বাংলাদেশের চরাঞ্চল

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • স্রোতধারার মাঝে প্রতিবছর অসংখ্য দ্বীপের জন্ম দেয় যমুনা৷ এর অনেকগুলো আবার ভরা মৌসুমে ডুবে যায়৷ এই দ্বীপগুলোকেই আমরা বলি চর যেখানে দেশের প্রায় ৩০ লাখ মানুষ বাস করে৷ অনেকটা যাযাবরের মতোই এক চর থেকে আরেক চরে ঘুরে বেড়ান তারা৷ ভাঙ্গা আর গড়ার এক বিচিত্র জীবন৷
    ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: bit.ly/2EQqAFJ
    ফেসবুকে ডয়চে ভেলে: / dwbengali
    টুইটারে ডয়চে ভেলে: / dw_bengali

КОМЕНТАРІ • 795

  • @Mr.Baburchi
    @Mr.Baburchi 9 місяців тому +5

    মানুষগুলো কি সহজ সরল।।। উনারাই প্রকৃত বাংলার মুখ❤️❤️❤️

  • @trtube8450
    @trtube8450 Рік тому +94

    অসাধারণ একটি প্রতিবেদন DW বাংলার প্রায় 2 বছর আমি এনজিও সাথে জড়িত থাকার কারণে পদ্মা নদীর অনেক চরে ঘুরে বেড়িয়েছি আসলে বাস্তবতা টা এমনি চরের সেই দিনগুলো এই প্রতিবেদনের মধ্য দিয়ে আবার মনে পড়লো ধন্যবাদ DW বাংলা কে 🥰🥰🥰

    • @qoohooq
      @qoohooq 11 місяців тому

  • @bestof1426
    @bestof1426 Рік тому +33

    আমি একজন সিরাজগঞ্জ বাসি ছোট বেলা থেকেই দেখে আসছি চর বাসির নদী ভাঙনের কান্না আর তুখর পরিশ্রম।

    • @Khanmedia360
      @Khanmedia360 Рік тому

      সিরাজগঞ্জে কোথায় 🥺

    • @shohellb2755
      @shohellb2755 Рік тому

      আমার বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর থানার মেছড়া ইউনিয়নের সাচালিয়া আমরাও এই একুই প্রতিকূল পরিবেশের সাথে পরিচিত আর এই রুলিপাড়া আমি চিনি বা গিয়েছিলাম

  • @sohagislamsohag4637
    @sohagislamsohag4637 Рік тому +14

    "নদীর একূল ভাঙ্গে ও কুল গড়ে এইতো নদীর খেলা" গানটি যেন চির সত্যি হয় চরাঞ্চলের মানুষের জীবনে। রহিম সরকার এর মত হাজারো পরিবার সংগ্রাম করছে, করে চলেছেন। কখনো নদী তাদের অভিশাপ আবার কখনো কখনো আশীর্বাদ।
    আমেনার মত কত মেয়ে ( ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়া ) যে পরিবারের অসচ্ছলতা, প্রতিকূলতা, এবং দরিদ্রতা জন্য পড়াশোনা করতে পারেনি অথচ তারা আবার স্বপ্ন দেখে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে। তাদের জীবনে বাস্তবতা কত নির্মম।
    চইড়্যা ( চরের ) মানুষের জীবনে দুঃখের কোন সীমানা না থাকলেও সহজ সরল জীবন যাপনে তারা সুখ খুজে নেয়।
    ধন্যবাদ DW কে এমন একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য।

  • @najimulhoque8611
    @najimulhoque8611 Рік тому +56

    কি বিচিত্র জীবনব্যবস্থা!
    তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
    হে আল্লাহ এদের এই কঠিন জীবনযাত্রার মধ্যে দিয়ে রহমত, বরকতে ভরিয়ে দিন। ❤

  • @shakilkhan2632
    @shakilkhan2632 Рік тому +78

    ধন্যবাদ DW কে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চরাঞ্চলের জনজীবনকে তুলে ধরার জন্য। ❤

    • @kaderhasan5628
      @kaderhasan5628 11 місяців тому +1

      hmm vai valo laglo... video ta dekhe... khub khub miss kori ei gram ta

    • @TURAD1ONE
      @TURAD1ONE 11 місяців тому

      thanks vai location ta bolar jnno❤

    • @Sahanaz-o1v
      @Sahanaz-o1v 10 місяців тому

      ​ অনেক কষ্টের জীবন ❤❤❤❤❤

  • @sahinsah5919
    @sahinsah5919 Рік тому +15

    প্রতিবেদনটি অসাধারণ ছিল চরের মানুষের দুঃখের শেষ নাই। তবে চরের মানুষগুলো সহজ সরল।DW কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও প্রতিবেদন করার জন্য

  • @yeasinarafat6946
    @yeasinarafat6946 Рік тому +21

    প্রতিবেদনটি অসাধারণ ছিল। এখানে বাস্তব জীবন যাত্রার মান তুলে ধরা হয়েছে।

  • @humayunkabir9525
    @humayunkabir9525 Рік тому +16

    এটাই প্রকৃত বাংলাদেশ , প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা। ❤

  • @danialhabib4467
    @danialhabib4467 10 місяців тому +1

    আমার দেখা সবচেয়ে সুন্দর বাংলা প্রতিবেদন

  • @mdahasanhabib5286
    @mdahasanhabib5286 Рік тому +47

    ধন্যবাদ DW সম্পাদক কে বাংলাদেশের চর অঞ্চলের মানুষের জীবন নিয়ে এত সুন্দর প্রতিবেদন করার❤

    • @abdussattar2545
      @abdussattar2545 Рік тому +1

      ভাই, কি বলব ভাষা খুজে পাচ্ছিনা। শুধু বলব অসাধারণ।

    • @mdahasanhabib5286
      @mdahasanhabib5286 Рік тому

      @@abdussattar2545 সত্যি খুব সুন্দর হয়েছে

  • @Mehedihassan-xq7rg
    @Mehedihassan-xq7rg Рік тому +10

    আমি টাঙ্গাইল জেলার ছেলে। আর এই ভিডিওতে যে চর দেখানো হয়েছে, তা ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে অন্তর্ভুক্ত। তারই পার্শ্ববর্তী ইউনিয়ন ফলদা'য় আমার শশুর বাড়ি। যাতায়াতের কারণে সবসময় দেখতাম চরের একটা অংশ। যাইহোক, চরের মানুষের কষ্টের কোনও সীমা নেই। তবে, কষ্টের বিনিময়ে তারা অনেক ফসলাদি পায়। অন্যদিকে চরের মানুষ খুবই ভয়াবহ হয়ে থাকে। অবশ্য পরিস্থিতিই তাদেরকে ভয়াবহ করে তুলেছে আস্তে আস্তে।

    • @sodagorkoriar
      @sodagorkoriar Рік тому

      SINTAI KORE

    • @Mehedihassan-xq7rg
      @Mehedihassan-xq7rg Рік тому +1

      @@sodagorkoriar মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। কেননা, চরের পরিবেশে খুন করার মত অপরাধ করা খুবই সহজ সেখানকার অপরাধীদের কাছে। তবে হ্যা, চরের সকল মানুষই যে অপরাধী তা নয়! বেশীর ভাগ মানুষই সরল মনের।

    • @MdMamun-kg5jd
      @MdMamun-kg5jd Рік тому

      আমার দেখা চরের মানুষ অনেক অনেক ভালো... চরে চোর নাই বলেই চলে...

    • @beautifulworldbeautifulmannice
      @beautifulworldbeautifulmannice Рік тому

      Ami Bharoter Assame thaki....Ami Ai Gabsara Sore Gesilam ....

  • @nesaruddin1279
    @nesaruddin1279 Рік тому +4

    অসাধারণ ডকুমেন্টারি, কতো সময় ও পরিশ্রম করলে এমন একটা ডকুমেন্টারি করা যায় ! DW কে অসংখ্যা ধন্যবাদ

  • @subhenduchakraborty3862
    @subhenduchakraborty3862 11 місяців тому +2

    আশ্চর্য রকম লাগল এই অনুষ্ঠান টি। এতো রীতিমতো বিশ্বয়। আন্তরিক ভাবে অভিনন্দন জানাই এই চরের লড়াকু মানুষদের। শুভেচ্ছা রইল কলকাতা থেকে ।❤🙏❤

  • @tazulislam-ru2zp
    @tazulislam-ru2zp Рік тому +1

    রহিম সরকারের কথাগুলো অনেক ভালো লেগেছে,
    যখন পানি থাকে তখন নদী, পানি না থাকলে চাষের জমি❤❤❤
    আল্লাহ সুখে রাখুন রহিম সরকারের মত চরবাসি মানুষদের।

  • @mdmisshon8196
    @mdmisshon8196 Рік тому +3

    ৪৩ মিনিট পুরো ডকুমেন্টারি দেখলাম, এই ডকুমেন্টারি টা তৈরি করতে পুরো একটা বছর লেগেছে ,
    এখানে চরের পুরো জীবন চক্র তুলে ধরা হয়েছে।

  • @ArmanKhan-ou2is
    @ArmanKhan-ou2is Рік тому +7

    সপ্ন দেখার মতো ৪৩ মিনিট চলে গেছে। মাশা-আল্লাহ দারুণ সব সিনারী।যতক্ষন দেখেছি মনে হলো যেন আমাদের গ্রামের নদীর পার দিয়ে ঘুরতেছি।দেখা অবস্থায় মনে ই হলোনা যে আমি মরুর দেশে পরে আছি।

  • @ssbangla9668
    @ssbangla9668 Рік тому +2

    একটি অনুষ্ঠানে প্রায় এক বছর লেগেছে কিন্তু চর অঞ্চলের জীবন সবকিছু তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে

  • @TECHTHEMOTIUR
    @TECHTHEMOTIUR Рік тому +1

    কত চমৎকার একটা প্রতিবেদন।লাস্ট ১০ বছরেও ৪০ মিনিটের কোন ভিডিও 2x Speed ছাড়া দেখি নি। এই প্রতিবেদনটি নরমাল স্পিডে খুব যত্ন করে দেখতে বাধ্য হয়েছি।❤️

  • @bapibiswas7772
    @bapibiswas7772 Рік тому +8

    প্রকৃতির সাথে যুদ্ধ করেই মানুষের জীবন জীবিকা, দেখতে যেমন মনোহর তেমনই বেদনার।

  • @mohdsamirwahid6594
    @mohdsamirwahid6594 Рік тому +1

    সাদা বালিতে শেষ দিকের দৃশ্যটা সবচেয়ে জোড়ালো ভাবে মনে গেঁথেছে। এতো সুন্দর একটি ডকুমেন্টারি ভিডিও যা না দেখলে এর দেখার তৃপ্তি নেওয়া থেকে বঞ্চিতই রয়ে যেতাম।

  • @jashimuddin8784
    @jashimuddin8784 Рік тому +1

    একটা সেকেন্ড ও স্কিপ করিনাই, সম্পূর্ণ প্রতিবেদন টাই দেখেছি, উপস্থাপনা অসাধারন ছিল।

  • @sohelahmed9814
    @sohelahmed9814 Рік тому +2

    চরের মানুষের সাধারণ জীবন যাপন কে অসাধারণ করে তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ। চরের মানুষ সংগ্রামী আপনাদের জন্য দোয়া রইলো।।❤

  • @jewelkabir3721
    @jewelkabir3721 Рік тому +10

    চোখের কোণে পানি চলে আসলো,যমুনা নদী আজকে আমাদের নিঃস্ব করে দিয়েছে।চোখের সামনে সব বিলীন হতে দেখেছি।

  • @marufshuvo1494
    @marufshuvo1494 Рік тому +11

    আমাদের দেশ যে কত বৈচিত্র্যময় কত সুন্দর তা এই ভিডিও দেখলে আবারো বুঝা যায়, এককথায় অসাধারণ ❤

    • @mohammadfarid3021
      @mohammadfarid3021 Рік тому +1

      এটা সুন্দর?

    • @marufshuvo1494
      @marufshuvo1494 Рік тому

      @@mohammadfarid3021 তাহলে কি সুন্দর না!!? বৈচিত্র‍্যময় না?

  • @arifkhan3946
    @arifkhan3946 Рік тому +16

    চরগুলোতে আরো সুবিধা নিশ্চিত করলে দেশ আরো দ্রুত উন্নত হয়ে যাবে❤️

  • @AbuAbdullah
    @AbuAbdullah Рік тому +1

    এরকম প্রত্যন্ত এলাকার মানুষের জীবন নিয়ে আরো প্রতিবেদন দেখতে চাই।। সুন্দরবনের মানুষের জীবন জীবিকা নিয়ে এরকম অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চাই।
    ❤❤

  • @SaifulIslam-kl6rx
    @SaifulIslam-kl6rx 6 місяців тому

    অসাধারন জিবন
    কত কষ্টের মাঝেই তারা সুখী।
    আর আমার কত কিছু পেয়েও সেটার মাঝে আনন্দ পাইনা।
    ধন্যবাদ Dw

  • @MohammadYousuf7
    @MohammadYousuf7 Рік тому +1

    ডয়েচে ভেলেকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভাষায় এত সুন্দর তথ্যচিত্র নির্মাণ করার জন্য। আশা করি আপনারা এই কার্যক্রমকে আরো এগিয়ে নেবেন এবং আরও ভালো অনুষ্ঠান আমাদের উপহার দেবেন। আর DW কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা বাংলা বিভাগে অর্থায়ন বাড়িয়ে দিন যাতে তারা আরও বেশি বেশি মানসম্মত অনুষ্ঠান নির্মাণ করতে পারেন। দূর্ভাগ্যবশত, বাংলাদেশের গণমাধ্যমগুলো এই ধরনের তথ্যচিত্র নির্মাণ করতে পারে না বা করে না। বাংলাদেশের মানুষের বাস্তবতা সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। এবং বর্তমানে এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে।
    শুভকামনা।

  • @orchid45583
    @orchid45583 Рік тому +4

    প্রচুর সময় নিয়ে ও যত্ন নিয়ে ডকুমেন্টরি বানানো হয়েছে ।
    ধন্যবাদ DW বাংলা

  • @sanjoydeb6087
    @sanjoydeb6087 Рік тому +1

    প্রতিবেদনটা খুবি ভালো লাগছে , এটাই আমাদের বাংলার আসল রুপ , সবুজ ছায়া গ্রাম বাংলার সহজ সরল মানুষ গুলোকে কতনা ভালো লাগে, এই সুন্দর বাংলাকে আমরা নানান কারনে অসুন্দর করে তুলি ।🏝🏞🛖❤❤

  • @mdahsan8382
    @mdahsan8382 Рік тому +1

    সরল সাবলীল জীবণ যাপন করে কৃষকরা হাজারো সালাম তাদের আমি ও কৃষকের সন্তান।

  • @alokroy2310
    @alokroy2310 Рік тому +1

    দারুন উপস্থাপনা👌💐💐💐
    পশ্চিমবঙ্গ-ভারত

  • @md.sajibmahmud3907
    @md.sajibmahmud3907 11 місяців тому +1

    কি সুন্দর সহজ সরল মানুষের সমাহার এই চরাঞ্চলে 😮। আমি মুগ্ধ হয়ে গেলাম এই জীবন যাপন করতে দেখে। ❤ অবিরাম ভালোবাসা ও দোয়া রইল এইসব মানুষদের জন্য।😊

  • @mdarifulislam-vz4jt
    @mdarifulislam-vz4jt Рік тому +2

    আমার বাব দাদা ও চৈরা ছিলো। অনেক ভালো লাগলো চর বাসিদের জীবন জাপান। 😊😊😊
    Thanks to all of reporters 😊

  • @BashirAhmed-vf5jb
    @BashirAhmed-vf5jb Рік тому +2

    Student life e DW radio te suntam regularly, post card e quize Khele onek prize o peyesilam, 98 er bonnay sob prize gulo Nosto hoye gese... DW valo and shikkoniyo ekta media.. Well done DW

  • @mhasan2416
    @mhasan2416 9 місяців тому

    চরে বহুবার গিয়েছি.! প্রকৃতির অসাধারণ শৃঙ্খলা আমাকে মুগ্ধ করে.! মনে হয় এখন জীবনের বাকী সময় চরে গিয়ে নিশ্চিন্তে সময়গুলো পার করি।

  • @colorfulfahim
    @colorfulfahim Рік тому +2

    আমার দেশের মানুষ কতো কষ্টে জীবণ যাপন করে আর রহিঙ্গা রা আমাদের দেশে আরামে থাকে।

  • @mdtawhid1680
    @mdtawhid1680 11 місяців тому

    শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে দেখলাম মনে হচ্ছিল আমিও তাদের একজন!
    চরের এ মানুষ গুলোর জন্য অনেক ভালবাসা রইলো তাদের জীবন আসলেই চক্রাকার কখনো সস্তি কখনো আতংক!
    সব মিলিয়ে তারা একটি সুখী পরিবার

  • @smanwar7346
    @smanwar7346 11 місяців тому +1

    জীবনযুদ্ধে হার না মানা সৈনিকদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা রইলো❤

  • @withher5843
    @withher5843 Рік тому

    আবেগ মেশানো ও খুবই পরিচিত জায়গা ❤️
    রিপোর্টার পুরো ১ বছর সময় নিয়ে রিপোর্ট করেছেন। তার পরিশ্রম সফল ❤️❤️ অসাধারণ ডকুমেন্টরী

  • @Nafisahmed24
    @Nafisahmed24 Рік тому +1

    অনেক সুন্দর একটা ভিডিও, আমার অনেক ভালো লাগে,ইস আল্লাহ যেদিন সামর্থ দিবে,সেদিন থেকে তাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং তাদের প্রতি আমার অনেক মায়া লাগে

  • @tazkiavoice
    @tazkiavoice Рік тому +2

    বেশ কয়েকটি চর ঘুরে দেখেছি চরাঞ্চলের মানুষের জীবন বেশ সংগ্রামের। তাদের জন্য ভালোবাসা ❤

  • @jahurulhaque9712
    @jahurulhaque9712 Рік тому +6

    সুখী সরল গ্রাম বাংলার মানুষ।

  • @rakeshrahaman5062
    @rakeshrahaman5062 Рік тому

    সত্যিই কত কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করেও মুখে একরাশ হাসি নিয়ে বেঁচে থাকা মানুষগুলো খুবই সুন্দর। আল্লাহ তায়ালা এনাদের সবাইকে ভালোভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন। সবাই ভালো ও সুস্থ থাকুন সেই দোয়া করি, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে।

  • @munsurulhaque4784
    @munsurulhaque4784 Рік тому

    এত অনিশ্চয়তার মাঝে মুখে র হাসিটা অদ্ভুত সুন্দর।

  • @mdrajonmia961
    @mdrajonmia961 Рік тому

    ভূয়াপুর গোপালপুরের মানুষ আমি, চর খুব কাছ থেকে দেখিনি । তবে কয়েকবার বেড়াতে গিয়েছি, কিছু কিছু চরের আত্মীয়কে পেয়েছি। ডয়েচে ভেলেকে দারুণ এই প্রতিবেদন করার জন্য ধন্যবাদ। তাদের মুখে আমার এলাকার ভাষা শুনতে ভাল লাগলো। চরে ঘুরে দেখার সাধটাও জাগলো । ভাল থাকুক আমাদের প্রিয় যমুনা, ভাল থাকুক যমুনার মানুষগুলো

  • @JubayerHossain-s2b
    @JubayerHossain-s2b Рік тому

    মনে হচ্ছ স্বপ্নের মধ্যে ডুব দিয়েছিলাম ! আহ কী জীবন ! নেই কোন উচ্চাকাংখা , অসুস্থ প্রতিযোগীতা। শুধু শান্তি ...আর শান্তি।
    🥰😍🥰🥰
    - গাংনী, মেহেরপুর।

  • @BDSAIDPUR
    @BDSAIDPUR Рік тому +1

    চমৎকার একটি প্রতিবেদন অনেক অজানা তথ্য জানা হয়ে গেল ধন্যবাদ এই প্রতিবেদনটির জন্য।

  • @shamimahmad3778
    @shamimahmad3778 Рік тому +7

    চরাঞ্চলের সুখ-দুঃখে ঢেকে থাকা মানুষদের বৈচিত্র্যময় জীবনের চিত্রগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @santoshchandra7784
    @santoshchandra7784 11 місяців тому +1

    I after partition at the age of 6years in 1956 departed from village Saristala PS Purbadhala District Mymunsing and settled in Bihar as refugee with my family in village Sripur p.o.Bathua Bazar district Gopalganj After retirement I am settled now in Madhyamgram Kolkata Even now at the age of 74years old I am deepheartly attached with Bangladesh and it's culture and reasional language with so hardy CHAR life and many more
    .

  • @AbdurRahimSanto-fw7qm
    @AbdurRahimSanto-fw7qm Рік тому +3

    যৌতুক ৫ লাখ চাইলো আঃ রহিম মিয়া😊

  • @arifurrahman317
    @arifurrahman317 Рік тому +2

    আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ডকুমেন্টারি। আল্লাহ্ তায়ালা সকল চরবাসীকে ভালো রাখুন।

  • @mehedihasanhowlader639
    @mehedihasanhowlader639 Рік тому +1

    পদ্মা পাড়ের মানুষ হওয়ায় DW এর এই ডকুমেন্টারির সাথে নিজেকে রিলেট করতে পারছিলাম। আমি এই ডকুমেন্টারি থেকে যা পেলাম তা হল: কাল, সময়, শ্রম, নদী ভাংগা ও প্লাবিত হয়ার আতংক, কলুষতা মুক্ত প্রানের এক রাশ হাসি, অতি মেদ মুক্ত কিছু ঝরঝরে মানুষ, ছোট বাচ্চাটার চঞ্চলতা আমার ছোটবেলার মত সহ আরো অনেক কিছু।

  • @yaminmahmud2901
    @yaminmahmud2901 Рік тому +1

    "আমি চড়েই থাকুম" কত সুন্দর ভালো লাগা এই কোথায়।

  • @delowarjafor2349
    @delowarjafor2349 Рік тому +1

    সত্যি কথা বলতে ভাই, আমার জন্ম বৃহত্তর মুন্সিগঞ্জের শ্রীনগরে নানা বাড়িতে। কিন্তু আমার বাপ-দাদার বাড়ি পৈতৃক ভিটা সব কিছু মাদারীপুর শিবচরের চরজানাজাতে।
    যেখানে কেটেছে আমার জীবনের প্রায় ১৮ টি বছর। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সর্বনাশা পদ্মা নদী ভেংগে নিয়ে যায় বাপ-দাদার বসত ভিটা।😪
    এখন যেখানে আমাদের বাসা সে যায়গা টা প্রায় একটা শিল্পী নগরী।
    প্রায় সব বাড়িতেই বিল্ডিং কিংবা বড় বড় ঘর।
    সব চেয়ে খারাপ লাগে তখন যখন পাশের বাসার ছেলেটি সামান্য কোনো কারণেই আমাকে ছোট লোক বা চৈররা বলে গালি দেই।
    অথচ আমরা তাদের আমাদের ভাই-বন্ধু ভাবি।
    আমার এই মন্তব্য (কমেন্ট) যদি কোনো সাবেক সন্তানেরা দেখে থাকেন, তাদের প্রতি আমার আমাদের বিনীত অনুরোধ হচ্ছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন।
    তারা অন্য কোনো গ্রহ থেকে আসা আলাদা কোনো জীব না।🙏

  • @Ratnajeet
    @Ratnajeet Рік тому

    আসাধারণ প্রতিবেদন। প্রথম থেকে শেষ পর্যন্ত এক সংগ্রামের কাহিনী। দুঃখ আছে বেদনা আছে, সব থেকে বিস্ময়কর এত কষ্টের মাঝেও মুখে হাসি আছে। চর এলাকার মানুষের এই অদম‍্য জেদ ও সাহসিকতা তাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই হাসিটুকুই যেন তাদের সম্বল, ভরসা।

  • @Hashem0130
    @Hashem0130 Рік тому

    আসল নিউজ চ‍্যনেল হলো এটা মনের কথা তুলে ধরে।
    ধন্যবাদ

  • @shajalal9924
    @shajalal9924 Рік тому +3

    ধন্যবাদ যানাই সবাইকে এত সুন্দর ও শুক্ষভাবে বাস্তবতাকে তুলে ধরার জন্য।

  • @setukhan8920
    @setukhan8920 Рік тому +1

    আ,,হা,,,কত দুঃখ কষ্ট এর মাঝেও মুখের হাসি টুকু অটুট,, এরাই গ্রাম বাংলার ঘাটি মানুষ।

  • @abubakarsiddik9304
    @abubakarsiddik9304 Рік тому

    অসাধারণ একটি প্রতিবেদন। আমার শ্বশুরালয় চরাঞ্চলে হওয়ায় চর বাসীদের জীবনাচরণ কিছুটা হলেও সামনাসামনি দেখেছি। চর বাসীদের দুঃখদুর্দশাময় জীবন যুদ্ধে তাদের সরলতা এবং উন্নত মানষিকতা আমাদের জন্য শিক্ষণীয়

  • @ShizukaKaNobita
    @ShizukaKaNobita Рік тому +3

    প্রতি নিয়তই যুদ্ধ করে টিকে থাকে হয় এই চরাঞ্চলের মানুষদের😢। সত্যি খুব দুঃখজনক😢। তবে চরাঞ্চলের মানুষ গুলো সবাই একে অপরের জন্য সহনশীল, অর্থাৎ সহজ ও সরল।

  • @behindthescenes1006
    @behindthescenes1006 Рік тому +2

    অসাধারণ একটি ডকুমেন্টারি, ধন্যবাদ DW চর এলাকার মানুষদের জীবন মান তুলে ধরার জন্য

  • @monirnour2761
    @monirnour2761 Рік тому +1

    সবাই মিলে তাদের কে সাহায্য করা হোক দেশের মানুষ কে সাহায্য করা সবার দায়িত্ব

  • @azmirhossien4980
    @azmirhossien4980 Рік тому

    ধন্যবাদ DW
    মানুষ কত সহজ সরল ভাবে,
    চরম দুঃখ কষ্ট থেকে সুখে আছে।

  • @shoaibhowlader6734
    @shoaibhowlader6734 Рік тому

    সাউন্ড সিস্টেম অসুন্দর। কখন বেশি শব্দ আবার কখনো কম।

  • @h.mishaqhossenwahid5462
    @h.mishaqhossenwahid5462 9 місяців тому

    খুব খুব ভালো লাগলো, চরের মানুষের জীবন জীবিকা, তাদের প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকা এসব কে তুলে ধরার জন্য ধন্যবাদ ❤️🇧🇩❤️

  • @nazimuddinkhan1263
    @nazimuddinkhan1263 Рік тому +3

    ধন্যবাদ DW কে বাংলাদেশের চর অঞ্চলের মানুষের জীবন নিয়ে এত সুন্দর প্রতিবেদন করার

  • @sahasajib2402
    @sahasajib2402 Рік тому

    প্রতিবেদনটা দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ এমন সুন্দর করে চরাঞ্চলের মানুষদের নিয়ে এমন একটি ডকুমেন্টরি করার জন্য।

  • @SaifulIslam-yc4yt
    @SaifulIslam-yc4yt 6 місяців тому

    এই দূখী মানুষদের জন্য শুভকামনা রইলো।

  • @hkbaahubali242
    @hkbaahubali242 Рік тому +9

    চরের মানুষদের নিয়ে সেরা একটি ডকুমেন্টারি!❤️❤️❤️

  • @himelahmed755
    @himelahmed755 11 місяців тому

    চর নিয়ে এত সুন্দর প্রতিবেদন আমি এর আগে দেখিনি,

  • @mdhabibreza-cq8re
    @mdhabibreza-cq8re Рік тому +3

    চরের মানুষের জীবন যুদ্ধের প্রকৃত ডকুমেন্টারি প্রতিবেদন,,নদীর মতো বহমান তাদের জীবন,, 💖🇧🇩💜

  • @JakirHossain-ef1lk
    @JakirHossain-ef1lk Рік тому +1

    অসাধারণ প্রতিবেদন। যা থেকে অনেক শিক্ষা উপকরণ আছে।

  • @ashikzaman7092
    @ashikzaman7092 Рік тому

    মুগ্ধ হয়ে দেখলাম বাস্তবতা কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে

  • @acluster3411
    @acluster3411 5 місяців тому

    Salute to those hard working resilient people. It is amazing to see them always smiling with a long view towards the life!

  • @AbdulJalil-be9ks
    @AbdulJalil-be9ks Рік тому +2

    ধন্যবাদ এমন একটি বাস্তবমুখী ডকুমেন্টারি বানানোর জন্য!❤️

  • @skbiswas6843
    @skbiswas6843 Рік тому +3

    সরল মনে গরল কথা বলে দিল হাসি মুখে😂
    সে বুঝতেই পারল না অপরাধ মূলক কথা বলে দিল🤕
    যৌতুক দেওয়া এবং নেওয়া দুই সমান অপরাধ!
    কিন্তু এখনো আমাদের সমাজ জেনে বুঝেই এটাকে খেলার ছলে দেখে😢

    • @parvezp545
      @parvezp545 Рік тому

      আমি এটাও খেয়াল করছি কেউ এই কথাটা বলতেছে না একটি পুরুষ মানুষ হয়ে কিভাবে বলো তোমার বাবার বাড়ি থেকে টাকা আনে

  • @monowarhossain7152
    @monowarhossain7152 Рік тому

    অসংখ্য ধন্যবাদ DW কে টাঙ্গাইল জেলা ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চরাঞ্চল মানুষের জীবন তুলে ধরার জন্য।

  • @banglabaribrand2329
    @banglabaribrand2329 Рік тому +3

    DW কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও প্রতিবেদন করার জন্য

  • @himuibrahim7524
    @himuibrahim7524 Рік тому +1

    এক কথায় অসাধারণ প্রতিবেদন।

  • @KohinoorAlam-kg6rl
    @KohinoorAlam-kg6rl 26 днів тому

    একটি অসাধারণ প্রতিবেদন । DW কে অসংখ্য ধন্যবাদ।

    • @dwbengali
      @dwbengali  26 днів тому

      ডয়চে ভেলের সঙ্গে থাকায় আপনাকে ধন্যবাদ৷ ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না৷

  • @ubayidislam6039
    @ubayidislam6039 Рік тому

    জীবন মানেই সুখ দুঃখের সংমিশ্রণ।
    অসাধারণ ডকুমেন্টারি।

  • @SAIFULISLAM-sb3oj
    @SAIFULISLAM-sb3oj Рік тому

    ২০২০ সালে গাইবান্ধার একটা চরে গিয়েছিলাম বেরাতে ।চরের মানুষগুলো সব সময় প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে।ডুকুমেন্ট্রারিটা অসাধারণ হয়েছে।

  • @sabujahmed791
    @sabujahmed791 Рік тому +105

    চরের মানুষের দুঃখের শেষ নাই। তবে চরের মানুষগুলো সহজ সরল।

    • @sumaiyashimu9702
      @sumaiyashimu9702 Рік тому +6

      হুম তারা এক এক জন সজল সরল স্বার্থপর মানুষ

    • @sabujahmed791
      @sabujahmed791 Рік тому

      @@sumaiyashimu9702 স্বার্থহীন!

    • @litonhosain-n7c
      @litonhosain-n7c Рік тому

      আবার দেখবেন চর অঞ্চলের মানুষ মারামারি খুনাখুনি তারাই করে, তবে সব চর অঞ্চলের মানুষ এক হয়না

    • @akashkhan3517
      @akashkhan3517 Рік тому +4

      🤣🤣🤣
      Just choor dokhol niye murder kore majhe majhe

    • @integer9655
      @integer9655 Рік тому +12

      এখন আর নাই এখন গ্রাম ও চরের মানুষেরাই বেশি ক্রিটিকেল 😂😂😂😂😂

  • @missharmin326
    @missharmin326 10 місяців тому

    ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চরের মানুষের কষ্টের জীবন যাপন কাহিনী তুলে ধরেছেন

  • @Birpurus1
    @Birpurus1 Рік тому +2

    শেষাংশ-টা অতুলনীয় বাস্তব ছিল❤

  • @SarwarulIslam-z9e
    @SarwarulIslam-z9e Рік тому +1

    আবহমান গ্রাম বাংলার প্রকৃত রুপ তুলেধরার জন্য অনেক ধন্যবাদ।

  • @sajibkhalifa166
    @sajibkhalifa166 11 місяців тому

    ধন্যবাদ DW বাংলাকে অসাধারন প্রতিবেদন

  • @SudiptoKarn
    @SudiptoKarn Рік тому

    অনেক সুন্দর প্রতিবেদন ❤ DW র একটি বিশেষ বৈশিষ্ট্য তারা অসাধারণ প্রতিবেদন বানাতে পারে। সেটা যেকোনো ভাষার ই হোক না কেনো। এইজন্যই মনে হয় DW র কয়েকটি চ্যানেল অনুসরন করি। এইরকম সত্য জীবনী গুলো কাছে থেকে দেখার সুযোগ হয়। চর বাসীরা যেনো তাদের জীবন আরো সুন্দর ভাবে কাটাতে পারুক এটাই প্রার্থনা করি। আর প্রতিবছর যে বাজেট হয় তার একটা অংশ তাদের জন্য বরাদ্দ রাখলে অনেক সুবিধা হয়। যাতে যদি বন্যায় কারো ঘর ভেঙে যায় তাহলে টাকার চিন্তা না করতে হয়। সরকার ই তার বাসস্থান খরচ প্রদান করে।

  • @jony.vector783
    @jony.vector783 Рік тому

    চর আমার কাছে সেই লাগে, অনেক সুন্দর ও মনোরম পরিবেষ

  • @marinebmbu1544
    @marinebmbu1544 Рік тому

    পুরো প্রতিবেদনটিই অসাধারণ লেগেছে।

  • @nicemelody3314
    @nicemelody3314 Рік тому

    অনেকদিন পরে খুব ভালো একটি ভিডিও পাইলাম।নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন কতো সুবিধা বা অসুবিধা সবমিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা। সবসময় একই ধরনের ভিডিও দেখলে মস্তিস্কের নার্ভগুলি টনটন করে ব্যাথা করে। ফলে কম সময়ে বেশি আনন্দদেয় সেগুলিতে চলে যেতে হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

  • @ashiqurrahman2351
    @ashiqurrahman2351 Рік тому +11

    Amazingly described. "Life is not a bed of roses" this proverb represents their lifestyle perfectly. But at the end of the day the precious smile on their faces, indicates the true joy and innocence of life. Thank you for this documentary.

  • @shahadathossenshanto4925
    @shahadathossenshanto4925 Рік тому

    এ কারনেই বিবিসি বাংলা এবং DW এরা অন্য সকল সো কল্ড নিউজ চ্যানেল থেকে ভিন্ন মান সম্মত এবং সাবলীল, চমৎকার 👏👏👏ধন্যবাদ

  • @eazbiruddin731
    @eazbiruddin731 Рік тому +6

    ছোট কালের অনেক ছোট ছোট স্মৃতি মনে পড়ে গেলো...😢

  • @allupdatedinfo
    @allupdatedinfo Рік тому

    এত অসাধারণ একটি ডকুমেন্টারি।
    একটানা দেখলাম, খুব ভালো লাগলো।
    রহিম শেখকেও ভালো লাগলো, কিছুটা পড়াশোনা করায় কথাবার্তা অনেক মার্জিত। ❤

  • @shimulmirza6394
    @shimulmirza6394 Рік тому

    আমার জীবনে দেখা অন্যতম সেরা একটি ডকুমেন্টারি দেখলাম।
    কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী ইউনিয়ন হুবহু একই রকম, আমার নানী ও মামার বাড়ি ওখানে।
    চরাঞ্চলে বসবাস করে অনেক শান্তি আছে আবার দুর্ভোগ, কষ্টও আছে।
    আমার ছোটবেলা ও শৈশব কেটেছে ওখানে।
    সকল ধরনের খাবার ফ্রেশ, তাজা, কেমিক্যাল ও ফরমালিনমুক্ত খাওয়া যায়।

  • @mahmudhasan9390
    @mahmudhasan9390 Рік тому +4

    Beautiful programme. Best DW documentary programme I have ever watched on DW youtube chanel. I am so touched. I agree with Rahim Sarkar. Flood brings not only disaster but also blessings for the 'choiras'. Brilliant work done by DW. My ancestors once came from Jamuna char area.

  • @mdsahadat9242
    @mdsahadat9242 Рік тому +6

    সরকারের পক্ষ থেকে সব চর অনচলের মানুষদের বিশেষ সুবিধা নিশ্চিত করা উচিত। দেশ জাতির উন্নয়ন এর জন্য।