রোমাঞ্চকর অভিযান-- রূদ্ধশ্বাস করে দেওয়ার মতো ভিডিও। চূড়ান্ত দৃশ্যে পৌঁছানো অবধি কৌতুহল দমিয়ে রাখা কঠিন। মনে হলো যেন একটা বাস্তবে মোড়ানো সিনেমা দেখলাম। অনেক ধন্যবাদ আর অভিনন্দন নিও মানস। 🌷💐🌷
যুবরাজদের পরিণতি এমনই হয় ? এই অঞ্চলের থেকে অবরুদ্ধ ইতিহাস খুঁজে বের করে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বাংলা ইউটিউবের প্রথম পরিবেশন, আমার মনে হয়। ধন্যবাদ।
অসাধারণ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ ভিডিও! মানস দা, আপনার ভাষা র যাদু ,বাচন ভংগী এবং সুন্দর ব্যাক গ্রাউন্ড মিউজিকে মন্ত্র মুগ্ধ হয়ে দেখলাম....... " ইতিহাস যেন ফিরে ফিরে কথা কয় "
apnar channel e r video r opekkhay thaki ....aj obdhi sab video i valo legeche........ei vid tao khub informative ar nice presentation as usual...............purano banglar itihaas janar agroho ache amar o.......tai apnar ei channel amar priyo khub
একেই হয় তো poetic justice বলে। আমাদের জীবনই আমাদের মৃত্যু এবং তার পরবর্তি ঘটনাবলী নির্ধারণ করে দেয়। একজন অসহায় অভাগার দীর্ঘশ্বাসের চেয়ে বড় অভিশাপ হয় না।
অদ্ভুত অবিস্মরণীয় ইতিহাসের পাতা থেকে? অনেক অজানা তথ্য প্রাঞ্জল ভাবে জানতে পারলাম আপনাদের এই রাজমহল সফরের মাধ্যমে? ইতিহাসকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে মিরণের সমাধিস্থল টি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন? প্রতিবেদনটি সার্থক হয়েছে, সুন্দর হয়েছে । অসংখ্য ধন্যবাদ।
অসাধারন একটি ভিডিও | সত্যি একটা রুদ্ধশ্বাস মুহুর্তের মধ্যে আমি ছিলাম যে মীরনের কবর দেখব ৷ শেষ ২ মিনিট ধরে আপনি যে ভাবে উপস্থাপনা করলেন মুগ্ধ হয়ে শুনলাম ৷ ইতিহাস তথ্য নির্ভর ভিডিও তৈরি করতে আপনি এক এবং অদ্বিতীয় | ধন্যবাদ মানসদা ৷
দাদা র সাথে পশ্চিমবঙ্গের পুরাতত্ত্ব বিভাগের যোগাযোগ খুব ই জরুরি। কারণ দাদা এত কষ্ট করে গবেষণা করে যে সব নিদর্শন গুলি খুঁজে সেগুলো সংরক্ষণ করার খুব জরুরি। পরবর্তী প্রজন্মে এইগুলো হয় ত আর থাকবে না তখন এই video গুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। এই স্থান গুলো সর্বদাই যেনো সংরক্ষিত থাকে। All videos 📸 are contacting a great historical stories,
অসাধারণ বর্ণনা! আর ভালো লাগলো পুরো ভিডিওতে ঘটনার নতুন করে বর্ণনা করেছেন। যা কেউ শুনলে পুরো ইতিহাসের ভালো একটি ধারনা পাবে। 💚💚 ধন্যবাদ ও ভালোবাসা দাদা 💚💚
Dada ki bole dhonnobad debo apnake r apner team ke bujhte parchina. Apner amon uddog er jonno ato nikhuth bhabe Milon er mrittu niye jante parlam r kobor ta dekhe atai mone holo ber ber proudness r beshi uccha asha r poton amon e hoi, pap er fhol...r obhishap ta jebhabei hok lagbei. Kom ottacher toh koreni taina? Dada apner shathe na thakle ai durlobh history r vidio gulo ki dekhte petam. Onek onek doa roilo. Shustho thakun r obosshoi shabdhane thakben. Amader jonno onek ta poth cholte hoi apnake. Lots of thanks dada.
আঙ্কেল আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি অনেক ভাল লাগে এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি আপনি আমাদের এরকম আরও অনেক শিক্ষামূলক ভিডিও দিয়ে আমাদের আরও জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন।ধন্যবাদ। বাংলাদেশ থেকে দেখছি।
আমাদের নতুন প্রজন্মের কাছে.. গল্পের আকারে খুব সহজ ভাষায় আমাদের জন্মভূমির ইতিহাস তুলে ধরার জন্য .. আপনাকে অসংখ্য ধন্যবাদ..! আমাদের বাংলার ইতিহাসে থ্রিল এর কোনও কমতি নেই..! যতই শুনছি ততই বেশি জানতে ইচ্ছে করছে .. অনেক অনেক ধন্যবাদ .. খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন... আর আমরা আরও এরকম ভিডিও যেনো পেতে থাকি... এই কামনাই করি...🤍🌸🤍
Manas Babu apnake asankha dhannabad . Apni je bhabe itihaser pata theke ghatana prabaha tule ane amader upahar dan ta ak kathai atulanio. Apnar expression , diction of word , photograps up to the mark. Thank you. Ar ahkon je kathata bolte chai seta holo amader nababi itihaser ghatana prasanga tene ane bolte pari je amader pratibeshi dui deser rajnaitik itihasero anekta mil ache . Khamata dakhaler janna kato prannash hoache. Ar amader adhunik samajeo dekte pai gundabaj, tolabaj , Manab hatyakari dero parinati taderi kono pratipakhkha dwara sesh hoi.
Wow! Manas Dada. First time I see Miran's grave. It was trembling and thrilling as you zoomed in on the grave. Watching from the US is even more thrilling. While in school in Bangladesh we heard so much about this disgraced man. I am a descendant of Nobab Murshid Ali Khan through Nobab Sharfaraz Khan. His deputy Nobab Alivardi Khan betrayed him. Miran was one of the cruelest people in Bengal's history. Thank you so much for documenting it. Nonetheless, the grave should be preserved for historical reasons. Your presentation of documentaries is the very best. Two cheers to you.
দুদিন আগে মুর্শিদাবাদ ঘুরে এসেছি. মনটা একটু খারাপ ছিল, কারণ ইতিহাস পূর্ন হয়নি. আজকে আপনার ভিডিও দেখে মনে হলো, এবার Complete হল. Thanks for দারুণ ভাবে ব্যাখ্যা দেবার জন্য .
অসাধারণ! অনেক সুন্দর ভাবে ইতিহাস উপস্থাপন করেছেন! আমি ইতিহাস বিষয়ের একজন লেকচারার! কিন্তু আমি আপনার মতো এতো সুন্দর ইতিহাস বুঝাতে পারিনা! ধন্যবাদ আবারো! বাংলার নবাবী যুগের এই অংশকে এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য!!!
মানস দা আপনি ভিডিওর মধ্যে যেভাবে ইতিহাসের কথা আমাদের বুঝিয়ে যান তা খুব সুন্দর বলার মতো না দাদা, দাদা আপনি গ্রেট মানস দা. আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য দাদা. 🙏🙏
বাংলাদেশ হতো অনেক হিন্দু রাজাদের রাজত্ব ছিল আপনাদের ওখানে কোন ব্যক্তি সেগুলো কেন তুলে ধরে না, যেমন আমাদের পশ্চিমবঙ্গের বাংলার মানুষরা মুসলিম সুলতান এবং নবাবদের ইতিহাস তুলে ধরে আপনাদের তো কর্তব্য যেকোনো হিন্দু রাজাদের ভিডিও তুলে ধরা আমরা সেটাতে খুশি হতাম আমরাও আপনাদের জন্য প্রার্থনা করতাম
রোমাঞ্চকর অভিযান-- রূদ্ধশ্বাস করে দেওয়ার মতো ভিডিও। চূড়ান্ত দৃশ্যে পৌঁছানো অবধি কৌতুহল দমিয়ে রাখা কঠিন। মনে হলো যেন একটা বাস্তবে মোড়ানো সিনেমা দেখলাম। অনেক ধন্যবাদ আর অভিনন্দন নিও মানস। 🌷💐🌷
দাদা, তোমার উৎসাহ ও অবদান সর্বদা আমাকে নতুন কিছু ভাবতে ও করতে সাহায্য করে।
Vishwasghaat dar pariniti ai rokome. Awesome Sundar Pattibadan.
Bangladesh thakaRani ji apna ka jajakall khiran.
@@gaji715 hmmm
ধারা ভাষ্য অসামান্য। কণ্ঠ স্বর অতুলনীয়।
উপস্থাপনা সুন্দর
অভূতপূর্ব। খুব ভালো লাগল এই অভিযান, ইতিহাস। অভিনন্দন ও শুভেচ্ছা।
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো দেখি। আহ... ভিডিও গুলো যখন দেখি তখন ইতিহাস টা চোখের সামনে ভেসে ওঠে। অসম্ভব সুন্দর আপনার ভিডিও গুলো।
যুবরাজদের পরিণতি এমনই হয় ? এই অঞ্চলের থেকে অবরুদ্ধ ইতিহাস খুঁজে বের করে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বাংলা ইউটিউবের প্রথম পরিবেশন, আমার মনে হয়। ধন্যবাদ।
অত্যাচার নির্যাতন যারাই করুন না কেন, তাদের বিচার আল্লাহ তাআলা নিশ্চিত করবেন।
নাইস ভাই,বই পুস্তকে পড়তাম,এখন বাস্তবে আপনার ভিডিওর মাধ্যমে জানলাম। খুব ভালো লাগলো।
অসাধারণ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ ভিডিও! মানস দা, আপনার ভাষা র যাদু ,বাচন ভংগী এবং সুন্দর ব্যাক গ্রাউন্ড মিউজিকে মন্ত্র মুগ্ধ হয়ে দেখলাম....... " ইতিহাস যেন ফিরে ফিরে কথা কয় "
আমি বাংলাদেশ থেকে আপনার সকল ভিডিও দেখি" অনেক অনেক সুন্দর
apnar channel e r video r opekkhay thaki ....aj obdhi sab video i valo legeche........ei vid tao khub informative ar nice presentation as usual...............purano banglar itihaas janar agroho ache amar o.......tai apnar ei channel amar priyo khub
ইতিহাস এক নেশা। আপনার উপস্থাপনা অত্যান্ত সুন্দর।
Ki sundor video baniyecho dada
Osadharan mon vore jai apnar video dekhe
পাপ করলে প্রায়শ্চিত্ত করতেই হবে ।
এটাই কালের নির্মোঘ নিয়তি ।
আপনি কি নবাব পরিবারের লোক?
হুম! প্রিয় মানস, আরেকটি ইমফরমেটিভ চমৎকার কাজ দেখলাম। শুভেচ্ছা জানাই।
যে কাহিনীর শেষে অপরাধের দায়ে চরম শাস্তি ভোগ করে অপরাধী স্বয়ং তখন শক্তিমান ঈশ্বরের অস্তিত্বের প্রতি আস্হা বোধ হয়।
ধন্যবাদ
একেই হয় তো poetic justice বলে। আমাদের জীবনই আমাদের মৃত্যু এবং তার পরবর্তি ঘটনাবলী নির্ধারণ করে দেয়। একজন অসহায় অভাগার দীর্ঘশ্বাসের চেয়ে বড় অভিশাপ হয় না।
জুলুমকারী এবং অত্যাচারীর শেষ পরিনতি এমনই হয় । ধন্যবাদ দাদা এই নরপশুর সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ।
খুব সুন্দর ভিডিও বানিয়েছেন দাদা। ধন্যবাদ।
Love From Bangladesh🇧🇩
Osadaron akta protibadon Manos da kub valo laglo. Upni ai rokom vaba video baniya jan.
দাদা ভালো থাকবেন, বাংলাদেশ থেকে দেখছিলাম, অনেক ভালো লাগলো, আপনার উপস্হাপনা বড়ই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ।
অদ্ভুত অবিস্মরণীয় ইতিহাসের পাতা থেকে? অনেক অজানা তথ্য প্রাঞ্জল ভাবে জানতে পারলাম আপনাদের এই রাজমহল সফরের মাধ্যমে? ইতিহাসকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে মিরণের সমাধিস্থল টি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন? প্রতিবেদনটি সার্থক হয়েছে, সুন্দর হয়েছে । অসংখ্য ধন্যবাদ।
Wonderful dada wonderful. Thanks for showing these. Juge juge kharapder porinoti arokom e hoichhe. Almighty gives them result like this destruction.
দাদা নমস্কার। হঠাৎ আপনার চ্যানেলটি নজরে এলো। ইতিহাস ঐতিহ্যের সাথেই পরিচিত হতে ভালো লাগে। ভালো- মন্দে দারুন উপভোগ করি বাংলা ইতিহাস। ইতিহাসলদ্ধ আপনার সাবলিল কন্ঠ উপস্থাপনায় মুন্সিয়ানা দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়। আমি দিনাজপুর বাংলাদেশ থেকে।
দারুণ লাগল মানস দা। অনেক কিছু জানলাম। দারুণ উপস্থাপনা।
Very informative manasbabu..keep it up
অসাধারন একটি ভিডিও | সত্যি একটা রুদ্ধশ্বাস মুহুর্তের মধ্যে আমি ছিলাম যে মীরনের কবর দেখব ৷ শেষ ২ মিনিট ধরে আপনি যে ভাবে উপস্থাপনা করলেন মুগ্ধ হয়ে শুনলাম ৷ ইতিহাস তথ্য নির্ভর ভিডিও তৈরি করতে আপনি এক এবং অদ্বিতীয় | ধন্যবাদ মানসদা ৷
দাদা র সাথে পশ্চিমবঙ্গের পুরাতত্ত্ব বিভাগের যোগাযোগ খুব ই জরুরি।
কারণ দাদা এত কষ্ট করে গবেষণা করে যে সব নিদর্শন গুলি খুঁজে সেগুলো সংরক্ষণ করার খুব জরুরি।
পরবর্তী প্রজন্মে এইগুলো হয় ত আর থাকবে না
তখন এই video গুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে।
এই স্থান গুলো সর্বদাই যেনো সংরক্ষিত থাকে।
All videos 📸 are contacting a great historical stories,
ইতিহাসের আৱ একটা অজানা দিক তুলে ধৱলেন যা মানসবাবু আমাদেৱ দিতে পাৱেন মন ছুঁয়ে গেল পৱেৱ ভিডিওৱ আশায় ৱইলাম
বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি
অপূর্ব, অসাধারণ , আপনার দরাজ কন্ঠের উপস্থাপনায় ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। একটাই অনুরোধ রইল আপনার কাছে আরও ঐতিহাসিক ভিডিও চাই, অপেক্ষা য় থাকলাম।
Khub bhalo laglo anek kichu jante parlam 👌👌👌👌
স্যার আপনার অতি মধুর কন্ঠ আমায় মুগ্ধ করে তোলে, ধন্যবাদ।
জয় হিন্দ
দাদা আপনার কণ্ঠে এত সুন্দর বর্ণনার জন্য ইতিহাসের প্রতি আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে।
আপনার বাচনভঙ্গি সত্যিই অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনে এমনিই সুন্দর উপস্থাপনা পাবো।
অসাধারণ বর্ণনা! আর ভালো লাগলো পুরো ভিডিওতে ঘটনার নতুন করে বর্ণনা করেছেন। যা কেউ শুনলে পুরো ইতিহাসের ভালো একটি ধারনা পাবে। 💚💚
ধন্যবাদ ও ভালোবাসা দাদা 💚💚
Allah jalimder ai rokom sasti dia thaken. Allah uttom bisarok
Daruuun hoyeche vedio ta.
পাপ কোনো দিন কাওকে ছাড়ে না
Kiser pap afgan ra emon korei sinhasane bosechilen
Baal...sob paapi ra moja te aachae...chokh khule char dike dekhun.
অসাধারন দাদা আপনাকে ধন্যবাদ
দারুণ একটা ভিডিও দাদা।
খুব সুন্দর লাগলো আপনার ভিডিও টা।
Darun laglo manas da
Amaro jawar kotha chhilo apnar sathe but sorir kharap thakai pari ni
Khub miss korchi
Excellent Presentation,Manas Babu
আহা ...। অসাধারন প্রতিবেদন 💗💗💗💗
আমি বাংলাদেশ থেকে দেখতেছি। আপনার ভিডিও আমার ভালো লাগে।
কিন্তু ভিডিওর কোয়ালেটি,যদি আরও একটু ভালো করা হয়, তাহলে আরো ভালো লাগবে।
HD quality upload করেছি। সম্ভবত আপনার নেটওয়ার্ক সমস্যা হতে পারে।
দারুন দাদা, অসংখ্য ধন্যবাদ ইতিহাসের অজানা তথ্য নির্মোহভাবে সামনে হাজির করার জন্য। ভালো থাকবেন।
Dada ki bole dhonnobad debo apnake r apner team ke bujhte parchina. Apner amon uddog er jonno ato nikhuth bhabe Milon er mrittu niye jante parlam r kobor ta dekhe atai mone holo ber ber proudness r beshi uccha asha r poton amon e hoi, pap er fhol...r obhishap ta jebhabei hok lagbei. Kom ottacher toh koreni taina? Dada apner shathe na thakle ai durlobh history r vidio gulo ki dekhte petam. Onek onek doa roilo. Shustho thakun r obosshoi shabdhane thakben. Amader jonno onek ta poth cholte hoi apnake. Lots of thanks dada.
ধন্যবাদ, এত সুন্দর ভিডিও টা বানানোর জন্যে।
❤🎉👍🏼👌🏼🙏🏼👏🏼
❤❤❤ dada your presentation is awesome ❤
এক অনন্য উপস্থাপনা। কোন সাধুবাদই যথেষ্ট নয়। এই ভাবে বিস্মরিত ইতিহাসের পুননির্মাণ অত্যন্ত জরুরী।
Onek bhalo laglo apnar video
ধন্যবাদ মানষ বাংলার। ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য।
অসাধারণ লাগলো আপনার ভিডিও টা অজানা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো।।
অপূর্ব 👌👍
Osadaharon excellent Dadavai
ধন্যবাদ আপনাকে ❤
Khub bhalo laglo bhai
Darun khub sundor laglo .....Romanchokor
অসাধারন দাদা ,সাউন্ড টা দারুন দিয়েছেন।
এই বিষয়ে কৌতূহল ছিলো, আপনার উপস্থাপনায় আজ তা নিরসন হলো,
ধন্যবাদ আপনাকে.
মীরণের স্ত্রীর ও সন্তান দের সম্পর্কে ভিডিও করে জানান।
আঙ্কেল আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি অনেক ভাল লাগে এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি আপনি আমাদের এরকম আরও অনেক শিক্ষামূলক ভিডিও দিয়ে আমাদের আরও জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন।ধন্যবাদ। বাংলাদেশ থেকে দেখছি।
Love From Bangladesh Dada
খুব সুন্দর লাগলো ,,,,,
dada love from america and love from bangladesh
এসব কাহিনী শুনলে মন ও চোখের মধ্যে জল চলে এসে
আমাদের নতুন প্রজন্মের কাছে.. গল্পের আকারে খুব সহজ ভাষায় আমাদের জন্মভূমির ইতিহাস তুলে ধরার জন্য .. আপনাকে অসংখ্য ধন্যবাদ..! আমাদের বাংলার ইতিহাসে থ্রিল এর কোনও কমতি নেই..! যতই শুনছি ততই বেশি জানতে ইচ্ছে করছে .. অনেক অনেক ধন্যবাদ .. খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন... আর আমরা আরও এরকম ভিডিও যেনো পেতে থাকি... এই কামনাই করি...🤍🌸🤍
Manas Babu apnake asankha dhannabad . Apni je bhabe itihaser pata theke ghatana prabaha tule ane amader upahar dan ta ak kathai atulanio. Apnar expression , diction of word , photograps up to the mark. Thank you.
Ar ahkon je kathata bolte chai seta holo amader nababi itihaser ghatana prasanga tene ane bolte pari je amader pratibeshi dui deser rajnaitik itihasero anekta mil ache . Khamata dakhaler janna kato prannash hoache. Ar amader adhunik samajeo dekte pai gundabaj, tolabaj , Manab hatyakari dero parinati taderi kono pratipakhkha dwara sesh hoi.
দারুন লাগে video গুলো,,, আমার বাবার ভীষন ইচ্ছা মুর্শিদাবাদ যাওয়ার,,, আমারও ভীষন ইচ্ছে বাবাকে ঘোরানোর,,, আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে থাকি,, আপনাকে বিষ্ণুপুরে আসার আমন্ত্রণ জানাই
দাদা,আপনার ধারা ভাষ্যটা খুব উপ ভোগ্য।
একটা অজানা ইতিহাস দেখাবার জন্য অশেষ শুকরিয়া।💚🙏🇧🇩
বেশ ভাল লাগল দেখে।
কবরটি সংরক্ষণ করা উচিত, ইতিহাস রক্ষার জন্য
Right
মীরনের কবরে প্রতিদিন কুত্তা দিয়ে প্রস্রাব করানো উচিত!
রাইট, ঐসব কুত্তার বাচ্চার কবর একটু সংরক্ষণ এর দরকার, যাহাতে যুগ যুগ ধরে মানুষ বুঝতে পারে,মাএ 17/18 বছরের কুত্তা মিরন কেমন ছিল, কুত্তার কবরের মধ্যে মহান আল্লাহ তায়ালার নাম নিয়ে, ডেলি পেট্রল ঢেলে আগুন 🔥 ধরানো উচিত,
Na
@@HelpfulSaiful-g9i হুম, জায়গা টা পরিষ্কার করে কাটা তার দিয়ে ঘিরে পুরোটাই জুতো ঝুলিয়ে জুতোর দেয়াল বানিয়ে ঘিরে রাখা উচিৎ।।
Upnader onek Dhonyobad video ti tule dhorar jonno Or moto beiman ar aktao nei
Wow! Manas Dada. First time I see Miran's grave. It was trembling and thrilling as you zoomed in on the grave. Watching from the US is even more thrilling. While in school in Bangladesh we heard so much about this disgraced man. I am a descendant of Nobab Murshid Ali Khan through Nobab Sharfaraz Khan. His deputy Nobab Alivardi Khan betrayed him. Miran was one of the cruelest people in Bengal's history. Thank you so much for documenting it. Nonetheless, the grave should be preserved for historical reasons. Your presentation of documentaries is the very best. Two cheers to you.
Nice collection dada
ভীষণ ভালো লাগলো আপনার উপস্থাপন
কি অসাধারন লাগলো দাদা …আপনার চ্যানেল subscribe না করলে এই সব ইতিহাস আজো আমাদের অজানা থাকতো …ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি অনেক অনেক ভালো থাকুন 🙏🙏
Excellent presentation. Past has been brought to live!
ধন্যবাদ দাদা নতুন ইতিহাস জানা গেল
দাদা পুরনো ভিডিও গুলো আবারও দেখছি,খুব ভালো লাগছে।ইতিহাস মেশানো রোমাঙ্চোকর ভিডিও ।।
মনমুগ্ধকর শব্দ গাথুনি ☺️
দুদিন আগে মুর্শিদাবাদ ঘুরে এসেছি. মনটা একটু খারাপ ছিল, কারণ ইতিহাস পূর্ন হয়নি. আজকে আপনার ভিডিও দেখে মনে হলো, এবার Complete হল. Thanks for দারুণ ভাবে ব্যাখ্যা দেবার জন্য .
মানস দা চমৎকার 🙏
Valo laglo Dada
যেমন কর্ম,তেমন ফল। পাপ,বাপকেও ছাড়ে না। অসাধারণ তথ্যনির্ভর আলোচনা।।
History repeats itself.It is the right judgement of the Almighty.
Darun laglo Dada .🙏
আল্লাহ ওর বিচার করবেন ইনশাআল্লাহ
হে "মানস বাংলা" তোমায় আমি ভালোবাসি,
তুমি দেখাইলে কত কীর্তি কত কলা রাশি।
কত বিচিত্র স্থানের কত অমর স্থাপনা,
তোমার সুবাদে দেখি কত রহস্য অজানা।
নবাব সিরাজ বাঙালীর জীবন জুড়িয়া,
অবস্থান করিছেন সদা অন্তর পুড়িয়া।
বিশ্বাস করিলেন যাহারে নবাব সিরাজ,
সেই তারে মারিবার তরে হইলো বিরাজ।
দিনটি ছিলো চৌঠা জুলাই ১৭৫৭ সাল,
মিরন করিলো সিরাজকে বিকট বেহাল।
মিরন ডাকিয়া বলিলো মোহাম্মদী বেগেরে,
এক খানা কুড়াল নিয়ে আস এই প্রহরে।
আদেশ পাইয়া বেগ কুঠার নিয়ে আসে,
মিরন বসিল কুরসিতে পরম আয়েসে।
সিরাজের সামনেই সে কুঠার নিল হাতে,
পরীক্ষা করিয়া মিরন তা দেখে সাথে সাথে।
নিমক হারাম দেউড়ির স্তম্ভে বাধা বাঘ,
সেই ব্যাঘ্রের চোখে জ্বলছিল ভীষণ আগ।
মিরন ফিরিয়ে দিলো কুঠার বেগের হাতে,
আদেশ করিয়া বলে মার সিরাজের মাথে।
মোহাম্মদী কুঠার হাতে নিয়ে সিরাজকে বলে,
বাঁচিতে পারিবেনা নবাব তুমি কোন ছলে।
নির্বাক সিরাজ কোন কথা নাই তার মুখে,
মোহাম্মদী হানিল কুঠার সিরাজের বুকে।
সিরাজে মরিয়া মিরন হাসে পৈশাচিক হাসি,
জগৎ কাঁদে মিরন রহে মহানন্দে ভাসি।
আজি আমার জীবনের আনন্দ অবিরাম,
স্বচক্ষে দেখিলাম এক পিশাচের পরিণাম।
হে মিরন তুমি ছিলে ভীষণ জালিম জল্লাদ,
ঝাড়খণ্ডের জঙ্গলে থাক নিয়ে অপবাদ।
মানস বাংলারে জানাই শত অভিনন্দন,
মিরনের বাসস্থান দেখিয়া ধন্য জীবন।
দাদা আপনার কথা শুনে তখনকার দিনে চলে যাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Bangladesh teke🙏🙏
Excellent Video ❤❤👌👌🙏🙏
Khub valo laglo ❤
অসাধারণ! অনেক সুন্দর ভাবে ইতিহাস উপস্থাপন করেছেন! আমি ইতিহাস বিষয়ের একজন লেকচারার! কিন্তু আমি আপনার মতো এতো সুন্দর ইতিহাস বুঝাতে পারিনা! ধন্যবাদ আবারো! বাংলার নবাবী যুগের এই অংশকে এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য!!!
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
@@manasbangla আপনাকেও ধন্যবাদ দাদা❤️❤️❤️
দাদা খুব ভালো লাগলো
মানস দা আপনি ভিডিওর মধ্যে যেভাবে ইতিহাসের কথা আমাদের বুঝিয়ে যান তা খুব সুন্দর বলার মতো না দাদা, দাদা আপনি গ্রেট মানস দা. আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য দাদা. 🙏🙏
Darun darun...
বাংলাদেশ থেকে আপনার প্রতিবেদন সবসময় দেখি। আজ এই পর্বে অজানা কিছু দেখলান আর শুনলাম💝💝
দাদা আপনাকে আন্তরিক ধন্যবাদ।আমি একজন বাংলাদেশি।
বাংলাদেশ হতো অনেক হিন্দু রাজাদের রাজত্ব ছিল আপনাদের ওখানে কোন ব্যক্তি সেগুলো কেন তুলে ধরে না, যেমন আমাদের পশ্চিমবঙ্গের বাংলার মানুষরা মুসলিম সুলতান এবং নবাবদের ইতিহাস তুলে ধরে আপনাদের তো কর্তব্য যেকোনো হিন্দু রাজাদের ভিডিও তুলে ধরা আমরা সেটাতে খুশি হতাম আমরাও আপনাদের জন্য প্রার্থনা করতাম
@@souvikmanna8985 তাহলেই হয়েছে। এই জানোয়ার গুলো হিন্দু রাজাদের মান দেয়নি।
যতটা না আমরা পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা সিরাজ কে দিয়েছি।