১৭৯- মুরগির মাইকোপ্লাজমাসিস রোগ এবং চিকিৎসা। Mycoplasmasis in poultry.

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • মুরগির মাইকোপ্লাজমাসিস রোগ এবং চিকিৎসা। Mycoplasmasis in poultry.
    #farming
    #farminginformations
    #farmingmethod
    #farmingtips
    #poultry
    #poultrydisease
    #poultryfarming
    #poultrymedicine
    #vetmed
    #vetmedicine
    #vetmedlife
    #chicken
    #murgi

КОМЕНТАРІ • 110

  • @masfikpetslover
    @masfikpetslover Рік тому +2

    আল্লাহু আকবার,, আল্লাহ আপনি সর্বশক্তিমান।

  • @shamimhossen2987
    @shamimhossen2987 Рік тому +1

    আপু আপনার কথাগুলো খুব গুছনো এবং তথ্য বহুল।আপনি হাস মুরগী পালোনে যত রোগ বালাই আছে সবগুলোর উপর এভাবে ভিডিও তৈরী করেন।অনেক মানুষ আপনার এই ভিডিও দেখে অনেক উপকার পচ্ছে এবং পাবে।আমি আপোনার দীর্ঘায়ু কামনা করি।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আমিন।
      আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক আপনার উপর

  • @MoonBinteAkbar
    @MoonBinteAkbar Рік тому

    Like dea dekha suru korlam apu

  • @abdulhannakhankhan6598
    @abdulhannakhankhan6598 Рік тому

    জাজাকাল্লাহ খাইরান

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জাযাকাল্লাহ খাইরান

  • @sultanakhan1019
    @sultanakhan1019 Рік тому

    Apu apnar vedio valo laga.

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

  • @fahimhossain4966
    @fahimhossain4966 Рік тому

    আসসালামু আলাইকুম আপু,আপনার কথা সুনলে মনে হয়, একটা medician এর বেপারে study করে জুক্তি দিয়ে কথা বলেন,জেটা খুবই ভাল 🥰,but i don't get the confident to other youtubers, thanks you so much (FAHIM VAI🥰)

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। আমি ওষুধ নিয়ে সরাসরি ভেটারিনারী ডাক্তারের সাথে আলোচনা করি। আমার হাজব্যান্ড যেহেতু ওষুধ কোম্পানিতে জব করেন, সেই সুবাদেও সম্পর্কে আমার কাছে নানান তথ্য চলে আসে আলহামদুলিল্লাহ

    • @fahimhossain4966
      @fahimhossain4966 Рік тому

      @@jowarfarming আপু, আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে😊

    • @Animg4v
      @Animg4v Рік тому

      আস সালামু আলাইকুম আপা। H-5 H-9 and Nd এগুলো কি ভ্যাকসিন জানাবেন প্লিজ।

  • @kamrulislam-bi4zx
    @kamrulislam-bi4zx Рік тому

    অনেক অনেক ধন্যবাদ

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      অনেক দোয়া ও ধন্যবাদ

  • @shimolsathirannaghor
    @shimolsathirannaghor Рік тому

    Nic

  • @ParvesMia-ht2nf
    @ParvesMia-ht2nf 9 місяців тому

    ধন্যবাদ আপু

    • @jowarfarming
      @jowarfarming  9 місяців тому

      অনেক দোয়া ও ধন্যবাদ

  • @omarhisamalarabim
    @omarhisamalarabim Рік тому

    আসসালামু আলাইকুম আপু ধন্যবাদ নিয়মিত ভিডিও চাই 🖐️

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      অনেক দোয়া ও ভালোবাসা ❤️

  • @BabulHossen-y9g
    @BabulHossen-y9g Місяць тому

    আসসালামুয়ালাইকুম আপু মাইকোপ্লাজমা সান মোনিলা ডোস কয়দিন পর পর দেওয়া লাগে যদি একটু বলে দিতেন আপু আর কি কি ওষুধ দেওয়া লাগে

  • @alaminsarker4155
    @alaminsarker4155 3 місяці тому

    সকাল,দুপুর,রাত
    তিন বেলা, কোনটার সাথে কোনটা কম্বাইন্ড করে দিবো, কয় দিন দিবো
    সর্তকতা মুলক ডোজ হিসাবে ।
    একটু রিপ্লে করলে উপকৃত হইতাম।

  • @asib-2791
    @asib-2791 Місяць тому

    Apu ami dhakr kothaw florfenical passy nah amake ki kono shop suggest kora jay kindly

    • @jowarfarming
      @jowarfarming  Місяць тому

      সে ক্ষেত্রে আপনি ফ্লোর ফ্যানিকাল বাদ দিতে পারেন। আপনি অন্য কোন গ্রুপের এন্টিবায়োটিক ব্যবহার করেন।
      ফ্লোর ফেনীকল ছাড়াও অনেক এন্টিবায়োটিক আছে --- যা একই কাজ করবে

  • @shrabanmahmud781
    @shrabanmahmud781 3 місяці тому

    ঔষধের সম্ভাব মূল্য উল্লেখ করে দিলে ভালো হতো

  • @Rabiulislam-f5x
    @Rabiulislam-f5x 8 місяців тому

    মেডাম আপেল ও ক্যালসিয়াম খাওয়া নিয়ে ভিডিও

  • @MoonBinteAkbar
    @MoonBinteAkbar Рік тому

    Apu bruding er somoy ki kacha holud rosun ada kalizera agulo medicine hisebe dea bacca bruding kora jbe?r geleo ki poriman dite hobe koi din dite hobe ata nea details 1tta video deben plz plz plz

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জি অবশ্যই ব্রুডিং এর সময় প্রাকৃতিক এন্টিবায়োটিক ব্যবহার করা যাবে। পরিমাণ একই থাকবে। তবে শীতকালে ব্রুডিং করতে হলে প্রাকৃতিক এন্টিবায়োটিকের বদলে এন্টিবায়োটিক ঔষধ খাওয়ানো ভালো।

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ব্রুডিং এর সময় হলুদ, কালোজিরা, রসুন - এগুলো পানিতে না মিশিয়ে সরাসরি ফিডে মাখানো যেতে পারে।

    • @MoonBinteAkbar
      @MoonBinteAkbar Рік тому

      Apu holud kalozera rosun agulo sob aksathe kore dile bruding er baccar kono pblm hobe ki?r agulo dileo agulo khabar a misrito kore ki first week a 5din Debo & then 3rd week a Debo?

  • @fahimhossain4966
    @fahimhossain4966 Рік тому

    আপু,টিলমিকোসিন ফসফেট গ্রুপের antibiotik এর সাথে কি ব্রঙ্কোভেট support medician হিসেবে ব্যাবহার করতে পারবো?আর যদি মূরগী অনেক দূর্বল হয়, তাহলে কি supplement use করতে পারবো?(FAHIM VAI🥰)

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জি ব্রংকোভেট টেলিকাসিন ফসফেটের সাথে দেয়া যাবে। মুরগি বেশি দুর্বল হলে লাইসোভিট দেন

    • @fahimhossain4966
      @fahimhossain4966 Рік тому

      @@jowarfarming thanks you my lovable sister (FAHIM VAI🥰)

  • @Minhajagrofarm
    @Minhajagrofarm 4 місяці тому

    আমি অনেক আগে এন্টিবায়োটিক দিয়ে ছিলাম মোরগ টার তবুও চোখের পানি যায় নাই কিন্তু মোরগ টিক মতো খাবার খায়

    • @jowarfarming
      @jowarfarming  4 місяці тому

      একটু সময় লাগবে। এই সময়টাতে আপনি মুরগিকে প্রাকৃতিক কিছু ওষুধ দিতে পারেন। যেমন সপ্তাহে দুই দিন পানিতে হলুদের গুড়া মিশিয়ে দিতে পারেন। পরের সপ্তাহে দুই দিন পানিতে রসুনের রস মিশিয়ে দিতে পারেন। পরের সপ্তাহে দুই দিন খাবারের সাথে খুব অল্প কালোজিরার গুড়া মিশিয়ে দিতে পারেন। এ সময়টা বেশি বেশি করে তুলসী পাতা খাওয়ান, --- দেখবেন মুরগি ইনশাআল্লাহ ঠিক তো হবেই পাশাপাশি মুরগি আরও তরতাজা হবে আলহামদুলিল্লাহ

  • @MehireM-yb3fp
    @MehireM-yb3fp 8 місяців тому

    আসালামুয়ালাইকুম,আপা আমি আপনার সবগুলো ভিডিও ফলো করি , আপনার কাছে কি রোগ এর ছবি সহ চিকিৎসা ব্যবস্থাপনার আছে এইরকম ব‌‌ই আছে কিনা।থাকলে দেয়া যাবে কি

    • @jowarfarming
      @jowarfarming  8 місяців тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
      না ভাইয়া, আমার কাছে তো কোন বই নাই! ডাক্তার সাহেবের কাছ থেকে শুনে শুনে আমি আপনাদের জন্য ভিডিও বানাই।

  • @mdronykhan9336
    @mdronykhan9336 Рік тому

    আপু আছছালামু আলাইকুম আশা করি ভোলোই আছেন,,,,
    আজকে আমার প্রশ্ন হলো,,, মুরগির ঠান্ডার মেডিসিন চালানোর সময় কি একবেলা ভিটামিন ad3চালানো যাবে। একবেলা,,,,

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ওয়ালাইকুম আসসালাম।
      জ্বি দেয়া যাবে। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, মুরগির যখন ঠান্ডা লাগে তখন পেটের সংক্রমণও কিন্তু হয়। সেক্ষেত্রে ভিটামিন দিলে পেটের সংক্রমণ বেড়ে যাবে। এই কারণে আগে অ্যান্টিবায়োটিক চালায় অসুখটাকে ঠিক করে নেন। তারপর ভিটামিন দেন

  • @robeanhood
    @robeanhood 9 місяців тому

    আপা মুরগীর ঠান্ডার জন্য ১ম স্টেপ এ কোন ওষুধ গুলো দিয়ে ডোজ করানো উচিত ও এরপরও যদি ভালো না হয় তারপর এ কোন ওষুধ দিয়ে ডোজ করানো ভালো হবে । যদি বলতেন তাহলে খুব উপকার পেতাম । ধন্যবাদ আপা।

    • @jowarfarming
      @jowarfarming  9 місяців тому

      মুরগির ঠান্ডা লাগলে আপনি যদি প্রথমবারে এটিময়েটিক দেন। কোর্স করানোর তিন থেকে চারদিন পরেও যদি ঠান্ডা ভালো না হয়, সেক্ষেত্রে এন্টিবায়োটিকের গ্রুপ চেঞ্জ করে মুরগিকে পুনরায় কোর্স করাতে হবে।তবে অবশ্য যেন এন্টিবায়োটিক টি ঠান্ডা জনিত রোগের প্রিপারেশন হয়

  • @mdrihat5148
    @mdrihat5148 Рік тому

    আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ফ্লোরফেনিকলের পরির্বতে সিপ্রোফ্লক্সাসিন বা এমোক্সসাসিলিনের সাথে কি কসুমিক প্লাস দেওয়া যাবে?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন। জ্বি ভাই, দেয়া যাবে

  • @mrmdsumon2461
    @mrmdsumon2461 Рік тому +1

    আপা অনেক দিন হলো আপনার খামারের কোন ভিডিও কেন দেখা যায় না

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      খুব তাড়াতাড়ি আমাকে আমার দেখতে পাবেন ইনশাআল্লাহ

  • @fahimhossain4966
    @fahimhossain4966 Рік тому

    আসসালামু আলাইকুম আপু,
    আল্লাহ না করুন,যদি মূরগীর coryza হয়ে জায় বা coryza হওয়ার ফলে জদি মূরগীর চোখে পানি আশে বা চোখ মূখ ফুলে জায়, তাহলে কি (টিলমিকোসিন) এর সাথে (সিপ্রো-এ) people eye drop টা ব্যাবহার করতে পাবো?
    নাকি (টিলমিকোসিন) টা ব্যাবহার করলেই হবে,আর ২টাই antibiotik(FAHIM VAI)🥰

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      করে যা হয় ঠান্ডা লাগা থেকে। অতএব এন্টিবায়োটিক আপনাকে খাওয়াতেই হবে। পাশাপাশি চোখে সিপ্রো এ দিতে হবে। এই ড্রপ টাও কিন্তু একটা এন্টিবায়োটিক।

  • @ziblyvgonj4435
    @ziblyvgonj4435 Рік тому

    জাযাকাল্লাহ খাইরন। আপু একই দিনে কি এমাইনোভেট এবং রেনা ডব্লিউ এস একসাথে দেয়া যাবে?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      এমাইনো এসিড দেন। কিন্তু রেনা ডাব্লিউ এস কোর্স শেষ হলে দেন।

  • @marufartandcraft
    @marufartandcraft Рік тому

    ই-সেল,রেনাসল এডি৩ই,ক্যালপ্লেক্স,জিংক এই ওষুধ কি একসাথে পানির সাথে মিশিয়ে মুরগিকে দিবো??নাকি আলাদা আলাদা দিবো??একসাথে দিলে একদিন কয় বেলা দিবো??

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই৩ একসাথে মিশিয়ে সকালে দেন ১ বেলা ৪-৫ দিন।
      বিকাল বেলা ক্যালসিয়াম দেন ১ বার ওই ৪-৫ দিন। শেষ হলো ১ টা কোর্স। এইবার ৫ দিন সাদা পানি চলবে। এরপর জিংক দেন ১ বেলা ৫ দিন।
      এভাবে দিলে ভালো হয়।

  • @johnalkhan4115
    @johnalkhan4115 Рік тому

    আসসালামু আলাইকুম আপু টিল মাইক্রোসিন গ্রুপের ওষুধের সাথে ফ্লোরফেনিকল মিশালে মাইক্রো প্লাজমার ডোজ হবে কি?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। জ্বি করা যাবে ভাই

  • @nooruddin6846
    @nooruddin6846 3 місяці тому

    ওষুদগুলোর সেমপল দেখালে আরো পরিষকার হতো।

  • @AbdulAlim-re4rn
    @AbdulAlim-re4rn 11 місяців тому

    🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️

    • @jowarfarming
      @jowarfarming  11 місяців тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @jowarfarming
      @jowarfarming  5 місяців тому

      ❤️❤️❤️

  • @Estihaislam
    @Estihaislam Рік тому

    আসসালামু আলাইকুম আপা, আমার ৫মাসের ১টা মুরগির অনেকদিন যাবত নাক দিয়ে পানি পরে, কাশি নেই খাবার ঠিক আছে কিন্তু ওজন কমে গেছে, আমি ১ম কয়েকদিন লাইসোভিট চালিয়েছি পরে ২-৩দিন ভালো থাকার পর আবার এমন হওয়াতে মুরগীকে মাইক্রোনিড,হাইকোমক্স,লাইসোভিট চালিয়েছি, দু-একদিন ভাল থাকার আবার সমস্যা 😢এখন কী করতে পারি আপা 😢(জ্বর,কাশি নেই)

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      এই ভিডিওর যে ঔষধ গুলো উল্লেখ করা আছে মাইক্রোপ্লাজমাইসিসের, আপনি ওষুধগুলো খাওয়াতে পারেন

  • @Zaman_333
    @Zaman_333 Рік тому

    আপু, আপনি একটা ভিডিওতে বলেছেন যে, যদি PH না পাওয়া যায় তাহলে ভিনেগার ব্যবহার করতে।
    আমার প্রশ্ন, আমাদের গ্রামাঞ্চলে PH পাওয়া যায়না। তো বড় মুদির দোকানে বোতলজাত সাদা পানির মতো যে ভিনেগার পাওয়া যায় ঐটা, নাকি অ্যাপল সিডার ভিনেগার?
    আর ভিনেগার কি Ph এর মতো ঔষধের পানিতে ব্যবহার করা যায়, আর ভিনেগার কি ১ সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে সারাবছর ব্যবহার করা যায়??

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      সাদা ভিনেগার হলেই চলবে। অ্যাপেল সিডার ভিনেগারও ভালো কাজ করে। তবে আপনি সাদা ভিনেগার টাই ব্যবহার করেন

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      জি আপনি সারা বছরই ব্যবহার করতে পারবেন।

    • @Zaman_333
      @Zaman_333 Рік тому

      @@jowarfarming ধন্যবাদ আপু,
      আপু, ঘন ঘন প্রশ্ন করি আশাকরি বিরক্ত হবেন না।
      ❤️❤️❤️

  • @aakifahbisma
    @aakifahbisma Рік тому

    Apu assalamualaikum

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু

  • @mdjahangiralom3987
    @mdjahangiralom3987 Рік тому

    আচ্ছামুআলাইকুম কেমন আছেন আপা

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন

    • @mdjahangiralom3987
      @mdjahangiralom3987 Рік тому

      আলহামদুলিল্লাহ ভাল আছি

  • @Naheedfarming123
    @Naheedfarming123 3 місяці тому

    টিলমিকোচিন+কসুমিক্স+রেসপিরন এই ৩টা একসাথে মিশায়ে দিবো?

  • @AbidHasan-u3d
    @AbidHasan-u3d 11 місяців тому

    আপু টিলমাইকোসিন এর সাথে লিভোফক্সেসিন দেয়া যাবে?

  • @marufartandcraft
    @marufartandcraft Рік тому

    আবার মুরগির খোসা ছাড়া ডিম পাড়তেছে আর খেয়ে ফেলতেছে আপনাকে বলার পর কিছু মেডিসিন এর কথা বলছিলেন প্রায় সবগুলো কেনার চেষ্টা করেছি।ই-সেল,রেনাসল এডি৩ই,ক্যালপ্লেক্স,জিংক দিতেছি।এগুলো কতদিন খাওয়াবো?? আর ঠিক হতে কতদিন লাগতে পারে??

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      ভাই মাসের প্রথমে চার দিনের একটা কোর্স করেন। আবার ওই একই মাসের শেষে চার দিনের আরেকটা কোর্স করেন। অর্থাৎ একই মাসে দুইটা করে কোর্স করান। সব সাপ্লিমেন্টের ডোজ ঠিক থাকবে, শুধু ক্যালসিয়াম তিন দিন করে দেবেন। এভাবে অন্ততপক্ষে তিনটা মাস খাওয়ান। দেখেন আল্লাহ ভরসা।

  • @SikderSaheb-u7e
    @SikderSaheb-u7e Рік тому

    আপু এই এন্টিবায়োটিক খাওয়ানোর পরে কি মুরগি দুর্বল হবে??হোলে করনিয় কি

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      যদি ঠান্ডার কারণে এন্টিবায়োটিক খাওয়ান, সে ক্ষেত্রে এন্টিবায়োটিক এর সাথে লাইসো ভিট দেবেন। আর যদি পেটের সংক্রমণের জন্য এন্টিবায়োটিক দেন, সেক্ষেত্রে এন্টিবায়োটিক এর সাথে স্যালাইন এবং জিংক দেবেন। পেটের সংক্রমণে কোনোভাবেই অ্যান্টিবায়োটিকের সাথে কোন ভিটামিন দেবেন না।
      এন্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে গেলে তখন একটা মাল্টিভিটামিন, লিভার টনিক দেবেন।
      আর ডাক্তারের সাথে কথা বলে পারলে একটা কিডনি টনিক দেবেন।

    • @SikderSaheb-u7e
      @SikderSaheb-u7e Рік тому

      অনেক অনেক ধন্যবাদ ম্যাম।
      আমার মুরগি হা কোরে শ্বাস করে শ্বাসে গরগর শব্দ হয় খক খক কোরে কাশে। জিম দিয়ে বোসে থাকে খাবারও খায় না। নাক দিয়ে পানি পরে দুই একটার এক চোখ ফুলে গেছে।Qtill s সাথে লাইসোবিট দেই। কিন্তু কোন উপকার পাইতেছিনা।এখন কি কোরবো একটু পরামর্শ চাচ্ছি

  • @tamjidhasan3290
    @tamjidhasan3290 Рік тому

    আসসালামু আলাইকুম আন্টি,
    আমার একটি মুরগি বাচ্চা তুলার আজ ১১ দিন হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে মা মুরগিটা তার বাচ্চার পশম টেনে উঠিয়ে খেয়ে ফেলে।😢

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম। মুরগিটার দেহে ক্যালসিয়ামের ও জিংকের ঘাটতি আছে। মুরগিটাকে আলাদা করে নেন। বাচ্চাদেরকে এক জায়গায় রেখে তাপ দেন। আর মা মুরগিকে ক্যালসিয়াম ও জিংকের কোর্স করেন। পাশাপাশি ই সেলেনিয়াম এবং ভিটামিন এ ডি ই থ্রি দেন

  • @MonirHossain-c1f
    @MonirHossain-c1f Рік тому

    Afa onek din por

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      জ্বি ভাই। আপা কে শীতে ধরেছে

  • @shihabulislamshihab5833
    @shihabulislamshihab5833 Рік тому

    আপু এই ঔষধের সাথে লিভার টনিক দেওয়া যাবে???

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      যাবে ইনশাআল্লাহ

    • @SamiyaAktar-z7g
      @SamiyaAktar-z7g 27 днів тому

      আপু আমার মুরগির ঠান্ডা লেগেছে, আমি কিউটিল এস এব;মাইকোস্ট, দিচ্ছি,এর সাথে কি ইউরিনেক্স দেয়া যাবে

  • @parvinbegum3022
    @parvinbegum3022 7 місяців тому +1

    আসচ্ছালামু আলাইকুম আপা কেমন আছেন। আমার ২৬ টা মুরগি মারা গেছে। সর্দি কাশি জ্বর সবুজ চুনা পায়খানা করে হা করে নি্ঃস্বাশ নিচ্ছে চোখ মুখ ফুলে আছে আমি কি ঔষধ সেবন করতে পারি যদি একটু পরামর্শ দেন আমার উপকার হবে। প্লিজ আপু

    • @jowarfarming
      @jowarfarming  7 місяців тому +1

      ওয়ালাইকুম আসসালাম।
      ডাক্তার দেখাতে হবে প্লিজ। প্রচন্ড ঠান্ডা লাগছে অথবা এটা কোন ভাইরাল অ্যাটাক হতে পারে। একটা মুরগি নিয়ে ডাক্তারের কাছে যান। এটাই ভালো হবে। আর না হলে আপনি যে ভিডিও দেখে কমেন্ট করছেন, সেই ভিডিও ঔষধ গুলোই চালান।
      অথবা আপনি ফ্লোরফেনিক্যাল গ্রুপের এন্টিভাইটিক এর সাথে টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক দেন।
      সিপ্রো এ নামে একটা চোখে ড্রপ আছে সেটা সকাল বিকাল প্রত্যেক মুরগির দুচোখে এক ড্রপ করে দেবেন। আপনার খামার কিন্তু বিপদগ্রস্ত আল্লাহ মাফ করেন।
      প্লিজ খুব ভালো হয় ডাক্তারের কাছে গেলে।
      আল্লাহ রাব্বুল আলামীন আপনার খামার হেফাজত করেন।

    • @parvinbegum3022
      @parvinbegum3022 7 місяців тому

      @@jowarfarming আলহামদুলিল্লাহ আপা আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সেটা আমি বুঝতে পারছি না তবে আল্লাহ আপনার ভালো করুন।আমিন,

  • @younusali7273
    @younusali7273 Рік тому

    আপু আমার মুরগি গুড়ের মতো পায়খানা করো এখন আমি কি ওষুধ দেবো, আর এটা কি নেক্রটিক এন্টারাইটিক

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      সারাদিনই কি গুড়ের মত পায়খানা করছে নাকি একবার বা দুইবার! যদি দিনে বোর্ডের মধ্যে পায়খানা করে তাহলে চিন্তা করেন না। আর যদি সারাদিনই গুড়ের মত পায়খানা করতে থাকে সেক্ষেত্রে ইএসবি ৩ দিয়ে দেখতে পারেন

  • @monirakhanom1582
    @monirakhanom1582 Рік тому

    আপু মুরগির বয়স ২০ দিন।শুধু পনির মত পায়খানা করে। কি ওষুধ দিবো??

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      মুরগিকে কৃমির ওষুধ কবে দিয়েছেন। পেটে কৃমি হলেও কিন্তু পানির মত পায়খানা করে। আপনি এএসবি থ্রি মুরগিকে দেন। সাথে দিয়েন না।

    • @monirakhanom1582
      @monirakhanom1582 Рік тому

      ৪৫ দিন বয়সে কৃমির ওষুধ দিয়ে থাকি।

  • @nasirahmed3350
    @nasirahmed3350 Рік тому

    আপু আমি সোনালি মুরগী পালন করি,,,, ৫০০ মতো,,,,,আমি কি আপনার মেডিসিন সাজেশন নিতে পারবো??

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому +1

      আমার ১৭৬ নাম্বার ভিডিওতে একজন ডাক্তারের ফোন নাম্বার দেওয়া আছে। আমার রেফারেন্স দিয়ে আপনি ডাক্তার সাহেব কে ফোন দেন। উনি আপনাকে মেডিসিন সংক্রান্ত বিষয়ে গাইড করবেন ইনশাল্লাহ

    • @nasirahmed3350
      @nasirahmed3350 Рік тому

      @@jowarfarming আপু আমি বোঝাতে চেয়েছি যে আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি,,,আপনি প্রত্যেকটি ভিডিওতে ভিন্ন ভিন্ন রোগ সম্পর্কে এবং মেডিসিন সম্পর্কে আলোচনা করেন যেমন কোরাইজা, মাইক্রোপ্লাজমা, এন্টারাইটিস,ঠান্ডা, আমাশা,,,ইত্যাদি,,,, আপনার এই মেডিসিন সাজেশন আমি কি আমার বানিজ্যিক খামারে এপ্লাই করতে পারবো???

  • @nizamuddinmudho4714
    @nizamuddinmudho4714 19 днів тому

    ম্যাডাম আমার দুই তিনের মধ্যে ২০টা মুরগি মারা গেছে এই রোগের কারণে।

    • @jowarfarming
      @jowarfarming  19 днів тому

      সর্বশক্তিমান আল্লাহ হেফাজত করেন।

  • @taniaakter7498
    @taniaakter7498 Рік тому

    আসসালামু আলাইকুম। আপু আমিনা রেসপিরন বা রেসপিটন কোনটাই আমাদের এখানে পাওয়া যায় না। তাই আপনি যদি কিছু মনে না করেন আর আপনার যদি সম্ভব হয় তাহলে আমাকে এই ওষুধ টা ম্যানেজ করে দিবেন?

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম।
      আপুরে, আমি কোথা থেকে দেবো আমি বুঝতে পারছি না। আপনি এর পরিবর্তে ব্রঙ্কোভেট অথবা ডাইনোস ভেট অথবা টিলমিকোসিন সিরাপ, পালমো কেয়ার -- এগুলো আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা সবার থেকে ওষুধ কিনি। সাভারে মোটামুটি ঔষুধগুলো পাওয়া যায়

  • @aakifahbisma
    @aakifahbisma Рік тому

    আপু আমার ১টা মুরগী র এ রকম হয়েছে আমি মাইক্রোনিট এবং ডকি‌ভেট দিচ্ছি কোনো উপকার পাওয়া যাচ্ছে না

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      ভাই মুরগিটাকে আলাদা করে রাখেন। ওষুধের কোর্স কি শেষ হয়েছে? শেষ হলে একটু ধৈর্য ধরতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে কিন্তু অসুখ সারে না, ধীরে ধীরে কমতে কমতে সেরে যাবে ইনশাল্লাহ। আপনি ঠান্ডার সিরাপ খাওয়ায় যান একটানা।

  • @mdniyaz5030
    @mdniyaz5030 Рік тому

    Apu Apni r ki koren

    • @jowarfarming
      @jowarfarming  Рік тому

      পেশাগত জীবনে আমি সাংবাদিক ছিলাম। পাশাপাশি লেখক হিসেবে কাজ করেছি এবং এখনো মিডিয়াতে লেখার কাজ করে যাচ্ছি। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন ডকুমেন্টারিতে আমার ভয়েস যায়

  • @sayem59932
    @sayem59932 8 місяців тому +1

    আপু আপনার ইমেইল নেই? আমার কিছু তথ্য দরকার ছিলো আপু

    • @jowarfarming
      @jowarfarming  8 місяців тому +1

      আমার শেষের ভিডিও গুলো চেক করেন। ওইখানে আমার ফোন নাম্বার দেয়া আছে। ফোনে আমার সাথে যোগাযোগ করেন।

    • @sayem59932
      @sayem59932 8 місяців тому

      @@jowarfarming আপু একদম শেষ দিকে থেকে দেখলাম পর্ব ১,২ নাম্বার তো পাইনি। কিভাবে যোগাযোগ করবো আপু