আমি এখনো কাঁদি ছোট্ট ছেলেটার জন্য,উনি আমার হৃদয়ে বেঁচে আছেন,।ওনার মত সাহসী বেটা পৃথিবীতে জন্মায়নি আমার দৃঢ় বিশ্বাস। কি মা বাবার সন্তান তাদের কে আমার শত কোটি প্রনাম।ওনাকে আমার আমাদের সন্তান ভাবি।আদরের সন্তান
সুমন ভাই খুব ভালো লাগলো প্রতিবেদনটি।আবেগ এ চোখ এ জল চলে এসেছে।আমরা যে বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিলাম।যুগে যুগে মীরজাফরেরা আমাদেরকে শেষ করে দিয়েছে।❤❤❤❤ বাংলাদেশ থেকে আমি।
আবেগময়ী ক্ষদি রাম বসুর সঙ্গে আমাদের দেখা হবে আর কোনো দিন । তবে আপনি সহয়তা করে আমাদের ক্ষদিরাম বসু জন্ম বিটা দেখতে পাচ্ছি! এজন্য অনেক অনেক ধন্যবাদ!! শহীদ ক্ষদিরাম বসুর আত্মার শান্তি কামনা রইলো!❤❤!
@@nurunnahardeepty2729 সুমন দা তোমার সম্বন্ধে আর কি বলবো বলো তুমি যেটা দেখা সেটা অসাধারণ লাগে শ্রীলঙ্কায় যে তুমি আদমের পায়ের ছাপ টা দেখালে তার অসাধারণ লাগলো এটা ভগবান শিবের পায়ের ছাপ এই হচ্ছে আসল ওটা কোন আদম গৌতম বুদ্ধ নয় বুঝলে এটাই হচ্ছে সত্য
সত্যিই তখনকার বিপ্লবীদের সম্বন্ধে শুনলে অবাক হয়ে এক পয়সার ছাতু আর এক ঘটি জল খেয়ে তারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে রাজগীর নেতারা টাকা পয়সার লোভে তারা কি না করছে আর তাদের নেতা বলতো আমাদের ঘেন্না হয়
সূর্য যত দিন থাকবে ক্ষুদিরামের আত্বত্যাগ ততদিন ইতিহাস হ'য়ে থাকবে এই উপমহাদেশে। সূদুর বাংলাদেশ থেকে বি নম্র শ্রদ্ধা জানাই তাকে। তুমি স্বার্থক হয়েছো ক্ষুদিরাম, তোমার জন্যই আজ স্বাধীন আমরা।
আমাকে আবার কাঁদালেন দাদাভাই, আমি এই গানে সবসময় চোখের জল ধরে রাখতে পারি না।আমি এই জেলার মানুষ, আমার পারিবারের অনেক এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন ।
আপনার গানের গলা অসাধারণ । " একবার বিদায় দে মা ঘুরে আসি " মাত্র তিন মিনিটের গানটিতে খুদি রামের ঘটনা এতো সুন্দর করে ফুটে উঠেছে যে মনোযোগ দিয়ে শুনলে চোখে পানি চলে আসে ।
নিজেকে খুবই গর্বিত অনুভব করছি কেননা আমিও এই বিপ্লবী শহিদ ক্ষুদিরামের গ্রামের ছেলে, এবং আপনারা যেদিন ওই ভিডিওটি বানাতে এসেছিলেন ওইদিন আপনার সাথে দেখা হয় খুব ভালো লেগেছে আপনি খুব ভালো মনের মানুষ। আর যে দুজনকে ভিডিওতে দেখা গেছে উনারা আমার দাদা হন উনার সাথে আমরাও গিয়েছিলাম ভিডিও বানাতে, সত্যি খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল সেদিন ।
খুদিরাম খুব ছোট ছেলে। কিন্ত সে ছিল। বিপলবী। বৃটিশরা তাকে ফাসী দিয়ে ছিল। তারপরও খুদিরাম হার মানিনী। ভারত বাসীর গরর্ব। তার গান চিরস্বরনীয় হয়ে আছে। বিভন্ন দেশে মাঝে মাঝে এই গান শোনে। আমিও শুনি।
কিন্তু, ভাই ক্ষুদিরামের তো বিপ্লব করার জন্য ফাঁসি হয়নি। দুজন অবলা নারী (একজন অপ্রাপ্ত বয়স্ক) হত্যা করার জন্য ফাঁসি হয়েছিলো। এটা নিয়ে কেনো গর্ব করেন আপনারা?
Name of thee where's Khudiram Basu dropped bomb to kill Justice Kingsford is Muzaffarpur and thee exact location is opposite the European Club,,now know as Muzaffarpur Club.
এই গানটি শুনলে মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। যেই দেশের জন্য ওই বাচ্চা ছেলেটি নিজের জীবন উৎসর্গ করলো আজকে সেই দেশের কি পরিস্থিতি, এই মানুষ গুলো থাকলে, মানুষের অবস্থা দেখে লজ্জা পেতেন। তোমায় জানাই সশ্রদ্ধ অভিনন্দন ও প্রণাম। বীর ক্ষুদিরাম অমর রহে, বন্দেমাতরম।
@@allinonedilipdas4889 ssssssksmsssssskkkssksssssskskssssksssßsssssakssssssssssssssssssßssksssksssksskskssssksskssßsßßssksssskßßksssssssssßsßsskskssskkssksßßsßssksskssssskßßßßsßssmskßßssßßßkskskssßßßßßsßsßsßsßsßs4 ni ni ji
আমার অনুপ্রেরণা। ক্ষুদিরাম বসুর জন্ম স্থান আমাদের জেলাতে। আমরা সবাই ওনার জন্য গর্বিত যিনি ছিলেন সব থেকে কম বয়সী শহীদ যিনি ভারতমাতার জন্য নিজের জীবন হাসিমুখে উৎসর্গ করে গিয়েছেন।জয় হিন্দ বন্দেমাতরম ।
Suman the kind hearted person ! This is a different kind of presentation of yours no doubt. Khudiram Basu is a name of great freedom fighter of Bengal and still he is our hero. I have heard his name since my boyhood. I think he is not only a part of West Bengal, he is a part of all Bangla speaking people of the world. We feel proud of him. Thank you.
সেতো জঙ্গি হামলার ঘটনা ঘটে মারা গেছে। হাত বোমা মারছে। তাকে হিন্দু রা কখনো জঙ্গি বলে না। আর আফগানিস্তান, ইরাকে, ফিলিস্তিনে দখলদার আমেরিকার বাহিনী কে লক্ষ করে হামলা করলে। এই হিন্দু রা জঙ্গি, জঙ্গি বলে জিকির করে।
অনেক ভালো লাগলো... মেদিনীপুরে জন্ম নিয়ে সারা জীবন আমি গর্বিত... আর আপনাদের video তে নিজের বাসস্থান রাজনগর দেখে খুব ভালো লাগছে... ভীষন চেনা রাস্তা সঙ্গে জন্মভূমির প্রসংশা... মন ভরে গিয়েছে...!! ..........অসংখ্য ধন্যবাদ
ক্ষুদিরাম বসুর কথাগুলো যতই শুনছিলাম ততই ভালো লাগছিল ভারতবর্ষে এমন একজন যোদ্ধা তৈরি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে কিন্তু কষ্ট লাগলো এত অল্প বয়সে ই তিনি মৃত্যুবরণ করলেন এবং হারিয়ে গেলেন চিরতরে ধন্যবাদ
সুমন দা আপনার অন্তরের অন্তস্থল থেকে উৎসারিত ভাষ্য যখন শুনি তখন ভুলে যায় বাংলা দেশ আর ভারত আলাদা কোন দেশ। মনে হয় ভাগের মা জানো আবার দু'দেশের জননী হয়ে উঠেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই। ভালো থাকবেন দাদা।
সুপ্রিয় সালাহউদ্দিন সুমন মহোদয়কে সশ্রদ্ধ নমস্কার, আন্তরিক ধন্যবাদ ও সুগভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আমাদের পুণ্যভূমি মাতৃভূমি ভারতে এসে এই প্রাতঃস্মরণীয় মহাপুরুষতুল্য বিপ্লবী মাতৃমন্ত্রী শহীদের প্রতি হৃদয়ের গভীর শ্রদ্ধার্ঘ্যসূচক এমন অবিস্মরণীয় একটি ভিডিও সকলকে উপহার দেওয়ায়। শ্রী শ্রী ভগবানের রাতুল শ্রীচরণকমলে সালাহউদ্দিন ভাইয়ের স্বাস্থ্যোজ্জ্বল দীর্ঘায়ু প্রার্থনা করি।
আমি ভারত ,হুগলী জেলার ধনিয়াখালি থেকে বলছি, অতি সুন্দর সুন্দর শব্দ চয়ন, অসাধারণ বাক্য বিন্যাস, আবেগঘন কন্ঠস্বর ,সত্যিই অসাধারণ উপস্থাপনা , যারপরনাই আমিও আবেগপ্লুত হোয়ে পড়েছিলাম , নিজেকে হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য, অনেক অনেক -অশেষ ধন্যবাদ আপনাকে।
সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভারতের আগরতলা থেকে বলছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে দেখতে পেয়েছি। আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে মনে করছি। উনি প্রতিটা বাঙালির গর্ব, উনি আমাদের অনুপ্রেরণা দেয়। উনার বীরত্বের কথা বাঙালি কোনদিন ভুলবে না। যতদিন সূর্য চাঁদ থাকবে, বিপ্লবী ক্ষুদিরাম বসু আমাদের প্রত্যেকের হৃদয়ে অমর হয়ে থাকবে। উনার উদ্দেশ্যে যে গানটি গেয়েছেন তা শুনে চোখে জল এসে গেল। বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দেমাতরম। জয় হিন্দ। ইনক্লাব জিন্দাবাদ 🇮🇳🇮🇳
সুমন দা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শহীদ খুদিরামের জন্মস্থান দেখানোর জন্যে, সেই ছোট্ট বেলায়, পরেছিলাম,আজ আপনার জন্যে দেখার ভাগ্য হলো, আপনার ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না, জীবনে যদি পারি একবার আমিও যাব, আশীর্বাদ করবেন, ধন্যবাদ
রাজনীতি যতোই কাঁটাতারের বেড়া দিকনা কেনো বাঙালির বাংলা ভাষা একই থাকবে। এরকম প্রানঞ্জল উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাই প্রমান দেয় যে বাঙালিদের ভাগ করা যায় না। আমি সুমন ভাইকে অনুরোধ করছি চুরুলিয়ার ওপর একটা ভিডিও করুন।
Kon bangali ,dhormoporibarton kari ,bedeshi vasar misron,bedesi sonenkar kari kakono e bangali noy. Ora jodi bangali hoto,tahole bangalir soneskar,bangali protha, k sonman korto.
@@cosmiccommandovlogs7904 যা ভাগ করে দেওয়া হয়েছে তা আর কোনো দিনই এক হওয়াও প্রায় অসম্ভব তবে ভাষাটা একই থাকবে বাংলা। দু বাংলার লোকেরাই নিজেদের বাঙালি বলে এটা ভুলে যাবেন না।
সর্ব প্রথম ভারতের বীর যোদ্ধাকে (ক্ষুদিরাম বসু) অনেক অনেক প্রনাম জানাই 🙏🌼।দাদা আপনার ভাষায় এক অদ্ভুত শক্তি বিস্ফোরণ হচ্ছে যা আমাকে পড়াশোনা বাদ দিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে বাধ্য করেছে। আরও এইরকম ভিডিও পাওয়ার আশায় থাকলাম,, সুস্থ থাকবেন ভালো থাকবেন 🙏❤️।
Sumon the kind hearted ! This is a different kind of presentation no doubt. Khudiram Basu is a name of great freedom fighter of Bengal. I have heard his name since my boyhood. I think he is not only a part of West Bengal. He is the hero of all Bangla speaking people of the world. We all feel proud of him. Thank you.
Salute our great hero. Being a Bangali I feel proud for your brave stands against British aggressor. Endless wishes, may rest your soul in eternal peace.
যারা হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়ে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে দিয়েছে তাদের নাম কত জনে জানে বা তাদের স্মরণে কিছু করেন না হ্যা যেটা করছেন সারাদেশে লুটের ও ধর্ষণের সাম্রাজ্য চলছে।
মোহবনিতে শহীদ ক্ষুদিরামের জন্মভিটার এই ভিডিওটি অসাধারণ, তার সাথে আপনার কন্ঠে সুবিখ্যাত গানটির গাওয়া ও তাঁর দেশপ্রেমের নানান দিক ও দুর্ভাগ্য বশত: ব্রিটিশ শাসনে ফাঁসিতে তাঁর প্রাণত্যাগ, সব কিছু আপনার ভাষ্যে স্থান পেয়েছে। ভারতবাসী হিসাবে আমরা গর্বের সঙ্গে তাঁর এই আত্মত্যাগ স্মরণ করে শ্রদ্ধাবনত: হই। ভারতবর্ষে আপনাকে স্বাগত। এই ভিডিওটি উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন , সুস্থ থাকুন সব সময়। -শুভরাত্রি।
কি সুমন দা তোমার কোন তুলনা হয়না তুমি একজন বাংলাদেশী হয়েও যেভাবে ভারতীয় বিপ্লবীদের নিয়ে কথা বল এখানেই বোঝা যায় আপনি কত বিচক্ষণ আর ব্যক্তি এবং কত বুদ্ধিমান
ভিডিও শুরু তেই তো কেঁদে ফেলেছি অসাধারণ শরীরের মধ্যে যেন না জানি গরম স্রোত প্রবাহিত হয়ে গেল 😢😢😢 বন্দেমাতরম 🇮🇳🇮🇳#একবার_বিদাই_দে_মা_ঘুরে_আসি এই লাইনটা শুনলেই কেঁদে ফেলি
❝মহানায়ক, মহাবীর ক্ষুদিরাম বসুকে বাংলা ও ভারতবাসী মনের আবেগ আর অশ্রু দিয়ে আগলে রাখবে চিরকাল।❞🖤🖤🖤 অসাধারণ আরেকটি ভিডিও এর জন্য আবারও অনেক ভালবাসা নিবেন সুমন ভাই। 🧡
অসাধারণ দাদা,,, আমি উওর বঙ্গে থাকি।।। এতোদিন পর আপনার ভিডিও টি দেখে এতোটাই আবেগ প্রবন হয়ে পরি যে,,কি লিখবো ভুলে গেছি।।।চোখে জল,, শরিরের রক্ত গরম লাল হয়ে টগবগ করছে ঐ ব্রিটিশ দের আবার কেটে ফেলার জন্য।।।ও বুকে কস্ট সেই মা, বোনদের কথা ভেবে,, কিভাবে ছিলেন ও মহান বাবা মা ওরা।।। বন্দে মাতারাম।।জয় হিন্দ,জয় বাংলা, বিপ্লব দীর্ঘজীবী হোক।জয় বাংলাদেশ।জয় ভারত 🙏🙏
খুব ভালো লাগলো, শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান দেখে। আর একটা কথা মেদিনীপুর জেলা এখন বিভক্ত, ক্ষুদিরাম বসুর জন্মস্থান এখন পশ্চিম মেদিনীপুরের অংশ। পূর্ব মেদিনীপুর জেলা ও অনেক স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত। শহীদ মাতঙ্গীনি হাজরা, দেশপ্রান বীরেন্দ্রনাথ শাসমল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, অনেক ইতিহাসের সাক্ষী এই জেলা ও। আপনার আসার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
এতো ভালোবাসা এতো আবেগ এত অনুভূতি এবং এত সংবেদনশীল মনোভাব নিয়ে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন তা শুধু প্রশংসা করলে হবে না. তা সত্যিই খুবই ভালো হয়েছে. আপনি সুদূর বাংলাদেশ থেকে এসএ প্রথম স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের জন্ম ভিটা এসেছেন এটা জেনে খুবই ভালো লাগছে. এটাই আমাদের বাংলার, অবিভক্ত বাংলার অসাম্প্রদায়িক মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত.
আমি এখনো কাঁদি ছোট্ট ছেলেটার জন্য,উনি আমার হৃদয়ে বেঁচে আছেন,।ওনার মত সাহসী বেটা
পৃথিবীতে জন্মায়নি আমার দৃঢ় বিশ্বাস। কি মা বাবার সন্তান তাদের কে আমার শত কোটি প্রনাম।ওনাকে আমার আমাদের সন্তান ভাবি।আদরের সন্তান
মনটা ভরে গেল। ছোট বেলা থেকে যার গল্প শুনেছি অাজ তার জন্মস্থান দেখলাম অাপনার মাধ্যমে।ধন্যবাদ সুমন ভাই।
সুমন ভাই খুব ভালো লাগলো প্রতিবেদনটি।আবেগ এ চোখ এ জল চলে এসেছে।আমরা যে বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিলাম।যুগে যুগে মীরজাফরেরা আমাদেরকে শেষ করে দিয়েছে।❤❤❤❤
বাংলাদেশ থেকে আমি।
সালাম জানাই এ-ই সব বীরদের, যারা নিজের জীবন দিয়ে দেশ কে, দেশের মানুষকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিতে কোনো রকম ভায় পায়নি।💘
চোখে পানি চলে আসলো। সেলুট হে বীর বাঙালি 🫡
বাংলাদেশ এর হৃদয়ে থাকবে
স্যালুট তোমাকে বীর ক্ষুদিরাম। তুমি অমর হয়ে থাকবে সকল বাঙ্গালির মনে। ❤❤❤
ক্ষুদিরাম বসু বাঙালির বিপ্লবী চেতনার প্রতিমূর্তি। তার প্রতি শ্রদ্ধা 🙏
আবেগময়ী ক্ষদি রাম বসুর সঙ্গে আমাদের দেখা হবে আর কোনো দিন । তবে আপনি সহয়তা করে আমাদের ক্ষদিরাম বসু জন্ম বিটা দেখতে পাচ্ছি! এজন্য অনেক অনেক ধন্যবাদ!! শহীদ ক্ষদিরাম বসুর আত্মার শান্তি কামনা রইলো!❤❤!
@@nurunnahardeepty2729 সুমন দা তোমার সম্বন্ধে আর কি বলবো বলো তুমি যেটা দেখা সেটা অসাধারণ লাগে শ্রীলঙ্কায় যে তুমি আদমের পায়ের ছাপ টা দেখালে তার অসাধারণ লাগলো এটা ভগবান শিবের পায়ের ছাপ এই হচ্ছে আসল ওটা কোন আদম গৌতম বুদ্ধ নয় বুঝলে এটাই হচ্ছে সত্য
সত্যিই তখনকার বিপ্লবীদের সম্বন্ধে শুনলে অবাক হয়ে এক পয়সার ছাতু আর এক ঘটি জল খেয়ে তারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে রাজগীর নেতারা টাকা পয়সার লোভে তারা কি না করছে আর তাদের নেতা বলতো আমাদের ঘেন্না হয়
দাদা আমি আপনার নিয়মিত দর্শক।
মন ভরে গেল আপনার মুখে
"একবার বিদায় দে মা ....."গানটা শুনে।
ভালো থাকবেন।
সূর্য যত দিন থাকবে
ক্ষুদিরামের আত্বত্যাগ ততদিন
ইতিহাস হ'য়ে থাকবে এই উপমহাদেশে।
সূদুর বাংলাদেশ থেকে বি নম্র শ্রদ্ধা জানাই তাকে। তুমি স্বার্থক হয়েছো
ক্ষুদিরাম, তোমার জন্যই আজ স্বাধীন আমরা।
আমাকে আবার কাঁদালেন দাদাভাই, আমি এই গানে সবসময় চোখের জল ধরে রাখতে পারি না।আমি এই জেলার মানুষ, আমার পারিবারের অনেক এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন ।
❤️❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
দাদা💖💖💖🙏🙏🇧🇩🇧🇩
🙏🙏🙏
@@msumbsg2732 e oiiiiiiii oiiiiiiii
কেঁদো না গরুর মূত খাও বেশি করে
আপনার গানের গলা অসাধারণ ।
" একবার বিদায় দে মা ঘুরে আসি " মাত্র তিন মিনিটের গানটিতে খুদি রামের ঘটনা এতো সুন্দর করে ফুটে উঠেছে যে মনোযোগ দিয়ে শুনলে চোখে পানি চলে আসে ।
গাঁয়ে কাটা দিয়ে ওঠা একটা নাম, চোখে জল চলে আসা একটা নাম।। মহান বিপ্লবী।।
DILSE SELUTE AAPKO MERA DILSE DUA AUR SALAM FROM KAMAKHYA ❤️💎🙏
❤❤@@aminrahul1977
🎉@@aminrahul1977
এইজন লোকক নমস্কাৰ।
অসাধারণ উপস্থাপনা আপনার ,বাঙালি হিসাবে দেশের স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত বাংলার বাঙালিদের আত্মত্যাগ আমাকে গর্বিত করে
খুব সুন্দর করে কথা বললেন কি সুন্দর দিস্য গ্রামের
ওনার জন্মভিটা ছুয়ে শ্রদ্ধা জানিয়ে জীবন ধন্য হয়ে যায়। বন্দেমাতরম্।
আপনি দেখালেন তাই দেখেও আনন্দ পেলাম।
স্যালুট জানাই সেই শহিদ এর প্রতি যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন... 🇧🇩🇧🇩🇧🇩
Khub valo laglo dada i love you dada
বন্ধু, বাংলাদেশ ও তকন ভারতবর্ষেই ছিল 🙏🏻❤️
2:17 2:25 2:28
@@amithazra5292 thank you so much
@@Subhooooooooo hum
নিজেকে খুবই গর্বিত অনুভব করছি কেননা আমিও এই বিপ্লবী শহিদ ক্ষুদিরামের গ্রামের ছেলে, এবং আপনারা যেদিন ওই ভিডিওটি বানাতে এসেছিলেন ওইদিন আপনার সাথে দেখা হয় খুব ভালো লেগেছে আপনি খুব ভালো মনের মানুষ। আর যে দুজনকে ভিডিওতে দেখা গেছে উনারা আমার দাদা হন উনার সাথে আমরাও গিয়েছিলাম ভিডিও বানাতে, সত্যি খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল সেদিন ।
আমারও দাদার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল কিন্তু জানতাম না
খুদিরাম খুব ছোট ছেলে। কিন্ত সে ছিল। বিপলবী। বৃটিশরা তাকে ফাসী দিয়ে ছিল। তারপরও খুদিরাম হার মানিনী। ভারত বাসীর গরর্ব। তার গান চিরস্বরনীয় হয়ে আছে। বিভন্ন দেশে মাঝে মাঝে এই গান শোনে। আমিও শুনি।
কিন্তু, ভাই ক্ষুদিরামের তো বিপ্লব করার জন্য ফাঁসি হয়নি। দুজন অবলা নারী (একজন অপ্রাপ্ত বয়স্ক) হত্যা করার জন্য ফাঁসি হয়েছিলো। এটা নিয়ে কেনো গর্ব করেন আপনারা?
@@ushamim বাংলাদেশ থেকে উস্কানিমূলক কমেন্ট করে ঝামেলা লাগানোর ধান্দা করবে না।। এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ কথা ভেবেচিন্তে বলবে!
Ami jabo
বইতে পড়েছিলাম খুদিরামের কাহিনী আজকে আপনার মাধ্যমে দেখতে পারলাম তার বষৎ ভিটে অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে দেখানোর জন্য
সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এন্ড এট দা সেম টাইম অসাধারণ গায়কী। অতুলনীয় প্রতিভা। একজন ভাল উপস্থাপক। একের ভিতর অনেক। নতুন জীবনের শুভ কামনায়।
দাদা আপনার উপস্থাপনা টি খুব খুব সুন্দর লাগল। সৌভাগ্য ক্রমে আমি ও এই পুন্য ভূমি র অধিবাসী । তাই নিজেকে অনেক গর্বিত অনুভব করি।
সত্যি দাদা আপনার ভিডিও গুলি উপস্থাপনা করার কৌশল টাই আলাদা,,,, খুব ই সুন্দর,,,,,,,ভারতে আপনাকে স্বাগতম,,,,, আপনার ভিডিও গুলি একটা আলাদাই অনুভূতি দেয়,,,,,
বাংলা যেখানে এক ও অভিন্ন হয়, তখনই মনটা ভরে যায়, আনন্দে চোখে জল আসে 🇧🇩❤️ ভালবাসা বেড়ে যায় 🇧🇩❤️
জয় বাংলাদেশ ভাই
🇮🇳❤🇧🇩
এখন আর চোখে দুঃখের জল আসছে না। না ?
মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর বসতভিটাকে নিয়ে তৈরি এই ভিডিওটি অসাধারণ লাগল 🇮🇳 🇮🇳
মহান বিপ্লবী নয় , মহান আতঙ্ক বাদী এবং উপমহাদেশের প্রথম আতঙ্ক বাদী সন্ত্রাসী ক্ষুদিরাম ছাগল
I am watching from Kuwait city at Jleeb
Name of thee where's Khudiram Basu dropped bomb to kill Justice Kingsford is Muzaffarpur and thee exact location is opposite the European Club,,now know as Muzaffarpur Club.
Khub sundor video ta hoeche
এই গানটা শুনে চোখে জল চলে আসে। ক্ষুদিরাম বসু যে আত্মত্যাগ করেছিলেন তা মানুষ চিরকাল মনে রাখবে।
Salauddin Suman bhai Tumi jug jug jiyo
Ata kudiram ar fasir somoi Indian ra ai gan kora chilo
এই গানটি শুনলে মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। যেই দেশের জন্য ওই বাচ্চা ছেলেটি নিজের জীবন উৎসর্গ করলো আজকে সেই দেশের কি পরিস্থিতি, এই মানুষ গুলো থাকলে, মানুষের অবস্থা দেখে লজ্জা পেতেন। তোমায় জানাই সশ্রদ্ধ অভিনন্দন ও প্রণাম। বীর ক্ষুদিরাম অমর রহে, বন্দেমাতরম।
পাঠক প্রথমেই আপনাকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু আমাদের ভারতের গর্ব উনাকে জানাই আন্তরিক Salut জয় হিন্দ🇮🇳
শুধু ভারতের বলে উনাকে ছোটো করবেন না,উনি পুরো ভারতবর্ষের গর্ব।বাংলাদেশ থেকে বলছি।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্ষুদিরাম বসুর চরনে কোটি কোটি প্রনাম🙏🙏🙏❤️🇮🇳🇮🇳🇮🇳
Biplobi khudiram bosu
@@allinonedilipdas4889 ssssssksmsssssskkkssksssssskskssssksssßsssssakssssssssssssssssssßssksssksssksskskssssksskssßsßßssksssskßßksssssssssßsßsskskssskkssksßßsßssksskssssskßßßßsßssmskßßssßßßkskskssßßßßßsßsßsßsßsßs4 ni ni ji
Ramsitarlabksh
@@allinonedilipdas4889 j
গত শুক্রবার@@allinonedilipdas4889😢😅😢😅😅😅😢
সত্যিই ক্ষুদিরাম বসু মানেই আবেগ। সেই আবেগ আপ্লুত করে দিলেন। আপনি সুদুর বাংলাদেশ থেকে এসে স্মৃতিচারণ করে ভিডিও বানালেন।খুব ভালো লাগলো।
আমার অনুপ্রেরণা। ক্ষুদিরাম বসুর জন্ম স্থান আমাদের জেলাতে। আমরা সবাই ওনার জন্য গর্বিত যিনি ছিলেন সব থেকে কম বয়সী শহীদ যিনি ভারতমাতার জন্য নিজের জীবন হাসিমুখে উৎসর্গ করে গিয়েছেন।জয় হিন্দ বন্দেমাতরম ।
এই প্রথমবার আপনার কন্ঠে সুমধুর গান শুনলাম ভাইয়া সত্যি কেন জানিনা আপনার কন্ঠটা শুনলে মনটা শিহরিত হয়ে উঠে
Suman the kind hearted person ! This is a different kind of presentation of yours no doubt. Khudiram Basu is a name of great freedom fighter of Bengal and still he is our hero. I have heard his name since my boyhood. I think he is not only a part of West Bengal, he is a part of all Bangla speaking people of the world. We feel proud of him. Thank you.
সুমন,
খুব ভালো লাগলো। তোমার বলার ধরণ বেশ লাগলো।
@@mdshahadathossain3890 Why are you thinking in that way? At that time it was Bengal, so it is yours too.
Joy..hind
Nazmasultana1958ğhvjc 0
অন্তর থেকা হৃদয় হুহু করিয়া কাইন্দা ওঠে,মনে বড়ো কষ্ট লাগে,জান টুকরা টুকরা হয়ে যায়।
শহীদ সেলাম ,ভাইজান।From/রায়দিঘী,দঃ২৪পঃ
ব্যাকগ্রাউন্ড এর একবার বিদায় দে মা ঘুড়ে আসি, গানটার সুরটা শুনছিলাম আর গায়ের কাটা দাঁড়িয়ে যাচ্ছে বারবার। প্রণাম বীরকে🙏🙏
আমার ও
আপনার ভিডিও দেখতে খুবভালো লাগেভাই আমি Apnervidio দেখি নবাব এর দেশ মূর্শি দাবাদ থেকে
🙏🙏
সেতো জঙ্গি হামলার ঘটনা ঘটে মারা গেছে।
হাত বোমা মারছে।
তাকে হিন্দু রা কখনো জঙ্গি বলে না।
আর আফগানিস্তান, ইরাকে, ফিলিস্তিনে দখলদার আমেরিকার বাহিনী কে লক্ষ করে হামলা করলে।
এই হিন্দু রা জঙ্গি, জঙ্গি বলে জিকির করে।
🇮🇳🚩जय हिन्द 🇮🇳🚩बन्दे मातरम 🚩🇮🇳
অনেক ভালো লাগলো... মেদিনীপুরে জন্ম নিয়ে সারা জীবন আমি গর্বিত... আর আপনাদের video তে নিজের বাসস্থান রাজনগর দেখে খুব ভালো লাগছে... ভীষন চেনা রাস্তা সঙ্গে জন্মভূমির প্রসংশা... মন ভরে গিয়েছে...!!
..........অসংখ্য ধন্যবাদ
আমি গর্বিত, আমি মেদিনীপুরের ছেলে।
অসাধারণ হয়েছে আপনার এই ভিডিও টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার 🇮🇳🙏
Amio west midnapore er midnapore sohorer basinda
Kon jaiga madini pur india nki
পৃথিবীতে কলমের কালি যতদিন থাকবে ততদিন ক্ষুদিরাম থেকে যাবে ❤️
একবার বিদায় দে মা....... সত্যি এই গান টা শুনলে চোখের জলকে আটকানো যায় না। ধন্যবাদ আপনাকে... এই সুন্দর দৃশ্য দেখানোর জন্যে.. ❤❤❤❤
Fć
আমি মেদিনীপুরের বাসিন্দা চোখ ভরে গেল। অসংখ ধন্যবাদ আপনাকে ...এভাবেই বেচেঁ থাকুক আমাদের হৃদয়ে...
“একবার বিদায় দে মা ঘুরে আসি "
এই লাইনটা জন্ম জন্মান্তর মনে গাঁথা থাকবে 😩🇮🇳❤️
আমি এখনও এই মানুষ কে শ্রদ্ধা করি। যিনি দেশের জন্য প্রান দিয়েছেন
সুমন ভাই, আমি পুনরায় কমেন্ট করছি, তোমার মুখে ক্ষুদিরামের স্মৃতিচারণা শুনলাম । সত্যি তুমি আমার চোখে জল এনে দিলে? তোমাকে অসংখ্য ধন্যবাদ।
❤️🥺
" ক্ষুদিরাম "
•বাঙালির অদ্বিতীয় এক নাম
•বাঙালির আবেগ
🇮🇳🇧🇩 (ভারতবর্ষের আবেগ ক্ষুদিরাম)
ক্ষুদিরাম আবেগ এর একটা নাম
👍👍👍👍✊✊✊✊
We
এই নামটা শুনলেই মনের মধ্য একটা আবেগ ভেসে ওঠে।সারা জীবন প্রতিটা বাঙ্গালী মনে রাখবে।আর এই গানটি শুনলে চোখে জল চলে আসে।
I'm m no ju
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার ধারনকৃত ভিডিওটি আমার অন্তর স্পর্শকরল
ক্ষুদিরাম বসুর কথাগুলো যতই শুনছিলাম ততই ভালো লাগছিল ভারতবর্ষে এমন একজন যোদ্ধা তৈরি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে কিন্তু কষ্ট লাগলো এত অল্প বয়সে ই তিনি মৃত্যুবরণ করলেন এবং হারিয়ে গেলেন চিরতরে ধন্যবাদ
Amio chaicilam unar barir kicu angso
মনে দাগকেটে গেল, ভাইয়ের উপস্হাপনায় বাস্তব ক্ষুদিরামের সমযকে উপলুব্ধি করলাম,
এতো ভাল বর্ণনা এবং উপস্থাপনা আমি খুবই কম শুনেছি এবং দেখেছি l কি যে ভাল লাগছে ভিডিও টা দেখে l অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে l
সেলুট সেই সব শহীদ দের প্রতি যারা জীবণ দিয়ে শত্রুদের দমন করেছেন ❤️❤️❤️🇧🇩
দেশাত্মবোধ সম্পন্ন যেকোন মানুষের কাছে আবেগের এক নাম - খুদী রাম বসু, সাথে আপনার চোখে জল এনে দেয়া উপস্থাপনা - সবমিলিয়ে খুব ভালো লেগেছে 💖💝 !!
👍🏻👍🏻👍🏻🙏🇮🇳
👍👍👍💯💯
ক্ষুদিরাম বসু বাঙালির আবেগ, ভালবাসা প্রত্যেকটি ভারতবর্ষে হৃদয়ে এখনো আছেন তিনি🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
সুমন দা আপনার অন্তরের অন্তস্থল থেকে উৎসারিত ভাষ্য যখন শুনি তখন ভুলে যায় বাংলা দেশ আর ভারত আলাদা কোন দেশ। মনে হয় ভাগের মা জানো আবার দু'দেশের জননী হয়ে উঠেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই। ভালো থাকবেন দাদা।
বরাবরের মতই আপনি আমার মন ছুয়ে গেলেন। অনেক গভীর ভালবাসা, জ্ঞান আর অদম্য ইচ্ছার কারনে এত সুন্দর উপস্থাপন আর ভিডিওগ্রাফী দেখে আবারো ক্ষুধিরাম কে জানলাম।
❤️
সুপ্রিয় সালাহউদ্দিন সুমন মহোদয়কে সশ্রদ্ধ নমস্কার, আন্তরিক ধন্যবাদ ও সুগভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আমাদের পুণ্যভূমি মাতৃভূমি ভারতে এসে এই প্রাতঃস্মরণীয় মহাপুরুষতুল্য বিপ্লবী মাতৃমন্ত্রী শহীদের প্রতি হৃদয়ের গভীর শ্রদ্ধার্ঘ্যসূচক এমন অবিস্মরণীয় একটি ভিডিও সকলকে উপহার দেওয়ায়। শ্রী শ্রী ভগবানের রাতুল শ্রীচরণকমলে সালাহউদ্দিন ভাইয়ের স্বাস্থ্যোজ্জ্বল দীর্ঘায়ু প্রার্থনা করি।
আমি ভারত ,হুগলী জেলার ধনিয়াখালি থেকে বলছি, অতি সুন্দর সুন্দর শব্দ চয়ন, অসাধারণ বাক্য বিন্যাস, আবেগঘন কন্ঠস্বর ,সত্যিই অসাধারণ উপস্থাপনা , যারপরনাই আমিও আবেগপ্লুত হোয়ে পড়েছিলাম , নিজেকে হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য, অনেক অনেক -অশেষ ধন্যবাদ আপনাকে।
আমার অবস্থা আরও ভয়াবহ!
সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভারতের আগরতলা থেকে বলছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে দেখতে পেয়েছি। আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে মনে করছি। উনি প্রতিটা বাঙালির গর্ব, উনি আমাদের অনুপ্রেরণা দেয়। উনার বীরত্বের কথা বাঙালি কোনদিন ভুলবে না। যতদিন সূর্য চাঁদ থাকবে, বিপ্লবী ক্ষুদিরাম বসু আমাদের প্রত্যেকের হৃদয়ে অমর হয়ে থাকবে। উনার উদ্দেশ্যে যে গানটি গেয়েছেন তা শুনে চোখে জল এসে গেল। বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দেমাতরম। জয় হিন্দ। ইনক্লাব জিন্দাবাদ 🇮🇳🇮🇳
সুমন দা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শহীদ খুদিরামের জন্মস্থান দেখানোর জন্যে, সেই ছোট্ট বেলায়, পরেছিলাম,আজ আপনার জন্যে দেখার ভাগ্য হলো, আপনার ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না, জীবনে যদি পারি একবার আমিও যাব, আশীর্বাদ করবেন, ধন্যবাদ
দারুন গেয়েছেন দারুন বলেছেন ভাইজান। আপনার মাধ্যমে ক্ষুদিরাম বসুর জন্মভিটা দেখে অনেক প্রীত হলাম। পাঁচ হাজার দূরে হলেও .......কথাটি খুব ভাল লাগলো।
আবেগ ও ভালোবাসার আরেক নাম ক্ষুদিরাম ❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
মেদিনীপুর এর ছেলে হিসেবে নিজে খুব গর্ব বোধ করি,আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই,আবার আসবেন অনুরোধ রইলো,
রাজনীতি যতোই কাঁটাতারের বেড়া দিকনা কেনো বাঙালির বাংলা ভাষা একই থাকবে। এরকম প্রানঞ্জল উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাই প্রমান দেয় যে বাঙালিদের ভাগ করা যায় না।
আমি সুমন ভাইকে অনুরোধ করছি চুরুলিয়ার ওপর একটা ভিডিও করুন।
Dada moner kotha bolechen, valobasha niben
Kon bangali ,dhormoporibarton kari ,bedeshi vasar misron,bedesi sonenkar kari kakono e bangali noy.
Ora jodi bangali hoto,tahole bangalir soneskar,bangali protha, k sonman korto.
@@sureshsarkar3807 আপনি জানলেন কি করে ওরা করে না। আপনিও তো করছেন। আমরা যে ভাষা বলি সেগুলো কি সবই আদি বাংলা শব্দ। আগে জানুন, জেনে কথা বলুন।
Dui bangla ek hobar obostha ekhon nei
@@cosmiccommandovlogs7904 যা ভাগ করে দেওয়া হয়েছে তা আর কোনো দিনই এক হওয়াও প্রায় অসম্ভব তবে ভাষাটা একই থাকবে বাংলা। দু বাংলার লোকেরাই নিজেদের বাঙালি বলে এটা ভুলে যাবেন না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে উপস্থাপন করলেন এই বিপ্লবী বীরের জন্মস্থান । ভালো লাগলো ।
9
আপনার কথা ও গান অসাধারণ লাগল মামা আপনার জন্য অনেক অনেক অভিনন্দন রইল।
অসাধারন,খুবই ভালো লাগলো মহান বীর বিপলবি ক্ষুদিরামসুর জন্মভূমি দর্শন করে।প্রনাম জানাই এই পুন্য ভূমিকে।
আপনার পর্যবেক্ষণ ক্ষমতা দারুন ভাই জান। অবিরাম ভালোবাসা রইল।
সত্যি ভাবতেই কেমন লাগছে! সত্যি অপূর্ব উপস্থাপন।
ক্ষুদিরাম, আমি তোমাকে অনেক ভালোবাসি।তুমি হাজার বছর ধরে আমাদের মাঝে অমর হয়ে থাকবে।
অসাধারন লাগলো সুমন ভাই,আপনার মাধ্যমে বিপ্লবী খুদিরাম বসুর জন্ম ভিটা, এবং এত সুন্দর গ্রামটি দেখার সুযোগ হয়েছে, অনেক ধন্যবাদ সুমন ভাই।
Sotti dada.. apnar kotha gulo abege bhora...❤❤❤ Sotti kotha bolte amaro chokhe jol chole eseche🇮🇳. VANDEMATRAM ❤❤❤🤥🇮🇳🇮🇳🇮🇳
চোখের পানি আটকানো গেলনা ভাই।ধন্যবাদ দিয়ে ছোট করবোনা।ঈশ্বর আপনার মঙ্গল করুন
সর্ব প্রথম ভারতের বীর যোদ্ধাকে (ক্ষুদিরাম বসু) অনেক অনেক প্রনাম জানাই 🙏🌼।দাদা আপনার ভাষায় এক অদ্ভুত শক্তি বিস্ফোরণ হচ্ছে যা আমাকে পড়াশোনা বাদ দিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখতে বাধ্য করেছে। আরও এইরকম ভিডিও পাওয়ার আশায় থাকলাম,, সুস্থ থাকবেন ভালো থাকবেন 🙏❤️।
প্রণাম দাদা আপনাকে, অনেক ধন্যবাদ, ভারতবর্ষের কনিষ্ঠতম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়িটা দেখানোর জন্য, সশ্রদ্ধ প্রণাম রইল ক্ষুদিরাম বসুর চরণে 🙏🙏🙏🙏
আপনার কথা একদম সঠিক,আপনার আবেগ সত্যি দারুণ, খুব ভালো লাগলো।
খুব ভালো লাগছে, আপনি ভারত বাংলাদেশ এক করে দিয়েছেন।🙏। আপনার মতো আমিও শেষ টা মিস্ করলাম, তার জন্ম ভিটা |
হে গোবিন্দ এ মহান বিপ্লবী কে স্বর্গ সুখ দাও।।🙏🙏🙏
আপনি যে ভিডিওটি দেখালেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাকিটা ভাষা হারিয়ে শুধু মাত্র চোখের জল। 🙏
আপনার আবেগে আমাদের ও চোখে জল এলো।মাটিই তো মা।আপনার মতো দেশপ্রেমিক ঘরে ঘরে জন্ম গ্রহণ করুক এই কামনা করি।ক্ষুদিরাম মরেনি, মরতে পারে না।
বন্দেমাতরম। 🙏🙏🙏
Sumon the kind hearted ! This is a different kind of presentation no doubt. Khudiram Basu is a name of great freedom fighter of Bengal. I have heard his name since my boyhood. I think he is not only a
part of West Bengal. He is the hero of all Bangla speaking people of the world. We all feel proud of him. Thank you.
ই নামটা শুনলেই মনের মধ্য একটা আবেগ ভেসে ওঠে।সারা জীবন প্রতিটা বাঙ্গালী মনে রাখবে।আর এই গানটি শুনলে চোখে জল চলে আসে।
বাংলার " মা " কে ভালোবাসে ! 👍 পাশে একটি লাইক দিয়েন 🌹🥀🌷🥰🥰
এতো সুন্দর আপনার উপস্থাপনা মনটা ভরে যায় আর কি সুন্দর গান শুনলাম চোখে জল এসে গেল অনেক ভালো থাকবেন 🙏
সালাউদ্দীন ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার আবেগ অনুভূতি আমাকে নাড়া দিয়েছে। ধন্যবাদ আপনাকে
Salute our great hero. Being a Bangali I feel proud for your brave stands against British aggressor. Endless wishes, may rest your soul in eternal peace.
Amar bari okhane Kesha pur
Bhaiya apnar number ta ki pete pari asole ami apnr sob video golo dekhi and onk vlo lge.
2
Ha,bir,Jodha,tomak,salam
যারা হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়ে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে দিয়েছে তাদের নাম কত জনে জানে বা তাদের স্মরণে কিছু করেন না হ্যা যেটা করছেন সারাদেশে লুটের ও ধর্ষণের সাম্রাজ্য চলছে।
মোহবনিতে শহীদ ক্ষুদিরামের জন্মভিটার এই ভিডিওটি অসাধারণ, তার সাথে আপনার কন্ঠে সুবিখ্যাত গানটির গাওয়া ও তাঁর দেশপ্রেমের নানান দিক ও দুর্ভাগ্য বশত: ব্রিটিশ শাসনে ফাঁসিতে তাঁর প্রাণত্যাগ, সব কিছু আপনার ভাষ্যে স্থান পেয়েছে। ভারতবাসী হিসাবে আমরা গর্বের সঙ্গে তাঁর এই আত্মত্যাগ স্মরণ করে শ্রদ্ধাবনত: হই। ভারতবর্ষে আপনাকে স্বাগত। এই ভিডিওটি উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন , সুস্থ থাকুন সব সময়।
-শুভরাত্রি।
আপনিও ভালো থাকুন। আশীর্বাদ করবেন আমার জন্য।
ভাই আমি বাংলাদেশ থেকে বলছি । সত্যিই চোখে জল চলে এসেছে আপনাদের ক্ষুদিরাম বসুর কাহিনি শুনে । যদি কোনো দিন ইন্ডিয়া যাই তাহলে অবশ্যি জাবো এখানে ।
গানটা শুনলে চোখে পানি চলে আসে 😭💦 আপনার মুখে এতো সুন্দর গান আগে জানতাম না। নেতজি সিরিয়ালে ২০১৯ সালে সকল কিছু জানতে পেরেছিলাম ভালো করে।
X
J
'nju
Hpmj
কি সুমন দা তোমার কোন তুলনা হয়না তুমি একজন বাংলাদেশী হয়েও যেভাবে ভারতীয় বিপ্লবীদের নিয়ে কথা বল এখানেই বোঝা যায় আপনি কত বিচক্ষণ আর ব্যক্তি এবং কত বুদ্ধিমান
একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরবো ফা্সি দেখবে জগত বাসি বিশ্রামাগারে নামটা খুব সুন্দর খুব ভালো লাগলো শুভ সন্ধ্যা টাটা
ভিডিও শুরু তেই তো কেঁদে ফেলেছি অসাধারণ শরীরের মধ্যে যেন না জানি গরম স্রোত প্রবাহিত হয়ে গেল 😢😢😢 বন্দেমাতরম 🇮🇳🇮🇳#একবার_বিদাই_দে_মা_ঘুরে_আসি এই লাইনটা শুনলেই কেঁদে ফেলি
ধন্য আমাদের এই বঙ্গভূমি। হৃদয়ের বেদনাসংকুলতার তরঙ্গায়িত আবেগ সহ অশ্রুসিক্ততা।
সুন্দর ব্যাখ্যা
বহুদিন পর কোনো ভিডিও দেখতে দখতে আবেগে চোখে জল এসেগেল। এত্তটুকুও বাড়িয়ে বলছিনা।
এই আবেগের নাম ভালোবাসা।
ভাই আমি আপনার অনেক পর গেলাম দেখি ভালো লাগে আমি বাংলাদেশ থেকে দেখতেছি ক্ষুদিরাম বসুর বাড়িটা দেখলাম অনেক ভালো লাগলো ভাই
❝মহানায়ক, মহাবীর ক্ষুদিরাম বসুকে বাংলা ও ভারতবাসী মনের আবেগ আর অশ্রু দিয়ে আগলে রাখবে চিরকাল।❞🖤🖤🖤 অসাধারণ আরেকটি ভিডিও এর জন্য আবারও অনেক ভালবাসা নিবেন সুমন ভাই। 🧡
কারো আত্মত্যাগ আর কারো আত্মভোগ মনকে ভীষণ পীড়া দেয়।
খুব সুন্দর উপস্থাপনা আপনার।
ধন্যবাদ আপনাকে।
আমার শুধু আমার দেশের এই সুমন ভাইটার প্রতিই বেশি কৃতজ্ঞতা অনুভব হচ্ছে। ইদানীং তার অনেক মূল্যবান ভিডিও র আন্তরিক প্রতিবেদনে।
দুই দেশ যেনো এক সুতোয় সবসময়ই বাঁধাই থাকে। ভাইয়া ভালো থাকবেন।🌹
আমাদের থেকে কম বয়সে মহান বিপ্লবী হেসে হেসে প্রাণত্যাগ ত্যাগ করেছেন।।
🙏🙏
বিনম্র শ্রদ্ধা 🙏🙏🙏
অসাধারণ দাদা,,, আমি উওর বঙ্গে থাকি।।। এতোদিন পর আপনার ভিডিও টি দেখে এতোটাই আবেগ প্রবন হয়ে পরি যে,,কি লিখবো ভুলে গেছি।।।চোখে জল,, শরিরের রক্ত গরম লাল হয়ে টগবগ করছে ঐ ব্রিটিশ দের আবার কেটে ফেলার জন্য।।।ও বুকে কস্ট সেই মা, বোনদের কথা ভেবে,, কিভাবে ছিলেন ও মহান বাবা মা ওরা।।।
বন্দে মাতারাম।।জয় হিন্দ,জয় বাংলা, বিপ্লব দীর্ঘজীবী হোক।জয় বাংলাদেশ।জয় ভারত 🙏🙏
“উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই, ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।’’
Pronam.janai.beer.shahid.Skudiram.basu...vandemataram
অনেক ভালো লাগল দাদা
খুব ভালো লাগলো, শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান দেখে। আর একটা কথা মেদিনীপুর জেলা এখন বিভক্ত, ক্ষুদিরাম বসুর জন্মস্থান এখন পশ্চিম মেদিনীপুরের অংশ। পূর্ব মেদিনীপুর জেলা ও অনেক স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত। শহীদ মাতঙ্গীনি হাজরা, দেশপ্রান বীরেন্দ্রনাথ শাসমল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, অনেক ইতিহাসের সাক্ষী এই জেলা ও। আপনার আসার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
ক্ষুদিরামের জীবন কাহিনী সবার মাঝে সুন্দরভাবে উপস্থান করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানায়। ❤🎉
এতো ভালোবাসা এতো আবেগ এত অনুভূতি এবং এত সংবেদনশীল মনোভাব নিয়ে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন তা শুধু প্রশংসা করলে হবে না. তা সত্যিই খুবই ভালো হয়েছে. আপনি সুদূর বাংলাদেশ থেকে এসএ প্রথম স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের জন্ম ভিটা এসেছেন এটা জেনে খুবই ভালো লাগছে. এটাই আমাদের বাংলার, অবিভক্ত বাংলার অসাম্প্রদায়িক মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত.
আমার বাড়ি থেকে ক্ষুদিরাম বসুর বাড়ি। মানে মহোবনি 2কিলোমিটার।
বহুবার গিয়েছি সেখানে❤️❤️❤️
সেখানে গেলে মন টা ভরে উঠে❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বীর বিপ্লবীর একটুকরো স্মৃতিকে উপহার দেওয়ার জন্য। একবার যাওয়ার ইচ্ছা মনে দৃঢ়বদ্ধ হয়ে রইলো ।❤🙏
ক্ষুদিরাম বসুর জন্মভূমি দেখে খুব খুশি হলাম ❤️❤️❤️