তিস্তা নদীর যে চরে দুঃখ-বেদনার স্থায়ী নিবাস || Binbinar Char || Rangpur

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2022
  • তিস্তা নদী বিধৌত এই জনপদের নাম বিনবিনার চর। প্রতি বছর ভাঙতে ভাঙতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার এই চরের বিরাট অংশ চলে গেছে নদীগর্ভে। জমিজমা-বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ। এখানে কান পাতলেই অসহায় মানুষের আর্তনাদ শোনা যায়।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #binbinar_char #rangpur #বিনবিনার_চর #রংপুর #গঙ্গাচড়া

КОМЕНТАРІ • 868

  • @sopnohin158
    @sopnohin158 Рік тому +234

    আমি একজন চিকিৎসক মাঝেমধ্যে মনে হয় আমি খুব কষ্টে আছি আর উনাদের দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আলহামদুলিল্লাহ

    • @ikbalbarbhuiya7327
      @ikbalbarbhuiya7327 Рік тому +5

      Right

    • @mowsumisumi9585
      @mowsumisumi9585 Рік тому

      Alhamdulillah

    • @kishoreganjrivew
      @kishoreganjrivew Рік тому +1

      আলহামদুলিল্লাহ
      সহমত ভাই ❤️❤️

    • @mdreyaz3492
      @mdreyaz3492 Рік тому

      আহমদের দেশের,সরকার,২০,সালের,ভিতর,গরীব মানুষ রাগবে না এত,২৩,সাল উনি,থাকেন,কোথায় আর,দেখেন,কি,মিতথার,একটা,শিমা,থাকে,

    • @rajusk6185
      @rajusk6185 11 місяців тому

      😢❤

  • @bestcartoonstory7749
    @bestcartoonstory7749 Рік тому +128

    নিঃসন্দেহে বলা যায় সালাউদ্দিন সুমন ভাই একজন ভাল মনের মানুষ। সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ যদি আমায় কোনদিন সেই তৌফিজ দান করে আমি ইনশাআল্লাহ এসব মানুষের পাশে দাড়াবো। পরিশেষে বলি আল্লাহ এসব মানুষদের ভাল রাখুক।

  • @md.mostafizurrohoman7952
    @md.mostafizurrohoman7952 Рік тому +20

    *_আহা!! মাওলা কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। তাদের জন্য দোয়া করা ছারা আর কিছু করার নাই আমার। আল্লাহ তাদের কে এই দূর্ভিষহ জীবন থেকে উদ্ধার করুক। বৃওবানেরা এনাদের কে সহায্য করলে করলে আল্লাহ পাক তার প্রতিদান দেবেন...ইনশাআল্লাহ।_*

  • @MrityunjoyIITJ
    @MrityunjoyIITJ Рік тому +35

    ভগবান বলুন, আল্লাই বলুন, উপরওয়ালা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এইটুকু সামর্থ দিক যাতে তারা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে।

  • @mdfarukislam1552
    @mdfarukislam1552 Рік тому +111

    প্রকৃতির নীলাখেলা দেখে মনের অজান্তে চোঁখে পানি চলে আসলো। তিস্তা নদীর দুই পাড়ে দুঃখের ছাপ স্পষ্ট। সুমন ভাই একজন মানবিক মানুষ।

  • @anamulvlogs122
    @anamulvlogs122 Рік тому +49

    সত্যি বলছি ভাই মায়ের বয়সী মহিলা টার কষ্ট দেখে খুবই খারাপ লাগলো চোখে পানি চলে আসলো। আর হে চরের ছেলেটা খুবই ভালো সব মানুষ গুলাই সহজ সরল

  • @hmk2935
    @hmk2935 Рік тому +3

    স্বাধীনতার পরে এই প্রথম তিস্তা পাড়ের মানুষদেরকে নিয়ে একটি প্রতিবেদন দেখলাম।

  • @mozzenulhuq6536
    @mozzenulhuq6536 Рік тому +19

    সালাউদ্দিন সুমনের ভ্রমণ প্রতিবেদনগুলো আমাকে কাঁদায়, সুখি করে, শিক্ষা দেয়, মানবতা বোধ জাগে। আমি যেন হঠাৎই মানুষ হয়ে উঠি। সালাউদ্দিন সুমন দীর্ঘজীবি হোক। সুস্থ থাকুক মানুষের জন্য।

  • @tanvirsohel7253
    @tanvirsohel7253 Рік тому +35

    সালাউদ্দীন ভাই আমাদের বাংলাদেশের গর্ব😍❤️
    ভালোবাসা নিবেন ভাই,❤️

  • @mithumia4110
    @mithumia4110 Рік тому +63

    বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যায়💙
    মনটা তখনি খারাপ লাগে যখন দেখি এই বাংলার প্রকৃতির মানুষের কষ্ট🥲

    • @biplabdas673
      @biplabdas673 Рік тому

      সত্যিই তাই

    • @shihadsardar6402
      @shihadsardar6402 Рік тому

      উদ্দিন ভাই আপনার জন্য আমরা অনেক কিছু জানতে পারতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো অনেক অনেক কিছু তুলে ধরেন যাতে দেশের সরকার কাজ করতে পারে সেইভাবে

  • @AminurTalukder
    @AminurTalukder Рік тому +50

    আমার বাড়ী রংপুরের হারাগাছ থানায়, গঙ্গাচড়া আমার পাশের থানা। সত্যি তিস্তা নদীর ভয়াবহ তান্ডব বোঝা যায় বর্ষাকাল এলে😥😥

  • @passioncloud784
    @passioncloud784 Рік тому +29

    এটা দেখে খুব ভালো লাগলো কারণ এটা আমার বাবার জন্মস্থান। এবং এখানে আমার মামার বাড়ি নানার বাড়ি। এখানে আমার শৌশবের অনেক স্মৃতি আছে। এই চরের প্রতিটা মানুষ অত্যন্ত সরল সোজা এবং অতিথি পরায়ণ।
    সালাউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাপ দাদার গ্রাম ভিটেমাটি নিয়ে এত সুন্দর একটা প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য। ভিডিওটা দেখে অনেকটা কষ্ট পেয়েছি।
    সালাউদ্দিন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী অংশটা দেওয়ার জন্য।

  • @mroshid3742
    @mroshid3742 Рік тому +11

    সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই চর দেখানোর জন্য তাদের জন্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত

  • @golammortuja5987
    @golammortuja5987 15 днів тому

    কান্না চলে আসলো আলহামদুলিল্লাহ্ আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে, আমি ইন্ডিয়া থেকে বলছি

  • @uttaramukherjee1738
    @uttaramukherjee1738 Рік тому +9

    অসাধারণ একটি ভিডিও। লুটপাটের প্রকল্প একেবারে ঠিক বলেছেন সুমন ভাই। গরীব মানুষ দের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। সরকার যদি ঠিক মতো সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তো এদের বেচেঁ থাকা একপ্রকার অসম্ভব। তার সাথে দরকার কিছু সৎ মানুষের সহায়তা। ভালো লাগলো আপনার এই নিবেদন যদি কিছু মানুষ ও এগিয়ে আসেন।

  • @gazireazulislam7973
    @gazireazulislam7973 Рік тому +20

    চর বসবাস কারি মানুষের দুরদশা দেখে মন কেঁদে উঠলো

  • @jdutta3329
    @jdutta3329 Рік тому +30

    গ্ৰাম টি যেন ছবির মতো সুন্দর। যত ই সামান্য কিছু হোক না কেন তার মধ্যে যদি ভালোবাসা মিশে থাকে সেটাই মহা মূল্যবান হয়ে ওঠে। চর বাসির দূঃখ দূর্দশা দেখে খুব খারাপ লাগলো।

  • @santanusantra2020
    @santanusantra2020 Рік тому +11

    দুই বাংলাই অপূর্ব সুন্দর ❤️🇮🇳🇧🇩❤️

    • @mdshahidulislam2571
      @mdshahidulislam2571 Рік тому

      তোরা মমতারে বল যে তিস্তা চুক্তিটা যেন করে।
      এই মানুষগুলারে তোরা শেষ করে দিছিস।

  • @adoralibiswas860
    @adoralibiswas860 Рік тому +1

    Love From West Bengal from🇮🇳 India I Love🇧🇩 Bangladeshi

  • @shehabsajol4559
    @shehabsajol4559 Рік тому +2

    কালকে রাতে নোটিফিকেশন পেয়েছি,কিন্তু দেখতে পারি নাই। প্রিয় ভাই,আজকে দেখলাম 💖🌺

  • @user-sw1um6pk2l
    @user-sw1um6pk2l 7 місяців тому +2

    ওই গ্রামটা আমাদেরই। ওই মানুষগুলো আমি চিনি।আমার দুঃখের সাথেও আমার আনন্দ লাগছে, যে আমার এটা জন্মস্থান।

  • @shohelrana3044
    @shohelrana3044 Рік тому +18

    আমাদের গংগাচড়া বিনবিনা,অনেক ধন্যবাদ ভাই আমাদের বিনবিনার মানুষের কস্টময় জীবন-যাপন তুলে ধরার জন্য।

  • @mdnaiemislamtv6394
    @mdnaiemislamtv6394 Рік тому +44

    বাংলাদেশের মানুষের এত কষ্ট বাংলাদেশ সরকার রোহিঙ্গা নিয়ে ভাবে বেশি নিজের দেশের খবর নেওয়ার টাইম নাই সরকারের 🥰🥺

    • @GOLI570
      @GOLI570 Рік тому

      চুরি করবে না জনগণের দুর্ভোগ দেখবে 🙄

  • @MrKhan-jl7fy
    @MrKhan-jl7fy Рік тому +8

    অসাধারণ গ্রাম বাংলা দেখলে কষ্ট ভুলে যাই আবার অনেক আঘাত পাই নদি ভাংগা মানুষের কষ্ট দেখে। যারা দেশকে লুটে খায় প্রকল্প দুর্নীতি যারা করে তাদের হৃদয়টা এবং চোখ পাথর দিয়ে তৈরি কিছুই দেখতে পায়না এই কষ্ট জড়িত মানুষের কান্না তারা দেখেনা।
    হে আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে প্রাকৃতিকভাবে আপনি এই মানুষদের রক্ষা করেন।

  • @shuvokhan675
    @shuvokhan675 Рік тому +9

    ভাই চরের মানুষের ভিডিওগোলি অনেক ভালো লাগে,,, এমন ভিডিও আরো দেখতে চায়😍😍😍😍

  • @alamgirhossen530
    @alamgirhossen530 Рік тому +8

    তিস্তা পাড়ের মানুষের কস্টের কথা অনেক শুনেছি কিন্তু আজ এই ভিডিওতে দেখলাম। তিস্তা পাড়ের মানুষের কস্টের প্রকৃতচিত্র তুলে ধরার জন্য (সালাউদ্দিন সুমন) ভাই কে অসংখ্য ধন্যবাদ।

  • @Ammbb92
    @Ammbb92 Рік тому +1

    11:18 বৃদ্ধা মাসিমার ফুপিয়ে ফুপিয়ে কাদা দেখে আমার মনটা ভাঙলো, 😓
    কিন্তু কি আর করতে পারবো, প্রকৃতির ওপরে কারো হাত চলে না।
    শুধু এটুকুই বলবো ভগবান ভালো রাখুক এপার ওপার দুই বাংলার মানুষকে ❣️💌
    ~ ধন্যবাদ সুমন দাদা 🙏

  • @sabirahamed1567
    @sabirahamed1567 Рік тому +2

    দেশে ফিরে এসেছেন তাহলে। জানি আপনি খুবই ব্যস্ত থাকেন কিন্তু মন্তব্যে জবাব দেবার সময় এবং গুরুত্ব দুটোই থাকা প্রয়োজন। সাধারনত আপনার কোন প্রতিবেদন বাদ দেয়া হয়না। তেমনি কোন বিজ্ঞাপন এড়িয়ে না গিয়ে পুরোপুরি দেখি, কারন তাতে ভাল ইউটিউব আয় হয়।
    ভিডিওটির থামনেল বা প্রচ্ছদ সত্যিই অসাধারণ। তিস্তা অঞ্চলের মানুষের জীবন যাপনের বাস্তব সচিত্র প্রতিবেদন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভাল থাকবেন শুভকামনা।

  • @ShorifulIslam-br3yl
    @ShorifulIslam-br3yl Рік тому +14

    আল্লাহ এই অসহায় মানুষের কষ্ট গুলো দুর করে সব কিছু স্বাভাবিক করে দিন।আমিন,,🤲

  • @shohorcity
    @shohorcity Рік тому +14

    এখনকার কথা নয় আরো ১৫-২০ বছর আগে যখন গ্রামে যেতাম তখন তাদের আচার আচরণ দেখলে মনে হতো তারা জান্নাতি মানুষ এরকম মানুষ পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়

  • @rathindranathchakraborty4797
    @rathindranathchakraborty4797 Рік тому +18

    সত্যি সত্যি অসাধারণ, চরের মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখে অশ্রুসিক্ত না হয়ে পারা যায়না! উপস্থাপনা দারুণ! অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা!

  • @suraviroy7366
    @suraviroy7366 Рік тому +1

    খুব খুব ভালো লাগলো, ধন্নবাদ ৷

  • @sabbirahmed1251
    @sabbirahmed1251 6 місяців тому

    রংপুরের মানুষের দেখে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের শিক্ষা নেওয়া উচিত মানবিকতা।

  • @mehedihasanniloy4654
    @mehedihasanniloy4654 Рік тому

    তিস্তা নদী থেকে আমার বাসা কিছু দূরে, আপনি অনেক কাছেই আমাদের গ্রামের সত্যি আপনার ভিডিও তে এসব তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ- আপনি ছাড়া আর কেউ পারবে না এগুলো করতে

  • @auliabd1798
    @auliabd1798 Рік тому +10

    স্যার আপনার নদী অঞ্চলের ভিডিও গুলো অনেক ভালো লাগে

  • @zalal7073
    @zalal7073 Рік тому +1

    আহারে জীবন, কতো কষ্টে মানুষ জীবিকা ধারণ করতেছে তা আপনার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না ভাই

  • @russelrana8692
    @russelrana8692 Рік тому +14

    আল্লাহ এই চরবাসীদের হেফাজত করুন। আর দুর্নীতি বাজদের হেদায়েত দান করুন নতুবা ধ্বংস করে দিন🤲

  • @podippoddar7374
    @podippoddar7374 Рік тому +4

    মনের মানুষ সুমন ভাই ভারত🇮🇳 থেকে দেখছি

  • @monirkhankhan7591
    @monirkhankhan7591 Рік тому +24

    চরে বসবাস করা মানুষের দুঃখ কষ্ট দেখে অনেক খারাপ লাগে। আল্লাহ্ সবাইকে শান্তিতে রাখুন।

  • @nirobnishan1169
    @nirobnishan1169 Рік тому +1

    সুমন ভাই একজন সাদা মনের মানুষ ❤️❤️❤️

  • @robiulhoq2750
    @robiulhoq2750 Рік тому +12

    কি হবে এতো উন্নয়নের গল্প শুনিয়ে,😭

  • @Shotvideo32
    @Shotvideo32 Рік тому +10

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশে এখন কত অসহায় মানুষ আছে সেগুলো দেখে মনটা যেন কেঁদে উঠলো

  • @mdbayazid6586
    @mdbayazid6586 Рік тому +17

    এসব মানুষের দুঃখের জীবন তুলে দরার জন্য ধন্যবাদ।যারা সুখে আছে তারা বুঝতে পারবে এসব মানুষ কত কষ্ট করে তাদেরকে বেচে থাকতে হয়।

  • @khanasaharoy7621
    @khanasaharoy7621 Рік тому +4

    সুমন, তোমার উপস্থাপনা সহজ সরল প্রাণবন্ত। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

  • @snkarroychoudhury9128
    @snkarroychoudhury9128 Рік тому +2

    সুমনভাই, আপনার ভিডিওর তুলনা নেই। যেন তিস্তা নদীর পাড়ের দুঃখ বিদূর ইতিহাস।
    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @riponmiah3662
    @riponmiah3662 Рік тому +3

    বাংলার আসল চেহারা এইগুলো,,,বিশেষ করে ঐ এলাকার মানুষগুলো সবসময় কষ্টে জীবন যাপন করে।

  • @sanjidyt9745
    @sanjidyt9745 Рік тому

    সালাউদ্দিন সুমন ভাই আপনাকে হাজারও ধন্যবাদ। তিস্তা নদীর প্রতিবেদনটি প্রজার করার জন্য। আমার বাড়ী তিস্তা নদী, কালমাটি, লালমনিরহাট। 1988 সালে নদী ভেঙ্গে এখন লালমনিরহাট সদরে কর্মরত রহিয়েছি। আমাদের দুঃখের সাথি কেউ হতে চায় না।

  • @uzzalhossen7775
    @uzzalhossen7775 Рік тому +7

    খুবই দুঃখজনক ব্যাপার সুমন ভাই এই চোড়ের মানুষগুলোর জন্য কিছু করা দরকার আপনার।

  • @ibrahimkhalil-qi4qn
    @ibrahimkhalil-qi4qn Рік тому +2

    আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়ি ২০০৫ সাল। আজও আমার মনে পরে সেই আমার নয়নাভিরাম গ্রামের কথা। আমি ছোট বেলায় যে খেলার সাথীদের সাথে খেলতাম আজও আমার সেই খেলার সাথীদের কথা মনে পরে মন খারাপ হলেই। ইচ্ছে হলেও তাদের সাথে আর দেখা হয় না কেননা বিভিন্ন জন বিভিন্ন এলাকায় চলে গেছে।২০০৫ সালের পর থেকে আমি আর নিজের মনের আনন্দে ঘুরতে পারি না। এখন যেখানে আছি সেখানে অধিকাংশ মানুষই পরিচিত হলেও তাদের সাথে আমার অন্তরের মিল হয় না। মনে হয় আবার যদি ফিরে পেতাম আমার সেই গ্রাম সেই স্মৃতি সেই খেলার সাথী 😪😪

  • @subhankarnaiya5312
    @subhankarnaiya5312 Рік тому +11

    সত্যি নদী চড়ের গ্রামবাংলার দৃশ্য অতি মনোরম, কিন্তু একটু হৃদয় থেকে চিন্তা করলে স্পষ্ট বোঝা যায় ওখানকার মানুষের কঠিন জীবন যাত্রা। এযেনো এক অসহায় জীবন যাত্রা, খুবই কষ্টকর।
    সুমনদা পকেটমারা প্রকল্পের যে পায়েলিংটা দেখলাম এযেনো এক বিচিত্রকর প্রকল্প। খুব কষ্ট লাগল।
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যদি এই ভিডিও দেখে ওখানকার সকারি দপ্তরের টনক নড়ে, যদি তাদের উন্নতি ও উন্নয়নে জন্য কিছু করে। 🙏🙏🙏

  • @faiazkarim4265
    @faiazkarim4265 Рік тому +8

    চর অঞ্চলের মানুষের করুন জীবনযাত্রার বাস্তব চিত্র সারা বাংলাদেশকে জানানোর জন্য সুমন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।সত্যিই মনটা নাড়া দিয়ে গেল😓

  • @anowarhossen2758
    @anowarhossen2758 Рік тому

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে গ্ৰাম বাংলার ঐতিহ্য

  • @mdnazmulhasan4694
    @mdnazmulhasan4694 Рік тому +2

    সুমন ভাইয়ের আমার অনুরোধ শারিয়াকান্দি উপজেলার যমুনা চরের মানুষের জীবনের কথা গুলো প্রতি বেদন করবেন।

  • @chittabiswas9920
    @chittabiswas9920 Рік тому +5

    ধন্যবাদ সুমন ভাই । সর্বহারার মনুষ্যত্ব চিরকাল অমর । নমস্কার নেবেন, ভাল থাকুন ।

  • @kanizfatema8958
    @kanizfatema8958 Рік тому +4

    আপনার মাধ্যমে কত অজানা ও নির্মম কষ্টের ব্যাপার গুলো জানতে পারি,
    আমি রংপুরে থাকি, অথচ জানতামই না, আপনাকে ধন্যবাদ

  • @samarchakraborty2511
    @samarchakraborty2511 Рік тому +2

    সুমন ভাই তুমি সত্যি একজন মানুষ তোমাকে কোটি কোটি সালাম ।।

  • @MDSALAUDDIN-no2ir
    @MDSALAUDDIN-no2ir Рік тому +2

    দেখে খুব পুরাতন দিনের কথা মনে পড়ে গেল,,,

  • @alamgirkabir3514
    @alamgirkabir3514 17 днів тому

    সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না

  • @safar0075
    @safar0075 Рік тому +51

    বাংলাদেশ সরকারের উচিত এইসব অসহায় মানুষদের সকল সুজগ সুবিধা দেওয়া। Indian থেকে ভালোবাসা নিবেন সুমন ভাই।

    • @mrsjahanarakhatunlipi180
      @mrsjahanarakhatunlipi180 Рік тому

      সরকার চেষ্টা করছে কিন্তু কিছু লোভী মানুষ তার সুযোগ নিচ্ছে।

    • @tamzidislam6467
      @tamzidislam6467 Рік тому +3

      এইটার প্রধান কারন যে ভারত তা কী আপনি জানেন

    • @tamzidislam6467
      @tamzidislam6467 Рік тому +3

      অসময়ে বেশি পরিমান পানি ছারে, আর সঠিক সময়ে পানি দেয়না

    • @rafiul2.0
      @rafiul2.0 Рік тому +2

      বাংলাদেশে সরকার আছে?

    • @tamzidislam6467
      @tamzidislam6467 Рік тому +1

      @@rafiul2.0 কথাটা একেবারেও মন্দ বলেননি

  • @voiceofamirali8982
    @voiceofamirali8982 Рік тому +1

    সুমন ভাই আপনাকে যত দেখছি ভালবাসা আরোই বেড়ে যাচ্ছে💞💞💞

  • @shamimash7627
    @shamimash7627 Рік тому +2

    আল্লাহর কাছে অনেক দোয়া রইল এই মাটির মানুষ গোলির জন্য

  • @sahalam5605
    @sahalam5605 Рік тому +3

    সত্যিই অসাধারণ

  • @shakibkhan4241
    @shakibkhan4241 Рік тому +4

    ছেলেটা একজন ভালো মানুষ,আল্লাহ যেন তার নেকহায়াত দান করে।(আমিন)

  • @akteruzaman282
    @akteruzaman282 Рік тому +3

    আমি শাইখ সিরাজ স্যারের হৃদয়ে মাটি ও মানুষ এবং সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখি।তারা দুজনেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছেন।ধন্যবাদ সুমন ভাই, এগিয়ে যান।

  • @mdocikur3417
    @mdocikur3417 Рік тому

    এ যেনো জীবন সন্ধা বেলা ঘনিয়ে আসার মুহূর্ত।
    সর্বহারা

  • @mdyousufali7760
    @mdyousufali7760 Рік тому +3

    চর শব্দটা দেখলেই ছুটে আসি ভিডিও দেখার জন্য

  • @hatemhatem9452
    @hatemhatem9452 Рік тому +2

    সুমন ভাই আপনার সব ভিডিও দেখি। আমার অনেক ইচ্ছা আপনার সাতে এ সব গ্রামে গুরে বেরাই।

  • @mohammadfarhadreja3219
    @mohammadfarhadreja3219 Рік тому +14

    সুমন ভাই, এমন একটা দুঃসহ স্মৃতির ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার লক্ষাধিক মানুষ। এখনো ভেঙেই চলছে শতশত একর জমি।
    আপনার একটা ডকুমেন্টারি করার অপেক্ষায় রইলাম ভাই।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Рік тому +6

      শিগগিরই আসবো ভাই

    • @mohammadfarhadreja3219
      @mohammadfarhadreja3219 Рік тому +1

      @@SalahuddinSumon আপনার সাথে কথা বলার উপায় খুঁজচ্ছি অনেক আগ থেকেই।আপনার প্রত্যেকটি ডকুমেন্টরী আমি দেখার চেষ্টা করি যখনই চোখে পড়ে।

    • @mahmudakhatun4503
      @mahmudakhatun4503 Рік тому

      @@SalahuddinSumon b

    • @shahinurrahman8320
      @shahinurrahman8320 Рік тому

      @@SalahuddinSumon @ thanks for the highlighting the untold story!

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 Рік тому +4

    গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটি সুন্দর গ্ৰামীণ জনপদের সুখ দুঃখের বিষয় সমূহ আমাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি সালাউদ্দিন সুমন ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সালাম।
    আমাদের প্রাণের দেশ " বাংলাদেশ" সরকার কে অনুরোধ এই গ্ৰামীণ অবহেলিত জনপদের মানুষদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য। তাদের দুঃখ নিবারণের জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ করছি।

  • @mdlahaz3856
    @mdlahaz3856 Рік тому

    সালাউদ্দিন ভাই আপনার ভিডিও দেখে অনেক শান্তি পায় সে শান্তির মাঝে অনেক কষ্টও থাকে ধন্যবাদ।

  • @adnanmaruf3420
    @adnanmaruf3420 Рік тому +1

    ভাই খুব ভালোবাসি আপনাকে, দোয়া করি অনেক দূর এগিয়ে যান আপনি ❤️👍

  • @asadali1562
    @asadali1562 Рік тому

    আমি ভাৰত থেকে দেখছি।চুমন ভাই আপনি যে চৰ নিয়ে ভিডিয় বানান তা আমি যত বাৰ দেখি তাতে নতুন নতুন ঠাই মানুশেৰ জীৱন ধাৰা দেখে ততই অভিভুত হয়।

  • @juranmalo5703
    @juranmalo5703 8 місяців тому

    সুমন ভাই গাঁওলীয়া মানুষর জীবন 🎉উপস্থাপন করা কারণে ধন্যবাদ।

  • @mdalaminislam9983
    @mdalaminislam9983 Рік тому +14

    সত্যি খুব কষ্টের উনাদের জীবন আমাদের কত ভাল রেখেছে আমাদের আলহামদুলিল্লাহ ...
    আল্লাহ সকল নদীর পাড় মুখী বিপদ গোষ্ঠী লোকদের আল্লাহ ভাল রাখুক আমিন...

  • @tapandas9230
    @tapandas9230 8 місяців тому

    সুমন ভাই, চোখে জল এসে যায়। প্রকৃতি কত ভয়ঙ্কর।এর অনেক টাই মানুষের সৃষ্টি।

  • @tahermirja9262
    @tahermirja9262 10 місяців тому +1

    প্রকৃতি দেখতে ভালোই লাগে,কিন্তু প্রকৃতিতে মিশে থাকা মানুষদের কষ্ট ভাবতেই মন কেদে উঠে,,

  • @juranmalo5703
    @juranmalo5703 8 місяців тому

    সুমন ভাই গাঁওলীয়া মানুষর জীবন উপস্থাপন করা কারণে ধন্যবাদ।

  • @bibhor1529
    @bibhor1529 Рік тому +6

    Very heart and soul touching vlog😢
    May Almighty Allah (SWT) always bless us all with HIS blessings.Ameen Summa Ameen..🤲🏻🌸🍃

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 Рік тому +1

    ব্যথিত চিত্তে দেখিলাম মানুষের দুর্দশা
    হে ঈশ্বর! দেখাও ওদের সঠিক পথের দিশা।
    ঐ মানুষ গুলো তো করেনি অপরাধ কোনো
    তবে বারবার নেমে আসে বিপদ কেন?
    ধন্যবাদ সুমন ভাই।

    • @zack-love-rose
      @zack-love-rose Рік тому

      কিন্তু এর জন্য দায়ী ভারত সরকার। তাদের তৈরি তিস্তা ব্যারেজ এর জন্য বর্ষাকালে ভয়াবহ বন্যা দেখা দেয় আবার বর্ষা শেষে খরা। 😔

  • @razuhoq72
    @razuhoq72 Місяць тому

    এই মানুষগুলোই এই সোনার বাংলার সোনার মানুষ। আমরা অমানুষগুলো শিক্ষা নেয়া উচিৎ, এই বৃহৎ ও উদার মনের মানুষগুলো থেকে।

  • @sultana605
    @sultana605 Рік тому +8

    আহা কি সুন্দর জীবন🥰🥰 শহুরে জীবনের কারনে এই সোনালী জীবন গুলা হারিয়ে যাবে।খুব আফসোস হচ্ছে এই যুগ টা চলে গেলে কি হবে গ্রাম জন পদের😢😢এক সময় কি ছিলো আর এখন কি😢😢আর কতটুকু বেচে আছে, একদিন সব ফুরিয়ে যাবে,গ্রাম বলে কিছু থাকবে নাহ😭😭

  • @rjjakariakhanofficial4356
    @rjjakariakhanofficial4356 Рік тому +1

    অথচ আল্লাহর কাছে আমরা কত অভিযোগ করি । আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দেও। সবার দুর্দশা দূর করে দাও।

  • @shakilking2040
    @shakilking2040 Рік тому +3

    গ্রামীণ জীবনের বাস্তব চিত্রগুলো তুলে ধরলেন 🌳🌾🌦️

  • @mokarrom257
    @mokarrom257 Рік тому +10

    ধন্যবাদ সুমন ভাই🖤
    বিনবিনার চর এর মানুষের দুঃখকষ্টে মিশে থাকা জীবনধারা আমাদের মাঝে খিব সুন্দর ভাবে উপস্থাপন করার।আল্লাহ সহায় হোক।

  • @user-ui7xe1lx5k
    @user-ui7xe1lx5k Рік тому +1

    নদী ভাঙা গৃহহীন মানুষ গুলোর আক্ষেপ সত্যি বেদনাদায়ক। অবিলম্বে তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করা হউক

  • @-TiMithu-FBID
    @-TiMithu-FBID Рік тому +3

    তাদের কষ্টের কথা শুনলে নিজের চোখে এমনিতেই পানি চলে আসে, আল্লাহ্ আমাকে তৌফিক দিলে তাদের মতো মানুষের সেবা করব ইনশাআল্লাহ্

  • @anupamdolai7801
    @anupamdolai7801 Рік тому +18

    বাংলাদেশের সব গুলো চরের মানুষের কষ্ট অনেক , বাংলাদেশ সরকারের সাহায্য করা দরকার এদের খুব কষ্ট , মানুষ গুলোর চোকে জল দেখে বুঝা য়াই 🥺

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 Рік тому +2

    ওফফফফফ কী করুণ 😭😭😭😭 সালাউদ্দিন সুমন ভাইয়ের এই ধরণের ভিডিওগুলো দেখলে আপনার চোখ বেয়ে অনবরত জল ঝরে পড়বে। খুববববববব দারুণভাবে সালাউদ্দিন সুমন ভাইয়ের উপস্থাপনা। অধীর আগ্রহে অপেক্ষা করি সালাউদ্দিন সুমন ভাইয়ের সবগুলো ভিডিওর জন্য।

  • @anisurrahman6439
    @anisurrahman6439 Рік тому

    সব কিছু থাকার পরেও আমি মানসিক ভাবে কসট পাচ্ছিলাম চর মানুষের জীবন যাপন দেখে নিজেকে অনেক অনেক সুখী মানুষ মনে হচ্ছে

  • @forkanahmedkhan5365
    @forkanahmedkhan5365 3 місяці тому

    মন ছুঁয়ে যায় সুমন ভাইয়ের ভিডিও দেখে। চরের জীবন আনন্দ বেদনায় ভরা।

  • @hadisalhasan496
    @hadisalhasan496 Рік тому +6

    এমন দেশটি কোথাও খোজে পাবেনা কো তুমি,সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি ❤️❤️❤️

  • @muftimuhammadaliqasemi
    @muftimuhammadaliqasemi Рік тому +3

    সত্যিই চোখে পানি চলে আসলো

  • @dibyenduroy999
    @dibyenduroy999 Рік тому

    কোচবিহার থেকে দেখছি।।।। অভিজ্ঞতা।।।। কঠিন জীবন।।। আন্তরিকতা য় ভরপুর ভালোবাসা 👌

  • @mdnur98
    @mdnur98 Рік тому +5

    সুমন ভাই ভালোবাসা রইলো💕

  • @mdhalim646
    @mdhalim646 Рік тому +3

    ভালো আছেন ভাইয়া আপনার জন্য জীবনে অনেক কিছু দেখতে পেলাম এই অসহায় মানুষের জীবন যাবন এত কষ্টের আপনার ভিডিও গুলো না দেখলে বুঝতে পারতামনা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ভালো থাকবেন ভাইয়া আর আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিবেন

  • @NurAlam-ns9ss
    @NurAlam-ns9ss 8 місяців тому

    আপনার ভ্রমণের প্রতিবেদন গুলো ভীষণ সুন্দর লাগে।দেখতে পাই গ্রাম বাংলার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা,মানুষের সহজ সরল জীবন যাত্রা। যেখানে নেই অতিরঞ্জিত কিছু লোক দেখানো প্রয়াস। আছে সুধু প্রবাহিত জীবনের ঘটনাবলী। পশ্চিমবাংলার (জলপাইগুড়ি) থেকে।

  • @PolliNoor
    @PolliNoor Рік тому

    ধন্যবাদ সালাউদ্দিন ভাই, অনেক দোয়া রইল আপনার জন্য, হয়তো কোনদিন আপনার এই প্রতিবেদন বদলে দেবে এইসব দুখী মানুষের ভাগ্য।

  • @nasreenahmed159
    @nasreenahmed159 Рік тому +1

    I love this beautiful video.

  • @rabbishorif5408
    @rabbishorif5408 Рік тому

    রংপুরের নিউ জুম্মাপাড়া থেকে দেখলাম,, অনেক সুন্দর লাগলো

  • @asabuhanif3183
    @asabuhanif3183 Рік тому +1

    আল্লাহ বিনবিনা চর বাসীদের কে হেফাজত করুন।আমীন