সাহেদ আলম অনেক ভালো একজন মানুষ তার ইউটিউব ভিডিও গুলো দেখবেন তারপর কথা বলবেন উনি কিন্তু এই আন্দোলনের একজন সঙ্গি কারোর একটা ছোট ছোট ভিডিও দেখে বিচার করা উচিত নয়
@@jannatulferdaus9572সুবিধাবাদী কথাবার্তা বলে বুদ্ধিজীবী নামের শয়তান সাজা যায় কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর বিধানের কাছে আনুগত্যের মাথা নত করতে হয়। ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, যারা ইসলামকে কট্টর বলে তারা হচ্ছে কাফের।
ছোট ভাই, খুব সাম্প্রতিক আপনার ইউটিউব কনটেন্ট ফলো করছি। প্রায় ভুলিয়ে দেওয়া প্রকৃত জাতিসত্তার মৌলিক পরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিষয়ে আপনার বিশ্লেষণ বেশ মুগ্ধ করে। আপনার এ যোগ্য মহান আল্লাহ তায়ালা অক্ষুন্ন রাখুন।
@@rafiqulhaq2289বাংলাদেশী মুসলিমদের সাথে তর্কবিতর্ক করে লাভ নেই,,,কারন তারা হচ্ছে মুসলিম জাতির মধ্যে চতুর্থ শ্রেণীর মুসলিম। সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, আরব আমিরাত, কতার, আফগানিস্তান, মিশর, মালোয়শিয়া, ইন্দোনেশিয়া নেতা সহ সাধারণ মানুষেরা বাংলাদেশের মুসলিমদের-কে মুসলিম- ই তো মনে করেনা। বাংলাদেশে হচ্ছে একটি গরীব দেশ,,,এদের না আছে শিক্ষার শক্তি না আছে অর্থনৈতিক শক্তি,,,এদের ৭০% বেশি মানুষ অন্যান্য মুসলিম দেশে গিয়ে দিনমজুরী এবং গৃহপরিচারিকার কাজ করে। এক কথায় বলতে বাংলাদেশের মুসলিম হচ্ছে প্রকৃত মুসলিম দেশগুলোর জন্য পরিচ্ছন্নতা কর্মী,,,যাকে ইসলামিক মানদণ্ডে বলে চতুর্থ শ্রেণীর মুসলিম। এরা মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ প্রায় 18 কোটি তা সত্ত্বেও মুসলিম বিশ্বে এদের কোনো গুরুত্ব নেই। কেউই পাত্তা দেয় না। এদের মতামতের গুরুত্ব কোনো মুসলিম দেশই দেয় না। OIC এর মতো সংস্থায়ও এদের কোনো গুরুত্ব নেই। কারণ এরা চতুর্থ শ্রেণীর মুসলিম। বরং এদের চেয়ে কম জনসংখ্যার প্রকৃত মুসলিম দেশ যেমন সৌদ আরব, ইরান, কাতার, আরব আমিরাত, ইরাক, সিরিয়া, তুরস্ক,আফগানিস্তানে এই দেশগুলোর গুরুত্ব সারা বিশ্বেই আছে। এই গুরুত্ব না দেওয়ার পিছনে আরো একটা কারণ হতে পারে এরা ভারতীয়দের হাগু নিয়ে গবেষণা কর্মসূচি চালায় এদের মসজিদে মাদ্রাসায় তাই হয়তো। ভারতীয়রা যে খোলা জায়গায় হাগু করে সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে যায়। নদী দিয়ে শেষ পর্যন্ত তা বাংলাদেশে যায়। এবং বাংলাদেশি মুসলিমরা সেই হাগু মিশ্রিত পানি দিয়ে ওজু করে, মুখে নিয়ে কুলকুলি করে নামাজ পড়তে যায়। হাগু মিশ্রিত পানি দিয়ে রান্না বান্না করা সহ তাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হলো ভারতীয়দের হাগু মিশ্রিত পানি। যা নিয়ে গবেষণা করে বাংলাদেশী মুসলিমরা সফলতার স্বীকৃতি স্বরূপ হাফেজ, আলেম, ক্বারী ইত্যাদি ডিগ্রি অর্জন করে। উয়াক থু!!😷🤭
রবীন্দ্রনাথ যে কত বড় মুসলিম বিদ্বেষী তার মুখোশমুখোশ উন্মোচন করেছে ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান ভাই কে। কথিত জাতীয় সংগীতের সামান্য ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
জাগ্রত কবি আল্লামা মুহিব খানের এই গানটি, জাতীয় সঙ্গীতের তালিকায় রাখা যায়।চমৎকার জাতীয় সংগীত। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার (শত্রু বা হানাদার) একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ-গাজী রেখেছে জীবন-বাজী করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশমন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখ বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাঁবেদার সজাগ দৃষ্টি রাখ সবে। সকল মীরজাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী আছে, মুজিব, ওসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃ ভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখ হাত হাতে, সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।।।
@@Root101Codeকবিতার মধ্যে থেকে মুজিব এবং খোদা শব্দ দুটি বাদ দিতে হবে।মুজিব ছিলো একজন লোভী অতএব এই শব্দটিও রাখা যাবে না এবং খোদা হচ্ছে জরাথ্রুস্টবাদ ধর্মের প্রভু অতএব খোদা শব্দটিও রাখা যাবে না।
আমি আপনার সাথে একমত। আমি অনেক আগে থেকেই চাইতাম, আমাদের জাতীয় সংগীত টি পরিবর্তন করা হোক। যাক আলহামদুলিল্লাহ, আশা করতেছি এবার আমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
Rabindra Nath hated Bengal Muslims, opposed creation of Pakistan hence East Pakistan. Mujib fled to west Pakistan with lt.general Tikka khan on 25th March 1971. he's another traitor. yes, Revolutionary poet Kazi Nazrul's poem can be chosen as our National Anthem.
মাশাল্লাহ শান্তনু তোমার কথাগুলো খুব ভালো লাগে কারণ তুমি কোন দলের হয়ে কথা বলো না। আর প্রতিটা এপিসোড সুন্দর ভাবে চুলচেরা বিশ্লেষণ করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমার নেক হায়াত দান করুন। আমিন।। আর হ্যাঁ সংগীত পরিবর্তন হলে অনেক বেশি ভালো হবে। চিটাগং এর স্টুডেন্টদের গাওয়া গানটি ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি জাতীয় সংগীত হলে বেশি ভালো হবে। কারণ এই গানটি ছাত্রদের উজ্জীবিত করেছে।
এই কারণেই আমি "রবীন্দ্র" কে মানা করেছিলাম আপনার বাবার হোগায় লাথি না মারতে। কিন্তু কে কার কথা শুনে, সজোরে লাথি মারলো, তাও আবার কাঠের খড়ম দিয়ে, আপনার বাবার পাছাটা বান্দরের পাছার মতো লাল হয়ে গিয়েছিল। পৃথিবীটা বড় বিচিত্র জায়গা, এই ভিডিওর জন্য আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে in near future.
2018 সালের আগে তার ভিডিও দেখতাম, একজন বিএনপির সমর্থক যেভাবে কথা বলত 2018 সালের নির্বাচনের আগে তার ভিডিওগুলোতে ঠিক সেরকম কথা ছিল, 2018 সালের নির্বাচনের পর তার কথাবার্তা আমলীগ হয়ে যায়, এবং বিএনপি তার শত্রু হয়ে যায় এমন ভাবে কথা বলা শুরু করে তখন আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটা সুবিধাবাদী। সেই আনসাবস্ক্রাইব করছি
সত্যি বলতে, আমি জামায়াত কে অপছন্দ করার আপ্রাণ চেষ্টা করেছি ও এখনো করে যাচ্ছি। কিন্তু, রাজনৈতিক দল হিসেবে জামায়াত কে অপছন্দ করার কোন কারণই খুজে পাইনা। অবশ্য, জামায়াতকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপছন্দ করা যেতেই পারে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলামিক ভাবধারার জামায়াত কে সমর্থন করা তো একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য।
ভাই আপনাকে ধন্যবাদ আপনার সাথে এখানে আমার অনেক বড় মিল আছে আমি রাজনীতি নিয়ে কথা বলি বাংলাদেশের কোন রাজনীতি বা কোন সময় সময় সাপেক্ষ বিষয় নিয়ে কথা বলি কিন্তু আমি রাজনীতির বাংলাদেশের কোন রাজনীতিক দল কে আজ পর্যন্ত ভোট দেই নাই বা কোন দলকে আমি সঠিকভাবে সমর্থন করি না
এতোদিন এইলোকটার ভিডিও দেখতাম। আজথেকে আর না। ভাই এত সুন্দর ভাবে এতোগুলো ইনফরমেশন দেওয়ার জন্য অনেক উপক্রিত হলাম জাযাকাল্লাহু খায়রান। আনসাবসক্রাইব করবো ঐ লোককে।
সম্পূর্ণ যুক্তিযুক্ত আলোচনা করা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি বেশিরভাগ মানুষের প্রাণের দাবি জাতীয় সংগীত হোক ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কানাও তার কেড়ে নিতে কেউ পারবে না কারণ এই গানটা শুনলে অন্তরে দেশ প্রেম জাগ্রত হয়
আমার সঙ্গে টেলিগ্রামে যুক্ত থাকুন। এটা গুরুত্বপূর্ণ : t.me/shantonukaisar
.
Or channel Kheya felte hobe vy
জাগ্রত কবি মুহিব খানের বেশ কিছু দেশত্নবশক সংগীত আছে। সেগুলোর মধ্যে থেকে অনেকগুলো সংগীতই জাতীয় সঙ্গীত হবার যোগ্যতা রাখে।
ভাল লাগলো আপনার বিশ্লেষণ ❤❤❤❤
ভারতীয় পন্য বয়কটের বুরুদ্ধেও উনি একটা ভিডিও বানাইছে,,সেইখানে বোলছে আপনারা আমাকে ভারতের দালাল বল্লেও আমার কিছু করার নাই,,
সবুজ শ্যামল এই অপরুপ নিলা ভুমি স্রটার অপর দান ,এটা আমার পচন্দ
ধন্যবাদ ভাই এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমরা এই জাতীয় সংগীত চাই না।
সচেতনমূলক ভিডিও বানানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই মুনাফেকের মুখোশ উন্মোচন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাহেদ আলম অনেক ভালো একজন মানুষ তার ইউটিউব ভিডিও গুলো দেখবেন তারপর কথা বলবেন উনি কিন্তু এই আন্দোলনের একজন সঙ্গি কারোর একটা ছোট ছোট ভিডিও দেখে বিচার করা উচিত নয়
@@jannatulferdaus9572সুবিধাবাদী কথাবার্তা বলে বুদ্ধিজীবী নামের শয়তান সাজা যায় কিন্তু মুসলমান হওয়া যায় না।
মুসলমান হতে হলে আল্লাহর বিধানের কাছে আনুগত্যের মাথা নত করতে হয়।
ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, যারা ইসলামকে কট্টর বলে তারা হচ্ছে কাফের।
@@jannatulferdaus9572setai na jeno hujuge bangali.
@@jannatulferdaus9572Oije bakpotu munafeq
মুনাফেক কাকে বলেন সাহেদ আলম কে?? ভাই সাহেদ আলম এর সম্পর্কে জেনে কথা বলুন ।আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি সাহেদ আলম চিনেন না।
শান্তুনু কাইসার ভাই এর প্রতি টি কথা যুক্তগত। গভীর ভাবে চিন্তা করলে, আসলেই তো জাতীয় সংগীত পরিবর্তন অবশ্যই করা উচিত।
জাতীয় সংগীত পরিবর্তন করলে দেশে একটা ব্যাপক হাংগামা সৃষ্টি হবে এবং হাসিনা এই সুযোগে দেশে আসবে। বহু লোক আবার হাসিনার দিকে ঝুকে যাবে।
শাহেদের মুনাফেকি চরিত্র তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
খুব সুন্দর আলোচনা। শাহেদের মুখোশ উন্মোচনের জন্য যথেষ্ট।
অসাধারন বলেছেন ভাই কথাগুলো যুক্তি-যুক্ত। পরিবর্ত চাই জাতীয় সংগীত।
বিপ্লবের এক মাস পর এখনো অপেক্ষায় আছি কখন শুনতে পাবো বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হয়েছে
সুন্দরভাবে উপস্থাপনের জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ।। ❤️❤️
ছোট ভাই, খুব সাম্প্রতিক আপনার ইউটিউব কনটেন্ট ফলো করছি। প্রায় ভুলিয়ে দেওয়া প্রকৃত জাতিসত্তার মৌলিক পরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিষয়ে আপনার বিশ্লেষণ বেশ মুগ্ধ করে। আপনার এ যোগ্য মহান আল্লাহ তায়ালা অক্ষুন্ন রাখুন।
খুব সাম্প্রদায়িক ?
@@raselkhandakar795 না, দুঃখিত, টাইপিং মিসটেকের জন্য। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
@@rafiqulhaq2289বাংলাদেশী মুসলিমদের সাথে তর্কবিতর্ক করে লাভ নেই,,,কারন তারা হচ্ছে মুসলিম জাতির মধ্যে চতুর্থ শ্রেণীর মুসলিম।
সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, আরব আমিরাত, কতার, আফগানিস্তান, মিশর, মালোয়শিয়া, ইন্দোনেশিয়া নেতা সহ সাধারণ মানুষেরা বাংলাদেশের মুসলিমদের-কে মুসলিম- ই তো মনে করেনা। বাংলাদেশে হচ্ছে একটি গরীব দেশ,,,এদের না আছে শিক্ষার শক্তি না আছে অর্থনৈতিক শক্তি,,,এদের ৭০% বেশি মানুষ অন্যান্য মুসলিম দেশে গিয়ে দিনমজুরী এবং গৃহপরিচারিকার কাজ করে।
এক কথায় বলতে বাংলাদেশের মুসলিম হচ্ছে প্রকৃত মুসলিম দেশগুলোর জন্য পরিচ্ছন্নতা কর্মী,,,যাকে ইসলামিক মানদণ্ডে বলে চতুর্থ শ্রেণীর মুসলিম।
এরা মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ প্রায় 18 কোটি তা সত্ত্বেও মুসলিম বিশ্বে এদের কোনো গুরুত্ব নেই। কেউই পাত্তা দেয় না। এদের মতামতের গুরুত্ব কোনো মুসলিম দেশই দেয় না। OIC এর মতো সংস্থায়ও এদের কোনো গুরুত্ব নেই। কারণ এরা চতুর্থ শ্রেণীর মুসলিম।
বরং এদের চেয়ে কম জনসংখ্যার প্রকৃত মুসলিম দেশ যেমন সৌদ আরব, ইরান, কাতার, আরব আমিরাত, ইরাক, সিরিয়া, তুরস্ক,আফগানিস্তানে এই দেশগুলোর গুরুত্ব সারা বিশ্বেই আছে।
এই গুরুত্ব না দেওয়ার পিছনে আরো একটা কারণ হতে পারে এরা ভারতীয়দের হাগু নিয়ে গবেষণা কর্মসূচি চালায় এদের মসজিদে মাদ্রাসায় তাই হয়তো।
ভারতীয়রা যে খোলা জায়গায় হাগু করে সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে যায়। নদী দিয়ে শেষ পর্যন্ত তা বাংলাদেশে যায়। এবং বাংলাদেশি মুসলিমরা সেই হাগু মিশ্রিত পানি দিয়ে ওজু করে, মুখে নিয়ে কুলকুলি করে নামাজ পড়তে যায়। হাগু মিশ্রিত পানি দিয়ে রান্না বান্না করা সহ তাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হলো ভারতীয়দের হাগু মিশ্রিত পানি। যা নিয়ে গবেষণা করে বাংলাদেশী মুসলিমরা সফলতার স্বীকৃতি স্বরূপ হাফেজ, আলেম, ক্বারী ইত্যাদি ডিগ্রি অর্জন করে। উয়াক থু!!😷🤭
রবীন্দ্রনাথ যে কত বড় মুসলিম বিদ্বেষী তার মুখোশমুখোশ উন্মোচন করেছে ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান ভাই কে। কথিত জাতীয় সংগীতের সামান্য ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত। তা খুব তাড়াতাড়ি পরিবর্তন করা উচিত। যা আমাদের জনগণের জন্য অনেক প্রয়োজন। ❤❤
ইন শা আল্লাহ্ জীবনের প্রথম ভোট জামাতকে দেবো।জামাতের বর্তমান আমিরের মত নেতা এই দেশে এখন খুব দরকার।
Sahad Akta Kottor Ponthe Bam Lok
জাতীয়সংগীত অবশ্যই পরিবর্তন করা জরুরী। Thanks ভাই
জাগ্রত কবি আল্লামা মুহিব খানের এই গানটি, জাতীয় সঙ্গীতের তালিকায় রাখা যায়।চমৎকার জাতীয় সংগীত।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার (শত্রু বা হানাদার) একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি,
লক্ষ শহীদ-গাজী রেখেছে জীবন-বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ,
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান,
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
চারিদিকে দুশমন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখ বুকে,
ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে।
চারিদিকে গাদ্দার ভিনদেশি তাঁবেদার সজাগ দৃষ্টি রাখ সবে।
সকল মীরজাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান,
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।
শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া,
সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী আছে, মুজিব, ওসমানী ও জিয়া।
শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে।
সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান,
বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃ ভাষার সম্মান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান,
এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান।
অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি,
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি।
তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখ হাত হাতে,
সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ,
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান,
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।।।
@@Root101Codeকবিতার মধ্যে থেকে মুজিব এবং খোদা শব্দ দুটি বাদ দিতে হবে।মুজিব ছিলো একজন লোভী অতএব এই শব্দটিও রাখা যাবে না এবং খোদা হচ্ছে জরাথ্রুস্টবাদ ধর্মের প্রভু অতএব খোদা শব্দটিও রাখা যাবে না।
আমি আপনার সাথে একমত। আমি অনেক আগে থেকেই চাইতাম, আমাদের জাতীয় সংগীত টি পরিবর্তন করা হোক। যাক আলহামদুলিল্লাহ, আশা করতেছি এবার আমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ ওর মুখোশ উন্মোচন করার জন্য ।
আপনার জন্য হৃদয় থেকে দোয়া ও ভালোবাসা রইলো অফুরন্ত ভালোবাসা, সঠিকভাবে বিশ্লেষণ করে সত্যি কথা সঠিক সময় তুলে ধরার জন্য
লীগ বিরোধী সেটা আগেই জানতাম কিন্তু পরিপূর্ণ কোন মতবাদের সেটা জানতাম না।সম্মান বেড়ে গেলো।✌️
জাতীয় সংগীত বিষয়ক ভিডিও ua-cam.com/video/xmCFZJL1gX4/v-deo.html&si=c6obzDlFovL8S1Vs
জাতীয় সংগীত পরিবর্তন চাই ইনশাআল্লাহ ❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
রবিন্দ্রনাথ বাংলাদেশকে নিয়ে লেখেনি, আর পশ্চিমবঙ্গ এখন বাংলা নামে পরিচিত ভারতে, তাই জাতিয় সংগীত পালটানো উচিত।
Rabindra Nath hated Bengal Muslims, opposed creation of Pakistan hence East Pakistan. Mujib fled to west Pakistan with lt.general Tikka khan on 25th March 1971. he's another traitor. yes, Revolutionary poet Kazi Nazrul's poem can be chosen as our National Anthem.
রবীন্দ্র এ বাংলার প্রকাশ্য শত্রু ছিলো, এই ইতিহাস দিনের মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও ভারতীয় দালালরা রবীন্দ্র প্রেমে আত্মহারা।
Tik
@@amprova❤❤
Excellent point. West bengal is now called only bengal.
জাতীয় সংগীত অবশ্যই পরিবর্তন হওয়া জরুরী
Whenever Rabindranath mention ‘’ma” on national anthem he referred “ma kaali”
@@washinur.22 ঠিক ভাই
আবশ্যই কারণ এই সংগীতে অনেক শিকর কথা আছে।।
হাসিনার জন্য বিরাট সুযোগ তৈরি হবে করলে।
Karon ai jathio shongghith shirki gaan
তথ্যবহুল সত্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় সংগীত পরিবর্তন এখন সময়ের দাবি!!
জাতীয় সংগীত বিষয়ক ভিডিও ua-cam.com/video/xmCFZJL1gX4/v-deo.html&si=c6obzDlFovL8S1Vs
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
এটাই হওয়া উচিত
@@s1rajum_mঅসাধারণ পারফেক্ট জাতীয় সংগীত হিসেবে
This song could be best option now@@s1rajum_m
আমিও চাই এটা
এই গানটা জাতীয় সংগীতের চেয়ে অনেক বেশি ভাল,, তবে এই চেয়েও বেশি ভাল ইন্সি ইন্সি মাটি মুহিব খানের লেখা গানটা,,,
Hujur wr gojol kan hobw???@@kamalbhuyan611
মাশাল্লাহ শান্তনু তোমার কথাগুলো খুব ভালো লাগে কারণ তুমি কোন দলের হয়ে কথা বলো না। আর প্রতিটা এপিসোড সুন্দর ভাবে চুলচেরা বিশ্লেষণ করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমার নেক হায়াত দান করুন। আমিন।। আর হ্যাঁ সংগীত পরিবর্তন হলে অনেক বেশি ভালো হবে। চিটাগং এর স্টুডেন্টদের গাওয়া গানটি ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি জাতীয় সংগীত হলে বেশি ভালো হবে। কারণ এই গানটি ছাত্রদের উজ্জীবিত করেছে।
জাতীয় সংগীত অবশ্যই পরিবর্তন করতে হবে
রাইট
R8
জাতীয় সংগীত বিষয়ক ভিডিও ua-cam.com/video/xmCFZJL1gX4/v-deo.html&si=c6obzDlFovL8S1Vs
Babu khaiso < hero alom
Eita rakha jaite pare
চমৎকার কিছু রেফারেন্স দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ
জাতীয় সংগীত পরিবর্তন করা চাই ✊
Whenever Rabindranath mention ‘’ma” on national anthem he referred “ma kaali”
@@washinur.22 গুজব ছড়াবেন না
ভাই আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক
😂
😂😂😅
আপনাকে ধন্যবাদ ভাই
নৌকা আর ধানের শীষ
দুই সাপের একই বীষ 😅
এবার জামাতকে ভোট দিব ইনশাআল্লাহ ❤❤❤
Fake 😂😂😂
@@Mdrobiulhasan0 BNP supporter naki vai 😂 insha'Allah jamat ee dibo ❤
@@Mdrobiulhasan0 i am not fake but you are.... 😡😡😶🌫️
Ki kos?? Hedar bolod@@Mdrobiulhasan0
@Mdni
ধন্যবাদ সানতুনু কায়সার ভাই এমন তথ্যবহুল ভিডিও দেওয়া জন্য, জাতীয় সংগীত পরিবর্তন চাই
জাতীয় সংগীত পরিবর্তন নতুন দেশের উন্নয়ন এর পথ কে সুগমন করবে।।
শান্তনু ভাইয়ের অনেক অবদান ছিল এই আন্দোলনে ❤
জাতীয় সংগীত অবশ্যই পরিবর্তন করা উচিত।
Tora ki manus, chi
ভাই আপনাকে অনেক ধন্যবাদ
আমি কিন্তু জামাতের রাজনৈতিক কিছু কিছু কর্মকাণ্ড সাপোর্ট করিনা, কিন্তু আমি মন থেকে এটাই চাই আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক।
আমি কিন্তু জামায়াত ছাড়া অন্য অনৈসলামিক দলের কর্মকান্ড কিছুই পছন্দ করিনা।তারপরও বলবো জাতীয় সংগীত পরির্বতন করা হউক।
Kon kormo kando pocondo koren na
Ki ki kormokando?
কি কি পছন্দ করেন না বললে ভালো হয়
ভাইজান মনে হয় রিপ্লাই দিতে ভুলে গেছে 😃😃
গোলাম মাওলা রনি শাহেদ আলম এর মূলত ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না এরা জাতীয় সংগীত কে মনে করে ধর্মীয় কোন আইন
মনের কথা বলছেন। আমি আপনার মতো প্রতিবাদ করতে পারি নাই। তবে আমার মনের কথা বলছেন। যা বলছেন ১০০% সত্য
আমরা জাতীয় সংগীতের পরিবর্তন চাই ❤️🇧🇩❤️✊✊✊
এই কারণেই আমি "রবীন্দ্র" কে মানা করেছিলাম আপনার বাবার হোগায় লাথি না মারতে। কিন্তু কে কার কথা শুনে, সজোরে লাথি মারলো, তাও আবার কাঠের খড়ম দিয়ে, আপনার বাবার পাছাটা বান্দরের পাছার মতো লাল হয়ে গিয়েছিল।
পৃথিবীটা বড় বিচিত্র জায়গা, এই ভিডিওর জন্য আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে in near future.
সুশীলরা তারা শক্ত অবস্থান করছে, তাদের সব মিশে আছে প্রতিটি স্থানে
2018 সালের আগে তার ভিডিও দেখতাম, একজন বিএনপির সমর্থক যেভাবে কথা বলত 2018 সালের নির্বাচনের আগে তার ভিডিওগুলোতে ঠিক সেরকম কথা ছিল, 2018 সালের নির্বাচনের পর তার কথাবার্তা আমলীগ হয়ে যায়, এবং বিএনপি তার শত্রু হয়ে যায় এমন ভাবে কথা বলা শুরু করে তখন আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটা সুবিধাবাদী। সেই আনসাবস্ক্রাইব করছি
আমি মুসলিম হিসেবে আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা উচিৎ
সত্যি বলতে, আমি জামায়াত কে অপছন্দ করার আপ্রাণ চেষ্টা করেছি ও এখনো করে যাচ্ছি। কিন্তু, রাজনৈতিক দল হিসেবে জামায়াত কে অপছন্দ করার কোন কারণই খুজে পাইনা।
অবশ্য, জামায়াতকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপছন্দ করা যেতেই পারে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলামিক ভাবধারার জামায়াত কে সমর্থন করা তো একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য।
Dhormio dristikon theke kivabe oposondo kora jete pare?
They opposed the creation of your country, here’s the simplest reason for you.
যদি সুন্নি মুসলিম হয়ে থাকেন, তবে জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ভ্রান্ত আকিদা দিয়ে গুগলে একটু পড়াশোনা করেন।
@@ghasforing123আপনিই কয়েকটা ভ্রান্ত আকিদা বলেন তো দেখি,,,আমরাও একটু জানি
Vai koyekta bolen shuni @@ghasforing123
কে কে বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবর্তন চান 🖐️
Shirki song.
No
একমত ভাই।
শাহেদ আলম বেজা বেড়াল
তাকে নিয়ে আরও ভিডিও চাই
খুব ভালো হয়েছে ধন্যবাদ
Vai thanks sotti kotha tule dhorar jonno..........
❤❤❤
এতোকিছুর পরেও যারা রঠার পক্ষে কথা বলে তাদেরকে কী নাম দেওয়া যায় সেটাই ভাবছি 🤔
র"ঠার পারিবারিক বিজনেসের মাধ্যমে উৎপন্ন তারা 😂
ভাইয়া এই শান্তনুর মুখোশ উন্মোচন করে দিয়েছে আল জাজিরার সাংবাদিক! ফেইসবুক দেখে আসেন। যুলকারনাইন কি বলে। এই বান্দা এনায়েতের মতো হাসিনার সাথে পল্টি নিছে।
অবশ্যই পরিবর্তন করতে হবে । নইলে ছাত্রজনতা আবার আন্দোলনে যাবে
Kokhonoo noy, andolone namun dekha jabe tomader hadam koto jatio shongit poriborton korar
😂😂😂@@RahmanRahman-gr1vb
আন্দোলনে জীবনেও নামিসিলি কোনোদিন?
@@RahmanRahman-gr1vbভাই আপনারা বুঝেন না কেনো রবিন্দ্রনাথ বাংলাদেশের মুসলিমদেরকে ঘৃণা করতো।
@@RahmanRahman-gr1vb আপনি নামেন তারপর দেখা যাবে আপনার হেডাম কত। মাইর একটাও মাটিতে পড়বে না।
চমৎকার উপস্থাপনা।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর চালিয়ে যান রবীন্দ্রসঙ্গীত পরিবর্তন চাই 100%
ধন্যবাদ এরকম একটা ভিডিও দেওয়ার জন্য
পরিবর্তন চাই জাতীয় সংগীত
জাতীয় সংগীত পরিবর্তন হওয়া অত্যন্ত প্রয়োজন।
একটি কমিটি করে নতুন জাতীয় সংগীত নির্ধারণ করা হোক।
অসংখ্য ধন্যবাদ বড় ভাই ❤🇧🇩
ভাই আপনাকে ধন্যবাদ আপনার সাথে এখানে আমার অনেক বড় মিল আছে আমি রাজনীতি নিয়ে কথা বলি বাংলাদেশের কোন রাজনীতি বা কোন সময় সময় সাপেক্ষ বিষয় নিয়ে কথা বলি কিন্তু আমি রাজনীতির বাংলাদেশের কোন রাজনীতিক দল কে আজ পর্যন্ত ভোট দেই নাই বা কোন দলকে আমি সঠিকভাবে সমর্থন করি না
আমি অন্তর থেকে চাই যে, জাতীয় সংগীত পরিবর্তন চাই... এক দফা এক দাবী
জ্বলেরে জ্বলে! দেশ আমাদের জাতীয় সঙ্গীত হবে আমাদের দেশের লেখা। ইনশাআল্লাহ।
এতোদিন এইলোকটার ভিডিও দেখতাম। আজথেকে আর না। ভাই এত সুন্দর ভাবে এতোগুলো ইনফরমেশন দেওয়ার জন্য অনেক উপক্রিত হলাম জাযাকাল্লাহু খায়রান। আনসাবসক্রাইব করবো ঐ লোককে।
মন থেকে জাতীয় সংগীতের পরিবর্তন চাই।
জামাত ইসলামকে এবার ভোট দেবো ইনশাল্লাহ
অনেক ধন্যবাদ জানাই আপনাকে❤
অসাধারণভাবে তুলে ধরেছেন।
আর শাহেদ আলমের আসল চেহারা দেখিয়ে দিয়েছেন।
জাতীয় সংগীতের পরিবর্তন চাই
ইঞ্চি ইঞ্চি মাটি হতে পারে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত।
😂
কখনোই না।
আমার শোনার বাংলা আমি তোমায় ভালো বাসি জন্ম দিয়েছো তুমি তাই তোমায় ভালো বাসি,,,, এটা কেমন হবে??
❤@@artuhin1984
Rokto diye nam likhesi Bangladesh er nam. Eita anthem Howa uchit
জাতীয় সংগীতের পরিবর্তন চাই
0:28 জামাত ছাড়া আর এই মুহূর্তে বিরোধী দল কে আছে?
Bnp
লাস্টের রেফারেন্সগুলো খুবই সুন্দর এবং যুক্তিযুক্ত ছিল ভাই খুবই অসাধারণ l আল্লাহ আপনাকে সব সময় হেদায়েতের উপরে সুস্থতার সাথে নিরাপদে বাঁচিয়ে রাখুন
ঠাকুরের জাতীয় সংগীত পরিবর্তন চাই।।
Thanks santonu vai
খুবই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা #ভালো লাগলো অনেক অনেক শুভেচ্ছা ও #অভিনন্দন রইল আপনাকে
এক কথায় অসাধারণ। জাতীয় সংগীত পরিবর্তন চাই।✊✊✊
ধন্যবাদ ভাইজান আপনাকে ❤❤
জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক।
কাইসার ভায়ের জন্য অনেক শুভ কামনা।আপনি এই ভাবে দুমুখো বিষাক্ত সাপেগুলোর মুখোশ আমাদের কাছে পরিচয় করিয়ে দিবেন।
"পছন্দ না করা" আর "ঘৃণা করা" এক না l
আমি মনে করি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন অতি জরুরি দরকার।
সত্তিকারের ইতিহাস কখনো চাপা থাকে না বহু দশক পরে সত্য বেরিয়ে এলো। জাতীয় সংগীত পরিবর্তনে আমি শতভাগ সমর্থন করি 🥰🥰🥰🥰👍
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে❤❤❤❤
জাতীয় সংঙ্গীত পরিবর্তন করা হোক।
Thank you very much
Bro❤❤
জাতীয় সংগীত পরিবর্তন হোক✊
অবশ্যই পরিবর্তন হওয়া জরুরী
ভাইয়াকে ধন্যবাদ জানাই তার ভিডিওতে সঠিক তথ্যটি তুলে ধরার জন্য ❤❤❤
অসাধারণ দলীল দিয়েছেন ভাই❤
লিটন মালয়েশিয়া থেকে দেখছি।
ধন্যবাদ শান্তনু
Tnx brother,
কতো সুন্দর একটা নাম আল্লাহ নিশ্চয়ই তিনি উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ ❤❤❤
জাতীয় সংগীত পরিবর্তন জরুরী এবং তা এখনই। কেন উদ্যেগ নেওয়া হচ্ছে না আমরা জনসাধারণ অবাক হচ্ছি।
😂
শাহেদ আলম একজন দু মুখো মানুষ যার সমালোচনার কোনো আগা মাথা নাই।
আপনার সব কথা অনেক ভালো লাগে
ধন্যবাদ ❤❤❤❤
আমি শুরু থেকেই শাহেদকে অপচন্দ করি।
আমরাও চাই জাতীয় সংগীত পরিবর্তন হোক।
ইঞ্চি ইঞ্চি মাটি গানটিকে জাতীয় সংগীত হিসেবে দেখতে চাই আমরা,❤❤❤
ধন্যবাদ ভাই সত্য প্রকাশের জন্য
ভালোবাসা বেড়ে গেলো নতুন করে।ভালো থাকুন দুআ রইলো
আমাদের বড় সমস্যা এখন অর্থনীতি উন্নতি করা।কারন যা লুটপাট করেছে তা ভরাট করা।সংগীত নিয়ে এখন মাথা ব্যাথার প্রয়োজন নেই
ধন্যবাদ শান্তুনু ভাই।❤❤❤
শাহিদ আলমের কথা শুনে আমার আগে থেকে সন্দেহ হলো কিন্তু এখন থেকে আমি তাকে আনসাবস্ক্রাইব করে ফেললাম।
Me too .
জতীয় সঙ্গীত পরিবর্তন করা হক ✊
সম্পূর্ণ যুক্তিযুক্ত আলোচনা করা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি বেশিরভাগ মানুষের প্রাণের দাবি জাতীয় সংগীত হোক ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কানাও তার কেড়ে নিতে কেউ পারবে না কারণ এই গানটা শুনলে অন্তরে দেশ প্রেম জাগ্রত হয়
আপনার ভিডিওগুলো খুবই ইনফর্মেশনাল হয়,
প্রতিদিন অন্তত একটি ভিডিও দিলে প্রত্যেকটি বিষয় আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।😊