মোটা চাল আর মসুর ডালের মজার খিচুড়ি || বিনবিনার চর : পর্ব-০২ || Binbinar Char Part 02 || Rangpur
Вставка
- Опубліковано 6 лют 2025
- বিনবিনার চরের মোটা চাল আর মসুর ডালের মজার খিচুড়ি।
Contact :
sumonmcj@yahoo.com
#binbinar_char #rangpur #বিনবিনার_চর #রংপুর
গরিব মানুষের মন অনেক বড় হয়, যতই কষ্ট থাকুক না কেনো তারা অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনা। এই আন্টি তারই এক দৃষ্টান্ত। ❤️ 🇮🇳
@@RukonKhanOpu আপনার মত তারা এত সম্পদশালী না যার যেইটুকু আছে তার সাধ্যমতো চেষ্টা করে আপ্যায়ন করতে তার যে টেকু সামর্থ্য ততটুকু করছে
@@Viralbd364 👍👍👍👍👍
@@RukonKhanOpu ata chor onchol akane bazar nai hat bazar thakle hoyto appayon ta aro onek valo hoto
ua-cam.com/video/eEx9vM77yj4/v-deo.html
একদম আমার মনের কথা
উপস্থাপনা ১০/১০
ভিডিও ধারণ ১০/১০
ব্যাকগ্রাউন্ড মিউজিক ১০/১০
কন্টেন্ট ১০/১০
দৃশ্যায়ন ১০/১০
সালাউদ্দিন সুমন মানে ফুল প্যাকেজ।
খুব মায়া লাগে এই মানুষ গুলোর দুঃখ-কষ্ট দেখে ! আল্লাহ্ যেন তাঁদের প্রতি দয়াশীল হন !
খুব ভাল nice & beautiful
আমিন ❤😢
আমিন ❤❤
সুমন ,তুমি মানুষের মনের সবচেয়ে দামি কথাটি বলেছ "মানুষের বিচার করা উচিত তার মানসিকতা দিয়ে তার ধন দৌলত দিয়ে নয়"।
শুধু এই একটি বাক্য এর জন্য তোমার মানবিকতার নোবেল পুরস্কার পাওয়া উচিত।
ভালো থেকো ।
বাছ বিচারের বাতুলতা নেই, সবাই তার আপন
সে যে অন্য কেউ নয়, এ যে আমাদের
ভাই সুমন।
ধন্য আপনি, ধন্য আপনার জীবন্ত
উপস্থাপনা
সুস্থ্য থাকুন, ভালো থাকুন
এই শুধু কামনা।
ধন্যবাদ সুমন ভাই ।
অনেক ধন্যবাদ সুব্রত দা❤️
ua-cam.com/video/eEx9vM77yj4/v-deo.html
ঠিক কথা বলেছেন দাদাভাই।
অনেক ধন্যবাদ আপনাকে।
সুমন ভাইয়া একজন মহান মানুষ।
@@ashrafulkabir7464 অনেক অনেক ধন্যবাদ। এই সম্ভাষণ আমাকে কেউ কোনো দিন করে নাই। অনেক ভালো লেগেছে।
আপনি একজন বাংলাদেশের বিখ্যাত মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চিনি-জানি। আপনার উপস্থাপনা খুব সুন্দর, বেশ শ্রুতি মধুর। ভাষার উপর আপনার বেশ দখল আছে-- সম্ভবত আপনি বগুড়ার লোক, আপনার কথায় কোনও আঞ্চলিক টানও নেই। বেশ সহজ ও সাবলীলভাবে আপনি উপস্থাপনা করেন-- অনেক ধন্যবাদ জানাই।
সরকার পদক্ষেপ নিতে হবে।
রাইট
বিনবিনাচরের প্রথম পর্ব দেখে দ্বিতয় পর্ব দেখার জন্য মনটা বেকুল হয়ে ছিল অবশেষে দেখলাম, খুব ভালো লাগলো সুমন ভাইকে অভিন্দন
সত্যি বলতে দাদা হটাৎ করেই একদিন তোমার এই ভিডিও আমি দেখি তার পর থেকে মুগ্ধ হয়ে গেছি 🥰 কি সুন্দর ভাবে সব কিছু তুলে ধরেন 😊
Hi beautiful❤🌹🙋
জানিনা কেনো গ্রাম এর ভিডিও দেখলে বুক টা হাহাকার করে গ্রাম এ যাওয়ার জন্য, চোখে পানি চলে আসে...চর এলাকার গ্রাম এর মানুষ দের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে. অনেক ভালোবাসা সুমন ভাই অনেক ধন্যবাদ সবসময়. ❤️
ভাই আপনি আমার মনের কথা বলছেন গ্রামের এসব ভিডিও দেখলে আচমকা মনের কোণে চোঁখে জল এসে যায়, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
ছোটবেলা থেকে ঢাকা শহরে সবসময়ই বাস করে এরপর বহু বছর ধরেই বিদেশে থাকার পরও এখনও গ্রামের এমন ভিডিও দেখলে সেখানে যেতে মন কেন যে হাহাকার করে উঠে আজও বুঝিনা ❗
,, ঠিক বলছেন ভাই
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চরখানপুরের আপনার প্রতিটি ভিডিও আমি সেভ করে রেখেছি। আমি মাঝে মধ্যে মন চাইলেই মাঝে মধ্যে দেখি।দেখতে দখতে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। চর বিনবিনা প্রথম পর্ব দেখেও মনটা বিষাদে ভরে গেছে।আর একই কাজ হয়েছ। অপেক্ষায় ছিলাম দ্বিতীয় পর্ব দেখার। আজ দেখলাম। খুবই মুগ্ধ হয়ে দেখলাম। আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল। আবারও কোনদিন এই বিনবিনা চরে গেলে ঐ অসহায় ভদ্র মহিলার জন্য আমি কিছু সামান্য অর্থ আপনার মাধ্যমে পাঠাবো। নিয়ে গেলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Thanks
একটা ভিডিও থেকে এতো শান্তি পাওয়া যাবে না দেখলে বোঝতে পারতাম না ,প্রতিবারিই ভিডিও দেখে শান্তি পাই কি দরদ মাখা প্রকৃতির রূপ ♥️♥️👍
চর খানপুরের আজিজুল ভাই
ফলিমারি চরের মুনসুর ভাই
বিনবিনার চরের ফরহাদ ভাই
সবাই এত আপ্যায়ন করল যা দেখে আমাদের ও অনেক ভালো লাগলো
আপনার তো দেখি সবার নামই মুখস্ত। ভালো থাকবেন।
সত্যিই সুমনদা, আপনার সংলাপ আপনাকে যত শুনি আর যত দেখি আপনার ভিডিওগুলো ততই যেন আপনার ফ্যান হয়ে যায় আপনার ভাষা এবং কাজ ও কথা বলার ভিতরে যেন মনে হয় আমার অনেক কিছু শেখার আছে!
বড়লোকের বাড়িতে অবহেলিত মেহমান হওয়ার চাইতে।
গরীবের বাড়িতে প্রধান অতিথি হওয়া অনেক ভালো।
Thik balsen
মা তো মা এ।আর মায়ের মমতা মিশিয়ে থাকে সন্তানের অন্তরে।অনেক অসাধারণ ভিডিও ছিলো রংপুর এর মানুষের ব্যবহার।
দাদা কি যে ভালো ভিডিও বানিয়েছেন !! কোনো ভাসাই যথেষ্ট নোয় এটা বোঝানোর জন্য যে কত মন ছুয়ে গেছে ভিডিওটি। আপনার এই সাবলীল কথাবলা, ভিডিও ধারণ , সর্বোপরি মানুষের প্রতি ওপার ভালোবাসা প্রতিটি ভিডিওতে ঝরে পড়ে। খুব ভালো থাকুন আপনি।
অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকুন সব সময়।
দাদা আপনার রিপ্লাই আমাকে ধন্য করেছে। একটি হার্ট ইমোজি যথেষ্ট ছিল। খুব ভালো থাকুন আপনি এই প্রার্থনা করি সব সময়।
আমাদের রংপুরে মানুষের মন অনেক সহজ-সরল। আমার জন্মভূমি প্রিয় রংপুর 🌺🌺
খুব ভাল nice & beautiful
Amader Rangpur😊😊😊
Right amader mon Allahamdulla onek boro
এটাই বাংলাদেশের গ্রামের লোক
মানুষের পরিচয় মানুষের সঙ্গ নেওয়া যার মাঝে নিজের অতৃপ্ত সুখ খুজে পাওয়া যায় সেটাই এই ভিডিওর মাঝে দেখিতে পেলাম যা সুমন ভাইয়ে ভিডিও র মাঝে পরিলক্ষিত হয় ধন্যবাদ সুমন ভাই
চর অঞ্চলের ভিডিও গুলো আমাকে মুগ্ধ করে।তাদের জীবনটা অনেক কষ্টের হলেও সুখ রয়েছে তাতে।। অসংখ ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর ভিডিও গুলো আমাদের কে উপহার দেওয়ার জন্য।
tai naki vai
Koy thaken apne
এই তো বাংলার মানুষ । মানুষ গরীব হলে ও হৃদয় অনেক বড়। শুভকামনা রইল ওইসব বড় হৃদয়ের মানুষ গুলোর জন্য।
গরীব মানুষের হৃদয় অনেক মহৎ। তাদের মন অনেক উঁচুমানের। তাদেরকে জানাই হাজার সালাম ও শুভেচ্ছা।
তাদের প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা.. 🇧🇩❣️💘🥀🌷
খুব ভাল nice & beautiful
@@adrishavlog
একটি সুন্দর comment এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো থাকুন ও সুস্থ থাকুন।
বাংলাদেশের মানুষকে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দাদা ৷
@@adrishavlog
অনেক ধন্যবাদ দাদা।
আমিও অনুরোধ করছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের মানুষ যেন আমাদের পাশে থাকে।
প্রকৃতির সৌন্দর্য্য দেখে চোখ জুড়িয়ে গেলো। নদী ভাঙ্গন দেখে চোখটা ভিজে গেল।
গ্রাম বাংলার রূপ যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই
ভাই আপনার নিয়মিত দর্শক আমি।
খুব ভাল nice & beautiful
আমার বাংলার মতো সুন্দর আর কোথাও পাবো না। আলহামদুলিল্লাহ
Karon manush gulo simple kintu Sasokgoshti cruelty, selfish
ফরহাদ ভাইয়ের পিঠে করে পার করা এবং তার মায়ের আতিতীয়তা মাশা আল্লাহ ।
এসব গরীব মানুষের মন মানসিকতা এবং উদারতা দেখে আমাদের সত্যি অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছু থাকার পরও কাউকে কোন সাহায্য করতে চাই না বিপদে পড়লেও আমরা কাউকে সাহায্য করতে চাই না, আর এখানে তাদের তেমন কিছু নেই কিন্তু উদার মন আছে, আর এটাই প্রকৃত মানুষের পরিচয় হওয়া দরকার। ভালোবাসা নিবেন সুমন ভাই আপনার মাধ্যমে এদেরকে দেখতে পেয়ে আমরা সত্যিই অভিভূত। ❤️❤️❤️
Right bolesen Bhai
I was in depression. After watching this video feeling completely thankful to almighty Allah..May Allah bless you brother Sumon..By the way I am also from Rangpur..
❤🥀 Hi
মানুষ গরীব হলে ও হৃদয় অনেক বড়।
মনজুড়িয়ে দেয় আপনার ভিডিওগুলো,,দেশের কথা খুব মনে পড়ে আপনার ভিডিও যখন দেখি,,মনে পড়ে আমার গ্রামের কথা,,মাঝেমধ্যে অনেক ভিডিওর করুন দৃশ্য দেখে আবেগ আপ্লূত হয়ে পড়ি,,, চোখে কখন যে পানি চলে আসে বুঝতেই পারিনা।দোয়া করি সালাউদ্দিন ভাই,,, আপনার জন্য ❤️🖤❤️🇮🇹
ফরহাদ ভাই এর আম্মার মন টা খুব উদার। খালাম্মার জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন খালাম্মার সব দু:খ কস্ত মুছে দেয়। ফরহাদ ভাই এর জন্য দোয়া করি আল্লাহ জেন ফরহাদ ভাই কে প্রতিষ্ঠিত করে দেয়
48সেকেন্ড, বাচ্চা ছেলেটা অনেক বুদ্ধিমান, মাশা আল্লাহ🥰
🥰
শুধু স্নিগ্ধ, সুন্দর মনের মানুষরাই এমন কন্টেন্ট দেখে। এমন মুগ্ধতায় বারংবার সিক্ত হতে মুখিয়ে থাকে। সুমন ভাই ভালোবাসা অভিরাম।🌹
সত্যিই অসাধারণ ভাই আপনার গ্রাম বাংলার ভিডিও।আপনি আমাদের বগুড়া জেলার গর্ব।
সালাউদ্দীন সুমন ভাই আপনি খালাম্মার হাতে রান্না খেয়ে বলছিলেন যে ২৫বছর আগে ফিরে গেছেন,,, ঠিক তেমনি আমিও ২০বছর আগে ফিরে গেলাম বিনবিনার চর দেখে,,, এসব প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে সেই শৈশবের কথা মনে পড়ে গেল,,, এবং খুবি ভালো লাগলো
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকের ভিডিও চিত্র দেখে
খুব ভাল nice & beautiful
এটাই আমার বাঙলা। এমন ইতো হয় আমার বাঙলার মায়ের ভালবাসা। শুভকামনা সুমন ভাইয়ের জন্য এবং গভীর শ্রদ্ধা বাঙলার প্রত্যেক টি মায়ের প্রতি।
.চর এলাকার গ্রাম এর মানুষ দের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে. অনেক ভালোবাসা সুমন ভাই অনেক ধন্যবাদ সবসময়.
আপনার উপস্থাপনা খুব সুন্দর।বেশ সহজ ও সাবলীলভাবে আপনি উপস্থাপনা করেন। মায়ের আতিতীয়তা আর ফরহাদ ভাইয়ের পিঠে করে পার করা অসাধারণ ।
অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য
এই এরাই বাংলার মা,এরাই বাংলার সম্মান, এরাই বাংলার মুখ ওনারা ই বাংলার প্রতিচ্ছবি বাংলার মা বাংলার সাধারন গরিব মা রাই আমার সম্মান, আমি তোমাদের ভালোবাসি মাগো, তোমাদের অনেক ভালোবাসি তোমরা যারা সহজ-সরল সুন্দর বিশাল আত্মার অধিকারী, তোমরাই বাংলার মা।
এই ঋণ কি ভাবে শোধ করবেন ভাই? সবকিছু ভাবতেই আমার চোখে কখন জল চলে আসছে ভাবতেই পারিনি।ভালো থাকুক চরের মানুষ। ভালো থাকেন সুমন ভাই ❤️❤️❤️
শুধু ভাবি আজ কি কমেন্ট করবো ভাষা সব ভাষা শেষ আমি স্তব্ধ এই রকম ভিডিও যদি দেখতে থাকি মাথা কি ঠিক থাকে অসাধারণ বিনবীনার চর চরখানপুর প্রতিটা ভিডিও চোখ যে জুড়িয়ে যায় ভাই ভালো থেকো টাটা ।
নদী ভাঙ্গন মানুষের পাশে সবাই সাহায্য করুন আমীন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাই
গ্রামে গ্রামে ঘুরেন আর মজার মজার গ্রামীন খাবার খান, আহা কি শান্তির! আল্লাহর অশেষ রহমত আপনার উপর! খুব সুন্দর করে গ্রামীণ মানুষগুলোর সাথে মিশে যান খুব ভালো লাগে!
দোয়া রইল, ভালো থাকুন!
সুমন ভাই অসাধারণ আপনার উপস্থাপনা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি গুলো এতো সুন্দর করে প্রকাশ করেছেন।
পুরো ভিডিওটা দেখে নিলাম ভাইয়া ভিডিওটা দেখতে দেখতে চোখের কোনে পানি জমেছে এরকম একটা চরে ২৫ বছর আগে বিয়ে হয়েছিল আমার স্বামী সন্তানদেরকে নিয়ে ঢাকা শহরে বসবাস কিন্তু সব সময় নিজের গ্রামের জন্য মন কাঁদে নিজের জায়গাতে একটা গাছ লাগাতে ইচ্ছে করে আমি খুব প্রকৃতি প্রেমিক গাছ আমার খুব পছন্দ কিন্তু এক ছটাক জমিও আমার নেই যেখানে আমি একটা গাছ লাগাব মাঝে মাঝে ধানমন্ডি লেকের পাড়ে গিয়ে গাছ লাগাই কিছুটা হলেও মনে শান্তি পাই আপনার ভিডিওটা দেখে আজকে আমার এত কান্না পেয়েছে আর ভিডিওটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি আপনাকে কোনোভাবেই বোঝাতে পারবো না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
আমি কলকাতায় থাকি। হটাৎই একদিন সালাউদ্দিন ভাইয়ের ভিডিও নজরে আসে। সেই থেকে প্রতিটি ভিডিও দেখি। খুব ভালো লাগে তার সুন্দর উপস্থাপনা।
আহা! কি মনোমুগ্ধকর উপস্থাপনা 😍
👌
মন মানেনা মনে কয় দেশেচলে আসি ছোটবেলার কথা গুলো মনেপরে যায় কেমন আছেন আপনি
এই মানুষ গুলো হয়তো বিত্তশালী না, কিন্তু তাদের মন আকাশের চাইতেও বড়। আল্লাহ ভালো রাখুক এই নদী ভাঙনের স্বীকার হওয়া অসহায় মানুষগুলোকে।
ধন্যবাদ সুমন ভাই । ক্ষুদিরামের জন্মস্থানের ভিডিও থেকেই নিয়মিত আপনার ভিডিও গুলি দেখছি। দেশ বিদেশের অনেক বাংলা ভিডিও দেখলেও আপনার মত বাঙালি দেখিনি। জাতিগত ভাষার প্রাধান্য দেই । রংপুরের বেতার শিল্পী টুল টুল মণ্ডলের সাথে সম্প্রতি আলাপ হয়েছে। হোয়াটসএপ অনেক কথা হয়। আপনার মনে আছে কিনা জানিনা, আমার এক কালে ঢাকায় বাড়ী ছিল । ভাল থাকুন, নমস্কার নেবেন ।
আপনি ভাই এক আজব মানুষ আপনার মায়ায় পড়ে যাই আমরা সবাই। যেই দেখে সেই মায়ায় পড়ে যায় আপনার মিষ্টিমধুর কন্ঠ আচার-আচরণ দেখে আমি বারবার মুগ্ধ হচ্ছি।
অচেনা বাড়িতে আপনি যে যত্ন পান তা এখনকার কার যুগে বিরল সব মানুষই আপনাকে খুব আপন করে নেয় কারন আপনার চেহারায় বা আচার-আচরণে মানুষ আপনার প্রতি মুগ্ধ হতে বাধ্য
আমার সোনার বাংলা 💚
Sir, love❤ from kolkata,India !
Niec
এটাই বাংলাদেশের গ্ৰামীন বাংলার সহজ সরল মানুষের জীবন যা কিনা পুরো পৃথিবী নামক গ্ৰহে খুজলে পাবেনা...... This is Bangladesh🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভালোবাসার আরেক নাম সালাউদ্দিন সুমন ভাই🥰😍😍😍
🥰
খুব ভাল nice & beautiful
আসসালামালাইকুম ভাইয়া। আমি আপনার নিয়মিত ভিডিও দেখি।বিশেষ করে গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য আমাকে আমার ছেলেবেলায় কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দেই।আমি ভারতের বীরভূম জেলা থেকে দেখছি।আপনি সর্বদাই ভালো থাকবেন আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবেন।
আপনার ভিডিও গুলো গ্রামীণ জীবনযাত্রার চলার পথে গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেন। খুব সুন্দর লাগে যা ভাষা প্রকাশ করার মতন না।❤️❤️❤️❤️
এই ভিডিওটা দেখে হৃদয়টা জড়িয়ে গেল মনে হয় যেন অনেক বছর সময়তে আমি ফিরে গিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ সুমন ভাই কে ভিডিওটি করার জন্য '
কেউ নদীর জল এর জন্যে অসহায়। আর কেউ জল বিনা অসহায় যেমন সাহারা মরুভূমি এক বিন্দু জল এর জন্য মানুষ অসহায়। ধন্যবাদ সুমন ভাই
খুব ভাল nice & beautiful
Hi❤
হায়রে সহজ সরল মানুষ !!!! কত সুন্দর আথিতীয়তা !!! ফরহাদ ভাইয়ের পরিবারকে আল্লাহ রহমত করুন - আমিন
তিস্তা পাড়ের এই মানুষ গুলোই খুবই উদার❤️ আন্তরিক আল্লাহর কাছে প্রার্থনা করি ওদেরকে রখ্যা করুন,,,, আমিন
আপনার মত মানুষকে নিয়ে পুরো বাংলাদেশ গর্ব করতে পারে। প্রকৃতি নিয়ে কথা বলায় যেমন বিয়ার গেইল যেমন অনন্য ঠিক তেমননি ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলার স্টাইল এবং আপনার পার্সোনালিটি বিশ্বমানের। আপনার জন্য দোয়া করি প্রিয় সুমন ভাই।
এই জন্যই রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন শহর ছেড়ে গ্রামে যেতে,খুবই সহজ সরল মানুষ গুলি অবাব অনটনের জীবন,,মাশা-আল্লাহ,,
এভিডেন্স টা দেন মোহাম্মদ কোথায় এ কথা বলেছে?
@@shongshoy.responsepanel কি খবর তোর
Beautiful place I'm sylheti watching from England
গ্রাম বাংলার সৌন্দর্য আহা কতোটাই না সুন্দর ❤️❤️❤️❤️
অনেক কষ্ট ও ধৈর্য সহকারে আমাদের গ্রাম বাংলার হত দরিদ্র মানুষের জীবন জীবিকা তুলে ধরেছেন, দোয়া করি এসব চরের মানুষের জন্য, আর আপনার জন্য অভিনন্দন ও ভালোবাসা রইলো। ❤❤
এত আপায়ন করার জন্য ধন্যবাদ জানাই, ফরাদ ভাইকে ও দোয়া রইল তার সবার জন্য, Love it’s form 🇧🇩🇲🇾
Khub bedonadayak fromIndia
খুব ভাল nice & beautiful
জন্মের পর থেকে শহরেই বেড়ে উঠেছি।তাই গ্রামীণ এইসব দৃশ্যের সাথে পরিচিতি কম।ভিডিওতে প্রতিটি দৃশ্যই স্বপ্নের মত মনে হচ্ছিলো,বার বার ইচ্ছে হচ্ছিলো এই চরে হারিয়ে যেতে।আমি পুরো ভিডিও খুব কম দেখি ,কিন্তু এই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো সময় ধরে দেখেছি । ভিডিও শেষ হওয়ার সময় কেমন একটু আফসোস হইতেছিল,মনে হচ্ছিল ইশ আরেকটু যদি বড় হতো ভিডিওটা। ধন্যবাদ,এত সুন্দরভাবে চরটিকে তুলে ধরার জন্য।বাস্তব জীবনে না পারলেও এইভাবে ভিডিও এর মাধ্যমে হারিয়ে যেতে চাই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
গ্রামের পরিবেশ আর মানুষ খুবই সুন্দর ❤️
সুমন ভাই বুঝতে হবে এটা আমাদের রংপুরের মানুষের ব্যবহার ভালোবাসা
সুমন ভাই গরিব মানুষের মন অসাধারণ, বিশেষ করে এই চরের মানুষগুলি ভালবাসার তুলনা হয় না।
স্যালুট আপনাকে সুমন ভাই
মানুষের ভালোবাসা আল্লাহ প্রদত্ত
কারণ আপনি ও খুব ভালো মা বাবার সুসন্তান
প্রথম আপনি ধনীদের চাইতে মাটির মানুষের কাছে বেশি মিশে যান
আর ওনারা ও আপনাকে বুক উজার করে আপ্যায়ন করে
সব সময় ভালোবাসা থাকবে
আপনাকে যতই দেখছি ততোই মুগ্ধ হচ্ছি আপনি একজন উদার মনের মানুষ ভালোবাসা অবিরাম ভাই
এতটাই হৃদয় বিদারক!!তিলে তিলে গড়া ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয়, নদীর গর্ভে সব বিলীন হয়ে যায়। কতটা কষ্টের সেটা সুমন ভাইয়ের ভিডিও তে স্পষ্ট।
আর এত দুঃখ কষ্টে থেকেও এত আন্তরিক আহ ❤ গলা শুকিয়ে কাঠ হয়ে যায় এদের জীবন যাপন দেখলে 😢
ভাইয়ার ভিডিও দেখলে অন্যরকম ভালোলাগা কাজ করে।মনে হয় আরও বড় হলো না কেন? সবুজের সমারোহ ও মাটির গন্ধ মাখানো ভিডিও দেখতে ভীষণ ভালো লাগলো।
Ami India theke bolchi,apnar sb video amar khub khub bhalo lage r bishesh kore ai gram ar video guli ,gram ar manush ar mon ato vlo j sotti khub valo lage ❤️
নিজের এলাকার ভিডিও অনেক ভালো লাগে💕💕 ধন্যবাদ সুমন ভাই 🥀
পৃথিবীর সেই সবচেয়ে ধনী !
যার একটি সুন্দর মন আছে!
যার মনে নেই কোনো অহংকার !
নেই কোনো হিংসা !
আছে শুধু অন্যের জন্য ভালোবাসা!!!
প্রত্যেকটা চরের ভিডিও দেখে আমি নিজেকে কিভাবে যেন ওদের সাথে রিলেট করে ফেলি মনে হয় ইশ যদি সামর্থ্য থাকত আমি সারাটাজীবন ওদের সাহায্যে কাটাতে পারতাম
অসাধারণ ভাই আপনার উপস্থাপন। মুগ্ধ হয়ে যাই। এই প্রান্তিক মানুষ দের জীবন আপনি ছাড়া এত সুন্দর করে কেউ দেখাতে পারে না।
ভাই এই ভিডিও টা দেখে আমার ছোট বেলার কথা মনে করে চোখে জল এসে গেছে। অসাধারণ ছিল ভাই এই পর্বটি
সত্যি বলতে আমি আর কারু ভিডিও দেখিনা শুধু আপনার ভিডিও গুলো দেখি আর যত দেখি তত মুগ্ধ হয় যেএকটা মানুষ এতো সুন্দর ভাবে কথা বলতে পারে আপনার মতন আর কেউ এমন ভাবে ভিডিও করতে পারবেনা সেটা আমার বিশ্বাস ভালো থাকবেন
I like it❤ অসাধারণ একটি ভ্লগ ভিডিও😊 মিশর থেকে অবিরাম ভালোবাসা রইলো🇪🇬🇧🇩♥️
অসম্ভব সুন্দর হইছে ভাই মন টা ভালো হোয়ে গেছে ❤❤
জীবন আয়ুতে নহে ,
কল্যানপূত কর্মে ৷👍
নিখাদ গ্ৰামীন জীবন, এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য সুমন ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। শৈশবে কাটানো ফেলে আসা স্মৃতি মনে পড়ে গেল।
অসাধারণ স্যার! ❤️😊
গ্রামে গঞ্জের মানুষকে অনেকেই খুব সুখে আছে এবং শান্তিতে আছে বলে আখ্যায়িত করে, যা বাস্তবে ভুল, শুধু আপনি তাদের দুঃখ বেদনাকে প্রকাশ করলেন, যা বাস্তবে সত্য , এদের দেখার মত কেউ নেই। Thanks
This is the best content so far from you . These kind hearted peoples are amazing. May Allah bless them.
সুমন ভাই কোথাও গেলে সেই জায়গার রান্না খাওয়ার জন্য পাগল হয়ে যায়। খালাম্মার রান্না কখন শেষ হবে বারেবারে দেখার মজাটাই আলাদা সুমন ভাইয়ের জন্য। আপনার ভিডিও দেখলে আমার গ্রামের কথা মনে পড়ে আপনার ভিডিও দেখলে গ্রামে না যাওয়ার যে আক্ষেপটা সেটা কিছুটা হলেও পূরণ হয়❤❤❤❤
Thanks for presenting another close to earth video.The rural landscape is captivating and so is the village folks. I spend hours of quality time watching your amazing awesome vlogs. Great job 👏 ❤
Mashah Allah fantastic natural sceneries of Bangladesh. Thanks brother
আহ্ মানুষ কত কষ্টে আছেন উনারা। তবুও তাদের মন কত সুন্দর।
আন্তরিকতা বুঝতে আমাদের রংপুরের গ্রামাঞ্চলে আসেন।আন্তরিকতা বুঝাই দিবে এই ভিডিওর মতো।Proud to be a Rangpurian.🥰
দেশের সরকারের কাছে আমাদের সাধারণ জনগণের দাবি তিস্তা প্রকল্পের কাজ যেন অতি দ্রুত শুরু করা হয়❤🇧🇩🇧🇩🇧🇩
Beautiful Village Peaceful And Prosperous... Greetings From Indonesia 😍😍😍
They are not prosperous at all. Their lives are very hard but they are rich people in their hearts. May Allah bless them and protect them
সারাদিনই আপনার বিডিও দেখি
গরিব মানুষের কাছে যে সম্মান পাওয়া যায় বড়লোকের কাছে তা কখনো আশা করা যায় না♥️
আপনার ভিডিও তো এমনিতেও কোনো তুলনা হয়না। তার মধ্যে মানুষের বাড়ি গিয়ে খানা খান।অসাধারন আপনার ও পেটে শান্তি আমাদের ও মনে শান্তি। অনেক ভাল লাগে।
মাশাআল্লাহ ভাই শুভেচ্ছা রইলো সবসময় বিউটিফুল লাইফ চ্যানেলের পক্ষ থেকে
আপনার কথা বলার মত আমার কাছে কনো ভাষা নাই আপনার মত মানুষ হয় না আমি সত্যি খুব আনন্দিত আজকে এক সমুন ভাইয়ের ভিডিও দেখে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সুমন ভাইর ভিডিও মন চায় সারাদিন ধরে দেখি অসাধারণ সুন্দর সব ভিডিও আমি সমুন ভাইর বিগ ফ্যান অনেক ইচ্ছে আছে ভাই আপনার সাথে দেখা করার