১৫১-মুরগি ১/২ দিন পর পর ডিম পাড়ে!Irregularity in laying eggs

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 138

  • @abdulkuddus4729
    @abdulkuddus4729 Рік тому +4

    মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহতায়ালা আপনাকে নেক হায়াত দান করেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আলহামদুলিল্লাহ।
      আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমিন

    • @mdshowrob4536
      @mdshowrob4536 Рік тому

      @@jowarfarming a

  • @arshadagro
    @arshadagro Рік тому +5

    অসাধারণ।
    খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন।
    আশা করি অনেকেরই উপকারে আসবে।
    অসংখ্য ধন্যবাদ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আলহামদুলিল্লাহ।
      অনেক ধন্যবাদ ভাই

  • @sayeedvission195
    @sayeedvission195 10 місяців тому

    আসসালামুয়ালাইকুম আপু আপনার ভিড়িও তে অনেক উপকারী পরামর্শ ধন্যবাদ

    • @jowarfarming
      @jowarfarming  10 місяців тому +1

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
      ❤️❤️❤️

  • @ziblyvgonj4435
    @ziblyvgonj4435 Рік тому +2

    মাশাল্লাহ । অনেক প্রয়োজনীয় একটা ভিডিও আপনাকে ধন্যবাদ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আপনাকেও অনেক ধন্যবাদ

  • @nasim.YouTube
    @nasim.YouTube Рік тому +1

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার,

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ

  • @mdfoyejahmed4908
    @mdfoyejahmed4908 Рік тому

    শুনে উপক্রিত আপু অসংখ্য ধন্যবাদ অমান প্রবাসী

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @khicuri5271
    @khicuri5271 5 місяців тому +1

    খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

    • @jowarfarming
      @jowarfarming  5 місяців тому

      অনেক দোয়া ও ধন্যবাদ

  • @khalilhabib9218
    @khalilhabib9218 Місяць тому +1

    আপু লেয়ার মোরগের বোর্ডিং থেকে ভ্যাকসিন প্রজন্ত একটি ভিডিও দিলে ভালো হতো, pls

    • @jowarfarming
      @jowarfarming  Місяць тому

      আমি চেষ্টা করব ভাই

  • @mamunurrashid5212
    @mamunurrashid5212 Рік тому +4

    Awesome, informative analysis.

  • @akashrana6605
    @akashrana6605 Рік тому +2

    ভিডিওটি উপকারি

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আলহামদুলিল্লাহ।
      অনেক ধন্যবাদ

  • @syeduddin3114
    @syeduddin3114 Рік тому +1

    Jazakallah. Very informative. What is layer layer 1 feed ? One of sonali chicken ( not sure about sonali ) is almost 8 months old but not 12:12 laying egg. Please advise.

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      Jazakallah. Layer layer 1 feed is for layee chicken. It helps to lay egg frequently.
      1/ Your hen needs calcium, e selenium, vitamin ADE3. You need to provide these.
      2/ pls check your chicken. Fat may diposite. In that case, egg production may stopped.
      May Allah bless You

    • @syeduddin3114
      @syeduddin3114 Рік тому

      Thanks a lot . Is there any sign of being fat that I can understand.? In fact I don’t know how to check. Thanks once again for your prompt and precise response.

  • @sornaakter13
    @sornaakter13 Місяць тому

    মাশাল্লাহ্ আপু

    • @jowarfarming
      @jowarfarming  Місяць тому

      আলহামদুলিল্লাহ

  • @afrinafrin6701
    @afrinafrin6701 10 місяців тому

    Assalamualikum apu.
    Deshi murgir shushomo khabar er list nie ki kono vdo ache? Ki ki khaoano jabe ba jabe na edhoroner jdi kono vdo thake..Link ta share korben kindly apu.

    • @jowarfarming
      @jowarfarming  10 місяців тому +1

      ওয়ালাইকুম আসসালাম।
      আমার ১৪৯ এবং ১৫৩ নাম্বার ভিডিওতে দেয়া আছে

  • @omarhisamalarabim
    @omarhisamalarabim Рік тому +2

    আসসালামু আলাইকুম আপু মাংসের মুরগির জন্য একটা ফিড ফর্মুলা দিলে অনেক উপকার হতো 🐔❤

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +2

      ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া দেবো ইনশাআল্লাহ

    • @omarhisamalarabim
      @omarhisamalarabim Рік тому +1

      ​​@@jowarfarmingধন্যবাদ আপু
      আচ্ছা আপনি কি এখনো বাচ্চা তুলেন না অনেক দিন তো হয়ে গেলো ডিম পাচ্ছেন।

  • @evanahmed2790
    @evanahmed2790 Рік тому

    Assalamualaikum appu... Ami shok bosto 2ti murgi pali.....16-20 inci khajate apnr khabarer video part-2 dkhe chilm je khaabr khaiye amr murgi potidin dim dei,, apnk onk donnobad and love u.. Apnr sb video dkle mne hy aro dekhi appu murgi dim dile tw apni bole chiln murgir dim dwar jnno akta juri ba box diye jaiga kore dite ami tw 16-20 inci khaja te murgi pli.....aita te ki dim dwar jaiga kore dite hbe

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤️❤️❤️।
      খাচার ভিতর ঝুড়ি না দিলেও অসুবিধা নাই ইনশাআল্লাহ।

  • @tusherahmed9894
    @tusherahmed9894 Рік тому +2

    আমি ছেড়ে দেশী মুরগী পালি । আমি ডিমের জন্য কি ফিড দিতে পারি এবং একটা মুরগীর জন্য কতোটুকু পরিমান দিবো ফিড???

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      এডাল্ট মুরগির জন্য প্রতিদিন ৬৫-৭০ গ্রাম ফিড প্রয়োজন। আপনি চাইলে লেয়ার লেয়ার ১ খাওয়াতে পারেন। আবার চাইলে হাতে বানানো ফিড দিতে পারেন। আমার ভিডিও দেয়া আছে

  • @TrishaMoni-bj7jn
    @TrishaMoni-bj7jn 2 місяці тому

    Apu amarakta deshi murgi 2i ta dim diye ar dicche 3 din dore ki korbo aktu bolben plz

    • @jowarfarming
      @jowarfarming  2 місяці тому

      প্রতিমাসে যে ওষুধগুলো বলা আছে ভিডিওতে সেই ওষুধের কোর্স করান একবার করে।
      টেনশন করেন না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

  • @niharikatori7412
    @niharikatori7412 Рік тому +1

    আপু বাজার থেকে ৮-১০ টা ডিমের মুরগী নিয়ে কিভাবে খামার শুরু করলে ভালো হবে ঔষুধ তালিকা সহ সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও চাই প্লীজ❤❤

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ভিডিও দেবো ইনশাআল্লাহ আপু

  • @mohammednazer196
    @mohammednazer196 Рік тому

    Assalamualaikum apu..asha kori valo acen.. Amar 10pis murgi ki babe rog mokto rakte ki medicine debo janaben..

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি ও ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই বিষয় এ ভিডিও দেবো খুব

    • @mohammednazer196
      @mohammednazer196 Рік тому

      Inshallah..

  • @mdhossain2671
    @mdhossain2671 Місяць тому +1

    আপু আমি একটা ঘরের ভিতরে অনেকগুলা মুরগি পালি এই ঘরের ভিতরে হালকা বাতাস হালকা আসে কিন্তু রুদ্র আসে না এতে কি মুরগির কোন সমস্যা হবে আর অনেকদিন ধরে পালতেছি ডিম পারতেছে না দুইটা মুরগি ডিম পারে মাত্র বাকিগুলা ডিম পারতেছ না অবোধ্য ঘরে মুরগি পালাটা এবং সুস্থ রাখবো কিভাবে এবং ঠিকঠাক মতোডিম পাব কিভাবে এর করনীয় কি

    • @jowarfarming
      @jowarfarming  Місяць тому

      আপনার মুরগির বয়স কত এটা জানালে ভালো হতো।
      ঘরে ফ্যান লাগান। বাতাস বহির্গমন করার যে ফ্যানগুলো আছে সেই ফ্যান লাগান। আর ডিম পাড়ার জন্য কি ধরনের সাপ্লিমেন্ট এবং ফিড খাওয়াতে হবে এটা নিয়ে আমার ভিডিও দেয়া আছে, সেগুলো দেখবেন প্লিজ।

  • @islamfarming
    @islamfarming Рік тому +1

    আপা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন।।।আপা ডিমের জন্যে মুরগি তৈরি করতে। ফিড দেয়ার পরিমাণ মেইন্টেন খুবিই গুরুত্বপূর্ণ সঠিক নিয়মে পরি মান মতো ফিড দিলে ডিম পারার ৮০℅সমস্যার সমাধান হয়ে জায়।।। আসা করি কিছু মনে করবেন্না

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ১০০% ঠিক। এখানে মনে করার তো কিছুই নাই রে ভাই। ❤️

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ

  • @MoriumakterEva-n8p
    @MoriumakterEva-n8p 9 місяців тому

    পিকা সল কি অন্যানো ঔষধের সাথে দেওয়া যাবে ।

    • @jowarfarming
      @jowarfarming  9 місяців тому

      দেয়া যাবে হয়তো। এই বিষয়টা আমি আসলে ঠিক ক্লিয়ার না। আপনি এটা আলাদা করেই দেন

  • @mdfoyejahmed4908
    @mdfoyejahmed4908 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Mourima602
    @Mourima602 Рік тому

    মুরগিকে চাল খাওয়াই। এক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দেবে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      শুধু চাল খাওয়ালে মুরগির পেটে গ্যাস হতে পারে। চালের সাথে ভুট্টা ভাঙা বিষয় দেন। পাশাপাশি যদি ডিমের মুরগি হয়, সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট নিতে হবে। ডিমের মুরগিকে যে সাপ্লিমেন্ট দেয়া হয় আমার ভিডিওতে দেয়া আছে অনেকবার। দেখে নিতে পারেন

  • @mdRohitkhan-su7pz
    @mdRohitkhan-su7pz Рік тому +2

    আপু দেশী মুরগীর বীজ ডিম চেনার উপায় নিয়ে একটা ভিডিও চাই ধন্যবাদ আসসালামু ‌আলাইকুম‌ ❤❤

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম।
      ভিডিও দেবো ইনশাআল্লাহ ভাই

  • @MdshorawardiHossain
    @MdshorawardiHossain 5 місяців тому

    আসসালামুয়ালাইকুম। আমি আপনার ভিডিও গত চার পাঁচ দিন যাবৎ দেখছি। আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন অন্য ভিডিওতে আলহামদুলিল্লাহ। আমি কতটা উপকার পাচ্ছি তা বলে বোঝানো যাবে না। লেয়ার লেয়ার 1ফিডে কি পানি মিক্স করে দেয়া যাবে নাহলে ফিডের পাউডার অংশ গুলো মুরগি খায়না। জানাবেন প্লিজ।

    • @jowarfarming
      @jowarfarming  5 місяців тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
      প্রথমে ফিরে পানে মেশাবেন না। ফিড খাবার পরে যে গুড়োগুলো পড়ে থাকে, সেগুলো আলাদা একটা মুখ আটকানো বক্সে তুলে রাখবেন । পরে শেষ গুড়াগুলো দিয়ে মাখায় আলাদা করে খেতে দিন। ওই গুড়া গুলোর মধ্যেই কিন্তু সবরকম ওষুধ থাকে। অতএব ওই গুড়াগুলো যেন কোনভাবে ছত্রাকে আক্রান্ত না হয়।
      আমি এক বেলা মুরগিকে মাখানো খাবার খাওয়াই। সেই মাখানো খাবারের মধ্যে শাক পাতা থাকে এবং ওইখানেই এই গুড়াগুলো মাথায় দেই

  • @TorikulIslam-oi4hn
    @TorikulIslam-oi4hn Рік тому +1

    আপু, মাংসের মুরগীর খাবারে সরিষার খৈল মেসানো কতটা যৌক্তিক?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      সরিষার খোল এ প্রোটিন আছে।এটা হজমে সহায়তা করে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আরও অনেক গুন আছে এর।অতএব ব্যবহার করা যেতেই পারে

  • @mstshohag
    @mstshohag Рік тому

    Thanks

  • @Tanhadreamhouse1
    @Tanhadreamhouse1 Рік тому

    আপু খাবারের মেনু নিয়ে ভিডিও দেন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      দেবো তাড়াতাড়ি ইনশাআল্লাহ

  • @aminbd19
    @aminbd19 Рік тому +1

    আপা সেই আমার হচ্ছে। কি করতে পারি?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ভাই আমি ঠিক বুঝতে পারছি না। আবার কমেন্ট টা করবেন প্লিজ!

  • @safwankhan3231
    @safwankhan3231 Рік тому

    আসসালামু আলাইকুম
    মুরগির মল পানির মতো পাতলা
    করনীয় কি আপু

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      ভাই, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক অথবা লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন। সাথে ফাস্ট জাইম দেন।
      পারলে ডাক্তার দেখান প্লিজ

  • @kajihemal6189
    @kajihemal6189 Рік тому

    আসসালামু আলাইকুম আন্টি

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ বাবা

  • @taniaakter7498
    @taniaakter7498 Рік тому

    আসসালামু আলাইকুম। আপু একটা মুরগির কতদিন বয়স হলে সে এডাল্ট হয়

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ৫ মাস হয়ে গেলেই এডাল্ট হয়ে যায়।

  • @rafiahmed159
    @rafiahmed159 Рік тому

    আপু মুরগী কে যখন কুচে বসনো হয় তখন ২১দিন পযন্ত আপনি কি মেডিসিন খওয়ান। একটু বললে উপকার হতাম।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      এই বিষয় এ ভিডিও দেবো ইনশাআল্লাহ

  • @taniaakter7498
    @taniaakter7498 Рік тому

    আপু আর একটা কথা মুরগী কোন রোগ হলে কি কি লক্ষ্মণ দেখা দেয়।মুরগির মল সহ ছবি দিয়ে ভিডিও দিবেন প্লিজ।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আপু মুরগির বিভিন্ন রোগ, লক্ষ্মণ ও চিকিৎসা নিয়ে আমার অনেক গুলো ভিডিও দেয়া আছে।

  • @mosarofhossen6356
    @mosarofhossen6356 Рік тому

    আসসালামু আলাইকুম আপু। কেমনআছেন ইশাআললাহ ভালো আছেন। আপু চরবি যুক্ত খাবার কোন গুলো।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আশা করি আল্লাহর রহমতে আপনিও ভাল আছেন। ভাই চর্বিযুক্ত খাবার অনেকগুলা। আমরা যেটা ফিরে বেশি ব্যবহার করি সেটা হল সয়াবিন মিল। সয়াবিন নিল কিন্তু অনেক উপকারী তারপরেও কম পরিমাণে খাওয়াতে হয়। আর গ্মব ডিম পাড়া মুরগিকে কম দেবেন। চর্বিযুক্ত খাবার অনেক গুলা আছে।
      ইনশাল্লাহ এই বিষয়ে ভিডিও দেব

  • @fariaakter3099
    @fariaakter3099 Рік тому

    আপু ডিম পাড়া মুরগীকে শুধু ধান আর গম খাওয়াই, এতে কোনো সমস্যা হবে? আমি মুরগী ছেড়ে পালন করি। আর রানিখেত রোগ দেখা দিলে কোন এন্টিবায়োটিক বেবহার করব জানাবেন দয়া করে

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      শুধু ধান আর গম খাওয়ালে ডিম খুব কম হবে। আমার ১৪৯ নাম্বার ভিডিও টা দেখবেন প্লিজ। রানীক্ষেত যাতে না হয় সেজন্য ভ্যাক্সিন দেবেন। এটা ভাইরাস জনিত রোগ। আসলে ভাইরাস এর কোন এন্টিবায়োটিক নাই। তবে ভাইরাস যেনো সেকেন্ডারি ইনফেকশন তৈরি না করে সেজন্য আপনি সিপ্রোফ্লক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন অথবা ফ্লোরফেনিকল অথবা টাইলোসিন ডক্সিসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক দিতে পারেন

  • @dinajesmin690
    @dinajesmin690 Рік тому

    আসসালামু আলাইকুম
    আমার মুরগী গুলোর এই সমস্যাই হচ্ছে,,,আমার ৩ টা মুরগী ডিম দিচ্ছে কিন্তু গ্যাপ দিয়ে,,,, এদের কতটা লবন আর ফিসমিল দিব প্লিজ বলবেন,,,

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আপু আমার ১৩৯ নাম্বার ভিডিও টা দেখবেন প্লিজ।

  • @sheakzamal-ei7dm
    @sheakzamal-ei7dm Рік тому

    আপু আমার কিছু মুরগি আছে ডিম দেয়না ৭ মাশ হয়ে গেছে কি করবো একটু বলবেন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ক্যালসিয়াম, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই ৩, জিংক রুটিন ফলো করে দেন। আল্লাহ ভরসা

    • @sheakzamal-ei7dm
      @sheakzamal-ei7dm Рік тому

      ধন্যবাদ আপু

  • @MasumBillah-q8i
    @MasumBillah-q8i Рік тому

    মা! দেশি মুরগী ক্রয় করার ক্ষেত্রে কি কোন নিদর্শন বা চিহ্ন দেখে কিনতে হয়?নাকি যে কোন মুরগী ক্রয় করলেই ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।দয়া করে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আর আপনার সাথে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার যদি কোন সুযোগ থাকতো তো খুবই ভালো হতো।অনুগ্রহ করে বিষয়টা ভেবে দেখবেন। ❤❤ 0:23

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আসসালামু আলাইকুম।
      দেশি মুরগি কেনার সময় অবশ্যই কিছু দিকে খেয়াল রাখতে হবে।
      ১/ মুরগির দেহের গড়ন বড় হতে হবে।
      ১/ মুরগির পা ছোট হবে।
      ৩/ মুরগির লেজ ছোট হবে।
      ৪/ মুরগির মাথা ছোট হবে।
      ৫/ মুরগির চোখ ক্লিয়ার এবং চংচল হবে।
      ৬/ মলদ্বার চেক করবেন। সেখানে যেনো কোন চুনা বা পাতলা পায়খানা না লেগে থাকে।
      ৭/ মুরগির মাথার টায়রা উজ্জ্বল বর্ণের হবে। কোন ভাবে কালো বা ফ্যাকাসে টায়রার মুরগি কিনবেন না।
      ৮/ মুরগির ঠোঁটের মধ্যে আংগুল দেবেন, দেখবেন লালা বেশি আছে কি না । সস্থ মুরগির মুখে লালা খুব কম থাকে।
      ৯/ মুরগির দেহে হাত রাখবেন, দেখবেন গা গরম কি না। অর্থাৎ জ্বর আছে কি না।
      ১০/ মুরগির পা ধরবেন। এরপর মুরগির পিঠ আপনার কানে ধরেন। শোনার চেষ্টা করেন, কোন ঘড় ঘড় শব্দ হয় কি না।যদি হয়, বুঝতে হবে সেই মুরগির ঠান্ডা লেগে আছে।
      ১১/ মলদ্বার বেশি বড় হলে বুঝবেন, সেই মুরগি অনেক ডিম পেড়েছে। তাই ছোট মলদ্বার এর মুরগি কিনবেন।
      ১২/ সোনালি মুরগির রঙের কাছাকাছি কোন মুরগি কিনবেন না। সেক্ষেত্রে সোনালি ক্রস ব্রিড হবার সম্ভাবনা আছে।
      ১৩/ চেষ্টা করেন গলা ছিলা মুরগি কিনতে, এরা খুব ভালো ডিম পাড়ে।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আপনি আপনার নাম্বার টা দেন। আমিই আপনাকে ফোন দেবো ইনশাআল্লাহ

    • @almukkit
      @almukkit Рік тому

      Assalamualaikum apu amer murgi dim pare kintu kucha bose na ki korte pari please bolben apu

  • @AsmaAkter-gv6fh
    @AsmaAkter-gv6fh 7 місяців тому

    আসসালামু আলাইকুম আপু।আমার একটা মুরগি ডিম পাড়তে বসে কিন্তু ডিম পাড়েনা।২ মাস ধরে এমন করে এখন কি করনীয়

    • @jowarfarming
      @jowarfarming  7 місяців тому

      ওয়ালাইকুম আসসালামু ওয়া রহমতুল্লাহ।
      মুরগিকে এগ ফর্মুলা নিয়মিত দেন। এগ
      ফর্মুলার ওপর আমার ভিডিও দেয়া আছে দেখে নিতে পারেন

  • @SabbirHossen-ge4il
    @SabbirHossen-ge4il 6 місяців тому

    আপু আমার মুরগী গুলো আজ ৩ দিন হল করক রায় কিন্তু ডিম পারে না। মুরগি করকরানির কত দিন পর ডিম দেয়া শুরু করে।

    • @jowarfarming
      @jowarfarming  6 місяців тому

      এখন কথা হল করকরানি কি ডিম পাড়ার জন্য করছে! --- নাকি অন্য মুরগি বিরক্ত করার জন্য এটা করছে, সেটা দেখবেন প্লিজ।
      ডিম পাড়ার জন্য করকর করলে খানিকক্ষণের মধ্যে ডিম পেরে ফেলে।

    • @SabbirHossen-ge4il
      @SabbirHossen-ge4il 5 місяців тому

      আপু আমার২টি মুরগী ডিম দিচ্ছে। এইবার প্রথম একাটায় ১দিন পরপর ডিম দেয়,আরেকটা মুরগী ২ দিন পরে পরে ডিম দেয় এমটা কি কারন

  • @kulsumakther7795
    @kulsumakther7795 Рік тому +3

    প্রস্তুত করতে হয় সেটা আপনি খাঁচার ভিতর মুরগির খাবার কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আপনি ভিডিওতে দেখাবেন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +2

      দেখাবী ভাই ইনশাআল্লাহ

  • @FatemaIslam-m1m
    @FatemaIslam-m1m 11 місяців тому

    আপু আমার দুইটা মুরগি ৭ টা ডিম পারে আর পারে না কি করব বলেন প্লিজ

    • @jowarfarming
      @jowarfarming  11 місяців тому

      আগামীকাল এর ভিডিও টা দেখবেন প্লিজ। আশা করি আপনার উত্তর পাবেন ইনশাআল্লাহ

  • @evanahmed2790
    @evanahmed2790 Рік тому

    আপু আমার২টা মুরগী খাছাতে পালি ডিম দিলে নিজেরাই ভেঙে ফেলে কী করবো।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ক্যালসিয়াম, ভিটামিন এ ডি ই ৩, ই সেলেনিয়াম, জিংক দেন। পুষ্টির ঘাটতি হলে এটা হয়।

  • @anisaraihana6401
    @anisaraihana6401 11 місяців тому

    আপু আমার ৭টা মুরগী ১টা মোরগ আমি কুড়া ও ভাত মিশিয়ে দিই মাঝে মাঝে চাউল দিই। আর আমার দেশি মুরগি কিন্তু তা লাগছে না। কেনো একটু বলবেন কি জন্য তা লাগছে না

    • @jowarfarming
      @jowarfarming  11 місяців тому +1

      ই সেলেনিয়াম দেন। সাথে ক্যালসিয়াম এবং এ ডি ই থ্রি দেন। আশা করি ভালো ফল পাবেন

    • @anisaraihana6401
      @anisaraihana6401 11 місяців тому

      @@jowarfarming জাজাকাল্লাহ খাইরান

    • @anisaraihana6401
      @anisaraihana6401 10 місяців тому

      @@jowarfarming আপু এইটা কোন নিয়মে খাওয়াতে হবে একটু জানাবেন

  • @Animg4v
    @Animg4v Рік тому

    আস সালামু আলাইকুম আপা। হঠাৎ ঠান্ডা লেগে মুরগি মরে যাচ্ছে। মাইক্রোনিড দিলাম এবং ব্রঙ্কভেট খাওয়ালাম তাও মারা যাচ্ছে কি করবো এখন?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ৫৪ নাম্বার ভিডিও টা দেখবেন প্লিজ। এর সাথে ডাইলোরেস ভেট শেডে স্প্রে করেন।
      আল্লাহ ভরসা। ব্রোংকভেট চালান

    • @Animg4v
      @Animg4v Рік тому

      @@jowarfarming ধন্যবাদ আপা।

  • @SabbirAhmed-jb3nv
    @SabbirAhmed-jb3nv Рік тому

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন।
    আমার ১টি মুরগী ৪-৫ মাস হলো ডিম পারেনা।কিন্তু ৪-৫ মাস আগে রেগুলার ডিম দিতো।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই, মুরগির পেটে চর্বি জমেছে কিনা দেখেন প্লিজ।
      আপনি একটা কাজ করেন। মুরগি টাকে আলাদা করে রাখেন এবং লেয়ার লেয়ার ১ ফিড দেন। সাথে ক্যালসিয়াম, ভিটামিন এ ডি ই ৩, এ- সেলেনিয়াম ও জিংক দেন। নিয়মিত লিভার টনিক দেন। অবশ্যই ১ বেলা কাচা ঘাস বা শাক দেন। আল্লাহ ভরসা

  • @SornaIslam-k6d
    @SornaIslam-k6d 8 місяців тому

    Amar 1 ta murgi,,, 1 ta dim dei 3-4 diner r khobor nai emon keno hoi

    • @jowarfarming
      @jowarfarming  8 місяців тому

      মুরগিকে এক ফর্মুলা দেন।

  • @PeyarArif
    @PeyarArif 4 місяці тому

    আমার মুরগি ৬ টা ডিম দিয়েছে এখন আর দিচ্ছে না ভুসি ভাত পিট দিয়ে দিলে খায় না - সুদু চাওলের খুত কাচছে এখন কি করা উচিত

    • @jowarfarming
      @jowarfarming  4 місяці тому

      উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ

    • @PeyarArif
      @PeyarArif 4 місяці тому

      ​@@jowarfarmingকই

  • @ferdousnislam8498
    @ferdousnislam8498 Рік тому +1

    খালা দেখতেছি

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আলহামদুলিল্লাহ

  • @MohammedsajjadHossen-j7e
    @MohammedsajjadHossen-j7e 5 місяців тому

    আসসালামু আলাইকুম আপু আমার মুরগি কেন এক দিন পর পর ডিম দেয়

    • @jowarfarming
      @jowarfarming  5 місяців тому

      উত্তর দিয়েছি

    • @jowarfarming
      @jowarfarming  5 місяців тому

      ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

  • @Sheladay-b3d
    @Sheladay-b3d 20 днів тому

    মুরগি বসে কক কক করে কষ্ট পায় ডিমের দেওয়ার জন্য ছোটাছুটি করে কিন্তুু পাড়তে পারে না
    রাতে খামের খোসা নরম হয়ে পরে যায়

    • @jowarfarming
      @jowarfarming  16 днів тому

      মুরগিকে কি ই ডি এস এর ভ্যাকসিন দেওয়া আছে!
      ডাক্তারের সাথে কথা বলেন প্লিজ

  • @MohammedsajjadHossen-j7e
    @MohammedsajjadHossen-j7e 5 місяців тому

    আমার মুরগি ৬ টা ডিম দিয়েছে এখন আর দিচ্ছে না আর খাবার খাচ্ছে না কেন

    • @jowarfarming
      @jowarfarming  5 місяців тому

      অবশ্যই খাবারে কোন না কোন ঘাটতি পরছে।
      এগ ফর্মুলার কোর্স করান মাসে দুইবার। অথবা ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই ৩,ক্যালসিয়াম দিয়ে মাসে দুইবার কোর্স করেন। মাসের প্রথম সপ্তাহে তিন দিনের কোর্স করান, আবার ওই একই মাসের শেষ সপ্তাহে তিনদিনের কোর্স করেন। এভাবে পরপর তিন মাস কোর্স করান। ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। আর খাবারের প্রতি যত্নবান হবেন।

  • @Srabon-vc1iz
    @Srabon-vc1iz 2 місяці тому

    আমার মুরগি একদিন পর পর ডিম দেয় কারণ কি??

    • @jowarfarming
      @jowarfarming  2 місяці тому

      কারণ তো ভিডিওতেই বিস্তারিত আলোচনা করা হয়েছে

  • @osmangoni3761
    @osmangoni3761 11 місяців тому

    আমার মুরগি ৪ দিন পর একটা ডিম দেয়

    • @jowarfarming
      @jowarfarming  11 місяців тому

      ভিডিওতে উল্লেখ করা ওষুধ গুলো ট্রাই করেন। দেখেন ইনশাল্লাহ ঠিক হয় কিনা

  • @badm6885
    @badm6885 Рік тому

    আপু , ডিম পাড়া মুরগীর মেডিসিনের মাসিক কোর্স একটা ভিডিও দেন।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমার ভিডিও দেয়া আছে আলহামদুলিল্লাহ।

  • @sumonahammadkhan1513
    @sumonahammadkhan1513 Рік тому

    আপু আপনি কত % ডিম পান

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      মুরগি কুচে না বসলে ৭০% ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ

  • @sakhawats
    @sakhawats Рік тому +6

    আমি দেশী মুরগী খামারি। আমর একটি মুরগী চারটি ডিম দিয়ে আর দিচ্ছে না তবে প্রতিদিন ডিম পাডার জন্য বসে কিন্তু দেই না

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +2

      ক্যালসিয়াম, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই ৩ দেন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

    • @mdhossain2671
      @mdhossain2671 Місяць тому +1

      এই তিনটা ঔষদ এক সাথে মিশিয়ে খাওয়ানো যাবে ​@@jowarfarming

  • @SabbirHossen-ge4il
    @SabbirHossen-ge4il 6 місяців тому

    আপু আমার মুরগী গুলো আজ ৩ দিন হল করক রায় কিন্তু ডিম পারে না। মুরগি করকরানির কত দিন পর ডিম দেয়া শুরু করে।

    • @jowarfarming
      @jowarfarming  6 місяців тому +1

      এই সমস্যাটা হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ দায়ী হতে পারে।
      ১# মুরগির শরীরে পুষ্টির অভাব হয়েছে।
      এক্ষেত্রে মুরগিকে ই সেলেনিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ ডি ই ৩ দেন অথবা এগ ফর্মুলা দেন।
      ২# মুরগির ডিম পাড়ার জায়গায় অন্য মুরগি এসে বসে থাকছে।
      এক্ষেত্রে আপনাকে ডিম করার জন্য বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা করতে হবে।
      ৩# মুরগির ডিম্বোনালি কোন কারনে ডিসপ্লেসড হয়েছে কিনা দেখেন।
      ৪# মুরগির শরীরে কোন অসুখ আছে কিনা সেটা দেখেন।
      ৫# অযথা মুরগির শেডে বাইরের লোকজন ঢুকালেও কিন্তু মুরগি ডিম পাড়তে চায় না।
      ৬# আগের দিন ডিম পাড়তে গিয়ে মুরগির মলদ্বার ছিড়ে গেছে কিনা সেটা খেয়াল করেন। সেরকম হলে মুরগির মলদ্বার ভেজলিন অথবা viodin মলম লাগিয়ে দেন। যদি কোনটাই না থাকে সেক্ষেত্রে সরিষার তেল অথবা নারকেল তেল হাতে নিয়ে মুরগির মলদ্বার হালকা হাতে মাসাজ করে দেন।
      আল্লাহ ভরসা ----

    • @SabbirHossen-ge4il
      @SabbirHossen-ge4il 6 місяців тому

      আপু আমি একজন নতুন খামারি।আমি ফ্লাট বাসায় বাজার থেকে ৮ টি দেশি মুরগি এনেছি। একটা খাচায় ২ টি করে মুরগি রাখছি। আর মুরগী বাজার থেকে আনার পর ডিম দেয়ার জন্য কি খাবার দেব? মুরগির বয়স সাড়ে ৫ মাস। ৪ দিন হল করকরায় ডিম দেয় না। আর আমি কিছু বুঝতে পারছি না।কি করব । আর আমার এখানে মুরগ নাই।