কোটার আড়ালে ভীন্নকিছু! Quota| Bangladesh| কোটা বিরোধী আন্দোলন| Shahedin| Sheikh Hasina

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • কোটার আড়ালে ভীন্নকিছু! Quota| Bangladesh| কোটা বিরোধী আন্দোলন| Shahedin| Sheikh Hasina
    আমাদের বাংলাদেশে দেখেন, সরকারি প্রথম ও ২য় শ্রেণির চাকরিতে ৫৬% কোটা। রেলওয়েতে ৪০% পৌষ্য কোটা, জাতি গড়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রাইমারি শিক্ষা, সেই স্কুলের শিক্ষক নিয়োগে ৬০% নারী কোটা ও ২০ % পৌষ্য কোটা। মানে আপনার যদি কোনও কোটা না থাকে। তবে ১০০ টা সিটের মধ্যে বিসিএস এ আপনার জন্য আছে ৪৪ টা, রেলওয়েতে আছে ৬০ টা আর প্রাইমারিতে আপনার জন্য আছে মাত্র ২০ টা সিট। যেগুলোর পেছনে আপনার মতো কয়েকলাখ শিক্ষার্থীরা প্রতিযোগিতা করছে।
    আজকে দেশের রেল ব্যবস্থাতে আধুনিক কোচ আনা হয়েছে, নতুন নতুন লাইন করা হচ্ছে। কিন্তু এখনোও শিডিউল জটিলতা, বাজে সার্ভিস রয়েই গেছে। থাকবেনা কেন? এখনোও ৪০% লোক চাকরি পেয়েছে পরিশ্রম ছাড়া, তাঁদের মধ্যে দায়িত্ববোধ ব্যাপারটা কম। বাবা চাকরি করত সেই সুবাদে সেও পেয়েছে, ধরেই নিয়েছে রেল তার বাপ দাদার সম্পত্তি। এই মানুষ গুলোর কারণে নতুন করে যারা রেলে ঢুকে তারাও ভালো কাজ করার স্পৃহা পায় না।
    ২য়ত দেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাইমারি বা বুনিয়াদি শিক্ষা। ছোট্টকালে একটা শিশুর ব্রেন টা যদি ঠিক ঠাক ডেভেলপ হয় তবে সে পরবর্তিতে নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আমাদের দেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে এই প্রাইমারি শিক্ষা। প্রাইমারির শিক্ষকদের বেতন খুবই কম, সমাজে সম্মান নেই বললেই চলে, এবং নিয়োগ ব্যবস্থা এমন যে দক্ষ এবং পড়াতে আগ্রহী এমন মানুষ প্রাইমারিতে আসতে চায় না। যারা আসে তারা একরকম বাধ্য হয়ে। কিন্তু এসে কাজের আগ্রহ পায় না।
    সেই সাথে এখানে আবার আছে প্রায় ৮০%ই কোটা। তাহলে সবচেয়ে গুরুত্বপুর্ণ শিক্ষা সেক্টরে যোগ্য ও দক্ষ মানুষ আসবে কিভাবে? এইজন্যই দেশের শিক্ষা ব্যবস্থার গোরাটাই নড়বড়ে অবস্থায় পড়ে আছে। যা দেশের অগ্রগতির ক্ষেত্রে বড় বাধা তৈরি করছে।
    ১৯৭২ সালে যুদ্ধবিদ্ধস্থ দেশ গড়ার কাজে মনোযোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু দেশের একটা বড় অংশের মানুষ দেশের প্রয়োজনে নিজের জীবন ও পরিবার ত্যাগ করেছে, তাই স্বাধীনতার পরে তাঁদের ক্ষতিপূরণ বলেন, সম্মান দেওয়া বলেন, যেজন্যই হোক সরকারি চাকরিতে তাঁদের জন্য কোটা দেওয়া হয়। সেই সময় নিয়োগের জন্য একটা আদেশ দেওয়া হয়, আদেশের নাম ছিলো interim recruitment rules, । যার ভেতরে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আদেশটা ছিলো অস্থায়ী, যেহেতু আদেশের নামি ইন্তেরিম মানে অন্তর্বঋকালীন। কিন্তু এই আদেশের বলে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার পদ্ধতি চলতেই থাকে।
    মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের জন্য কোটা পদ্ধতি চলতেই পারে, এইটা তাঁদের প্রতি রাষ্ট্রের সম্মান। তবে সেটা কি পরিমাণ হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা কিংবা তার ছেলে কোটা সুবিধা পেয়ে কিংবা সরকারের অন্যান্য সুবিধা পেয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে ফেলার কথা। দেশের বিভিন্ন সেক্টরে প্রবেশ করে ফেলার কথা। এরপর এই গোষ্ঠীটির কেও আর অবহেলিত বা পিছিয়ে পড়া অংশে থাকার কথা না। কিন্তু তারপরেও তাঁদের পরবর্তী প্রজন্ম কিভাবে এই কোটা সুবিধা দাবি করে? মুক্তিযোদ্ধাদের নাতিরা তো আর যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্থ না।
    যেখানে সংবিধানে দেশের পিছিয়ে গোষ্ঠীর জন্য কোটা বা বিশেষ সুবিধার জন্য বলা হয়েছে। সেখানে একেক টা সম্মানীত মুক্তিযোদ্ধা পরিবারের মানুষদের কোটা দেওয়া টা তো অপমান জনক। এইটা যেমন একদিকে মুক্তিযোদ্ধাদের প্রতি অপমানজনক অপরদিকে দেশের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি কারী।
    একটু খেয়াল করে দেখেন, বর্তমানে দেশে গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজারের মতো। যার মধ্যে অনেক আছে ভুয়া মুক্তিযোদ্ধা। যদিও ১৯৮৬ সালের হিসাব মতে মুক্তি যোদ্ধা ছিলো ৭০-৮০ হাজারের মতো।
    ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক ঘোষণা বলে কোটা পদ্ধতি তুলে দেন। মানে সরকারের নির্বাহী বিভাগ কোটা পদ্ধতি তুলে দেওয়ার জন্য পরিপত্র জারি করে। কিন্তু একটা রিটের প্রেক্ষিতে ২০২৪ এ আবার সেই কোটা পদ্ধতি নিয়ে আসা হয়। মানে নির্বাহী বিভাগের আদেশ বিচার বিভাগ নাকচ করে দিয়েছে। স্বাভাবিক ভাবেই এখন ২০১৮ সালের পরিপত্র বহাল রাখতে রাষ্ট্র পক্ষের আইনজীবীদের মাঠে নামার কথা। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে চুপ থাকতে দেখা যাচ্ছে। নির্বাহী বিভাগের একটা ঘোষণাকে বিচার বিভাগ বাতিল করে দিলো, সেটার জন্য নির্বাহী বিভাগও কথা বলছে না।
    তাহলে প্রশ্ন জাগে, সেই কোটা ফিরিয়ে আনার বিষয়টাঁ কি সরকারের পরিকল্পিত কোনও সিদ্ধান্ত?
    বাংলাদেশে ইস্যু দিয়ে ইস্যু ঢেকে দেওয়ার বহুত উদাহরণ আছে, এই মুহুর্তে তরুণ প্রজন্মকে রাজপথে ব্যস্ত রেখে কি ভিন্ন কিছু হয়ে যাচ্ছে? অস্বাভাবিক কিছু না। এমনও হতে পারে, অন্য কোনও উদ্দেশ্য বাস্তবায়ন পর্যন্ত ছাত্রদের রাজপথে রাখা হবে, এরপর আবার কোটা তুলে দেওয়া হবে।
    আসলে রাজনীতিতে কি হয়, তা বলা মুশকিল।
    The quota movement in Bangladesh, which gained significant momentum in 2018, was a student-led protest against the existing quota system in government jobs. The movement primarily called for reforms to ensure a more merit-based recruitment process, as the existing system reserved a substantial percentage of positions for specific groups, including descendants of freedom fighters, women, and ethnic minorities. Protesters argued that the quota system limited opportunities for many deserving candidates and undermined the principles of fairness and meritocracy. The widespread demonstrations, which saw students from various universities across the country participating, eventually led the government to announce changes to the quota system, reflecting the power of collective action in driving policy reform in Bangladesh.
    #Quota_movement
    #quota_not_comeback
    #কোটা_আন্দোলন
    #কোটার_অসুবিধা
    #কোটা_নিয়ে_শেখ_হাসিনা
    #কোটা_বাতিল
    #shahedin
    #bangladesh
    #bangla_blocked
    #শাহাবাগে_আন্দোলন

КОМЕНТАРІ • 335

  • @mahmudulhasanrujel9841
    @mahmudulhasanrujel9841 2 місяці тому +94

    তথাকথিত হলুদ সাংবাদিকের মতো কথা না বলে, সব সময় সত্যি কথা বলার জন্য আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

  • @sjshimul588
    @sjshimul588 2 місяці тому +199

    বুক উঁচিয়ে যতদিন এইভাবে সত্যি কথা বলে যাবেন, হাজার মানুষের ভালোবাসা পেয়ে যাবেন।

  • @md.jasimuddin4332
    @md.jasimuddin4332 2 місяці тому +23

    এই কোটার কারণেই প্রাইমারি চাকরিটা নিতে পারলাম না, বারবার টিকেও চাকরি হলো না। কোটা নামক অভিশাপ থেকে আমাদের মুক্তি পাওয়া উচিত

  • @HeyArifY
    @HeyArifY 2 місяці тому +24

    আপনার জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ❤❤❤

  • @Joton617
    @Joton617 2 місяці тому +13

    বাস্তব লাইফের সাথে একদম কথাগুলো সঠিক❤

  • @sheikhsglory2600
    @sheikhsglory2600 2 місяці тому +12

    অত্যন্ত গুছানো বক্তব্য।
    কোটা নিপাত যাক্।

  • @M.A.H.O.3330-lj6mj
    @M.A.H.O.3330-lj6mj 2 місяці тому +18

    আপনি যেভাবে হক কথা বলেছেন। আপনার তো সমস্যা হতে পারে ❤❤❤

  • @MdRealMozumdar
    @MdRealMozumdar 2 місяці тому +14

    খুব সুন্দর কথা ধন্যবাদ।

  • @KhairulIslam-yb5vq
    @KhairulIslam-yb5vq 2 місяці тому +15

    ভাই যথার্থ বলেছেন, বলতে গেলে অসাধারণ ❤

  • @tahsinsheikhimran6215
    @tahsinsheikhimran6215 2 місяці тому +14

    সময় উপযোগী কথা❤
    ধন্যবাদ ❤❤

  • @mohammadarrafi3825
    @mohammadarrafi3825 2 місяці тому +11

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই

  • @user-zu8rs2ry9k
    @user-zu8rs2ry9k 2 місяці тому +4

    *_যে নিজেই একজন কোটা ধারী মন্ত্রী সে এ ছাড়া আর কি বলবে.._*

  • @hasanahmed5612
    @hasanahmed5612 Місяць тому

    খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও করার জন্য আপনাকে ধন্যবাদ❤
    দেশের স্বার্থ ও উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করা সরকারের দায়িত্ব কিন্তু দুঃখজনক হলেও বাস্তবে হচ্ছে তার বিপরীত।

  • @Ruby-we5np
    @Ruby-we5np 2 місяці тому +21

    স্যার, আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। যোগ্যতাভিত্তিক নতুন কারিকুলাম এর প্রথম এসএসসি পরীক্ষার্থী। আমাদের ষান্মাসিক মূল্যায়ন এর প্রশ্নগুলো পরীক্ষার পূর্বেই ফাঁস হয়ে যাচ্ছে উত্তরসহ। সবাই উত্তর দেখে পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষার আমি কোন যৌক্তিকতা দেখি না। এমন অবস্থায় আমি আমার ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড চিন্তায় আছি। আশা করি এই বিষয়ে একটি ভিডিও বানাবেন।❤
    আমরা আওয়াজ তুললেই সম্ভব। ❤

  • @nahiduzzamanshadhin9172
    @nahiduzzamanshadhin9172 2 місяці тому

    ভাই এরকম সত্যের পক্ষে সবসময় কথা বলার জন্য ধন্যবাদ। মহান আল্লাহু-তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক৷ ভালবাসা অবিরাম।❤️

  • @OmProductionbd
    @OmProductionbd 2 місяці тому

    ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছেন সবাই শেয়ার করে দিন ভিডিওটি, দেশের স্বার্থে এগিয়ে আসুন। ✊

  • @mdsayid3627
    @mdsayid3627 Місяць тому

    ধন্যবাদ ভাই দেশটা তো আমাদের সবার কিন্তু বর্তমানে কিছু শংখক মানুষের হাতে এইজন্যই আমি বলি দেশের সাধারণ মানুষ কে এক হইতে হবে

  • @Ahmed.14139
    @Ahmed.14139 Місяць тому

    10:41
    Much important speech. 🎉

  • @subrotabiswas6953
    @subrotabiswas6953 2 місяці тому +1

    একটা কথা খুব ভালো লেগেছে,,বাবায় চাকরি করেছে ,সেজন্য তার ছেলেকেও চাকরি দিতে হবে,,

  • @brokenheart-5607
    @brokenheart-5607 2 місяці тому

    অসংখ্য ধন্যবাদ একদম সঠিক বিষয়গুলো তুলে ধরার জন্য এভাবে আরও ভিডিও বানাবেন আশা করি ❤❤

  • @AbdurRahman-bb3lu
    @AbdurRahman-bb3lu 2 місяці тому

    আজ সর্বপ্রথম আপনার ভিডিওটা দেখলাম।বাস্তববাদী অনেক কথা শুনলাম আপনার জন্য শুভকামনা ভাই

  • @msu744
    @msu744 2 місяці тому +2

    যথাযথ বিশ্লেষন। ধন্যবাদ

  • @nazmul-2003
    @nazmul-2003 2 місяці тому +1

    Thanks a lot, Vai for this wonderful informative video.

  • @itsamazing1807
    @itsamazing1807 2 місяці тому

    আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটরের সাবস্ক্রাইবার আরো ১০ গুণ বেশি হওয়া উচিত। ধন্যবাদ স্যার, সময়োপযোগী ভিডিও দেয়ার জন্য। আমি আপনার স্টুডেন্ট, শিখোতে আপনার ক্লাস করেছি।

  • @md.asaduzzaman9828
    @md.asaduzzaman9828 Місяць тому

    আসসালামুয়ালাইকুম স্যার আপনার কথাগুলো অনেক ভালো লাগে এভাবে চালিয়ে যান

  • @MdSumanRana
    @MdSumanRana Місяць тому

    আমি মালসিয়াতে ১১ বছর ধরে থাকি। সিংগাপুর অনেক ছোট শহর সে কারনে তারা এতো উন্নত। মালসিয়া বিশাল বড় দেশ যা বাংলাদেশের চেয়ে ৫/৬ গুন বড় মালসিয়া। বর্তমানে মালসিয়া জনগণের জীবন যাত্রা মান অনেক উন্নত সিংগাপুরে চেয়ে। সকল প্রকার পন্যের দাম সিংগাপুরে চেয়ে ১০ গুন কম দামে পাওয়া যায়। মালসিয়া যদি সিংগাপুরে মতো ছোট দেশ হতো তাহলে মালসিয়া সিংগাপুরে চেয়ে ১০ গুন বেশি উন্নত হতো। আর মালসিয়া বর্তমানে যে অবস্থা আছে তা বাংলাদেশের চেয়ে ৫০ গুন বেশি উন্নত।

  • @oyounislam1629
    @oyounislam1629 2 місяці тому +2

    বাংলাদেশের এক মাত্র মেধাবী হচ্ছে ছাত্র রাজনৈতিক ব্যাক্তিগন।

  • @ChamakZaman
    @ChamakZaman 2 місяці тому +5

    আসসালামু আলাইকুম!
    ভাই ৬ষ্ঠ-৯ম শ্রেণির সান্মাসিক পরীক্ষার প্রশ্ন নিয়মিত UA-cam এ ফাস হচ্ছে। শিক্ষার্থীরা পড়ালেখা না করে পরীক্ষার আগের রাতে UA-cam এ ঘুরে বেড়ায় প্রশ্ন এবং এর সমাধানের জন্য। এই বিষয়ে একটা ভিডিও দিন।
    ধন্যবাদ

    • @Dr.StrangeLover
      @Dr.StrangeLover 2 місяці тому

      এর কারণ হল অপ্রাসঙ্গিক প্রশ্ন। পুরানো শিক্ষাক্রমের শিক্ষার্থীদের প্রশ্ন হতো সম্পূর্ণ বইয়ের থেকে। বর্তমান শিক্ষাক্রমের প্রশ্ন সম্পূর্ণ বইয়ের বাইরে থেকে আসছে। তাহলে মানুষ কেন অনলাইনে থাকবে না? কেন পড়ার টেবিলে বসবে?

    • @ChamakZaman
      @ChamakZaman 2 місяці тому

      @@Dr.StrangeLover তাহলে পাঠ্য বই রাখার দরকার কি? প্রতি বছর এত বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে না দিয়ে সেই অর্থ অন্য খাতে ব্যয় হোক।

    • @sorolkothok
      @sorolkothok  2 місяці тому

      দেখি দিতে পারি কিনা...

  • @salemmahmud5519
    @salemmahmud5519 2 місяці тому

    সত্যি কথা বলার জন্য আপনার ভিডিও দেখি সবসময় ❤

  • @hafijurrahman9742
    @hafijurrahman9742 2 місяці тому +1

    খুব সুন্দর গুছানো কথা গুলো ভাই

  • @Nasim0719
    @Nasim0719 2 місяці тому +4

    Amra kunu rkm ei desh ta chaley oi bachi bhai..desh er ja obosta..allahy sobai re susto rakuk

  • @shahrearasif358
    @shahrearasif358 2 місяці тому +1

    apnar kotha bolar style onek ta hanif shongket er moto, shunte bhalo laglo 💗💗

  • @md.mohyeminulislam2396
    @md.mohyeminulislam2396 2 місяці тому

    অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে এই বৈষম্যকে তুলে ধরার জন্য

  • @user-oz8zf9yt3r
    @user-oz8zf9yt3r 2 місяці тому +1

    Khub sundar alochona ❤

  • @md.asaduzzaman9828
    @md.asaduzzaman9828 Місяць тому

    সালামুআলাইকুম স্যার আমি একজন আপনার ছাত্র আপনার কথাগুলো অনেক ভালো লাগে

  • @MdArif-il1mt
    @MdArif-il1mt 2 місяці тому

    শেষের কথাগুলো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো💙

  • @tanvirulislam886
    @tanvirulislam886 Місяць тому

    🇸🇦
    May almighty Allah grant us with "insa'af".
    Raise up 🔥🇧🇩🔥

  • @SahadatS52
    @SahadatS52 2 місяці тому +2

    যে দেশের প্রধানমন্ত্রী কোটায়।
    সে দেশের অন্য সেক্টর নিয়ে কি বলব।

  • @JonayedHossain-jy1rm
    @JonayedHossain-jy1rm Місяць тому +1

    আমি সবসময় কোটার পক্ষে
    তবে এর শতাংশ ১০ এর নিচে নামিয়ে আনা উচিত

  • @mdsayed7759
    @mdsayed7759 2 місяці тому +9

    মুক্তিযোদ্ধাদের সম্মান করুন আর তাদের নাতি নাতনীদের ঘৃণা করুন

    • @tourexpressshawkot8452
      @tourexpressshawkot8452 2 місяці тому

      সহমত

    • @hemaiduddinalve3267
      @hemaiduddinalve3267 2 місяці тому

      কেন.? সরকার তাদের সুবিধা দিচ্ছে এতে তাদের কি করার আছে.? তারা কি কোটা বহালের জন্য আন্দোলন করছে.?

    • @sagorhimu2799
      @sagorhimu2799 2 місяці тому

      ​@hemaiduddinআপনি কি নাতী?alve3267

    • @hemaiduddinalve3267
      @hemaiduddinalve3267 2 місяці тому

      @@sagorhimu2799 না ভাই

    • @hemaiduddinalve3267
      @hemaiduddinalve3267 2 місяці тому

      @@sagorhimu2799 না

  • @mamunhossainyt23
    @mamunhossainyt23 Місяць тому +1

    বাংলাদেশ থেকে কোটা নামক ইসু দুর করে সবাইকে সমান অধিকার নিশ্চিত করতে হবে

  • @fajkau5204
    @fajkau5204 2 місяці тому +2

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক❤

  • @mahfujkhan6329
    @mahfujkhan6329 2 місяці тому

    খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরলেন,❤️

  • @shantoahmed1995
    @shantoahmed1995 2 місяці тому

    লাস্ট কয়েকটা বাক্যে মনের কথা বলেছেন ভাই।❤

  • @Enamul-
    @Enamul- 2 місяці тому +1

    ধন্যবাদ

  • @SazzadSagor91
    @SazzadSagor91 2 місяці тому

    Jazāk Allāhu Khayran ❤

  • @SamiyaSaba-bn7iw
    @SamiyaSaba-bn7iw 2 місяці тому

    Vai apnar kotha 100%sotto choto vai k kono vabe bujai te pari nai o amre bujaiya Slovenia chole gase Alhamdulillah vlo ase r ai dese medhar kno dam nai 😢😢

  • @h2rmusic490
    @h2rmusic490 2 місяці тому +2

    আমার একটা কৌটা লাগবে 😊
    নাহলে ঘরে বসে হাগু করার কোর্চ করতে হবে
    বিদেশে চাকরি করার জন্য😅

  • @user-pu7yn9od6o
    @user-pu7yn9od6o 2 місяці тому

    সত্য বলার জন্য ধন্যবাদ

  • @mdjabedjhara
    @mdjabedjhara 2 місяці тому +4

    অসাধারণ 🥰

  • @uddin2022
    @uddin2022 2 місяці тому

    অনেক সুন্দর একটা আলোচনা

  • @mujibur-rahman
    @mujibur-rahman 2 місяці тому

    বাস্তবসম্মত আলোচনা, ধন্যবাদ

  • @shahidmolla7623
    @shahidmolla7623 2 місяці тому +2

    ভাই আপনাকে হাজার সালাম পতিবেদন টি তুলে ধারার জন্য। আন্দোলন কারিদের পখে একটা ভিডিও দিন জেনো আনন্দল চালিয়ে দিন।

  • @arafatahmef7138
    @arafatahmef7138 2 місяці тому +1

    ভাই আপনার সৎ সাহস আছে।আপনাকে সাধুবাদ জানাই।❤

  • @Digitalmarketingservice-uw5gc
    @Digitalmarketingservice-uw5gc 2 місяці тому

    অনেক সুন্দর আলোচনা।

  • @KoushikhalderKoushikhald-gr7kh
    @KoushikhalderKoushikhald-gr7kh 2 місяці тому

    ভাই আপনার বিশ্লেষণ ১০০ ভাগ সঠিক

  • @tareqbhuiyan7895
    @tareqbhuiyan7895 2 місяці тому

    সত্যিই ভাই দেশ টা ছাড়লেই বাচি।

  • @abdullahkhaledshams3880
    @abdullahkhaledshams3880 Місяць тому

    Outstanding brother ❤

  • @user-eq4bw4qy6l
    @user-eq4bw4qy6l Місяць тому

    সেলুট আপনাকে

  • @AshrafulIslam-ex4rc
    @AshrafulIslam-ex4rc 2 місяці тому +3

    ধন্যবাদ ভাই

  • @user-fp8jc8ir5l
    @user-fp8jc8ir5l Місяць тому

    মাথা উচু করে এবাবে সব সময় সত্য কথা বলে যাবেন!
    আমার ও আমাদের মুনাজাতে, আপনাদের মতো ব্যাক্তিরা ছিলেন আগামীতেও থাকবেন

  • @ayshabegum-ve9kv
    @ayshabegum-ve9kv Місяць тому

    ❤❤❤onek dhonnobad

  • @arifulislamarif4949
    @arifulislamarif4949 2 місяці тому

    ধন্যবাদ সাহসী ভাই। ভালোবাসা নিবেন। ভালো থাকবেন।❤❤

  • @ariftaher2261
    @ariftaher2261 2 місяці тому

    এভাবে সত্যের পক্ষে থাকুন।শুভকামনা রইলো।

  • @poranahammed3117
    @poranahammed3117 2 місяці тому

    আমি আপনার ভক্ত হয়ে গেলাম ভাই....
    অসাধারণ 🥰

  • @bikermaruf7874
    @bikermaruf7874 2 місяці тому

    এই আন্দোলন এর মাধ্যমে আমরা ভারতের ট্রেন ইস্যু ভুলেই গেছি।

  • @Md.HabiburRahman-pk6ys
    @Md.HabiburRahman-pk6ys Місяць тому

    100% right

  • @mosarrofhossen7180
    @mosarrofhossen7180 2 місяці тому

    অসাধারন বিশ্লেষণ।

  • @junedjoy4367
    @junedjoy4367 2 місяці тому

    অসাধারণ কাজ,ধন্যবাদ ভাই।

  • @md.alamin4305
    @md.alamin4305 2 місяці тому

    ১৯৭২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০% মুক্তিযুদ্ধা কোটা কতটুকু বাস্তবায়ন হয়েছে! দয়াকরে একটু পড়াশোনা করে বলবেন ?

  • @razaahammed7831
    @razaahammed7831 2 місяці тому

    অসাধারণ বিশ্লেষণ ভাই ❤❤❤❤

  • @mdimrankhan4259
    @mdimrankhan4259 2 місяці тому

    Brother, government doesn't want to be Singapore. It just want such people in government job who will help them to be reelected again and again. Without quota it will gradually become difficult. You need to understand.

  • @Peaceful-islam.786
    @Peaceful-islam.786 2 місяці тому

    হাজারবার সালাম ভাই আপনাকে

  • @shakibjr8873
    @shakibjr8873 2 місяці тому

    বাংলাদেশের 🇧🇩 সামরিক বাহিনীর অফিসার নিয়োগের ক্ষেত্রে কোন কোটা ব্যবস্থা নেই। শুধুমাত্র যারা যোগ্য তারাই সিলেক্টেড হন ISSB তে।

  • @mdahadmiah2744
    @mdahadmiah2744 2 місяці тому

    ধন্যবাদ, কোটা নিয়ে কথা বলার জন্য।

  • @MdRiaz-n3p
    @MdRiaz-n3p 2 місяці тому

    Bai balo laglo apnar khotha sune balo kisu korben Bai Drubo Rathee e Moto asa Kori post ta porben bai🎉

  • @champakchandrasarker9002
    @champakchandrasarker9002 2 місяці тому

    আমার প্রিয় একটা মানুষ❤

  • @XiaonVlog
    @XiaonVlog 2 місяці тому

    উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কি হবে? উচ্চ পদে চাকুরি পেয়ে মতিউর আর বেনজির ই তো হবে এরা। আসলে পরিবর্তন এভাবে হবেনা, মন থেকে দেশ প্রেম থাকা লাগবে আর দুর্নীতি দমনে আগ্রহি হতে হবে। দুর্নীতি না থাকলে যে কাউকে দিয়েই দেশ এগিয়ে যেতে পারবে

  • @selimvai001
    @selimvai001 2 місяці тому

    বাংলাদেশের টিকটকের সাংবাদিকের চেয়ে😅 আপনার ইনফরমেশন গুলো অনেকে জানতে পারবে😅😅 কোটা মুক্ত বাংলাদেশ চাই❤❤

  • @TanvirAhmed-mf1bz
    @TanvirAhmed-mf1bz 2 місяці тому

    সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন

  • @gost-rider390
    @gost-rider390 2 місяці тому +1

    বাংলাদেশের গ্রাম গুলোতে দক্ষ শিক্ষকের প্রয়োজন। গ্রামের প্রাইমারি হাই স্কুল গুলোতে ক্লাস হয় না, স্কুলে গিয়ে বসে থেকে চলে আসে।
    Love form village and shikho student❤❤❤
    Class 8

  • @estiyakhossain1021
    @estiyakhossain1021 2 місяці тому

    খুব সুন্দর বিশ্লেষণ

  • @ahinsohail1534
    @ahinsohail1534 2 місяці тому

    Good

  • @gadgetworld-2.0
    @gadgetworld-2.0 2 місяці тому +1

    Sir,I am a student of Seiko Academy program

  • @kaisarrahman88
    @kaisarrahman88 2 місяці тому

    That is very well said, nice discussion

  • @emonislam978
    @emonislam978 2 місяці тому +1

    কোটামুক্ত দেশ চাই, নাটকমুক্ত দেশ চাই।

  • @MdRiaz-n3p
    @MdRiaz-n3p 2 місяці тому

    Bai balo laglo apnar khotha sune balo kisu korben Bai Drubo Rathee e Moto asa Kori post ta porben bai

  • @leomessi5464
    @leomessi5464 2 місяці тому

    অসাধারণ ভাই

  • @SohagIslam-oj9ff
    @SohagIslam-oj9ff Місяць тому

    ইনশাআল্লাহ

  • @SalmanArif60
    @SalmanArif60 Місяць тому

    ইস্যু দিয়ে ইস্যু ঢাকা, রাজনীতির সবচেয়ে কমন একটি কৌশল

  • @dhruvodatta811
    @dhruvodatta811 2 місяці тому

    অসাধারণ বিশ্লেষণ ভাইয়া

  • @mahamudulhasanabir1732
    @mahamudulhasanabir1732 2 місяці тому +1

    Best

  • @user-vc5wh6ho6t
    @user-vc5wh6ho6t Місяць тому

    #কোটার চেয়ে আরও বড় ভয়ানক ঘুষ সেটা নিয়ে একটা ভিডিও দাও ভাই

  • @md.mahfuzislam3858
    @md.mahfuzislam3858 2 місяці тому

    কোটা যদি থাকতেই হয়।তাহলে তো কোটা থাকা দরকার, কৃষক এর সন্তান, রিকশাওয়ালা এর সন্তান, ময়লা আনতে আসা মামার ছেলের

  • @NihanMahmud-ri4eh
    @NihanMahmud-ri4eh 2 місяці тому

    দেশের প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধা বসে বসে বেতন রেশন চিকিৎসা যাতায়াত থেকে শুরু করে সবকিছুই সকল সুযোগ-সুবিধা ভোগ করছে ভাবা যায়। এদের বেলায় কি দেশের কোষাগার ফাঁকা হয়ে যায় না?

  • @Anamul52
    @Anamul52 2 місяці тому +1

    ❤❤❤

  • @drsalamkhoshru2529
    @drsalamkhoshru2529 2 місяці тому +1

    yes❤❤

  • @DrawingWithRifat
    @DrawingWithRifat 2 місяці тому

    অনেক ভালো লাগলো আপনার কথা

  • @hemaiduddinalve3267
    @hemaiduddinalve3267 2 місяці тому

    ২০১৮ থেকে ৫ বছর কোটা বন্ধ ছিল! এ ৫ বছর এ কতজন দক্ষ মানুষ হয়েছে.?

  • @mdsaimunhossain507
    @mdsaimunhossain507 2 місяці тому

    অসাধারণ বলেছেন। ❤