অসাধারণ গেয়েছেন। আমি গানের টেকনিক্যাল দিকটা একদমই বুঝিনা... একজন সাধারণ শ্রোতা মাত্র... কিন্তু এই গানটি আপনার কণ্ঠে প্রতিটি শব্দ এবং সুর হৃদয়ের মর্মস্থল ছুঁয়ে গেল। ভালো থাকুন, সুরে মগ্ন থাকুন।
এ গানটি শুনে মনে হলো কিছু কিছু গান আছে যেগুলো কোন বিশেষ বয়সের জন্য অধিক আবেদনের সৃষ্টি করলেও সেগুলো সকল বয়সের জন্যে বেদনা মধুর কাতর অনুভূতি সৃষ্টি করতে পারে যদি তা প্রকৃত শিল্পী কন্ঠে গীত হয়। মান্না দে মহাশয়ের গাওয়া কালজয়ী এ গান পিয়ালী কুন্ডুর অন্তর ছোঁয়া গায়নে এ সত্যকে তুলে ধরলো ।
Ami akhon ar gaite pari na reoag korina ,amar sami so be ak bochor mara gache, shudhu Payelir gan suni r choker jol fali. Ganer jogote payelir dorker chilo.
@@suvratimukharjee4965 khub dukhher katha.. tobe nijeke sakto kore abar jibone fire asun. Mrityu to unavoidable, take eraro jabe na.. jatodin jibon ache tatotukui to bancha.. Bhalo thakun ❤️
পিয়ালী, মা গো, যেই প্রশংসাই করি তা কম হবে। যেমন সুরের নিখুঁত ব্যবহার তেমনি কথার উচ্চারন সব দিক থেকে অপূর্ব ও অনবদ্য । আমার বিশ্বাস স্বয়ং মান্না দে মহাশয় ও থাকলে তোমার প্রশংসা করতেন। একদম হৃদয় স্পর্শ করে গেলো। তবে আবার বলি তোমার থেকে এই ধরনের গান শুনতে আমার বড় কষ্ট হয় ।। ভাল থেকো ।
ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম এক শিল্পী কিংবদন্তি মান্না দে'র গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান! প্রিয় শিল্পী, আপনার গায়কী সত্যিই অসাধারণ! আপনার জন্য শুভ কামনা রইলো।💞 বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মান্না দে এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
পদ্মশ্রী মান্না দে'র অসাধারণ এবং অত্যন্ত কঠিন এই গানটির মধ্য দিয়ে আজ পূর্ণ হলো আপনার কন্ঠে মহান শিল্পীর ৩০ তম গান। কভার গান যাঁরা করেন তাঁদের আর কেউ শ্রী মান্না দে'র এত গান করেছেন কিনা আমার জানা নেই, না করাটাই স্বাভাবিক। বরাবরের মতো আজকের গানটিও ভীষণ ভালো হয়েছে। অনন্য সাধারণ গায়কী ও কন্ঠস্বর শুধু নয়, আপনার ভোকাল রেঞ্জ যে কতটা বিস্তৃত ও উন্নত তারও সুস্পষ্ট প্রকাশ ঘটেছে আজকের চমৎকার উপস্থাপনায়। অনেক অনেক শুভকামনা।
@@bokulsaha6237 বাংলা কভার গান যারা করেন তাদের মধ্যে অন্যতম পিয়ালি কুন্ডু। সত্যিই তো , কভার শিল্পীরা কি কখনো নিখুঁত হতে পারেন ? আপনার কথায় "not so good" ধন্যবাদ আপনাকে। আরও ভালো হতো যদি আপনি নির্দিষ্ট ভুল গুলো ধরিয়ে দিতেন। আসলে পিয়ালী ম্যাডামের দীর্ঘদিনের ক্লাসিক্যাল সংগীত শিক্ষা ও সাধনায় কোথাও হয়তো কোন ত্রুটি রয়ে গেছে যা এই অধমের কর্ণ এড়িয়ে গেলেও আপনার সজাগ দৃষ্টি কে এড়াতে পারে নি। আপনার সাহায্য পেলে পিয়ালী ম্যাডাম আগামী দিনে নিজেকে সমৃদ্ধ করতে পারতেন।
তোমার গানটা এটা নিয়ে সাত বার শুনছি আর শ্রোতাদের কমেন্টগুলোতে তোমার প্রশংসার ঝড় বয়ে যেতে দেখে আমার চোখে ঝল এলো এই ভেবে ইশ্বর যেন আজ তোমায় দেখা দিয়েছেন। তুমি সকলের মনে অধিষ্ঠিত হয়েছো এটা তোমার বড় প্রাপ্তি।
এ গানটা শুরু হওয়ার সাড়ে চার ঘন্টা পরে UA-cam খুলেই আমি surprise হয়ে গেলাম। গানটা পর পর তিন বার শুনলাম এবং আবার শুনবো। অসাধারণ গেয়েছো। কি যে ভাল লাগছে তোমার গান। আমি আপ্লুত।
এই গানটি মান্না দের গাওয়া একটি কালজয়ী বিচ্ছেদ বেদনার গান। গানের কথা ও সুর অসাধারণ। বেশ কঠিন গান। কিন্তু তুমি ভীষণ ই ভালো গেয়েছো। একদম প্রায় হুবহু মান্না দের মতোই গেয়েছো। গানটা খুবই ভালো লাগলো, তাই অনেক বার শুনলাম।
অনবদ্য গেয়েছ বোন। তোমার গায়কী প্রতিভার নিদর্শন প্রত্যেক টি গানের মাধ্যমে রেখে যাও,তা ভীতরে দোলা দিয়ে যায়। এই ভাবে তোমার প্রতভার বিকাশ ঘটুক ,এই আশীর্বাদ করি
" আমি শুনেছি সেদিন তুমি" আর "তুমি আর ডেকো না" পর পর দুটো গান হৃদয় ছুঁয়ে গেল। কলকাতা থেকে ফেরার পর দারুন মুডে আছেন। আপনার এক গুনমুগ্ধ র যেমন চা ঠাণ্ডা হয়ে গেছে আমার ও স্নানের জল ঠান্ডা হয়ে গেছে। কলকাতা র জলের গুন আছে বলতে হবে ------ সর্বশ্রী মান্না দে , বাপি লাহিড়ী , কুমার শানু আর এই প্রজন্মের পিয়লী কুন্ডু।
অন্তর ছুঁয়ে যাওয়া এই গানটি কি অন্তর দিয়ে গাওয়া শুনেই এক অদ্ভুত অনুভূতি মন কে ছুঁয়ে যায়। অপূর্ব গেয়েছ। ঈশ্বর এর প্রার্থনা করি তোমায় দ্রুত সুস্থ্য করে তুলুন। ভালো থেকো, দীর্ঘ জীবি হও .. ভগবান তোমার মঙ্গল করুন।
বার বার ডাকবো,একশো বার ডাকবো, এতো সুন্দর গান শোনার জন্য,এই গান আপনার গলায় শুনতে শুনতে আমি হারিয়ে যাই,মনটা কেমন যেনো হয়ে যায়,সুরের রেশ কাটতে চায় না,আরো গান শোনার অপেক্ষায় রইলাম, অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
অভাবনীয় সুন্দর হয়েছে। আমি বিস্ময়াবিষ্ট হয়ে শুনলাম। কন্ঠের বিস্তার, উঠানামা, টেম্পো সর্বক্ষেত্রে তোমার অসাধারণত্ব প্রতিফলিত হয়েছে। গভীর মনযোগ সতর্ক পরিবেশন আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। ঐতিহ্যের গানগুলির মধ্যে এটা যে অনেক উপরে অবস্থান করছে তা নিঃসন্দেহে বলা যায়। তোমার জন্য অনেক শুভ কামনা।
এ গান শুনিয়ে তুমি যে মুগ্ধতার সৃষ্টি করলে তা ব্যাখ্যাতীত। তোমার কণ্ঠ, গায়কি এবং নিবেদন সেই যুগ আর এই যুগকে এক সুত্রে বে৺ধে দিয়েছে। আশীর্বাদ র ইলো তুমি সুখী হ ও দীর্ঘ জীবি হ ও। অনেক নাম হবে মা তোমার
আপনার কণ্ঠে মান্না বাবুর গান অনবদ্য লাগে । আমি নিয়মিত আপনার গান শুনি ।আপনার জিহ্বাতে শয়ং মা সরস্বতী আছেন । আপনার জন্য অনেক শুভকামনা রইল ।সুস্থ থাকুন ভালো থাকুন ।
কিদিয়ে পুজিবো তোমায়? এত সুমধুর কন্ঠের গায়িকাকে । তুলনাহীন, অপূর্ব, অসাধারণ, হৃদয় নিংড়ানো গান। ভালোবাসা আর শুভকামনা ছাড়া আর তো কিছু নাই। ধন্যবাদ জানাই আপনাকে, বারবার এমন সুমধুর গান গাইবার জন্য। ধন্যবাদ।
এই সেই গান, যে গান শুনতে শুনতে একজনের চা আর একজনের স্নানের জল ঠাণ্ডা হয়ে গেছিল। হবে নাই বা কেন, মান্না দে'র এমন গান অন্য কেউ এতো ভালো গাইছে শুনলে কারো মাথা ঠিক থাকে?
"তুমি আর ডেকোনা গো" আহা কি যে গাইলেন!! কোনো তুলনা হয় না। আমার অত্যধিক প্রিয় একটা গান। আমি আপনার গানের কালেকশন করা শুরু করেছি। ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সুরেলা মিস্টি দরদমাখা কন্ঠের গান উপহার দিন।
Ato dorod rato korun abedon jano artonader moto , eta pialir golaye somvob , suvechha r valobasa r ovinondon roilo, taratari sustho hoye otho, mongolmoye tomar sob rokom mongol korun , valo theko 💖💖🥰
আহা কি অপূর্ব গাইলে। মান্না দের গান পিয়ালির কন্ঠে খুব ভালো লাগে। এই গানেও আর একবার তোমার অসাধারণ দক্ষতার পরিচয় পেলাম। অনেক অনেক শুভেচ্ছা। আশীর্বাদ রইল।
কৈশোরে প্রথম এই গানটি শোনার পর থেকে আজ পর্যন্ত এটিই শ্রদ্ধেয় মান্না দের গাওয়া অসাধারণ গানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয়। আর বাংলা গানের পুরুষ শিল্পীদের মধ্যে তিনিই আমার সবচেয়ে প্রিয়।
কোনো প্রশংসাই যথেষ্ট নয়,শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি আরো এগিয়ে যাও।
অসাধারণ গেয়েছেন। আমি গানের টেকনিক্যাল দিকটা একদমই বুঝিনা... একজন সাধারণ শ্রোতা মাত্র... কিন্তু এই গানটি আপনার কণ্ঠে প্রতিটি শব্দ এবং সুর হৃদয়ের মর্মস্থল ছুঁয়ে গেল। ভালো থাকুন, সুরে মগ্ন থাকুন।
এ গানটি শুনে মনে হলো কিছু কিছু গান আছে যেগুলো কোন বিশেষ বয়সের জন্য অধিক আবেদনের সৃষ্টি করলেও সেগুলো সকল বয়সের জন্যে বেদনা মধুর কাতর অনুভূতি সৃষ্টি করতে পারে যদি তা প্রকৃত শিল্পী কন্ঠে গীত হয়। মান্না দে মহাশয়ের গাওয়া কালজয়ী এ গান পিয়ালী কুন্ডুর অন্তর ছোঁয়া গায়নে এ সত্যকে তুলে ধরলো ।
😀🙏
পিয়ালী দিদি
বড় মানের/মাপের আর্টিস্ট।
ভালোবাসা।
Ami akhon ar gaite pari na reoag korina ,amar sami so be ak bochor mara gache, shudhu Payelir gan suni r choker jol fali. Ganer jogote payelir dorker chilo.
@@suvratimukharjee4965 khub dukhher katha.. tobe nijeke sakto kore abar jibone fire asun. Mrityu to unavoidable, take eraro jabe na.. jatodin jibon ache tatotukui to bancha..
Bhalo thakun ❤️
Wonderful comment... ❤❤❤ very perfect realize...
পিয়ালী, মা গো, যেই প্রশংসাই করি তা কম হবে। যেমন সুরের নিখুঁত ব্যবহার তেমনি কথার উচ্চারন সব দিক থেকে অপূর্ব ও অনবদ্য ।
আমার বিশ্বাস স্বয়ং মান্না দে মহাশয় ও থাকলে তোমার প্রশংসা করতেন।
একদম হৃদয় স্পর্শ করে গেলো।
তবে আবার বলি তোমার থেকে এই ধরনের গান শুনতে আমার বড় কষ্ট হয় ।।
ভাল থেকো ।
Amaro tai kotha
এই গানটি যেমন শ্রী মান্না দে'র সেরা গানগুলির একটি, তেমনি আপনার চ্যানেলেরও অন্যতম সেরা উপস্থাপন। অসাধারণ পরিবেশনা..
অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সুরেলা কন্ঠে গানটি পরিবেশিত হয়েছে I খুব ভালো লাগলো I
হৃদয় উজাড় করে মান্না দে সাহেবের গান সবাই গাইতে পারে না ।তুমিই করে দেখালে দৃঢ়তার সাথে ।ধন্যবাদ ।
ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম এক শিল্পী কিংবদন্তি মান্না দে'র গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
প্রিয় শিল্পী, আপনার গায়কী সত্যিই অসাধারণ! আপনার জন্য শুভ কামনা রইলো।💞
বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মান্না দে এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
ধন্যবাদ অনেক
আপনার গলা ভীষণ ভীষণ দরদি।গানের কথাগুলির ভিতরে ঢুকে তার ভিতরের আবেগটি বের করে আনতে আপনিই পারেন।ধন্য আপনার গলা,আর ধন্য আপনার সেই সংগীত শিক্ষক,যিনি আপনাকে এই উচ্চতায় নিয়ে গেছেন।
অশেষ ধন্যবাদ
পদ্মশ্রী মান্না দে'র অসাধারণ এবং অত্যন্ত কঠিন এই গানটির মধ্য দিয়ে আজ পূর্ণ হলো আপনার কন্ঠে মহান শিল্পীর ৩০ তম গান। কভার গান যাঁরা করেন তাঁদের আর কেউ শ্রী মান্না দে'র এত গান করেছেন কিনা আমার জানা নেই, না করাটাই স্বাভাবিক। বরাবরের মতো আজকের গানটিও ভীষণ ভালো হয়েছে। অনন্য সাধারণ গায়কী ও কন্ঠস্বর শুধু নয়, আপনার ভোকাল রেঞ্জ যে কতটা বিস্তৃত ও উন্নত তারও সুস্পষ্ট প্রকাশ ঘটেছে আজকের চমৎকার উপস্থাপনায়। অনেক অনেক শুভকামনা।
Not so good. Thanks.
Dhanyobaad anek 🙏
@@bokulsaha6237 বাংলা কভার গান যারা করেন তাদের মধ্যে অন্যতম পিয়ালি কুন্ডু। সত্যিই তো , কভার শিল্পীরা কি কখনো নিখুঁত হতে পারেন ? আপনার কথায় "not so good" ধন্যবাদ আপনাকে। আরও ভালো হতো যদি আপনি নির্দিষ্ট ভুল গুলো ধরিয়ে দিতেন। আসলে পিয়ালী ম্যাডামের দীর্ঘদিনের ক্লাসিক্যাল সংগীত শিক্ষা ও সাধনায় কোথাও হয়তো কোন ত্রুটি রয়ে গেছে যা এই অধমের কর্ণ এড়িয়ে গেলেও আপনার সজাগ দৃষ্টি কে এড়াতে পারে নি। আপনার সাহায্য পেলে পিয়ালী ম্যাডাম আগামী দিনে নিজেকে সমৃদ্ধ করতে পারতেন।
@@soumyadasguptaofficial5376 যা খুশি ওরা বলে বলুক।
ওদের কথায় কি আসে যায়।
7@@bhaskarpal2402
আমার চা কিংবা স্নানের জল ঠাণ্ডা হয়নি, আমিই পুরো ঠাণ্ডা হয়ে গেছি, প্রথম প্রথম মান্না দের কন্ঠে গানটি শুনলে ঠিক যেমনটা হতো..
Ha ha ha ha 😂😂
তোমার গানটা এটা নিয়ে সাত বার শুনছি আর শ্রোতাদের কমেন্টগুলোতে তোমার প্রশংসার ঝড় বয়ে যেতে দেখে আমার চোখে ঝল এলো এই ভেবে ইশ্বর যেন আজ তোমায় দেখা দিয়েছেন। তুমি সকলের মনে অধিষ্ঠিত হয়েছো এটা তোমার বড় প্রাপ্তি।
আপনার কন্ঠে মান্না দের গান সেরা, আর আপনার গাওয়া মান্না দে'র গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম সেরা..
গ্রেট মান্না দের এই অসাধারণ গানটি আপনি তাঁর মতোই অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ আপনাকে অসাধারণ এই পরিবেশনার জন্য।
Excellent
Thanks
Singer
Prialy
Bhalo Takun
May God bless you ❤️❤️💓💓
Thank you
Osadharon osadharon osadharon... মা সরস্বতী বসে আছে ন কন্ঠে... 95/💯 রেটিং...
পিয়ালীর এই গানটা জনগণের মনে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকবে স্বর্ণযুগের গানের সাথে।
Thik
Ganta khub e kathin piyalee. Valoi geyechhe
অসাধারণ, ভীষণ ভীষণ ভালো.. মান্না দের পর এই গান এতো ভালো আর কেউ গাইতে পারেনি, পারবেও না..
🙏😀
এ গানটা শুরু হওয়ার সাড়ে চার ঘন্টা পরে UA-cam খুলেই আমি surprise হয়ে গেলাম। গানটা পর পর তিন বার শুনলাম এবং আবার শুনবো। অসাধারণ গেয়েছো। কি যে ভাল লাগছে তোমার গান। আমি আপ্লুত।
Gaan sunle choker jal chole ase. Mone jiboner ses prante chole elam
@@SanjibDas-vi1nfআমারও মনের কথা এটাই।
এই গানটি মান্না দের গাওয়া একটি কালজয়ী বিচ্ছেদ বেদনার গান। গানের কথা ও সুর অসাধারণ। বেশ কঠিন গান।
কিন্তু তুমি ভীষণ ই ভালো গেয়েছো। একদম প্রায় হুবহু মান্না দের মতোই গেয়েছো। গানটা খুবই ভালো লাগলো, তাই অনেক বার শুনলাম।
Thank you
বাহ্, ! চমৎকার ! খুব সুন্দর ! একেবারে পিয়ালী কুন্ডুর মতোই গেয়েছেন ! ভালো থাকবেন | এ রকম গান আরও শোনাবেন |
অপূর্ব অসাধারণ দরদ দিয়ে গানটি গাইলে💯💓👌💝💝
সবটুকু পুরো ঢেলে দিয়েছেন । অসাধারণ
অনবদ্য গেয়েছ বোন। তোমার গায়কী প্রতিভার নিদর্শন প্রত্যেক টি গানের মাধ্যমে রেখে যাও,তা ভীতরে দোলা দিয়ে যায়। এই ভাবে তোমার প্রতভার বিকাশ ঘটুক ,এই আশীর্বাদ করি
শ্রদ্ধেয় মান্নাদের পর আপনার কন্ঠে গানগুলো বেশ কবার শুনলাম। খুব ভালো, ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ
অপূর্ব অপূর্ব দারুণ গাইলে দিদিভাই 💞💞👏👏👏
Asadharon....geacho Maa.
কি যে বলি! এইটুকুই সুধু বলি অন্তর ভরে গেল গান টা শুনে। অন্তরভেদী, অসাধারণ একটা গান।
অশেষ ধন্যবাদ
সুন্দর খুব ভালো লাগল। প্রাণ জুড়িয়ে গেল। আশীর্বাদ রইল।
Maa.....katobar je gaan ta sunlam.
Asombhab bhalo geacho....
" আমি শুনেছি সেদিন তুমি" আর "তুমি আর ডেকো না" পর পর দুটো গান হৃদয় ছুঁয়ে গেল। কলকাতা থেকে ফেরার পর দারুন মুডে আছেন। আপনার এক গুনমুগ্ধ র যেমন চা ঠাণ্ডা হয়ে গেছে আমার ও স্নানের জল ঠান্ডা হয়ে গেছে। কলকাতা র জলের গুন আছে বলতে হবে ------ সর্বশ্রী মান্না দে , বাপি লাহিড়ী , কুমার শানু আর এই প্রজন্মের পিয়লী কুন্ডু।
Kolkata theke akhono firini.. firchi taratarii.. dhanyobaad anek 😀🙏
@@PialyKunduOfficial enjoy , enjoy.... Durgapur take chuyechen toh ?
@@soumyadasguptaofficial5376 hyan.. gechilam
@@PialyKunduOfficial আপনার মতো শিল্পীর সাথে এই শহরে আমিও রয়েছি এটা ভাবতেই কেমন রোমাঞ্চ লাগছে
অপূর্ব সুন্দর কন্ঠ , দিদি ভাই অনেক অনেক বড়ো হ ও ঈশ্বরের কাছে এই প্রার্থনা🙏🙏🙏🙏🙏🙏 চালিয়ে যাও
ধন্যবাদ
অনবদ্য পরিবেশন। বলার অপেক্ষা রাখে না যে আপনার কন্ঠস্বর ও গায়কী প্রতিভা বর্তমান প্রজন্মের কাছে প্রেরনাস্বরূপ।
ধন্যবাদ
অন্তর ছুঁয়ে যাওয়া এই গানটি কি অন্তর দিয়ে গাওয়া শুনেই এক অদ্ভুত অনুভূতি মন কে ছুঁয়ে যায়। অপূর্ব গেয়েছ। ঈশ্বর এর প্রার্থনা করি তোমায় দ্রুত সুস্থ্য করে তুলুন।
ভালো থেকো, দীর্ঘ জীবি হও .. ভগবান তোমার মঙ্গল করুন।
আপনি দীর্ঘজীবি হোন, আর এই রকম অভাবনীয় গান উপহার দেন। দুর্দান্ত দুর্দান্ত গেয়েছেন, মন ভরে গেল
💐💐💐💐💐💐💐
😀🙏
Apurbo laglo di....
আবেগমাখা কণ্ঠে অসাধারণ হয়েছে অনেক শুভেচ্ছা রইলো
বার বার ডাকবো,একশো বার ডাকবো, এতো সুন্দর গান শোনার জন্য,এই গান আপনার গলায় শুনতে শুনতে আমি হারিয়ে যাই,মনটা কেমন যেনো হয়ে যায়,সুরের রেশ কাটতে চায় না,আরো গান শোনার অপেক্ষায় রইলাম, অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
ধন্যবাদ অনেক
অভাবনীয় সুন্দর হয়েছে। আমি বিস্ময়াবিষ্ট হয়ে শুনলাম। কন্ঠের বিস্তার, উঠানামা, টেম্পো সর্বক্ষেত্রে তোমার অসাধারণত্ব প্রতিফলিত হয়েছে। গভীর মনযোগ সতর্ক পরিবেশন আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। ঐতিহ্যের গানগুলির মধ্যে এটা যে অনেক উপরে অবস্থান করছে তা নিঃসন্দেহে বলা যায়। তোমার জন্য অনেক শুভ কামনা।
Dhanyobaad anek 🙏
@@PialyKunduOfficial lp
Aaha ganer ki ageb dia6o gantar Piyali.jemon ganer kothagulo sposta temni gantar vab outstanding perfermence.God bless U.❤👌
এ গান শুনিয়ে তুমি যে মুগ্ধতার সৃষ্টি করলে তা ব্যাখ্যাতীত। তোমার কণ্ঠ, গায়কি এবং নিবেদন সেই যুগ আর এই যুগকে এক সুত্রে বে৺ধে দিয়েছে। আশীর্বাদ র ইলো তুমি সুখী হ ও দীর্ঘ জীবি হ ও। অনেক নাম হবে মা তোমার
ধন্যবাদ অনেক
খুব সুন্দর হয়ছে কন্থস্বর মনের আঙিনা ছুয়ে ছুয়ে জায়।।।
Asadharan sundor kantha e sunlam song ta
💝👌💝👌💝👌💝👌
👉দারুণ ম্যাডাম দারুণ!
এই ভাবে হৃদয় দিয়ে আর ক'জন গাইতে পারে? হৃদয় ছুঁয়ে গেল
আবেগমাখা কন্ঠে অসাধারণ পিয়ালি।ভালো থাকবেন।
Eto alpo boyose eto porinato kontho o gayoki ekta bishesh protibhar ingit dei. onek onek shubho kamona roilo......💕💕💕💕
Anek dhanyobaad
দিদি, এতো অসাধারণ গেয়েছেন তা প্রকাশ করা ভাষার চেয়ে বেশি সুন্দর।
Dhanyobaad
মুগ্ধতায়, বিষ্ময়ে অভিভূত হয়ে গেলাম। মাইন্ডব্লোইং পারফরম্যান্স!
অপূর্ব পরিবেশনা। যেমন কন্ঠ তেমনি গান। যা কোন দিন পূরানো হবে না।ধন্যবাদ। ❤❤❤
এই গানটা এতোটাই ভালো হয়েছে ভাবা যায় না, হয়তো আপনার কন্ঠে মান্না দে'র সেরা গান এবং চ্যানেলের অন্যতম সেরা উপস্থাপন..
👌👌👌👌👌.........Tomar Gaan shunte shunte Amar cha thanda hoye gelo . Kokhon shes hoye gelo bujhtei parlam na .
Best comment didi ❤️❤️❤️🙏
@@PialyKunduOfficial ❤️❤️❤️❤️
আপনার কণ্ঠে মান্না বাবুর গান অনবদ্য লাগে । আমি নিয়মিত আপনার গান শুনি ।আপনার জিহ্বাতে শয়ং মা সরস্বতী আছেন । আপনার জন্য অনেক শুভকামনা রইল ।সুস্থ থাকুন ভালো থাকুন ।
অশেষ ধন্যবাদ
শ্রদ্ধেয় মান্নাদের সেই অসাধারণ গানটা আপনি কতো যে মনের মাধুরী মিশিয়ে গেয়েছেন, এটা অনেক শিল্পীর পক্ষে সম্ভব নয়। অত্যন্ত চমৎকার। অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ অনেক
পিয়ালি তোমার গলা খোলামেলা, ভাইব্রেশন অপুর্ব। আমি তোমার গান শুনি,, আজ লিখলাম। অন্তর ছোঁয়া সুরে আপ্লুত হই। তোমাকে বলবো তুমি অনেকের থেকে আলাদা। প্রতিটি সুক্ষ কাজ ঠিকমতো লাগাও। ধন্যবাদ বুনু। শুভ কামনা অবিরাম।
অনেক ধন্যবাদ 🙏🙏
Mon chuye geley Di. Thank you. Onek bhalobasha.
মান্না দের দরদ ভরা গানটির যথাযথ মর্যাদা তুমি রেখেছো। সত্যি অনবদ্য সুরে দরদটাকে সুচারু রূপে ফুটিয়ে তুলেছো। তুমি মন উজার করে গান করো যা হৃদয়ের মর্মস্থলে পৌঁছে যায়। ভালো থেকো পিয়ালি। এইভাবেই গেয়ে যাও।
কিদিয়ে পুজিবো তোমায়? এত সুমধুর কন্ঠের গায়িকাকে । তুলনাহীন, অপূর্ব, অসাধারণ, হৃদয় নিংড়ানো গান। ভালোবাসা আর শুভকামনা ছাড়া আর তো কিছু নাই। ধন্যবাদ জানাই আপনাকে, বারবার এমন সুমধুর গান গাইবার জন্য। ধন্যবাদ।
আপনার কণ্ঠে এই গান শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি,,,
গান বোধহয় আরো সুন্দর লাগে, যখন সেটা নিজের মানসিক অবস্থার সাথে মিশে যায়। খুব সুন্দর গাইলেন। ধন্যবাদ
মান্না দের এই গানটির চিরকালিন ভিন্ন মাত্রার আবেদন আছে। দারুণ গেয়েছ পিয়ালী।
জবাব নাই, অসাধারণ কণ্ঠ, অতুলনীয়, অকল্পনীয়,এত মধুর কন্ঠ বর্ণনা করা যাবে না,। Excellent 👍👍
Thank you
Aey gaan guli hawa Eto'o sohoj noi ..kintu tumi opurbo gao Piyali ..dhonnyobad..🌹👏👍👌💕☕coffee evening..
তোমার গানটা শুনে গায়ে কাঁটা দেয়। চরম বিরহের গান। তোমার গায়কির নৈপুণ্যে অসাধারণ হয়ে উঠেছে। তুমি ভালো থেকো। কলকাতা থেকে shyamal মুখার্জীর স্নেহ আর ভালোবাসা নিও।
Dhanyobaad anek
আমার জীবন গাথা।এ গান আমার ব্যথার প্রলেপ।মা , তোমার কণ্ঠে মান্না বাবুর মতোই দরদ পেলাম। তুমি এ ভাবেই এগিয়ে যাও মা।
Anek anek dhanyobaad
ছোটবেলায় এই গানটা শুনলেই একটা বাথা মেশানো আবেগে ভাস তাম এখন আরও বেশি সেটা অনুভব করলাম অপূর্ব লাগলো আমি অভিভূত ভালো থেকো
ধন্যবাদ অনেক
এই সেই গান, যে গান শুনতে শুনতে একজনের চা আর একজনের স্নানের জল ঠাণ্ডা হয়ে গেছিল। হবে নাই বা কেন, মান্না দে'র এমন গান অন্য কেউ এতো ভালো গাইছে শুনলে কারো মাথা ঠিক থাকে?
Didi Bhai, Excellent, Asadharon, Tulonahin 🙏🙏🙏🙏🙏
শ্রী মান্না দে'র যত গান গেয়েছেন তার মধ্যে এটা অন্যতম সেরা উপস্থাপন.. ঠিক মূল গানটির মতোই হৃদয় নিংড়ানো
অনেক ধন্যবাদ
মা,এর আগে আরো অনেক গুলো গান ,যে গুলো মান্না দের আওয়াজে,সত্যিই অপূর্ব,মন ছুয়ে যায়।
চমৎকার দরদী কণ্ঠস্বর।মন ছুঁয়ে গেল বিখ্যাত গানটি।শিল্পীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই।তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
অনেক ধন্যবাদ 🙏😀
সত্য, শিব, ও সুন্দরের প্রকাশ ঘটে সংগীতে।প্রকৃত শিল্পীর মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশিত হন
।শুভকামনা ।
অপূর্ব।অসাধারণ।অনেক অনেক অভিনন্দন।
অসাধারণ আবেগ ভরা কন্ঠ তোমার।
ভালো থাকো। 😊🥰
Manna dadar gan onakei manay pialir harmoniyamer shobdo to gantak osther korlo
"তুমি আর ডেকোনা গো" আহা কি যে গাইলেন!! কোনো তুলনা হয় না। আমার অত্যধিক প্রিয় একটা গান। আমি আপনার গানের কালেকশন করা শুরু করেছি। ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সুরেলা মিস্টি দরদমাখা কন্ঠের গান উপহার দিন।
অনেক অনেক ধন্যবাদ
অপূর্ব গানটা শুনে মন ভরে গেল কিছু কিছু গান আছে যে গানগুলো শুনলেই মন খারাপ হয়ে ওঠে ❤️
ধন্যবাদ
মান্নাদের গানের মধ্যে এই গানটা আমার সব থেকে পছন্দের গান। খুব ভাল গেয়েছো।
Ato dorod rato korun abedon jano artonader moto , eta pialir golaye somvob , suvechha r valobasa r ovinondon roilo, taratari sustho hoye otho, mongolmoye tomar sob rokom mongol korun , valo theko 💖💖🥰
Fata fati. Mannr ei ganti gawa. Jathesta. Katin
Tumi 99% right Accurate geyechho
God Bless u ma
Anek dhanyobaad
মিষ্টি কণ্ঠে এ গান আরও মিষ্টি লাগলো ❤️❤️❤️❤️শুনে।
Thanks
আহা কি অপূর্ব গাইলে। মান্না দের গান পিয়ালির কন্ঠে খুব ভালো লাগে। এই গানেও আর একবার তোমার অসাধারণ দক্ষতার পরিচয় পেলাম। অনেক অনেক শুভেচ্ছা। আশীর্বাদ রইল।
Anek dhanyobaad
অসাধারণ অসাধারণ খুব সুন্দর কন্ঠ তুমি অনেক বড় হও
ধন্যবাদ অনেক
কৈশোরে প্রথম এই গানটি শোনার পর থেকে আজ পর্যন্ত এটিই শ্রদ্ধেয় মান্না দের গাওয়া অসাধারণ গানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয়। আর বাংলা গানের পুরুষ শিল্পীদের মধ্যে তিনিই আমার সবচেয়ে প্রিয়।
অসাধারণ, একান্তে লালন করা কষ্ট এই গান শুনলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়।
Anek dhanyobaad 🙏😀
দারুন হয়েছে
আগে ও শুনেছি ।
আজ আবার শুনলাম ।
ভালো ও লাগলো, কষ্ট হলো ।
আনন্দের গান গাইবে ।
ধন্যবাদ
Adhadaron!!!! 🙌🙌🙌👍👍👍👌👌👌👌💅💅💅💅💅💅.
Asadharon.eto kothin gan darun gayecho bon.
পিয়ালী গতকাল সময় পাইনি। আজ শুনলাম পর পর তিনবার। মন্তব্য করতে তাই দেরি হলো। আজ সত্যি চোখে জল এসে গেল। ভালো থেকো। অনেক শুভকামনা।
Thank u 😀🙏
So romantic voice....darun laglo 😍
গানটাতে ডুবে গিয়ে হৃদয় দিয়ে গেয়েছো। খুব ভালো লাগলো।
তোমার এই গানটা 1 কোটি বার শুনলেও ও মনে হবে 1 কোটি একবার শুনব
🎉😢
আপনার কন্ঠে সব কয়টা গানই ভালো লাগে
Anek dhanyobaad 🙏😀
এতো অপূর্ব গান করো তুমি কি বলবো।মন ভরে যায় ।
😀🙏❤️
অপূর্ব,মন ভরে গেলো।
অপূর্ব গেয়েছ মা । আশীর্বাদ রইলো । আরো অনেক এগিয়ে যাও ।
খুব দরদ দিয়ে গানটা গাইলে। খুব ভালো লাগলো।
Khub valo gailen, God bless you.
আমার একটি প্রিয় গান,এক অপূর্ব দক্ষতায় গাইলে গানটা।মান্না দে র গাওয়া গানে বিচ্যুতি নেই এটাই মুগ্ধ করে।
অনেক ধন্যবাদ
🙏 অসাধারন 🙏 কোন কমেন্ট এ গানের জন্য যথেষ্ট নয়।
Khub sukhi na Hale ato abeg diye gan gawa sambhab nai . really awesome.