*I mean as an Indian Seven Sisters Citizen here,🥺 the Chinese are running rampage very smartly.😩 They are electrocuting us.⛈ They are attacking us with electric beams.⚡ They are the ones who caused the flood on us.🌊 Please protect us🙏🏻🙏🏻🙏🏻🙏🏻*
ভিডিওটা দেখলে কান্না চলে আসে। মনে পড়ে প্রতি রাতে হারানো ভাইদের জন্য নিয়ম করে কান্না করতাম জুলাইয়ের দিনগুলোতে। আর দিনে রাজপথে থাকতাম, মৃত্যুকে আমরা ভয়পাইনি।।।
এরকম মর্মান্তিক ঘটনা দেখে কত যে চোখের পানি ফেলেছি। আর আল্লাহর কাছে বারবার বলেছি যে আল্লাহ তুমি আমাদের এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি দাও। আল্লাহতালা আমার কথা শুনেছেন এবং পুরো দেশবাসীর কথা শুনেছেন। আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি।
@@m.a.haquemanik9148 আগেও ছিলো। আন্দোলনের সময়ে তাদের নিউজ গুলো দেইখেন। মৃত্যু, অত্যাচার কোনোটাই তারা লুকায়নি। তারপরও সরকারের একটা চাপ থাকে। ঐ সময়টাতে আমি বিবিসি বাংলা আর যমুনার নিউজই দেখতাম, কারণ তারা পিছপা হয়নি।
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অত্যন্ত বাজে হয়েছে এদেশীয় ধাঁচে হয়নি। এটা কোন ইউরোপ আমেরিকার ভিডিও ডকুমেন্টস নয়। এখানে এখানকার জনসাধারণের মূল্যবোধ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক না দিলেই ভালো হতো। বিবিসি তার চরিত্র কখনোই বদলাবে না।
অবিস্মরণীয় হয়ে থাকবে এই দিনটি ৫ আগস্ট,একজন প্রবাসী কত যে কষ্টে কেটেছে এই দিনের প্রতিটা মুহূর্ত শুধু অপেক্ষায় ছিলাম কখন যে বিজয় অর্জন করব আল্লাহর অশেষ রহমতে আমরা বিজয় অর্জন করেছিলাম আলহামদুলিল্লাহ ।
নতুন করে পুরনো সেই ক্ষত জেগে উঠলো,মনটা খারাপ হয়ে গেল।যত দিন বেচে আছি ২৪ এর যোদ্ধা দের ভুলবো না।সরা জীবন তোমাদের জন্য অন্তরে ভালবাসা থাকবে। আবু সাইদ,মুগ্ধ নাম না জানা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।বাংলাদেশ ভাল থাকুক সৈরাচার মুক্ত থাকুক।
ভোট দিতে পারিনি ভোটার হয়ে কথা বলতে পারিনি কথা বলতে চেয়ে, তবে একটা শান্তনা পেলাম,৫ই আগস্ট আমার ভাইদের রক্ষে রাঙানো ৩৬ জুলাই ৫ আগষ্ট। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া।
🤔শুধু মাত্র ইব্রাহিম (আঃ) কে অপমান করার জন্য....দেবদাস চক্রবর্তী কে বাংলাদেশের জাতির পিতা হিসাবে প্রকাশ করে,,,হাসিনা চক্রবর্তী😭 খরচ করে ৪৫ হাজার কোটি টাকা ১৬বছরে 👺হিন্দুত্ববাদ_ভারতের মুসলিম বিদ্বেষীদের পক্ষে ছিলেন দেবদাস চক্রবর্তী👺 🤔ভারতের এজেন্ট অনুসারে করেছেন কাজ🤔১৯৭১ থেকে ১৯৭৫ হাসিনা চক্রবর্তী ছিলেন মুসলিম বিদ্বেষী, উনার পরকীয়া প্রেমিক মৃনাল কান্তি দাস এর কর্মসূচি বাস্তবায়ন করতেন🤔 কওমি মাদ্রাসার আলেমদের উনি জঙ্গি বলে প্রচার করতেন, দেশ প্রেমিক আলেমদের কে উনি গুম করতেন😭 সাধারণ মুসলিমদের কে স্বাধীনতা বিরোধী বলে প্রচার করতেন😭 সবজায়গা তে ভারত পন্থি হিন্দুদের চাকুরী ও সুবিধা😭 অখণ্ড ভারত নির্মাণ কাজে ইসকন সক্রিয়😭 ভারতের খুশির জন্য সেনাবাহিনী কে দূর্বল করে রাখা😭😭 অখণ্ড ভারত নির্মাণ করার প্রথম কাজ হিসাবে পিলখানা গণহত্যা 😭😭 ভারত বিরোধী মুসলিমদের কে শায়েস্তা করার জন্য,,,,, হিন্দুধর্মের লোকজন কে উচ্চ স্থানে নিয়োগ দিয়েছে😭
@@nahidakhannipa8230 apni sudu jamunai cinen. Othocho satroder somorthon dawa channel ntv, desh tv,channel 24 ki cinen?aigula ke suru theka bondo koira dawa hoise sei kobor ki janen.ji hok abu said ar mittu kintu ntv r sangbadik tulsilo.
অসাধারণ ডকুমেন্টারি। ১৫ মিনিটে ১ মাসের তথ্য এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ বিবিসি। এটা ইতিহাস হয়ে থাকবে। যুগে যুগে প্রেরণা যোগাবে আগত প্রজন্মকে।
পুরো জুলাইয়ে যেন ঘুমাতে পারিনি। প্রত্যেক রাত আতংকে থাকতাম কালকে কি হবে? চোখে পানি চলে আসে আমার ভাইদের জন্য। এ ডকুমেন্টারি টা দেখেও পানি চলে এসেছে চোখে। আল্লাহ আমাদের বিজয়কে সম্মুনিত রাখুন।
এখনো রক্ত হিম হয়ে যায় এই আন্দোলন দেখে। কত শক্তি আবেগ মাখানো ছিল সেই আন্দোলনে। সারাক্ষন আতংকে দিন কেটেছে না জানি কখন কি হয়। স্যালূট সে সব মহান আন্দোলনকারীদের।
ছাত্রজনতার ঐতিহাসিক একটি সিদ্ধান্ত ছিলো "পরশু নয় কালকেই লংমার্চ টু ঢাকা" যুগ যুগ ধরে সাহসী সন্তানদের এই সাহসী সিদ্ধান্তকে স্মরণ করবে মুক্তিকামী এ জাতি ❤️
এতোগুলা মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে, সৈরাচারের হাত থেকে,হাজারো সালাম জানাই বাংলাদেশ ছাএজনতা কে।আমি প্রবাসী দক্ষিণ আমেরিকা 🇺🇸🇺🇸🇺🇸🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
মুফতি কাজী ইব্রাহিম ৩৬ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়ে ছিলেন। আলহামদুলিল্লাহ।এনার মতো সম্মানিত আলেম হুজুরকে হাসিনা অনেক শাস্তি দিয়েছে। নিশ্চয়ই এটী হুজুরের অভিশাপ।
এই মাস বছর আর এই দিন টি বাংলাদেশের কেউ কখনো ভুলবেনা , এমন কি সারা বিশ্বের কেউ ভুলবেনা ।আর বিবিসি সংবাদ কে ধন্যবাদ।আপনারা আমাদের দেশের সংবাদ তুলে ধরেছেন সেই নির্মম দিনগুলো।
আজও বিশ্বাস করতে কষ্ট হয় যে এমন একটা স্বৈরাচার শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি সকল বাংলাদেশের মানুষকে এক থাকার আহ্বান জানাচ্ছি। অনেক চক্রান্ত চলছে , আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা এবার আর ব্যর্থ হব না। মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
এই রিপোর্টটি দেখে চোখের পানি ধরে রাখা কঠিন।জুলাই মাসে আমরা ছাত্ররা কতটা উৎকণ্ঠায় ছিলাম সেটা আমরা আর আমাদের পরিবারের সদস্যরাই জানি।কষ্টের পরেই আনন্দ আসে,এখন আমরা স্বাধীন।
৩৬ শে জুলাই❤ অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক এক বিজয় ❤ যা সারা বিশ্ব দেখেছে। আরো দেখেছে কিভাবে হাসিনা পালালো 😢 নতুন বাংলাদেশে সবাই কে স্বাগতম ❤ আজ একমাস পুর্তি উপলক্ষে সকল শহীদ এর প্রতি রইলো সশ্রদ্ধ সালাম৷ আর আহতদের জন্য রইলো সহমর্মিতা ❤❤ শুভকামনা ❤
লোম দাড়িয়ে গেলো। এই রকম আন্দোলন ভবিষ্যতেও করার দরকার পড়লে আবারো নিজের সর্বস্ব দিয়ে ঝাপিয়ে পড়বো।ইনশা -আল্লাহ। নেতৃত্বে থাকা সকল ভাইদের সালাম, তাদের সঠিক নেতৃত্বের জন্যে।❤❤ ৩০-০৯-২০২৪😊
যাঁরা ঐতিহাসিক আন্দোলনে শহিদ হয়েছে, তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকামে স্থান করে দিন আমিন। আর যারা আহত তাদেরকে সুস্থ করে দিন আমিন। আমার ভাইদের প্রতি সশ্রদ্ধ সালাম 🇧🇩🇧🇩🇧🇩🫶🫶🫶❤️❤️❤️
আমি চাই না এমন কোন সংগীত থাকুক যার লেখক বাংলাদেশ রাষ্ট্রের বিরোধীতা করতে গিয়ে তার দেবীকে কে উৎসর্গ করে লিখে ছিলেন এবং যে সংগীতের আমাদের কোন ইতিহাসের যোগ সূত্র নেই !!! একজন লেখকের পরিবর্তে, একটি লেখক প্যানেল নিয়ে ইতিহাস , ঐতিহ্য এবং বাংলাদেশের জাতীয়তাবাদকে নিয়ে একটি নতুন জাতীয় সংগীত পরিবেশন করুক!!
সকল শহীদরা যদি ফিরে আসতো আমাদের কাছে তাহলে সারাজিবন তাদেরকে মাথায় তুলে রাখতাম,,জানি কখনো সম্ভাবনা। তাই দোয়া করি এমন ভালোবাসা যাদের দেশ ও দেশের মানুষের প্রতি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ স্থানে রাখে।
এই ৫ই আগস্ট আমাদের দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের একাত্মতার প্রতীক হয়ে থাকবে। আল্লাহ যেন আর কখনও আমাদের এমন স্বৈরাচার শাসক না দেন। সন্তান হারানো,ভাই হারানো এমন জুলাই আর ফিরে না আসুক এই দেশে।
একমাত্র আস্থার নাম 'বিবিসি বাংলা' ❤ আগে রেডিওতে শুনতাম, এখন মোবাইলে ইউটিউবে দেখি ও শুনি। যখন রেডিও প্রোগ্রাম বন্ধ ঘোষণা হয় তখন খুব কষ্ট পেয়েছিলাম। তবে এখন নিয়মিত ইউটিউবে বিবিসির সকল প্রোগ্রাম দেখি। বিবিসির দীর্ঘায়ু কামনা করি। "জনগণের মুখপাত্র বিবিসি" Love you BBC❤
বিদেশে থেকে একটা নতুন সকাল দেখার অপেক্ষায় থাকতাম। কখন শুনবো এই সরকার পদত্যাগ করেছে। সারাক্ষণ নিউজ ফিডে থাকতাম।আলহামদুলিল্লাহ ৫ আগস্ট আল্লাহু মনের আশা পূরণ করেছে
আহা কি মর্মান্তিক ছিল প্রতিটা মুহূর্ত।সারাক্ষণ নিউজফিডে চোখ রেখে আতংকের মধ্যে দিন কেটেছি।
ছাত্রজনতার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছি।
15 July থেকে ৫ আগস্ট সারাক্ষণ মোবাইল নিউজফিডে চোখ ছিলো টানা ৩০ মিনিটের বেশি ঘুমাতে পারিনি, 5-8 আগস্ট খুশিতে ঘুম আসেনি।
প্রতিটা রাত নির্ঘুম কেটেছে,,মানসিক ট্রমার ভিতর দিয়ে যেতে হইছে,,এখনো এই ট্রমা মানুষের কাটেনি।
Asadujjaman khan ekhono keno khomotay ase? Airokom lok jotodin khomotay tike thakbe totodin deshe shanti hobe na
স্বৈরশাসকের পতন এভাবেই হয়।
*I mean as an Indian Seven Sisters Citizen here,🥺 the Chinese are running rampage very smartly.😩 They are electrocuting us.⛈ They are attacking us with electric beams.⚡ They are the ones who caused the flood on us.🌊 Please protect us🙏🏻🙏🏻🙏🏻🙏🏻*
তিন মাস পর এই ভিডিও দেখার যে অনুভূতিটা 😭😍
আমি কয়েক বার দেখেছি
Amio o vai 😭😭😭
Literally gives goosebumps
Literally
অন্যরকম একটা অনুভূতি, যখনই দেখি আবার সেই অনুভূতি জেগে উঠে। দিনগুলো যে কিভাবে গেসিলো ভাবি😅
নিজেই জেলে গেলাম, তারপরও বিশ্বাস হচ্ছে না যে দেশকে স্বাধীন করতে পেরেছি, মানে স্বপ্ন মনে হচ্ছে সব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
দেশ স্বাধীন এত সহজ না জেলে গেলেই দেশ স্বাধীন হয় 😂আবেগ চুদায়েন না কাজে মন দেন😮 বাংলাদেশের কিছুই না আপনি 😁😁🫡🫡👌👌
বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসা বেঁচে থাকো অনেকদিন আমরা মায়েরা সবসময় ঘরে বসে তোমাদের জন্য কান্না করেছি দোয়া করেছি
অনেক দোয়া তোমাদের জন্য।
ভিডিওটা দেখলে কান্না চলে আসে। মনে পড়ে প্রতি রাতে হারানো ভাইদের জন্য নিয়ম করে কান্না করতাম জুলাইয়ের দিনগুলোতে। আর দিনে রাজপথে থাকতাম, মৃত্যুকে আমরা ভয়পাইনি।।।
এরকম মর্মান্তিক ঘটনা দেখে কত যে চোখের পানি ফেলেছি। আর আল্লাহর কাছে বারবার বলেছি যে আল্লাহ তুমি আমাদের এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি দাও। আল্লাহতালা আমার কথা শুনেছেন এবং পুরো দেশবাসীর কথা শুনেছেন। আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি।
সহমত
জনগণের পক্ষে থাকার জন্য বিবিসিকে ধন্যবাদ ❤
এখন সবাই থাকবে। কারণ সুদিন
বোকাচোদা বিবিসি বাংলা ইন্ডিয়ার সবচেয়ে বড় দালাল
@@m.a.haquemanik9148 আগেও ছিলো। আন্দোলনের সময়ে তাদের নিউজ গুলো দেইখেন। মৃত্যু, অত্যাচার কোনোটাই তারা লুকায়নি। তারপরও সরকারের একটা চাপ থাকে। ঐ সময়টাতে আমি বিবিসি বাংলা আর যমুনার নিউজই দেখতাম, কারণ তারা পিছপা হয়নি।
@@m.a.haquemanik9148 AFSOS 😂
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অত্যন্ত বাজে হয়েছে এদেশীয় ধাঁচে হয়নি। এটা কোন ইউরোপ আমেরিকার ভিডিও ডকুমেন্টস নয়। এখানে এখানকার জনসাধারণের মূল্যবোধ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক না দিলেই ভালো হতো। বিবিসি তার চরিত্র কখনোই বদলাবে না।
রাস্তায় চেচিয়ে আদালতের রায় বাতিল করা যায় না কিন্তু সরকার বদল করা যায় তাই দেখিয়ে দিল বাংলাদেশের সাধারণ ছাত্ররা
রাস্তায় চেচিয়ে দুটোই হয়েছে রায় এবং সরকার।
রিমান্ডে গরম ডিম দে
বহু নির্ঘুম রাত জাগা ও কষ্টের বিনিময়ে অর্জন করেছি এই বিজয়,আপনি তো সহজেই বলে দিলেন 😢😢😢🇧🇩
Alhamdulillah আজকের রাজত্ব কAllahu Akbar
আজকে দেশের সম্পদ কোথায়????
অবিস্মরণীয় হয়ে থাকবে এই দিনটি ৫ আগস্ট,একজন প্রবাসী কত যে কষ্টে কেটেছে এই দিনের প্রতিটা মুহূর্ত শুধু অপেক্ষায় ছিলাম কখন যে বিজয় অর্জন করব আল্লাহর অশেষ রহমতে আমরা বিজয় অর্জন করেছিলাম আলহামদুলিল্লাহ ।
মনে পড়লেই চোখে পানি চলে আসে।
এর পরেও কিছু কুলাংগার খুনি হাসিনার জন্য চোখের পানি ফেলে ধিক্কার জানাই ওই সব মানুষ রুপি অ মানুষ গুলোকে
আব্দুল হান্নান মাসুদ সমন্বয়কে কেউ স্বর্ণ করে না কেন ❓
Right
এই বিজয়ের জন্য আপনারা প্রবাসীরা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।❤❤
আমার দেখা বছরের সেরা প্রতিবেদন। ধন্যবাদ বিবিসি কে
নতুন করে পুরনো সেই ক্ষত জেগে উঠলো,মনটা খারাপ হয়ে গেল।যত দিন বেচে আছি ২৪ এর যোদ্ধা দের ভুলবো না।সরা জীবন তোমাদের জন্য অন্তরে ভালবাসা থাকবে। আবু সাইদ,মুগ্ধ নাম না জানা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।বাংলাদেশ ভাল থাকুক সৈরাচার মুক্ত থাকুক।
রক্তে আগুন লাগার মত অবস্থা এই প্রতিবেদন দেখে😭😭✊✊
স্বৈরাচার পিতার স্বৈরাচার মেয়ে😂😂
Ekhono kadi😢
কোনোদিন ভুলবো না এই দিনগুলো কত রক্তের পর ফিরে পাই স্বাধীনতা 😢😢😢😢
যে জাতি স্বার্থের কারনে ৭১ ভুলে যায়, ২৪ ভুলে যাবে ২৪ মাসে।
ভোট দিতে পারিনি ভোটার হয়ে কথা বলতে পারিনি কথা বলতে চেয়ে, তবে একটা শান্তনা পেলাম,৫ই আগস্ট আমার ভাইদের রক্ষে রাঙানো ৩৬ জুলাই ৫ আগষ্ট। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া।
[][][] দোদিল বান্দা - তার মুনাফেকি সুস্পষ্ট, দ্বিমুখী নীতির ধারক ও বাহক। সনদ নাম গ্রহন চমক সৃষ্টির লক্ষে। বিভক্তির পুরোধা তিনি। তাই "দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য" [][][] বিহারির ছেলে আসিফ নজরুল। বিম্মপির প্রকাশ্য দালাল [][][] যুদ্ধপরাধিদের সমর্থক [][][] ‘বাংলাদেশের উন্নয়নে চোখে দেখে না’। তমসার নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে (enveloped in an impervious darkness) আছে তারা - এদেরই মুখপাত্র তিনি। চতুর্মুখী ষড়যন্ত্রের এবং প্রগতির ধারা রুদ্ধ করার লক্ষে তৎপর অপশক্তির কার্যত এবং ঘোরতর সমর্থক এই আসিফ নজরুল। তার তাবৎ কর্মকাণ্ড নিম্নলিখিত তালিকাভুক্ত গোষ্ঠী, ব্যাকতিদের সমার্থক-- [১] -১৯৭১ এর পরাজিত স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাধিী, [২] জামাত- শিবির-রাজাকার- আলবদর- আলশামস দের রুহানি সন্তানগণ, [৩] মানবতা বিরোধী যুদ্ধপরাধী, এবং [৪] তাদের 'সাইবার শাবক তথা সাইবার সরীসৃপ'; [৫] '১৯৭৫ এর বঙ্গবন্ধুর খুনী, জাতীয় চার নেতা হত্যাকারী [৬] নারী ঘাতী শিশু ঘাতী - রাতের আন্ধারের কাপুরুষ-বীর পুরুষ, [৭] ২০০৪ সালের মানবতাবিরধী গ্রেনেড হামলাকারী, [৮] ২০১৩-১৪ সালের পেট্রোল বোমার আঘাতে জীবন্ত- চলন্ত মানুষ, যাত্রী, বাস, ট্রাক, সিএঞ্জি চালক দগ্ধকারী নরপিচাশ, [৯] ২০২১ এর তাণ্ডব লিলায় মত্ত মুসলমান কে কাফের ফতওয়া ( ছাত্রলীগ, স্বেছাসেবকলীগ, আওয়ামী লীগ কে ) দানকারী অদূরদর্শী উগ্র হেফাযতি সন্ত্রাসি, নুরার ‘ছাত্র অধিকার’, মামুনুল ওরফে খবিসুলের রুহানি সন্তানেরা আর [১০] ঐ সকল সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তিগুলোর নিরাপদ আশ্রয় স্থল অভিশপ্ত পাকি দালাল বিম্মপি।[][][]
🤔শুধু মাত্র ইব্রাহিম (আঃ) কে অপমান করার জন্য....দেবদাস চক্রবর্তী কে বাংলাদেশের জাতির পিতা হিসাবে প্রকাশ করে,,,হাসিনা চক্রবর্তী😭 খরচ করে ৪৫ হাজার কোটি টাকা ১৬বছরে 👺হিন্দুত্ববাদ_ভারতের মুসলিম বিদ্বেষীদের পক্ষে ছিলেন দেবদাস চক্রবর্তী👺
🤔ভারতের এজেন্ট অনুসারে করেছেন কাজ🤔১৯৭১ থেকে ১৯৭৫
হাসিনা চক্রবর্তী ছিলেন মুসলিম বিদ্বেষী, উনার পরকীয়া প্রেমিক মৃনাল কান্তি দাস এর কর্মসূচি বাস্তবায়ন করতেন🤔 কওমি মাদ্রাসার আলেমদের উনি জঙ্গি বলে প্রচার করতেন, দেশ প্রেমিক আলেমদের কে উনি গুম করতেন😭
সাধারণ মুসলিমদের কে স্বাধীনতা বিরোধী বলে প্রচার করতেন😭 সবজায়গা তে ভারত পন্থি হিন্দুদের চাকুরী ও সুবিধা😭 অখণ্ড ভারত নির্মাণ কাজে ইসকন সক্রিয়😭
ভারতের খুশির জন্য সেনাবাহিনী কে দূর্বল করে রাখা😭😭
অখণ্ড ভারত নির্মাণ করার প্রথম কাজ হিসাবে পিলখানা গণহত্যা
😭😭
ভারত বিরোধী মুসলিমদের কে শায়েস্তা করার জন্য,,,,, হিন্দুধর্মের লোকজন কে উচ্চ স্থানে নিয়োগ দিয়েছে😭
হাজার শহীদের রক্তের বিনিময়ে এই সাধীনতা এত সহজে আসেনাই❤❤❤
দেশ এবং দেশের মানুষের জন্য এতো আবেগ ভালোবাসা জন্মের পরে কখনো অনুভব করি নাই।
ঠিক
ভাই একদম সত্যি কথাটা বলছেন
যখন এদেশের সংবাদ মাধ্যমে কোন সংবাদ পাওয়া যাচ্ছিল না তখন এই বিবিসি বাংলা, ডয়েচে ভেলে, আল-জাজিরাই আমাদের সহায় হয়েছে, ধন্যবাদ বিবিসি বাংলা কে ❤
Eh? Nesa korsen?
@@zawhernos2541apni korsen?
Jomuna tv
@@nahidakhannipa8230 apni sudu jamunai cinen. Othocho satroder somorthon dawa channel ntv, desh tv,channel 24 ki cinen?aigula ke suru theka bondo koira dawa hoise sei kobor ki janen.ji hok abu said ar mittu kintu ntv r sangbadik tulsilo.
Sob e jani
অসাধারণ ডকুমেন্টারি। ১৫ মিনিটে ১ মাসের তথ্য এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ বিবিসি। এটা ইতিহাস হয়ে থাকবে। যুগে যুগে প্রেরণা যোগাবে আগত প্রজন্মকে।
এই রিপোর্ট দেখে আবেগ আপ্লুত হয়েছি চোখের কোনে জল মানুষের জীবন কোন মূল্য নেই 😢😢😢
ছাত্রজনতার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি।
পুরো জুলাইয়ে যেন ঘুমাতে পারিনি। প্রত্যেক রাত আতংকে থাকতাম কালকে কি হবে? চোখে পানি চলে আসে আমার ভাইদের জন্য। এ ডকুমেন্টারি টা দেখেও পানি চলে এসেছে চোখে। আল্লাহ আমাদের বিজয়কে সম্মুনিত রাখুন।
এখনো রক্ত হিম হয়ে যায় এই আন্দোলন দেখে। কত শক্তি আবেগ মাখানো ছিল সেই আন্দোলনে। সারাক্ষন আতংকে দিন কেটেছে না জানি কখন কি হয়।
স্যালূট সে সব মহান আন্দোলনকারীদের।
ছাত্রজনতার ঐতিহাসিক একটি সিদ্ধান্ত ছিলো "পরশু নয়
কালকেই লংমার্চ টু ঢাকা"
যুগ যুগ ধরে সাহসী সন্তানদের এই সাহসী সিদ্ধান্তকে স্মরণ করবে মুক্তিকামী এ জাতি ❤️
রাইট
.r
Right
হ্যাঁ ঐ সিদ্ধান্ত নিতে দেরী হলে অন্য কিছু হতে পারতো। আলহামদুলিল্লাহ আল্লাহ সকল শক্তির উৎস
প্রতিটা মুহুর্ত চোখ রেখেছিলাম বিভিন্ন নিউজ পোর্টালে। চমৎকার একটা রিকল হয়ে গেলো।ধন্যবাদ বিবিসি।
এই ভিডিও যেন প্রতি মাসে একবার একবার হলো দেখানো হয় টিভিতে এটা বাংলাদেশের জনগণের চাহিদা।
আমার দেখা এই প্রথম দুর্দর্শ এক প্রতিবেদন।
এককথায় অসাধারণ চমৎকার।
আলহামদুলিল্লাহ শুকরিয়া B.B.C. Bangla কে❤❤
চোখ দিয়ে পানি পরে গেলো ভিডিও দেখতে দেখতে অসাধারণ একটা সময় ছিল রাস্তায় ছিলাম প্রায় অনলাইনে ছিলাম অবশেষে বিজয় ❤
এই গুলো দেখলে রক্তে আগুন 🔥 লেগে যাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী
চোখের পানি ধরে রাখতে পারলাম না... এ আন্দোলন আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। ধন্যবাদ বিবিসি বাংলা।
100 দিন পর ভিডিও টা দেখছি, অন্নেক বার দেখছি, ভালো লাগতেছে, মিউজিক প্লাস উপস্থাপনা টা একদম জোশ ছিলো। ইমোশনাল ভিডিও 🥰🥰❤️❤️😊😊
কতোই না মর্মান্তিক ছিল স্বৈরাচার সরকারের দিনগুলি কতো ত্যাগ শ্রম রক্ত জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ
বিবিসি কে ধন্যবাদ ছাত্র জনতার ২০২৪ আন্দোলনের গুরুত্বপূর্ন কিছু অংশ তুলে ধরার জন্য। এটি একটি গুরুত্বপূর্ন দলিল হিসাবে ভবিষ্যতে ব্যবহৃত হতে পারবে।
আলহামদুলিল্লাহ,, সত্যের বিজয় হয়েছে,,,
এতোগুলা মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে, সৈরাচারের হাত থেকে,হাজারো সালাম জানাই বাংলাদেশ ছাএজনতা কে।আমি প্রবাসী দক্ষিণ আমেরিকা 🇺🇸🇺🇸🇺🇸🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমি এই ভিডিও টি প্রায় দেখি
আর ভবি আল্লাহ চাইলে কি না পারেন!
আমি এই আন্দোলনের একজন অংশগ্রহণ করেছি। আমি গর্বিত । আলহামদুলিল্লাহ
গায়ে লোম দাড়ানোর মতো একটা প্রতিবেদন।মনে পড়ে গেল সেই বিভীষিকাময় দিনগুলো। অত:পর বিজয়।
বিবিসির প্রতি কৃতজ্ঞতা ❤❤
মুফতি কাজী ইব্রাহিম ৩৬ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়ে ছিলেন। আলহামদুলিল্লাহ।এনার মতো সম্মানিত আলেম হুজুরকে হাসিনা অনেক শাস্তি দিয়েছে। নিশ্চয়ই এটী হুজুরের অভিশাপ।
নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে ! আহ আমার ভাই বোন গুলো , তাদের তাজা প্রাণ গুলো , আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক ।
আগস্ট এর আগের কথাগুলো মনে পড়ে গেল চোখের পানি ধরে রাখতে পারলাম না ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য বিবিসি কে ❤️👌
একটা স্বপ্ন দেখার মত ব্যাপার।বাংলাদেশ আমার বাংলাদেশ ❤️❤️
অনেক সুন্দর করে পরিবেষনা! পুরো ঘটনা এতো ভালভাবে তুলে ধরার জন্য বিবিসি বাংলাকে অসংখ্য ধন্যবাদ.....
হে আল্লাহ তুমি জারা শহিদ হয়েছে তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করো আমিন
আমিন
বেঁচে থাকতে ভুলবো না এই দিন গুলিকে😭😭😭😭😭😭😭
যমুনা টিভির পরই সবচেয়ে অবদান ছিল বিবিসি বাংলার।।
ইনশাআল্লাহ ভবিষ্যতে কোন সরকার আসলে এই আন্দোলনের কথা মাথা রেখে কাজ করবে
ভবিশ্যতে আর কখনো মাফিয়া সরকার তৈরি হতে দেওয়া হবে না ইন শা আল্লাহ
Still give goosebumps!!
একটা মাস যেনো একটা বছরের মত ছিলো। যুদ্ধের পর স্বাধীনতার যে কি শান্তি তা কাউকে বুঝানো যাবেনা। ❤️
এই ভিডিও গুলা যত দেখি তত কান্না চলে আসে
এই মাস বছর আর এই দিন টি বাংলাদেশের কেউ কখনো ভুলবেনা , এমন কি সারা বিশ্বের কেউ ভুলবেনা ।আর বিবিসি সংবাদ কে ধন্যবাদ।আপনারা আমাদের দেশের সংবাদ তুলে ধরেছেন সেই নির্মম দিনগুলো।
আজও বিশ্বাস করতে কষ্ট হয় যে এমন একটা স্বৈরাচার শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি সকল বাংলাদেশের মানুষকে এক থাকার আহ্বান জানাচ্ছি। অনেক চক্রান্ত চলছে , আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা এবার আর ব্যর্থ হব না। মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
কত দোয়া যে করছি আর চোখের পানি ফেলছি 😢 একমাত্র আল্লাহ ই জানে।
বিদেশে বসে বসে সুদু কান্না করেছি আর দোয়া করেছি আল্লাহ তুমি আমার ভাই বোন দের রক্ষা করো
এই রিপোর্টটি দেখে চোখের পানি ধরে রাখা কঠিন।জুলাই মাসে আমরা ছাত্ররা কতটা উৎকণ্ঠায় ছিলাম সেটা আমরা আর আমাদের পরিবারের সদস্যরাই জানি।কষ্টের পরেই আনন্দ আসে,এখন আমরা স্বাধীন।
অসংখ্য ধন্যবাদ!
সংবাদ দাতা বি বি সি এর প্রতিবেদন প্রকাশ সঠিক ও সত্য তুলে ধরার জন্য!
রিপোর্টটি দেখে চোখের কোনে পানি চলে আসল। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিজয় দিয়েছেন।
আন্দোলনে অংশ নিতে পেরে আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ ❤
খুবই সুন্দর প্রতিবেদন
এই প্রথম কোন ভিডিও দেখে রক্ত গরম হযে গেল।প্রতিটি সময় উদ্বেগ উৎকন্ঠা নিয়ে পার করেছি এই সময়।আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা বিজয়ী হিসেবে কবুল করেছেন।
ভিডিওর পরিবেশন খুব সুন্দর হয়েছে। আবেগে পুনরায় আপ্লুত হলাম।
আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই।
৩৬ শে জুলাই❤
অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক এক বিজয় ❤ যা সারা বিশ্ব দেখেছে। আরো দেখেছে কিভাবে হাসিনা পালালো 😢
নতুন বাংলাদেশে সবাই কে স্বাগতম ❤
আজ একমাস পুর্তি উপলক্ষে সকল শহীদ এর প্রতি রইলো সশ্রদ্ধ সালাম৷
আর আহতদের জন্য রইলো সহমর্মিতা ❤❤ শুভকামনা ❤
আবারও স্বাগতম জানাচ্ছি এই অসাধারণ উপস্থাপনা করার জন্
লোম দাড়িয়ে গেলো। এই রকম আন্দোলন ভবিষ্যতেও করার দরকার পড়লে আবারো নিজের সর্বস্ব দিয়ে ঝাপিয়ে পড়বো।ইনশা -আল্লাহ।
নেতৃত্বে থাকা সকল ভাইদের সালাম, তাদের সঠিক নেতৃত্বের জন্যে।❤❤
৩০-০৯-২০২৪😊
ধন্যবাদ BBC বাংলা কে,সত্যি টা আবার তুলে ধরার জন্য ❤
চোখের পানি ধরে রাখতে পারিনি, 😢😢, আমরা বিজয়ি হয়েছি, আমরা বীর, আমার শহিদ ভাইদের প্রতি শদ্দা,
যাঁরা ঐতিহাসিক আন্দোলনে শহিদ হয়েছে, তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকামে স্থান করে দিন আমিন। আর যারা আহত তাদেরকে সুস্থ করে দিন আমিন।
আমার ভাইদের প্রতি সশ্রদ্ধ সালাম 🇧🇩🇧🇩🇧🇩🫶🫶🫶❤️❤️❤️
Amin
Historical video.Thanks BBC
এতক্ষন এই ভিডিও টা দেখে চোখে পানি চলে আসলো।
এই দিনের কথা মনে করলেই? অন্যরকম একটা আনন্দ অনুভব করি ❤
চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসাধারণ একটি প্রতিবেদন
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান স্যার কে অন্তর্বর্তীকালীন সরকারে খুবই প্রয়োজন কে কে একমত আছেন
ভিডিও টা দেখতে দেখতে চোখের পানিতে ভিজে গেলো🥺❤️🩹
THANKS A LOT FOR documentary LIKE THIS❤
চমৎকার উপস্থাপন। এখানে ১৭ জুলাই এর পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সরাসরি অংশগ্রহণ এর বিষয় দেখালে ভিডিওটা আরো প্রাণবন্ত হতো
সাধারণ শিক্ষার্থী হিসেবে চাইবো দেশ দূর্ণীতি মুক্ত থাক। কে ক্ষমতায় যাবে সেটা বড় বিষয় না, দেশের টাকা যেন বিদেশে পাচার না হয় সেটাই চাই। কে কে একমত?
আল্লাহর কাছে লাখো শুকরিয়া ,আল্লাহ রক্তপিপাসু সৈরাচারে হাত থেকে মুক্ত করেছেন।
সকল শহীদ গাজিদের স্মরণ করছি। ❤
ধন্যবাদ বি বি সি সাংবাদিক ভাইদের।
ধন্যবাদ BBC Bangla কে। ❤️
বিগত দিনের দৃশ্যগুলো দেখলেই চোখে পানি চলে আসে, শরীর কেঁপে ওঠে। আমার মাতৃভূমিতে যেন আর কোন স্বৈরাচার ফিরে না আসে।
আলহামদুলিল্লাহ আজ আমরা স্বাধীন বুক ভরে আজ তাজা নিঃস্বাস নিতে পারছি। ছাএ জনতা তোমাদের অংসখ্য ধন্যবাদ।
Long live Resistance
Long live Bangladeshi students
Long live Bangladesh 💪💪💪💪💪
অসাধারণ অসাধারণ বক্তব্য ধন্যবাদ ভাই বোনদেরকে ছাত্র ছাত্রী জিন্দাবাদ ❤❤❤
যত দেখি ততই ভালো লাগে।
বিবিসি বাংলা কে ধন্যবাদ,,,
❤❤❤❤❤
ধন্যবাদ বিবিসি বাংলা কে
❤❤❤❤❤❤❤ thanks for every members of BBC
খুবই সুন্দর প্রতিবেদন!!সকল শহিদের প্রতি সালাম এবং শ্রদ্ধা❤❤❤❤
আমি চাই না এমন কোন সংগীত থাকুক যার লেখক বাংলাদেশ রাষ্ট্রের বিরোধীতা করতে গিয়ে তার দেবীকে কে উৎসর্গ করে লিখে ছিলেন এবং যে সংগীতের আমাদের কোন ইতিহাসের যোগ সূত্র নেই !!!
একজন লেখকের পরিবর্তে, একটি লেখক প্যানেল নিয়ে ইতিহাস , ঐতিহ্য এবং বাংলাদেশের জাতীয়তাবাদকে নিয়ে একটি নতুন জাতীয় সংগীত পরিবেশন করুক!!
বিবিসি বাংলাকে অসংখ্য ধন্যবাদ উত্তাল দিনগুলির এমন একটি চমৎকার সংকলন প্রকাশ করার জন্য ।
অসাধারণ, অভূতপূর্ব, নজিরবিহীন , পৃথিবীর কোনো দেশে এমন নিরস্র সফল গণঅভুথ্যান হয় নি / হাজার সালাম শহীদ এবং আহতদেরকে / আলমগীর, ইতালি
এই ধরনের ভিডিও আমরা সব সময় চাই। এই দিনগুলোকে ভুলতে চাই না
চমৎকার প্রতিবেদন অসাধারণ হয়েছে ♥️♥️♥️🇧🇩🇧🇩🇧🇩
সকল শহীদরা যদি ফিরে আসতো আমাদের কাছে তাহলে সারাজিবন তাদেরকে মাথায় তুলে রাখতাম,,জানি কখনো সম্ভাবনা। তাই দোয়া করি এমন ভালোবাসা যাদের দেশ ও দেশের মানুষের প্রতি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ স্থানে রাখে।
এই ৫ই আগস্ট আমাদের দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের একাত্মতার প্রতীক হয়ে থাকবে। আল্লাহ যেন আর কখনও আমাদের এমন স্বৈরাচার শাসক না দেন। সন্তান হারানো,ভাই হারানো এমন জুলাই আর ফিরে না আসুক এই দেশে।
একমাত্র আস্থার নাম 'বিবিসি বাংলা' ❤ আগে রেডিওতে শুনতাম, এখন মোবাইলে ইউটিউবে দেখি ও শুনি। যখন রেডিও প্রোগ্রাম বন্ধ ঘোষণা হয় তখন খুব কষ্ট পেয়েছিলাম। তবে এখন নিয়মিত ইউটিউবে বিবিসির সকল প্রোগ্রাম দেখি। বিবিসির দীর্ঘায়ু কামনা করি। "জনগণের মুখপাত্র বিবিসি" Love you BBC❤
ধন্যবাদ বিবিসি বাংলা কে।
এইখানে একটি বিষয় তুলে ধরা হয় নি,,,প্রবাসি ভাইয়েরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল,,, প্রবাসি ভাইয়েরাও এই ভুমিকা টি ভালোই পলন করেছিল🥰🥰
আল্লাহ তায়ালা আহত দের সুস্থ করে দিক আমিন
ধন্যবাদ BBC বাংলা💗
বিদেশে থেকে একটা নতুন সকাল দেখার অপেক্ষায় থাকতাম। কখন শুনবো এই সরকার পদত্যাগ করেছে। সারাক্ষণ নিউজ ফিডে থাকতাম।আলহামদুলিল্লাহ ৫ আগস্ট আল্লাহু মনের আশা পূরণ করেছে
চার মাস পর এই ভিডিও টা দেখার যে অনুভূতিটা 😢