আর ডেকোনা সেই মধুনামে । Ar Dekona Sei Madhuname । Sandhya Mukhopadhyay । Pialy

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 625

  • @subhasissahu5614
    @subhasissahu5614 10 місяців тому +2

    খুব মিষ্টি তোমার গান গুলো গাওয়া। আমার মেয়ে
    তোমার গান ফলো করে, স্বরলিপি যদি পাওয়া যায়
    খুব ভালো হয়। তোমার গান গুলি প্রতিদিন একবার
    করে শুনি। সত্যি হৃদয় ছুঁয়ে যায় গান গুলি। আরও ভালো হোক তোমার।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  10 місяців тому

      ধন্যবাদ অনেক, কিন্তু আমি স্বরলিপি ব্যবহার করিনা, গান শুনে তুলি

  • @subhendumukherjee9024
    @subhendumukherjee9024 3 роки тому +17

    আহা অপূর্ব। কি নিখুঁত। কি দরদ আর আবেগ। কি বলে সম্মান জানাব তোমায়। দুঃখ একটাই আজ বাংলা গানের এই ঘোর অমাবস্যায় কি করে তোমার দাম দেবে বাঙালি সমাজ।
    তোমার ভাগ্যই তোমায় দিক তোমার ন্যায্য পাওনা।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +1

      anek dhanyobaad

    • @ryanroy7015
      @ryanroy7015 3 роки тому +1

      খুব সুন্দর বলেছেন।

    • @bhaskarpal2402
      @bhaskarpal2402 3 роки тому +1

      একদম ঠিক বলেছেনঃ।

    • @tapanbhattacharya2411
      @tapanbhattacharya2411 3 роки тому +1

      Praised in appropriate words

    • @mycraftyideas5323
      @mycraftyideas5323 2 роки тому +1

      এই গান পিয়ালীকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে বলে আমি মনে করি।

  • @kajaldas6065
    @kajaldas6065 Рік тому +2

    পিয়ালী বোন, পুরোনো দিনের গান গুলো এক মাত্র তোমার গলায় ভালো লাগে। সুরেলা গান গুলো গাওয়ার জন্য ধন্যবাদ, ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুন।🌹❤️

  • @hrishikeshpanditjee7704
    @hrishikeshpanditjee7704 3 роки тому +11

    বাঃ হৃদয় জুড়িয়ে যায় ! অনেক শ্রদ্ধা জানাই আপনাকে !

  • @shyamalde3570
    @shyamalde3570 3 роки тому +2

    তোমার এই গানটা যে কতবার শুনলাম, জানিনা। প্রণব রায়-রবীন চট্টোপাধ্যায়-
    সন্ধ্যা মুখোপাধ্যায় এর এক অমর সৃষ্টি।
    বেসিক গান হলেও, চোখের সামনে একটা ছবি
    ভেসে ওঠে। কথা, সুর ও গায়কীর এক অসাধারণ সংমিশ্রণ । একটি মেয়ের মনের বেদনা আর আকুতি কে , তুমি যে ভাবে অনুভব
    করে গানটি গেয়েছ, তা তূলনাবিহীন। আমি আপ্লুত তোমারগান শুনে।

  • @abunasarbhuiyan8820
    @abunasarbhuiyan8820 2 роки тому +2

    গানখানি শুনে তোর
    মনখানি ভরেছে মোর।
    "নীল আকাশের নিচে"
    তোর কণ্ঠে গাওয়া
    এখন আমার চাওয়া
    সত্যি হোক, নহে মিছে।

  • @barnalidey6637
    @barnalidey6637 3 роки тому +6

    অসাধারণ গাইলে তুমি পিয়ালি ,যেমন sharp voice , তেমনি দরদ দিয়ে গাইলে ,মন ভরে গেল ....এই গানটি খুব বেশি শোনা যায় না , ভালো লাগলো

  • @channelrupsha4134
    @channelrupsha4134 3 роки тому +9

    পিয়ালী মা তোমার কন্ঠে সৃষ্টি কর্তা একটি সুরেলা যন্ত্র বসিয়ে দিয়েছেন।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 2 роки тому +4

    ওফ্ কি গেয়েছিলে প্রত্যেকটা ছত্রে কি নিখুঁত কাজ, আর একবার প্রশংসা না করে থাকতে পারলাম না..যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে খুঁজো না আমায়...👌👌👌

  • @sunilmandal5778
    @sunilmandal5778 3 роки тому +2

    Ki Asadharon Gaan Gaile . Sumistho Konther Jaadute Mugdho Holam .Emon Sabolil O Monomugdho Gaan Hridoye Anondo Dey .Tumi Bhalo Theko Aanande Emon Gaan Geye Cholo .God bless you .

  • @pintuganguly7003
    @pintuganguly7003 3 роки тому +2

    khub sundar expression khub vhalo kip t up

  • @MoniMoni-fg4sk
    @MoniMoni-fg4sk 2 роки тому

    দিদি কি অপূর্ব লাগছে সন্ধ্যা মুখোপাধ্যায় এর এই গান টি,জেসিও মনি

  • @toufiqurrahman9870
    @toufiqurrahman9870 3 роки тому +4

    অসাধারণ অসাধারণ! চমৎকার গেয়েছেন। আমার খুবই ভালোলাগার একটি গান। মুগ্ধ হয়ে গেলাম।"ধন্যবাদ"

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому

    ব্যাথা দিও তবু ভালোবে সো এই ভাবেরই অনুরনন . সারা গানটি জুড়ে রয়েছে

  • @sarderbaitulislam9598
    @sarderbaitulislam9598 3 роки тому +3

    অতি প্রিয় গানটি আপনার কন্ঠে বার বার শুনছি, অপূর্ব।

  • @santomitra8702
    @santomitra8702 8 місяців тому

    মধুর কণ্ঠে এই কালজয়ী গান কি অসম্ভব আবেগ নিয়েই না গেয়েছ মা। মন ভরে গেল। বহু ক্ষণ এর আবেশ থেকে যাবে।

  • @amitkumardanda9331
    @amitkumardanda9331 11 місяців тому +1

    তোমার নিবেদনের মধ্য দিয়ে অতীতকে বারবার ফিরে পাওয়ার এক অনবদ্য অনুভূতি। ❤

  • @khanniloy9361
    @khanniloy9361 3 роки тому +14

    হৃদয়ের আবেগের কোমলতম মধুরতম সুন্দরতম এই প্রকাশের কোনো তুলনা আছে কি?

    • @anitadatta1303
      @anitadatta1303 2 роки тому +1

      অসাধারণ মূল্যায়ন ছুঁয়ে গেলো মন ।

  • @khanniloy9361
    @khanniloy9361 3 роки тому +2

    স্মৃতি জাগানিয়া অসাধারণ এই গানটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +2

    অসাধারণ কন্ঠ মাধুর্য দিয়ে গাওয়া এ গান শুনে জীবনের সবচেয়ে কঠিন ভয় যাপন যেন হঠাৎ করে ভুলে গেলাম ! এই আনন্দ সন্ধানী জীবন যাপনকে সুরময় করার জন্য অনুপম ভাব আবহের গানটি একটানা ছয়বার শুনলাম । আরও শুনে যাব !

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      ☺️🙏🙏❤️

    • @anitadatta1303
      @anitadatta1303 3 роки тому

      @@PialyKunduOfficial কেমন আছো? করোনার যে অবস্থা জানিনা কখন আক্রান্ত হবো , হলে বাঁচব এমন ভরসা নেই । সাবধানে তো থাকি। কিন্তু ---- তোমার সাবস্ক্রাইবার দশ হাজার ছাড়িয়ে যাবে দু'দিনের মধ্যেই।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      @@anitadatta1303 bhaoo khabor ar kharap khabor sob aksonge.. sob manush bhalo thaklei hobe..subscriber to apnara songe thaklei hobe 😀

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 роки тому

    আজ আবার পিয়ালীর গাওয়া গানটি শুনলাম। আবেগ ও মাধুর্য মিলেমিশে একাকার। বেদনার দারুণ প্রকাশ। অনবদ্য। অপূর্ব।

  • @anowarhossain443
    @anowarhossain443 8 місяців тому

    আর ডেকো না সেই মধু নামে তোমারি আঘাতে ঝড়েছে যে মালা ভুলিতে দিয়োগো মোরে তারই স্মৃতি মালা,অসাধারন সুর তুমি বেচে থাক বহুদিন বহু,,,,দিন ( বাংলাদেশ)

  • @pradipghosh7485
    @pradipghosh7485 2 роки тому +1

    সত্যি শিল্পীর দরজায় দাঁড়িয়ে থাকার জায়গা অবশ্যই আছে। অপূর্ব সুন্দর, আরো এইরকম গান গাওয়ার জন্য অনুরোধ রইল।

  • @MdAbdusSalam-eg9ro
    @MdAbdusSalam-eg9ro 2 роки тому +3

    Oh ! my dear! my daughterly - Pialy. Your songs, your voice, your sweet melody , your dedication to the composition & rhythm takes me back repeatedly to my boyhood, remind me my sweet beautiful memories of the golden days of my early life which was full of sometimes wild joy , sometimes heart - rending sorrow & sadness . I can't control my emotions whenever I listen to your songs especially the songs of sadness. I'm very very fond of these types of songs of last century. You are a singer of modern age but you presents the items of our age. This seems to me something strange. Thanks so much that you are keeping the songs of our age lively. Go forward my child. I do offer fathomless blessings for you. I have received a reply & LOVE MARK from you to my comments . Many many thanks for that.

  • @rupsha7394
    @rupsha7394 2 роки тому

    এই রকম গানএকমাত্র সৃষ্টিকর্তা স্বয়ং কন্ঠে বসে না থাকলে গাওয়া যায় না।ভূবন মোহিত আপনার কন্ঠের যাদুতে আর আমি ব‍্যাকুল তিয়াষে আপনার গান শুধু শুনি আর শুনি।

  • @surajitdas8315
    @surajitdas8315 Рік тому

    যে কন্ঠ থেকে তোমার সুর উৎসরিত সেই কন্ঠ বেঁচে থাকুক যুগ যুগ ধরে।

  • @amritabhattacharjeeofficia1059
    @amritabhattacharjeeofficia1059 8 місяців тому

    আহা ... মন ভরে গেল,কী কথা,কী গায়কী! অসাধারণ❤

  • @kalpanabhattacharjee4224
    @kalpanabhattacharjee4224 3 роки тому +1

    Opurbo kontho.ei ganta tomar golay darun laglo.sotti eisorprodoto tomar kontho.ro bhalo bhalo gan amader sonao

  • @swarashruti5335
    @swarashruti5335 3 роки тому

    সত‍্যি সন্ধ‍্যা মূখোপাধ‍্যায়ের যোগ‍্য উত্তরসুরি এক মাত্র তুমিই। এতো ভালো এই গান গেয়েছো তুমি। বার বার শুনতে ইচ্ছে করে। অনেক ধন‍্যবাদ।

    • @swarashruti5335
      @swarashruti5335 3 роки тому

      আমি খুবই দুঃখিত এই গান নিয়ে আগে মন্তব্য করিনি। তখন আসলে এই গানটি শুনতে শুনতেই অপর একটা গানের জন‍্য অনুরোধ করেছিলাম। তখন এ গান নিয়ে আর মন্তব্য করা হয়নি। এটা আমারই ভুল। I am sorry. তোমার সব গানই আমি শুনি তবে হয়ত সব সময় মন্তব্য খরা হয়ে ওঠেনা।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 2 роки тому

    কেউ শুনেছেন কিনা জানিনা, তিনটে লাইক আমাকে নিয়ে, তবে প্রতিদিনের মত আজও শুনলাম,মন ভরালাম, তুমিতো ঈশ্বর প্রদত্ত মধুমাখা কন্ঠে সেজেছো...তোমার অন্য সাজে কি যায় আসে, দেখি কাল কি গান আসে...

  • @anupbera6000
    @anupbera6000 2 роки тому

    এক কথায় অসাধারণ, অনবদ্য। আমার কিশোর বয়সের প্রচন্ড ভালো লাগার এক আবেগপ্রবণ গান।এখন গান শুনতে শুনতে মনে হচ্ছে যেন সেই বয়সে ফিরে গেছি। শিল্পী কে অসংখ্য ধন্যবাদ ওসাধুবাদ জানাই। আমার শুভ কামনা রইল। ভগবানের আশীর্বাদ তো আছেই। চালিয়ে যান।

  • @amalbasu
    @amalbasu 3 роки тому +7

    অসাধারণ! নিখুঁত অথচ স্বকীয়তায় ভরপুর। Another Piyali Special ♥️

  • @KabirKhan-wp6qy
    @KabirKhan-wp6qy 3 роки тому +8

    "আর ডেকো না, আর ডেকো না" - এই আকুতিভরা কথাগুলি তোমার কন্ঠে আজ দারুণ বাঙময়তা পেয়েছে। স্থায়ী চরণের প্রথম ও পরবর্তী নিবেদন দুটোই চমৎকার লেগেছে। "নয়ন কোনে মোর সজল বরষা থাক না গোপনে" - পরিবেশনে সুরের বিন্যাস অন্তরে এক অসাধারণ অনুভূতি এনে দিয়েছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অবিরাম।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 3 роки тому +3

    👍 👍👍কি! মিষ্টি কন্ঠ, ঈশ্বর তোমাকে দীর্ঘায়ু করুক।👌👌👌👌💐💐💐💐

  • @bananisahu4857
    @bananisahu4857 2 роки тому

    আমার অতি প্রিয় একটি গান। খুব আবেগ দিয়ে গাইলেন।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 роки тому

    দুর্দান্ত উপস্থাপন.. অসম্ভব ভালো

  • @alikadak5428
    @alikadak5428 5 місяців тому

    Heart touching Lyrics& minf blowing singing by Madum Pialy

  • @manilalchakraborty9997
    @manilalchakraborty9997 2 роки тому

    অসাধারণ। দিদি আপনার কন্ঠে গান শুনে আবার ও মুগ্ধ হয়ে গেলাম।

  • @debendranathdas8774
    @debendranathdas8774 2 роки тому

    অন্যতম উপস্থাপনা অতুলনীয়।

  • @satyamanna5918
    @satyamanna5918 Рік тому +1

    Everyday i hear your song i feel very deep happy.thank you sister.

  • @dipunamata7818
    @dipunamata7818 3 роки тому

    Khub sundor monta juriye gelo...

  • @supriyaroy3066
    @supriyaroy3066 2 роки тому

    বা: অপূর্ব, চমৎকার আপনাকে ধন্যবাদ

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 2 місяці тому

    আহা কী অপূর্ব শ্রুতমধুর। 🌹

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 3 роки тому +2

    খুব ভালো হয়েছে। যখন যে শিল্পীর গান আপনি করেন, মনে হয় ওনার গানের জন্য আপনিই perfect. এমনকি শ্রীমতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠের vibration টাও আপনি ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে। আর আপনার গায়কীর কথা তো নতুন করে কিছু বলবার নেই। ভালো থাকবেন।

  • @alikadak5428
    @alikadak5428 5 місяців тому

    Perfect tune maintained & expression of this Song by Pialy very nice

  • @bidhandas315
    @bidhandas315 3 роки тому +2

    এক কথায় অপূর্ব !! কণ্ঠ, গান ও গায়কী মিলেমিশে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনার নিজস্বতায় ভরপুর গান খানি শুনে বেশ তৃপ্তি পেলাম।🙏🙏

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 роки тому

    এক কথায় অপূর্ব। অসাধারণ।

  • @babuldatta9688
    @babuldatta9688 2 роки тому

    So romantic ...khub mistri sure gaan ti gaile....unbelievable.... Sure samraggi 💐💐💐💐💐💐

  • @swarashruti5335
    @swarashruti5335 2 роки тому +8

    তোমার এ গান এমন আবেগের সাথে গেয়েছো আবার শুনতে শুনতে আমার চোখে জল এলো। তুমি দীর্ঘজীবি হও। ইশ্বরের কাছে এই প্রার্থণা করি।

  • @AshisChattaraj
    @AshisChattaraj Рік тому

    অপূর্ব খুব খুব ভালো লাগলো মাগো

  • @eoiffoe1980
    @eoiffoe1980 Рік тому

    Pinyali Tragic gaan tomar galay jeno prithok alankar sristi koreche jeta prothom dekhlam abong anuvab korlam!
    Loads of love and respect!

  • @chiranjitde7467
    @chiranjitde7467 2 роки тому

    প্রশংসার ভাঁড়ারে শব্দের ঘাটতি দেখা দিচ্ছে! এত মনোমুগ্ধকর মনোরম পরিবেশনায় আপ্লুত হয়ে গেলাম! আমার ফেসবুকের গর্ব পিয়ালী¡

  • @shahidulislam5297
    @shahidulislam5297 2 роки тому

    কত জনের কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু এমনটি সন্ধ্যাজীর কণ্ঠে আর পিয়ালীর
    কণ্ঠে এমন ভালো লাগে নি। অভিনন্দন।

  • @sanjibmondal5200
    @sanjibmondal5200 3 роки тому +3

    আপনার অনেক গান শুনলাম। সব গানে হয়তো কমেন্ট করা হয়ে ওঠেনি। খুব খুব সুন্দর গাইছেন। আপনার ফ্যান হয়ে গেলাম। তবে নিজেকে চেনাতে নিজের গান গান। অনেক অনেক শুভ কামনা রইলো।

  • @hirakhomroy2593
    @hirakhomroy2593 3 роки тому +1

    অসাধারণ ! চমৎকার গায়কী। খুব কমই পাওয়া যায়। মন ভরে গেল।

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Awasome Song& unpredictable Singing b😊y pialu

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому +4

    মধুর থেকে বেশি মিষ্টি লেগেছে তোমার এই গান

  • @khanniloy9361
    @khanniloy9361 3 роки тому +2

    চিরদিনের গান। অসাধারণ গায়কী।

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Perfect Nazrulgeeti singong by pialy

  • @rabinnaskarvlogs1518
    @rabinnaskarvlogs1518 6 місяців тому

    Darun darun darun Amar khub favorite gan

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Very nice performance of this zSongwhich very exiting singing by pialy

  • @arundede7016
    @arundede7016 3 роки тому +2

    Many Thanks for helping the passing my retirement time----- Very sweety & beautifull song--- God may bless you for succesful in this way-----❤❤

  • @arundas9035
    @arundas9035 3 роки тому +1

    Excellent performance Piyali. 100/100.

  • @khanniloy9361
    @khanniloy9361 3 роки тому

    মন হারিয়ে যায় কোন সূদূর অজানায়। ধন্যবাদ।

  • @amiyanayak5843
    @amiyanayak5843 3 роки тому

    Darunnn abeg diye gaile..gan ke bhalobasle abhabe gawa jai...

  • @pramathamajumder4871
    @pramathamajumder4871 2 роки тому +1

    বোন পিয়ালী, তোমার গান গুলো শুনে সত্যিই মন ভরে যায়!

  • @amaldatta174
    @amaldatta174 Рік тому

    কালজয়ী গানের অনুপম এই গায়ন বিষাদে ভরে দেয় প্রাণ মন , হলো যেন স্বর্ণ যুগের প্রত্যাবর্তন !❤

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 роки тому

    সন্ধ্যা মুখার্জির গাওয়া এই গানটি স্বর্ণযুগের একটি কালজয়ী গান। গীতিকার ছিলেন প্রণব রায় এবং সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। গানটি ইয়ং বয়স থেকে সন্ধ্যা মুখার্জির কণ্ঠে বহুবার শুনেছি। গানটির অসাধারণ সুরের জন্য মনে গেঁথে আছে।
    তুমি দরদ ও আবেগ সহকারে গানটা নিখুঁত ভাবে গেয়েছো। ভীষণ ভাল লাগলো।

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Very nice performing of GeetaDutta's Song by pialy

  • @a.s.m.araihan800
    @a.s.m.araihan800 Рік тому

    গানটি যেন পূনজন্ম পেল তোমার কন্ঠে। পিয়ালী মায়ের জন্য অনেক শুভকামনা। তোমার অনেক সময় আছে গানের ভূবনে দীর্ঘ দিন সম্রাজ্ঞীর মত বিচরনের।Take care of your health.

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 Рік тому

    আহা আহা মন ছুঁয়ে গেলো অসাধারণ

  • @subratabiswas2502
    @subratabiswas2502 10 місяців тому

    অপূর্ব! চমৎকার।

  • @saswatimukherjee9541
    @saswatimukherjee9541 3 роки тому

    কি অপুর্ব গলা তোমার।আমি তো মুগ্ধ হয়ে তোমার গান শুনি।এত ভাল লাগে।ঈশ্বর তোমার মঙ্গল করুন

  • @nirmollkumar5871
    @nirmollkumar5871 8 місяців тому

    অপূর্ব পরিবেশনা।❤❤❤

  • @satyakimukherjee5720
    @satyakimukherjee5720 3 роки тому +1

    ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক দূর এগিয়ে যাও আর আমাদের অনেক ভালো (২) গান শোনাও

  • @mdlutfulmajib8916
    @mdlutfulmajib8916 2 роки тому

    শুনতে অসম্ভব ভালো লাগে কিন্তু ভয়হয় পাছে পিয়ালীর সুরের মাধুকরী মাদকতায় মাতাল হয়ে যাই চেতনা হারিয়ে পাগল হয়ে যাই! যখনই শুনি তখনই মনে হয় আহা এই মাধুকরী যাদুকরী পিয়ালীকে যদি একবার কাছে থেকে দেখতাম।

  • @khanniloy9361
    @khanniloy9361 3 роки тому

    আহা কি অসাধারণ গান! কি অসাধারণ পরিবেশনা!

  • @alikadak5428
    @alikadak5428 5 місяців тому

    Nice covering of this Song by Pialy

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 3 роки тому +1

    Osadaron monta voree geloo modhorr conthoo 💕 lovee u 🌹👍❤️👍💐🌹🌞💞🥰💚💟💟🌄❤️💐

  • @nasimaakter163
    @nasimaakter163 3 роки тому +2

    অপূর্ব 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌

  • @alikadak5428
    @alikadak5428 4 місяці тому

    Unpredictable singing with Harmonium playing of Pialy very perfect

  • @sourashismajumder9707
    @sourashismajumder9707 2 роки тому

    Well done 👍. Marvelous.you are complete singer. Ashis Majumder.

  • @rupaksengupta4141
    @rupaksengupta4141 2 роки тому

    অপূর্ব সুন্দর বিশেষ করে দ্বিতীয় অন্তরা।

  • @drmilon6646
    @drmilon6646 2 роки тому +1

    Attractive song.excellent vocal dear singer madam.very nice.congratulation.goAhead well done.Best wishes for you❤️❤️

  • @satadalchakraborty3485
    @satadalchakraborty3485 Рік тому

    আবেগঘন পরিবেশন । দারুন গেয়েছো।👌👌👌👌

  • @tistachatterjee3046
    @tistachatterjee3046 3 роки тому +1

    আমার প্রিয় একটি গান ...অপূর্ব গাইলে

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому

    আবার আপলোড দেখে ভালো লাগছে মা পিয়ালী ।

  • @hezbuttawheeddocumentary1821
    @hezbuttawheeddocumentary1821 2 роки тому

    Mashallah, khub bhalo lage tomar gaan. Khub Bhalo gao.

  • @pijushkrmukherjee5501
    @pijushkrmukherjee5501 8 місяців тому

    Super Mind Blowing Piyali.God Bless U.❤👌

  • @dhananjayghosh4623
    @dhananjayghosh4623 3 роки тому

    বাঃ ! খুব সুন্দর গেয়েছ ।মন ভরে গেল ।

  • @shaplakhatun8411
    @shaplakhatun8411 5 днів тому

    অনেক সুন্দর গেয়েছো।

  • @MasumBillah-gx5pw
    @MasumBillah-gx5pw 2 роки тому

    অসাধারণ হয়েছে।

  • @surajitpradhan529
    @surajitpradhan529 3 роки тому

    এত গানটা দারুন .. ,পিয়ালী

  • @jogeshchandraroy5187
    @jogeshchandraroy5187 2 роки тому

    অপূর্ব উপস্থাপনা

  • @supriyaroy3066
    @supriyaroy3066 2 роки тому

    🙏🙏🙏🙏 অসাধারণ কন্ঠ আপনার, অপূর্ব 👌👌👌👌

  • @sibabratadutta4992
    @sibabratadutta4992 3 роки тому +5

    ইশ্বর প্রদত্ত কন্ঠ

  • @nanigopaldutta-rx3zn
    @nanigopaldutta-rx3zn Рік тому

    খুব খুব ভাল লাগল। ধন্যবাদ। ভাল থেকো।

  • @shikharoy5361
    @shikharoy5361 3 роки тому

    Asadharon khub valo thakben

  • @amiyanayak5843
    @amiyanayak5843 2 роки тому

    Tomar jakhan echhe halo, amraw abar sunlam..sudhu bali abhabei geye jaw God bless ..

  • @ananyamajumdar2673
    @ananyamajumdar2673 3 роки тому +2

    গানটিকে আরো মনোমুগ্ধকর করে তোলার জন্য অভিবাদন!!❤️❤️