ভাই দরকার নেই অভিক্ত বাংলার । অনেক ত্যাগের পর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাতেই আমারা খুশি 😊। মুক্তিযুদ্ধে কলকাতা আমাদের অনেক সাহায্য করেছে।তাই আমারা তাদের প্রতি কৃতজ্ঞ । ভবিষ্যতে যদি তারা স্বাধীন হতে চায়। তাহলে, বাংলাদেশও তাদের পাশে থাকবে।
"ভবিষ্যতে যদি স্বাধীনতা চায়" এর অর্থ কি? আমরা কি পরাধীন? কোন অর্থে পরাধীন ধর্মীয় দিক থেকে নাকি ভাষাগত দিক থেকে? প্রিতিটি রাজ্যের ভাষা ভারতীয় সংবিধানে স্বীকৃতি পেয়েছে এমনকি ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশী হিন্দুদের থেকেও বেশী।।
তোরা পরাধীন 😂 এখনও বয়কট ইন্ডিয়া,বয়কট ইসরাইল করতে হচ্ছে😂 সকল ভারতীয় মিলে সংবিধান বানিয়েছি।ভারতে ভাষার ভিত্তিতে প্রতিটি রাজ্যে । কেউ কারো রাজ্যে নাক গোলানোর সুযোগ নাই । আর আমারা হিন্দু 😊। পাকিস্তানকে বাব্বু বলতে তো হয়নি আমদের 😂😂
@@Thinker-of-current-century 🤣🤣 কনভার্ট ব্যাক্তি যখন এই কথা বলে তখন মুখে হাগু করাই শ্রেয়। আমরা Bengal Empire আবারো ফিরিয়ে আনবো। আপনাদের মতো মানুষ ভারতবর্ষে থাকলে হয়তো আজ ব্রিটিশদের গোলামীই করতেন। প্রত্যেক জাতিই স্বাধীনতা চায় কিন্তু আপনারা চান গোলামী।
akdom thik bolecho.......ara prochondo lirlojjo ar jongi jati..... Bangladesh er hinduder na Jani ki obostha😢.....jader banglai Arabic mixed tader Abar vasha😂😂....ar Kono desh e oder Patta dei na😂😂...sob desh use kore?😂
এর আগে এতো সুন্দর করে কেউ ব্যাখ্যা করেনি ভীষণ ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাই। রাজনৈতিক সার্থপরতার চরম নিষ্ঠুরতা বঙ্গ মাতাকে বিভাজন আগামী প্রজন্ম এদের ঘেন্না করে।
Unar kotha gulo valo kore shunben unar protita kothay bangla vag er jonyo bah bangla ke vag korte na deoar jonyo mainly uni hindu netader sartho ke daiye kore ja6en.. Koi uni eta to bol6en na rajnoitik sarther kotha muslim netarao vebe somoy onujai bengal partion er pokhe ba bipokhe Chilen.. Jodi rajnoitik sartho dekha ta vul hoye tahole sei doshe dui somproday er manush doshi.. R jodi rajnoitik sartho dekha ta Sothik.. Tahole dui joni thk.. E kehtre bokta sudhumatro ekjon kei katgoray tolar chesta kor6en.. Bokta r ka6 theke niropekhota asha kora uchit.. Kintu bokta ekhne ekdmi nutral noi
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান বক্তব্য গুলো আমাদের জন্য অনেক উপকার করেছে আপনার আলোচনাটি বইয়ের থেকেও অনেক ভালো ছিল আমি চাই আপনি ভবিষ্যতে আরো এমন ভিডিও দিবেন
@@mahfuzahmed4658 মিঞা, আমাদের দেশের সবচেয়ে বড় মুভি স্টারের নাম জানো তো? শাহরুখ খান, আমার দেশের পরমানু বোমার মিসাইল টা কে বানিয়েছে জানো তো, আব্দুল কালাম।
পরিযায়ী শ্রমিক হয়ে মারওয়রিদের গোলামি করতে হচ্ছে ,ঐক্য বাংলা সাধীন হলে কাউকেই গোলামি করতে হতনা তাঁরাই বরং বাংলায় কাজের জন্য আসত যেমন করে বৃটিষ আমলের আগে স্বাধীন বাংলায় কাজের জন্য সবাই আসত।
ভাই আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন যার কারণে আপনি মানুষকে বুঝিয়ে কথা বলে দিতে পারছেন। আপনে অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন দোয়া করি আপনি আল্লাহপাক আপনাকে আরো জ্ঞান শক্তি দান করুক। আর আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। নিয়মিত আপনার ভিডিও দেখব। আর আপনার ভিডিওটা দেখেছি ঢাকা কামরাঙ্গীরচর থেকে। দোয়া করি ভাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পাক আপনাকে আরো জ্ঞান দান করুক যেন মানুষকে বুঝে আর বলতে পারেন। আল্লাহ হাফেজ
এজন্যই বাংলাদেশ ক্ষুদ্র আর দুর্বল রাষ্ট্র!! এত বিশাল অঞ্চল জুড়ে বাংলা ভাষাভাষি জনগোষ্ঠী থাকা সত্ত্বেও!! আরাকান/ রাখাইন পেলাম না, আসাম পেলাম না, ত্রিপুরা পেলাম না, মেঘালয় পেলাম না, পশ্চিম বাংলা নয়, উড়িষ্যা নয় ( উড়িষ্যার বিশাল জনগোষ্ঠী বাঙালি)। আসাম তো পূর্ব বাংলার অংশই ছিল। আমরা পাইনি আরাকান, পঃ বাংলা, উড়িষ্যার বিশাল সমুদ্র অঞ্চল।
আমি ভারতীয় হিন্দু বাঙালি, আমি খুশি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে যুক্ত না হয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। ভগবান এর অশেষ কৃপা না থাকলে এটা সম্ভব হতো না।
যা হয়েছে তা হয়েছে। তা নিয়ে এখন ভেবে কি লাভ? শ্যামা প্রসাদ মুখার্জি সেক্ষেত্রে বিজয়ী হয়েছে। হয়েছে তো কি হয়েছে? জোর করে কোনোকিছু করা ঠিক না। তা হলে এখন এখন দাঙ্গা লেগেই থাকতো। কারণ মানুষ কখনও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানুষ হতে পারবে না। এটাই ভালো হয়েছে। ফ্যাসাদের দরকার কি???
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।যা হবার তাত হয়েই গেছে । বাংলাদেশী হতে পারে নিজেকে গর্বিত মনে করি। ভারতের অংশ হতে চাই না পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশের অংশ হোক সেটাও চাই না।
ভাই বাংলা ভাগ হইছে কত যে উপকার হইছে এখন বুঝতেছি। সত্যিই যদি দুই গ্রুপ এক থাকতো বিভাজিত না হয়তো তাহলে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। কারণ হিন্দুদের চিন্তা এক রকম মুসলিমদের চিন্তা অন্যরকম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ।
ধর্মের ভিত্তিতে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান হয়েছিল। অধুনা বাংলাদেশীরা হৈ হৈ করে গেলেন কেনো? যা হয়েছে ভালো হয়েছে। বাংলাদেশীরা তো আলাদা রাষ্ট্র পেয়েছে, তবে এখনও কেনো হতাশা?
As a nation state after the post-colonial era, we are one of the luckiest countries on earth! In the words of my Tamil Friend: "Stop whining.... you don't know how lucky you are as an almost homogenous sovereign country"
আমার বাংলা একই গাছের দুইটি ডাল,,, ভাগ হয়েছে তো কি হয়েছে,বাংলার প্রতি ভালোবাসা কখনো কম পড়বে না সেটা হোক বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ❤ ভালোবাসি বাংলাকে ভালোবাসি বাঙালিকে,,, ভাইয়া অনেক সহজ হয়ে গেল বুঝা,,,ধন্যবাদ ❤
পুরো বাংলাকে নিয়ে একটা দেশ হলে,মুসলমানদের জন্যে অনেক বড় একটা বাংলাদেশ হতো। বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে ২৭% থেকে ৬% করে ফেলা হয়েছে।সাথে বর্তমানের পশ্চিমবঙ্গ থাকলে সেখানে হিন্দুদের সাথে মুসলমানদের ব্যবহার হতো। অর্থাৎ আজ বাংলাদেশে যে অবস্থা ,সেই অবস্থা পশ্চিমবঙ্গেও হতো।বাংলাদেশে যেমন আগামী ৫০ বছরে হিন্দুদের সম্পুর্ন বিতাড়ন হয়ে যাবে।বাংলাদেশ ১০০%মুসলমানদের দেশ হবে।পশ্চিম বঙ্গের হিন্দু শুন্য হয়ে ১০০%মুসলমান হতো। সুতারাং বাংলা নামের স্বাধীন সতন্ত্র দেশ মুসলমানদের হতো,সংখ্যাগুরু মুসলমানদের হাতে অন্য কেউ নিরাপদ নেই।ভারতের মধ্যে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ,সেখানের অবস্থা দেখলেই স্পষ্ট হয়ে যাবে।মুসলমানদের ধর্মের ধারনাই অন্য সম্প্রদায়ের ধ্বংস করা।
ভাগ্যে অবিভক্ত বাংলা স্বাধীন দেশ হয় নাই। তাই আমরা মহান দেশ ভারতবর্ষে বাস করতে পারছি। আই আগে ভারতীয় তার পর পশ্চিমবঙ্গিয়। জয় হিন্দ বন্দেমাতরম ভারত মাতা কি জয় আমার ভারত মাতা মহান।
কোলকাতা ও নোয়াখালী দাঙ্গার জন্য কোন সম্প্রদায় দায়ী ছিল এবং এর মাস্টারমাইন্ড কে বা কারা ছিল, এই বিষয়টি এই প্রেক্ষাপটে আলোচনা করা উচিৎ। আগের থেকেই হিন্দুদের সম্প্রীতির ভিত নাড়িয়ে দিয়েছিল মুসলিমরা, নাহলে আজ হয়তো অখণ্ড বাংলাই থাকতো। একই কথা প্রযোজ্য অখণ্ড ভারতের ক্ষেত্রে।
আমি ইতিহাসের ছাত্র। তখন যদি বঙ্গভঙ্গ মেনে নিতো তাহলে ,দুই বঙ্গ ভারতের দুটি রাজ্য হতো।ভারতের হিন্দুত্ববাদী নীতির কারণে মুসলিমদের ওপর জুলুম করে।পূর্ব বাংলার কোনো লেখাপড়ার কোনো সুযোগ ছিল না।ভারতের 'জাতীয় কংগ্রেস'এর দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপমহাদেশীয় ইতিহাস আমি পড়াশুনা করেছি। আরও নানা কারণে এর পরিণতি হয়। এখন স্বাধীন দেশ হয়েছি,তাই আলহামদুলিল্লাহ। কিছু মনে করবেন না,ব্রিটিশ ভারতীয় ইতিহাস সম্পর্কে পড়ুন জানবেন
আসসালামু আলাইকুম। শাহেদিন ভাই আপনি ইতিহাস গুলো কোন কোন বইয়ের আলোকে পর্যালোচনাঃ করলেন, সেই বইগুলোর নাম উল্লেখ করলে, আমাদের জন্য ভাল হত। কারণ সেই সময়ের ইতিহাস সম্পর্কে আমাদের আগ্রহ তৈরি হলে তাহলে আমরা সেই বইগুলো পড়ে নিতে পারতাম। ধন্যবাদ আশা করি, পরবর্তী ভিডিও গুলিতে বইয়ের এর নামগুলো উল্লেখ করে দেবেন।
@@jayaacharya6967hoga dia Bharat vhora dibo. Tora Third class nagorik poschim Kangal Hisaba asoc oikhana ai thak. Bangladesh Sadhin Sarbovvhomo Desh Chilo asa o thakba
আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় বাঙালি হিন্দু সেইদিনে সচেতন প্রতিবাদ না করলে সবাইকে জোবাই হতে হতো। আজকে ইসলামীক বাংলাদেশ প্রমান করে দিয়েছে ৪৭ এ বাংলাভাগ প্রস্তাব ঠিক ছিল। ধন্যবাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
@d.rmental6859 ভাই আপনারা দলিত হিন্দুদের অত্যাচার করেন,,, আপনাদের জন্য মুসলিম ধর্মের বিস্তার ঘটেছে,, আগে আপনাদের ব্যবহার ঠিক করেন তার পরে এই কথাগুলো বলেন,,,আমরা বাংলাদেশের বাঙালিরা সকলে মিলেমিশে থাকি,,,ভারতের ইন্ধনে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে,,, আপনাদের স্বার্থে আপনারা বাংলা ভাগ করেছেন❤️
সবথেকে লাভবান হয়েছে পুর্ব বাংলা, আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ কিন্তু পশ্চিম বাংলা আজো একটা ইন্ডিয়ার অংগরাজ্য রয়ে গেছে, তারা স্বাধীন সার্বভৌম একটি দেশ হতে পারেনি আর ভবিষ্যতেও হয়তো পারবে না, বাঙালির অস্তিত্ব আজ বিপন্নের দিকে পশ্চিম বাংলায়।
বাংলা দেশ স্বাধীনদেশ যার ইতিহাস শুরু ১৯৪৭ সাল থেকে,পশ্চিম বাংলার ইতিহাস হাজার হাজার বছরের পুরানো । তার অংশিদার পশ্চিম বাংলার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ । কিছু ব্যতিক্রম থাকলেও পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায় মনে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ ও এই রাজ্যের অধিবাসী। বাংলাদেশ পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া মূলত সাম্প্রদায়িক। সেখানে হিন্দু দের কে নির্যাতনের মাধ্যমে দেশ ছারা করার প্রচেষ্টা আজ ও সমানে চলছে ।১৯৪৭ সালের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুসলমান মানুষ কে দেশ ত্যাগ করতে হয়নি। যদি এরকম হয় পশ্চিম বাংলার একটি গরিব মুসলিম পরিবার কে বেশি সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে যেতে বলা হয়, বাংলাদেশ মুসলিম দেশ হলেও পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবার বাংলাদেশে যেতে রাজি হবেনা। অন্য দিকে বাংলাদেশ থেকে অবিরাম মুসলিম অনুপ্রবেশ হয়েই চলেছে যার বেশিরভাগই গরিব। স্বীকার না করলেও দেশ ভাগ না হয়ে বাংলাদেশের মানুষরা ভারতে থাকতে না ওর
1947সনে পাকিস্তানে সৃষ্টি হওয়া পর অনেক গরিব ও নিম্নবিত্ত মুসলিম জনগন পূর্ব পাকিস্তানের অসংখ্য মুসলিম চলে আসে শূন্য হাতে ।বিহার,মুশিদা বাদ আসাম, থেকে প্রচুর লোক আসে যারা বিহারী নামে পরিচিত ।পূর্বে পাকিস্তানে হিন্দু ধর্মের লোক ছিল তার মধ্যে থেকে ধনী শ্রেনীর ব্যক্তি ভারত চলে গেছে ।দুই ওয়ারিশ থেকে যায় ।1964সনে পর্যন্ত তাদের ওয়ারিশগণ আস্তে আস্তে জমি জমা বিক্রি করে ভারতের গিয়াছেন এইকে জমি একাধিক লোকের কাছে বিক্রি করছেন । পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশ থেকে জমি জমা বিক্রি করে ভারতের যায় ।এই চাকুরি করে,ব্যবসা করে ভারতে টাকা পাচার করে ।হিন্দু পরিবারের 10জন সদস্য থাকলে 6জন বাংলাদেশে।4জন ভারতে (পশ্চিম বাংলা)। হিন্দু ধর্মের লোকের পূর্ব পাকিস্তানকে ও বাংলাদেশকে নিজের দেশ কখনো মনে করেন না।তার সবাই এক পা ওপারে দিয়ে রেখেছেন ।বাংলা দেশ হল তাদের জন্য শস্য ক্ষেত্রে আয় করে ওপরে পার করে।বাংলাদেশ হিন্দু ধর্মের লোক অনেক ভাল আছে ।ভারতের কোন মুসলিম /পশ্চিম বাংলার চাকুরি করে /ব্যবসা করে বাংলাদেশে বাড়ি/জমি ক্রয় করছে কিনা আমার জানা নেই । তাদের ছেলে মেয়ে/ওয়ারিশ বাংলাদেশ থাকে এটা আমার জানা নেই । এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে ভারত গিয়াছেন পিকে হালদার,ওসি প্রদীপ এর স্ত্রী ।আরো অনেক আছেন ।
ভাই হয়তো আপনি জানেন না, বাংলাদেশে এ যাবত হিন্দু ভাইদের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানেও যেভাবে নিরাপত্তা দেওয়া হয় তা আপনাদের ভারতবর্ষেও হয় না, মুসলমানেরাও হিন্দুদের ভয় পায় কিন্তু হিন্দুরা বুক চেতিয়ে চলে,
পাকিস্তান রাষ্ট্রের একটি অংশ অন্য অংশ থেকে প্রায় ১৪০০ মাইল দূরে থাকার কারণে রাষ্ট্রের সঙগআয় পাকিস্তান ছিল অসম্পূর্ণ। কারণ একটি রাষ্ট্রের অবশ্যই নির্দিষ্ট ও অবিচ্ছিন্ন সীমানার ভূমি থাকতে হয় । সুতরাং জন্মলগ্ন থেকেই পাকিস্তান ছিল দুই বিচ্ছিন্ন ভূখণ্ডের সমন্বিত একটি দেশ। অনুরূপভাবে ভারতের ত্রিপুরা রাজ্য ভারতের একটি বিচ্ছিন্ন রআজ্য।
আগে যা হওয়ার তা হয়ে গেছে আল্লাহর ইচ্ছায় এখন কলকাতা এবং বাংলাদেশ দুটিই উন্নত হয়েছে ভবিষ্যৎএ কিভাবে আমরা এক হয়ে যেতে পারব এখন সেটাই চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আবার পুরো বাংলা এক হয়ে যাবে।
Tai naki dharmer name alada hayehilen apnara er madhye onnodeer tanben na,bharat pase na thakle babgladesh tairi hato na,ekhono paryonto bharater sahajya o sahajogitay apnara uttano hayechen,ar kolkata suru thekei uttano chilo,samgra bharatbarsher rajdhani chilo londoner pare sabtheke khamata ban sahar chilo,tai bhebe katha balun,bangla ekti adi bharitya bhasha,dharmer name jor kare danga kare alada hayechen apnara,tai ek hayar iche thakle seta apnader byapar amra ja chilam tai achi
@@DDUTTA আপনার কথায় যে অহংকার ফুটে উঠছে এই অহংকারের জন্য আপনার কোথায় লাভ হচ্ছে? বা ব্রিটিশরা যে শাসন করে গেল তাদেরকে একবার বলিয়েন তাদের শাসন কারন। তারা হয়ত মনেই রাখে নাই কারন যেদিন চলে গেছে সেই দিনের জন্য অহংকার বা আফসোস কিছুই করে লাভ নেই সেই দিন থেকে শুধু আমরা পজিটিভ শিক্ষাটা নিবো নেগেটিভটা যেন আর না হয় সেই দিকে খেয়াল রাখব।
Islam is a close corporation and the distinction that it makes between Muslims and non-Muslims is a very real, very positive and very alienating distinction. The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is a brotherhood of Muslims for Muslims only. There is a fraternity, but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity,” BR Ambedkar wrote in ‘Pakistan or Partition of India’. Islam can never allow a true Muslim to adopt India as his motherland and regard a Hindu as his kith and kin. That is probably the reason why Maulana Mahomed Ali, a great Indian but a true Muslim, preferred to be buried in Jerusalem rather than in India. - ‘Pakistan or Partition of India’, by Dr BR Ambedkar There is no more interest in playing United Bengal....
বাংলা ভাগের সময়ে আপনাদের অংশে হিন্দুদের সংখ্যা ছিল 30 শতাংশ এখন কত? আর পশ্চিম বাংলায় মুসলিমদের সংখ্যা ছিল 25% এখন 35%। ভাগ নাহলে তো হিন্দু বলে কিছুই থাকতো না। আপনাদের মুক্তিযুদ্ধে আমরা সাহায্য করেছি। আপনারা ভালো থাকুন।
দাদা আমার কাছে একটা ম্যাপ আছে, যেটা অনলাইনে অনেক জায়গায় আপনি দেখতে পাবেন, সেটাতে উল্লেখ আছে যে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু অংশ ভারতের ভাগে পড়েছিল এবং মুর্শিদাবাদ এবং তার আশেপাশের জায়গাগুলো নদীয়া সহ এগুলো পাকিস্তানের ভাগে পড়েছিল এবং আসামের সিলেট, করিমগঞ্জ সহ ওইগুলো যে অদল বদল হয়েছিল এগুলো বলা দরকার ছিল।
কোন দরকার নেই জংলি বর্বর মুসলমানের সঙ্গে থাকার। সেজন্যেই বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। আমরা স্মরণাতীতকাল থেকেই ভারতবর্ষের অঙ্গ ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। জয় বঙ্গ || জয় শশাঙ্ক || জয় হিন্দ
আপনি যে হিন্দু হিন্দু বললেন। হিন্দু নামে তো কোন ধর্মই নেই। কথায় লজিক টা ঠিক করুন দাদা। আপনি হিন্দু না বলে সনাতন বলুন। আর আমরা পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ কি জানেন,, আমাদের এই ধর্ম নিয়ে চিন্তাভাবনা।
Thirt class indian bangali servant, your nationality indian not bangali beside we are proud of our country becuase we have free & independent country not thirt class citizen.
প্রথম পর্বের ভিডিও - ua-cam.com/video/5v1ytd8t5ig/v-deo.html
Akhanda Bangladesh Jodi hoto tabe ajke hinduder ki parinam hoto kono astitya thaktona hinduder AJ se Katha sakale jane
Er janya dayi ekmatro Indian Muslim leagues jinha hussen surabardhi cm of Bengal lord mount baton ar kichu selfish hindu leader
আজকের ইসলামিক বাংলাদেশ প্রমান করে দিয়েছে ৪৭ এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পূর্ণ সঠিক ছিল।।
ধন্যবাদ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
full of wrong and fabricated information.
Apni kichu personality er Kotha ullekh koren ni. Shorot Bose, haque saheber Lahore proposal, sarder ballov Vai Patel, Maulana ajad Saheb. Sohorao wardi noy, haque Saheb jomidari protha biloper biruddhe prostab ene chilen. Shama proshad corom ugro Hinduism er eknisto onusari chilen.
আমারা এতেই শুকরিয়া আল্লাহর দরবারে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ।
শাহেদিন আপনার প্রচেষ্টা স্বার্থক। খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন।
সব কিছুর পরে একটা স্বাধীন দেশ পেয়েছি তাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
chup ekdom.
BANGLADESH VAROTER SATHE JUKTO HOLEO INDEPENDENT INDIA R MODHE THAKBAY.
Indiar rohomate Bangladesh sadhin hoyechay....
@@somnathpal2052Pagol
@@somnathpal2052 whatsapp e eysob sikhai
অসাধারণ ! সব সত্যিই। ধর্ম তো যার,যার প্রার্থনায থাকবে।কিন্ত ভ্রাতৃত্ব, মাটির গন্ধ, ভাষার মমত্ব, সুমধুর ধ্বনি ভুলে পৃথক হয়ে থাকব চিরকাল!!!
উপায় নেই গোলাম হোসেন। (সিরাজউদ্দৌলা মুভির ডায়ালগ)
বিশ্বাসের যে বড়ই অভাব!(আমার)
ভাই দরকার নেই অভিক্ত বাংলার । অনেক ত্যাগের পর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাতেই আমারা খুশি 😊। মুক্তিযুদ্ধে কলকাতা আমাদের অনেক সাহায্য করেছে।তাই আমারা তাদের প্রতি কৃতজ্ঞ । ভবিষ্যতে যদি তারা স্বাধীন হতে চায়। তাহলে, বাংলাদেশও তাদের পাশে থাকবে।
"ভবিষ্যতে যদি স্বাধীনতা চায়" এর অর্থ কি? আমরা কি পরাধীন? কোন অর্থে পরাধীন ধর্মীয় দিক থেকে নাকি ভাষাগত দিক থেকে? প্রিতিটি রাজ্যের ভাষা ভারতীয় সংবিধানে স্বীকৃতি পেয়েছে এমনকি ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশী হিন্দুদের থেকেও বেশী।।
তোকে কে বললো যে আমরা পরাধীন 😂😂
@@bongdip918কুকুরছানা গুলো তোর বাবা বলেছে,,
Na babajibon , amra onek bhalo asi, amader swadhinota lagbena
স্বাধীন হয়ে তোদের কি লাভ হয়েছে সেইতো সব কিছুতেই ভারত নির্ভর।
অসাধারণ স্যার, বই থেকে যেটা বুঝতে পারিনি সহজেই এখানে বুঝতে পারছি ❤
পশ্চিম বাংলা পরাধীন হয়েই থাকতে চায়।
বাংগালী হিন্দু অত্যাচারিত হইতো বাংলাদেশের অংশ হলে
তোরা পরাধীন 😂 এখনও বয়কট ইন্ডিয়া,বয়কট ইসরাইল করতে হচ্ছে😂 সকল ভারতীয় মিলে সংবিধান বানিয়েছি।ভারতে ভাষার ভিত্তিতে প্রতিটি রাজ্যে । কেউ কারো রাজ্যে নাক গোলানোর সুযোগ নাই । আর আমারা হিন্দু 😊। পাকিস্তানকে বাব্বু বলতে তো হয়নি আমদের 😂😂
Hat miya Bangladeshi toi
Amra bharat bashi ..
Converted noi toder moto😊😊😊
@@Thinker-of-current-century 🤣🤣 কনভার্ট ব্যাক্তি যখন এই কথা বলে তখন মুখে হাগু করাই শ্রেয়। আমরা Bengal Empire আবারো ফিরিয়ে আনবো। আপনাদের মতো মানুষ ভারতবর্ষে থাকলে হয়তো আজ ব্রিটিশদের গোলামীই করতেন। প্রত্যেক জাতিই স্বাধীনতা চায় কিন্তু আপনারা চান গোলামী।
দুই বাংলা এক না হলেও আমরা বাংগালীর স্বত্বাটা যেনো এক থাকে। আমরা একে অপরের প্রতি সম্মান রেখে চলতে পারি।
নিশ্চয়ই
স্বত্বা নয়, সত্তা। ভাষার কি ছিড়ি ।এই ভাষার জন্য শত সহস্র বাংলা ভাষি শহিদ।
আপনার বক্তব্যের সাথে একমত হয়েও বলতে চাই তারা স্বাধীন নয়, তারা ভারতের অংশ! আমরা চাইলেও তারা আমাদের মতো স্বতঃস্ফূর্তভাবে সারা দিতে পারবে কি?
@@abdullahalfaruk4384 Amader poricoy amra Indian. Apnader porichoy apnara Bangladeshi. R kichu bojate hobe ki?
akdom thik bolecho.......ara prochondo lirlojjo ar jongi jati..... Bangladesh er hinduder na Jani ki obostha😢.....jader banglai Arabic mixed tader Abar vasha😂😂....ar Kono desh e oder Patta dei na😂😂...sob desh use kore?😂
অসাধারণ ❤️❤️❤️ ঐতিহাসিক বিষয়ের জটিল বিষয় সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️❤️
আল্লাহ আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাঁচা হোক তবু ভাই নিজের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।
❤
Allah dai ni.. India diacha.. Bijli to India allah
@rupakkumarchatkafirtopadhyay2572
@@rupakkumarchattopadhyay2572জন্ম হয়েছে গরুর গোবর খাইয়া ব্রেন তাহলে থাকবো কিভাবে?
@@rupakkumarchattopadhyay2572চাড়াল
আসলেই সহজ সরল ভাষায় বলেছেন। ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। নতুন কোন ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম।
পশ্চিম বাংলা ভারতের অঙ্গরাজ্য। বাংলাদেশ যেমন আছে তেমনি থাক। ভবিষ্যতে কখনও দুটি বাংলা এক হবে না।
সুন্দর সাবলীল আলোচনা। ভালো লাগলো।যাক আমরা স্বাধীন আর যারা বিভাজন চেয়েছিলো তার এখনও পরাধীন। এটাই ওদের প্রাপ্য।
Right 👍🏿😊
Ei rokom poradin jeno jonom jonom pai...
Joy hind bonde mataram.....
আমরা ভারতীয়
@@subjectofartsacademy6149 Bangali hoyeo nijeke nijer jati hisebe porochoy dite paros na Dekho tumra koto boro odhom,,fira aso Banglay ak koro bangla
পশ্চিম বঙ্গ পরাধীন?? আপনার কি দেখে মনে হলো যে পশ্চিম বঙ্গ পরাধীন??
এর আগে এতো সুন্দর করে কেউ ব্যাখ্যা করেনি ভীষণ ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাই। রাজনৈতিক সার্থপরতার চরম নিষ্ঠুরতা বঙ্গ মাতাকে বিভাজন আগামী প্রজন্ম এদের ঘেন্না করে।
Unar kotha gulo valo kore shunben unar protita kothay bangla vag er jonyo bah bangla ke vag korte na deoar jonyo mainly uni hindu netader sartho ke daiye kore ja6en.. Koi uni eta to bol6en na rajnoitik sarther kotha muslim netarao vebe somoy onujai bengal partion er pokhe ba bipokhe Chilen.. Jodi rajnoitik sartho dekha ta vul hoye tahole sei doshe dui somproday er manush doshi.. R jodi rajnoitik sartho dekha ta Sothik.. Tahole dui joni thk.. E kehtre bokta sudhumatro ekjon kei katgoray tolar chesta kor6en.. Bokta r ka6 theke niropekhota asha kora uchit.. Kintu bokta ekhne ekdmi nutral noi
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান বক্তব্য গুলো আমাদের জন্য অনেক উপকার করেছে আপনার আলোচনাটি বইয়ের থেকেও অনেক ভালো ছিল আমি চাই আপনি ভবিষ্যতে আরো এমন ভিডিও দিবেন
খুবই সুন্দর উপস্থাপনা।
নিরপেক্ষ থেকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
দুই বাংলা কোনো দিন এক হবে না কারণ আমরা বাঙালির আগে ভারতীয় আর আপনারা বাঙালির আগে মুসলমান।
কথার অর্থ অনেক ডিপ মুসলিম দের এটা বুঝানো যায় না। যদিও আমি ঢাকা থেকে বলছি
অনেক গভির কথা ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ যে দাদবাবুদের মত মানুষদের সাথে একই দেশে বসবাস করতে হচ্ছে না।
@@mahfuzahmed4658 মিঞা, আমাদের দেশের সবচেয়ে বড় মুভি স্টারের নাম জানো তো? শাহরুখ খান,
আমার দেশের পরমানু বোমার মিসাইল টা কে বানিয়েছে জানো তো, আব্দুল কালাম।
@@subhamthakur3202 তো কি হয়েছে? তাদের যোগ্যতা আছে তাই হয়েছে দাদাবাবুদের যোগ্যতা নেই নাকি?
ভালো আলোচনা। তবে বাংলা ভাগ অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। আমরা ভারতীয় হিসাবে ভালো আছি। বড় দেশ তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।
Correct
Kudra sarthe bangalira poradhin thakte chay.
পরিযায়ী শ্রমিক হয়ে মারওয়রিদের গোলামি করতে হচ্ছে ,ঐক্য বাংলা সাধীন হলে কাউকেই গোলামি করতে হতনা তাঁরাই বরং বাংলায় কাজের জন্য আসত যেমন করে বৃটিষ আমলের আগে স্বাধীন বাংলায় কাজের জন্য সবাই আসত।
Bhaalo aachhen????? Guujjoo-Maarooder golaami korchhen, akhoni bojhenni?
@@paramitaroy9089Bhaalo aachhen????? Guujjoo-Maarooder golaami korchhen, akhoni bojhenni?
খুবই চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ।
ভাগ হয়ে ভালোই হয়েছে , তবে টোটাল ট্রান্সফার অফ পপুলেশন দরকার ছিল । সামনের দিকে তাকান , অতীত নিয়ে জাবরকাটা ঠিক নয় ।
সার্বিকভাবে বাঙালির তীব্র সাম্প্রদায়িক অনুভূতিই এই বিভাজনের মূল কারণ। দুর্ভাগ্যের বিষয় এই যে বাঙালি এখনও এই হীনম্মন্যতা থেকে বের হতে পারেনি।
akdom tik bolechen.
Hozzorvgula oti ugra badi
Jodi amader bangalider religion sudu 'Bengali' leka hoy tahole ae samosar kichuta somadhan hote pare mone hoy.
@@somnathpal2052
Aber ak Hobe Bangali❤❤love hindu ❤ love musolman
@@muhammadnahid341 Thanks brother
আলোচনা খুব তথ্যপূর্ণ হয়েছে। ভালো লাগলো।
হিন্দু মুসলিম মরা দুই সহদর ভাই , Kazi Nujrul Islam
Kew mane nah vai ai kotha amra sobai ak 😢😢
Nazrul Islam was called a Kafer when he was alive.
Dr shyamaprasad mukharjee," INDIA will devide or not , bengal must devide " .
The best decision they have taken so far .
Joy hind .
ভালো নিরপেক্ষ আলোচনা। ধন্যবাদ। যা হয়েছে ভালই হয়েছে, এখন দুই বাংলা পরস্পর সহযোগিতা করে উন্নতি করুক। ❤
ইসলামের সাথে সহযোগীতা মানে মৃত্যুর সাথে মোলাকাত ।
আমি খুব খুশি আমি ভারতীয় 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪💪
😂
ভাই আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন যার কারণে আপনি মানুষকে বুঝিয়ে কথা বলে দিতে পারছেন। আপনে অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন দোয়া করি আপনি আল্লাহপাক আপনাকে আরো জ্ঞান শক্তি দান করুক। আর আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। নিয়মিত আপনার ভিডিও দেখব। আর আপনার ভিডিওটা দেখেছি ঢাকা কামরাঙ্গীরচর থেকে। দোয়া করি ভাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পাক আপনাকে আরো জ্ঞান দান করুক যেন মানুষকে বুঝে আর বলতে পারেন। আল্লাহ হাফেজ
আল্লাহ্ নিশ্চয় উত্তম "পরিকল্পনাকারী" ❤
এজন্যই বাংলাদেশ ক্ষুদ্র আর দুর্বল রাষ্ট্র!! এত বিশাল অঞ্চল জুড়ে বাংলা ভাষাভাষি জনগোষ্ঠী থাকা সত্ত্বেও!! আরাকান/ রাখাইন পেলাম না, আসাম পেলাম না, ত্রিপুরা পেলাম না, মেঘালয় পেলাম না, পশ্চিম বাংলা নয়, উড়িষ্যা নয় ( উড়িষ্যার বিশাল জনগোষ্ঠী বাঙালি)। আসাম তো পূর্ব বাংলার অংশই ছিল। আমরা পাইনি আরাকান, পঃ বাংলা, উড়িষ্যার বিশাল সমুদ্র অঞ্চল।
Allahr baabaar bichi
@@INDIANDRIVE Thik
@@INDIANDRIVEরাম-ছাগলের বাচ্চা!
Baler alla😂😂😂
বাংলাদেশী হিসাবে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি,, আলহামদুলিল্লাহ
খুবই অসাধারণ আলোচনা। আরাকানের পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার ইচ্ছা নিয়ে আলোচনা শুনতে চাই।
আমি ভারতীয় হিন্দু বাঙালি, আমি খুশি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে যুক্ত না হয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। ভগবান এর অশেষ কৃপা না থাকলে এটা সম্ভব হতো না।
হ্যাঁ আমরা বাংলাদেশি মুসলিমরাও খুব খুশি। ভারতে মুসলিমদের যে অবস্থা। আল্লাহ বাঁচিয়েছে।
এখন কি আপনি স্বাধীন???
@@shahinalom9807, han, amra Mughal amra terrorist hote chai na apnader moton
যা হয়েছে তা হয়েছে। তা নিয়ে এখন ভেবে কি লাভ? শ্যামা প্রসাদ মুখার্জি সেক্ষেত্রে বিজয়ী হয়েছে। হয়েছে তো কি হয়েছে? জোর করে কোনোকিছু করা ঠিক না। তা হলে এখন এখন দাঙ্গা লেগেই থাকতো। কারণ মানুষ কখনও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানুষ হতে পারবে না। এটাই ভালো হয়েছে। ফ্যাসাদের দরকার কি???
এটা মোহাম্মদ আলী জিন্নাহ করেছিল উনি কলকাতা ভারতে আন্ডারে দেওয়ার বিনিময়ে পাঞ্জাবের কিছু অংশ পেয়েছিল
It's good that bengal was divided, it saved Assam, saved Assamese language and culture 🤘
১৯৪৬ এ কলকাতা এবং নোয়াখালী দাঙ্গা নিয়ে একটা প্রতিবেদন করার অনুরোধ রইল।
সঠিক প্রস্তাব
অবশ্যই দরকার
সঠিক প্রস্তাব
Thik bolechhen, Hindoo Mohosobhaa, RSS er bhoomikaar shottiy taa berok.
বল্লব ভাই পেটেল এবং শ্যামা প্রসাদের গোপন চুক্তির বিষয়টি আলোচনায় আনা দরকার ছিল।
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।যা হবার তাত হয়েই গেছে । বাংলাদেশী হতে পারে নিজেকে গর্বিত মনে করি। ভারতের অংশ হতে চাই না পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশের অংশ হোক সেটাও চাই না।
আমরা পশ্চিম বঙ্গবাসী ভারতে থাকতে পেরে সৌভাগ্যবান এবং খুবই আনন্দিত যে এই মহান দেশের নাগরিক বলে নিজেদের পরিচয় দিতে পারি।
ইন্ডিয়া মহান দেশ🤮🤣🤣
ভাই বাংলা ভাগ হইছে কত যে উপকার হইছে এখন বুঝতেছি। সত্যিই যদি দুই গ্রুপ এক থাকতো বিভাজিত না হয়তো তাহলে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো।
কারণ হিন্দুদের চিন্তা এক রকম মুসলিমদের চিন্তা অন্যরকম।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ।
ধর্মের ভিত্তিতে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান হয়েছিল। অধুনা বাংলাদেশীরা হৈ হৈ করে গেলেন কেনো? যা হয়েছে ভালো হয়েছে। বাংলাদেশীরা তো আলাদা রাষ্ট্র পেয়েছে, তবে এখনও কেনো হতাশা?
ke hotasha korse bal pakna
হুদাই মন চাইলো তাই ভিডিও না দেইখা কমেন্ট করলাম এই ত নাকি?
As a nation state after the post-colonial era, we are one of the luckiest countries on earth!
In the words of my Tamil Friend: "Stop whining.... you don't know how lucky you are as an almost homogenous sovereign country"
Tor bap hotas korse?
Hotas korse k sala
@abdulrahem890 আলফালবালদুল্লিলাহ
চমৎকার বিশ্লেষণ
আমার বাংলা একই গাছের দুইটি ডাল,,,
ভাগ হয়েছে তো কি হয়েছে,বাংলার প্রতি ভালোবাসা কখনো কম পড়বে না সেটা হোক বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ❤
ভালোবাসি বাংলাকে ভালোবাসি বাঙালিকে,,,
ভাইয়া অনেক সহজ হয়ে গেল বুঝা,,,ধন্যবাদ ❤
পুরোপুরি বাংলাদেশ যদি আমরা পেতাম তাহলে আমাদের পুরো পৃথিবীর মানুষ জানতো আফসোস থেকে গেল
Samrat Akbars or Samrat Ashoka er Bharat Jodi ekhon amra petam, sab kati ek pran tahole, baki prithibi janto "Bharat abar jagat savaye srestho ashon labe."
পুরো বাংলাকে নিয়ে একটা দেশ হলে,মুসলমানদের জন্যে অনেক বড় একটা বাংলাদেশ হতো। বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে ২৭% থেকে ৬% করে ফেলা হয়েছে।সাথে বর্তমানের পশ্চিমবঙ্গ থাকলে সেখানে হিন্দুদের সাথে মুসলমানদের ব্যবহার হতো। অর্থাৎ আজ বাংলাদেশে যে অবস্থা ,সেই অবস্থা পশ্চিমবঙ্গেও হতো।বাংলাদেশে যেমন আগামী ৫০ বছরে হিন্দুদের সম্পুর্ন বিতাড়ন হয়ে যাবে।বাংলাদেশ ১০০%মুসলমানদের দেশ হবে।পশ্চিম বঙ্গের হিন্দু শুন্য হয়ে ১০০%মুসলমান হতো। সুতারাং বাংলা নামের স্বাধীন সতন্ত্র দেশ মুসলমানদের হতো,সংখ্যাগুরু মুসলমানদের হাতে অন্য কেউ নিরাপদ নেই।ভারতের মধ্যে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ,সেখানের অবস্থা দেখলেই স্পষ্ট হয়ে যাবে।মুসলমানদের ধর্মের ধারনাই অন্য সম্প্রদায়ের ধ্বংস করা।
১৯৪৬ কলকাতা এবং নোয়াখালী দাংগা কেন কি বিস্তারিত একটা পর্ব চাই
পূর্ব বাংলা তখন সাথে সাথে ভাগ হলে স্বাধীনতা যুদ্ধের দরকার হতো না । পশ্চিমবঙ্গের সাথে সম্পর্ক ও ভালো থাকত।
Poschim banga varote geche r purbo Pakistan a..... That's normal 😂😂😂 ki bokchis
Amra bangali r amara Bharat ke Bhalobasi.. Bharat mata ki jai 🇮🇳❤️
আমরা বঙ্গ ভঙ্গ এক সাথে দেখতে চায় এবং হিন্দু ও মুসলিম শান্তিতেবসবাস করতে চায়।
এরা আগে ভারত ভাগ করে পাকিস্তান নিল তারপর পাকিস্তান ভাগ করে বাংলাদেশ বানাল কিন্তু জাতপাত ছারল না এরা আমাদের ইতিহাস শেখার
বাংলা এক হলে ভারত ও এক হবে
bharot ke sude deu hobe bal hobe bharot
ভাগ্যে অবিভক্ত বাংলা স্বাধীন দেশ হয় নাই।
তাই আমরা মহান দেশ ভারতবর্ষে বাস করতে পারছি।
আই আগে ভারতীয় তার পর পশ্চিমবঙ্গিয়।
জয় হিন্দ বন্দেমাতরম ভারত মাতা কি জয়
আমার ভারত মাতা মহান।
আমরা চাই দুই বাংলা একসাথে হয়ে যাক আমাদের হিন্দি ভাই মুসলিম ভাই শ্রদ্ধা
😂😂 কোরাণেই তো লেখা আছে, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবেনা 😂😂😂
আপনি কি আওয়ামীলীগ করেন
কোথয় লেখা আছে বের করতে পারবি?@@pinakibiswas1322
""দুই বাংলা এক থাকাকেই সমর্থন করি""
কোলকাতা ও নোয়াখালী দাঙ্গার জন্য কোন সম্প্রদায় দায়ী ছিল এবং এর মাস্টারমাইন্ড কে বা কারা ছিল, এই বিষয়টি এই প্রেক্ষাপটে আলোচনা করা উচিৎ। আগের থেকেই হিন্দুদের সম্প্রীতির ভিত নাড়িয়ে দিয়েছিল মুসলিমরা, নাহলে আজ হয়তো অখণ্ড বাংলাই থাকতো। একই কথা প্রযোজ্য অখণ্ড ভারতের ক্ষেত্রে।
Aber ak Hobe Bengal ,,hindu Muslim ❤
আমি ইতিহাসের ছাত্র। তখন যদি বঙ্গভঙ্গ মেনে নিতো তাহলে ,দুই বঙ্গ ভারতের দুটি রাজ্য হতো।ভারতের হিন্দুত্ববাদী নীতির কারণে মুসলিমদের ওপর জুলুম করে।পূর্ব বাংলার কোনো লেখাপড়ার কোনো সুযোগ ছিল না।ভারতের 'জাতীয় কংগ্রেস'এর দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপমহাদেশীয় ইতিহাস আমি পড়াশুনা করেছি।
আরও নানা কারণে এর পরিণতি হয়।
এখন স্বাধীন দেশ হয়েছি,তাই আলহামদুলিল্লাহ।
কিছু মনে করবেন না,ব্রিটিশ ভারতীয় ইতিহাস সম্পর্কে পড়ুন জানবেন
নোয়াখালী দাঙ্গা মাস্টার মাইন্ড গান্ধী
মাস্টার মাইন্ড বাংলার শাসক সুরাবর্দি
বাংলা ভাগ এর রাত্রে গান্ধি জী
কলকাতা ছিলেন এবং আবূল হাসিম কে
উপহাস করে বলেছিলেন ভাগ ঠেকাতে
পারেলে না
Excellent informative video, shobe Allah paker hukoom.
I am lndian. I want United India as it was before 1947 15 aug. Every people will be benifited. Thanks.
হ আমারা ফিলিস্তিনি / রোহিঙ্গা হয়ে জীবন কাটাই আর কি। আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। পাশে থাকতে পারিনি আবার এক সাথে।
We want our Bengal sultanate's land back which was last 238 years long 1332-1576
You may "want" whatever you wish. Will "get" only reality.😂
@@saeedbd71 Thanksgiving for your good reply. It is remembered to say that nothing is impossible for achieving success.
যেভাবে বর্তমানের ভারতের মুসলিমরা উপকৃত হচ্ছে !!
Thank you vai Apnake onak onak Dhonnobad ❤❤❤
Many many thanks to Shri Shyama Prasad Mukherjee for saving us from these radicalised elements
💩💩💩💩💩
Hindu cow dung
শ্যামা প্রসাদ মুখার্জি জিন্দাবাদ❤
আসসালামু আলাইকুম।
শাহেদিন ভাই আপনি ইতিহাস গুলো কোন কোন বইয়ের আলোকে পর্যালোচনাঃ করলেন, সেই বইগুলোর নাম উল্লেখ করলে, আমাদের জন্য ভাল হত। কারণ সেই সময়ের ইতিহাস সম্পর্কে আমাদের আগ্রহ তৈরি হলে তাহলে আমরা সেই বইগুলো পড়ে নিতে পারতাম।
ধন্যবাদ
আশা করি,
পরবর্তী ভিডিও গুলিতে বইয়ের এর নামগুলো উল্লেখ করে দেবেন।
সহমত
আমি গর্বিত হিন্দু ভারতীয়,
ভারত মাতা কি জয়।
Proudly proclaim Iam Indian . In addition to this don't forget the history of Direct Action and Noakhali Genocide .
সহজ সরল ভাষায় অনবরত মিথ্যে তথ্য তুলে ধরলেন।
Divided বেঙ্গল ইন ইউনাইটেড ইন্ডিয়া হলে আজকে দুই বাংলার পক্ষেই ভালো হতো
ধন্যবাদ আংকেল। ইতিহাসের সুন্দর একটা আলোচনা করার অনেক কিছু জানাগেল।
দুই বাংলা এক হয়ে য়াক আমরা চাই
বাঃ আপনারা ভারতের সাথে যোগ দেবেন।খুব আনন্দ পেলাম ভাই।আসুন হাতে হাত মেলাই।
@@jayaacharya6967hoga dia Bharat vhora dibo. Tora Third class nagorik poschim Kangal Hisaba asoc oikhana ai thak. Bangladesh Sadhin Sarbovvhomo Desh Chilo asa o thakba
@@shahanulislambhuiyan6538 লিখতে পারিসনা যখন তখন লিখিস কেন অশিক্ষিত ।আমরা তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকতেও চাইনা।সে ভারতে হোক বা বাংলাদেশে।
@@shahanulislambhuiyan6538tora oi jhuprir moto choto bhikari aborjona desh niei thak, amader ato boro desh, toder oi faltu jaiga ar osobbho manush gulo joto dure thakbe amar pobitro desh theke toto bhalo, ak hobar kono dorkar nei.
@@shahanulislambhuiyan6538
Take love 😘
ভালো থেকো বন্ধু, ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ। বিভাজন নয় মানবসম্প্রদায়ের কল্যান কামনা করি।
অবিভক্ত বাংলা ভারতের অন্তভূক্ত হওয়া উচিত ছিল।
খুব ভালো আলোচনা । দুইবাঙলা এক থাকলে ভালো হত।
সুন্দর উপস্থাপনা, আজ ক্লিয়ার হলাম
আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় বাঙালি হিন্দু সেইদিনে সচেতন প্রতিবাদ না করলে সবাইকে জোবাই হতে হতো।
আজকে ইসলামীক বাংলাদেশ প্রমান করে দিয়েছে ৪৭ এ বাংলাভাগ প্রস্তাব ঠিক ছিল।
ধন্যবাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
কোথায় আমিতো উল্টোটা দেখছি।বাংলাদেশে হিন্দুরা স্বাধীন ভাবে বা স করছে কিন্তু ভারতে তারাই নির্যাতিত
@d.rmental6859 ভাই আপনারা দলিত হিন্দুদের অত্যাচার করেন,,, আপনাদের জন্য মুসলিম ধর্মের বিস্তার ঘটেছে,, আগে আপনাদের ব্যবহার ঠিক করেন তার পরে এই কথাগুলো বলেন,,,আমরা বাংলাদেশের বাঙালিরা সকলে মিলেমিশে থাকি,,,ভারতের ইন্ধনে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে,,, আপনাদের স্বার্থে আপনারা বাংলা ভাগ করেছেন❤️
Hum varot e gujrat er raiot dekleo Boja jai
বাংলা ভাগ ভারতীয় বাংগালীর জন্য আশির্বাদ। মুসলিম মুর্দাবাদ
ধন্যবাদ তথ্য প্রবাহ সংগ্রহ হলে আলোচনা করার জন্য।
১৯৪৭ সালে অবিভাক্ত বাংলা যদি আলাদা স্বাধীন হত তাহলে বাঙ্গালী হিন্দু দের জাগা হত উরিষা ও বিহারে ৷
দারুণ বিশ্লেষণ
বুঝলাম...কিন্তু এটা বুঝলাম না এতে কোন্ বাংলা বেশি লাভবান হলো? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে।...এই নিয়ে একটা video বানানোর অনুরোধ রইলো...Thanks...
Ata apni ki vabe dekhan tar upor nirvor kora
@@arafatworld4543 তো আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ লাভবান হয়েছে তার কারণটা কি?
@@nuraminsuza tumi ki indian
তার কারণ বাংলাদেশ অর্থনৈতিক ভাবে কলকাতার থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে আর কলকাতা দিন দিন পিছিয়ে যাচ্ছে।
সবথেকে লাভবান হয়েছে পুর্ব বাংলা, আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ
কিন্তু পশ্চিম বাংলা আজো একটা ইন্ডিয়ার অংগরাজ্য রয়ে গেছে, তারা স্বাধীন সার্বভৌম একটি দেশ হতে পারেনি আর ভবিষ্যতেও হয়তো পারবে না, বাঙালির অস্তিত্ব আজ বিপন্নের দিকে পশ্চিম বাংলায়।
ধন্যবাদ ভাই
Shyama Pra sad Mukherjee our national hero jai hind
১৯৪০ সাল থেকে সরওয়ারদীর এই প্রস্তাব দেওয়া উচিত ছিল এবং ব্যাপক প্রচার করা উচিত ছিল।
বাংলা দেশ স্বাধীনদেশ যার ইতিহাস শুরু ১৯৪৭ সাল থেকে,পশ্চিম বাংলার ইতিহাস হাজার হাজার বছরের পুরানো । তার অংশিদার পশ্চিম বাংলার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ । কিছু ব্যতিক্রম থাকলেও পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায় মনে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ ও এই রাজ্যের অধিবাসী। বাংলাদেশ পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া মূলত সাম্প্রদায়িক। সেখানে হিন্দু দের কে নির্যাতনের মাধ্যমে দেশ ছারা করার প্রচেষ্টা আজ ও সমানে চলছে ।১৯৪৭ সালের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুসলমান মানুষ কে দেশ ত্যাগ করতে হয়নি। যদি এরকম হয় পশ্চিম বাংলার একটি গরিব মুসলিম পরিবার কে বেশি সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে যেতে বলা হয়, বাংলাদেশ মুসলিম দেশ হলেও পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবার বাংলাদেশে যেতে রাজি হবেনা। অন্য দিকে বাংলাদেশ থেকে অবিরাম মুসলিম অনুপ্রবেশ হয়েই চলেছে যার বেশিরভাগই গরিব। স্বীকার না করলেও দেশ ভাগ না হয়ে বাংলাদেশের মানুষরা ভারতে থাকতে না
ওর
1947সনে পাকিস্তানে সৃষ্টি হওয়া পর অনেক গরিব ও নিম্নবিত্ত মুসলিম জনগন পূর্ব পাকিস্তানের অসংখ্য মুসলিম চলে আসে শূন্য হাতে ।বিহার,মুশিদা বাদ আসাম, থেকে প্রচুর লোক আসে যারা বিহারী নামে পরিচিত ।পূর্বে পাকিস্তানে হিন্দু ধর্মের লোক ছিল তার মধ্যে থেকে ধনী শ্রেনীর ব্যক্তি ভারত চলে গেছে ।দুই ওয়ারিশ থেকে যায় ।1964সনে পর্যন্ত তাদের ওয়ারিশগণ আস্তে আস্তে জমি জমা বিক্রি করে ভারতের গিয়াছেন এইকে জমি একাধিক লোকের কাছে বিক্রি করছেন । পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশ থেকে জমি জমা বিক্রি করে ভারতের যায় ।এই চাকুরি করে,ব্যবসা করে ভারতে টাকা পাচার করে ।হিন্দু পরিবারের 10জন সদস্য থাকলে 6জন বাংলাদেশে।4জন ভারতে (পশ্চিম বাংলা)। হিন্দু ধর্মের লোকের পূর্ব পাকিস্তানকে ও বাংলাদেশকে নিজের দেশ কখনো মনে করেন না।তার সবাই এক পা ওপারে দিয়ে রেখেছেন ।বাংলা দেশ হল তাদের জন্য শস্য ক্ষেত্রে আয় করে ওপরে পার করে।বাংলাদেশ হিন্দু ধর্মের লোক অনেক ভাল আছে ।ভারতের কোন মুসলিম /পশ্চিম বাংলার চাকুরি করে /ব্যবসা করে বাংলাদেশে বাড়ি/জমি ক্রয় করছে কিনা আমার জানা নেই । তাদের ছেলে মেয়ে/ওয়ারিশ বাংলাদেশ থাকে এটা আমার জানা নেই । এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে ভারত গিয়াছেন পিকে হালদার,ওসি প্রদীপ এর স্ত্রী ।আরো অনেক আছেন ।
ভাই হয়তো আপনি জানেন না, বাংলাদেশে এ যাবত হিন্দু ভাইদের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানেও যেভাবে নিরাপত্তা দেওয়া হয় তা আপনাদের ভারতবর্ষেও হয় না, মুসলমানেরাও হিন্দুদের ভয় পায় কিন্তু হিন্দুরা বুক চেতিয়ে চলে,
ত দাদা আপনারা কি নিজেদের খুব ধনী ভাবেন নাকি ২০০ গ্রাম মাছ কিনে?
@@nafiurnafi4911 current এর bill শোধ করতে পারিস না, এতো বড়ো আস্ফালন কিসের!
@@nafiurnafi4911illiterate....madrasar chap.....
ইতিহাস ভালো করে জানা দরকার ।নিরপেক্ষ মানষিকতা নিয়ে ইতিহাস ব্যাখ্যা করা প্রয়োজন।
সবাই ক্ষমতার লোভে এই বাংলা কে ভাগ করে দিলো আজ এমন সময়েও আমরা একত্রিত হওয়ার আগ্রহ দেখাচ্ছি না আমরা এখনো আদিম যুগে পরে রয়েছি।
মুসলমান কিভাবে বাঙ্গালী হয়
Thank you Sar,,, Bangladesh,, Bogura,,,
পাকিস্তান রাষ্ট্রের একটি অংশ অন্য অংশ থেকে প্রায় ১৪০০ মাইল দূরে থাকার কারণে রাষ্ট্রের সঙগআয় পাকিস্তান ছিল অসম্পূর্ণ। কারণ একটি রাষ্ট্রের অবশ্যই নির্দিষ্ট ও অবিচ্ছিন্ন সীমানার ভূমি থাকতে হয় । সুতরাং জন্মলগ্ন থেকেই পাকিস্তান ছিল দুই বিচ্ছিন্ন ভূখণ্ডের সমন্বিত একটি দেশ। অনুরূপভাবে ভারতের ত্রিপুরা রাজ্য ভারতের একটি বিচ্ছিন্ন রআজ্য।
আপনার ভিডিওটা দেখে আমি অনেক কিছু জানতে পারলাম , এইরকম ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ , আমি একজন পশ্চিমবঙ্গবাসী
ধন্যবাদ।
ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে দুই বাংলা আবার এক হোক।❤❤
❤❤❤
Dorkar nai..
Aar ak holey bangladesh indiai choley asuk tahlei ata hoya somvob noile noy..
Bharat k bhaangte debo naa.. Tatey praan o jaai toh jaak
Valo prostab , kintu Marwadi r Gujrati der thake alada howar dorkar .
@@humayunzahid7971 ha ek hok ... under India ❤
@@rishavkumar1250😂
J jeikane ache seikanei valo takh....ak hole deka jabe grihojuddho lege jabe ....
Sobai valo takun donnobadh 😊
আগে যা হওয়ার তা হয়ে গেছে আল্লাহর ইচ্ছায় এখন কলকাতা এবং বাংলাদেশ দুটিই উন্নত হয়েছে ভবিষ্যৎএ কিভাবে আমরা এক হয়ে যেতে পারব এখন সেটাই চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আবার পুরো বাংলা এক হয়ে যাবে।
হবে না কারন বাংলাদেশ ইসলামি রাস্ট
Bal ak hobe.amra indian hindu der sathe bhaloi achi.tora dure giye mor katar bacha 😁
Tai naki dharmer name alada hayehilen apnara er madhye onnodeer tanben na,bharat pase na thakle babgladesh tairi hato na,ekhono paryonto bharater sahajya o sahajogitay apnara uttano hayechen,ar kolkata suru thekei uttano chilo,samgra bharatbarsher rajdhani chilo londoner pare sabtheke khamata ban sahar chilo,tai bhebe katha balun,bangla ekti adi bharitya bhasha,dharmer name jor kare danga kare alada hayechen apnara,tai ek hayar iche thakle seta apnader byapar amra ja chilam tai achi
@@DDUTTA লন্ডনের পর সবচেয়ে ক্ষমতাবান ছিল কারন এখানে লন্ডনের মানুষেরা থাকত মানে ব্রিটিশরা তাই ক্ষমতাধর হয়েছে এখানে বাংগালিদের কোন কৃতিত্ব নেই।
@@DDUTTA আপনার কথায় যে অহংকার ফুটে উঠছে এই অহংকারের জন্য আপনার কোথায় লাভ হচ্ছে? বা ব্রিটিশরা যে শাসন করে গেল তাদেরকে একবার বলিয়েন তাদের শাসন কারন। তারা হয়ত মনেই রাখে নাই কারন যেদিন চলে গেছে সেই দিনের জন্য অহংকার বা আফসোস কিছুই করে লাভ নেই সেই দিন থেকে শুধু আমরা পজিটিভ শিক্ষাটা নিবো নেগেটিভটা যেন আর না হয় সেই দিকে খেয়াল রাখব।
সঠিক ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ। সঠিক ইতিহাস জানাটা আসলেই দরকার। এতে শয়তানদের চিনতে পারব
Islam is a close corporation and the distinction that it makes between Muslims and non-Muslims is a very real, very positive and very alienating distinction. The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is a brotherhood of Muslims for Muslims only. There is a fraternity, but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity,” BR Ambedkar wrote in ‘Pakistan or Partition of India’.
Islam can never allow a true Muslim to adopt India as his motherland and regard a Hindu as his kith and kin. That is probably the reason why Maulana Mahomed Ali, a great Indian but a true Muslim, preferred to be buried in Jerusalem rather than in India.
- ‘Pakistan or Partition of India’, by Dr BR Ambedkar
There is no more interest in playing United Bengal....
চমৎকার আলোচনা ২০২৩ইং।
প্রনাম প্রিয় স্বর্গীয় স্যার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী।
❤❤❤❤
ব্যাঙ্গল নয়। বেঙ্গল।
Niropeksho alochona khubi bhalo laglo, dukkho ektai amra amader sob hariye India te eshechi, amader Daka te thakte dewa hoyni, nijer matribhumi ke chrte chai balun?
অখন্ড রাষ্ট্র না, আমরা ভারতবর্ষের অখন্ড রাজ্য হয়ে থেকে গেলে ভালো হতো।❤
গোলামী বা পরাধীনতা কোন দিনই ভালো হয় না
এক দেশ থাকলে গোলামী কিসের? তাহলে এখন কি বাংলাদেশের কোন ছোট জেলা ঢাকার গোলামী করছে?
আমি বাংলাদেশি। অবিভক্ত বাংলা অবিভক্ত ভারত হলে ভাল হইত।
I am Happy indian
ভাই আলাদা দেশ, আলাদা পরিচয় অনেক বড় জিনিস।
বাংলা ভাগের সময়ে আপনাদের অংশে হিন্দুদের সংখ্যা ছিল 30 শতাংশ এখন কত? আর পশ্চিম বাংলায় মুসলিমদের সংখ্যা ছিল 25% এখন 35%। ভাগ নাহলে তো হিন্দু বলে কিছুই থাকতো না। আপনাদের মুক্তিযুদ্ধে আমরা সাহায্য করেছি। আপনারা ভালো থাকুন।
মশাই ইতিহাস পড়ুন, না পড়ে এমনি অনেক বক বক করা যায় ' বাংলা ভাগ হলো - জয়া চ্যাটার্জি ' এর বইটা পড়ুন আগে না বুঝে কমেন্ট করার জন্য।
@@mahmudhassan9021 আচ্ছা ঠিক আছে যদি আপনারা হিন্দু প্রেমী হন তাহলে হিদু পপুলেশন 30% থেকে নেমে গিয়ে 9% এ কেনো পৌঁছে গেছে?
Haraamjaadaa Shyamaa Prosaad taah 95% daayi. Bengoli Hindu toh akhon Guujjoo-Maarooder gulaam, shetaa khoob vaalo ki?????
আপনারা একটা দর্শনকে একটা ধর্ম বানিয়ে ফেলেছেন এটা যখন তারা বুঝতে পারে তখন ধর্ম ত্যাগ করে। এটাই কমার কারণ সবাই তো আর গোবর খায় না😂
@@anayetkabir3474এভারেজ মুসলিম 🖕
বাল্লার ফেইস রিভিল কর আগে।😁
দাদা আমার কাছে একটা ম্যাপ আছে, যেটা অনলাইনে অনেক জায়গায় আপনি দেখতে পাবেন, সেটাতে উল্লেখ আছে যে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু অংশ ভারতের ভাগে পড়েছিল এবং মুর্শিদাবাদ এবং তার আশেপাশের জায়গাগুলো নদীয়া সহ এগুলো পাকিস্তানের ভাগে পড়েছিল এবং আসামের সিলেট, করিমগঞ্জ সহ ওইগুলো যে অদল বদল হয়েছিল এগুলো বলা দরকার ছিল।
কোন দরকার নেই জংলি বর্বর মুসলমানের সঙ্গে থাকার। সেজন্যেই বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। আমরা স্মরণাতীতকাল থেকেই ভারতবর্ষের অঙ্গ ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। জয় বঙ্গ || জয় শশাঙ্ক || জয় হিন্দ
Bangali hindu bole kichu nei
Bangali manei hindu
Jara bangla te kotha bole kintu hindu noy...tara bangali noy...tara muslim kimba bangladeshi
আপনি যে হিন্দু হিন্দু বললেন। হিন্দু নামে তো কোন ধর্মই নেই। কথায় লজিক টা ঠিক করুন দাদা।
আপনি হিন্দু না বলে সনাতন বলুন। আর আমরা পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ কি জানেন,,
আমাদের এই ধর্ম নিয়ে চিন্তাভাবনা।
@@dznoob4561abar o wb vaghobe
যারা মুরতি পুজায় বিশ্বাস করে তারা কি বর্বর নয়???
Thirt class indian bangali servant, your nationality indian not bangali beside we are proud of our country becuase we have free & independent country not thirt class citizen.
সুন্দর আলোচনা। ভালো লাগলো। আপনি সাবলীল ভাবে কথা বলতে পারেন। চালিয়ে যান ভাই। 🎉