ব্রাহ্মণ তুমি সত্যকুলজাত

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 6

  • @debabratadas9704
    @debabratadas9704  2 місяці тому +1

    👆
    "সত্য" এই দু' অক্ষরের ছোট্ট শব্দটি কি অপরিসীম গভীরতা এবং গুরুত্ব মানুষের জীবনে বহন করে চলে, ভারতীয় প্রতিটি আধ্যাত্মিক দর্শন আলোচনায় ছত্রে ছত্রে তা পরিস্ফুট। এই "সত্য"কে প্রতিটি উপনিষদে, প্রতিটি শাস্ত্রে, প্রতিটি ক্রিয়াকর্মে, যাপনে , শিল্প-সাহিত্যে, ব্যাকরণে নানান ভাবে উপলব্ধি করার আন্তরিক এক গভীর প্রচেষ্টা বর্তমান। সুদীর্ঘ কঠোর কঠিন তপস্যা, গভীর আলোচনা, তাত্ত্বিক বিশ্লেষণের উজ্জ্বল গাম্ভীর্যময়তার বাতাবরণে এই পরম সত্যকে আধ্যাত্মিক জিজ্ঞাসু, সত্যসন্ধানী মানুষ সমগ্র জীবন দিয়ে প্রবল ভাবে অন্বেষণ করে চলেছেন।
    এমনই এক অনিসন্ধিৎসু ভাবগম্ভীর পরিবেশের মধ্যে একজন অতি সাধারণ নারী সেই 'সত্য'কে কত সহজেই ধারণ করে আপন গর্ভজাত সন্তানের মধ্যে তা যথার্থভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন। আর সন্তানও সেই 'পরমসত্য'কে সহজে বরণ করে প্রকৃত ব্রাহ্মণত্বের পরিচয়ে ব্রহ্মজ্ঞান লাভের যথার্থ অধিকারী হয়ে উঠলেন। ছান্দোগ্য উপনিষদের "জাবাল- সত্যকাম" কাহিনীটিতে "সত্য" শব্দটি প্রাকৃতিক পরিবেশে লালিত সাধারণ মানুষের জীবনে কতো সহজভাবেই না ধরা দিয়েছে। তারই এক অনুপম পরিচয় তুলে ধরা হয়েছে অবসরের কথা-বাসরের ২৩তম পর্বে 🌷