অনেক দিন ধরেই ধর্মের দোকানদারদের নিয়ে আমার আক্ষেপ ছিলো , সজলের কথা শুনে ভাবছি আমার মনের কথাগুলোই আল্লাহ সজলকে দিয়ে বলাচ্ছেন - হে আল্লাহ আপনি সজলের সার্বিক মঙ্গল করুন ।
সজল সাহেব, আপনার সবকটি ভিডিও বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি। আপনার প্রতিটি আলোচনা যৌক্তিক, এবং আপনার আলোচনায় আমি আমার চিন্তার সাথে আপনার মত একজন বিজ্ঞ মানুষকে পেয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস আরো মজবুত হয়েছে। এবং নিজেকে আর একা মনে হয় না, হতাশার যায়গা সংকুচিত হয়ে গেছে। আপনাকে এজন্য অসংখ্য ধন্যবাদ।
স্যার এ ভাবেই আপনার মতে স্থীর থেকে মানুষকে সঠিক কথা গুলো বলবেন ।অন্য কোন মতের সাথে নিজেকে বিলিয়ে দিবেন না। তবেই সাধারণ মানুষ কিছু জানতে পারবে মানতে পারবে। জাজাকাল্লাহ,,৷,
সজল ভাই,,, ধর্ম প্রসঙ্গে আমি যে কথা বলতে চাই,,, আল্লাহ রাব্বুল আলামিন,,,, আমার কথাগুলো আপনার মুখ দিয়ে,,, প্রকাশ করে দিয়েছেন,,,, এই যেন আমি নিজেই কথা বলছি,, কিছু চমৎকার,, অসাধারণ কথা,, নিরঙ্কুশ নির্ভুল সঠিক জ্ঞান
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা 1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7) 2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3) 3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29) 4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3) 5. পৃথিবীর সংখ্যা সাত (65/12) 6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1) 7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10) 8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65) 9. আকাশে কোন ফাটল নেই। (50/6) 10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6) 11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5) 12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90) 13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41) 14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19) 15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15) 16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26) 17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46) 18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7) 19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69) 20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48) 21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66) 22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43) 23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73) 24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260) 25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79) 26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
ইসলামের ক্লান্তিলগনে আল্লাহ আপনাকে কোরানের কথা গুলো আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লার দরবারে কোটি শুকরিয়া এবং আপনার দীর্ঘ হায়াত কামনা করছি হায়াতের মালিকের কাছে।
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা 1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7) 2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3) 3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29) 4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3) 5. পৃথিবীর সংখ্যা সাত (65/12) 6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1) 7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10) 8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65) 9. আকাশে কোন ফাটল নেই। (50/6) 10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6) 11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5) 12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90) 13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41) 14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19) 15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15) 16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26) 17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46) 18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7) 19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69) 20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48) 21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66) 22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43) 23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73) 24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260) 25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79) 26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
হ❤❤❤❤ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খাইরান খুব অভিভূত হয়ে আপনার লেকচার শুনছি স্যার অনেকদিন ধরে মোল্লা আলেমদের গীবত তর্ক বিতর্ক শুনতে শুনতে মনটা খুব বিষন্ন হয়ে গিয়েছিল। মহান আল্লাহ পাক আপনার লেকচার শোনার পর মনে একটু শান্তি পেলাম। এতদিন ভুল পথে ছিলাম বলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা ছোটবেলায় দাদা-দাদিকে দেখেছি নামাজ পড়েছেন রোজা রেখেছেন খুব সাধারণ ভাবে জীবন যাপন করেছেন খাওয়া-দাওয়া করে ঘুম গিয়েছেন। বর্তমান যুগের মাথা এত হাদিস নিয়ে টানা হিজরা তখন 90 দশকের ছিল না। বর্তমানে ফেসবুক এর যুগে এসে হাদিস নিয়ে মোল্লা আলেমদের বাড়াবাড়ি সীমার বাইরে চলে যাচ্ছে। তারা জনগণকে সঠিক পথে না নিয়ে গিয়ে গোমরাহীর পথে নিয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন আমিন
ভাই দারুণ একটা কাজ করছেন। বিশেষ করে আমাদের দেশের ৯৫ শতাংশ সার্টিফিকেট ওয়ালা মূর্খ তথাকথিত আলেমদের শিক্ষার পদ্ধতি বা দৃষ্টি ভঙ্গিতে পরিবর্তন আনতে সহায়ক হবে আপনার এই গবেষণা লব্ধ আলোচনা।
ইনারা আলেম। নি:সন্দেহে কোরান হাদিস ফিকা শাস্ত্র মুখস্থ করেছেন। বিজ্ঞানের, অংকের, মুসলমানদের আবিস্কার করা আলজেবরার ধারে কাছে যান নাই। যা শিখেছেন আল্লাহর নিষেধ সত্বেও ওয়াজের নামে বেচে ভোগ বিলাস করছেন।
যে দিন থেকে আপনার কথা গুলো শুনছি সে দিন থেকে আমার মধ্যে ইসলামের অনেক বিষয়ে পরিবর্তন এসেছে, আমরা চাই ইসলামের সঠিক তথ্য, না বুঝে আমরা অনেক আমল করি , আল্লাহ আপনাকে খেফাজত করুন,
Vi Assalamualaikum. Apnar Kotha sune chokhe Pani chole aslo. Asoley to amra ahammok r ahammokder onusorn kore cholchi. Allah apnak nak hayat Dan korun. Ameen.
স্যার, আস্সালামুআলাইকুম, ইদানিং একটি বিষয় লক্ষ্য করেছি যে, বর্তমানে আপনার ভিডিও গুলিতে কোরআনের রেফারেন্স গুলোর স্ক্রিনশট দেন না, শুধুমাত্র মুখেই বলে যান। আপনার কাছে অনুরোধ আগের মতো বর্ণনা করার সাথে সাথে কোরআনের রেফারেন্স গুলোর স্ক্রিনশটও দিবেন। এতে করে আমাদের সূরার নাম এবং আয়াত নং গুলো মোবাইলে স্ক্রিনশট নিয়ে মোবাইল সেভ করে রাখতে পারি। এবং যখন প্রয়োজন পরে সাথে সাথে কোরআনের রেফারেন্স গুলোর স্ক্রিনশট মোবাইল থেকে দেখে নিতে পারি। না হয় আবার পুনরায় পুরো ভিডিও দেখে বের করতে হয়, কোন সূরার এবং কোন আয়াত নং আপনি বলেছিলেন। যেটা বের করা সময় সাপেক্ষ।
সজল ভাই আমি জিয়াউর রহমান (ডি২কে এর ডায়মন্ড) বাংলাদেশ থেকে। আমি ১০ মাস যাবত কুরআন নিয়েই চিন্তা গবেষণা করছি বেশিরভাগ সময় । আপনি যে দায়িত্ব পালন করছেন তা হলো আল্লাহ প্রদত্ত কুরআনের সালাত। যা আপনি প্রতিষ্ঠা করে চলছেন। আমাদের রাসুল ও তার অনুসারীরা এই কাজটাই করতো। ভাই আমিও সালাত প্রতিষ্ঠার কাজ করবো ইনশাআল্লাহ।। আপনার কুরআন ভিত্তিক আলোচনা সত্যি অসাধারণ। জাযাকাল্লাহ খায়ের।
ভাই, অসম্ভব সুন্দর একটা আলোচনা শুনলাম। সত্যিই আপনি কোরআনের সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলেছেন। আসলে আমাদের সর্ব বিষয়ে আগে পবিত্র কুরআন কেই প্রাধান্য দেওয়া উচিত। যা আমরা বেমালুম ভুলে গেছি।।
ভাই আমি মোহাম্মদ কবির,,, অনেকদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম,,, অবশেষে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন,,, ধর্ম কানা ,,,, মুসলিম,,,,দের,,,, সঠিক জ্ঞান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ । এরচেয়ে বেশি আর কি বলব । আপনার তুলনা হয় না সজল ভাই । আপনার মত এত জীবনঘণীষ্ট ধর্মীয় ব্যাখ্যা বর্তমান সময়ে কেও দিতে পারেনা । আমার সৌভাগ্য আল্লাহ ও তাঁর নবীদের ব্যাপারে আপনার মাধ্যমে জানার সুযোগ পেয়েছি । রবীন্দ্রনাথের কাব্য দিয়ে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ । রবীন্দ্র নজরুল হাছন লালন বাংলা বাঙালী তথা বাংলাদেশী সংস্কৃতি আজ মহাবিপদের মুখে এই ধর্মের দোকানদাদের জন্য । আল্লাহ আপনাকে ভালোরাখুন ।
প্রিয় শ্রোতাগন এমন একজন বাংলাদেশী আলেম কিংবা ইসলামী Scholar এর নাম বলুন যার কথার মধ্যে আছে নম্রতা মাধুর্য ঠিক সজল ভাইয়ের মত। সজল ভাই আমার দেখা সবচেয়ে ভদ্র নম্র মুসলিম। আল্লাহ্ সজল ভাইকে তোমার খাস রহমত নাজিল কর। আমিন চুম্মা আমিন।
শরিরের লোম দারিয়ে যায় কোরআনের আয়াত গুলো শুনলে। ইচ্ছে করে শারাদিন শুনি যখন খুব ব্যাস্ত থাকি তখন আপনার কথা গুলো শুনি আর কাজ করি দোয়া করি আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান করুক আর আপনার থেকে আমরা সত পথের দিশা পাই।
সজল ভাই, আপনার ভিডিও গুলো এবং ডিবেট অনেক আগে থেকে দেখছি ভালো ও লেগেছে। আপনি আইটি সেক্টরের ডিজিটাল মার্কেটিংএক্সপার্ট হলেও আপনার ধর্মীয় ভিডিও গুলোই বেশি রীচ হয় ভিউ হয়, মোটামুটি ভাইরাল হয়। অনেক ধর্মীয় ভিডিও তে আপনি অনেক বাস্তবধর্মী মূল্যবান বিষয়গুলো নিয়ে খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যা অনেকের এমন কি আমার ও চিন্তাশীল মন কে নাড়া দিয়েছে। সব বিষয়ে আমি আপনার সাথে একমত না হলে ও আপনার অনেক মূল্যবান কথার দ্বারা আমি অভিভূত হয়েছি। অনুরোধ থাকবে ধর্মীয় ভিডিও গুলো যথেষ্ট দায়িত্বশীলতার সহীত প্রচার করবেন অন্যদের মত ভিউয়ের আশায় আপনার স্বচ্ছতার ধারা কে বিনষ্ট করবেন না।
আমি আপনার সকল ভিডিও দেখছি এবং আপনার বইও পড়েছি, তার পর এই প্রথম কমেন্ট কতেছি,,, আপনা লেখা বই এবং ভিডিও দেখার পর বুঝতে পারলাম কোরআান ই আমাদের একমাএ হেদয়েত দানকারী।
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা 1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7) 2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3) 3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29) 4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3) 5. পৃথিবীর সংখ্যা সাত (65/12) 6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1) 7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10) 8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65) 9. আকাশে কোন ফাটল নেই। (50/6) 10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6) 11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5) 12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90) 13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41) 14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19) 15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15) 16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26) 17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46) 18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7) 19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69) 20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48) 21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66) 22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43) 23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73) 24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260) 25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79) 26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
If i want to say just in a word regarding all the books and all the lectures of Sajal Roshan i should have to say " Excellent"!. His speech and thought are full of wonderful, learnable and truthful timeless content. I am appreciating all of his activities from my heart. Go ahead brother, we are with you always.
আমি যখন বাংলাদেশ ছিলাম প্রতি দিন আপনা কথাগুলে মন দিয়ে শুনতাম, আমরা জীবনের অনেক আমল পরিবর্তন এসেছে, এখন আমি ডুবাতে। ইউটিউবে অনেক খুঁজাখুজির পর পেয়ে গেলাম, আল্লাহকে ধন্যবাদ,আপনাকে ও ধন্যবাদ মূল্যবান কথাগুলোর জন্য। আপনার জন্য দোয়া রয়লো। ধন্যবাদ.... আমিন....
পূর্ণ তৃপ্তি পেলাম ৷ ভাই সজল, আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন তা সঠিক কাজে লাগান এই দোয়া করি ৷ আপনার বক্তব্য হাজার হাজার শ্রোতা শোনে ৷ আপনাকে অন্ধ বিশ্বাসও করে হাজারো মানুষ ৷ একটু ভূলেও এই মানুষ গুলি বিপথ গামী হতে পারে ৷ এরদায় আপনাকেই বহন করতে হবে ৷ তাই জ্ঞানীর আরও বেশী সতর্ক হতে হয় ৷ এতে সমাজ উপকৃত হয় ৷
সজল ভাইকে অন্ধভাবে অনুসরণ করা মানে আহাম্মকি। উনিতো এগুলোই বোঝান। অন্যের ভুল অনুসরণের জন্য উনি (সজল ভাই) দায়ী হবেন এটা বলা কি ঠিক হলো? আমরা নিজেরা কোরআন পড়লে এবং অর্থ বূঝলে সব সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো।
সজল সাহেব বক্তব্য অনুসরণ করতে পারলে সত্য কারের একজন ভাল মানুষ হওয়া সম্ভব , সৎকর্ম শীল হওয়া সম্ভব। ভাল বা সৎকর্ম শীল হলে সমাজ সংসার হবে সুশৃঙ্খল সুন্দর আদর্শিক। আর এমন মহামানবকেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
লকডাউনে পথম আপনার ভিডিও র সাথে পরিচয় হল৷ আল্লাহর কাছে হাজার শুকরিয়া সেজন্য৷ আপনার সাথে পরিচয় না হলে মোল্লাদের ভন্ডামি থেকে বের হতে পারতাম না৷ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। অসাধারণ আপনার প্রজ্ঞা।আমি প্রথম থেকে আপনাকে শুনছি আর আল কোরআনের বাংলা ও ইংলিশ অনুবাদ পড়ছি।খুব ভালো লাগে আপনার শব্দ চয়ন,বলার ভংগি ও বুঝানোর দক্ষতাকে।মহান আল্লাহ আপনাকে ও আমাদের সকলকে বুঝে আমল করার তাওফিক দান করুন।আমিন।
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা 1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7) 2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3) 3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29) 4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3) 5. পৃথিবীর সংখ্যা সাত (65/12) 6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1) 7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10) 8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65) 9. আকাশে কোন ফাটল নেই। (50/6) 10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6) 11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5) 12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90) 13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41) 14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19) 15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15) 16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26) 17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46) 18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7) 19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69) 20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48) 21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66) 22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43) 23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73) 24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260) 25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79) 26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
আমি কিছু পজ্ঞামান মানুষ দেখেছি তার মাঝে সজল সাহেবও আছে । সজল সাহেবকে অনেক ধন্যবাদ । ধর্ম ব্যবসায়ীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন ।
আমার ৫০ বছরের জীবনের সর্বশ্রেষ্ঠ আলোচনা শুনলাম।
আমার এই ৫০ বছরের জীবনে এরকম প্রশান্তিময় কথা(সজল রোশন সাহেবের ) কারো কাছে শুনি নাই। আলহামদুলিল্লাহ
ঠিকই বলেছেন, আমিও না😢
ua-cam.com/video/5D5KGf9uTHw/v-deo.html
ঠিক বলেছেন :)
ইমান বাঁচাতে এর থেকে দুরে থাকুন
@@MDsarifulIslam-i4q কার থেকে?
না আছে সুর, না আছে গজল , এ যেন এক যুগান্তকারী আওয়াজ, আর মনে হয় একেই বলে প্রজ্ঞা। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দিন।
খুভ ভালো লাগে যুগান্তকারী বলিষ্ঠ কণ্ঠে কথা কাঠমোল্লাদের যম
চোখ খুলে দিচ্ছেন স্যার
কওমিরা সবাই নিজেদের কে নবী মনে করে।
হে বিশ্ব জগতের পরিচালক, তোমার প্রকৃত নাম কি তা আমি জানি না, তুমি সজল রোশন এর কল্যাণ দান কর।
ধর্মের দোকানদারদের মুখোশ খুলে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুক।
অনেক দিন ধরেই ধর্মের দোকানদারদের নিয়ে আমার আক্ষেপ ছিলো , সজলের কথা শুনে ভাবছি আমার মনের কথাগুলোই আল্লাহ সজলকে দিয়ে বলাচ্ছেন - হে আল্লাহ আপনি সজলের সার্বিক মঙ্গল করুন ।
ইসলামের না আমার মনে হয় ধর্মের দোকানদার বলাটা আরও সুন্দর হয় কারন ধর্ম তো আরও আছে।অভিননদন ।
@@matiulislam8368 Thanks for good advice .
Yes.
@@matiulislam8368 আপনি একটা ফাউল
ইমাম আবু হানিফার নামে যে দলটা জাহান্নামি তাঁরা আমাদের প্রিয় নবী (সঃ) এর আক্বীদাকে বিদাত বলে অপবাদ দিয়ে কুরআন হাদিসের সুস্পষ্ট বিরোধী আক্বীদা পোষন করে তথা ইহুদী, খ্রিস্টান, বৌদ্ধ,হিন্দু মুশরিকদের 'খোদার সত্তা সর্বত্র'-এই শির্কি আক্বীদার অধিকারী! আর তারাই জাকির নায়েককে কাফের বলে অপবাদ দেয়। নাঊজুবিল্লাহ্।
নবী (স:) একদা জনৈক দাসীকে বললেনঃ আল্লাহ্ কোথায়? দাসী বললঃ আল্লাহ্ আসমানে।
নবী (স:) বললেনঃ আমি কে? সে বললঃ আপনি আল্লাহর রসূল (স:)। নবী (স:) তখন দাসীর মালিককে বললেনঃ তুমি তাকে মুক্ত করে দাও। কারণ সে একজন মুমিনাহ্ (ঈমানদার)। [সহীহ মুসলিম, অনুচ্ছেদ: মসজিদ ও সালাতের স্থান সমূহ, হাদিস: ১০৮৬]
হিন্দুমুশরিকরা বলে-“ঈশ্বর নিরাকার সবজাগায়=শিয়াদের আকিদা-সবকিছু খোদা=বেরেলভী মাজার,দেওবন্দ পীরদের শির্কি আকিদা: "কিছুই নাই আল্লাহ ছাড়া"!নাউযুবিল্লাহ।
ইমাম বুখারী (রহ:) বলেনঃ (আল্লাহ'র সত্তা সর্বত্রে বিশ্বাসী) জাহমিয়া, রাফেযীদের পিছে নামাজ পড়া আর ইহুদী-খৃস্টানের পিছে পড়া (নামাজ পড়া) সমান। [খলকু আফআলিল ইবাদ, পৃষ্ঠা:২২]
সজল সাহেব,
আপনার সবকটি ভিডিও বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি।
আপনার প্রতিটি আলোচনা যৌক্তিক, এবং আপনার আলোচনায় আমি আমার চিন্তার সাথে আপনার মত একজন বিজ্ঞ মানুষকে পেয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস আরো মজবুত হয়েছে। এবং নিজেকে আর একা মনে হয় না, হতাশার যায়গা সংকুচিত হয়ে গেছে। আপনাকে এজন্য অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছি। ফি আমানিল্লাহ
স্যার এ ভাবেই আপনার মতে স্থীর থেকে মানুষকে সঠিক কথা গুলো বলবেন ।অন্য কোন মতের সাথে নিজেকে বিলিয়ে দিবেন না। তবেই সাধারণ মানুষ কিছু জানতে পারবে মানতে পারবে। জাজাকাল্লাহ,,৷,
সজল ভাই,,, ধর্ম প্রসঙ্গে আমি যে কথা বলতে চাই,,, আল্লাহ রাব্বুল আলামিন,,,, আমার কথাগুলো আপনার মুখ দিয়ে,,, প্রকাশ করে দিয়েছেন,,,, এই যেন আমি নিজেই কথা বলছি,, কিছু চমৎকার,, অসাধারণ কথা,, নিরঙ্কুশ নির্ভুল সঠিক জ্ঞান
ভাই আপনার এই আলোচনা শুনে হতবাক, প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি -এত জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ
pada
মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।
Good
MashaAllah, Alhamdulillah
এভাবে সজলরা সমাজ থেকে এগিয়ে আসলে আমাদের অন্ধত্ব খুলে যাবে, ধন্যবাদ ভাই, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা
1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7)
2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3)
3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29)
4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3)
5. পৃথিবীর সংখ্যা সাত (65/12)
6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1)
7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10)
8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65)
9. আকাশে কোন ফাটল নেই। (50/6)
10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6)
11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5)
12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90)
13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41)
14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19)
15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15)
16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26)
17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46)
18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7)
19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69)
20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48)
21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66)
22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43)
23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73)
24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260)
25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79)
26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
ইসলামের ক্লান্তিলগনে আল্লাহ আপনাকে কোরানের কথা গুলো আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লার দরবারে কোটি শুকরিয়া এবং আপনার দীর্ঘ হায়াত কামনা করছি হায়াতের মালিকের কাছে।
আমিন
Llppppl
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা
1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7)
2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3)
3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29)
4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3)
5. পৃথিবীর সংখ্যা সাত (65/12)
6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1)
7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10)
8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65)
9. আকাশে কোন ফাটল নেই। (50/6)
10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6)
11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5)
12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90)
13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41)
14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19)
15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15)
16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26)
17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46)
18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7)
19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69)
20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48)
21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66)
22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43)
23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73)
24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260)
25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79)
26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
দারুণ। সঠিক জ্ঞান অর্জন ছাড়া অন্যকে জ্ঞান দান ধৃষ্টতা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
হ❤❤❤❤ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খাইরান খুব অভিভূত হয়ে আপনার লেকচার শুনছি স্যার অনেকদিন ধরে মোল্লা আলেমদের গীবত তর্ক বিতর্ক শুনতে শুনতে মনটা খুব বিষন্ন হয়ে গিয়েছিল। মহান আল্লাহ পাক আপনার লেকচার শোনার পর মনে একটু শান্তি পেলাম। এতদিন ভুল পথে ছিলাম বলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা ছোটবেলায় দাদা-দাদিকে দেখেছি নামাজ পড়েছেন রোজা রেখেছেন খুব সাধারণ ভাবে জীবন যাপন করেছেন খাওয়া-দাওয়া করে ঘুম গিয়েছেন। বর্তমান যুগের মাথা এত হাদিস নিয়ে টানা হিজরা তখন 90 দশকের ছিল না। বর্তমানে ফেসবুক এর যুগে এসে হাদিস নিয়ে মোল্লা আলেমদের বাড়াবাড়ি সীমার বাইরে চলে যাচ্ছে। তারা জনগণকে সঠিক পথে না নিয়ে গিয়ে গোমরাহীর পথে নিয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন আমিন
আপনি আমাদের অন্তর চোখ খুলে দিয়েছেন । আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার সকল চাওয়া পূর্ন করে দেন। আমিন
ইস্, কি সুন্দর আলোচনা, মনটা ভরে গেল !! আল্লাহ্ আপনি আমাদের সঠিক ও সত্য পথে আমাদের চালিত করেন, আমিন
জয় আল্লাহ এবং নবী রাসূলদের।❤❤❤। 🎉
আমার দেখা শ্রেষ্ট ইসলামীক বক্তব্য। আল্লাহ উনাকে উচ্চ মকাম দান করুক।
অসাধারণ আলোচনা, সারা বৎসর ওয়াজ সুনার চাইতে এই ভিডিওটা পুরোটা মনযোগ সহকারে কয়েকবার শুনলেই তারচাইতে বেশি উপকৃত হওয়া সম্ভব
আলহামদুলিল্লাহ। অসাধারণ বলেছেন।
মনটা খুব খারাপ ছিলো, আপনার কথা গুলো শুনে মনটা ভালো হয়ে গেলো।
এত দিন কি আমল করেছি কাঠ মোল্লাদের কথায় আর এখন কি শুনছি । হে আল্লাহ কোনটি সঠিক কোন জামানায় আছি
ভাই দারুণ একটা কাজ করছেন। বিশেষ করে আমাদের দেশের ৯৫ শতাংশ সার্টিফিকেট ওয়ালা মূর্খ তথাকথিত আলেমদের শিক্ষার পদ্ধতি বা দৃষ্টি ভঙ্গিতে পরিবর্তন আনতে সহায়ক হবে আপনার এই গবেষণা লব্ধ আলোচনা।
ইনারা আলেম। নি:সন্দেহে কোরান হাদিস ফিকা শাস্ত্র মুখস্থ করেছেন। বিজ্ঞানের, অংকের, মুসলমানদের আবিস্কার করা আলজেবরার ধারে কাছে যান নাই। যা শিখেছেন আল্লাহর নিষেধ সত্বেও ওয়াজের নামে বেচে ভোগ বিলাস করছেন।
যুগে যুগে আল্লাহতায়ালা তার প্রিয় বান্দাদের পাঠান, কুসংস্কার দূর করে সত্য তুলে ধরার জন্য।
সজল রোশন তেমনি একজন।
আল্লাহতায়ালা উনাকে দীর্ঘায়ু দান করুক।
আমিন।
যে দিন থেকে আপনার কথা গুলো শুনছি সে দিন থেকে আমার মধ্যে ইসলামের অনেক বিষয়ে পরিবর্তন এসেছে, আমরা চাই ইসলামের সঠিক তথ্য, না বুঝে আমরা অনেক আমল করি , আল্লাহ আপনাকে খেফাজত করুন,
আপনার কথা আমার জিবনের পরিবর্তন এনেছে ভাল থাকবেন ইনশাআল্লাহ
ভিডিও যতই বড় হোক না কেন, শুনতেই মন চায়!আপনার মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য জানতে পেরেছি,আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরও বাড়িয়ে দিক।
Vi Assalamualaikum. Apnar Kotha sune chokhe Pani chole aslo. Asoley to amra ahammok r ahammokder onusorn kore cholchi. Allah apnak nak hayat Dan korun. Ameen.
স্যার, আস্সালামুআলাইকুম, ইদানিং একটি বিষয় লক্ষ্য করেছি যে, বর্তমানে আপনার ভিডিও গুলিতে কোরআনের রেফারেন্স গুলোর স্ক্রিনশট দেন না, শুধুমাত্র মুখেই বলে যান। আপনার কাছে অনুরোধ আগের মতো বর্ণনা করার সাথে সাথে কোরআনের রেফারেন্স গুলোর স্ক্রিনশটও দিবেন।
এতে করে আমাদের সূরার নাম এবং আয়াত নং গুলো মোবাইলে স্ক্রিনশট নিয়ে মোবাইল সেভ করে রাখতে পারি। এবং যখন প্রয়োজন পরে সাথে সাথে কোরআনের রেফারেন্স গুলোর স্ক্রিনশট মোবাইল থেকে দেখে নিতে পারি। না হয় আবার পুনরায় পুরো ভিডিও দেখে বের করতে হয়, কোন সূরার এবং কোন আয়াত নং আপনি বলেছিলেন। যেটা বের করা সময় সাপেক্ষ।
সালাম সজল ভাই , খুব সুন্দর ওয়াজ করেছেন, অনেক ধন্যবাদ। চালিয়েজান।
ইসলাম যে এত সুন্দর বুঝাইলেই মন ঠান্ডা হয়ে যায়
সজল ভাই আমি জিয়াউর রহমান (ডি২কে এর ডায়মন্ড) বাংলাদেশ থেকে। আমি ১০ মাস যাবত কুরআন নিয়েই চিন্তা গবেষণা করছি বেশিরভাগ সময় ।
আপনি যে দায়িত্ব পালন করছেন তা হলো আল্লাহ প্রদত্ত কুরআনের সালাত। যা আপনি প্রতিষ্ঠা করে চলছেন। আমাদের রাসুল ও তার অনুসারীরা এই কাজটাই করতো।
ভাই আমিও সালাত প্রতিষ্ঠার কাজ করবো ইনশাআল্লাহ।।
আপনার কুরআন ভিত্তিক আলোচনা সত্যি অসাধারণ। জাযাকাল্লাহ খায়ের।
আপনার আলোচনা(সজল ভাই) অবশ্যই ভালো দিক খুলে যাবে, আল্লা আপনাকে হেফাজত করুন।
ইসলামের প্রতি যে অনীহা ছিল সজল রোশান ভাইর ভিডিও দেখে ইসলামের প্রতি বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাচ্ছে,,।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।
এতো সুন্দর তথ্য সমৃদ্ধ ভিডিও জীবনে দেখবো তা কখনো কল্পনা করিনি, আল্লাহ্কে ধন্যবাদ এতো সুন্দর ভিডিও দেখার সুযোগ করে দেয়ার জন্য
ভাই, অসম্ভব সুন্দর একটা আলোচনা শুনলাম।
সত্যিই আপনি কোরআনের সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলেছেন।
আসলে আমাদের সর্ব বিষয়ে আগে পবিত্র কুরআন কেই প্রাধান্য দেওয়া উচিত।
যা আমরা বেমালুম ভুলে গেছি।।
ভাই আমি মোহাম্মদ কবির,,, অনেকদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম,,, অবশেষে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন,,, ধর্ম কানা ,,,, মুসলিম,,,,দের,,,, সঠিক জ্ঞান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
ভাই সাহেব আপনার ধর্ম কানা কথাটা
খুব ভালো লাগলো।
Mr Sajal, aponer sabolil alochona o bachon vonggi amar khub valo lage. May Allah bless u. Aponer shir uchu theke aro uchu houk. Shuvo kamona roilo.
চোখের পানি ধরে রাখা কষ্ট যখন নবিজির ক্ষমার কথা বললেন 😭
Sure.
Amio
@@syedkhaled4855 tnx
@@saddamfrombd really vai
অসাধারণ । এরচেয়ে বেশি আর কি বলব । আপনার তুলনা হয় না সজল ভাই । আপনার মত এত জীবনঘণীষ্ট ধর্মীয় ব্যাখ্যা বর্তমান সময়ে কেও দিতে পারেনা । আমার সৌভাগ্য আল্লাহ ও তাঁর নবীদের ব্যাপারে আপনার মাধ্যমে জানার সুযোগ পেয়েছি ।
রবীন্দ্রনাথের কাব্য দিয়ে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ । রবীন্দ্র নজরুল হাছন লালন বাংলা বাঙালী তথা বাংলাদেশী সংস্কৃতি আজ মহাবিপদের মুখে এই ধর্মের দোকানদাদের জন্য ।
আল্লাহ আপনাকে ভালোরাখুন ।
তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যেন অই তিন জনের সাথে আপনার হাশর হয়....
@@atssaiful আপনাকে আমার হাশর নিয়ে চিন্তা না করলেও চলবে । আপনি বরং নিজের টুপি দাড়ি মেরামত করেন ।
প্রিয় শ্রোতাগন এমন একজন বাংলাদেশী আলেম কিংবা ইসলামী Scholar এর নাম বলুন যার কথার মধ্যে আছে নম্রতা মাধুর্য ঠিক সজল ভাইয়ের মত। সজল ভাই আমার দেখা সবচেয়ে ভদ্র নম্র মুসলিম। আল্লাহ্ সজল ভাইকে তোমার খাস রহমত নাজিল কর। আমিন চুম্মা আমিন।
@UC_yW2WmT3xhX6b4bKUB-9-w shunle ki r eykhane thakto
মাওলানা মোজাম্মেল হক ( বরিশাল)
Dr Khondokar Abdullah Jahangir
শায়েখ হাসান জামিল 🥰💝
প্রয়াত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার।
ভাই কি বলে ধন্যবাদ দিব আপনাকে। এই কথা গুলো অন্তরে গেঁথে গেছে 😮
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার বক্তব্যে সূত্র ধরে আল্লাহর বানী বুঝতে শিখেছি
ধন্যবাদ
অল্পতে বোঝার জন্য ধন্যবাদ
@@farukulislamfarukdp918 আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আপার রেফারেন্স এই তো এনার খোঁজ পাওয়া। আল্লাহ আপনাকে ও সজল ভাই নেক হায়াত দান করুক (আমিন)। মানুষকে বোঝানোর ক্ষমতা দান করুক 😍
আবেগ প্রবন হয়ে, কান্নায় আমার বুক ভারী হয়ে গেছে। জাযাকাললাহ বাবা সজল রোশন 🤲🙏🏼❤
খুব মনোযোগ দিয়ে শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ও যামানার অন্যতম মোজাদ্দেদ। আল্লাহ আপনাকে উত্তম নেক হায়াত ও সৎকর্মশীলদের সাথে রাখুন। আমিন।
আপনার উপস্থাপনা অত্যান্ত মাধুর্যময়, বর্তমানে কোরানে বিঞ্জান খোজার যে হিড়িক লেগেছে তা নি যদি বিস্তারিত একটি ভিডিও বানান তবে অনেক উপকৃত হব,,,
শরিরের লোম দারিয়ে যায় কোরআনের আয়াত গুলো শুনলে। ইচ্ছে করে শারাদিন শুনি যখন খুব ব্যাস্ত থাকি তখন আপনার কথা গুলো শুনি আর কাজ করি দোয়া করি আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান করুক আর আপনার থেকে আমরা সত পথের দিশা পাই।
অনেক বড় মাপের কথা বলেছেন ভাই
AS LIKE ME
ua-cam.com/video/5D5KGf9uTHw/v-deo.html
আলহামদুলিল্লাহ
অসাধারণ! আমি অভিভূত!আল্লাহ আপনার মঙ্গল করুন!আপনাকে সালেহীনদের অন্তর্ভূক্ত করুন!
সালাম, সজল ভাই। আপনার সবগুলো ভিডিও প্রায় দেখা শেষ, তবে এই ভিডিও টা ছিলো সেরাদের সেরা। মহান আল্লাহ আপনি এবং আপনার পরিবার কে সুস্থ রাখুক। আমিন।
আলহামদুলিল্লাহ মোল্লাদের মনগড়া এই ফিতনার যুগে আপনার এ অসামান্য অবধান পৃথিবীতে এই প্রথম। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন
সজল ভাই,
আপনার ভিডিও গুলো এবং ডিবেট অনেক আগে থেকে দেখছি ভালো ও লেগেছে।
আপনি আইটি সেক্টরের ডিজিটাল মার্কেটিংএক্সপার্ট হলেও আপনার ধর্মীয় ভিডিও গুলোই বেশি রীচ হয় ভিউ হয়, মোটামুটি ভাইরাল হয়।
অনেক ধর্মীয় ভিডিও তে আপনি অনেক বাস্তবধর্মী মূল্যবান বিষয়গুলো নিয়ে খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যা অনেকের এমন কি আমার ও চিন্তাশীল মন কে নাড়া দিয়েছে। সব বিষয়ে আমি আপনার সাথে একমত না হলে ও আপনার অনেক মূল্যবান কথার দ্বারা আমি অভিভূত হয়েছি।
অনুরোধ থাকবে ধর্মীয় ভিডিও গুলো যথেষ্ট দায়িত্বশীলতার সহীত প্রচার করবেন অন্যদের মত ভিউয়ের আশায় আপনার স্বচ্ছতার ধারা কে বিনষ্ট করবেন না।
আপনার আলোচনা মুসলিমদের জন্য একটি মাইল ফলক, সালাম।
মনের অনেক প্রশ্নের সহজ সহজ সমাধান খুঁজে পেয়েছি আপনার বই ও আলোচনায়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকবে সবসময়।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক।
চমৎকার। আপনার প্রচেষ্টা অনেক ফলদায়ক, ধন্যবাদ।
ইসলাম নিয়ে গবেষণা এবং আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আমিন।
প্রিয় একজন মানুষ।
ইসলামকে সুন্দর করে ফুটিয়ে তুলা এক নক্ষত্র।
আপনার প্রত্যেকটা লেকচার শুনেই মুগ্ধ হই,,, কত সাবলীল ও সুন্দর আলোচনা,,, অন্তর থেকে শুভকামনা ❤️
আমি আপনার সকল ভিডিও দেখছি এবং আপনার বইও পড়েছি, তার পর এই প্রথম কমেন্ট কতেছি,,, আপনা লেখা বই এবং ভিডিও দেখার পর বুঝতে পারলাম কোরআান ই আমাদের একমাএ হেদয়েত দানকারী।
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা
1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7)
2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3)
3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29)
4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3)
5. পৃথিবীর সংখ্যা সাত (65/12)
6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1)
7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10)
8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65)
9. আকাশে কোন ফাটল নেই। (50/6)
10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6)
11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5)
12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90)
13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41)
14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19)
15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15)
16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26)
17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46)
18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7)
19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69)
20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48)
21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66)
22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43)
23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73)
24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260)
25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79)
26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
If i want to say just in a word regarding all the books and all the lectures of Sajal Roshan i should have to say " Excellent"!. His speech and thought are full of wonderful, learnable and truthful timeless content. I am appreciating all of his activities from my heart. Go ahead brother, we are with you always.
আমি যখন বাংলাদেশ ছিলাম প্রতি দিন আপনা কথাগুলে মন দিয়ে শুনতাম, আমরা জীবনের অনেক আমল পরিবর্তন এসেছে, এখন আমি ডুবাতে। ইউটিউবে অনেক খুঁজাখুজির পর পেয়ে গেলাম, আল্লাহকে ধন্যবাদ,আপনাকে ও ধন্যবাদ মূল্যবান কথাগুলোর জন্য। আপনার জন্য দোয়া রয়লো। ধন্যবাদ.... আমিন....
আল্লাহ আপনাকে আরো অনেক দিন মানুষকে সত্যিকার ইসলামের সৌন্দর্য বর্ণনা করার তৌফিক দান করুন 🙏🙏
ভাই আমি ও আমার আম্মু আপনার সব কথা শুনি। আল্লাহ তায়ালা যেন আমাদের কে সঠিক জ্ঞান দান করেন। দোয়া করি আপনি আরও অনেক এগিয়ে যান।❤️❤️
চমৎকার আলোচনা।
আসুন এমন সত্য আমরা প্রচার করি।
সবাই তার জায়গা থেকে শেয়ার করুন লোক দের বুঝান।
সত্যি অনেক অজানা তথ্য উপস্থাপন করেছেন। আল্লাহ আপনার প্রতি রহম করুন।
আল্লাহ আপনাকে সঠিক হেদায়েত দেক
আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু ও সুস্থতা দান করুক।
আপনার চিন্তা ভাবনা যথার্থ যুক্তিযুক্ত ও সঠিক।
আল্লাহ আমাদের জন্য আপনার মতো একজন প্রজ্ঞাবান মানুষ পাঠিয়েছেন বলে আহম্মকির খোয়ার থেকে বের হতে পেরেছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমীন।।
ua-cam.com/video/5D5KGf9uTHw/v-deo.html
আপনি একজন ভালো মানুষ
আপনার কথা যতই শুনি ততই ভালো লাগে,আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আমিন।ভালোবাসা সীমাহীন।
পূর্ণ তৃপ্তি পেলাম ৷ ভাই সজল, আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন তা সঠিক কাজে লাগান এই দোয়া করি ৷
আপনার বক্তব্য হাজার হাজার শ্রোতা শোনে ৷ আপনাকে অন্ধ বিশ্বাসও করে হাজারো মানুষ ৷ একটু ভূলেও এই মানুষ গুলি বিপথ গামী হতে পারে ৷ এরদায় আপনাকেই বহন করতে হবে ৷ তাই জ্ঞানীর আরও বেশী সতর্ক হতে হয় ৷ এতে সমাজ উপকৃত হয় ৷
উনাকে কেউ অন্ধ বিশ্বাস করে না।
অন্ধ বিশ্বাস করে মোল্লাদের ভক্তরা।
সজল ভাইকে অন্ধভাবে অনুসরণ করা মানে আহাম্মকি। উনিতো এগুলোই বোঝান। অন্যের ভুল অনুসরণের জন্য উনি (সজল ভাই) দায়ী হবেন এটা বলা কি ঠিক হলো?
আমরা নিজেরা কোরআন পড়লে এবং অর্থ বূঝলে সব সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো।
সজল সাহেব বক্তব্য অনুসরণ করতে পারলে সত্য কারের একজন ভাল মানুষ হওয়া সম্ভব , সৎকর্ম শীল হওয়া সম্ভব। ভাল বা সৎকর্ম শীল হলে সমাজ সংসার হবে সুশৃঙ্খল সুন্দর আদর্শিক। আর এমন মহামানবকেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
এগুলো কোরআনের বক্তব্য, সজল সাহেবের বক্তব্য নয়। আলহামদুলিল্লাহ আপনি যদি অনুসরণ করেন আল্লাহ্ আপনাকে কবুল করে নিন।
@@abusadatmahfuzurrahman 💯❤️ 100% রাইট বলেছেন।
আছালামু আলাইকোম ব্রাদার , সুন্দর চমৎকার ভাবে গুছিয়ে বলেন আপনাকে অনেক ধন্যবাদ আমিন ।
লকডাউনে পথম আপনার ভিডিও র সাথে পরিচয় হল৷ আল্লাহর কাছে হাজার শুকরিয়া সেজন্য৷ আপনার সাথে পরিচয় না হলে মোল্লাদের ভন্ডামি থেকে বের হতে পারতাম না৷ আলহামদুলিল্লাহ
ঠিক বলেছন
ua-cam.com/video/5D5KGf9uTHw/v-deo.html
সজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে আমিও সঠিক গুলো জানতে পেরেছি। আপনি চালিয়ে জান।
কি দারুন আলোচনা। শুধু শুনতে মন চায়।
যতই শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ।
আপনার সবগুলি ভিডিও শুনি
নিজেকে অনেকটা পরিবর্তন করতে শিখেছি, আল্লাহ আপনাকে আরও সত্য প্রচার তৌফিক দান করুক
সাবাস সজল রোশান খাঁটি মুসলমান Bravo Shojol Roshan True Musolman.
আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে আপনার আলোচনাগুলো শুনছি ,যতই শুনি ততই ভালো লাগে, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
নিঃসন্দেহে দারুণ।আজ শুনলাম। আপনার জন দোয়া রইল।
সজল ভাই আপনার জন্য শুভকামনা, ইসলাম ধর্মের নানান অসঙ্গতিগুলো উপস্থাপনের জন্য।
আলহামদুলিল্লাহ। অসাধারণ আপনার প্রজ্ঞা।আমি প্রথম থেকে আপনাকে শুনছি আর আল কোরআনের বাংলা ও ইংলিশ অনুবাদ পড়ছি।খুব ভালো লাগে আপনার শব্দ চয়ন,বলার ভংগি ও বুঝানোর দক্ষতাকে।মহান আল্লাহ আপনাকে ও আমাদের সকলকে বুঝে আমল করার তাওফিক দান করুন।আমিন।
সত্যের সন্ধানে আমরা, আমজনতা,,,,,,,,
আপনার পরিশ্রম বৃথা যাবেনা,
সত্য বলা থেকে বিরত হবেন, না ।
সীপাহি জনতা আপনার সাথে আছি
আল্লাহ আপনার রহমতও হেফাজত করুন
ua-cam.com/video/5D5KGf9uTHw/v-deo.html
Go Ahead. Dear brother...
শেষের কথাটা শুনে কমেন্ট না করে পারলাম না। আল্লাহ আপনাকে উত্তম প্রজ্ঞা দান করেন। আমিন ।
আল্লাহ যেন আপনাকে পূর্ণ হায়াত পর্যন্ত বাঁচিয়ে রাখেন কারণ আপনি মানুষকে সঠিক কথাগুলো বলেন অনেকেই বুঝে অনেকেই বুঝে না
ওয়াজের জন্য এই কন্ঠ অসাধারণ।
অসাধারণ বক্তব ছিল❤
অসাধারণ ভিডিও বিগত দুইটি।
মুগ্ধ হয়েছি। ধন্যবাদ
It’s amazing bro Jajakallah love you ❤❤❤❤❤❤❤❤
যতবার আপনার বক্তব্য শুনি ততবারই বক্তব্যের মাঝে হারিয়ে যাই!
অসাধারণ উপস্থাপন 💞
এটা আমার বেস্ট লেকচার ছিল ভাই,,,
আপনার প্রতিটা লেকচার বার বার শোনার পরও মন ভরে না 🥰🥰🥰
আল্লাহ তায়ালা আমাদের সকলকেই সত্যি টা বুঝার তৌফিক দান করুক...আমিন
অবৈজ্ঞানিক কোরআনের আয়াত এর কিছু নমুনা
1. মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির ওপর (11/7)
2. ছয়দিনে মহাবিশ্ব সৃষ্টি (7/54, 10/3)
3. আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণিজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (41/9-12, 2/29)
4. আসমান সাতটি স্তরে তৈরি (67/3)
5. পৃথিবীর সংখ্যা সাত (65/12)
6. চাঁদ দুইভাগে বিভক্ত (54/1)
7. খুটিহীন আকাশ এবং পর্বতের কারণে পৃথিবী ঢলে পরে না। (31/10)
8. আসমানকে আটকিয়ে রেখেছেন, যাতে তা যমীনের উপর পড়ে না যায় (22/65)
9. আকাশে কোন ফাটল নেই। (50/6)
10. তারকারাজির অবস্থান নিকটবর্তী আসমানে (37/6)
11. উল্কাপাত হচ্ছে শয়তানদের তাড়াবার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র (37/6-10, 67/5)
12. সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, জুলকারনাইন সূর্য্যের উদায়চলে পৌঁছালেন (18/86, 18/90)
13. আল্লাহ জমিনকে স্থির রাখেন (35/41)
14. পৃথিবীকে সমতলভাবে বিছানো হয়েছে (88/20, 2/22, 20,53, 51/48, 71/19, 78/6, 15/19)
15. আগুন দিয়ে প্রাণি সৃষ্টি করা যায় (55/15)
16. মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা (15/26)
17. মানুষ চিন্তা করে হৃদয় দিয়ে (17/46)
18. বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে (86/5-7)
19. মৌমাছি ফল ভক্ষণ করে (16/68-69)
20. বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ (25/48)
21. দুধ নিঃসৃত হয় গোবর ও রক্ত থেকে (16/66)
22. আকাশে শিলাস্তুপ থাকে যা থেকে আল্লাহ শিলাবর্ষণ করেন (24/43)
23. গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করে জীবিত করা (2/73)
24. ইব্রাহিম পাখীদের কেটে টুকরো করে আবার জীবিত করতো (2/260)
25. আল্লাহ আকাশে পাখীদের ভাসায় (16/79)
26. আল্লাহ সমুদ্রে জাহাজ ভাসায় (17/66)
You are great man. You r my voice. You r voice of Alla rasul. Excellent.
ভাইয়াকে অনেক বেশি ভালবাসি,শুভকামনা ভাইয়ের জন্য।
আল্লাহ যুগে যুগে পথহারা মানুষকে হেদায়তের জন্য অনেক নবী রাসুল প্রেরন করেছেন। বর্তমান সমাজে সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন।
অতি সুন্দর আলোচনা যা মানুষকে ধর্মের
দিকে টানে এবং কোরআন এর দিকে মনযোগ
আকর্ষণে সহায়তা করে।
অত্যান্ত সুন্দর ও সাবলীল আলোচনা। বুঝার অনেক কিছু আছে।
আল্লাহ মানা সহজ। কিন্তু পীর মানা কঠিন ব্যাপার।
মাশাআল্লাহ্ অসাধারন আলোচনা।