Baro Sadh Jage । বড় সাধ জাগে । Protima Bandopadhyay । Pialy

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 500

  • @PialyKunduOfficial
    @PialyKunduOfficial  4 роки тому +26

    Please share and subscribe my channel if you like my song 😀👍🎼

  • @amaldatta174
    @amaldatta174 2 роки тому +7

    মানুষ এখনো বুঝলোনা কতো বড় সম্পদ এ কণ্ঠ ,কতো সাধনায় কতো কষ্ট করে অর্জিত হয়েছে এই সাঙ্গীতিক দক্ষতা ।

  • @animeshhalder6579
    @animeshhalder6579 2 роки тому +1

    মা মনি , অনেকের গলাতে এই গানটি শুনেছি কিন্তু তোমার গলা এত clear & prominent আমি কোথাও এখনো পাইনি।সেই জন্য এতো ভালো লাগে তোমার এই গানটি বার বার শুনি। না বলে পারছি না।

  • @soumyadasgupta9824
    @soumyadasgupta9824 3 роки тому +9

    বড় সাধ জাগে বারবার এই গান শুনি.... অবশ্য আপনার কন্ঠে। এত সুন্দর উপস্থাপনা যে কিছু বলার নেই। আপনার গুরু/গুরুদের অক্লান্ত পরিশ্রমের ফসল আপনি। সেই সাথে আপনাকেও কুর্নিশ জানাই আপনার রেওয়াজ এর জন্য। তা না হলে এই কন্ঠ পেতাম না

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      Anek dhanyobaad.. amar gurujon der ashirbad er fol ai.. 🙏☺️

  • @manojkumargharami5818
    @manojkumargharami5818 4 роки тому

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই আধুনিক গানটি আমার খুব প্রিয় গান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে, গানটি আপনি কেবলমাত্র হারমোনিয়াম সহযোগে কী সুন্দরভাবে পরিবেশন করেছেন। অনেক যত্ন নিয়ে গেয়েছেন গানটি। এ ছাড়াও আপনার গাওয়া আরও কিছু গান শুনে আমার খুব ভালো লেগেছে। আর খুব খুশি হয়েছি কুট্টুস এর গিটার বাজানো।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +4

    অসাধারণ আবেগ মথিত কাতর, আকুলতা ভরা কন্ঠের অনুপম সুরের পরশে মন আমার কান্না ভেজা হয়ে গেলো !

  • @bikashchakraborti6538
    @bikashchakraborti6538 2 роки тому

    যখন অবসর পাই খুজে খুজে তোমার গান শুনি। অনকের গান শুনি, কিন্তু তোমার গান শুনি আর অবাক হই এই ভেবে যে প্রায় সব ধরনের গান তুমি গেয়েছ অথচ তোমাকে কোন গানের শিল্পী বললে ঠিক হবে আমি নির্ধারণ করতে পারিনি। গেয়ে যাও।

  • @manilalchakraborty9997
    @manilalchakraborty9997 2 роки тому

    কত বড় শিল্পীর কণ্ঠে গাওয়া গান কত সহজে গাইলেন।মন ভরে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি অনেক বড় শিল্পী হন। আমাদের আরও আনন্দ দিন।

  • @susantadas9648
    @susantadas9648 3 роки тому

    কান খুলে যে গান শোনা যায় সে গানে মন ভরে যায় সেলাম ম্যাডাম আপনাকে সেলাম

  • @anowarhossain443
    @anowarhossain443 8 місяців тому

    বড় সাধ জাগে একবার তোমায় দেখি কত কাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি..........! আহ কি সুর আর কথা মালা,অসাধারন কন্ঠের অধীকারী বেচে থাক অন্তত কাল....

  • @bidhandas315
    @bidhandas315 4 роки тому +13

    অসংখ্য ধন্যবাদ আপনাকে, এইসব মূল্যবান হারানো অতীত কে টাইম মেশিনের মতো চোখের সামনে এনে দেওয়ার জন্য। খুব খুব ভালো লাগলো। বর্তমান প্রজন্ম এগুলো শুনলে বুঝতে পারবে-সঙ্গীতের ওপরে কত দরদ ছিল শিল্পীদের।

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 роки тому

    স্বর্ণযুগের এইসব কালজয়ী গান তোমার কণ্ঠে শুনতে পাচ্ছি এটা আমাদের পরম সৌভাগ্য। এ গানের যে কাতর আবেদন, গভীর অনুভূতি ও আবেগ জড়িত করুণ সুরের মূর্ছনা তোমার কণ্ঠস্বরে সেটা দারুণ ভাবে প্রকাশ পেয়েছে। ভীষণ ভালো লাগলো।

  • @anupbera6000
    @anupbera6000 Рік тому

    আমরা যারা পুরানো গান ভালোবাসি, তাদের কাছে আপনি অসাধারণ, ওয়েসিস। আপনার কণ্ঠে গানগুলো শুনতে যে কি ভালো লাগে, বোঝাতে পারবো না। আমার মনে হয় এ অনুভূতি আমার মতো অনেকেরই। ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হোক। শুভকামনা ও শুভেচ্ছা রইলো।

  • @ranabirmajumdar4678
    @ranabirmajumdar4678 3 роки тому +2

    প্রতিমা বন্দোপাধ্যায়ের এই কালজয়ী গানটি কি অসাধারণ দক্ষতার সঙ্গে গাইলে, আমি স্তম্ভিত হয়ে গেলাম। গান পরিবেশন করবার সময় তুমি যে গায়ক/গায়িকা, সুরকার এবং গানের বাণী রচয়িতার প্রতি কতখানি শ্রদ্ধাশীল তা স্পষ্ট বোঝা যায়। তোমার সঙ্গীত জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক এই কামনা করি।

  • @mistinspicy
    @mistinspicy 4 роки тому +11

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পরে তোমার গলায় প্রথম এই গানটা এতো ভালো ‌লাগলো, খুব সুন্দর।👍🌹

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Рік тому

    অপূর্ব সুন্দর কন্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ ধন্য তুমি। খুব ভালো লাগলো অসাধারণ।

  • @MohdAhmed-v6s
    @MohdAhmed-v6s 8 місяців тому +1

    How sweet and melody tone.❤

  • @parthobhattacharya6442
    @parthobhattacharya6442 4 роки тому +5

    অন্তর থেকে গাইলেন এই গানটা।প্রবাসে বসে আপনার কন্ঠে অনেক দরদ দিয়ে গাওয়া গানটি শুনতে শুনতে কখন দেখি দুচোখ ভিজে গেছে। খুব ভালো থাকবেন।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 2 роки тому

    হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর মত গান তো বটেই, তায় পরিস্থিতিটা যদি তেমনই হয় আমি কত রাত জেগে জেগে আঁধারেই রয়ে গেলাম, তোমার ভোরের স্বপ্ন গুলো রঙে রুপে সুরের আকাশে ভোরের সূর্য হয়ে ঝলমল করে উঠবে

  • @kthay-kthay
    @kthay-kthay 10 місяців тому

    অসাধারণ গেয়েছেন , ভীষণ কান্না পেয়ে গেল , অনেক স্মৃতিতে আমিও খুব ভারাক্রান্ত

  • @bikashchowdhury7774
    @bikashchowdhury7774 3 роки тому

    অসাধারণ লাগলো। মন ছুঁয়ে গেলো। জীবনে অনেক বড় হও।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 роки тому

    অপূর্ব! অসামান্য একটি উপস্থাপনা..

  • @nikhileshpramanik4200
    @nikhileshpramanik4200 Рік тому

    দিদি ভাই তোমার কন্ঠে গান না শুনলে, মনে হয় কিছু ই ভালো লাগে, সারাদিন টাই👔
    ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি চিরদিন আরও সুন্দর সুন্দর এই ভাবে শোনা ও
    ধন্যবাদ🙏 দিয়ে ছোট করতে চাই না
    আন্ত রিক প্রীতি শুভেচ্ছা ও ভালো বাসায় জানাই।

  • @subhraghosh6401
    @subhraghosh6401 2 роки тому

    Khub bhalo laglo piyali , ei vabei egiye jao , onek ashirbad roilo ❤️

  • @bhramarmazumdar3793
    @bhramarmazumdar3793 10 місяців тому +1

    "বাবুল মোরা, নৈহর ছুট্ হিসেবে যায়" গানটির আদলে হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত এই গানটি আপনি খুব সুন্দর গেয়েছেন❤

  • @sb99289
    @sb99289 2 роки тому

    খুব সুন্দর। এভাবেই গেয়ে যান। এগিয়ে চলুন।

  • @srsvision7213
    @srsvision7213 2 роки тому +1

    কতবার যে এই গানটি শুনেছি। তবে আজ পঞ্চাশের কোঠায় এসে তোমার কণ্ঠে গানটি হৃদয়ের একটা ভিন্ন মাত্রার অনুরণন সৃষ্টি করলো। একেবারে অন্তরের অন্তস্থল হতে প্রাণ উজাড় করে গেয়েছো। ছড়িয়ে গেলে তুমি মূল শিল্পিকেও ।

    • @kaushikdas4606
      @kaushikdas4606 10 місяців тому

      অসম্ভব ওঁনাকে ছাপিয়ে যাওয়া।

  • @agnivo816
    @agnivo816 10 місяців тому

    onekdin bade ei ganti sunlam. r ei typer gan je koto govirota theke gao ta notun kore bolar nei❤

  • @chitrasvlogsong2870
    @chitrasvlogsong2870 10 місяців тому

    অসম্ভব সুন্দর লাগলো আরো একবার অনুপ্রাণিত হলাম

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 2 роки тому

    গান টি খুব ভাল গেয়েছেন, অনেক শুভেচ্ছা রইলো

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому

    এক কথায় অপূর্ব এই গানটি শুনতে শুনতে মন টা উদাস হয়ে গেল। গান টি তে যেন আমার মনে র কথাটি ই ধ্বনি ত । আপনার দরদী কন্ঠে র গান কিছূখনের জন্য সুদূর অতীতে ফিরে গিয়েছিল। মনটা।

  • @sukhamaydas5754
    @sukhamaydas5754 4 роки тому

    খুব সুন্দর লাগলো । অপূর্ব তোমার গলা ।যেকোন গান ই তুমি পারবে ।

  • @nirmalsantra3990
    @nirmalsantra3990 2 роки тому

    খুব সুন্দর লাগল। বার বার শুনতে ইচ্ছা করে।

  • @parthapaul6352
    @parthapaul6352 4 роки тому +7

    I am from Bangladesh, a great fan of you. Your cover songs are really heart touching.

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 роки тому

    কী অপূর্ব গায়কী আর অবিশ্বাস্য অভিব্যক্তি!

  • @keyasamanta9392
    @keyasamanta9392 2 роки тому

    Khub sundor👌👌👍👍💗❤️💚🧡

  • @motiurrahmanmodhu1447
    @motiurrahmanmodhu1447 10 місяців тому +1

    ভীষন দরদী কণ্ঠে চমৎকার গাইলেন দিদি! 🌹

  • @soharabhossain3926
    @soharabhossain3926 2 роки тому +1

    প্রতিমার পরে একমাত্র একটা কন্ঠ পেলাম, অসাধারন

  • @tistachatterjee3046
    @tistachatterjee3046 4 роки тому

    Osadharan Pialy...ki Bhalo geyecho

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 11 місяців тому

    কি অসাধারণ সাধনার দ্বারা তুমি এ গান তোমার গলায় ফুটে উঠেছে। মা আমার শুভকামনা তোমার জন্য রইলো, ভালো থেকো।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому +2

    শরীর মন সুস্থ থাকুক আপনাদের বাড়ীর সকলের ৷ মা সরস্বতীর চরণে প্রার্থনা জানাই৷

  • @himadribhattacharjee8202
    @himadribhattacharjee8202 2 роки тому

    চোখ বন্ধ করে শুনলে প্রতিমা দির সাক্ষাত্ পাওয়া যাবে।
    অসাধারন । অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইলো ।

  • @sarojkumardas9111
    @sarojkumardas9111 4 роки тому +6

    Your song has touched my heart💕 very strongly. I bless you as your father.

  • @samirkumar5591
    @samirkumar5591 4 роки тому

    Khub valo laglo purono diner gaan sune.

  • @malabikapramanick4305
    @malabikapramanick4305 3 роки тому

    Amar eto Boise Tomar gan Amar Trisita Mon voriye diyechy

  • @malayadak9670
    @malayadak9670 10 місяців тому

    Bah, mon bhore gelo
    Ki lyrics r sur.
    Temon gayoki

  • @babuldatta9688
    @babuldatta9688 2 роки тому

    So romantic voice......eto sundor sure gaan gaile.....

  • @user-jw1fr7bn2n
    @user-jw1fr7bn2n Рік тому

    Awesome, খুব ভালো লাগলো

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 2 роки тому +1

    কন্ঠ ও আত্মার নিবিড় সংযোগে অপূর্ব সুন্দর এক পরিবেশনা..

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому

    দারুন লাগলো তোমার গান ধন্যবাদ

  • @sunilmandal5778
    @sunilmandal5778 3 роки тому +1

    Anekbar Ei Gaanti Shune Mon Vore Gelo.Tabu Mone Hoy Abar Shuni . Apurbo Ei Gaanti.Boro Bhalo Lagchhe Shunte .

  • @MohdAhmed-v6s
    @MohdAhmed-v6s 7 місяців тому +1

    Jobab nai. Beautiful ❤

  • @gorkivibe2653
    @gorkivibe2653 Рік тому

    Darun..mon chhuye gelo..take care

  • @shyamalchakraborty4638
    @shyamalchakraborty4638 4 роки тому

    Khub sundar ganta sonale. R o anek gan sunte chei.

  • @shrabastydasguptamusic9689
    @shrabastydasguptamusic9689 3 роки тому +1

    খুব প্রিয় একটি গান।এই গানটা আমিও গাইতে ভালোবাসি। বেশ ভালো লাগলো তোমার কন্ঠে ।

  • @sibabratadutta4992
    @sibabratadutta4992 3 роки тому +4

    সেই সব শিক্ষক দের পরিশ্রম সার্থক যারা আপনাকে হাতে ধরে গান শিখিয়েছেন 👍👍, 👍👍👍👍👍👍

  • @somabanerjee115
    @somabanerjee115 3 роки тому

    Gaan ti sunle boro udash hoa jai ....chokh jhapsa lage ....sundar geyecho ....🌹👌👍

  • @pramathamajumder4871
    @pramathamajumder4871 2 роки тому +1

    অতি চমৎকার কন্ঠ পিয়ালীর, এগিয়ে যাও বোন।

  • @maitreyeebanerjee5278
    @maitreyeebanerjee5278 10 місяців тому

    চমৎকার। ভীষন ভালো।

  • @sukanyasarkar2134
    @sukanyasarkar2134 4 роки тому +2

    Apurbo ! Darun laglo...ro notun gaan shonar apekkhay railam

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  4 роки тому

      Anek dhanyobaad.. ai channel e anek notun gaan sunte parben 🙏☺️

  • @debendranathdas8774
    @debendranathdas8774 2 роки тому

    বলার কিছু নেই, এগিয়ে যাও

  • @subratapal1448
    @subratapal1448 4 роки тому

    বাহ্ বাহ্ খুব ভালো গাইলেন

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 роки тому

    অসাধারণ গান, তেমনই পিয়ালির পরিবেশনা। অপূর্ব। কণ্ঠে যাদু আছে। ব্যাতিক্রমী গলা। বারবার শুনতে ইচ্ছা করে। গান শুনি। কমেন্ট করতেই ভুলে যাই।

  • @gautammukherjee2702
    @gautammukherjee2702 11 місяців тому

    Khubsundar mon bhora galo

  • @pabitrachakraborty8227
    @pabitrachakraborty8227 4 роки тому

    অপূর্ব অপূর্ব লাগলো

  • @ramkumarmukherjee4472
    @ramkumarmukherjee4472 4 роки тому

    দিদিভাই, মন ভরে গেল।

  • @sibsankarpradhan9412
    @sibsankarpradhan9412 2 роки тому +1

    mon chuye gelo

  • @shamitachakrabarti4486
    @shamitachakrabarti4486 2 роки тому

    tomar gaan shune chokh jol eshe gachhe aamar

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому

    Asadharon Hoyache Thankyou

  • @barnalikoley6745
    @barnalikoley6745 2 роки тому

    Jemon sur temon e gola......hridoy chuye jai

  • @pareshbala618
    @pareshbala618 2 роки тому

    আহ্ কি সুমধুর কন্ঠ!

  • @prodipkumarbiswas422
    @prodipkumarbiswas422 Рік тому

    চমৎকার লাগল দিদিভাই

  • @subhendumukherjee9024
    @subhendumukherjee9024 3 роки тому

    অপূর্ব। অনবদ্য।

  • @KabirKhan-wp6qy
    @KabirKhan-wp6qy 4 роки тому +1

    অসম্ভব সুন্দর এই পরিবেশনা। তুলনাহীন। গানটি যেন নতুন উচ্চতা নতুন একটি প্রাণ পেয়েছে। কিশোর বয়সে অনেক শোনা এই গানটি আজ নতুন করে শুনতে পেলাম।

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Рік тому

    Excellent 👍👍 good 👍 xpression

  • @rishimahata1329
    @rishimahata1329 2 роки тому

    অসাধারণ,অনবদ্য

  • @sunilmandal5778
    @sunilmandal5778 3 роки тому +2

    It is one of the best emotional and sweet presentation of as following song sung by pratima Bandyopadhyay and fine and melodious performance.It is a peer of pratima Bandyopadhyay . Keep it up and choose these types of songs .

  • @adyapeathannadaprimaryscho9463
    @adyapeathannadaprimaryscho9463 4 роки тому +3

    মন ভৱে গেলো। ঈশ্বৱ তোমায় মঙ্গল করুন।

  • @MohdAhmed-v6s
    @MohdAhmed-v6s 10 місяців тому +1

    Very sweet ❤

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 3 роки тому

    Awesome ! Heart touching !

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      অনেক অনেক ধন্যবাদ 🥰🥰. ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আরো গান শুনতে পারেন।

  • @sampaghosh404
    @sampaghosh404 3 роки тому

    Darun apurbo

  • @henarahman2525
    @henarahman2525 4 роки тому

    খুব ভালো লাগলো শুনে।

  • @sand5938
    @sand5938 4 роки тому +1

    সত্যিই অনবদ্য গান। পিয়ালী কে অভিনন্দন এত ভালো একটা গান উপহার দেওয়ার জন্য। চমৎকার গান।

  • @DrNikhileshKumarDe
    @DrNikhileshKumarDe 2 роки тому

    প্রতিমা দেবীর এই গানটি সব বাঙালির হৃদয়ে ছিল এবং থাকবে। এই গানটির ছোট ছোট কাজগুলো তোমার গলায় খুব ভালো লাগলো।

  • @subirk.majumdar7441
    @subirk.majumdar7441 4 роки тому +1

    অপূর্ব
    মন ছুইয়ে গেলো
    দারুন দারুন
    গুড
    আগামীর অনেক অনেক শুভেচ্ছার ভালোলাগা !!!!

  • @buladhara7282
    @buladhara7282 Рік тому

    খুব সুন্দর ❤

  • @sujaymahapatra1171
    @sujaymahapatra1171 2 роки тому

    Apuraba, Osadharan, Dhonnya holam

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 роки тому

      Many many thanks

    • @sujaymahapatra1171
      @sujaymahapatra1171 2 роки тому

      @@PialyKunduOfficial One request please don't be depressed about your channel, views, subscribers etc, your devotion is main thing, your music is your devotion, Pooja ,so please keep it be continued one day you will definitely get your prizes with interest. We are so pleased to listen to your voice. May God bless you.

  • @maksudaruma6294
    @maksudaruma6294 4 роки тому

    এ কি শুনালে রে....পাগল হয়ে যাবো।

  • @dipakbasu8118
    @dipakbasu8118 10 місяців тому

    মন ছুঁয়ে গেল

  • @prabirkumardas6803
    @prabirkumardas6803 4 роки тому +4

    অপূর্ব কন্ঠস্বর ৷ মন ভরে গেলো ৷

  • @niladrisekharmandal5737
    @niladrisekharmandal5737 3 роки тому +1

    এই গানটা তোমার কণ্ঠ আর গায়কীর সঙ্গে খুব সুন্দর যাচ্ছে। আর হ্যাঁ 'তোমার ভুবন ফুলের মেলা' ওটা তো আছেই। 👌💐🙏 ভালো থেকো।

  • @parthachatterjee1495
    @parthachatterjee1495 3 роки тому +1

    উফফ।দারুন গাইলেন বন্ধু।খুব সুন্দর।

  • @Mahmud_Hafiz
    @Mahmud_Hafiz 4 роки тому +3

    শ্রদ্ধা অতল । চমৎকার হয়েছে গায়কী ।

  • @bikashrc
    @bikashrc 4 роки тому +1

    প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এর থেকে ভালো শ্রধ্যার্ঘ আর হয়না। সেই পূরোনোদিনের মনে হলো অনুরোধের আসর শুনছি। খুব ভালো হয়েছে।

    • @saikatsmiling9398
      @saikatsmiling9398 4 роки тому +1

      বিকাশবাবু শব্দটা যতদূর মনে হয় শ্রদ্ধার্ঘ্য হবে, ভুল বলে থাকলে ক্ষমা করবেন....

    • @bikashrc
      @bikashrc 4 роки тому

      @@saikatsmiling9398 একদম ঠিক ,কিন্তু কিছুতেই আমি আমার ফোনের কি বোর্ডে আনতে পারলামনা। আমি ক্ষমাপ্রার্থী ভুল বানান লেখার জন্য। ধন্যবাদান্তে বিকাশ।

  • @SKABULKALAMAZAD-kw7uo
    @SKABULKALAMAZAD-kw7uo 10 місяців тому

    অন্তরে আবেগ জড়িত ভালোবাসা না থাকলে এই সুর বের হতো না।

  • @tamalsarkar4386
    @tamalsarkar4386 4 роки тому +3

    আমার বড় প্রিয় গান।এতো ভালো গেয়েছ,মন ছুঁয়ে গেল।

  • @kalpanamajumder4739
    @kalpanamajumder4739 3 роки тому +2

    Wow! Superb!👌👌👏👏💯💯...singing wholeheartedly with full devotion👍👍❤❤...thank you.

  • @nandinibiswas2615
    @nandinibiswas2615 4 роки тому +1

    এই গানটার জন্যই অপেক্ষা করছিলাম। খুব ভালো গাইলে পিয়ালি। অনবদ্য শ্রদ্ধার্ঘ্য।

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 11 місяців тому

    আবারও শেয়ার করলাম আমার কয়েকজন ছাত্রকে। বড়ো প্রিয় আমার এ গানটি আর সেই সঙ্গে শিল্পীও। তোমাকে আমি আর কি বলবো ,তুমিও তো প্রতিমাদির চেয়ে কিছু কম নও মা পিয়ালী আমার। ভালো থেকো ,অনেক বড়ো শিল্পী হিসাবে খ‍্যাতিলাভ করো এই কামনা করি মা তোমার জন্য।

  • @drmilon6646
    @drmilon6646 2 роки тому

    সুরের মূর্ছনায় অবাক হয়ে গেলাম। এত সুন্দর করে গানটি পরিবেশনাকরেছেন, সত্যি অসাধারণ, অতুলনীয়, অপূর্ব, কৃতজ্ঞতা জানাই। সুস্থ থাকুন , ভালো থাকুন।