As a travel destination আমরা সচরাচর শ্রীলংকা দেশটার কথা মাথায় আনিনা। আসলে শ্রীলঙ্কার এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধে কোন ধারণা না থাকাটাই এর কারণ। আপনি আগের ভিডিওতে বলেছিলেন দুবাই, থাইল্যান্ডের আগে আপনি শ্রীলঙ্কাকে রাখবেন,এই ভিডিওতে তার কারণটা বুঝতে পারছি। অসাধারণ লাগছে ভিডিও গুলো দেখতে।❤
সত্যি অপূর্ব। শ্রী লঙ্কা রে এতো সুন্দর জানতাম না। সবসময় সুইজারল্যান্ড বা এসব দিকের কথা ই শুনেছি। আজ আপনাদের চোখ দিয়ে একটা অপূর্ব দেশ দেখছি, অসাধারণ লাগছে
বড়ই মনোরম, ভীষন সজীব সবুজ এবং ঠিকই বলেছেন শিবাজী আপনি, মানুষ ও সুশীল শৃঙ্খলাবদ্ধ। সত্যই মনের ও চোখের আরাম। ভীষন ইচ্ছা করছে একবার যেতে ! ধন্যবাদ আপনাদের কে এতো সুন্দর প্রকৃতির ছবি আমাদের কে উপহার দেওয়ার জন্য ❤
খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে। প্ল্যাটফর্ম বই পড়ার ব্যবস্থা টা দেখে অভিভূত হয়ে গেলাম। ভারত বাংলাদেশ এমনকি ইংল্যান্ডেও এই জিনিস দেখিনি। Nuwarelliya এটা আমার খুবই পছন্দের একটা শহর। Ella ও একটা অপূর্ব জায়গা।
March is summer there.I recommend december january or february which is not much hot... if you are okay with minimum temperature of 24°C in the morning and maximum temperature of 29°C -30°C at the mid day, its okay to travel in march...(but if you are an indian , I guess 30°C maximum temperature is not a big deal to you.😅bcz I know maximum temperature in india in summer typically goes 40°C ).so 29-30°C wont be a big problem.Sri lanka annual sunshine hours are same amount as europe..and nearly 2000 hours less than india annually, we have tons of cloudy days such as this whole 3months😂.and so many rainy days( its raining everyday for 3 months now).sri lanka isntmuch hot compared to south asia bcz of being island , wind waves bring water drops into the island from ocean....😁good luck🇱🇰
কি লিখি ভেবে পাচ্ছি না, সত্যি। এক ছবির মতো সুন্দর দেশে আপনারা দুজনে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই সাথে আমাদের ও সৌভাগ্য হচ্ছে এত সুন্দর জায়গা গুলো দেখার। আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন দুজনেই। অনেক অনেক শুভেচ্ছা রইল।❤️
খুব খুব সুন্দর,মন আরো বেশি টানলো যখন দেখলাম আমাদের অতিপরিচিত লাল কলাবতি ফুলের গাছ,মানুষজনের সাথে আমার দেশের মানুষের সাদৃশ্য, তাদের খাওয়া দাওয়া, পোশাক, চালচলন,প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে যেনো একাকার,সত্যি খুব ভালো লাগলো, কোনো এক সময়তো একছিলো তাই বোধ হয় এতো আপন মনে হলো
Really,the best thing in this vlog is the concept of keeping books in Railway Station Platform. Amazing thinking and impossible for us in India. We consider everything in public places as our personal property. But, really Sri Lanka doing it is absolutely wonderful.
বাঁকুড়া থেকে লিখছি, শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা কে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর ভাবে সব কিছু তুলে ধরার জন্য. যেমন পরিবেশনা, সুন্দর bgm, মনোরম দৃশ্য... দারুন!!! ভিডিও থেকে নতুন শিখছিও অনেক কিছু. আগেকার দিনে বিদেশি ট্রাভেল ভিডিও দেখতাম টিভিতে, কিন্তু স্বয়ং বাংলাতেই যে এত নিপুণ ক্রিয়েটর রয়েছেন খেয়ালই করা হয়নি. সময় পেলেই আগের ভিডিও গুলো একে একে দেখে ফেলছি. অনেক শুভকামনা রইলো.. আপনাদের ঘোরাঘুরি বজায় থাকুক.. ভালো থাকবেন 🙏😇
Really Srilanka is beautiful. Thanks for your presentation. It really ignited hunger for visiting this country. I have a request. After your last episode, please give a full itinerary.
এই পর্বটাও খুব উপভোগ করলাম। বিশেষ করে রেল যাত্রার সময়। এই যাত্রা মনে করিয়ে দিচ্ছিল কিছু বছর আগে 'টয় ট্রেনে' করে সপরিবারে উটি থেকে মেট্টুপলায়ম যাওয়ার কথা। এই শ্রীলঙ্কা সফর সত্যিই দারুণ। ওই দেশটাতে বেড়ানোর ইচ্ছে প্রতি পর্ব দেখার সঙ্গে বেড়ে চলেছে। শিবাজী আর পৃথ্বিজিতকে ধন্যবাদ শ্রীলঙ্কা পর্বগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।
দারুন একটা আপনাদের অভিজ্ঞতার সাথে থাকলাম। রেলের গাড'সাহেব আপনাদের যেতে সাহায্য করলেন এটাও আশ্চর্য। এছাড়াও ষ্টেশনে যাত্রীদের জন্য পুস্তক রয়েছে এটাও কোথাও দেখিনি। অপূর্ব দৃশ্য সব জায়গায় দেখে মন ভরে যাচ্ছে।
অসাধারণ অসাধারণ। শ্রীলংকা টা যে এত সুন্দর। একসময় এটা আমাদের দেশ ছিল এখন আলাদা,। যত দেখছি চোখ সরাতে পারছি নি অভিভূত হয়ে যাচ্ছি। গার্ড সাহেব কে অনেক ধন্যবাদ আমার দেশের দুই ভাইকে এভাবে নিজের বগিতে তুলে নেওয়ার জন্য। ভারতে তো অসুস্থ মানুষকে, গর্ভবতী মা কে বসতে জায়গা দেয় না। খুব সুন্দর ভিডিও। চোখ সরাতে পারিনা। অনেক শুভেচ্ছা পৃথ্বী জীতও শিবাজী কে। ভালো থেকো সুস্থ থেকো।
পুরো পর্ব টা খুব সুন্দর।ট্রেন জার্নি টা অপুর্ব লাগলো।স্টেশন এ বই এর কালেকশন শুধুমাত্র যাত্রী দের জন্যে ভাবনা টা বড়ো সুখকর।এত সবুজ সতেজ সুন্দর পরিবেশ দেখে যাওয়ার আগ্রহ বেড়ে গেলো।
ভাবতে অবাক লাগে মাত্র এক বছর আগেই যে দেশে মানুষ প্রেসিডেন্টের উপর আস্হা হারিয়ে রাজপ্রাসাদে ঢুকে চরম তান্ডব চালায়,(টি.ভি র দৌলতে যা আমরা দেখেছি)মাত্র এই কদিনেই সেই দেশেই দেখছি রেল ষ্টেশনে মুক্ত বইএর লাইব্রেরি।কত সুন্দর করে যাত্রীদের জন্য সাজানো।আমাদের দেশে ভাবতেও পারবনা।বই পড়তে ভালো না বাসলেও সব বই চুরি হয়ে যেত,একথা হলফ করে বলা যায়। আর দেশটার কথা কি আর বলব!!!!! মনে হয় মানুষ গুলো এত ভালো বলেই ,ভগবানই তুষ্ট হয়ে এত সুন্দর করে সাজিয়ে চলেছেন……..ভালো থাকবেন……💐💐
@@skipper2594 Apni ki kore dhore nilen je amader desh e station e library thakle sob Boi churi hoe jeto? Apni ki nije Boi churi korechen library theke age tai nijer songe baki Der guliye felchen? Ar desh niye Jodi ato problem thake then you are free to leave!!
অনেক ধন্যবাদ তোমাদের,এমন সুন্দর অচেনা শ্রীলঙ্কাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। শিবাজী, তোমার উপস্থাপনা অসাধারণ! আর পৃথ্বিজিত,বিভিন্ন বই পড়ার অভ্যেসের ফল কি না জানি না, তোমার যে কোনো বিষয়ে কথার জাগলারি আমার দারুন লাগে। ভালো থেকো তোমরা।
If you keep this book in our country, it will be taken to everyone's home in one day. This is the difference between our country and Sri Lanka. To keep a country beautiful, the people of that country must be beautiful too.
Dada nijer songe puro Jati k guliye felben na apni hoy to age library theke Boi churi korechen agey tai bole sompurno Jati k chor bolar Adhikar apnak keo day ni
শিবাজি ভাই, আপনার ভিডিও দেখে মনে হয়েছে যেন আমি নিজেই শ্রীলঙ্কার এই অসাধারণ হিল স্টেশন এ গিয়েছি। আপনার ভিডিও এর কোয়ালিটি এবং কমেন্ট্রি অনেক ভালো লাগলো। আপনার ট্রেন জার্নি টা অনেক রোমান্টিক এবং মজার ছিল। আমি আশা করি আপনি আরো এমন ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। আমি আপনার চ্যানেল এর একজন বড় ফ্যান।
সত্যিই কি অপূর্ব সুন্দর জায়গা। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন জার্নিটা ইউরোপের কোন ট্রেন জার্নির চেয়ে কমনা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। খাওয়াটাও 😋😋😋
সত্যিই অপূর্ব, কি মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং landscape অতুলনীয়। আর ট্রেন যাত্রা পথ খুবই মনমুগ্ধকর, কিন্ত DHR এর টয় ট্রেনের যাত্রা শিলিগুড়ি থেকে দার্জিলিঙ,আমার জীবনের ছিল The best, সালটা ছিল 1979 May মাস,।ভীষণ ভীষণ ভাল লাগল। আপনাদের ধন্যবাদ জানাই।
Picturesque view, especially from the drone. The tea garden and the landscape is awesome. I agree with you both on Ashok bon. I was expecting trees everywhere myself. Train station offering books to pass time! My kind of thing. Shows their love for education. I would love to donate books there myself if I could. Beautiful view from the train. Thanks for sharing ❤
কি অসাধারণ সুন্দর একটা দেশ ধারনাই ছিল না ।😮 এই রকম প্রচুর বৃষ্টি হয় বলেই শ্রীলঙ্কা কে প্রকৃতি সবুজ তুলি দিয়ে এঁকে দিয়েছে ❤ ড্রোন শটে ভিডিও গুলো দেখে মনেই হচ্ছিল ইংরেজরা কেন এই জায়গাটা এত ভালোবেসেছিল🎉 অপূর্ব সুন্দর দুটো সুন্দর পাহাড়ি জায়গা দেখলাম 🌄 ট্রেন যাত্রাতো খুব খুব সুন্দর, সেই সঙ্গে সত্যি অদ্ভুত এবং আশ্চর্য হয়ে দেখলাম স্টেশনে এত বই এর সম্ভার , আমাদের দেশ হলে সব বইয়ে চেন লাগিয়ে রাখতে হতো 🚂 প্রসঙ্গত বলি , দাদা তোমার ছেলে হোটেল ম্যানেজমেন্ট করছে জানলাম, আমার মেয়েও কলকাতা IIHM থেকে এই কোর্স করছে । ফিরে আসি শ্রীলঙ্কা সিরিজ এর কথায়, দাদা তুমি শ্রীলঙ্কা কে সুন্দর করে চেনালে যদি কখনো বিদেশ ঘুরতে যাই অবশ্যই এই দেশটার কথা ভাববো 💐
You have brought forward Srilanka in a new dimension. Had no idea that it is such a lovely country. I am in touch with Ajith almost everyday over phone. Great going.
আমারও যাওয়ার প্রবল ইচ্ছে।ছেলে মিঃ অজিথের সাথে যোগাযোগ করেছে।এপ্রিলে যাওয়ার কথা হচ্ছে।আপনার কোন সময়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে?একান্তই ব্যক্তিগত প্রশ্ন।@@sandipbanerjee6475
What a beautiful tour of SRI lanka. A recommend tourism near us. You have drawn a great picture of this place. Heartiest greetings to both of you. Thanks 👍👍👍
Darun laglo oi cha Bagan er modhye diye train journey...ki apurbo landscape.megh,bristi sob kichu niye sundori Srilanka.apnader jonyoi samvab holo ei sundor desh take dakha... Thank you so much 😊😊😊😊
শ্রীলঙ্কার অন্যান্য জায়গার থেকে এই "নুয়ারা এলিয়া" এবং "ইয়েল্লা" র জার্নি টা খুব ভালো লাগলো - এক কথায় 'পুরো জমে ক্ষীর '----Thank you so much for this wonderful video 🎉👍
আপনাদের এই ভিডিও সত্যিই খুব সুন্দর,যা কিনা আরাকু ভিস্টাদম/ NJP ভিস্টাদম/ কালকা সিমলা টয় ট্রেন,উটি রেল থেকে অনেক অনেক সুন্দর, ।। জানতো তুমি যদি সত্যি কারের সুন্দর মানুষের মত মানুষ হয় জানবে ইয়স্বর সর্বদা তোমার পাশেই আছেন তাই তো ট্রেনের সবচে সুন্দর লোকেশান থেকে দারুন ভালো ভিডিও পোস্ট করতে পারলেন, গার্ড বাবুকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏🙏🙏❤️❤️❤️
অনেক ট্রাভেল ভিডিও দেখি। কিন্তু আপনাদের ভিডিও দেখার সময় মনে হয় আমরাও যেন আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছি। আজকের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
Beautiful green Sri Lanka. We had done the Kandy to Ella train journey in June 2014 and it was one of the nicest train journeys I have experienced. Very pleasant cool weather and all the trains then were painted blue. I remember a bunch of young Chinese tourists in our compartment who were hanging out of the doors and constantly making tik tok videos or whatever they were doing then. Good fun. Enjoy Ella, which in Sri Lanka is pronounced like Ellll with a soft emphasis on the 'a'. Lol, we also chilled at Chill Cafe.
খুব ভালো লেগেছে। আমি ভাবতাম অশোক বনে সীতাকে আটকে রেখেছিল রাবন। এটা এমন যে, বড় এলাকা নিয়ে অশোক বৃক্ষ, ফুল বাগান এর মাঝে ছোট্ট কুটির। কিন্তু বিল্ডিং দেখে কিছুটা হতাশ হলাম। তবে নদীটা দেখে খুব ভালো লাগলো। এ কন্টেন্টে যা যা দেখালে সবই অসাধারণ! ভালো থেকো তোমরা। শুভকামনা রইলো।
শ্রীলংকা বাসী দের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের গার্ড সাহেবের ঘরে জায়গা দেবার জন্য। আমরা ওনার কাছে কৃতজ্ঞ।
যত দেখি তত অবাক হই... সত্যিই আমাদের প্রতিবেশী শ্রীলংকা দেশটা কতই না সুন্দর❤ আর সব কিছু উপভোগ করছি এক্সপ্লোরার শিবাজীর জন্য❤❤❤many many thanks 🙏
অসাধারণ। আমার হ্যা্সবেন্ড অফিসে র কাছে প্রায় দশবার শ্রীলঙ্কা গেছেন। ও সবসময় বলেছে দারুণ সুন্দর দেশ। আপনাদের ভিডিও দেখে আমি অভিভূত।
As a travel destination আমরা সচরাচর শ্রীলংকা দেশটার কথা মাথায় আনিনা। আসলে শ্রীলঙ্কার এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধে কোন ধারণা না থাকাটাই এর কারণ।
আপনি আগের ভিডিওতে বলেছিলেন দুবাই, থাইল্যান্ডের আগে আপনি শ্রীলঙ্কাকে রাখবেন,এই ভিডিওতে তার কারণটা বুঝতে পারছি।
অসাধারণ লাগছে ভিডিও গুলো দেখতে।❤
শ্রীলঙ্কার প্রত্যেকটি পর্ব ভীষণ ভালো লাগছে। আর শ্রীলঙ্কার প্রকৃতি বারংবার মুগ্ধ করছে।
সত্যি অপূর্ব। শ্রী লঙ্কা রে এতো সুন্দর জানতাম না। সবসময় সুইজারল্যান্ড বা এসব দিকের কথা ই শুনেছি। আজ আপনাদের চোখ দিয়ে একটা অপূর্ব দেশ দেখছি, অসাধারণ লাগছে
শ্রীলঙ্কা যে এতো এতো সুন্দর, সত্যিই জানা ছিল না । অনেক অনেক ধন্যবাদ আপনাদের শ্রীলঙ্কা কে তুলে ধরার জন্যে 😊
যদি কখন বিদেশে যাই তাহলে প্রথমেই শ্রীলঙ্কা যাব।এত সুন্দর দেখাছেন,বড় লোভ হচ্ছে ওখানে যাওয়ার। ভালো থাকুন সুস্থ থাকুন।
শ্রীলঙ্কা সত্যিই অপরূপা 👌🏽 বৃষ্টির মধ্যেও অনন্যা 👍🏼 অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য 👏🏼 চা বাগানটা থেকে সত্যিই চোখ সরানো যাচ্ছিল না 👌🏽 চিজ কেকটা যেভাবে তাড়িয়ে তাড়িয়ে খেলে তাতে রীতিমতো জিভে জল এসে গেলো 😀 গ্রেগরি লেকটাও নজরকাড়া সুন্দর 👍🏼 তবে সব কিছুকেই ছাপিয়ে গেলো অসাধারণ ট্রেন জার্নি ❤️ গার্ডের কামরায় ভ্রমণটা ফাটাফাটি ব্যাপার হয়ে রইলো 🙋🏻♀️ স্টেশনগুলোও কতো সুন্দর 👌🏽 চারপাশটা অকল্পনীয় রকমের মায়াময় সৌন্দর্য্যে মোড়া, ঠিক যেন রূপকথার দেশে গুটি গুটি চলেছি, এ এক স্বর্গীয় আনন্দ 🙏🏼
অপরূপা শ্রীলঙ্কা। এতো সুন্দর! প্রচার নেই এখানে। আপনাদের এই ভিডিও দেখে অনেকেই যাবে এবার শ্রীলঙ্কায়। এতো কাছে। সত্যিই ট্রেন জার্নি ভীষণ ভালো লাগলো। ভিডিওটি চমৎকার।
এতো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মন ভোরে যায়
বড়ই মনোরম, ভীষন সজীব সবুজ এবং ঠিকই বলেছেন শিবাজী আপনি, মানুষ ও সুশীল শৃঙ্খলাবদ্ধ। সত্যই মনের ও চোখের আরাম। ভীষন ইচ্ছা করছে একবার যেতে ! ধন্যবাদ আপনাদের কে এতো সুন্দর প্রকৃতির ছবি আমাদের কে উপহার দেওয়ার জন্য ❤
কখনো ভাবিনি শ্রীলঙ্কা এত সুন্দর! ট্রেন জার্নিটা অসাধারণ।
দাদা .. সত্যিই Sri Lanka তো.. !!? দেখে তো কোন European country বলে মনে হচ্ছে। এত সুন্দর এত গুছানো! 👌👍❤
খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে। প্ল্যাটফর্ম বই পড়ার ব্যবস্থা টা দেখে অভিভূত হয়ে গেলাম। ভারত বাংলাদেশ এমনকি ইংল্যান্ডেও এই জিনিস দেখিনি। Nuwarelliya এটা আমার খুবই পছন্দের একটা শহর। Ella ও একটা অপূর্ব জায়গা।
যত দেখছি অসাধারন ভিডিওগুলো তত প্রবল হচ্ছে মার্চ মাসে আমরা দুজনে মিলে শ্রীলঙ্কা ঘুরতে যাওয়া
March is summer there.I recommend december january or february which is not much hot... if you are okay with minimum temperature of 24°C in the morning and maximum temperature of 29°C -30°C at the mid day, its okay to travel in march...(but if you are an indian , I guess 30°C maximum temperature is not a big deal to you.😅bcz I know maximum temperature in india in summer typically goes 40°C ).so 29-30°C wont be a big problem.Sri lanka annual sunshine hours are same amount as europe..and nearly 2000 hours less than india annually, we have tons of cloudy days such as this whole 3months😂.and so many rainy days( its raining everyday for 3 months now).sri lanka isntmuch hot compared to south asia bcz of being island , wind waves bring water drops into the island from ocean....😁good luck🇱🇰
কি লিখি ভেবে পাচ্ছি না, সত্যি। এক ছবির মতো সুন্দর দেশে আপনারা দুজনে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই সাথে আমাদের ও সৌভাগ্য হচ্ছে এত সুন্দর জায়গা গুলো দেখার। আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন দুজনেই। অনেক অনেক শুভেচ্ছা রইল।❤️
মানতেই হবে যে শ্রীলংকা সত্যিই সুন্দর.. অনেকটাই আক্ষরিক অর্থে বিদেশরী মতো
খুব খুব সুন্দর,মন আরো বেশি টানলো যখন দেখলাম আমাদের অতিপরিচিত লাল কলাবতি ফুলের গাছ,মানুষজনের সাথে আমার দেশের মানুষের সাদৃশ্য, তাদের খাওয়া দাওয়া, পোশাক, চালচলন,প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে যেনো একাকার,সত্যি খুব ভালো লাগলো, কোনো এক সময়তো একছিলো তাই বোধ হয় এতো আপন মনে হলো
Really,the best thing in this vlog is the concept of keeping books in Railway Station Platform. Amazing thinking and impossible for us in India. We consider everything in public places as our personal property. But, really Sri Lanka doing it is absolutely wonderful.
বাঁকুড়া থেকে লিখছি, শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা কে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর ভাবে সব কিছু তুলে ধরার জন্য. যেমন পরিবেশনা, সুন্দর bgm, মনোরম দৃশ্য... দারুন!!! ভিডিও থেকে নতুন শিখছিও অনেক কিছু. আগেকার দিনে বিদেশি ট্রাভেল ভিডিও দেখতাম টিভিতে, কিন্তু স্বয়ং বাংলাতেই যে এত নিপুণ ক্রিয়েটর রয়েছেন খেয়ালই করা হয়নি. সময় পেলেই আগের ভিডিও গুলো একে একে দেখে ফেলছি. অনেক শুভকামনা রইলো.. আপনাদের ঘোরাঘুরি বজায় থাকুক.. ভালো থাকবেন 🙏😇
Really Srilanka is beautiful. Thanks for your presentation. It really ignited hunger for visiting this country. I have a request. After your last episode, please give a full itinerary.
Great episode. I believe SL series is turning out to be the best one. Congratulations to you and Prithwijit
Yes, I also think so.
এই পর্বটাও খুব উপভোগ করলাম। বিশেষ করে রেল যাত্রার সময়। এই যাত্রা মনে করিয়ে দিচ্ছিল কিছু বছর আগে 'টয় ট্রেনে' করে সপরিবারে উটি থেকে মেট্টুপলায়ম যাওয়ার কথা। এই শ্রীলঙ্কা সফর সত্যিই দারুণ। ওই দেশটাতে বেড়ানোর ইচ্ছে প্রতি পর্ব দেখার সঙ্গে বেড়ে চলেছে। শিবাজী আর পৃথ্বিজিতকে ধন্যবাদ শ্রীলঙ্কা পর্বগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।
শ্রীলঙ্কা সুন্দর শুনেছিলাম, এতো সুন্দর জানতাম না। প্রত্যেকটা পর্ব দেখছি, খুব ভালো লাগছে।
যোগ্য বাবার যোগ্য ছেলে হয়ে উঠুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
দারুন একটা আপনাদের অভিজ্ঞতার সাথে থাকলাম। রেলের গাড'সাহেব আপনাদের যেতে সাহায্য করলেন এটাও আশ্চর্য। এছাড়াও ষ্টেশনে যাত্রীদের জন্য পুস্তক রয়েছে এটাও কোথাও দেখিনি। অপূর্ব দৃশ্য সব জায়গায় দেখে মন ভরে যাচ্ছে।
আপনাদের জন্য আমাদের ও একপ্রকার শ্রীলঙ্কা ভ্রমন করা হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগলো
অসাধারণ অসাধারণ। শ্রীলংকা টা যে এত সুন্দর। একসময় এটা আমাদের দেশ ছিল এখন আলাদা,। যত দেখছি চোখ সরাতে পারছি নি অভিভূত হয়ে যাচ্ছি। গার্ড সাহেব কে অনেক ধন্যবাদ আমার দেশের দুই ভাইকে এভাবে নিজের বগিতে তুলে নেওয়ার জন্য। ভারতে তো অসুস্থ মানুষকে, গর্ভবতী মা কে বসতে জায়গা দেয় না। খুব সুন্দর ভিডিও। চোখ সরাতে পারিনা। অনেক শুভেচ্ছা পৃথ্বী জীতও
শিবাজী কে। ভালো থেকো সুস্থ থেকো।
Keeping books in a railway platform proves high quality mentality of people of this country which is very praisable.
Eta amdr deshe sombhob jodi amra chesta kori !!!
@@jayantighosh7463konodin oi na. Ekhane library i jete chayna loke😢
@@aniketsen5918 Boi rakhle keu thik e porbe ei biswas ache..
@@jayantighosh7463 porar theke besi nosto korbe .
Awesome coverage 👍👍
আপনারা ওখানে গ্যাছেন বলেই আমরা এতো সুন্দন একটা দেশ দেখতে পাচ্ছি। সত্যিই অসাধারণ প্রকৃতি .....👌
Awesome video!!!🎉 thankyou!
শ্রীলংকা যে এতো সুন্দর জানতাম না। আপনার মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে। 👍👍🇧🇩
পুরো পর্ব টা খুব সুন্দর।ট্রেন জার্নি টা অপুর্ব লাগলো।স্টেশন এ বই এর কালেকশন শুধুমাত্র যাত্রী দের জন্যে ভাবনা টা বড়ো সুখকর।এত সবুজ সতেজ সুন্দর পরিবেশ দেখে যাওয়ার আগ্রহ বেড়ে গেলো।
আমার তরফ থেকে ,আপনাদের দুইজনকেই অশংক ধন্যবাদ । এত সুন্দর দৃশ্য. দেখানোর জন্য ।ভালো থাকুন
দুর্দান্ত লাগল.. Nuwara Eliya তে কোথায় ছিলেন? কি সুন্দর দেশ শ্রীলঙ্কা.. Picturesque দেশ
আপনি না গেলে ,বুঝতেই পারতাম না শ্রীলঙ্কা এতো সুন্দর। ধন্যবাদ।
ভাবতে অবাক লাগে মাত্র এক বছর আগেই যে দেশে মানুষ প্রেসিডেন্টের উপর আস্হা হারিয়ে রাজপ্রাসাদে ঢুকে চরম তান্ডব চালায়,(টি.ভি র দৌলতে যা আমরা দেখেছি)মাত্র এই কদিনেই সেই দেশেই দেখছি রেল ষ্টেশনে মুক্ত বইএর লাইব্রেরি।কত সুন্দর করে যাত্রীদের জন্য সাজানো।আমাদের দেশে ভাবতেও পারবনা।বই পড়তে ভালো না বাসলেও সব বই চুরি হয়ে যেত,একথা হলফ করে বলা যায়।
আর দেশটার কথা কি আর বলব!!!!!
মনে হয় মানুষ গুলো এত ভালো বলেই ,ভগবানই তুষ্ট হয়ে এত সুন্দর করে সাজিয়ে চলেছেন……..ভালো থাকবেন……💐💐
Srilanka was the most genorous country for 6 or 7 years a row...sadly now the first place gone to indonesia last year
@@skipper2594 Apni ki kore dhore nilen je amader desh e station e library thakle sob Boi churi hoe jeto? Apni ki nije Boi churi korechen library theke age tai nijer songe baki Der guliye felchen? Ar desh niye Jodi ato problem thake then you are free to leave!!
Love you india ❤️ from SL. You guys have a pure heart ❤️
বাঙালিই পারে । আবার প্রমাণিত। এত সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা --- অসাধারণ অনুভূতি হচ্ছে। দাদা চালিয়ে যান।
সত্যিই এ এক অনবদ্য দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ব্লগ উপভোগ করলাম। স্টেশনে এই রকম একটা লাইবেরী রাখার জন্যে শ্রীলঙ্কান সরকারকে অভিনন্দন জানাই
21:22 Pattipola railway station is the highest railway station in Sri Lanka..❤️
অনেক ধন্যবাদ তোমাদের,এমন সুন্দর অচেনা শ্রীলঙ্কাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। শিবাজী, তোমার উপস্থাপনা অসাধারণ! আর পৃথ্বিজিত,বিভিন্ন বই পড়ার অভ্যেসের ফল কি না জানি না, তোমার যে কোনো বিষয়ে কথার জাগলারি আমার দারুন লাগে। ভালো থেকো তোমরা।
If you keep this book in our country, it will be taken to everyone's home in one day. This is the difference between our country and Sri Lanka. To keep a country beautiful, the people of that country must be beautiful too.
ট্রেন এর ওয়াশরুম এর মগ কে চেন দিয়ে বেঁধে রাখতে হয় আমাদের দেশের রাজধানী ট্রেনেও
ঠ
❤
Dada nijer songe puro Jati k guliye felben na apni hoy to age library theke Boi churi korechen agey tai bole sompurno Jati k chor bolar Adhikar apnak keo day ni
@@sharmilamukherjee2611Didi bathroom er mug ar boi er moddhe tulona korata iktu besi murkhamo hoye gelo na?? 😅😂
শিবাজি ভাই, আপনার ভিডিও দেখে মনে হয়েছে যেন আমি নিজেই শ্রীলঙ্কার এই অসাধারণ হিল স্টেশন এ গিয়েছি। আপনার ভিডিও এর কোয়ালিটি এবং কমেন্ট্রি অনেক ভালো লাগলো। আপনার ট্রেন জার্নি টা অনেক রোমান্টিক এবং মজার ছিল। আমি আশা করি আপনি আরো এমন ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। আমি আপনার চ্যানেল এর একজন বড় ফ্যান।
শ্রীলঙ্কা তে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে জানতাম না। অপুর্ব লাগলো। Specialy lamprice definitely try korbo. 😊
অসাধারণ !! অপূর্ব !! অনবদ্য !! অতুলনীয় !! অভূতপূর্ব !! মনমুগ্ধকর !! যা দেখালেন মন ভরে গেল শিবাজি দা ❤ চোখ জুড়ানো রূপ নুয়ারাএলিয়া ❤❤❤ কোন বিশেষণ ই যেন যথেষ্ট নয় এর সৌন্দর্য বর্ণনা করতে ❤❤❤ দারুণ !!!
Sri padasthan very beautiful in sri lanka 🇱🇰. ☁ ⛰️⛰️⛰️⛰️⛰️⛰️☁☁☁☁☁ clouds caches 🎉🎉❤❤⛰️⛰️⛰️⛰️⛰️🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🙏🙏❤🇱🇰
সত্যি আপনারা Sri Lanka যা দেখাচ্ছেন এক কথায় অনবদ্য।সুন্দর শহর অপূর্ব বড়ই মনোরম ,ভীষণ সজীব সবুজ। বড় লোভ হচ্ছে ওখানে যাওয়ার
অসাধারণ, অনবদ্য, আর কি কি বলি? তবে ঐ ভাতের মহিমা যা দেখলাম? জিভে জল!
আপনার ভিডিওতে শ্রীলঙ্কা কে দেখতে পেলাম। সত্যি দারুন সুন্দর প্রকৃতি।মন ভরে গেল।
আপনাদের ক্যামেরাতে দেখলাম অপূর্ব সুন্দর শ্রীলঙ্কাকে, আমারও ইচ্ছা আছে মার্চের শেষের দিকে শ্রীলংকা ভিজিট করার।
পৃথিবীর এত দেশ ঘুরেছি কিন্তু কাছের এই দেশটা তেই যাওয়া হয়নি। ধন্যবাদ আপনাদেরকে এই দেশতা দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্ত থাকবেন।
সত্যিই কি অপূর্ব সুন্দর জায়গা। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন জার্নিটা ইউরোপের কোন ট্রেন জার্নির চেয়ে কমনা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। খাওয়াটাও 😋😋😋
খুব ভালো লাগলো।স্টেশনে ব ই অনবদ্য ভাবনা পৃথিবীর কোথাও এমন চিন্তা আছে কিনা জানিনা । খুব সুন্দর ।পরের ব্লগের জন্ম অপেক্ষায় রইলাম ।
শ্রীলঙ্কা সিরিজের প্রত্যেকটা ভিডিও সত্যি বলছি অসাধারণ।
Ki apurbo Ekta desh. Bhison bhison bhalo lagche protita episode. Thank you so much.
সত্যিই অপূর্ব, কি মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং landscape অতুলনীয়। আর ট্রেন যাত্রা পথ খুবই মনমুগ্ধকর, কিন্ত DHR এর টয় ট্রেনের যাত্রা শিলিগুড়ি থেকে দার্জিলিঙ,আমার জীবনের ছিল The best, সালটা ছিল 1979 May মাস,।ভীষণ ভীষণ ভাল লাগল। আপনাদের ধন্যবাদ জানাই।
অসম্ভব সুন্দর ভ্লগ গুলো, যাওয়ার ইচ্ছে উস্কে দেবার মতো আপনার বর্ণনা 💛💚❤️🧡
Arek ta oshadharon vlog dekhlam...chok r mon du e juriye gelo....Darun...darun...darun 👌
অসাধারণ আর একটি অভিজ্ঞতার সাক্ষ্য পেলাম । প্রতি মুহূর্ত সম উপভোগ্য । গার্ড সাহেব এত সুন্দর ভাবে ডেকে নিলেন জা দেখেও ভাল লাগল । পরের পর্বের অপেক্ষায় রইলাম।
Picturesque view, especially from the drone. The tea garden and the landscape is awesome.
I agree with you both on Ashok bon. I was expecting trees everywhere myself. Train station offering books to pass time! My kind of thing. Shows their love for education. I would love to donate books there myself if I could. Beautiful view from the train.
Thanks for sharing ❤
অসাধারণ সুন্দর লাগলো শ্রীলঙ্কার প্রত্যেকটা video, এত সবুজের সমারোহ বড্ড সুন্দর, অনেক ধন্যবাদ! আমরাও আপনাদের সাথে এত সুন্দর একটা দেশ ঘুরে নিলাম।
অসাধারণ দৃশ্য এবং সুন্দর ভাবনা ই স্টেশনে বই রাখাটা, আর সঙ্গে আপনাদের সুন্দর উপস্থাপন ❤❤
What a beautiful country and the ways you two are depicting the places are awesome, total no how iif Srilanla has changed in my mind a grand salute 👏
Thanks a lot wants to see lakshadeep tour in near future
Excellent😊❤ each and every place is beautiful❤ in srilanka😊
শ্রীলঙ্কার এই অপূর্ব সৌন্দর্যের কোনও ধারণাই ছিল না আমার। এই না জানা প্রকৃতির সৌন্দর্য কে আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন দাদারা❤
ট্রেন জার্নির সময় দার্জিলিংয়ের টয় ট্রেনের কথা মনে পড়ছিল।অপূর্ব সুন্দর শ্রীলঙ্কা।দারুণ উপভোগ করছি।পরের পর্বের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে আছি
সুন্দর শহর অপূর্ব ট্রেন র্জানি.... চোখ আর মন দুটোই ভরে গেল.... 👌👌
Welcome to my motherland Sri Lanka 🇱🇰
Im currently live in Kyoto Japan 🇯🇵
অনেক ধন্যবাদ। এইরকম স্বর্গীয় জায়গা গুলো আমাদের মানস ভ্রমণ করানোর জন্য।
কি অসাধারণ সুন্দর একটা দেশ ধারনাই ছিল না ।😮 এই রকম প্রচুর বৃষ্টি হয় বলেই শ্রীলঙ্কা কে প্রকৃতি সবুজ তুলি দিয়ে এঁকে দিয়েছে ❤ ড্রোন শটে ভিডিও গুলো দেখে মনেই হচ্ছিল ইংরেজরা কেন এই জায়গাটা এত ভালোবেসেছিল🎉 অপূর্ব সুন্দর দুটো সুন্দর পাহাড়ি জায়গা দেখলাম 🌄 ট্রেন যাত্রাতো খুব খুব সুন্দর, সেই সঙ্গে সত্যি অদ্ভুত এবং আশ্চর্য হয়ে দেখলাম স্টেশনে এত বই এর সম্ভার , আমাদের দেশ হলে সব বইয়ে চেন লাগিয়ে রাখতে হতো 🚂
প্রসঙ্গত বলি , দাদা তোমার ছেলে হোটেল ম্যানেজমেন্ট করছে জানলাম, আমার মেয়েও কলকাতা IIHM থেকে এই কোর্স করছে ।
ফিরে আসি শ্রীলঙ্কা সিরিজ এর কথায়, দাদা তুমি শ্রীলঙ্কা কে সুন্দর করে চেনালে যদি কখনো বিদেশ ঘুরতে যাই অবশ্যই এই দেশটার কথা ভাববো 💐
খুব সুন্দর লাগলো শীলঙকার জায়গা গুলো
শ্রীলঙ্কার প্রেমে পড়ে গেলাম।
You have brought forward Srilanka in a new dimension. Had no idea that it is such a lovely country. I am in touch with Ajith almost everyday over phone. Great going.
আপনি কি যাচ্ছেন?
@@jhilanmitra8412 yes, we have it in our mind. Really had no such idea about this country which is so beautiful.
আমারও যাওয়ার প্রবল ইচ্ছে।ছেলে মিঃ অজিথের সাথে যোগাযোগ করেছে।এপ্রিলে যাওয়ার কথা হচ্ছে।আপনার কোন সময়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে?একান্তই ব্যক্তিগত প্রশ্ন।@@sandipbanerjee6475
শ্রীলংকার প্রতি ধারনায় বদলে গেল ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
26:46 sotti khub sundor open library.... just vaba jai na ...
New concept 👌👌
সেরা সেরা সেরা👌👍👌 এই সিরিজের আমার সবথেকে সুন্দর জায়গা লাগলো। বেশ একটা মুন্নার আর দার্জিলিং মেশানো জায়গা। দারুন ভিডিও। ❤
শ্রীলংকা সিরিজের এখন অবধি দেখা সেরা পর্ব, প্রাকৃতিক শোভা অপূর্ব, বিশেষ করে খাদ্যাভ্যাস পরখ করতে যাওয়া দরকার, দারুন লাগলো।❤❤❤❤❤❤
What a beautiful tour of SRI lanka. A recommend tourism near us. You have drawn a great picture of this place. Heartiest greetings to both of you. Thanks 👍👍👍
কি সুন্দর দেশ, এত সবুজ।
শ্রীলংকা এত সুন্দর ছবির মতো দেশ যার সম্বন্ধে কোনো ধারণা ছিল না। অসাধারণ।
যথারীতি খুব সুন্দর। রেগুলার একটা রুটিন হয়ে গিয়েছে আপনার ভিডিও। নোটিফিকেশন আসার সময় ফ্রি থাকলে শুরুতেই দেখা হয়। ট্রেন জার্নিটাও খুব সুন্দর। ট্রেনের পার্ট দেখা অবস্থাতেই কমেন্ট করলাম। এখনো দেখছি। পরের পর্বের অপেক্ষায়।
Thank you very much for exploring our island to the world. Highly appreciate. ❤ Bengali from Sri Lanka 🙏🙏🙏
asadharon train jatra, apurbo chaa bagan, megher khela, sundar hrad , jharna, anabadyo prakritik soundarjyo
Thanks
আন্তরিক ধন্যবাদ!! ভালো থাকবেন। Means a lot.
Darun laglo oi cha Bagan er modhye diye train journey...ki apurbo landscape.megh,bristi sob kichu niye sundori Srilanka.apnader jonyoi samvab holo ei sundor desh take dakha... Thank you so much 😊😊😊😊
Lovely...your vedio is very very interesting....well researched and very very enthralling....thank u
খুব ভাল লাগলো আজকের ভিডিও.....👌👌👍
খুব সুন্দর লাগল শ্রীলঙ্কার এই ট্রেন চলাচল এবং প্রাকৃতিক সৌন্দর্য ❤❤❤❤❤❤❤
Nanu oya থেকে Ella রেল যাত্রা এক কথায় অবর্ণনীয় । তুলনা- বিহীন সৌন্দর্যে 'র আকর। এ দৃশ্য দেখানোর জন্য ,শিবাজী, পৃথ্বীজিত্ কে ধন্যবাদ দিয়ে ছোট করব না।
শ্রীলঙ্কার অন্যান্য জায়গার থেকে এই "নুয়ারা এলিয়া" এবং "ইয়েল্লা" র জার্নি টা খুব ভালো লাগলো - এক কথায় 'পুরো জমে ক্ষীর '----Thank you so much for this wonderful video 🎉👍
আপনাদের এই ভিডিও সত্যিই খুব সুন্দর,যা কিনা আরাকু ভিস্টাদম/ NJP ভিস্টাদম/ কালকা সিমলা টয় ট্রেন,উটি রেল থেকে অনেক অনেক সুন্দর, ।। জানতো তুমি যদি সত্যি কারের সুন্দর মানুষের মত মানুষ হয় জানবে ইয়স্বর সর্বদা তোমার পাশেই আছেন তাই তো ট্রেনের সবচে সুন্দর লোকেশান থেকে দারুন ভালো ভিডিও পোস্ট করতে পারলেন, গার্ড বাবুকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏🙏🙏❤️❤️❤️
সত্যিই অসাধারণ অপূর্ব অনবদ্য খুব সুন্দর দারুণ দারুণ দারুণ ভালো থেকো সুস্থ থেকো এই আশীর্বাদ করি।
দারুণ, দারুণ লাগছে। এত নিখুঁত ভাবে পরিবেশন করছেন, ফাটাফাটি। বেড়ানোর ইচ্ছে হচ্ছে ...Amitava Dhara, Ukhra-Andal
Platform library..simply excellent.
অনেক ট্রাভেল ভিডিও দেখি। কিন্তু আপনাদের ভিডিও দেখার সময় মনে হয় আমরাও যেন আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছি। আজকের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
Asadharon train 🚉 journey.Ghore bosei dekha hoye galo.So many thanx to both of you.Khub sundor desh SriLanka.Take care.
Beautiful green Sri Lanka. We had done the Kandy to Ella train journey in June 2014 and it was one of the nicest train journeys I have experienced. Very pleasant cool weather and all the trains then were painted blue. I remember a bunch of young Chinese tourists in our compartment who were hanging out of the doors and constantly making tik tok videos or whatever they were doing then. Good fun. Enjoy Ella, which in Sri Lanka is pronounced like Ellll with a soft emphasis on the 'a'. Lol, we also chilled at Chill Cafe.
'E' in Ella is pronounced like the 'A' in apple, so it's pronounced like "Alluh".
Picture postcard, ঠিক যেন europian কোনও country. অসাধারণ ❤
খুব ভালো লেগেছে। আমি ভাবতাম অশোক বনে সীতাকে আটকে রেখেছিল রাবন। এটা এমন যে, বড় এলাকা নিয়ে অশোক বৃক্ষ, ফুল বাগান এর মাঝে ছোট্ট কুটির। কিন্তু বিল্ডিং দেখে কিছুটা হতাশ হলাম। তবে নদীটা দেখে খুব ভালো লাগলো। এ কন্টেন্টে যা যা দেখালে সবই অসাধারণ! ভালো থেকো তোমরা। শুভকামনা রইলো।
খুব সুন্দর লাগছে শ্রী লঙ্কা
অসাধারণ এক ট্রেন জার্নির সাক্ষী হতে পেরে খুব ভালো লাগলো। 🥰👌👌