যাবো যখন কবর ঘরে শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরি

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 1

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 11 днів тому +1

    পোস্ট তাং ২৯/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৭২
    মুখ ও মুখোশের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    ওরে, কথায় দেখি বিশ্ব পন্ডিত, জ্ঞানী গুণী সাধু মহৎ।।
    কাজে কর্মে পাইনা তো মিল, মিশলে পড়ে দেখি যে বদ।।
    কথায় কথায় হাদিস কোরআন, শাস্ত্র বিধান করে বয়ান।
    সুযোগ পারলেই দেয় উপদেশ, উল্টা পাল্টা দেয় আবার জ্ঞান।।
    স্বার্থে লোভে বড়ই সেয়ান।। মুখোশধারী বড়ই অসৎ।
    মসজিদ মন্দির গীর্জায় প্যাগোডায়, যাচ্ছে আবার হরদম তারা।
    সুদ ঘুষ হারাম সবি তো খায়, হইয়া দেখি বলগা হারা।।
    বুঝে-না কিছুই স্বার্থ ছাড়া।। হারাইয়াছে সত্যেরও পথ।
    সাদেকীন সিদ্দিকিন মত্তাকীন, মুণী ঋষি খুঁজে বেড়াই।
    তাদের সন্ধান পাইলে পরে, নিজকে নিজে নিবো সুধরাই।।
    বেশভুশায় লেবাশে পাই।। ঠিক নাই যে কারো হাকিকত।
    বিড়ালতপস্বী কিতব ওরা, মুখোশধারী ভন্ড শয়তান।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, কথায় কথায় সাজে মহান।।
    স্বাক্ষী রইলো আমার এ গান।। ওরা ভন্ড কপট ঠক প্রবঞ্চক।
    পোস্ট তাং ২৮/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৭১
    দুষ্ট মিষ্টি মধুর প্রেমের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আমার বন্ধু রসিয়া, বন্ধু রসেরও নাগর।।
    নানান ফুলে খায়রে মধু, করিয়া সোহাগ ও আদর।।
    পঞ্চ রসে রসিক নাগর, ভাসে কাম রসে।
    তাই তো নাগর উড়ে উড়ে, নানান ফুলে বসে।।
    ভর পুর্নিমায় মধু মাসে।। লয় ফুলের খবর।
    মুখে মধুর মিষ্টি হাসি, মিষ্টি মধুর কথা।
    হাসতে হাসতে সুকৌশলে, দেয় যে মনে ব্যথা।।
    এমন রসিক পাইবা কোথা।। বিষে ভরা অন্তর।
    কি অপরূপ দেহের গঠন, হাতে মোহন বাঁশি।
    অমানিশার অন্ধকারেও, যেনো পুর্ণিমারও শশী।।
    দেখা তারে হই উদাসী।। পাগল হয় অন্তর।
    এক নজর দেখিতে তারে, মন হয় যে ব্যকুল।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, কেউ বুইঝোনা ভুল।।
    যায় যদি যাক জাতিকুল।। আমি হবোনা তার পর।
    পোস্ট তাং ২৭/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৭০
    জীবন তত্ত্ব পরকাল ভাবনার গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    যাবো যখন কবর ঘরে, কে দিবে আর সন্ধ্যা বাতি।।
    অন্ধকার কবরে থাকবো, দেখবোনা আর আলোর জ্যোতি।।
    অর্থ বিত্ত টাকা কড়ি, গাড়ি বাড়ি সুন্দর নারী।।
    সব কিছুই তো রইবে পড়ি, কিছুই হবেনা সঙ্গের সাথী।
    ভাই বেরাদার স্বজন প্রিয়জন, স্ত্রী সন্তান আর আপনজন।।
    কিছুদিন তারা করবে ক্রন্দন, আত্মীয় স্বজন আর জ্ঞাতি।
    কিসের এতো তড়াই বড়াই, যাইতে হবে সবি ফেলাই।।
    পারের কড়ি হয় নাই কামাই, কেমনে আমি পাবো মুক্তি।
    থাকতে সময় ও ভোলামন, মরন কথা হয়না স্মরণ।।
    বিফলে যায় মানব জনম, জাগালোনা প্রেম বিশ্বাস ভক্তি।
    মনকির নকির ফেরাস্তা এসে, করবে জেরা বেন্ধে কষে।।
    দ্বীন মাবুদ নবী কে সে, কোন নামেতে পাবে মুক্তি।
    দিতে পারলে সঠিক জবাব, করবে তারা প্রেমেরও ভাব।
    জগতে থাকলে মন্দ স্বভাব, কবরে তাই পাইবো শাস্তি।
    স্বপন শাহ্ শ্যামলাপুরী বলে, শেষ বিচার ঐ পরকালে।।
    কর্মফল আর ঈমান আমলে, পাইবো মুক্তি নইলে শাস্তি।
    পীরের হাতে দিয়ারে হাত, তাইতো আমি হইছি বায়াত।।
    পড়েছি কালেমা শাহাদাত, জাগিয়ে প্রেম বিশ্বাস ভক্তি।