১৪৯-ডিম পাড়া দেশি মুরগির জন্য হাতে বানানো ফিড। Handmade feed for layer chicken

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @bachchumahmud5261
    @bachchumahmud5261 11 місяців тому +2

    আপনার ভিডিও গুলো আমার কাছে চমৎকার লাগে

    • @jowarfarming
      @jowarfarming  11 місяців тому

      অনেক ধন্যবাদ ❤️

  • @ziblyvgonj4435
    @ziblyvgonj4435 Рік тому +1

    মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও। আপু সুস্থ মুরগির রোগ প্রতিরোধে এক মাসের জন্য একটি ভিডিও বানাবেন ইনশাআল্লাহ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ভিডিও দেবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ

  • @abdulkuddus4729
    @abdulkuddus4729 Рік тому +1

    শ্রদ্ধেয় আপু, খুবই জরুরী একটা ভিডিও দিলেন। আমি এবার বাড়িতে যেয়ে এইভাবে খাবার বানাবো। ১০-টা মুরগির মাসিক খরচ জানা গেলো। আল্লাহতায়ালা আপনাকে নেক হায়াত দান করেন। আমিন।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমিন।
      অনেক ধন্যবাদ ভাই। আল্লাহর রহমতে আপনিও ভালো থাকবেন।

  • @SabbirAhmed-jb3nv
    @SabbirAhmed-jb3nv Рік тому

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন?দোয়াকরি মহান আল্লাহতালা আপনাকেও আপনার পরিবারের সবাইকে সব সময় ভালো রাখে। আমিন
    খুবই উপকারি ভিডিও। পরের ভিডিও সেডে বা অল্প যায়গায় মুরগী পাললে কিকি খাবার লাগে এই ভিডিও অপেক্ষা রইলাম।
    জাজাকাল্লাহ

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম।আমিন।
      আল্লাহ পাক আপনার ও আপনার পরিবারকে হেফাজত করুন। আমিন।
      ভিডিও দেবো ইনশাআল্লাহ

  • @jjhonolulu4230
    @jjhonolulu4230 Рік тому

    Dry khabar o vija khabar ki vabe o kokhon kokhon debo?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      শুকনো খাবার সারাদিন চলবে।আর মাখানো খাবার দুপুরে রোদ থাকতে থাকতে দেবেন

  • @dinajesmin690
    @dinajesmin690 Рік тому +1

    আসসালামু আলাইকুম,,, আমি শহরের বাসায় ২ তালায় বাশের খাচায় পালতিছি মুরগী আলহামদুলিল্লাহ,,, ৩ টা মুরগী ডিম দিচ্ছে এটা এতটা আনন্দের কি বলব,,বাচ্চারা অনেক খুশি হয়,,,আপনার ভিডিও নিয়মিত দেখি,,অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি,,,,,আনেক গুছানো আপনার ভিডিও অনেক ভালো লাগে,,,,

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      আল্লাহ রাব্বুল আলামিন সারাজীবন আপনার পরিবার এর খুশি অক্ষুণ্ণ রাখুন। আমিন।
      অনেক দোয়া ও ভালোবাসা ❤️

  • @MdRasel-fm4df
    @MdRasel-fm4df Рік тому +1

    Alhamdulillah 💞💞💞

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আলহামদুলিল্লাহ ❤️

  • @MoonBinteAkbar
    @MoonBinteAkbar Рік тому

    Apu apnar basa dhaka kothai?amr khub issa apnar khamar visit korar

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমার বাসা আমিনবাজারের পাশে অবস্থিত বলিয়ারপুর এ

  • @jjhonolulu4230
    @jjhonolulu4230 Рік тому

    Apu apni ki train proti station ashle ekjon women er ek ta voice dey shey women ta ki apni?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      না ভাই, আমি সেই মহিলা নই।😄

  • @taniayesmine8080
    @taniayesmine8080 6 місяців тому

    আসসালামু আলাইকুম আপু খুদের বদলে চাল দিলে হবে জানাবেন প্লিজ।

    • @jowarfarming
      @jowarfarming  6 місяців тому

      ওয়ালাইকুম আসসালাম।
      অবশ্যই হবে। তবে যেহেতু চালের দাম বেশি, এ কারণেই খুদ খাওয়ানো উত্তম

  • @mosarofhossen6356
    @mosarofhossen6356 Рік тому

    আপু কি শুটকি মাছের গুরা নিব।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জ্বি ভাই।

    • @mosarofhossen6356
      @mosarofhossen6356 Рік тому

      আসসালামু আলাইকুম আপা। আমি একজন মেয়ে।আপা আপনাকে মনেহয় বিরক্ত করলাম। আমি জানতে চাইছিলাম কোন শুটকি মাছের গুরা নিব। ধন্যবাদ

  • @mdashiqurrahman1573
    @mdashiqurrahman1573 Рік тому

    কি শুটকি আপনি ব্যবহার করেন একটু নামটা জানাবেন?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      বাজারে শুটকির গুড়া কিনতে পাওয়া যায়। সেটই আমি দেই

  • @abdulkuddus4729
    @abdulkuddus4729 Рік тому +1

    আপু, মাংসের জন্য ১০-২০ টা মুরগির ১ মাসের খাদ্য তালিকার ভিডিও দেবেন ইনশাআল্লাহ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      দেবো ইনশাআল্লাহ

  • @niharikatori7412
    @niharikatori7412 Рік тому

    আসসালামোআলাইকুম আপু।আপনার ভিডিওটা খুবই উপকারি অনেক ভালো লাগলো।
    আপু আপনি কি দেশি নতুন ডিমের মুরগি বিক্রি করবেন?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম। আপু, এখনো বিক্রি শুরু করতে পারিনি কিছু সমস্যার কারণে।

    • @niharikatori7412
      @niharikatori7412 Рік тому

      ​@@jowarfarmingআপডেট দিবেন

  • @a.b.siddikofficial7051
    @a.b.siddikofficial7051 Рік тому

    আসসালামু আলাইকুম আপু,
    আপু, আমি বাজারের হাট থেকে ডিম পাড়া মুরগী কিনেছি ৫০ পিছ, তো এই হাট বাজার থেকে কেনা মুরগী গুলোকে আমি এখন কি লেয়ার লেয়ার 1 খাওয়াবো নাকি,আপনার তথ্য দেওয়া এই বানানো ফিট খাওয়াবো এবং এই মুরগীগুলোকে প্রথমে ও পরে কি কি ভ্যাকসিন দিবো দয়া করে যদি একটু বলতেন তাহলে আমি খুব উপকৃত হবো।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      কি খাওয়াবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।
      প্রথমে লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক, সাথে লাইসোভিট দেন। এরপর রানীক্ষেত ভ্যাক্সিন দেন। ভ্যাক্সিন দেবার আগের দিন থেকে লিভার টনিক দেন। এন্টিবায়োটিক চলার সময় ভ্যাক্সিন দেবেন না। কৃমি নাশক দেন, সাথে ই সেলেনিয়াম এবং ভিটামিন সি দেন।
      আল্লাহ ভরসা

  • @nibirhossain184
    @nibirhossain184 10 місяців тому

    আপু আপনি যেভাবে বানানাচ্ছেন সেইভাবে কত পাসেন্ট ডিম পাচ্ছেন

    • @jowarfarming
      @jowarfarming  10 місяців тому

      ভাই, আপাতত আমার খামার স্থগিত রয়েছে পারিবারিক কিছু সমস্যার কারণে। যে সময় ভিডিওটা দিয়েছিলাম সে সময় আমি হাতে বানানো খাবার দিয়ে ৬০% ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার খামারে এখন নিজেদের খাওয়ার জন্য অল্প কয়েকটা মুরগি আছে। ঈদের পরে ইনশাআল্লাহ ছোট্ট পরিসরে। আবার খামার সাজাবো

    • @nibirhossain184
      @nibirhossain184 10 місяців тому

      @@jowarfarming আপু আপনার সাথে যোগাযোগ করা যাবে কি। আমি একজন তরুন উদ্দেগ্যতা + ডিগ্রি ১ফাস্ট ইয়ারে পড়ি। আপনার কিছু পরামর্শ লাগতো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো

    • @jowarfarming
      @jowarfarming  10 місяців тому

      আমার নতুন ভিডিওতে নাম্বার দেয়া আছে।
      প্রয়োজনে ফোন দিতে পারেন

    • @nibirhossain184
      @nibirhossain184 10 місяців тому

      @@jowarfarming আচ্ছা আপু। আপনার কি what apps number ase

  • @almukkit
    @almukkit Рік тому

    মাংস এর জন্য খাবার বানানো নিয়ে ভিডিও বানান দয়া করে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +2

      ভিডিও দেবো ইনশাআল্লাহ

    • @almukkit
      @almukkit Рік тому

      Assalamualaikum apu amer 9 ta boiler ar murgir bascha ase 1month ar jima jima vab matha ghar ar majha duke gase ki kor r kon medicin dibo? 10-12din age o amon hoicili medicin disilam aber hoice akhon ki korbo please bolben khub tention a aci

  • @NoobGamer-yw1zh
    @NoobGamer-yw1zh Рік тому

    আপু আমার 50টা টাইগার আছে।শেডের মধ্যে ছাড়া আছে।আপনি হাতে বানানো যে খাবার বললেন এটা কি খাওয়ানো যাবে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জ্বি অবশ্যই খাওয়ানো যাবে ইনশাআল্লাহ

  • @zaberahamed1112
    @zaberahamed1112 Рік тому +1

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনি কি পাহাড়ি মুরগির বাচ্চা ফুটিয়েছেন?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই, পারিবারিক এবং শারীরিক কিছু সমস্যার কারণে খামার বাড়াচ্ছি না। আশা করি অল্প দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

    • @zaberahamed1112
      @zaberahamed1112 Рік тому

      আপু তাহলে কি ডিম বিক্রি করেদেন?আর ওগুলো কি বীজ ডিম? বাচ্চা ফুটবে?

  • @mosarofhossen6356
    @mosarofhossen6356 Рік тому

    আসসালামু আলাইকুম আপা। আপা ফিট সাপ্লিমেন্ট কি একটু বুঝিয়ে বলবেন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ইত্যাদি কে সাপ্লিমেন্ট বলে। এই সাপ্লিমেন্ট গুলো পানিতে মিশিয়ে খেতে দেয়া হয়।আবার মুরগির ফিডে মেশানোর জন্য কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়।

    • @mosarofhossen6356
      @mosarofhossen6356 Рік тому

      আপা আপনাকে অনেক ধন্যবাদ

  • @abrahamsafuanrafi5986
    @abrahamsafuanrafi5986 Рік тому

    আসসালামু আলাইকুম আপু,
    একটা জিনিস জানার ছিলো যে, ক্যালসিয়াম,এডি৩,ই সেল কি এক পানিতে একসাথে দেওয়া যাবে?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
      যেহেতু এই তিনটাই ভিটামিন ও খনিজ ঔষধ। একসাথে না দেয়াই ভালো। মুরগির পেটের সংক্রমণ হতে পারে। আপনি একটা চার্ট করে নেন এবং ঘুরিয়ে ফিরিয়ে এই সাপ্লিমেন্ট দিতে থাকেন। এই বিষয় এর উপর আমার ভিডিও দেয়া আছে

  • @firojbp1164
    @firojbp1164 Рік тому

    আপু আপনি যদি আমার এই কমেন্ট টা পড়ে থাকেন তাহলে উত্তর দিবেন আমি 70 থেকে 80 টা মুরগি নিয়ে খামার করেছি নতুন কিন্তু আমার প্রতিদিনই একটা না একটা সমস্যা প্রবলেম সলভ করতে হচ্ছে এজন্য ব্যাটেনারি হাসপাতালে গেলে যখনই জিজ্ঞাসা করে তখনি বলে 50 60টা মুরগির আর কি চিকিৎসা দিমু তো আমি বুঝাইতে চাইতেছি আমি একটা বই কিনছি রোগ সম্পর্কে তো এটা আমি এটা আমি বুঝতে পারতাছি না কোন কোম্পানি কোন কি কাজ করে কি করলে সহজেই বুঝতে পারবো প্লিজ জানাবেন কোন কোন কোম্পানির নাম আমার সহজেই মুখস্ত করতে হবে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই, ঔষধের উপর আমার অনেক ভিডিও দেয়া আছে। ভিডিও গুলো তে ঔষধের কাজ, ডোজ দেয়া আছে। এমনকি সেই ঔষধ বিভিন্ন কোম্পানি কি কি নামে বাজারজাত করছে সেটাও বলা আছে। ভিডিও গুলো দেখলে আশা করি উপকার পাবেন ইনশাআল্লাহ।

    • @firojbp1164
      @firojbp1164 Рік тому

      @@jowarfarming ম্যাডাম আপনার কোন ফেসবুক গ্রুপ আছে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই আমি ফেসবুক ব্যবহার করি না।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আপনি চাইলে আপনার ফোন নাম্বার টা নতুন করে কমেন্ট বক্সে দিতে পারেন। আমিই আপনাকে ফোন দেবো ইনশাআল্লাহ

  • @ferdousnislam8498
    @ferdousnislam8498 Рік тому

    খালা

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আসসালামু আলাইকুম মামা

  • @fariaakter3099
    @fariaakter3099 Рік тому +1

    আপু আমার মুরগি ভুত্তা খেতে চায় না, কি করনিও?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভুট্টার বদলে চালের খুদ দিতে পারেন

    • @fariaakter3099
      @fariaakter3099 Рік тому

      ​@@jowarfarming❤

  • @Cric_Terminator75
    @Cric_Terminator75 Рік тому

    আসসালামু আলাইকুম আপু।আপু আমার একটা মুরগী আছে। সে মুরগীটা কিছুদিন ধরে চুনা পায়খানা করছে কিন্তু হাটাচলা সব ঠিক আছে। মুরগীটিকে শুস্ত করার জন্য কি ওষুধ দিব? ❤

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আপনি ই এস বি৩ ভেট দিতে পারেন। এই এন্টিবায়োটিক এর উপর আমার ভিডিও দেয়া আছে। আপনি ডোজ দেখে নিতে পারেন। দিনে ২ বার দেন। ৫ দিন দেন। সাথে কোন ভিটামিন দেবেন না।

  • @salinaakhter9636
    @salinaakhter9636 10 місяців тому

    আপু আমি কবুতরের ঘরে মুরগী ছেড়ে পালি তো ওরা কবুতরের খাবার যেমন বাজরা চিনা ও অন্যান্য যেসব খাবার নিচে পড়ে সেগুলো ওরা ও বাচ্চারা খেয়ে নেয় এতে কি কোনো অসুবিধা হবে আর দেড় মাসের দেশি মুরগির বাচ্চারা কি সব খাবার খেতে পারে প্লিজ রিপ্লাই দিবেন

    • @jowarfarming
      @jowarfarming  10 місяців тому +1

      কবুতরের খাবার খেলে কোন সমস্যা নাই।
      দেড় মাস বয়সের বাচ্চা কে চেষ্টা করবেন গ্রোয়ার ফিড দিতে। আপনি যদি কেনা ফিড না দেন, সেক্ষেত্রে এডাল্ট মুরগি যা যা খাচ্ছে -- তা সবই ওরা খেতে পারবে কোন সমস্যা নাই

  • @janntisuravi9312
    @janntisuravi9312 Рік тому

    আপু লবন দিয়ে ফিড মিশিয়ে রাখলে এখন বর্ষার সময়ে ফিড কি ভিজা ভিজা হয়ে যাবে, কারন বর্ষার সময়ে লবন পানি পানি হয়ে যায় তাই বললাম, প্লিজ উত্তর টা দিয়েন আপু

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      এই সম্ভাবনা অবশ্যই আছে। এইসব কারণে ফিড অল্প দিনের জন্য বানানো উচিৎ। আর পুরো মাসের ফিড তৈরি করে রাখলে মাঝে মাঝে রোদে বা বাতারে সেই ফিড রাখা পাত্রের ঢাকনা কিছুক্ষণের জন্য খুলে রাখা উচিৎ।

  • @aka_road
    @aka_road Рік тому

    আপু কম ডিম কতটা, মুরগী কয় বছর টিকবে। আর বেশি ডিম কতটা, মুরগী কয় বছর টিকবে?
    একটা রিপ্লায়ে এই সম্পর্কে বললেন, তাই আরেকটু তথ্য জানতে চাইলাম।
    [এইবার আপনিই বলেন, বেশি ডিম পেড়ে মুরগিকে অল্প দিনেই বাতিল করবেন নাকি তুলনামূলক ভাবে একটু কম ডিম পেড়ে বেশিদিন মুরগিটাকে দিয়ে ডিম পাড়াবেন। এখন সিদ্ধান্ত আপনার।]

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      এক চালানে একটা মুরগি সাধারণত ১২-১৮ ডিম পাড়ে। কম ডিম পাড়া বলতে, সেখানে হয়তো ১১-১৩ টা ডিম পাড়বে। আর বেশি ডিম পাড়া বলতে ১২-১৫ বা১৬ টা ডিম এক চালানে একটা মুরগি পাড়বে।
      একেক জাতের মুরগির জীবন কাল একেক রকম। দেশি মুরগি সাধারণত ৪-৮ বছর বাচে।
      একটা দেশি মুরগি ১৬- ২০ মাস পর্যন্ত ডিম পাড়ে।
      মুরগি বাতিল হওয়া বলতে মারা যাওয়ার কথা বলিনি। খুব বেশি ডিম পড়লে অল্প দিনের মধ্যে ডিম পাড়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মুরগির বার্ধক্য এসে যাবে।

  • @mdrafiqulislam3331
    @mdrafiqulislam3331 Рік тому

    আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম ? অনেকদিন পর আপনার পোষ্ট দেখলাম । ফিডের যে ফর্মুলা দিলেন , এটা কেমন কাজ করে ডিমের ক্ষেত্রে ??

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। মুরগি যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে ৪০-৫০% ডিম দিবে ইনশাআল্লাহ। তবে সাথে সাপ্লিমেন্ট দিতে হবে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আপনি কেমন আছেন স্যার!

    • @mdrafiqulislam3331
      @mdrafiqulislam3331 Рік тому

      @@jowarfarming আলহামদুলিল্লা ভালো আছি, আমি এতদিন দেশে ছিলাম, ভেবেছিলাম আপনার মুরগীগুলো দেখতে আসবো কিন্তু আমার নাম্বার দিয়েও কোন রিপ্লাই পাইনি ভাই ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই, আমি কিন্তু নাম্বার পাইনি।
      অনেক সময় নাম্বার আসে না। এই কারণে আপনি নাম্বার টা বানান করে দেন। যেমন, জিরো ওয়ান সেভেন।
      আর ভাই, নাম্বার টা এখানে না দিয়ে নতুন করে কমেন্ট বক্সে জানান। আমি অনেক সময় কমেন্ট এর নিচের কমেন্ট চেক করি না

  • @omarhisamalarabim
    @omarhisamalarabim Рік тому

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন
    আপনি যেই ফর্মুলা দিলেন ওইটা মুরগিকে দিলে ডিমের % কেমন আসবে।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম।আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন। মুরগি যদি সুস্থ থাকে, তাহলে এই ফিডে ৪০-৫০% ডিম আসবে ইনশাআল্লাহ।

  • @badm6885
    @badm6885 Рік тому +1

    আপু, কোন কোন রোগে কোন কোন মেডিসিন কম্বাইন্ড করতে হয় এই বিষয়ে ভালো করে ধারণা দেন । আমি জানি আপু আপনি সুন্দর করে বোঝাতে পারেন।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      চেষ্টা করবো ইনশাআল্লাহ

  • @taniaakter7498
    @taniaakter7498 Рік тому

    আসসালামু আলাইকুম আপু। আপু আমার কয়েকটা মুরগী অসুস্থ। সবুজ চুনা পায়খানা করছে।আজকে আবার কাশি দেখতে পাচ্ছি।এখন কি করবো।আর একটা কথা আপু ফ্লোর ফেনিকল ও টিলমাইকোসিন কি একসাথে দেওয়া যাবে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।আপু ফ্লোর ফেনিকল এবং টিলমাইকোসিন ফসফেট একসাথে দেয়া যাবে। সাথে ব্রোঙ্কোভেট দেন। শেডে টিমসেন অথবা জিপিসি ৮ স্প্রে করেন ৩ ঘন্টা পর পর। পারলে পানির পি এইচ দেন।

  • @ChashiNewaz
    @ChashiNewaz Рік тому

    আপু আমি কিছু দেশি মুরগি পালন করি। সমস্যা হলো এরা অনেক খাবার নষ্ট করে।অনেক খাবার আঁচড়িয়ে ফেলে দেয়। খাবার নষ্ট না করার কোনো উপায় আছে কি?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই এই বিষয় নিয়ে ভিডিও দেবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে

  • @mamunurrashid5212
    @mamunurrashid5212 Рік тому

    Apa, I need azolla, please give me some azolla in Faridpur district.

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আসসালামু আলাইকুম। ভাই, আপনি যদি আমাদের বাসায় আসতে পারেন, সে ক্ষেত্রে আমি আপনাকে অ্যাজোলা দিতে পারব ইনশাআল্লাহ।।

  • @Animg4v
    @Animg4v Рік тому

    আস সালামু আলাইকুম আপা। আমার একটা মুরগি কুচে বসা আর বাকিগুলা কিছু ডিম পারছে আবার কিছু ৩-৪ দিনের মধ্যে বা পরে ডিম দিবে এমন অবস্থায় আছে। এখন এদের সকলকে কি Rdv vacine করতে পারবো? ধন্যবাদ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। জ্বি ভাই পারবেন ইনশাআল্লাহ

  • @romanaislam5624
    @romanaislam5624 Рік тому

    আপু আমার মুরগির চুনা পায়খানা করতেছে এখন কি করব দয়া করে বলবেন প্লিজ অনেক দুশ্চিন্তায় আছি

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ই এস বি৩ ৩০% ভেট দেন। অথবা লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন। সাথে কোন ভিটামিন দিয়েন না। দেখা যাক ইনশাআল্লাহ

  • @fariaakter3099
    @fariaakter3099 Рік тому

    আপু মুরগির বুক শুকোনোর কারন কি কি? প্রতিরোধে কি করনিও?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      পেটের সংক্রমণ জনিত রোগ এর কারণে মুরগির বুক শুকিয়ে যায়।এছাড়া কৃমি হলেও কিন্তু এই সমস্যা হতে পারে। মুরগির মল দেখে এবং মুরগির আচরণ দেখে রোগ নির্ণয় করে ঠিকঠাক চিকিৎসা দিতে হবে। রোগ সেরে গেলে ভালোভাবে খাওয়ালে বুক শুকানো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

    • @fariaakter3099
      @fariaakter3099 Рік тому

      ​@@jowarfarming❤❤

  • @zaberahamed1112
    @zaberahamed1112 Рік тому

    আপু আপনি কি ডিম বিক্রি করদেন, আর ওগুলো কি বীজ ডিম বাচ্চা ফুটবে?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই, আমাদের বাড়িতেই প্রতিদিন ১০ টা করে ডিম লাগে।
      আর এই মুরগির ডিম বাচ্চা ফোটানোর জন্য কাউকে দিচ্ছি না।তার জোরালো কারণ আছে।আসলে ফিতনার ভয়ে আমি ব্যাপার টা নিয়ে ভিডিও দিচ্ছি না।৩ জন খামারি এই মুরগির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। আমাদের মুরগির ভিতর কিছু মুরগি সম্ভবত ক্রস হয়ে গেছে। আর কিছু প্রথম ডিম এর মুরগি। এগুলো নিয়ে ভবিষ্যতে আগাবোনা ইনশাআল্লাহ। আমি নতুন করে আবার খামার সাজাবো ইনশাল্লাহ। আমি এবার নিজেই বুঝে মুরগি কিনবো

    • @zaberahamed1112
      @zaberahamed1112 Рік тому

      আপু এ পাহাড়ি মুরগিগুলোতো শাকিল ভাই আপনাকে দিয়েছেন তাহলে ভেজাল হলো কিভাবে?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমি জানি না ভাই। হয়তো যে খামার থেকে উনি বাচ্চা নিয়েছিল, সেখানেই সমস্যা টা হয়েছে। অনেক সময় উন্মুক্ত ভাবে পাললে অন্য মুরগির সাথে ব্রীড হয়ে যায়। আর প্রথম ডিম এর মুরগি- এটাতো খামারিদের সততার ব্যাপার। বাচ্চা মুরগির ক্ষেত্রে সমস্যা বোঝা যায় না। বড় হবার পর সমস্যা বোঝা যায়।

  • @abdulkuddus4729
    @abdulkuddus4729 Рік тому

    আপু, বাজারে ঝিনুকের গুড়ো কত করে কেজি ?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমি কখনো কিনি নাই। তবে ৪০/৫০ টাকা করে ১ কেজি

  • @fariaakter3099
    @fariaakter3099 Рік тому

    আপু আমার মুরগির ঠান্ডা লাগার পরে ফ্লরফিনিকল প্লাস লেভফ্লক্সাচিন গ্রুপের মেডিসিন দেয়া হয়েছে মুরগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়েচে কিন্তু খাবারের রুচি কমে গেসে। কি করনিও পরামর্শ দেবেন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ঠান্ডা লাগার করনে এটা হয়েছে। ২-৩ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জিংক দেন। রুচি বাড়াবে

    • @fariaakter3099
      @fariaakter3099 Рік тому

      ​@@jowarfarming❤❤

  • @cutecat9865
    @cutecat9865 Рік тому

    আপু মাংসের জন্য সোনালী মুরগিকে ধান ভিজিয়ে রেখে ২ /৩ দিন পড় অংকুর গযায়।
    এই গযানো ধান খাওয়ালে কেমন হবে ভালো দিক খারাপ দিক গুলো বলবেন।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ

  • @romanaislam5624
    @romanaislam5624 Рік тому

    মুরগির ফার্মে যদি ভাইরাস ঢুকে কোন ওষুধ দিলে ভাইরাসটা দমন হবে আর আমি কি চুন দিয়ে পরিষ্কার করলে ভাইরাসটা কি চলে যাবে যেখানে মুরগি থাকে সেখানে কি চুন দিয়ে ঝাড়ু দিয়ে দেবো

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আমার ২৩ নাম্বার ভিডিও টা দেখবেন প্লিজ। আশা করি উপকার পাবেন ইনশাআল্লাহ

    • @firojbp1164
      @firojbp1164 Рік тому

      আপু যদি ফেসবুক গ্রুপ থাকে তাহলে আমাকে জয়েন করুন প্লিজ

  • @mosharrafhossen1385
    @mosharrafhossen1385 Рік тому

    আপু, এই ফিড ৪২/কেজি পড়ে, কিন্তু ৪৬/কেজি খরচ করে ১৭%প্রোটিন সমৃদ্ধ লেয়ার লেয়ার -১ ফিড, ডিম পাড়া মুরগির জন্য তৈরি করা যায়।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জ্বি ভাই যাবে। আমি সেই ফিড তৈরি নিয়েও ভিডিও দেবো ইনশাআল্লাহ

  • @mddinar8795
    @mddinar8795 Рік тому

    আপা মুরগি বাচ্চা গলা টানে ও ঝিমিয়ে বসে থাকে কি ঔষধ দিবো

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই, মুরগির বাচ্চা গলা টানে বলতে কি বুঝাচ্ছেন। আরেকটু ক্লিয়ার করে লিখতে হবে প্লিজ

  • @rafiahmed159
    @rafiahmed159 Рік тому

    আপু মুরগীকে কি ডিম পাড়ার আগে লেয়ার 1 খাবার খাওয়ালে কি কোনো আসুবিদা হবে।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      কোন সমস্যা নাই।

  • @md.shahidullahkaisar8169
    @md.shahidullahkaisar8169 Рік тому

    আপনি মাংসের মুরগিকে যা ইচ্ছা খাওয়াতে পারেন। কিন্তু ডিমের মুরগিকে রেডি ফিড খাওয়ানো সবচেয়ে ভালো। না হলে ভালো ডিম পাবেন না

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +2

      ভাই, আমি কিন্তু এই ফিডই দেই। তবে সাথে সাপ্লিমেন্ট দিতে হবে। রেডি ফিড অবশ্যই ভালো। কিন্তু খারাপ দিক ও আছে। বাজেট ফেল করে, বেশি ডিম পাড়ার কারণে মুরগি আগেভাগেই বাতিল হয়ে যায়। অর্থাৎ মুরগির বার্ধক্য তাড়াতাড়ি চলে আসে। এইবার আপনিই বলেন, বেশি ডিম পেড়ে মুরগিকে অল্প দিনেই বাতিল করবেন নাকি তুলনামূলক ভাবে একটু কম ডিম পেড়ে বেশিদিন মুরগিটাকে দিয়ে ডিম পাড়াবেন। এখন সিদ্ধান্ত আপনার।

  • @Asmakhatun-oq8ko
    @Asmakhatun-oq8ko Рік тому

    apu apni murgir kono medecine na osad den na

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      দেই। সাপ্লিমেন্ট দেই। কিন্তু চেষ্টা করি এন্টিবায়োটিক না দিতে।