াতে বলা হয়েছে চাদরের এক অংশ মুখের উপর টেনে নিতে.... অন্য আয়াতে আছে মাথার কাপর যেন বুকের উপর টেনে দিতে... এই আয়াতের ব্যাখ্যায় হুজুররা বলে মাথা থেকে বুকের উপর কাপর টেনে দিতে গেলে মুখের উপর দিয়েই বুকের উপর পরে!!! চিন্তা করে বলুন মুখের উপর দিয়ে বুক ঢাকলে তারা রাস্তা দেখতো কিভাবে? আপনি যখন শীতে মাথার উপর চাদর দেন তখন কি বুকের উপর দেন না? বুকের উপর চাদর দিতে গেলে কি মুখের উপর দিয়ে দিতে হয় নাকি মাথার দুই পাশ দিয়ে বুকের উপর পরে? চাদর মুখের উপর দিয়ে বুকে টেনে নিলে আমরা কিছুই দেখতে পাবো না....
      দ্বিতীয়ত এই আয়াতের ব্যাখ্যা যদি এমন হত যে মাথার কাপর বুকের উপর দিতে গেলে মুখের উপর দিয়েই পরবে তাই মুখ ঢাকা ফরজ, যদি তাই হত অন্য আয়াতে বলা হতো না যে চাদরের এক অংশ মুখের উপর টেনে দিতে হবে...
      চিন্তা করে দেখুন যদি মাথার চাদর দিয়ে বুক মুখ সব ই ঢেকে রাখা হয় তাহলে আলাদা আয়াতে বলা হতো না যে
      চাদর এর কিছু অংশ মুখের উপর টেনে দিতে....
      চাদর এর কিছু অংশ মুখের উপর টেনে দিলে বোঝা যাবে এরা কৃতদাসী নয়,তাই এদের উত্তক্ত করবে না কেউ....

  • @MdKhokon-dg9ks
    @MdKhokon-dg9ks 11 місяців тому +4

    অসাধারণ আলোচনা ❤

    • @user-lv5or7ej9y
      @user-lv5or7ej9y 10 місяців тому

      হ্যাঁ ভাই আপনি কি আলোচনাটা বুঝছেন

    • @MdKhokon-dg9ks
      @MdKhokon-dg9ks 10 місяців тому

      @@user-lv5or7ej9y কেন বুঝবো না।

    • @user-lv5or7ej9y
      @user-lv5or7ej9y 10 місяців тому

      আপনি না বললেন যে অসাধারণ আলোচনা হয়েছে এটার মানে কি ভাই

    • @MdKhokon-dg9ks
      @MdKhokon-dg9ks 10 місяців тому

      অসাধারণ শব্দের অর্থ না জানলে তাহলে আবার নতুন করে প্রাইমারী স্কুল থেকে শুরু করেন।

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 Рік тому +2

    Dress depends on claimate. I think it should be marginal . whole body to be covered is not most essential. Right speach regarding dress.

  • @mostakimimon8826
    @mostakimimon8826 22 дні тому +1

    Ki sundor vabe sotto eriye jay.
    Surah ahzab er 59 no ayat porlei to clear hoye jay. Sekhane bissasi narider keo porda korte bola hoyeche.
    Ar uni seta clear korlen na. Sobai k dokhar majhe rakhlen

  • @needforeveryone-lf9tm
    @needforeveryone-lf9tm Місяць тому +1

    অসাধারণ আলোচনা

  • @amirmillon5790
    @amirmillon5790 Рік тому +3

    থ্যাংকস ভাই।

  • @afsagarments5309
    @afsagarments5309 3 місяці тому +1

    Namaz rasul pak enechen.tahole nabir agge ki namaz pora hoto na.jodi na. Tahole ki ebadot kora hoto?

  • @khohinoorbegum8956
    @khohinoorbegum8956 Рік тому +1

    Salamun alykum marhaba from Brooklyn

  • @omarfaruqliton4303
    @omarfaruqliton4303 Місяць тому

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
    হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই।

    • @nurulhassan5789
      @nurulhassan5789 Місяць тому +1

      Dua ta banano ! Qur'ane koborer azab , dazzal bolte qurane nei .

  • @user-dq5ot8rt7y
    @user-dq5ot8rt7y 9 місяців тому

    আপনার কাছে জানতে চাই ্কাফফারার বিষয়। কোরান থেকে

  • @mohammedmojibulheider5580
    @mohammedmojibulheider5580 11 місяців тому

    Sajan Roshan I like you your brief

  • @user-jt1yp9wt1e
    @user-jt1yp9wt1e 16 днів тому

    সম্মানিত শ্রোতা এবং দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যেহেতু সাহাবা একরাম এবং যারা আল্লাহ তায়ালার রাসূলের হাদিস বর্ণনা করেছে তাদের কি কোরআন দ্বারা সত্যায়িত কিনা প্রশ্ন রেখেছে, এই যুক্তিতে আমরা তার কথা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। কারণ সে তো কোরান এবং হাদিস কোনটা দ্বারাই সত্যায়িত না।
    আমার কাছে মনে হয় তার কথাগুলোর মধ্যে বিভ্রান্ত লুকায়িত সমাধান নয়।
    এমন লোকের কথা কিভাবে আমলে নেওয়া যায় /নেওয়ার কি আছে যাদের কথার মধ্যে কোন সমাধান নেই?
    সে তার বক্তৃতার মধ্যেই কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছে দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। সেখান থেকে সে প্রচলিত আমলগুলোকে অস্বীকার করার মত ভঙ্গি করছে অথচ এর বিপরীতে কোন সমাধান দিচ্ছি না।
    তাহলে এটা কি সুকৌশলে ধর্মহীনতার দিকে আহ্বান নয়?

  • @MdAlomgir-ko1pv
    @MdAlomgir-ko1pv Рік тому +8

    সজল ভাই সুদ নিয়ে কোরান কি বলছে এটা নিয়ে একটি ভিডিও করবেন

  • @mdsobuz3865
    @mdsobuz3865 5 місяців тому +1

    সুন্দর করে কিছু প্রেজেন্টেশন করলেই তার সমস্ত কিছু শিক্ষা হয় না//

  • @latifarahmanrunu88
    @latifarahmanrunu88 2 місяці тому

    Thanks

  • @abdurrazzak403
    @abdurrazzak403 6 місяців тому

    এই লেখার জন্য অসংখ্যা ধন্যবাদ

  • @nazmunnahar5509
    @nazmunnahar5509 5 місяців тому

    shotti valo laglo.......

  • @sharifhossain1477
    @sharifhossain1477 2 місяці тому

    ধন্যবাদ।

  • @rajamia239
    @rajamia239 Рік тому +2

    দয়া করে যে জিনিস যতটুকু গুরুত্ব বহন করে সেই জিনিসের ইনফরমেশন এবং গুরুত্ব ততটুকু প্রয়োগ করুন,কারন আমরা অনেকেই আপনার ভিডিও দেখি

  • @holybookisthequran9592
    @holybookisthequran9592 Рік тому +1

    সালামুন আলাইকুম। জাহিদুল হক।

  • @khizrahasan7293
    @khizrahasan7293 11 місяців тому +4

    Mr.Sajol is a perfect agent of iblish...

  • @khanmonoara2599
    @khanmonoara2599 Рік тому +10

    সালামুন আলাইকুম।
    কুরআন মাজিত এ-র আয়াত দিয়ে উত্তম আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ।

  • @islamiabostraloy810
    @islamiabostraloy810 Місяць тому

    ১) আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন আমার রঙে রঙিন হও, আমার প্রশ্ন হল আল্লাহর আবার রঙ কি?
    ২) আল্লাহ পাক কোরআনের মহিলাদের আরও বলেছেন তোমরা নিজেদের ঢেকে রাখ, এই ঢেকে রাখার অর্থ কি?
    ৩) পুরুষদের বলেছেন মাথা ও চোখ নিচু রাখ। এর অর্থ কি?

  • @skmanzoor1361
    @skmanzoor1361 Рік тому +2

    I suggest you follow ustad numan ali khan to understand quran !!

  • @user-vf6ym4vm7e
    @user-vf6ym4vm7e Рік тому +12

    শিক্ষার আলোয় ধীরে ধীরে অনেক কিছুর‌ই পরিবর্তন আসছে। ভবিষ্যতে আরো আসবে আশা করা যায়। যারা হাদিস ইত্যাদি নিয়ে সর্বদা ব্যস্ত তারা নিজেরাই এক এক জন এক এক রকম কথা বলছে। এগুলো আর বেশি দিন চলবে মনে হয় না।

    • @shoronraju2522
      @shoronraju2522 Рік тому

      Vai age poren o kar xender bastubayen korche allha vlo jan

  • @user-gu2pj3oy4i
    @user-gu2pj3oy4i 25 днів тому

    পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়

  • @ansarulmolla7548
    @ansarulmolla7548 6 місяців тому

    সজোল ভাই আমাদে সমাজের আলেমর জদি এইরাকোম মানুস কে বাঝাতো কতোইনা ভালো হোতো?

  • @lookcare1714
    @lookcare1714 11 місяців тому +6

    আল্লাহ তুমি এরকম দাজ্জাল থেকে আমাদেরকে রক্ষা করো

  • @abdulmozidabdulmozidabdulm12
    @abdulmozidabdulmozidabdulm12 5 місяців тому

    ডান হাত যেমন বাম হাত ছাড়া৷ চলতে পারবে না৷ তেমনি কুরআন৷ আর হাদিস এক জায়গাতে থেকে আসছে৷ সব চেয়ে বড় কথা মুসলিম ধর্ম সব চেয়ে উতম

  • @mdmdarman4694
    @mdmdarman4694 6 місяців тому

    আসসালামুআলাইকুম ভাই আপনি কেন হদিসের রেফারেন্স দেন

  • @atiqurrahman4981
    @atiqurrahman4981 29 днів тому

    দাড়ি কেউ ফরজ করেনি। আর পর্দা ফরজ হয়েছে কোরআনেই, যদিও বোরকা বলা হয়নি। কিন্তু কেউ যদি এটা বোরকা দিয়েই করেন, তাহলে দোষ কোথায়?? আর পুরুষদের পর্দা সম্পর্কে কি বলা হয়েছে, তাও বইলেন। আপনি আপনার চোখ নিয়ন্ত্রণ করতে পারেন তো?? শুধু শুধুই এটাকে তর্ক এর বিষয়৷ না বানালেও চলে।

  • @nyeemTube11
    @nyeemTube11 Місяць тому

    Quran 25.31 and 33.59 have mentioned about the Hijab. Unless you have enough knowledge and guidance please be careful before making your complement. InShaAllah Allah knows everything.

    • @mobasherrajeeb125012
      @mobasherrajeeb125012 20 днів тому

      কি বলেছেন আল্লাহ?
      একটু বুঝিয়ে বলবেন?

  • @janujanu8095
    @janujanu8095 Рік тому +11

    অসম্ভব ধর্মীয় ব্যাখ্যার জন্য ধন্যবাদ। আপনি তো বাংলাদেশের টুপিধারী ধর্ম ব্যাবসায়ীদের ব্যবসা শেষ করে দিচ্ছেন।

    • @kazalshafi110
      @kazalshafi110 Рік тому

      আপনার মতো মাতালদের বুঝাতে পারবে।

    • @giasUddin-kk4km
      @giasUddin-kk4km 7 місяців тому

      Tuio abujaheler apon vai

    • @worldpolitics410
      @worldpolitics410 6 місяців тому

      ​@@giasUddin-kk4kmতোর বাপ ফেরাউনের আপন ভাই

    • @humayunkabir2927
      @humayunkabir2927 3 місяці тому

      কেমনে রে ভাই?? হাতি ঘোড়া গেলো তল, চামচিকা কয় কত জল।
      মুরগী কবির, মুনতাসীর, সুলতানা চক্রবক্র, জাফর ষাঁড়,, পারলো না মুসলমানদের ঈমান নষ্ট করতে, আর এইডা কোন ক্ষেতের মূলা?

  • @user-xk7rb8fu4h
    @user-xk7rb8fu4h Рік тому +2

    ফরজ কারে বলে গোসল কারে বলে

  • @md.zamaluddin9885
    @md.zamaluddin9885 3 місяці тому

    Rabindra babu what is your headache?

  • @golamkibria3859
    @golamkibria3859 11 місяців тому

    Right sojol vai moner porda asol porda

  • @mohammadmominmia235
    @mohammadmominmia235 3 місяці тому

    আপনার যুক্তি সঠিক

  • @nazmabegum696
    @nazmabegum696 7 місяців тому +2

    সজল ভাই আপনাকে আগে জানতে চাই আপনি মুসলিম না হিন্দু আমি বুঝে উঠতে পরছি না?

    • @hasanuzzamananuz8270
      @hasanuzzamananuz8270 5 місяців тому

      হিপোক্রেসি

    • @humayunkabir2927
      @humayunkabir2927 3 місяці тому

      এই হালায় হিন্দুর এজেন্ট, মুসলিম ভং ধরছে।

  • @user-ii1so5tq6e
    @user-ii1so5tq6e 8 місяців тому

    Vay kalamar banla sotik orto janiya video dan

  • @user-fi2er4iw5m
    @user-fi2er4iw5m Рік тому +4

    6:10 কারো দোকানে তালা দেয়ার পরও যদি চুরি হয় তবে অন্যরা কি দোকানে তালা দিবেনা? তারা কি বলবে তালা দিলেও চুরি হবে না দিলেও চুরি তাই আর তালা দেব না?

  • @mahfujurrahman2612
    @mahfujurrahman2612 Рік тому +1

    Yes

  • @HJOHNY
    @HJOHNY Рік тому +4

    আপনার কথার সাথে মিশনারীদের কথার কিছু মিল আছে।

  • @truemessage8585
    @truemessage8585 11 місяців тому +10

    কোরানে আছে যাকাত দিতে হবে এখন কতোটুকু দিতে হবে এটা হাদিস ছাড়া প্রমান করুণ, সালাত কায়েম করতে হবে কতো রাকাত তা প্রমাণ করুণ হাদিস ছাড়া ,

    • @user-wp6zh7vs4v
      @user-wp6zh7vs4v 4 місяці тому +1

      আল্লাহ কুরআনে বলছেন প্রয়োজনের অতিরিক্ত থেকে যাকাত দান ছদগা করবেন

    • @user-gs4nf4xe4x
      @user-gs4nf4xe4x 2 місяці тому +1

      হাদিসে কোথায় আছে কত রাকাত নামাজ পড়তে হবে তা জানাবেন,আর বোখারী সাহেবের হাদিস সংকলনের আগে কি মুসলিমরা নামাজ পড়তো না??? আগে জানবেন তারপর এ বিষয়ে কথা বলবেন,ইসলামের রীতিনীতি টেডিশনাল ভাবে চলে আসছে

    • @aryanalif.8288
      @aryanalif.8288 Місяць тому

      ​পাদিস এর বইগুলোতে অসংখ্য মিথ্যা, জাল, জয়িফ, মুর্সাল, মুনকারীন পদুসে ভরা,
      সাঁড়ে তিন লক্ষ জাল পাদিসের মধ্যে আসল নকল বুঝার ক্ষমতা আছে মুনাফিক বঙ্গমুতলীমদের?

  • @mddalwerhusen2932
    @mddalwerhusen2932 Рік тому +1

    Sabbbbas vai

  • @md.shafiullahkhan7896
    @md.shafiullahkhan7896 Рік тому

    Thanks for clarification of Holly Quran regarding dress of woman and man in public environment. What was dress of late Hazrat Khadija before marriage with Hajrat Mohammed SM and after Mohammed become Prophet.

  • @md.abdulhaye3740
    @md.abdulhaye3740 Місяць тому

    ইসলাম শান্তির ধর্মে। এখানে গোড়ামীর লৌহ খাচায় আটকানোর কোন বিধান নেই। ইসলাম উদার ও সহ নশীল নৈতিক মুল্য বোধের উপর সুপ্রষ্টিত। নব নবী মুহাম্মাদ সাঃ সেই ইসলাম কায়েম করেছেন । আল্লাহ সবাইকে সহজে বুঝার তাওফিক দিন

  • @mdshaon7155
    @mdshaon7155 6 місяців тому

    আরেকটা কথা হল ইসলামিক নিয়ম কানুন হল আল্লাহর হেফাজত এ রাখার মাধ্যম।

  • @mdarfanali9330
    @mdarfanali9330 Рік тому +2

    সুন্দর আলোচনা

  • @user-ry2wo3zp5l
    @user-ry2wo3zp5l Рік тому +5

    হিজাব নিকাফ থাখলেও হাফিজুর বক্তা উত্তেজিত হয়ে যায় এখন হাফিজকে কোথায় বান্দি রাখতে হব?

    • @user-gs4nf4xe4x
      @user-gs4nf4xe4x 5 місяців тому

      এরা আলেম নামের জালেম, এর ওয়াজ যে শুনে সে ইসলাম সম্পর্কে কিছু জানে বলে আমার মনে হয় না,এরা পীর পুজারী, শিরক কারী আলেম

    • @hasanuzzamananuz8270
      @hasanuzzamananuz8270 5 місяців тому +1

      আমিও শুনছি

  • @Nice-sc1jh
    @Nice-sc1jh 2 місяці тому

    Rights

  • @mohammadiqbal1922
    @mohammadiqbal1922 Місяць тому

    অল্প বিদ্যা ভয়ংকর

  • @ResearchBoy-kb6jn
    @ResearchBoy-kb6jn Рік тому +2

    ধন্যবাদ আপনাকে

  • @vivekacharya3533
    @vivekacharya3533 7 місяців тому

    Absolutely right,Good discuss👍🇮🇳

  • @faridsikder1070
    @faridsikder1070 4 місяці тому

    This vide quality down for use films history. Because films not a trueth .

  • @mdalomgirhossain8754
    @mdalomgirhossain8754 Рік тому +4

    JALIM. ALLAH TOKE HEDAYAT DAN KORUN

  • @sabrinaafroze9824
    @sabrinaafroze9824 10 місяців тому +1

    Sojol bhai right. Because huzar ra hadit thake beshi kotha bolen, koran thaka thaka kom bolen.❤

  • @masudalambhuiyan6085
    @masudalambhuiyan6085 5 місяців тому

    সহমত

  • @FarhinYeasmin04
    @FarhinYeasmin04 10 місяців тому

    Apni akta mazhab toiri koren, Apnar lekha pora motamoti onek valo.

  • @malekislam6583
    @malekislam6583 Рік тому +1

    One who cuts his bear as if he hint the mind of Hazrat Mahammad . Hazrat Mahammad loves bear and kept it afectionatly . So it is a branch of Eiman. Eiman is a samble of Muslim .

  • @malekislam6583
    @malekislam6583 Рік тому

    Bear is ,Nur, of Mammad . Where there is no bear there is no ,Nur . One who has no ,Nur, Mahammad will remove his sight from him .

  • @nazimuzzal5321
    @nazimuzzal5321 10 місяців тому

    Onek kothin re bhai ato soja na..

  • @Uuuuzzal
    @Uuuuzzal 5 місяців тому

    we can learn from dr yeasir qadhi,shiek suliamam, nouman ali, mufti menk,zakir naik,am I rite,

  • @user-lv5or7ej9y
    @user-lv5or7ej9y 10 місяців тому +4

    কেন আপনি আল্লাহর রাসূলকে মানেন না

    • @ahmedsultan8784
      @ahmedsultan8784 9 місяців тому

      তিনি কে আপনি চিনবেন না। কারণ মূর্খরা জ্ঞানীদের চিনতে পারেন না।

    • @SohelRana-ts5wy
      @SohelRana-ts5wy 5 місяців тому

      Vai akta bissed korte hobe je

  • @user-vx7rf8zh7w
    @user-vx7rf8zh7w 2 місяці тому

    আল্লাহর রাসূল মোহাম্মদ সঃ সাঃ দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন ওনি নিজেও দারি রেখেছেন টুপি পরেছেন তাই আমরা দাড়ি রাখবো এরং টুপিও পরবো

    • @user-johir
      @user-johir 2 місяці тому

      পড়ো তোমাকে মানা করছে কে

  • @aklimaakter7242
    @aklimaakter7242 8 місяців тому

    আমার সবসময় মনে হত,ইসলাম শান্তির ধর্ম,সহজ ধর্ম আর এই ধর্
    মের মাঝে মেয়েদের জন্যেএত কঠিন জীবন বিধান কেন🥴?

  • @user-gy2fv2tq9h
    @user-gy2fv2tq9h 8 місяців тому +1

    আপনার বক্তব্য গুলো যুক্তিসঙ্গত।।

  • @user-fe9pm4xh7r
    @user-fe9pm4xh7r 6 місяців тому +1

    ফতোয়া যে দিচ্ছেন তাহলে আপনার মধ্যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায় দাঁড়ি টুপি নাই

  • @mdrawshanali8933
    @mdrawshanali8933 10 місяців тому +1

    He is a youtuber so,we should remember that there are far difference between religion and business. so many we dislike or like him, it's better for him. according to me, we should avoid him. if we avoid him, automatically his all activities will be stop.

    • @MusfiqueMuzahid
      @MusfiqueMuzahid 10 місяців тому +1

      I think you are a religious businessman

    • @amimmashrafi1365
      @amimmashrafi1365 7 місяців тому

      ​@@MusfiqueMuzahid... And what about you?

  • @arifmahmud2491
    @arifmahmud2491 11 місяців тому

    সব কিছু মেনে নিলাম
    কিন্তু আপনার এটা মানতে অসুবিধে কোথায়
    যে মেয়েরা নাইট সিফ্টে কাজ না করতে দেওয়াই ভালো

  • @asaduzzaman99
    @asaduzzaman99 5 місяців тому

    সজল ভাই মহিলারা সরাসরি নবীজির সাথে কথা বলতো কোরআনে কোন আয়াতে লেখা আছে একটু জানান

  • @jahangiradv
    @jahangiradv 5 місяців тому

    আপনার পোশাকের বক্তব্য শুনে মনে হয় হজ্ এর সময় যেমন খুশি তেমন সাজো ড্রেসে পারে হজ করা উচিৎ। নিজের চিন্তা ধারনা কোরআন -হাদীস এর দোহাই দিয়ে প্রকাশ করা উচিত নয়। আবারো বলি আল্লাহ আপনাকে হেদায়েত করুন। হৃদয়ের চোখ দিয়ে দুনিয়া ও আখেরাত দেখার চেষ্টা করুন। তাহলে আপনার সুন্দর বক্তব্য দেওয়া বন্ধ হয়ে যাবে বা আল্লাহর পাগল হয়ে যাবেন, ধন্যবাদ।

    • @AbdulHakim-so9lj
      @AbdulHakim-so9lj 3 місяці тому

      উনি হাদিস বর্ননাকারীদের মত যার তার দোহাই দিয়ে কোন কথা বলেননি, আল্লাহর কথা বলেছেন। আল্লাহ ছাড়া আর কে বেশি সত্যবাদী।

  • @mdsobuz3865
    @mdsobuz3865 5 місяців тому +1

    আসসালামুয়ালাইকুম,
    আপনার চিন্তাধারা গভীরে কিন্তু অতটা গভীরে নয়! কথায় কষ্ট পেলে মাফ করবেন// _//

  • @muzaddidkarim9423
    @muzaddidkarim9423 Рік тому +7

    অপেক্ষা করতে থাকো, তুমিও পরিনতি চাক্ষুষ করবে।

  • @mdsofikul6065
    @mdsofikul6065 Рік тому

    সালামুন আলাইকুম

  • @giasUddin-kk4km
    @giasUddin-kk4km 7 місяців тому

    Sobar uddese boli potua jante hole islamic pondith er kase jaite hobe plz ai soytaner kase noy

  • @saddamhossain5360
    @saddamhossain5360 Рік тому +1

    ❤️❤️❤️❤️

  • @myfulkhatun517
    @myfulkhatun517 Рік тому

    চুলে কলব লাগানোর ব্যাপারে কিছু বলেন।

  • @FASTCOMSOFTWARE
    @FASTCOMSOFTWARE Рік тому +13

    দাজ্জালের চেলা