৫৭-মুরগিকে প্রোবায়োটিক কেন দেবেন? কখন দেবেন? খামারিদের জানা প্রয়োজন!
Вставка
- Опубліковано 7 лют 2025
- প্রোবায়োটিক কি? মুরগির দেহে প্রোবায়োটিক কি কাজ করে তা নিয়ে আলোচনা থাকছে এই ভিডিও তে।
#farming
#farminginformations
#farmingmethod
#farmingtips
#poultry
#poultrymedicine
#poultrydisease
#poultryfarming
#vetmed
#vetmedicine
#vetmedlife
#chicken
#murgi
মাশায়াল্লাহ বুঝানোর সিষ্টেম কতো উন্নত! উচ্চ শিক্ষিত মানুষ ছাড়া এতো সুন্দর করে কেউ বুঝাতে পারবে না আমি ১০০% শিউর।
❤️❤️❤️
আপু... অপূর্ব উপস্থাপনা.. এত সুন্দর উদাহরন দিয়ে বুঝিয়েছেন; মুগ্ধ হয়ে গেলাম। যদি ২টা লাইক দেওয়ার সিস্টেম থাকতো তবে তাই দিতাম.. ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ..... এটা আমার জন্য অনেক বড়ো একটা কমপ্লিমেন্ট। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করুন
আপু আমার মনে প্রশ্ন জাগে ? দেশি মুরগি পালন করে কেমন লাভ হয়। আপনি তো দেশি মুরগি পালন করেন। দেশি মুরগি তো ওভাবে সবসময় ডিম দেয় না আপু। দেশি মুরগি পালন করে কিভাবে আপনি লাভ করেন। এ সম্পর্কে একটা ভিডিও করলে খুশি হবো আপু।
আপু, ১ গ্রাম ওষুধ + ২ গ্রাম পানি বলেছেন। আমার মনে হয় ১ গ্রাম ওষুধ + ২ লিটার পানি হবে।
আপু ইয়ে দোস্ত বোট করার কিছুই নেই আমার মতে আপনি সর্বশ্রেষ্ঠ ইউটিউবার খুবই সুন্দর উপস্থাপনা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আবারো ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ভালো করুন। আপু আপনি এমনি করে যদি খামারে দেশি মুরগির খামারে যে সমস্ত মেডিসিন লাগে এভরিথিং এ টু জেড একটা একটা করে বিস্তারিত বলেন। তাহলে আমাদের এই গরিব খামারিদের জন্য অনেক উপকার হত। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ভালো করুন।
আসসালামু আলাইকুম। দোয়া করেন আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখেন। আর গরীব নয়,....... নিজের পরিবারের মানুষ। আমি চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤️
আপা অনেক অনেক ধন্যবাদ আসলে ধরনের ভিডিও কথাগুলো অনেক সুন্দর ভালো হয়েছে ইনশাল্লাহ
অনেক দোয়া ও ধন্যবাদ
আপু অনেক সুন্দর আলোচনা পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ।
অনেক দোয়া ও ধন্যবাদ
Really excellent presentation skill. Thanks.
You r welcome ❤️
আপু আপনার বুঝেননা ধরনটা খুব সুন্দর আল্লাহ পাক যেন আপনার মুরগিগুকে সুস্থ রাখে।
আমিন.....
আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন যেন মুরগির পাশাপাশি আপুকেও আল্লাহ পাক সুস্থ রাখেন।
মহান আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আপা আপনার বিডি ও গুলো অনেক ভালো। অনেক কিছু শিখতে পেরেছি। আরো বিডি ও দিবেন। ধন্যবাদ আপা
ভিডিও পাবেন ইনশাআল্লাহ....
অনেক অনেক দোয়া ও শুভ কামনা
Maasalla, excellent conversation and nice example. Thanks apu
আলহামদুলিল্লাহ.....
অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা
আপু অপূর্ব উপস্হাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু
❤️❤️❤️
সত্যিই অসাধারন উপাস্থাপন। ধন্যবাদ আপনাকে..........
অনেক দোয়া ও ধন্যবাদ
খুবই চমৎকারভাবে বুঝিয়েছেন।
আলহামদুলিল্লাহ
অসম্ভব সুন্দর করে বুঝাইছেন আপু।
হ্যাটস অফ টু ইউ।
আলহামদুলিল্লাহ.....
অনেক অনেক দোয়া, ভালোবাসা ও ধন্যবাদ ❤️
Mam আমার মুরগীগুলি গুড় পায়খানা করছিলো ওদেরকে অনেক ঔষধ দিয়েছি কিন্তু কিছুতেই কিছু হয় নাই কিন্তু আপনার দেখানো ঔষধগুলি খাইয়েছি আজ দেখলাম অন্যদিনের তুলনায় অনেক ভালো আছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো আর সুস্থ থাকেন।
আলহামদুলিল্লাহ।
অনেক দোয়া ও ভালোবাসা ❤️
মাশায়াল্লাহ আপু আপনার প্রত্যেকটি ভিডিও অনেক উপকারী ও সুন্দর তার মধ্যে আপনার সালাম ও দর্শকদের জন্য দোয়া ও শুভকামনা সব মিলিয়ে অপূর্ব, আমি একজন প্রবাসী, সৌদি থেকে আপনার ভিডিও গুলো দেখছি এবং শিখতেছি, ইচ্ছা আছে দেশে গেলে দেশি মুরগী পালন করবো, অনেকের ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিও এর মতো এতো সুন্দর করে আর কেউই বুঝাতে পারে না, আমি আনন্দিত আপনার ভিডিও পেয়ে, ফি আমানিল্লাহ, তাহলে রাখি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ফি আমানিল্লাহ।
অনেক দোয়া ও ধন্যবাদ
@@jowarfarming ওয়ালাইকুম আস্সালাম ওরাহমাতুল্লাহ, আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান।
nice,,,,
আলহামদুলিল্লাহ
ধন্যবাদ আপু আপনি খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন যদিও আমি ১ বছর পরে দেখছি এবং কমেন্ট করছি।
অনেক দোয়া ও ধন্যবাদ
Thank so much my dear sister for your good information
Welcome my brother. ❤️❤️❤️
সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ❤️❤️❤️
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.excellent ..... best representation.......most information s...well done....go ahead with us.May almighty Allah bless you and your family members and your chicks with the best wishes and happiness.plz always pray for me and my family members and all my chicks.Ameen.
আমিন......
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বরকতুল্লাহ।
আলহামদুলিল্লাহ....
দোয়া করবেন। আমার দোয়া সব সময় থাকবে আপনার ও আপনার পরিবারের প্রতি।
মহান আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুণ।
অন্তরের অন্তস্তল থেকে দোয়া রইলো আপু আপনার জন্য।
আপনার জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
Didi khub valo kora buje achan tar jonna onak thanks
অনেক দোয়া ও ভালোবাসা
আমার অনেক ভালো লাগলো
❤️❤️❤️
excellent
❤️❤️❤️
ডিসক্রিপশন এ প্রবায়োটিক গুলির নাম অথবা অন্য ভিডিও তে মেডিসিন গুলির নাম দিয়ে দিবেন
দেবো ইনশাআল্লাহ
দারুণ অসাধারণ আমি নিজেও খামারি
অনেক ধন্যবাদ
মুরগীতে সবচেয়ে বেশী পরিমাণ লাভ পেয়েছি এই বছর যা আমি কখনো কল্পনাও করতে পারিনি জয়পুরহাট জেলা নাম শুনেছেন
আমার হাজব্যান্ড বিয়ের আগে জয়পুরহাটে ছিলেন চাকরি সূত্রে
@@jowarfarming তাই ফাইন
@@jowarfarmingআমার শশুড় বাড়ি নওগাঁয় জয়পুরহাট শালীর বাড়ি
@j
owarfarming জয়পুরহাট কোথায় ছিলেন আমার বাসা জয়পুরহাট
নাইচ ভিডিও
আলহামদুলিল্লাহ
অসাধারণ আপু
আলহামদুলিল্লাহ
Mashallah. Very nice.
আলহামদুলিল্লাহ...
দোয়া করবেন
আন্টি অনেক ভাল আপনে
❤️
যদি হেমিকো পিএইচ এর ৭/১০দিন পর প্রোবায়োটিক দেই তাহলে জিংক,ক্যালসিয়াম, মাল্টি ভিটামিন , টু প্লাস এসব কখন কিভাবে প্রয়োগ করব?
আসসালামু আলাইকুম। হেমিকো পি এইচ আর প্রোবায়োটিক আলাদা ওষুধ। আপনি এই দুটোকে একসাথেও দিতে পারেন।
বড় মুরগিকে মাসের প্রথম পাঁচ দিন সকালে হেমিকো পি এইচ + প্রোবায়োটিক দেন+ জিংক দেন। বিকেলে ক্যালসিয়াম দেন।
পরের দুই দিন সাদা পানি যাবে।
বড় মুরগির জন্য মাসের দ্বিতীয় সপ্তাহের পাঁচ দিন সকালে মাল্টি ভিটামিন দেন। বিকেলের পানিতে লিভার টনিক দেন। পরের দুইদিন সাদা পানি চলবে এবং এই সপ্তাহ অর্থাৎ তৃতীয় সপ্তাহেও সাদা পানি চলবে। মাসের শেষ সপ্তাহের পাঁচ দিন সকালে হেমিকো পি এইচ + কিডনি টনিক +লাইসোভিট দেন। বিকেলে ক্যালসিয়াম দেন
টু প্লাস বা টক্সিন মাইন্ডার ছোট বাচ্চা মুরগির ক্ষেত্রে দিতে হয়
ব্রডিং এর বাচ্চাকে কী প্রবায়োটিক দেওয়া যাবে?
প্রোবায়োটিকের সাথে কি লাইসোভিট combined kore dewya jabe
thank you so much appu.
You r most welcome ❤️❤️❤️
May Allah bless you
শ্রদ্ধে আপু আপনার ব্যাখ্যা শুনে আমারে আরো শুনে মন চায়
আলহামদুলিল্লাহ
ধন্যবাদ আপু
অনেক অনেক ধন্যবাদ ❤️
ঠিক বলেছেন❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Apu prozym r autozyme ki ak e kaz kore,,,,,konta beshi Valo aktu janaben
Online e dekhun saurcrate, kimchi,fish amino acid,FPJ (Farmented plant juice) .Add with chicken feed.Apneke probiotic r kinte hobe na,egulo apply korun
আজকে আপনার প্রায় সব ভিডিও দেকছি। ভালো লাগছে খুব। আমার একটা প্রশ্ন হচ্ছে। একসাথে প্রায় সব ঔষধ মিলিয়ে খাওয়ান এটা কি কাজ করে করে কোনো? নাকি আলাদা আলাদা খাওয়ালে ভালে কাজ করেৃ? এইটা একটু জানাবেন।
আসসালামু আলাইকুম। ভাই... মুরগির সমস্যা যদি বেশি হয় সেক্ষেত্রে একসাথে একাধিক ঔষধ দিতে হবে। সমস্যা কম হলে বা একমূখী হলে ১ রকম ঔষধ দেবেন। যতটা সম্ভব ঔষধ কম দেয়া উচিৎ। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিৎ।
অনেক অনেক ধন্যবাদ ভাই
Apple cider vinegar hocche prebiotic ja probiotic r khaddo. Tai Apple cider vinegar apply must.
আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন
আমি অনেক ভিডিও দেখি
আপনার ভিডিও সবচেয়ে বেশি ভালো
ইকসি ভেট,একমি কম্পানি
এটার জন্য একটি ভিডিও দেন প্লিজ আপু
ওয়ালাইকুম আসসালাম।
অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক দোয়া ও ধন্যবাদ
আপা আপনাকে ধন্যবাদ,
আপনার ভিডিও টি দেখে আমার
ভালো লেগেছে, তবে প্রোবায়োটিক খাওয়ার নিয়ম ১গ্ৰাম পানি+২গ্ৰাম প্রোবায়োটিক বিষয়টা আর ও একটু ভালো করে বলেন।
১ লিটার পানিতে হবে। কথা বলতে গিয়ে ভুল বলেছি। যেহেতু অনস্পট এ বলা তাই খেয়াল করি নি। অনেক ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন?
না না আশা করি আপনি খুব সুন্দর করে বুঝাতে পারছেন?ইনশাআল্লাহ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
আশা করি আপনি ও আপনার পরিবারের সবাই ভালো আছেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
❤
❤️❤️❤️
হেমিকো পি এইচ এর সাথে কি জিং দেওয়া যাবে? অনুগ্রহ করে জানাবেন।
জ্বি দেয়া যাবে
পিএইচ এর সাথে কি রেনামাইসিন মিক্স করে খাওয়ানো যাবে?
Apu Saltose plus er kaz ki??
❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আপু মুরগির সব রকম রোগ ও মেডিসিন কখন কোন সময় কোন টা কোন দিন খামারের মুরগিকে খাওয়াতে হবে এটা নিয়ে একটা ভিডিও যদি দিতেন অনেক উপকার হবে
মুরগির মাসিক এবং সাপ্তাহিক সাপ্লিমেন্ট এর কোর্সের উপরে আমার ভিডিও দেয়া আছে। সার্চ দিতে হবে একটু
কোথায় পাওয়া যায়
মুরগির ওষুধ যে দোকানগুলোতে বিক্রি হয়, সেখানে খোঁজ নেন
আপু আসসালামু আলাইকুম। আপু আপনি এই ভিডিও তে মুরগির ফ্লোরে কি দিয়েছেন। ধানের তুষ নাকি কাঠের গুড়ি
ধানের তুষ
আমি প্রাইভেট ফার্মে জব করি।আমি নিজে মুরগির খামার করে জীবিকা চালাতে চাই।আপনার পরামর্শ কামনা করছি।
ভাই, শুধু মাত্র মুরগির খামার এর আয় দিয়ে সংসার চালানো এখন কঠিন। জব না ছেড়ে অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করে দেখতে পারেন, যদি সেটা সম্ভব হয়। দশ বার চিন্তা করে সিদ্ধান্ত নেন ভাই।
আসসালামু আলাইকুম আপু আমার নাম রোমান ইসলাম আমি সোনারগায় থাকি আমারও দুইটা লেয়ার ডিম পারতেছে দশটা দেশি মুরগি আছে আমি একজন উদ্যোক্তা আমি একজন খামারি আমার অনেক কিছু জানার আছে যা আপনার মাধ্যমে আমি জানতে পারি কিছু কিছু শিখতে পারি আমার অনেকগুলো বাচ্চা আছে ছোট কিন্তু অসুস্থ ওদের কিভাবে মেডিসিন দিয়ে ভালো রাখা যায় প্রোবায়টিক আমারও ছিল এটা কাজ আমি জানতাম না আপনার ভিডিও দেখে জেনেছি আপু অনেক উপকার হয়েছে। একরাম ২ গ্রাম নিয়ে আমারও সংকোচ ছিল। এসব কিছু আমি একাই সামলায়। আমার তিন ছেলে মেয়ে।আমার ছাদে মুরগিগুলো রাখা আছে।
ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে আপনি একজন উদ্দোক্তা। আমি চাই প্রত্যেকটা মেয়ে নিজে কিছু করুক এবং সেটা চাকরি নয় অবশ্যই ব্যাবসা ভিত্তিক কিছু। অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনার ও আপনার মেয়েদের জন্য।
মহান আল্লাহ পাক আপনার সহায় হোন
There's no air flow at the lower level of this farm house.
Apu osudh ta onek dami ,ami ata kholar por babohar kore valo kore mukh atkiye kotodin rakhtr parbo
খুব ভালোভাবে সংরক্ষণ করবেন যাতে বাতাস না ঢোকে এবং ছায়া জায়গায় থাকে। যদি সংরক্ষণ ব্যবস্থা খুব ভালো হয় সেক্ষেত্রে আপনি তিন মাস ব্যবহার করতে পারবেন। এ কারণে দোকানে খোঁজ নেবেন ছোট প্যাকেট আছে কিনা। প্রতিমাসে দুইটা করে কোর্স করাবেন এবং প্রতি কোর্সে প্রোবায়োটিক রাখবেন।
যেহেতু এটা গুড়া ঔষধ, আপনি চাইলে আর এক মাস বেশিও ব্যবহার করতে পারবেন। তবে কোনভাবে যেন ড্যাম্প না পড়ে
বায়োটিক কোনটা
Apu apnar sathe kotha bolte chai,, ki vabe bolbo, please bebosta koriyen
আমার শেষের দিকের ভিডিওগুলোতে ফোন নাম্বার পাবেন। বিশেষ করে পোস্টমর্টেম এর ভিডিও অথবা কন্ট্রাক্ট ফার্মিং এর ভিডিও ফলো করেন
প্রোজািইম ভেট এ আছে,এনজাইম,ভিটামিন ও মিনারেল, প্রোবায়োটিক ও পিপ্রোবাইটিক,আমার দেখা ১০০ গ্রাম ৩৬০ টাকা এবং উপাধান বেশি এবং ভাল
আসসালামু আলাইকুম।
জ্বি ভালো আলহামদুলিল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ ভাই
আপু immolyte ণিয়ে vedio diben plz...
ইনশাআল্লাহ চেষ্টা করবো
আপা এই ঔষধ গুলি কবুতরকে খাওয়ানো যাবে কি ও।
জ্বি দেয়া যাবে
আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন?আপু প্রভাইটিক নাকি গরমের সময় দেওয়া ঠিক না?
আমি তো এটা শুনি নাই। ঠিক আছে আমি জেনে আপনাকে জানাবো ইনশাআল্লাহ
আপু মুরগির মাসিক কোর্সে যে সকল ঔষধ দেয়া হয় সেগুলো কোনটার সাথে কোনটা দিলে ভালো হয় যদি কষ্ট করে বলতেন তাহলে উপকার হতো।
আমার 119 নাম্বার ভিডিওটা দেখবেন প্লিজ
আপু আপনি অনেক সময় কমভাইন্ড ঔধষের কথা বলেন। বিষয়টা আমি সম্পূর্ণ বুঝতে পারতেছি না একটু বুঝিয়ে বললে অনেক উপকৃত হতাম।কমভাইন্ড বলতে কি নির্দিষ্ট কোন সমস্যার জন্য দুটো কোম্পানির একই ঔষধ ব্যবহার করা নাকি অন্য কিছু???
ভিন্ন ভিন্ন গ্রুপের দুই টা এন্টিবায়োটিক একসাথে মেশানো কে কম্বাইন্ড এন্টিবায়োটিক বলা হয়। এখানে, দুই টা এন্টিবায়োটিক এর কাজ দুই ধরনের হয়।
আমার দশটি টাইগার মুরগি আছে, যাদের বয়স সাত মাস হয়ে যাচ্ছে, তবুও ডিম দিচ্ছে না, এখন তাদেরকে খাবার হিসেবে দিচ্ছি লেয়ার লেয়ার-১,
এমতাবস্থায় এদের জন্য কি কোন চিকিৎসা আছে?
জানালে খুবই উপকৃত হব
আপনি এক ফর্মুলা নিয়ে মাসে দুইটা করে কোর্স করেন।
মাসের প্রথমে পাঁচ দিন খাওয়ান। আবার ওই একই মাসের শেষের পাঁচ দিন কোর্স করেন।
ফর্মুলার উপর আমার ভিডিও দেয়া আছে।
আর যদি এ ফর্মুলা না কিনতে চান সেক্ষেত্রে, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই থ্রি, ক্যালসিয়াম এবং জিংক দিয়ে মাসে দুটো কোর্স করেন ওই একই পদ্ধতিতে।
আপনার মুরগির পেটে চর্বি জমতে পারে।
সে ক্ষেত্রে মুরগি যাতে একটু লাফালাফি করে সে ব্যবস্থা করেন। অথবা কারি পাতার লাগান ঘরে। প্রত্যেকটা মুরগিকে প্রত্যেকদিন অন্ততপক্ষে দুটো করে পাতা খাওয়ান।যেহেতু মুরগিগুলো এডাল্ট এবং টাইগার মুরগির ওজন বেশি হয়, এ কারণেই দুটো করে কারি পাতা দিতে হবে।
শ্রদ্ধেয় আপু Hemico pH এবং Probiotic এগুলো ওষুধ নাকি Food suppliment?
ভাই- হেমিকো পি এইচ ঔষধ।
প্রোবায়োটিক সাপ্লিমেন্ট।
অনেক অনেক ধন্যবাদ
আপু ব্রডিং অবস্থায় সোনালি মুরগীকে কি প্রবায়োটিক দেওয়া যাবে?
যাবে ইনশাআল্লাহ
শ্রদ্ধেয় আপু, ১ গ্রাম পানি নাকি ১ লিটার পানির সাথে ২ গ্রাম প্রোবায়োটিক? ভিডিওতে শোনা গেলো ১ গ্রাম পানি সাথে ২ গ্রাম প্রোবায়োটিক মিশাতে হবে।
ভুলে বলা হয়েছে
আপু রানিখেতের রোগের হাই এন্টিবেটিক কি একটু জানাবেন আমার একটি মুরগির খুব খারাপ অবস্থা
রানিক্ষেত একটি ভাইরাস জনিত রোগ। এর জন্য কোন ঔষধ বা এন্টিবায়োটিক নেই। শুধু সময় মতো ভ্যাক্সিন করাতে হবে।
@@jowarfarming আপু আমার একটি মুরগির রানি খেতের সমস্যা হোইছে ফোলোফেনিকল জেনটা ভেক টোকসিন কিটনিটনিক এই ঔষধ গুলো দিয়ে ছিলাম কিন্তু ঠিক হয়নি যার জন্য আপনার নিকট জানতে চেয়েছিলাম এর চেয়ে হাই এন্টি বেটিক কি খাওয়ানো যায় একটু জানাবেন আপু
Gut Pro (Avon Animal Health)
আপু প্রবায়োটিক মাসে কয়বার খাওয়াবো আর কয়টি মুরগির জন্য কত টুকু খাওয়াতে হবে?
প্রতিবার এন্টিবায়োটিক দেবার পর প্রবায়োটি দিয়ে তিন দিনের কোর্স করাবেন। এছাড়া এমনিতেই প্রবায়োটিক দিয়ে মাসে দুইটা করে কোর্স করাতে পারেন তিনদিন করে।
১ লিটার পানিতে কতটুকুন মেশাবেন প্যাকেটের গায়ে দেয়া আছে দেখবেন
Poultry star sol ata bolen nai
আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন? আমার মুরগীর বাচ্চার ঠান্ডা লাগছে কি করবো বললে উপকার হতো
ওয়ালাইকুম আসসালাম। আপু ব্রোঙ্কোভেট দেন। ১ লিটার পানিতে ৪ মিলি ঔষধ মেশাবেন। ৩ দিন একটান দেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।
ঠান্ডা খুব বেশি হলে কিন্তু এন্টিবায়োটিক দিতে হবে।
আমাকে একটু জানাবেন প্লিজ।
আল্লাহ পাক আপনার সহায় হোন
প্রোবায়োটিক এর সাথে কি জিংক দেওয়া যাবে আপু
দেয়া যাবে
আসসালামুয়ালাইকুম আপু. PH ৭দিন তার পর ১০ দিন গ্যাপ তার পর ৭দিন প্রভাইটি এই নিয়মে কি মাসে ১ বার করে?
ওয়ালাইকুম আসসালাম। জ্বি ভাই, প্রতি মাসে একবার করে।
এন্টিবায়োটিক চলাকালে কি প্রবায়োটিক ব্যবহার করা যাবে?
যাবে
না
আপু, মাংসের মুরগির জন্য প্রোবায়োটিক কোন কোন সময় ব্যবহার করা উচিত?
ভাই প্রবায়োটিক একটা ভিটামিন। এটি মুরগির স্বাস্থ্য রাখতে সাহায্য করে। প্রতিবার এন্টিবায়োটিক প্রয়োগের পর প্রোবায়োটিক দেয়া উচিত। এছাড়াও মাসিক কোর্স হিসেবে প্রোবায়োটিকের ব্যবহার করতে পারেন। একদম জিরো বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মুরগিকে প্রোবায়োটি দিতে পারবেন।
@@jowarfarming ধন্যবাদ আপু
আপু পল্টি মুরগী কে দেওয়া যাবে এবং কত দিন বয়সে দিব প্লিজ জানাবেন
একেবারে ছোট মুরগি কি দেয়া যাবে।এমনকি ব্রুডিংএও আপনি ব্যবহার করতেই পারেন।
Ph r probitak aksathe dawa jabe
জ্বি ভাই যাবে....
দিদি মা মুরগির গায়ে ও মুরগির বাচ্চার গায়ে উকুন হয়েছে কি করবো দিদি আমি এখন ❤️❤️❤️
এটা একেবারে স্বভাবিক। খামারের পরিচ্ছন্ন রাখলেই ঠিক হয়ে যাবে। যদি মুরগি নিজের ঠোঁট দিয়ে নিজের শরীর ঠুকরে ক্ষত করে সেক্ষেত্রে ক্ষত স্থানে নেবালন মলম ( মানুষের) লাগান। চুলকানো বন্ধ হবে ইনশাআল্লাহ।
@@jowarfarming অনেক ধন্যবাদ দিদি তোমাকে 🤗🤗 সুস্থ থেকো ভালো থেকো ভগবান তোমার মঙ্গল করুক 🙏🙏❤️❤️
লআইসওভইট কি প্রবায়োটিক
না, লাইসোভিট মাল্টিভিটামিন। প্রোবায়োটিকও একটা সাপ্লিমেন্ট কিন্তু এর কাজ অন্য
আপু এই দুইটা ওষুধ গুলা ঠান্ডার ডুস এর আগে করালে ভালো হবে নাকি পরে করালে???
প্লিজ রিপ্লাই দিবেন.
প্রোবায়টি এক ধরনের ভিটামিন। এটা আপনি ঠান্ডা ডোস করানোর পরেও করাতে পারেন, আবার আগেও করাতে পারেন। আপনি চাইলে ঠান্ডা ডোজের সাথে ওটা দিতে পারেন।
@@jowarfarming ধন্যবাদ আপু। হেল্প করার জন্য। আমার জানার ছিল
PH ওষুধ টা ও কি সেম বাভে ব্যবহার করা যাবে?
প্রোবায়োজাইম স্কয়ার কোম্পানির এটা কেমন?
ভালো ভাই
আপু একটা প্রবায়োটিক কি বার বার দেওয়া যায়? নাকি এটাও এণ্টিবায়োটিকের মত পলটাতে হয়❤
প্রতি মাসে ২ টা কোর্স করাবেন ৫ দিন করে
আপু আমি আসলে জানতে চাচ্ছি যে , ধরেন আমি প্রোজাইম ভেট দিয়ে কোর্স করালাম, এখন আমি কি আবার এই প্রোজাইম ভেট দিয়েই কোর্স করাতে পারবো?নাকি আমাকে অন্য কোন কম্পানির প্রোবায়োটিক কিনতে হবে ? আপু আমি আপনাকে অনেক প্রশ্ন করি মনে কিছু নেবেন না, আসলে আমাদের এখনে কোন ভেটেনারি ডাক্তার নাই, একটা ভেটেনারি ঔষধদের দোকান আছে, তাও সব ঔষধ পাওয়া যায় না এ একটা ঔষধের প্রয়োজন হলে আগেই অর্ডার করতে হয়, ঐ ঔষধ পাইতে পাইতে আমাকে কমপক্ষে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হয়, একটু জানা থাকলে এক সাথে কয়েকটা ঔষধ অর্ডার করে আনতে পারি ৷
না না প্রোজাইম দিয়েই সব সময় কোর্স করাতে পারবেন। প্রোবায়োটিক একটা সাপ্লিমেন্ট।
আপু আপনাকে অনেক ধন্যবাদ
পোবায়টিক কি সবসময় খাওয়ানো জায়
আপনি মাসিক কোর্স করে খাওয়াবেন
Afa amar morgir sobuj paikhana hoccha akhon ke korbo
মলের রঙ কি বেশি সবুজ? সদি হালকা সবুজ পায়খানা হয় সেক্ষেত্রে ইএসবি৩ ভেট দিতে পারেন। ১ লিটার পানিতে ২ গ্রাম ঔষধ মেশাবেন। ৩ দিন একটানা খাওয়ান। খুব ভালো হয় ডাক্তার এর পরামর্শ নিলে।
আল্লাহ পাক আপনার সহায় হোন
Thanks afa
আপু আমার সাতটি মুরগি আছে সব গোলো পাতলা পায়খানা করে আপু কী ঔষধ দিবো,
ভাই পারলে ডাক্তার এর পরামর্শ নেন। আর যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ইএসবি৩ ভেট দেন।
১ লিটার পানিতে ২ গ্রাম ঔষধ মেশাবেন। একটানা ৩ দিন ৩ বেলা দেন। যদি পুরো ঠিক না হয় তবে ৫ দিন দেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে
আপু আমার একটি মুরগি তেরোটা বাচ্চা দিয়েছে আজ দুদিন দোয়া করবেন যেন বেঁচে থাকে
সুবহানাল্লাহ...
আলহামদুলিল্লাহ.....
আল্লাহ পাক আপনার খামার হেফাজত করুন
আপু প্রোবায়াটিকের দাম কতো কথায় পায়া জাবে জানাবেন
ওষুধের দোকানে পাবেন
প্রোবায়োটিক বুঝতে পেরেছি কিন্তু হোমিগো phটা কি ? এটা একটু বুঝিয়ে দিন।
হেমি কো পিএইচ এর ওপর আমার একটি ভিডিও দেয়া আছে। ভিডিওটা দেখলে আপনি একদম বুঝে যাবেন ইনশাআল্লাহ
আপু আমার একটা মুরগীর মল দার বেরিয়ে এসেছে আর চুনা পায়খানা করে এখন কি ঔষধ খাওয়াতে পারি?
আমার ১৬৬ নাম্বার
আমার ১৬৬ নাম্বার ভিডিওটা ফলো করেন প্লিজ
আসসালামু আলাইকুম আপু আমার ১৪ টা পাওমি মুরগি বয়স 63 দিন পায়খানা হালকা ভেজা কোন কোন গুলা পানির মত পায়খানা করে সাথে হালকা পায়খানা আছে বেশিরভাগই পানি আমি সিপ্রো কক্সিনা সকাল': রাত দুইবেলা ;স্যালাইন সকাল :রাত দুইবেলা দিয়েছি দুপুরে পিএইছ একবেলা সাত দিন দিয়েছি কোন কাজে আসে নাই এখনো পায়খানা আগের মতই মুরগি খাবার কম খায় বুক শুকিয়ে গেছে এন্টিবায়োটিক দেওয়ার পরে সকালে লিভার টনিক রাতে জিংক তিন দিন দিয়েছি এখনো কোন পরিবর্তন হয়নি পায়খানা আগের মতই এখন কি অন্য কোন এন্টিবায়োটি করা যাবে কিনা এখন আমি কি করতে পারি জানাবেন
ওয়ালাইকুম আসসালামু ওয়া বরকতুল্লাহ।
নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক দেন। দিনে ২ বার ৫ দিন। জিংক এবং স্যালাইন দেবেন। কোন ভাবেই এন্টিবায়োটিক মেশানো পানিতে জিংক দেবেন। আর লিভার টনিক যেহেতু একটা ভিটামিন, তাই এটা পেটের সংক্রমণ পুরো না সারা পর্যন্ত দিয়েন না। পেটের সংক্রমণ ভিটামিন আরও বাড়িয়ে দেয়।
পেটের সংক্রমণ খুব বেশি হলে ডাক্তার এর পরামর্শ নেয়া উচিৎ। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক এর সাথে লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক কম্বাইন্ড করে দিতে পারেন।
আসসালামু আলাইকুম আপু আমার কাছ থেকে ভেটেনারি ওষুধের দোকান দূরে এই মুহূর্তে আমার কাছে ট্রাইভেট:: এনরোসিন::লিভোপ্লোক্সাসিন আছে এই ঔষুধ গোলোর কনটা দেওয়া জাবে?
লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন
@@jowarfarming আপু আসসালামু আলাইকুম অ্যান্টিবায়োটিক ঔষধ এর ডোজ কমপ্লিট হবার পরে কি ওষুধ দিতে হবে জানাবেন আর পানির মত পায়খানা হওয়ার কারণে খাবার কম খেয়েছে বুক শুকিয়ে গেছে এজন্য কি করব জানাবেন
Ak bar 3 din er antibiotic er course ses kore abr koydin por antibiotics medicine dewa jay
এন্টিবায়োটিকের কোর্স তিন দিনের নয় পাঁচ দিনের। একটা এন্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার সাথে সাথে অন্য এন্টিবায়োটিকের কোর্স শুরু করা উচিত না।
তবে বিপদে পড়লে সেটা অবশ্যই করা যেতে পারে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা এন্টিবায়োটিক এর কোর্স শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা কোর্স চালু করা যায়
বয়লারের ক্ষেত্রে ব্যবহার কিভাবে করা হয়
একই ডোজ এ দেবেন ইনশাআল্লাহ
Afa apner khamara ke babohar korchen litare
ধানের তুষ ( কুড়া)
আপু আসসালামু আলাইকুম। আপু আপনি ধানের তুষ কোথা থেকে নিয়েছেন।
এখানে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে?
উত্তরটা খুঁজে নেওয়া দায়িত্ব আপনাকে দিলাম।
আবার কয়েকটা ভিডিও দেখেন এবং সেখানে দেখেন কমেন্ট সেকশনের প্রশ্নগুলোর কোন উত্তর আছে কিনা!
আপু লাইসোভিট কি প্রবায়োটি
প্রবায়োটিক একধরনের মাল্টিভিটামিন হলেও নাইসোভিট এর সাথে এটার কিছু তফাৎ আছে
এখন কি খাওয়াইলে প্রোবায়োটিক পাওয়া যাবে?
প্রবায়টিক ওষুধ আকারেই পাওয়া যায়।
আর যদি আপনি ভেষজ প্রোবায়োটি খাওয়াতে চান সে ক্ষেত্রে অনেক কিছু খাওয়ানো যেতে পারে।
আমের আঁটি নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে। ভিডিওটা দেখবেন প্লিজ। আশা করি উপকৃত হবেন
আপু এনজাইম কি আপু
এটি খাদ্য হজম করতে সাহায্য করে।
এন্টিবায়োটিকের সাথে কি প্রোবায়োটিক মিক্স করা যায়
জ্বি যাবে
@@jowarfarmingকোন কোন গ্রুপের এন্টিবায়োটিকের সাথে প্রোবায়োটিক কম্বাইন্ড করা যায়?
আশা করি এই বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও করবেন।❤❤❤
প্রবায়োটিক কত দিন বয়স থেকে দিলে ভালো হয়
প্রোবায়োটিক যেকোনো বয়স এর মুরগি কে দেয়া যাবে