চরখানপুরের চেনা মানুষ || Char Khanpur || Rajshahi

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • চরখানপুরের চেনা মানুষ
    Contact :
    sumonmcj@yahoo.com
    #char_khanpur #charkhanpur #rajshahi #চরখানপুর #রাজশাহী

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 Рік тому +105

    চরখানপুরের মানুষ নয় এ যেন দলিত নিপীড়িত মানুষের হৃদয়ের কথা। চরখানপুরের অনুষ্ঠান কেন জানি না
    হৃদয় ছুঁয়ে যায়। শীতার্ত মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তারা ধন্যবাদার্হ।
    সেই সঙ্গে একম্ অদ্বিতীয়ম্ সুমন ভাই ।
    আপনার সৌজন্যে আমরা বহু অজানা তথ্য অজানা স্হান জানতে পারি ও দেখতে
    পাই। ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

    • @lipika.chumkirahabasu9717
      @lipika.chumkirahabasu9717 Рік тому

      @@DruntoEP 'দলিত' শব্দটি কোনো শ্রেণীকে বোঝাতে তৈরি হয়নি ভাই,এর ব্যুৎপত্তিগত অর্থ হ'ল -সমাজে পদদলিত মানব সম্প্রদায়।তবে হ্যাঁ,এ কথা ঠিক যে,হিন্দু ধর্ম সম্প্রদায়ের নির্মম শ্রেণীবিভাজনে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে 'দলিত শ্রেণী' বলে বিভাজিত করে রাখা হয়েছে। কিছু গোঁড়া ধর্মান্ধ স্বার্থান্বেষী শয়তানের দল যুগে যুগে এই পরম্পরা বাঁচিয়ে রেখেছে।কিন্তু সনাতন হিন্দু ধর্মে এই মানব পীড়ন স্বীকৃত নয় ভাই।
      সালাউদ্দিন সুমন ভাইয়ের মত মানুষ সব ধর্ম সম্প্রদায়ের মধ্যে দিনে দিনে আরো বৃদ্ধি পাক, মনে প্রাণে ঈশ্বর আল্লার কাছে এই প্রার্থনা করি।❤️❤️❤️

    • @mahallamar8564
      @mahallamar8564 Рік тому +1

      ❤kHORSED

    • @DineshGhosh-ie7sd
      @DineshGhosh-ie7sd 7 місяців тому

      ⁰p0q​@@DruntoEP

    • @mdshamimhowlader7308
      @mdshamimhowlader7308 5 місяців тому

  • @ahossain3902
    @ahossain3902 Рік тому +6

    আপনার অন্যন্য পর্ব গুলো ঠিকমতো না দেখলেও, চরখান পুরের পর্ব খুব মন দিয়ে দেখি।

  • @tapandas9230
    @tapandas9230 Рік тому +15

    সুমন ভাই, আপনি সাধারণ মানুষের অসাধারণ মন নিয়ে কত ভালো কথা বলেন। আপনার পর্যবেক্ষণের গভীরতা অনেক।

  • @nidra4200
    @nidra4200 Рік тому +48

    গত দুই মাস ধরে চরখানপুরের ভিডিও, আজিজুল ভাইয়ের অবস্থা জানার জন্য মন ছটফট করছিল। চর খানপুরের প্রিয় মানুষগুলোকে দেখার জন্য মনটা কেমন করছিল। চর খানপুরের মানুষ জনের উপরে কি জানি এক মায়ার সৃষ্টি হয়েছে।
    অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই কে। আমি পশ্চিমবঙ্গ মালদা থেকে বলছি। সকল কমেন্ট পড়তে আসা লোকজনকে আমার ভালোবাসা।

  • @zasimuddin3324
    @zasimuddin3324 Рік тому +80

    বাংলার প্রকৃতি,ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুমন ভাইয়ের উপস্থাপনা আর চর-খানপুর,কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া❤

  • @rashedulislam3604
    @rashedulislam3604 Рік тому +10

    সুমন ভাই আমি আপনার অনেক ভিডিও দেখেছি কোনো দিন কমেন্ট করিনি। আজকে কিছু না লিখে পারলাম না। সত্যি ভিডিওটি দেখে খুব ভালো লাগলো যে, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে তার কারণ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্য, বস্ত্র, বাসস্থান। thanks 👍👍👍👍👍

  • @wahidmuradchwdhuri3122
    @wahidmuradchwdhuri3122 9 місяців тому +7

    সত্যি!!এ প্রামাণ্য চিত্র দেখলে, মাটি ও মানুষের গন্ধ খুঁজে পাওয়া যায় 🥰🥰ধন্যবাদ সুমন ভাই কে।।

  • @fxlearningandearning9236
    @fxlearningandearning9236 Рік тому +9

    আমার আর কিছু বলার নাই, অনেক কান্না করেছি।অনেক ভালোবাসা রহিল সুমন ভাই।

  • @biswajitkirtania9912
    @biswajitkirtania9912 Рік тому +58

    *সুমন দা চড়খানপুরে তোমাকে দেখে খুব ভাল লাগল। তুমি আজিজুল ভাইকে জমি কিনে দিয়ে খুব বড় মনের পরিচয় দিয়েছো।*

    • @hadayetullah520
      @hadayetullah520 Рік тому

      সুরবি কই সালা

    • @hadayetullah520
      @hadayetullah520 Рік тому

      সুরবি গাঙ তুই ওই গাৈ

    • @RahulSorkar-z8y
      @RahulSorkar-z8y Рік тому

      Good job 😊

    • @odvutjibon1607
      @odvutjibon1607 Рік тому

      এই শালা বাটপার
      আজও কিনে দেয় নায়

  • @sohelranaofficial8338
    @sohelranaofficial8338 Рік тому +8

    চর খান পুরের ভিডিও এবং সালাউদ্দিন ভাইয়ের উপস্থাপনায় মনের অজান্তেই যেন হারিয়ে গিয়েছিল গ্রাম বাংলার প্রকৃতিতে

  • @ramendas972
    @ramendas972 Рік тому +3

    Bohut bhalo bhai ami indin hoi kintu sobai manus bhai gorep manus re aru half koro bhai I love my Assam India best to flock good videos

  • @tanveerrafat2046
    @tanveerrafat2046 Рік тому +18

    ২ দিন আগে ভাবছিলাম এই গরমে আর রোজার মধ্যে আজিজুল ভাই কেমন আছেন। যদিও এটা আগে ধারণ করা তবুও আজিজুল ভাইকে দেখে মন ভালো হয়ে গেলো। ধন্যবাদ সালাউদ্দিন ভাই।😊😊 আল্লাহ মনের কথা শুনেছেন।
    বর্তমানে আজিজুল ভাই কেমন আছেন একটু জানাবেন ভাই।।❤

  • @mainulhasanmainul1706
    @mainulhasanmainul1706 Рік тому +6

    সুমন ভাই আপনার ভিডিও গুলো আমি সবসময়ই দেখি । আপনার ভিডিও এবং কথা গুলো আমার হৃদয় ছুঁয়ে যায়,আমার সালাম নিবেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হায়াত বারিয়ে দেন।

  • @murshedali9691
    @murshedali9691 Рік тому +4

    সুমন ভাই কে অনেক ধন্যবাদ , সঙ্গে কম্বল দানকারী ভাই কে অনেক ধন্যবাদ। ভারত পশ্চিমবঙ্গ, বর্ধমান।

  • @farhantanzidshiyam
    @farhantanzidshiyam Рік тому +87

    জীবনের অন্য এক রূপ..! চরের মানুষের জীবনমান দেখলে মনে হয়, অনেক সুখে শান্তিতে আছি।
    আলহামদুলিল্লাহ.. ❤

  • @uttaramukherjee1738
    @uttaramukherjee1738 Рік тому +6

    অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম চরখানপুর আর আজিজুল ভাইয়ের সাথে তোমার ভিডিও দেখব বলে আর তুমি যে আজিজুল ভাইকে জমি কিনে দিতে চাও এখবর আমরা সবাই জানি, এমন কজন করে জানি না। আহা চরখানপুর যাবার এবারের পথটি বড়োই সুন্দর লাগলো, মনপ্রাণ জুড়িয়ে গেল। পরের ভিডিও র অপেক্ষায় রইলাম ভালো থেকো।

  • @mdsajib9496
    @mdsajib9496 7 місяців тому +3

    মালদ্বীপ প্রবাসী সুমন ভাই আপনার ভালো কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @স্বপ্নেরপৃথিবী-গ৭ষ

    সালাউদ্দিন সুমন ভাইয়ের ভি‌ডিও প্রামান‌্যচিত্রগু‌লো স‌ত্যিই ম‌নোমুগ্ধকর। মনটা ভ‌রে যায়, যেন সব কিছু ভু‌লে হা‌রি‌য়ে যাই তার এই প্রামান‌্যচি‌ত্রের গভী‌রে।
    অসংখ‌্য ধন‌্যবাদ সুমন ভাই আপনা‌কে।।❤❤

  • @mdrabbani9637
    @mdrabbani9637 7 місяців тому +3

    চরখানপুরের আজিজুল ভাই এবং চরখানপুরের মানুষ ওনেক ওনেক দরিদ্র এই মানুষদের সাহাজ হাত আমাদের বেড়ে দেওয়া উচিত।
    সুমন ভাইয়া আপনার প্রতি ভালবাসা আভিরাম ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @juyelsk2398
    @juyelsk2398 Рік тому +2

    অসাধারণ সুমন ভাই খুব সুন্দর লাগছে আপনার কাজ গুলো দেখে

  • @WonderOfTheWorld
    @WonderOfTheWorld Рік тому +3

    দারুন একটি ভিডিও। আপনাকে ধন্যবাদ। এমন সুন্দর চর সম্পর্কে আপনার ভিডিও থেকে প্রথম জানলাম। আশা করি এমন সুন্দর ভিডিও আরো দেখতে পাব।

  • @tusherkantimazumdar8563
    @tusherkantimazumdar8563 Рік тому +3

    ভাইজান আদাব নিবেন। আপনার যতো ভিডিও দেখেছি সবগুলিই সেরা। তার পরও এই ভিডিওটি আমার কাছে স্বরণীয় হয়ে থাকবে। উপস্হাপনা, ব‍্যাকগ্রাউন্ড মিউজিক, টাইমিং, নারী মেম্বারের চরের বাস্তব কথা ও আজিজুল ভাই এর আঞ্চলিক ভাষা "কি কহছিন আপনি" এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। দারুণ দারুণ দারুণ।

  • @ahmedsumon.....1657
    @ahmedsumon.....1657 Рік тому +6

    চরখানপুর, আহ কত সাধারণ জীবনযাপন করে অসাধারণ মানুষগুলো। তাদের সীমিত চাহিদা পূরণে কতটা হাড়ভাঙা পরিশ্রম করে মাটির মানুষগুলো।
    সুমন ভাইয়ের কল্যাণে আমরা এই অসাধারণ মানুষগুলোর দৈনন্দিন জীবনযাত্রার সম্মুখ ধারণা পেলাম, তাদের দেখলে ব্যথিত মন কতটা পুলকিত হয়, সে ভাষায় বর্ননা দেওয়া সম্ভব না।
    মহান আল্লাহ্ সবসময় তাদের সঙ্গী হোক এই কামনা রইল। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে।

  • @biplabbarua4754
    @biplabbarua4754 Рік тому +2

    অপূর্ব! একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুমন ভাই।

  • @Eliaspointইলিয়াছপয়েন্ট

    সত্যিই যেন আমি চরখানপুরের আজিজুল আংকেল কে দেখার জন্য আগ্রহে থাকি কেন, জানি না, ধন্যবাদ বাংলার সুমন ভাই

  • @rabeyaparveenkhanadibgoogl94
    @rabeyaparveenkhanadibgoogl94 10 місяців тому +2

    অনেক দোয়া রইল সুমন তোমার জন্য । তোমার সব ভিডিও আমি দেখি । আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুন এবং ভালো ভালো কাজ করার তৌফিক দিন ।

  • @onlinestudysolutionbd
    @onlinestudysolutionbd Рік тому +44

    গ্রামীন পরিবেশের সরল মানুষগুলো, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই এবং ব্যবসায়ী ভাইকে, তাদের পাশে দাড়ানোর জন্য।

  • @razibdas4302
    @razibdas4302 Рік тому +2

    ভাই ,আপনি একজন সাদা মনের মানুষ । আপনার কনঠ খুবই ভালো লাগে আমার । সালাম ও সমমান জানাই আপনাকে ও আপনার সৃষ্টিকর্ম কে । প্রত্যেক ভিডিও দেখি । কুয়েত থেকে দেখছি। ধন্যবাদান্তে রাজিব কুমার শীল ।।

  • @sahiburrahaman7046
    @sahiburrahaman7046 Рік тому +3

    আলহামদুলিল্লাহ। আপনার ভিডিওর মাধ্যমে মানুষের বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা দেখে মন ভরে যাই।

  • @tusarbiswas7273
    @tusarbiswas7273 8 місяців тому +1

    ভিডিওটা খুবই ভালো লাগলো ধন্যবাদ সুমন ভাই।আপনার বিবাহ সহ বহু ভিডিও আমি দেখি।বেশ ভলই লাগে

  • @MdJoy-wk7lp
    @MdJoy-wk7lp Рік тому +23

    ভারতের অরুণাচল প্রদেশের যে কোন ভিডিও থেকে এটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে এগিয়ে যান দোয়া রইল।

  • @aminulamir3934
    @aminulamir3934 Рік тому +1

    ভাই খুব ভালো লাগলো.... আপনার প্রতিটি ভিডিও দেখা আমি

  • @hasinakhan6424
    @hasinakhan6424 Рік тому +22

    কম্বল বিতরণ কারি ভাইকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। মানবতার জয় হোক

  • @skbappa2100
    @skbappa2100 Рік тому +2

    Apner ai video gulor jonno.... Ai manush gulor proti maya laga gia che..... Great work sir... ❤❤❤❤❤❤

  • @mhsohan8863
    @mhsohan8863 Рік тому +3

    সুমন ভাই আজকের ভিডিও আসলে মন শুয়ে গেছে, পদ্মার অপরূপ দৃশ্য এ যেন অন্যরকম এক পদ্মাকে দেখেছি আজকের ভিডিও দেখে পদ্মাকে নতুনভাবে চিনতে ইচ্ছা হলো মনে হচ্ছে চলে যায় চর খানপুরে

  • @tajalkhan6494
    @tajalkhan6494 Рік тому +1

    অপেক্ষায় ছিলাম আজিজুল ভাই এ-র, ধন্যবাদ সুমন ভাই

  • @ajayjana8630
    @ajayjana8630 Рік тому +3

    চর খান,পুর খুব সুন্দর লাগে, দাদা এগিয়ে যান দাদা ভগবানের কাছে কামনা করি আপনার ভিডিও টা খুবই সুন্দর হয়

  • @zkamru8937
    @zkamru8937 Рік тому +1

    ভাই,আপনাকে ও আপনার Programme অনেক অনেক ভালো লাগে।

  • @mdpolashkhan6822
    @mdpolashkhan6822 Рік тому +247

    আজিজুল ভাইয়ের ভিডিওর অপেক্ষায় ছিলাম অনেকদিন যাবত

  • @gazihabiburrahman6604
    @gazihabiburrahman6604 17 днів тому

    আজিজুল ভাই আসলেই মাটির মানুষ।
    ফ্যান হয়ে যাচ্ছি যতই আজিজুল ভাই কে দেখছি।
    অনেকগুলো ভিডিও দেখলাম এই সংক্রান্ত।
    সত্যিই এক কথায় অসাধারণ উনাদের জীবনযাপন,অসাধারণ উনারা মানুষের হিসাবে।
    সুমন ভাই কেউ অসংখ্য ধন্যবাদ💝

  • @lalchadmaths
    @lalchadmaths Рік тому +17

    অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন ভাই!!!
    মানুষ ও মানবতার কল্যাণে আপনার এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক সে দোয়া ও প্রত্যাশা।

  • @vimalkrishna7375
    @vimalkrishna7375 Рік тому +1

    অনেক ভালো লাগলো,সুমন ভাই,অসাধারন♥♥

  • @jahangiralam-pr9pp
    @jahangiralam-pr9pp Рік тому +5

    চরখানপুর নামটা শুনলেই মনে এটি একটি মহাকাব্য যেটি রচনা করেছেন প্রিয় সুমন ভাই।
    অবিরাম ভালবাসা চর বলরামপুর (কুরিগ্রাম) থেকে।🧡🧡🧡

  • @zahedulislam5525
    @zahedulislam5525 Рік тому +2

    সুমন ভাইয়ের যতসব ভিডিও দেখেছি তার মধ্য থেকে চরের জীবনকাহিনী নিয়ে বিশেষ করে "আজিজুল" নামীয় এই ভাইটিকে নিয়ে আপনার প্রাণবন্ত উপস্থাপনা আমাকে বরাবরের ন্যায় মুগ্ধ করে রাখে।

  • @ridoy4047
    @ridoy4047 Рік тому +4

    অনেক দিন পরে চরখানপুরের ভিডি দেখতে পেলাম দেখে বালো লাগল।

  • @AbirChowdhury7583
    @AbirChowdhury7583 Рік тому +11

    সত্যি ভাইয়া, আপনি আসলে দেশের বাইরে যতগুলো ভিডিও করেছেন সেগুলো যতটা না ভালো লাগছে এক চরখানপুরের এই ভিডিওগুলো তার চেয়ে ১০০ গুণ বেশি ভালো লাগে... আমাদের নিজের দেশের প্রকৃতি ও দেশের মানুষ দেখতে সবচেয়ে বেশি শান্তি পাই.... আমেরিকা থেকে বলছি ভাইয়া , আপনার সাথে কখনো যদি সুযোগ হয় আর আপনি যদি সুযোগ দেন তাহলে একবারে চর খানপুরে যাব ইনশাআল্লাহ।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Рік тому +5

      অবশ্যই। দেশে এলে যোগাযোগ করবেন, আমি নিয়ে যাবো আপনাকে।

    • @AbirChowdhury7583
      @AbirChowdhury7583 Рік тому +1

      @@SalahuddinSumon অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ...আপনার ব্যাক্তিত্ব আর আপনার অসাধারন শব্দ চয়ন শুধু মন্ত্র মুগ্ধের মত শুনি এবং আপনাকে খুব পছন্দ করি ভাইয়া। আস্সালামুআলাইকুম।

    • @mdmonirbai1706
      @mdmonirbai1706 Рік тому

      আসসালামুয়ালাইকুম সুমন ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই আপনার মুখের ভাষা আমার অনেক ভালো লাগে আপনার নাম্বারটা দেওয়া যাবে তাহলে আমি আপনার সাথে দেখা করতে চাই❤❤❤❤😊​@@SalahuddinSumon

  • @pujapalitmajumdar4520
    @pujapalitmajumdar4520 Рік тому +1

    Onek din por dekhlam video ta ..Mon styi vore gelo ..

  • @mdnurulislam7026
    @mdnurulislam7026 Рік тому +4

    খুবই সাধারণ একজন মনের মানুষ আজিজুল ভাই। ধন্যবাদ সুমন ভাই আপনাকে এবং শফিক ভাই কে।

  • @mashudurrahmantitu3285
    @mashudurrahmantitu3285 Рік тому +1

    মনটা অস্থির হলেই আপনার ব্লগ দেখি সুমন ভাই 🙏🙏🙏 অপূর্ব অসাধারণ আপনার উপস্থাপনা।

  • @shohagA2z
    @shohagA2z Рік тому +30

    অনেক দিন ধরে নিজের দেশের ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম, সকল দেশের রানী সে যে আমার বাংলাদেশ 🥰 আর যখন সালাউদ্দিন ভাই এবং আজিজুল ভাই কে একি ভিডিওতে দেখি মন আরো ভালো হয়ে যায় 😌❤️

  • @raisulbadal5444
    @raisulbadal5444 Рік тому +2

    অসাধারণ উপস্থাপনা !

  • @femasti5919
    @femasti5919 Рік тому +5

    দারুণ লাগলো বিডিওটি❤❤❤❤ আমি ভারত🇮🇳🇮🇳থেকে🇮🇳🇮🇳 দেখছি।।।।।।

  • @mohammadalauddinmalita6069
    @mohammadalauddinmalita6069 Рік тому +1

    অসাধারণ একটা ভিডিও খুব ভালো লাগছে ভাই

  • @lalonarfinebaimail1708
    @lalonarfinebaimail1708 Рік тому +10

    রাজশাহী মানুষের ভাষাগুলো আমার ভালো লাগে ♥️

    • @MdMainuddin-ge4hz
      @MdMainuddin-ge4hz Рік тому

      হুম ভাই আমার ও বাল লাগে

  • @sharminsimran4426
    @sharminsimran4426 Рік тому

    সুমন ভাই আপনার চরখান পুরে সব
    ভিডিও আমি প্রতি দিন দেখি,,,
    মায়া মাখা চরখান পুর❤❤❤

  • @anupamdolai7801
    @anupamdolai7801 Рік тому +3

    সুমন দা এই ভিডিও এর অপেক্ষায় ছিলাম এতো দিন, সত্যি কথা বলতে আমরা বাঙালি তাই বাংলার গ্রামের ভিডিও পছন্দ করি আজ আমি অনেক খুশি যে এইরকম একটা ভিডিও পেলাম অনেক ধন্যবাদ সুমন দা আপনাকে ♥️♥️♥️ মন থেকে 🤗 । আমার দেখা আপনি একজন বাংলাদেশী ইউটিউবার যে গ্রামের মানুষের সঙ্গে এইভাবে মিশে ♥️

  • @sobujsel3604
    @sobujsel3604 Рік тому +2

    বড় ভাই অবশেষে চর খানপুরের ভিডিও পালাম কি যে ভালো 🥰 লাগতেছে

  • @robinovi4065
    @robinovi4065 Рік тому +8

    ভাই আমি একজন চরের মানুষ চরের এমন দৃশ্য দেখলে অন্তর শীতল হয়ে যায়,চোখ জুড়িয়ে যায় ভাই।

  • @alokesarkar3062
    @alokesarkar3062 Рік тому +1

    Khub bhalo laglo je aponara manush der sit bastro dilen

  • @md_asif_sheikh
    @md_asif_sheikh Рік тому +17

    চর খানপুর গেলে আজিজুল চাচার সাথে দেখা করব ইনশাআল্লাহ। চর খানপুরে আমারও যাওয়ার খুব ইচ্ছে 😊

    • @hasibulislam3167
      @hasibulislam3167 Рік тому

      আপনার বাসা কোথায় ভাই

  • @trbanglastatus1964
    @trbanglastatus1964 6 місяців тому

    কতোটা সহজ সরল আজিজুল চাচা। আল্লাহ চাচাকে নেক হায়াত দান করুক

  • @jibonshorkar3924
    @jibonshorkar3924 Рік тому +38

    আপনার সুমিষ্ট ভাষার কারণে আজকে সবারই ভালোবাসা পাচ্ছেন❤❤❤❤❤

  • @anamulrcc8337
    @anamulrcc8337 Рік тому +1

    সুন্দর একটা ভিডিও অনেক ভালো লাগছে সুমন ভাই সৌদি পোবাসি

  • @a.rashrafulislamrafi3065
    @a.rashrafulislamrafi3065 Рік тому +11

    আপনি আসলে ভালো মানুষ ভাই আল্লাহ আপনার সব সময় ভালো রাখুক❤❤

  • @monirhosan-p4d
    @monirhosan-p4d Рік тому

    আপনার ভিডিও অসাধারণ । যা বলার ভাষা নেই।

  • @mahitoshkumarpaul9233
    @mahitoshkumarpaul9233 Рік тому +9

    সুমন ভাই, আমি একজন ভারতীয় সাধারন নাগরিক। আপনার ভিডিও দেখার পর চরখানপুর আমাকে ভীষণভাবে টানছে। যদি কোন দিন সময় সুযোগ হয়, তবে আমিও একবার চরখানপুর যেতে চাই। আর যে ভাইকে আপনি জমি কিনে দিতে চাই, উনি হয়তো খুবই গরীব কিন্তু মনটা অসাধারণ পবিত্র। উনার জন্য আমার অজস্র ধন্যবাদ ও ভালোবাসা রইলো।ঈশ্বর বা আল্লাহ যেন চরখানপুরের সবাইকে সুস্থ ও সুন্দর রাখেন। ধন্যবাদ।❤❤❤

  • @zohurakhatun4010
    @zohurakhatun4010 Рік тому +1

    Odvut sundor video dekhe pran jurie gelo.Ami rajsahir me.sumonvaike onek doa are thanks.

  • @abdullaemon9732
    @abdullaemon9732 Рік тому +11

    চরখানপুরের ভিডিও মানেই বুকের ভিতরটা হুহু করে কেদে উঠে 😭😭😭

  • @rosnarabibi9695
    @rosnarabibi9695 10 місяців тому +1

    Khuv sunder khuv bhalo laglo bhi bhalo thako

  • @somosamoyik2.0
    @somosamoyik2.0 Рік тому +3

    চরখানপুরের ভিডিও মানেই ভিন্ন এক ভালোলাগা ❤❤❤

  • @nidhubanhalder8119
    @nidhubanhalder8119 Рік тому +1

    চরখান পুরের ভিডিও গুলো সত্যিই অসাধারণ।

  • @abubakarnayem9554
    @abubakarnayem9554 Рік тому +5

    আজিজুল ভাই দুর্গম চরে থেকেও বেশ ইতিবাচক মানুষ.. ❤️

  • @mdlitonkhan7946
    @mdlitonkhan7946 Рік тому +2

    আজিজুল ভাইয়ের ভিডিও
    আমার সব থেকে ভালো লাগে,,,

  • @hillncer1
    @hillncer1 Рік тому +9

    খুবই ভালো লাগলো চরখানপুরের নতুন পর্ব (যদিও আগের রেকর্ডিং তাও তো চরখানপুর), আজিজুল ভাইয়ের কথাই ভাবছিলাম কয়দিন যাবৎ সেই সুমন ভাইয়ের বৌভাতের ভিডিওতে যেখানে আজিজুল ভাই অতিথি হিসেবে গিয়েছিলেন যে সেটা দেখার পর থেকেই ভাবছিলাম নতুন কোনো চরখানপুর ভিডিওর। আজিজুল ভাই আসলেই যেন প্রতিনিধিত্ব করেন এদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের সবার। আশা করি শীঘ্রই আজিজুল ভাই কোনো একটি ভালো জমি চরখানপুরে পেয়ে যাবেন।
    সেইসাথে নতুন করে যেন দেখলাম চরখানপুরের নব্যরূপ! নদী শুকিয়ে কেমন যেন অন্য একটি চেহারা ধারন করেছে চরখানপুর!

  • @sohelarman5521
    @sohelarman5521 Рік тому +1

    সুমন ভাইয়ের সবগুলো পর্বই দেখি অরুনাচলের ভিডিও গুলো দেখেছি কিন্তু চরখানপুরের পর্বগুলো অন্যরকম ভালো লাগে ধন্যবাদ সুমন ভাই

  • @smrmahfuj
    @smrmahfuj Рік тому +17

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ 💗💗 সালাউদ্দিন ভাই আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো 💗💗 আজিজুল ভাইদের মত মানুষ দুনিয়াতে আছে বলে এখন ও দুনিয়া টিকে আছে 💗💗💗

    • @AbdulKader-iw1uq
      @AbdulKader-iw1uq Рік тому +1

      ❤❤

    • @debasishmandal4754
      @debasishmandal4754 Рік тому +1

      চর খান পুর নামটা শুনলেই নস্টালজিক হয়ে যাই।আজিজুল ভাইয়ের মতো মানুষের জন্য মনুষ্যত্ব,মানবিকতা,ভালবাসা এখনও পৃথিবীতে অটুট।সুমন ভাইয়ের কাছে অনুরোধ চরখান পুর নিয়ে কিছু লিখুন,তাহলে একদিন এই অজানা জায়গা ও মানুষগুলো মানুষের মনে চিরস্থায়ী থাকবে। ভারত থেকে আপনার ও আজিজুল ভাইএর শুভ কামনা করি।

  • @tajudindada4012
    @tajudindada4012 Рік тому +1

    mashaaAllah very good onak sundor Lagce vai apnak onek onak Dhonnobad Ramadan Mubarak Thank you apnar video onak sundor

  • @bangladeshlovers1822
    @bangladeshlovers1822 Рік тому +4

    চরখানপুরের প্রেমে পড়ে গেছি ভাই❤️❤️
    কম্বল গুলো মানে খুব ভালো ছিল।।

  • @MdMunna-pg8gh
    @MdMunna-pg8gh Рік тому +1

    যেসব ভিডিও করেছেন সবচেয়ে সেরা ভিডিও ভাই সত্যি চমৎকার দৃশ্য মন থেকে বলছি ভাই রাজবাড়ী জেলা থেকে ☺️☺️

  • @jolfikerali4924
    @jolfikerali4924 Рік тому +7

    অনেক মিস করছি আজিজুল ভাই❤️
    চরকানপুরের ভিডিও গুলো কতবার দেখেছি তার কোন হিসেব নেই💔
    যত দেখি তত ভালো লাগে।

  • @RafiqulIslam-nq1oo
    @RafiqulIslam-nq1oo Рік тому +1

    সুমন ভাই সত্যিই অসাধারণ আপনার ব্যক্তিত্ব আপনার মত মানুষ খুব কমই আছে।

  • @enjoyshopping4248
    @enjoyshopping4248 Рік тому +4

    আজিজুল ভাই সত্যি একজন সাদা মনের মানুষ।।।।

  • @TorikulIslam-y9h
    @TorikulIslam-y9h Рік тому +2

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
    আপনার প্রতিটি ভিডিও আমি দেখি,
    চরখানপুরের মানুষের জনজীবন আপনি সুনিপুণ ভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন ওখানকার অবহেলিত জনগোষ্ঠীর সহয়তায় জন্য অনেকে এগিয়ে আসছে ধন্যবাদ সুমন ভাই।

  • @ripponmazumder3087
    @ripponmazumder3087 Рік тому +8

    😌চরকানপুর এর ভিডিও দেখলে মনের মধ্যে শান্তি পাই 🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩❤❤❤❤❤

  • @mdmohiburrahman8411
    @mdmohiburrahman8411 Рік тому +1

    সত্যি কার অথে অসহায় মানুষের সহযোগিতা করেছেন, এ দেখে অনেকে পাশে থাকা অসহায় মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন,

  • @bholanathpandey4851
    @bholanathpandey4851 Рік тому +3

    Waiting for your Charkhanpur vedio with my Azizul Bhai. Unique Presentation....Respect to Azizul Bhai and we'll wishes to Sumon Bhai. Proceed...from India

  • @mehersk388
    @mehersk388 Рік тому

    অনেক ধন্যবাদ দুর্দান্ত একটি ভিডিও দেওয়ার জন্য চর খান পুরের সিরিজ

  • @prasenjitshil9059
    @prasenjitshil9059 Рік тому +5

    প্রকৃতির কী অপরুপ সৌন্দর্য যেন হারিয়ে যায় তারি মাঝে

  • @aslamakndo
    @aslamakndo Рік тому +1

    আবারও সেই ভিডিও! আজিজুল ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে!

  • @mixbanglasbd
    @mixbanglasbd Рік тому +6

    সুমন ভাইয়ের ভিডিও মানেই আজিজুল ভাই।
    কি অসাধারণ একজন মানুষ ❤️❤️❤️

  • @abutaleb8371
    @abutaleb8371 2 місяці тому

    অসাধারণ সুমন ভাই মানুষ মানুষের জন্য। আল্লাহ আপনার সহায় হোক।

  • @mohimd1452
    @mohimd1452 Рік тому +4

    আজিজুল ভাইয়েয়া নিষ্পাপ, ওনাদের সাধারণ জীবনমান আমার মনে গেঁথে থাকবে।

  • @jowelislam5228
    @jowelislam5228 Рік тому +1

    অনেক ভালো লাগে আজিজুল ভাইয়ের ভিডিও গুলো অনেক বর মনের মানুষ আজিজুল ভাই

  • @Ronaldo-y5r
    @Ronaldo-y5r Рік тому +6

    সবচেয়ে খারাপ লাগে যখন এপার থেকে রাজশাহির বিল্ডিংগুলো দেখি। হয়তো এপার থেকে চরখানপুর হাঁটাপথে মিনিট দশেক এর রাস্তা কিন্তু কোনো এক অসাধ্য বাঁধন বেঁধে ফেলেছে আমাদের দুই বাংলার মানুষদের। তবে কোনো একদিন এই বাঁধন এর বেড়াজাল ভেঙে অবশ্যই যাবো একদিন চরখানপুর ও বাংলাদেশ এর প্রাণপ্রিয় মানুষের বন্ধনে। ভালোবাসা নেবেন প্রিয় ভাই ও বন্ধুরা এপার বাংলার মুর্শিদাবাদ থেকে।❤🤲

  • @lsbangladesh1357
    @lsbangladesh1357 Рік тому +2

    আজিজুল ভাই ভালো থাকুক, চরখানপুর এর সকল মানুষ ভালো থাকুক এই কামনাই করি

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 Рік тому +5

    আবার চরখানপুর!! সুমন ভাই, অপেক্ষায় ছিলাম।

  • @rajibkar9007
    @rajibkar9007 Рік тому

    এই ভিডিও দেখার অপেক্ষায় থাকি, আরো অনেক ভিডিও চাই, এখানকার।

  • @arpitabiswas9329
    @arpitabiswas9329 Рік тому +5

    বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম আজিজুল ভাইকে দেখার জন্য। খুবই ভালো লাগলো সবাইকে দেখে। ভালো থাকবেন ভাইয়া।

  • @citymax3663
    @citymax3663 Рік тому

    অনেক মিছ করতাছি আজিজুলভাইয়ের ভিডিও খুব সুন্দর ভালো লাগলো দারুণ সুমন মালোশিয়া

  • @worldback9840
    @worldback9840 Рік тому +8

    সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও কার কার ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দেন