কে তুমি আমারে ডাকো । Ke Tumi Amare Dako । Sandhya Mukhopadhyay ।Agni Pariksha । Pialy

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 379

  • @KabirKhan-wp6qy
    @KabirKhan-wp6qy 3 роки тому +8

    আগাগোড়া দারুণ হয়েছে, মনে দোলা লেগেছে তাল লয়ের পরতে পরতে। মনঃসংযোগ হাল্কা কিছুটা বিক্ষিপ্ত হলেও নিরবিচ্ছিন্ন আমেজ পেয়েছি। কন্ঠ সঞ্চালন হয়েছে মধুময় সম্মোহনী। অনেক শোনা এই গানটি পুরোটাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। ধরাটা পারফেক্ট স্কেল থেকে এসেছে বিধায় অন্তরার স্বর নির্গমন, সঞ্চারীর কাজের বিন্যাস থেকে অভাবনীয় সৌন্দর্য বিকিরণ হয়ে এসেছে। এমন মসৃন পরিবেশনা সত্যি সত্যিই বিরল।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +2

      Dhanyobaad anek.. hyan majhe du ak bar lyrics chole jaoate mano sangjog annondike chole gehcilo ☺️

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +7

    এই সকালে কুট্টুস দাদা আমার মন খারাপের ঔষধ হয়ে দেখা দিলো। আর মা পিয়ালীর কথা কি বলবো , ওর কন্ঠ বার বার আমাকে কাঁদায় । এমন একটা কন্ঠ কিনা এতো কম শ্রুতিতে !

    • @suklaghosh9657
      @suklaghosh9657 2 роки тому

      Dear. Pialy tomar gan sunenlly moner modhya kothy ekta batha anubhab kori after that I relive from my sadness and sorrows also valo theko try to be keep healthy. Lieben ❤️❤️🙏 BNAnthony 14 3 22

  • @subikashdeb2432
    @subikashdeb2432 3 роки тому +11

    সন্ধ্যার অবসরে আপনার গানটি পেয়ে ভালো লাগল।আরো ভালো লাগল কুট্টুসের নূপুরের ঝংকার।ধন‍্যবাদ।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +4

    আহা আহা কী অসাধারণ গায়নশৈলী অতুলনীয় ভাব তরঙ্গ ছড়িয়ে গেলো প্রাণ জুড়ে ! তুমি তো রইলেনা মা আর দূরে !

  • @monojpodder4998
    @monojpodder4998 3 роки тому +2

    গীতশ্রী সন্ধ্যা মুখার্জির গাওয়া গানটি আপনার কন্ঠে অপূর্ব মিষ্টি লাগলো। শুভকামনা রইল।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +1

    গীতশ্রী সুর মাতা সন্ধ্যা মুখোপাধ্যায়কে যেন শুনছি এ আমার বার্ধক্যের সুর মাতা পিয়ালী কন্ঠে ! ভগবান , এ মেয়েকে আরো আরো দাও শ্রুতি , তার অশ্রুজল মুছে দাও !

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Рік тому +1

    সত্যি অপূর্ব। আপনার কন্ঠে প্রতিটা গানই ভালো লাগে।

  • @shiblymahmood2401
    @shiblymahmood2401 3 роки тому +3

    বাংলার দরদী কন্ঠস্বর। অনেক ধন্যবাদ ভাইয়া।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      Anek dhanyobaad🙏☺️

    • @damodaran2629
      @damodaran2629 3 роки тому

      আপনি কি কিছু খেয়ে আছেন। উনি ভাইয়া কবে থেকে হোলো।

  • @জয়শ্রীকৃষ্ণ-ন৯চ

    মনের অন্তরে, এই গান ও এর চমৎকার মধুর সুর, দারুণভাবে আন্দলিত করলো। সত্যিই খুবই সন্তুষ্টি উপভোগ করলাম। ধন্যবাদ ।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +6

    কুট্টুস দাদার ভাবগম্ভীর বদন , লোচন ও বাদন সমন্বিত উপস্থিতি মনকে ভরে দিলো !

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 роки тому

    প্রথম থেকে শেষ পর্য্যন্ত . মনো যোগ সহকারে শুননাম বেশ উপভোগ করলাম. মনে হল কবির সঙ্গীতে বেজে উঠল সুন্দরের আরাধনা ৷ মনে হয় বলি এসো যুগান্তের কবি দাঁ ডাও এই মানহারা দ্বারে বল ক্ষমা কর ৷

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 2 роки тому

      মানহারা মানবীর দ্বারে হইবে

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Рік тому

      কুস্টুস বাবুকে অনেক দিন পর দেখলাম বেশ গম্ভীর. ও কৌতুহলী দৃষ্টিতে সঙ্গীতরতা মায়ের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ো। ঈশ্বরের কাছে উভয়ের কুশল কামনা করছি'।

  • @chandidasgoswami9963
    @chandidasgoswami9963 3 роки тому +1

    অনেক দিন এইসব গান শুনতে পাওয়া যায় না । ভালো লাগলো গানটি শুনে।

  • @জ্যোতিষদর্পণ-ত৪স

    খুব সুন্দর গেয়েছেন। গানের গলা খুব সুন্দর।ছোট্ট শিল্পীকেও শুভেচ্ছা জানাই।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +1

    আহা মনে তো পড়েনা তবু মনে পড়ে ----- স্বর্ণ যুগের গানগুলোর কথাই তো সুর এনে দেয় । মা পিয়ালী আমার এমন গানের পুজারীর বড়ই অভাব ! তুমি এমন গান ছেড়ে কি বাঁচতে পারবে অভিমান করেও ?

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +1

    আহা কী অসাধারণ আবেগ মধুর সুরে তুমি গাইলে এ অমর গান !

  • @mayabonobiharini5331
    @mayabonobiharini5331 3 роки тому +2

    অনেকবার "অগ্নি পরীক্ষা" সিনেমা দেখেছি আর অগণিত বার শুনেছি এই গান। আপনার কণ্ঠেও বহুবার শুনেছি। সম্ভবত এটা আমার দ্বিতীয় মন্তব্য। খুব খুব ভালো থাকবেন। শুভ কামনা জানবেন। কুটুসের জন্যে আদর।
    দ্বিজেন বিশ্বাস, তারকনগর, নদীয়া।

  • @subhendumukherjee9024
    @subhendumukherjee9024 3 роки тому

    অপূর্ব । খুব দরদ দিয়ে গেয়েছো। কুট্টুস তাল দেওয়ায় সমগ্র গানটা একটা লয়ে গাওয়ার ফলে এই গানটা সুন্দর ও মনোগ্রাহী হয়েছে।
    এই বয়সেই কুট্টুসের তাল ও লয় জ্ঞান বেশ ভাল। ওর জন্য ভালোবাসা ও শুভ কামনা রইলো।

  • @parthabanerjee631
    @parthabanerjee631 3 роки тому +1

    স্নেহের বোন পিয়ালি, এই গানখানি আমার বাবার অসম্ভব প্রিয় ছিল l
    আজ তিনি নেই l তোমার গানটা চালিয়ে আমি তাঁর ছবির সামনে রাখলাম,............ তাঁর নিশ্চই ভালো লাগবে, এটা বলতে পারি l তিঁনি তোমায় অনেক আশীর্বাদ করবেন l
    অপূর্ব গেয়েছো তুমি, এত কঠিন একটা গান, সহজে কেউ রাজীই হবে না এটা গাইতে, ভালো গাওয়া অনেক পরের কথা l
    খুব ভালো থেকো তুমি l

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +2

      Apnader sobar ashirbad amar egiye jaoar patheyo 🙏☺️

  • @kishorkumarbiswas572
    @kishorkumarbiswas572 3 роки тому

    খুবই সুন্দর লাগলো দারুণ। মনটা কেড়েনিয়েছো

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +1

    আহা কী অসাধারণ কালজয়ী সুর ইথারে ভেসে যায় অযুত মনের ঠিকানায় --- জানিনা কবে তা ছোঁবে লক্ষ পিয়াসী হৃদয় !

  • @SubhenduChaudhuri-rz1li
    @SubhenduChaudhuri-rz1li Рік тому

    কিছু গান মুল শিল্পীর কাছে অবধি পৌঁছে যায় ... আপনার এই গানটি সেই ধরনের।কি আশ্চর্য সুন্দর লাগছে আপনার গলাখানি।

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 2 роки тому

    পুরনো দিনের একটি বিখ্যাত গান খুব ভাল গেয়েছেন, অনেক শুভেচ্ছা।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому

    আহা কী যে ভাবাকুল হয়ে গেলো দাদা ভাই / তার অনুপম ভাবে, বাদনে সেটারই দেখা পাই !

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Рік тому

    হৃদয়ের মনিকোটায় ছোঁয়া দিয়ে যায় যে গান, সে তো প্রিয় হবেই.....সঙ্গে কুট্টুস বাবুর সঙ্গত....অপূর্ব.....
    আমি প্রিয়া তুমি প্রিয় ²,
    জীবন বেলার এই পরিচয় ²,
    এক জনমের নয়,সে তো নয় নয় জানিও
    আমি প্রিয়া তুমি প্রিয়.....

  • @nafiu_gaming8424
    @nafiu_gaming8424 3 роки тому +1

    মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে।

  • @ashisbarua9470
    @ashisbarua9470 3 роки тому +4

    দিদি তুমি অনুপমা।শুভকামনা রইলো আবারো।বাংলাদেশ থেকে।

  • @provashsaha635
    @provashsaha635 3 роки тому +1

    অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে গান টি। শুভ কামনা রইলো

  • @md.firozmollah911
    @md.firozmollah911 3 роки тому +2

    Very nice rendition. You have given lot of devotion, emotion and attention to this very difficult song.

  • @parthabanerjee631
    @parthabanerjee631 3 роки тому +5

    "আর ডেকো না, সেই মধু নামে"......... সন্ধ্যা মুখার্জীর এই গানটি তোমার গলায় শোনার আশায় থাকলাম

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +3

      Hyan gaibo.. ai gaan to jani ☺️

    • @KabirKhan-wp6qy
      @KabirKhan-wp6qy 3 роки тому +2

      এই একই বাসনা আমার অন্তরে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। সোনালী দিনের এই গানটি পিয়ালীর কন্ঠে দারুণভাবে ফুটে উঠবে আমার বিশ্বাস। পার্থসারথি একলব্যের ভার্সন আমি বেশ শুনেছি। এটা অনেকের কাছেই সমাদৃত হয়েছে। পিয়ালির অন্তরে যদি সত্যিকারের করুণার উদ্রেক হয় তাহলে ও আরও ভাল উপহার করতে পারবে। কেননা, ও এখন অনেক বেশি সতর্ক।

    • @dr.mohammadmuslim9771
      @dr.mohammadmuslim9771 3 роки тому

      @@PialyKunduOfficial আহারে দিদি,, আমারও।এই সোনালী যাদুময়ি গানখানা শুনার অপেক্ষায় আছি।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      @@dr.mohammadmuslim9771 hobe

    • @dr.mohammadmuslim9771
      @dr.mohammadmuslim9771 3 роки тому

      @@PialyKunduOfficial Bah,dhonnyobad

  • @amitdas9885
    @amitdas9885 Рік тому

    অপূর্ব বন্ধু ছোট্ট শিল্পী কেও ধন্যবাদ

  • @debibanerjee5243
    @debibanerjee5243 Рік тому

    সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান আপনার কণ্ঠে শুনে আমি মুগ্ধ ও আপ্লুত হলাম।

  • @kamalabanerjee2760
    @kamalabanerjee2760 3 роки тому +2

    আহা কি অপূর্ব আবেগের সাথে যে গাইলে প্রতিটি শব্দ তার মাধুরী নিয়ে যেন প্রাণবন্ত হয়ে উঠলো,তোমার ছেলের যোগ্য সহযোগিতা আরও মধুর পরিবেশ তৈরি করেছে ♥️♥️♥️👌👌👍

  • @dr.mitalibhattacharyya1295
    @dr.mitalibhattacharyya1295 3 роки тому +1

    প্রতিটি শব্দের অর্থ হৃদয়ে গেঁথে নিয়ে অপূর্ব গাইলেন। সাথে এই বয়সে কুট্টুসের ভাবগাম্ভীর্যে মুগ্ধ হতেই হয়।

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 3 роки тому +1

    ভালো গান গাইবার একটা ইচ্ছে আছে তার জোরেই এই সব গান এক অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে।অসাধারন গায়কী তখনকার দিনে তোমাদের খুবই নাম হতো।এখন সে রাম ও নেই সেই অযোধ্যা ও নেই।সেই গীতিকার ও সুরকারও নেই।কন্ঠ আছে।তবে গান পরিবেশন টি সুন্দর হয়েছে।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      Dhanyobaad 🙏☺️

    • @khanniloy9361
      @khanniloy9361 3 роки тому

      এইসব অসাধারণ গানের যুগ আর কোন দিন ফিরে আসবে না। সেই সব অসাধারণ গীতিকার সুরকার আবির্ভাবের পরিবেশ আর নেই। আমাদের পরম দূর্ভাগ্য আমরা আসল সোনা ফেলে নকল সোনার পিছনে ছুটছি।

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 2 роки тому

    অসাধারণ গায়কী । গান শুনে মুগ্ধ বোন ।

  • @sougatamukherjee5298
    @sougatamukherjee5298 3 роки тому +1

    Blissful voice..beautiful rendition! Best wishes

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому +1

    শ্রদ্ধেয়গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান অপূর্ব গেছে ধন্যবাদ

  • @purnimaphaujdar5787
    @purnimaphaujdar5787 Рік тому

    অসাধারণ গায়কী , অতুলনীয় ভাব তরঙ্গ হৃদয়ের গভীরে ছরিয়ে গেল হৃদয় জুরে ।গীতশ্রী দিদির গাওয়া কালজয়ী গানটির সুন্দর পরিবেশন ❤❤

  • @sheikhrahman464
    @sheikhrahman464 3 роки тому +1

    I like your songs a lot; keep up your good work! I like your son joining you. He seems resembling to my grandson.

  • @nanigopaldutta-rx3zn
    @nanigopaldutta-rx3zn Рік тому

    অসাধারণ লাগল। তোমার গান যত শুনি ততই বিস্ময় লাগে।

  • @Sumanbarua-f2x
    @Sumanbarua-f2x 3 роки тому +1

    শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধেয়া শ্রীমতি সন্ধ‍্যা মুখার্জীকে,
    বাংলা গানের ভান্ডারকে যিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
    আর এ পাড় বাংলায় শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিনকে।
    আপনার গান ভাল লাগল।
    ভাল গেয়েছেন।❣

  • @manabendramukherjee3584
    @manabendramukherjee3584 Рік тому

    Apurbo khub khub khub sundar excellent

  • @mayabonobiharini5331
    @mayabonobiharini5331 3 роки тому

    অসাধারণ দিদি, শুভ কামনা জানবেন। পুঁচকেকে অনেক অনেক আদর, ভয়ে ভয়ে তালটা ঠিকই দিয়ে গেছে।

  • @bikashrc
    @bikashrc 3 роки тому +1

    ছটা বাজার অপেক্ষায় ছিলাম। প্রথম দুটি লাইন শুনেই বুঝতে পারলাম অপুর্ব হবে গানটি। আর সত‍্যিই অসাধারণ গাইলে।💯💯💯

    • @arpitapariamusic955
      @arpitapariamusic955 3 роки тому +1

      স্নেহের পিয়ালী তোমার গানটা না শুনে আমি কমেন্টস দিয়ে দিয়েছি , এবারে বলি Kuttus তোমার নূপুরের ঝংকার তোমার মায়ের গানকে আরো আবেগপ্রবণ করে তুলবে । ভালো থেকো ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +1

      Anek dhanyobaad 🙏☺️

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Рік тому

    আহ্ কি আনন্দ হোলো গানের সাগরের বুকে সাঁতার কাটে এগিয়ে চলি সমুখপানে।

  • @sukhamaydas5754
    @sukhamaydas5754 3 роки тому +4

    অনেক দিন পর কুটুসকেদেখছি ।
    Very good boy.
    তোমার এই গানটা ও নতুন শুনছি ।
    খূব ভালো লাগছে ।ভালো থেকো সবাই ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +1

      Anek dhanyobaad 🙏☺️

    • @surokabita1028
      @surokabita1028 3 роки тому

      Really awesome.satinath/shyamal/pintu/Tarun জানা থাকলে একটা শোনাবেনkindly.

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому

    এ গান শুনলে সুদূর অতীতের দিনগুলোতে চলে যায় মন , সম্মোহনী সুরে সুর মাতা সন্ধ্যা মুখোপাধ্যায় গানটি গেয়েছিলেন বলে এ গান মনন জুড়ে আছে এখনো। পিয়ালীর কন্ঠে গানটি শুনে মুগ্ধতা অপার ছিলো , এখনো হলো তেমনি ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 роки тому

      😀🙏.. ar kutu baba baro hoye geche 😀

    • @anitadatta1303
      @anitadatta1303 2 роки тому

      @@PialyKunduOfficial তোমার কুটু বাবা বড় না হলে কি আমরা বাঁচবো ? এখন কি সে ফ্রী হ্যান্ড ব্যায়াম করতে পারছে ?

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 роки тому

      @@anitadatta1303 anektai bhalo

  • @indrmuk
    @indrmuk 3 роки тому

    খুব আবেগ দিয়ে গেয়েছেন। মন ছুঁয়ে গেল। আজ অনেক গান শুনলাম আপনার

  • @bushrazahed6010
    @bushrazahed6010 3 роки тому

    Oshadharon gaile....amon dorod diye gawa ki je laglo shotti....monta mughdhotai apluto hoye geche. Kuttush shona r jonno ador r onek doa. Lokkhi shona chele tomr. Khub bhalo theko maa.

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому

      Anek din pore apnar comment pelam.. anek dhanyobaad.. bhalo achen to?

    • @bushrazahed6010
      @bushrazahed6010 3 роки тому

      Tomader doa te achi bhalo. Kintu ato boro oshusthota kichuta juddho kortei hocche....maniye niyechi . Tomra bhalo theko.

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 роки тому

    কঠিন একটি গান কত অনায়াসে নিখুঁত সুরে গেয়েছেন। আর ওই বয়সে কুট্টুস সোনার তাল জ্ঞান সত্যি অবাক করার মতো.. একেবারে ঠিক সময়ে ঘুঙুর টা বেজে উঠছে..

  • @rumaghoshhajra7967
    @rumaghoshhajra7967 3 роки тому +2

    অসাধারণ গাইলে ❤️ কুট্টুস বাবুর ঘুঙুরের সংগত জাস্ট 👌👌👌

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому

    আহা কী ভাবাকুল আমার দাদা ভাই / গানে গানে তারে যেন খুঁজে পাই !

  • @samirkumar5591
    @samirkumar5591 3 роки тому +1

    কুট্টুস সোনামনিকে বহুদিন পরে দেখে ভালো লাগলো।

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому

    শান্তশিষ্ট ধীর-স্থির একটি শিশু অসাধারণ

    • @anitadatta1303
      @anitadatta1303 3 роки тому

      একটি অসাধারণ মন্তব্য করলে নারু শিশুটি সম্পর্কে , তবে তার মা কি তা মানবে ?

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому +1

    খুব খুব সুন্দর গেয়েছো 👍👍👍

  • @dr.mohammadmuslim9771
    @dr.mohammadmuslim9771 3 роки тому

    বাহ্ সুন্দর গেয়েছ দিদি,, কোটি ধন্যবাদ

    • @Star-b7u
      @Star-b7u 3 роки тому

      এটি সুর না যাদু

  • @mamatanaskar4819
    @mamatanaskar4819 3 роки тому

    Joto Sunchhi totoi obac hochchi. Excelent gola.

  • @mitalichatterjee3857
    @mitalichatterjee3857 3 роки тому +1

    Khuuuub bhalo laglo❤❤

  • @AshisChattaraj
    @AshisChattaraj Рік тому

    দাদু ভাই তাল মাত্রা এই বয়সে খুব ভালো শিখেছে জীবনে অনেক বড়ো হবে

  • @howladeranwarhowlader426
    @howladeranwarhowlader426 3 роки тому

    এতো মোহনীয় করে গলা উঠা নামা করেন, মুগ্ধ হয়ে যাই।

  • @shyambochatterjee5536
    @shyambochatterjee5536 3 роки тому

    Ba, khub sundor...Mon bhore gelo.

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 Рік тому

    সন্ধ্যা মুখার্জির গাওয়া এই কালজয়ী গানটি তোমার গলায় শুনে খুবই ভালো লাগলো।♥️

  • @somnathbanerjee5719
    @somnathbanerjee5719 3 роки тому

    আহাহা বড্ড ভিল গাইলেন। আর সঙ্গতের জবাব নেই। সুন্দর।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому

    অসাধারণ আবেগ মথিত সুর মহিমান্বিত সন্ধ্যা মুখোপাধ্যায় গীত পিয়ালীর কন্ঠে তরঙ্গিত এ গান শুনে এ বয়সেও আমার রক্তে দোলা লাগে । সকল মনোযোগ চলে যায় এ গানে ।

  • @howladeranwarhowlader426
    @howladeranwarhowlader426 3 роки тому +2

    Excellent. Heart touching song. Your melodies vocal and tune Completely obsessed me. 🌺🏵️🌸

  • @anupkumarsahu1279
    @anupkumarsahu1279 2 роки тому +1

    The great thing is that you feel the song.

  • @amaldatta174
    @amaldatta174 2 роки тому

    এ কন্ঠ মহিমা মা সরস্বতীর অশেষ করুনায় প্রাপ্ত । হোক তা হৃদয় থেকে হৃদয়ে ব্যাপ্ত ।

  • @arunavamisra1455
    @arunavamisra1455 3 роки тому

    Tomar ei gaan taa sunchilam aka aka...hotat paser ghor theke amr boro pc bolche Gita dutta r darun gola...mon taa vore jaai sune...ami bolchi..ini sei Gita dutta non...tobe youtube e akjn didi gaan taa gaiche....
    Sotty tomar gola taa sunlei mon vore jaai...

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +1

      Anek anek dhanyobaad.. Pisike amar pronam janaben ☺️🙏

  • @পল্লব
    @পল্লব 3 роки тому +1

    আমার প্রিয় গানটি শুনে মন ভরে গেলো। এতো সুন্দর একটি গান তুমি যে সুন্দর ভাবে পরিবেশন করলে তাতে প্রাণ জুড়িয়ে গেলো। দারুণ উপলব্ধি নিয়ে গানটি করলে। আমি খুবি মনোযোগের সাথে গানটি শুনলাম। অসংখ্য ধন্যবাদ তোমায়। আর হ্যাঁ, কুট্টুস কেও আমার অান্তরিক শুভেচ্ছা জানিও।❤️❤️

  • @aparajitasur9367
    @aparajitasur9367 3 роки тому

    অনবদ্য, তোমার গান এবং বাচ্চা টির তালের জ্ঞান.

  • @ICTPaathshala
    @ICTPaathshala 3 роки тому +1

    একথায় খুবই সুন্দর। তবে আরো কিছুটা গভীর অনুভবে গাইলে অসাধারণ হতো বলে মনে হয়। এই মন্তব্য একজন শ্রোতা অনুভব। শুভকামনা।

  • @aninditatrisha3106
    @aninditatrisha3106 3 роки тому

    অনেক সুন্দর গেয়েছেন দিদি👌👌👌

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому

    বেশ ভালো লাগলো ধন্যবাদ

  • @surathghosh2619
    @surathghosh2619 2 роки тому

    Excellent beautiful heartiest song heard, thanks

  • @BiswanathGhosh-n7t
    @BiswanathGhosh-n7t 4 місяці тому

    PIALY LISTENING AGAIN AND AGAIN BUT COULD NOT QUINCH MY THIRST THSNKS FROM MY HEART

  • @saikatsmiling9398
    @saikatsmiling9398 3 роки тому

    আহা অতি সুন্দর, মুগ্ধ হলাম বহুদিন পর। বাড়তি পাওনা হিসাবে কুট্টুস এর উপস্থিতিও সমৃদ্ধ করল এই গানকে। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা প্রার্থনা করি আপনাদের পরিবারের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন....

  • @shyamalmandal1952
    @shyamalmandal1952 2 роки тому

    কুট্টুস এতো শান্ত কেন? ভীষণ ভালো।

  • @khanabulbashar1050
    @khanabulbashar1050 3 роки тому

    সুযোগ পেলেই সব কাজের মাঝে আপনার গাওয়া গানগুলি শুনি।মনটা প্রশান্তিতে ভরে যায়।

  • @SG-zg1rd
    @SG-zg1rd Рік тому

    Osadharan.. Osadharon

  • @jmitra2910
    @jmitra2910 3 роки тому

    অসাধারণ। এইটুকু বলাই বোধ হয় ভালো।

  • @ashischatterjee2407
    @ashischatterjee2407 3 роки тому

    Good punch of feeling. Ekebare tanmay hoye gaoa gan.

  • @himadribhattacharjee8202
    @himadribhattacharjee8202 2 роки тому

    আহা ! বেশ লেগেছে ।

  • @basabipaul5099
    @basabipaul5099 3 роки тому

    Mamoni mon - pran vore gelo .kichu bolar nei amar. Tumi bhalo thako .

  • @sambhubanerjee6368
    @sambhubanerjee6368 3 роки тому

    অসাধারণ গেয়েছেন আপনি। আমার সশ্রদ্ধ নমস্কার নেবেন।

  • @SHIBU76
    @SHIBU76 3 роки тому

    অসম্ভব দরদ দিয়ে গেয়েছো। মুগ্ধ না হয়ে কোন উপায় নেই গো, পিয়ালী। আর কুট্টুস তো পুরো পেশাদার এর মত করে গেলো। 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 роки тому +1

      Thank u.. eta bes ager gaoa gaan.. lockdown er starting e☺️

    • @SHIBU76
      @SHIBU76 3 роки тому

      @@PialyKunduOfficial,তা হোক। দারুন গেয়েছো।

  • @suklaghosh9657
    @suklaghosh9657 2 роки тому

    Asambhab sundar laglo unforgettable feeling uneasy and sad why l do know ❤️❤️ Michael Anthony

  • @amiyanayak5843
    @amiyanayak5843 3 роки тому

    Awesome..

  • @nandinibiswas2615
    @nandinibiswas2615 3 роки тому +1

    বড্ড ভালো গাইলে😊😊 কুট্টুসের accompaniment গানটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।❤❤ দুজনেই অমার আদর নিও।

  • @basabipaul5099
    @basabipaul5099 3 роки тому

    Jogyo mar jogyo santan .....great mamoni great .

  • @all-round_math_guru5458
    @all-round_math_guru5458 3 роки тому

    A beautiful song and beautiful voice keep it you always inspired me so sweet my...

  • @biswanathghosh3236
    @biswanathghosh3236 2 роки тому

    Asambhab sundar kantho mind is totally satisfied Bhalotheko along with your family members suvo kamana roilo BN G 30 8 22

  • @fazlulhaquemilan8381
    @fazlulhaquemilan8381 3 роки тому +1

    খুবই মন মাতানো গান ।

  • @musharofhossen2718
    @musharofhossen2718 3 роки тому

    অনেক সুন্দর গেয়েছ দিদি ধন্যবাদ তোমাকে

  • @ghosalsamik2233
    @ghosalsamik2233 3 роки тому

    So excellent that it made me emotional.

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому

    সুন্দর গান সুমধুর কণ্ঠস্বর ধন্যবাদ

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 роки тому

    Darun laglo Tomar Gan Thank you

  • @nafiu_gaming8424
    @nafiu_gaming8424 3 роки тому

    আপনার গাওয়া প্রতিটা গানই অসাধারণ।

  • @biplabpaul8331
    @biplabpaul8331 2 роки тому

    Mon pran r abeg er misron a ganti boroi monograhi hoyechhe!Sonar por tar resh onekkhon theke gyalo!

  • @a.barikbarik8727
    @a.barikbarik8727 3 роки тому +1

    EXCELLENT! YOUR EVERY SONGIS SO CHARMING AND HEART TOUCHING. SO THANKS FOR YOU!

  • @subhraghosh6401
    @subhraghosh6401 Рік тому

    Tomar konthe kaljoyi gaan sune mon vore galo r kuttus babu toh sob somoye asadharon , du jonei stuloniyo , khub valo theko tomra 💖💖💖💖