Ella - পাহাড়ের ভিতরে রাবনের পুকুর | রাবন গুহা | Ravana Falls | Little Adams Peak | Srilanka Part 9

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @explorershibaji
    @explorershibaji  Рік тому +283

    এই ভিডিওতে "নীল দিয়া পকুনা" তে যাবার adventure টা extreame ছিল, আবারও বলছি, আপনারা কেউ try করার আগে অনেকবার ভাববেন। এটা আমাদের জীবনের অন্যতম সেরা adventure অবশ্যই। আমরা সব সময় চেষ্টা করি adventure tourism প্রমোট করতে, এর আগে খালিয়া টপ, ইয়েলবং, কেদারনাথ ট্রেক বা পিরামিডের পেটের ভিতরে অভিযান দেখিয়েছি, এবার সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে পাহাড়ের ভিতরে হাজার বছরের পুকুর নীল দিয়া পোকুনা, কেমন লাগল জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সকলে। পরের ভিডিও আসতে একটু দেরি হবে হয়ত, পরের সপ্তাহের শেষে।

    • @arpanpal6166
      @arpanpal6166 Рік тому +1

      খুব সুন্দর লাগছে অনেক কিছু জানতে পারলাম

    • @kanakdas4905
      @kanakdas4905 Рік тому

      🎉🎉

    • @jayantasarkar3166
      @jayantasarkar3166 Рік тому +2

      এটা কি সেই গুহা যেটাতে nomadic Indian ঢুকেছিল

    • @mohammadaminulhoque807
      @mohammadaminulhoque807 Рік тому +2

      খুব উপভোগ করি দাদা আপনার ভ্লগ। সামনে আরো ভালো কিছুর আশায় থাকলাম। Love from Bangladesh❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @hujjatulislam6304
      @hujjatulislam6304 Рік тому +2

      দাদা আদম পাহাড়ের একটা পর্ব বানানোর জন্য বিশেষ অনুরোধ রইল

  • @Vloggerkartick
    @Vloggerkartick Рік тому +17

    দারুন দৃশ্য, শ্রীলঙ্কা দেশটার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করলো❤👍 সবুজে সবুজে ঘেরা সবদিক ❤

  • @rinapatra2828
    @rinapatra2828 Рік тому +3

    শিবাজী দা আপনার শ্রীলঙ্কা ভ্রমন আপনার আর পৃথিরাজদার চোখ দিয়ে দেখে আমি ও আমার স্বামী মুগ্ধ হয়ে গেছি। আমরা plane করে নিয়েছি শ্রীলঙ্কা আমরা যাব ই সময় করে। আমাদের দুটো মেয়ে আছে, আমরা সবাই মিলে আপনার প্রতি টা video দেখি খুব ভালো লাগে। খুব enjoy করি, আর পৃথিরাজদার গান ও,,, আসাধারন। কালো জলে কুজলা,,,,,, তলে, কোন কথা হবে না ।ইচ্ছা আছে কোন সময় আপনারদের সাথে ঘুরতে যাবো আমরা সবাই।

  • @sekharroy7878
    @sekharroy7878 Рік тому +12

    নীল দিয়া পুকুনার যাত্রার অভিজ্ঞতা অসাধারন। এই পর্বটাও খুব উপভোগ করলাম। আমাদের সৌভাগ্য মাইকেল মধুসূদন এবং আরো অনেক প্রাতঃ স্মরণীয় ব্যক্তিদের জন্ম বৃটিশ আমলে ছিল। তখন দেশটা পরাধীন হলেও মতামত প্রকাশের স্বাধীনতা ছিল। আজকে আমরা 'স্বাধীন' কিন্তু মতামত প্রকাশের স্বাধীনতা হারাচ্ছি। এই প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা এই সময় জন্মালে তাদের মধ্যে অনেকেই খল-নায়ক হয়ে যেতেন। মাইকেল মধুসূদন অতি অবশ্যই তাদের মধ্যে একজন হতেন। তবে যেভাবে ইতিহাসের বদল হচ্ছে, এখনো তার পুরো সম্ভাবনা আছে।

    • @sayandeepkar7839
      @sayandeepkar7839 9 місяців тому

      Dada akta tour vlog dekhchen shanti moto dekhun na sob jaygay ki rajniti dhokate hobe naki? Ajob sob manush mairi

  • @MalabikaPradhan-q8i
    @MalabikaPradhan-q8i Рік тому +6

    সত্যি অসাধারণ লাগলো ভিডিও টা,,আর তার থেকে বেশি যেটা আপনারা দুজন এত রিস্ক নিয়ে আমাদের রামায়ণ এর ইতিহাস কে তুলে ধরলেন। বইতে পড়া সেই রাবণ এর গুহা, পুকুর, অন্য পর্বে রাবণ এর লঙ্কা রাজ্য সব মিলিয়ে অসাধারণ। আপনাদের তুলনা নেই । 👌

  • @taraknathdas5951
    @taraknathdas5951 11 місяців тому +1

    অসাধারণ দাদা,আর কোনো ইউ টিউব চ্যানেল এমন দেখাতে পারেনি।🎉

  • @nivasarkar1234
    @nivasarkar1234 Рік тому +4

    আমি তো ভাষাই খুজে পাচ্ছিনা কিভাবে বর্ননা করবো । অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা।

  • @shaifulalam5407
    @shaifulalam5407 11 місяців тому +1

    অপুর্ব আপনার কবিতা আবৃত্তি !!

  • @tanusreebhattachatjee8601
    @tanusreebhattachatjee8601 Рік тому +6

    কি ভাবে কষ্ট করে নিজেরা আনন্দ উপভোগ করছেন এবং আমাদের করাচ্ছেন। এ এক অসাধারণ অনুভূতি। সব সময় ভালো থাকবেন। ❤❤

  • @jitnandy8356
    @jitnandy8356 Рік тому +1

    Sabash Shivaji and Prithijit...bravo

  • @debasishmandal4754
    @debasishmandal4754 Рік тому +4

    আপনাদের বেড়ানোর ভিডিও গুলো র তো তুলনা নেই,সঙ্গে বাড়তি পাওনা শিবাজিদা ও পৃথ্বীজিতদা দুজনের অসাধারণ কণ্ঠ ও পরিষ্কার উচ্চারণ।এগিয়ে যান ।

  • @manidipbanerjee1107
    @manidipbanerjee1107 Рік тому +1

    দারুণ লাগে তোমাদের । আর এই খন্ডে মেঘনাদ বধ কাব্যের আবৃত্তি শুনে গর্বিত বোধ করলাম। যাক বাঙালি আছে বাঙালিতেই । খুব সুন্দর হচ্ছে বেড়ানো। নতুন বছর ভাল কাটুক ।

  • @gharoaranna4553
    @gharoaranna4553 Рік тому +2

    অসাধারণ লাগল ভিডিও টি। কি অপূর্ব শ্রীলঙ্কার প্রাকৃতিক দৃশ্য। রাবণের গুহায় দাঁড়িয়ে মেঘনাদ বধ কাব্য থেকে আবৃত্তি। যাস্ট ফাটিফাটি।

  • @rumkipaul1321
    @rumkipaul1321 Рік тому +1

    দারুণ একটা পর্ব। নীল দিয়া পুকুনা অভিযান নিঃসন্দেহে একটা ঝুঁকিপূর্ণ অভিযান। আপনাদের মাধ্যমে এই ভয়ংকর সুন্দরের স্বাদ পেলাম । ধন্যবাদ আপনাদের।

  • @purnimabanerjee1524
    @purnimabanerjee1524 Рік тому +3

    অপূর্ব একটা travel vlog দেখলাম ।আপনাদের দুজনকেই salute । অদম্য সাহস আর ইচ্ছা শক্তি থাকলে তবেই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করা যায় ।

  • @gourangamaity9375
    @gourangamaity9375 Рік тому +1

    Darun deklam Dada. খুভ valo laglo mon vore gache akebare. ❤❤❤❤❤

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu Рік тому +6

    সত্যি সুন্দর অবিশ্বাস্য অকল্পনীয় শ্রীলঙ্কা দেখছি। প্রত্যেকটা জায়গা দুর্দান্ত। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @SujataShee-d7n
    @SujataShee-d7n 4 місяці тому +2

    Aapnader.video.dhekhe.monta.valo.haye.gelo❤

  • @pinakiranjanpatra5617
    @pinakiranjanpatra5617 Рік тому +2

    প্রত্যাশা মতোই দারুন একটা পর্ব। অসংখ্য ধন্যবাদ সুন্দর শ্রীলঙ্কাকে আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।

  • @MamonChakraborty-yt9wp
    @MamonChakraborty-yt9wp Рік тому +1

    Apnader aee neel deyea pukna journey ta prochond rudhoo suss video chelo amer r amer hasband er chokher pata porchilona Tobe ameder anondo deber age apnader porebarer kothao ekber vabden Tara koto chintar modhey someye pass kore ! Goad bless you ❤❤❤❤❤

  • @niladryranjandas132
    @niladryranjandas132 Рік тому +24

    পুরো এপিসোডটাতে আপনাদের তূরীয় মনোভাব(পৃথী দার ভাষায়) দেখলাম নয়তো এইরকম বিপদ সঙ্কুল জায়গা এক্সপ্লোর করা সম্ভব নয় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এতো সুন্দর একটা জায়গা দেখানোর জন্য ধন্যবাদ 🙏🙏🙏

  • @souravmookerjee9150
    @souravmookerjee9150 Рік тому +1

    Khub khub bhalo.. Bengalir garbo tomra.. Chaliye jao.. Stay young..Stay Happy..Stay blessed.. Keep it up..

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 Рік тому +6

    রাবনের পুকুরে যাওয়ার রাস্তাটা ভয়ংকর সুন্দর , যাওয়াটা খুবই টাফ , আপনারা যেতে পেরেছেন , সেটা দেখে আমরা ধন্য , রাবন ওয়াটার ফলসটা দারুন ।

  • @pamelibasu6769
    @pamelibasu6769 Рік тому +1

    Bah. Prihijit babu eto din gaan sunechi r ajj Meghnad bodh kabya abritti. Khub bhalo laglo.

  • @pallabshaikhrezafarid922
    @pallabshaikhrezafarid922 Рік тому +4

    শ্রীলঙ্কা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমার কাছে
    দক্ষিণ এশিয়ায় তে শ্রীলঙ্কা বেস্ট। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আর নিজের দেশ আর নিজের শহর নিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ছি।
    পল্লব ঢাকা থেকে।

  • @ArundhatiBhowmik
    @ArundhatiBhowmik Рік тому +1

    ❤jamon sundor temni bhoyonkor tomader chokei dakhi ai prithibir koto suondorjo ❤

  • @niharendudas5330
    @niharendudas5330 Рік тому +17

    শিবাজী বাবু আমার বিশ্বাস হয় না,যে এই ভাবে কষ্ট করে মা সীতা এই গুহার পুকুরে স্নান করতে যাবে। এটা একটা প্রকৃতির লীলা এবং সৃষ্টি। এবং আমি প্রথম থেকেই সব পর্ব দেখছি। আমার খুব খুব ভালো এবং সুন্দর লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @subrata0911
      @subrata0911 Рік тому

      "ভাবা যায়!"

    • @samudrikapal2928
      @samudrikapal2928 Рік тому +3

      তখন হয়তো এইরকম ছিল না।

  • @srikrishnabanerjee3409
    @srikrishnabanerjee3409 Рік тому +1

    Sir apnader blog ta Asadharan hoyeche Hat's off to both of you ❤🎉,

  • @sagnikroymuhury201
    @sagnikroymuhury201 Рік тому +24

    Salute to you Shibajida and Prithwijitda. The moment when you came out of that blue pond (34:00-35:00), it was visible from your face the pain you take to record such videos for your viewers. Thank you. My 4 yrs old son does not understand bengali, yet loves to watch you and prithwijit da.

  • @srikrishnabanerjee3409
    @srikrishnabanerjee3409 Рік тому +1

    Darun ghurlam khub bhalo laglo apnader video ta 👍❤️💚

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому +3

    রাবণ ও সীতা কি লাফ মেরে এত গভীরে গুহার ভেতরে স্নান করতে যেত? সত্যি তোমরা যেভাবে গুহার ভেতরে অভিযান করলে, তোমাদের স্যালুট ❤❤

  • @Safaet1971
    @Safaet1971 Рік тому

    MashAllah dada ra khub valo laaglo video ta oshadharon😊😊😊

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 Рік тому +4

    আজকের শ্রীলঙ্কা ভ্রমণের ভিডিও অসাধারণ, কিন্তু ভয়ংকর ভয় লাগছিলো। শিবাজী আর পৃথ্বজীৎ..... দুজনকেই বলছি... এরকম ভয়ংকর পিচ্ছিল রাস্তা তে যাওয়ার সময় অন্য জুতো পোরো। যখন তোমরা নামছিলে, আমার পুরো দমবন্ধ লাগছিলো। আমার এমনিতেই পোকা মাকড়ে খুব ঘেন্না লাগে। তাই আরও অস্বস্তি হচ্ছিল। তবে পৃথ্বজীৎ আজ তোমার আবৃত্তি.... মনটা একেবারে নাড়িয়ে
    দিয়েছে ।আরও আবৃত্তি শোনালে ভালো লাগবে। অসাধারণ অসাধারণ অসাধারণ একটা ব্লগ দেখালে শিবাজী ভাই। খুব খুব ভালো থেকো তোমরা ।❤❤❤❤❤

  • @indranilbiswas7911
    @indranilbiswas7911 Рік тому +1

    apnar you tube chanel er somvoboto eta best one. hats off. darun darun

  • @arinrc
    @arinrc Рік тому +4

    এই পর্ব টা খুবই Unique, কোথা থেকে যে সময় টা কেটে গেলো, বোঝাই গেলো না। খুব সুন্দর।❤

  • @kausikbanerjee967
    @kausikbanerjee967 Рік тому +1

    Vishon bhalo laglo ghore bose ei video dekhe

  • @bhaswatibhattacharya7285
    @bhaswatibhattacharya7285 Рік тому +3

    কী অনবদ্য একটি জায়গা দেখালেন, " "নীল দিয়া পুকনা"।অভিভূত হয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের।Ravana cave আর falls dutoi mind blowing ❤❤❤

  • @mukulnamata1308
    @mukulnamata1308 Рік тому +2

    যা অসাধারণ, যা স্বপ্ন, যা একল্পনীয় তাই আপনারা বাস্তবে উপহার দিয়েযাচ্ছেন । অনেক অনেক ধন্যবাদ আপনাদের ।Best of Luck .

  • @lipikadas5745
    @lipikadas5745 Рік тому +15

    রাবন নিঃসন্দেহে প্রকৃত বীর। এযুগে মাইকেল তাকে বীরের সন্মান দিলে যাবজ্জীবন সাজা হত সে আর বলার অপেক্ষা রাখে না।
    শ্রীলঙ্কাকে যত এক্সপ্লোর করছি তত ই মুগ্ধ বিস্মিত হচ্ছি।

    • @koushikLiifestyle
      @koushikLiifestyle Рік тому

      রাবন একজন ধর্ষক, কামলোলুপ, অহংকারী রাক্ষস👹

    • @swarnadeepsarkar6760
      @swarnadeepsarkar6760 Рік тому

      কেন বীর ?

    • @bestsri1
      @bestsri1 Рік тому

      ​@@swarnadeepsarkar6760He was.

    • @sayandeepkar7839
      @sayandeepkar7839 9 місяців тому

      Bah bah onner bou opohoron Kari k Bir bola hocche!! Bangali Jati r odhopoton ta dekchi

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 Рік тому +1

    অপূর্ব অনবদ্য খুব সুন্দর দারুণ দারুণ দারুণ তোমাদের চোখ দিয়ে দেখে খুশি হলাম অতুলনীয়।

  • @nibeditabasu8146
    @nibeditabasu8146 Рік тому +2

    এটাই সত্যিকারের অ্যাডভেঞ্চার । তোমাদের জন্যই আমরা ঘরে বসে মানস ভ্রমণ করে নিতে পারছি

  • @sanjitmondal1474
    @sanjitmondal1474 11 місяців тому +1

    খুব সুন্দর লাগলো। আমরা তো যেতে পারবো না তাই চোখ জুড়িয়ে নেই।। (বাংলাদেশ)

  • @kalyanibanerjee1948
    @kalyanibanerjee1948 Рік тому +2

    তোমাদের ভিডিও দেখি আর ভাবি, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। প্রবীণ বয়সে সাধ হলেও সাধ্য নেই। বই সঙ্গী হলেও চাক্ষুষ দেখার আনন্দ ই আলাদা। উপযুক্ত প্রেক্ষাপটে মধুসূদনের কবিতা মনকে আপ্লূত করেছে। নিজেদের সাথে সাথে আমাদের ও সমৃদ্ধ কর এইভাবে। ❤❤

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Рік тому

      😊🙏

    • @kamaluddinbhuiyan3955
      @kamaluddinbhuiyan3955 11 місяців тому +1

      খুব কষ্টসাধ্য ছিলো এই অভিযান, শুভকামনা দুইজনের jonya👌।

  • @manjulikauttp2976
    @manjulikauttp2976 Рік тому +1

    Dada ki asadharon jinis dekhalen..proti porbe srilanka k notun kore dekhchi

  • @kuhudas6604
    @kuhudas6604 Рік тому +3

    দশ বার নয় অন্ততঃ হাজার বার ভাবতে হবে এই গুহায় নামার আগে, কি ভয়ঙ্কর পথ।
    আপনাদের অনেক ধন্যবাদ এই সব জায়গায় স্যুট করে দেখানোর জন্য।❤❤❤❤❤❤

  • @shubhajitnaskar3681
    @shubhajitnaskar3681 Рік тому +1

    Khub sundor dada.porer videor opekkhay thaklam

  • @nibeditabasu8146
    @nibeditabasu8146 Рік тому +3

    আমার মনে হয় শ্রীলঙ্কাকে এই ভাবে আগে কোনো বাঙালি ঘুরে দেখেনি।hatsoff

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 Рік тому +2

    নীল দিয়া পুকুনা অসাধারণ অ্যাডভেঞ্চার দেখে খুব ভালো লাগলো। আমাদের পক্ষে যাওয়া অসম্ভব । তাই তোমার চোখ দিয়ে দেখেই খুশি থাকতে হলো। ❤️

  • @bonni_the_wondering_soul
    @bonni_the_wondering_soul Рік тому +12

    Beyond explanation. The Nile Diya Pakuna adventure is out of the world. Thanks for such amazing picturesque. God bless of both. Proud to be your neighbour.
    Lots of love and respect from B Basak, Durganagar, Kolkata

  • @dipalidey-vu6rx
    @dipalidey-vu6rx 8 місяців тому +2

    ৭৭ বছর বয়সে এসে আপনাদের এই ছবিগুলি দেখে নিজেকে ধন্য মনে করছি । আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন । সেই সাথে দীর্ঘায়ু কামনা করছি (বাংলাদেশ থেকে)।

  • @SANDIPDAS-j9z
    @SANDIPDAS-j9z Рік тому +6

    East or West both of u r the best.. after watching this video i am speechless..feeling proud to be a bengali....long live bengalis...long live explorer shibaji so we can view such outstanding videos ....hats of to both of u .....JOY BANGLA..❤

  • @sukladutta8886
    @sukladutta8886 Рік тому +1

    অসাধারণ নীল দিয়া পকুনা।আপনাদের এই অভিযান মনের মনিকোঠায় থেকে যাবে।

  • @BRoyFlute
    @BRoyFlute Рік тому +2

    অসাধারণ ❤ পুকুরের নামার গুহার ভিতর টা দেখে আমরাই নিশ্বাস ঘন হয়ে আসছিল।

  • @zahurulislam6004
    @zahurulislam6004 Рік тому +1

    এক বসায় আপনাদের শ্রীলঙ্কার সব গুলো এপিসোড দেখছি একসাথে। অসম্ভব ভাল লাগছে। টিভি স্ক্রীনে প্রজেকশন করে দেখছি বড় করে। দারুন। অনেক কষ্ট করে ভিডিও করেন। সেজন্যে অনেক অনেক ধন্যবাদ।

  • @asheshchoudhury548
    @asheshchoudhury548 Рік тому +5

    Astonished by the beauty and diversity of Sri Lanka. Big thanks to Shibaji and Prithwijit kaku for showing it to us. Will try to visit very soon.

  • @pueroy1771
    @pueroy1771 Рік тому +1

    Sotti khub osadharon...

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому +12

    যাই বলো শিবাজী দা, রাবণ যত ই ভিলেন হোক, I think he was the real boss and king also of Sri Lanka 🇱🇰. আর তোমাদের জন্য ই আমরা ঘরে বসে শ্রীলঙ্কা explore করছি। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ❤❤❤। যতদিন এনার্জি আছে, ট্রাভেল ব্লগ একদম ছেড়ো না প্লিজ। Love you Shibaji da prithvi da❤❤. কিন্তু তুমি সোদপুরে থাকো, আর আমি বেলঘরিয়া থাকি। বাড়ির সামনে। এখনো অবধি তোমাদের সাথে আমার দেখা হল না 😢😢

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Рік тому +1

      ❤🙏হবে নিশ্চয়।

    • @avikmajumder7034
      @avikmajumder7034 Рік тому +1

      @@PrithwijitOMonerManus অবশ্যই পৃথ্বীজিৎ দা ❤️❤️

    • @kuhudas6604
      @kuhudas6604 Рік тому +1

      রাবণ ছিলেন সবুজ দ্বীপের রাজা

  • @madhabipaul7867
    @madhabipaul7867 Рік тому +1

    অত্যন্ত বিপজ্জনক, কিন্ত অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর এই জলাধার দেখে চোখ সার্থক হল। অনেক, অনেক ধন্যবাদ।

  • @tanushreemurmu3384
    @tanushreemurmu3384 Рік тому +2

    Excellent video 🙏🙏♥️♥️👌👌

  • @jhilikbanerjee5268
    @jhilikbanerjee5268 Рік тому +1

    Hats off to you both...ki j osadharon laglo video ta bole bojhate parbona..apnader dujoner sahosh k salute janai..ato sundor akta jayga apnader jonnoi amra dekhte parlam..thank you so much..

  • @santanumandal1729
    @santanumandal1729 Рік тому +5

    দারুন, আমাদের প্রত্যেকে একবার শ্রীলংকা যাওয়া উচিত ❤️❤️

  • @TheNirnoy
    @TheNirnoy Рік тому +1

    Shibaji da and Prithwieetda apnara dujon e onobodyo!! Emon vabe e chaliye jaan.

  • @pcgamersayan
    @pcgamersayan Рік тому +3

    Hats off to prithwi and shibaji uncle for that adventure👌❤️ video tao bhalo hoyeche❤️

  • @subhasisray006
    @subhasisray006 Рік тому +1

    অসাধারণ এপিসোড.... এমন সুন্দর ভাবে দেখানোর জন্য ধন্যবাদ

  • @spc3461
    @spc3461 Рік тому +6

    Embarking on an awe-inspiring journey into the heart of the mountains! Such breathtaking views of Ravana Falls and Little Adams Peak captured beautifully. Loved every moment of this exploration!

  • @mdyasin4321
    @mdyasin4321 7 місяців тому +2

    অনেক অনেক শুভকামনা রইল আপনাদের উপর, আপনারা দু-জন-ই স্বর্গীয় মানুষ।

  • @tarifaziz437
    @tarifaziz437 Рік тому +3

    No words...u r the best...such a big hearted humans u guys are...truly commendable...lots of respect from my side...hope to meet with you guys someday..

  • @moloysarkar791
    @moloysarkar791 Рік тому +1

    Darun adventures.jamon kosto chilo thik tamon ultimate goal ta charom chilo.

  • @Sonurock89
    @Sonurock89 Рік тому +3

    Hats off Both of you dada....U both are amazing...and Srilanka is just fabulous 🤩

  • @bukku45
    @bukku45 Рік тому +1

    Khub bhalo laglo...apnader porishrom sharthok

  • @krishnahome3048
    @krishnahome3048 Рік тому +3

    Hats off to you both. "Nil Diya Pokuna" Daring experience.
    You don't have to tell me more than once, I forgot about ten times 😂
    20 years back, I would have definitely taken the challenge. At present your experience was satisfying enough for my eyes 🙏
    B
    Clear blue water deep below was amazing.
    I enjoyed Ajit"'s. singing. A very down to earth person he is.
    The caves are very beautiful.
    Pritthijeet's recitation in the cave of Meghnad Bodh was really great. Climbing up and down the slippery slopes..... great adventure. Ravana Falls is gorgeous. Thanks for sharing your experiences.
    Waiting for the next video.😊

  • @jabaghosh7787
    @jabaghosh7787 Рік тому +2

    আমি ৬৩ বছরের বৃদ্ধা । ভ্রমণ বৃত্তান্ত অনেক ভিডিও দেখেছি । তবে আপনাদের ভিডিও আমার কাছে সেরা মনে হয়েছে । এতো বিভিন্ন জায়গার উপর ভিডিও দেখিনি । এই ভিডিওটা দেখতে দেখতে বুক কাঁপছিল । আমি মনে প্রাণে আপনাদের দুজনের মঙ্গল কামনা করি । আরো এমন অসাধ্য সাধন করুন । ভারতের সেরার সেরা শিরোপা জয় করুন । শুভ কামনা জানাই ভাই দ্বয় 🙏🙏

  • @somnathdey2304
    @somnathdey2304 Рік тому +3

    Somehow, Prithwijit Da has been a fascinating character or person for me since i started watching your videos. He has been like a companion for Shibaji da like anything else. A very loveable person. His comment on the religions is what i echo. Bhalo theko, Anonde theko Prithwijit da.

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Рік тому

      অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাদের তরফ থেকে ❤🙏

  • @arpitapaul9028
    @arpitapaul9028 Рік тому +1

    Osadharon , osadharon r osadharon laglooooo..... Apnara bolei eirokom adventure sombhob..... Chokhhu, mon pran bhore gelo....kichhu bolar bhasha nei..... eirokom ro adventure korun .... Sustho r khub bhalo thakun .. ❤❤

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 Рік тому +5

    Simply awesome...it takes determination and dedication per excellence to tread upon such difficult terrains and go live on vedio...hats off to you both...some day your venture will get you Oscar...Best explorers..
    Enjoyed every bit of it..
    Must chalk out all adventurous trips before you enter the autumn of age.....thanx a million..godbless ...
    Stay Happy and Healthy...
    Prithwijit.'s recitation 🎉❤

  • @debasishgupta4972
    @debasishgupta4972 Рік тому +1

    Khub interesting o challenging ekta blog dekhlam, dekhe monta bhore gelo, hats off to both of you oirokom pratikul paristhitir madhya-o video kore amader dekhanor janya...... asadharan 👍👌👏🙏

  • @milansen3503
    @milansen3503 Рік тому +3

    ভীষণ ভয়ংকর একটা ভিডিও দেখলাম রাবনের পুকুর নিয়ে। নামার সময় আপনাদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে। মনে মনে বলছিলাম কেন এত কষ্ট করছেন। দু'জনে খুব ভালো থাকবেন।
    অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

  • @tapanjoardar9129
    @tapanjoardar9129 Рік тому +1

    অপুরব আবৃত্তি পৃথিজিৎ বাবুর। খুব ভালো লাগলো।

  • @tapashduttachoudhury4904
    @tapashduttachoudhury4904 Рік тому +4

    Mr Shibaji+ Mr Prithweejit>>It was very rough & tough and courageous & adventurous journey for you. Be careful for such type of video recording-It's a very dangerous. Many many thanks to you. I think Srilankan Peoples & Govt. take care & preserve their beautiful nature(some/few exception will be stay in). Ravana cave + Mandir & "NEEL DIA PAKUNA" is amazing. We wait for next video. Bangladesh. 25/Nov/2023. BST-03.59pm.

  • @rishavbhattacharyya6867
    @rishavbhattacharyya6867 Рік тому +1

    Eto jiboner jhuki niye amader eto sundor akta jinish dekhle sotti amra abhibhuto tomra khub sabdhane theko bhalo theko babara

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 Рік тому +4

    এই সুন্দর পৃথিবী যেদিন ধর্মের নামে ভাগ হয়ে গেল 🌎🌍🌏 ✝️☪️🕉☸️✡️🔯⚛️🔱 ➗⚫⚫⚫⚫ সেদিন ই মানবজাতির কপালে দুখ্য কষ্ট লেখা হয়ে গেল। খুব ভালো থেকো তোমরা। ❤❤

  • @sudiptabhattacharjee1641
    @sudiptabhattacharjee1641 Рік тому +1

    Kobiguru likhechilen "kothau amar hariye jawar nei mana mone mone"sei jaiga theke mon bolte chaiche sotti kothau amr hariye jawar nei mana explr shibajir sathe sathe❤....Osadharon lagche,feelings ta thik vasai prokash korte parbo na..a sudhu chokher aram noy,tar sathe mon,gyan,hassoros sorbopori anonder aram..onek onek Dhonnobad Shibaji da & Pritthida k koto kothin poristithir majheo ato sundor kore amader samne protita vlog gift korar jonno,valo theko alwz🥰🥰🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @parimalbose1394
    @parimalbose1394 Рік тому +5

    Hats off to Prithwijeet. In Bengal there was resistance to views of Michael but Tamilians supported it. You may be aware he spent a few years in Madras and learnt Tamil.

    • @sayandeepkar7839
      @sayandeepkar7839 9 місяців тому

      Bangali ra ki niye Michael er birodhita korechilo?

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Рік тому +1

    দুর্দান্ত একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম আপনার আজকের এই ভিডিও দেখে। কত কষ্ট করতে পারেন আপনারা আমাদের আনন্দ দেওয়ার জন্য। খুব ভাল, আমারা গর্বিত।
    তবে একটা অনুরোধ আছে। Please wear proper gripped Shoes in the near future when you and Prithwijit babu are planning for an adventure. It is OUR 🙏Urdent Request to both of you. আপনারা দুজনেই আমাদের কাছে খুব প্রিয়। ভালো থাকবেন দুজনেই। ❤️

  • @RohitGeologyRailways
    @RohitGeologyRailways Рік тому +10

    Sir, As a geology student the formation of Nil Diya pokuna is quite interesting....because the cave where it is situated is surrounded by earthy materials that are porous in nature...when it rains, the rain water flows down towards and a portion of water is soaked to the soil.....soaked water seeps through the ground due to gravity....and it is dropped to the void from the roof...this accumulation of water created a pool....the process is so long......this is my opinion..any geologists are in comment section....please correct me if I made a mistake somewhere

  • @ratnadas9250
    @ratnadas9250 Рік тому +1

    আপনাদের গুহা ও রাবনের পুকুর পারবো অসাধারণ লাগলো।

  • @parimalbose1394
    @parimalbose1394 Рік тому +3

    The phenomenon is known as die back. The roots of the tree has encounterd impenetrable rock.

  • @sudeshnabanerjee1613
    @sudeshnabanerjee1613 Рік тому +1

    কি অপূর্ব দেখলাম, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর পৃথ্বীজিৎ দা আপনি মেঘনাদবধ কাব্যের যে অংশ পাঠ করলেন সেটা এক কথায় অনবদ্য।

  • @rideexplore5971
    @rideexplore5971 Рік тому +1

    দুর্দান্ত। দুর্দান্ত।।। ফাটাফাটি।।। আপনি অপরাজেয়।।।

  • @palashsen5452
    @palashsen5452 Рік тому +1

    Dada tmr blog gulo amr onek valo laghe. Tomra valo thako. Valobhasha roelo

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 5 місяців тому

    যা দেখালে অভাবনীয়। ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। খুব ভালো থেকো । আনন্দে থেকো।

  • @nilratanmitra1691
    @nilratanmitra1691 7 місяців тому +1

    Ka to je sundar, bole bojhate parbo na. Aponader sathe amio dekhe nilam. 😅😊😮❤❤❤🎉🎉🎉

  • @topurahman4521
    @topurahman4521 Рік тому +1

    অপূর্ব ভিডিও হয়েছে শিবাজী একদম ফাটাফাটি। বিশেষ করে পুকুরের ওই গুহায় নামা সাংঘাতিক ছিল। রাবণের গুহায় পৃথিজিত যা বলল মানুষ নিয়ে তার কোন তুলনা হয় না। একেবারে আমার মনের কথাগুলো বলেছেন। আমার ওকে খুশিতে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আশা করে রইলাম কোন একদিন দিল্লিতে আমার বাসায় বসে আপনাদের দুজনের সাথে জমজমাট আড্ডা দেয়ার জন্য।

  • @purnimaz9166
    @purnimaz9166 Рік тому +1

    সত্যি কখনও হাজার ফুট নিচে নামছেন আবার কখনও হাজার ফুট ওপরে শিড়ি চরছেন সত্যিই অসাধারণ যারনি অসাধারণ ভিডিও

  • @sudipchowdhury7812
    @sudipchowdhury7812 Рік тому +1

    দুঃসাহ‌সিক !অসামান‌্য ভয়ংকর সুন্দর ! ধন‌্যবাদ।

  • @nupurdutta661
    @nupurdutta661 Рік тому +1

    Bole bojhate parbo na Ki je bhalo lagloo. Dudantoo ekta episode.

  • @alokebarua
    @alokebarua Рік тому +1

    আমার দেখার পুর্নতা পেল এই এপিসোডটি দেখে। আপনাদের ধন্যবাদ, অদেখাকে দেখানোর জন্য।

  • @swapankumarbagchi5228
    @swapankumarbagchi5228 Рік тому +2

    Tomader anek beshi anek beshi anek beshi dhanyabad amar taraf theke ae buro ke ananda deoar janya tomader joy hok

  • @pradipmajumdar8783
    @pradipmajumdar8783 Рік тому +1

    darun laglo ei dusahosik video, yelbong thekeo ei poth aro beshi bipodsonkul. Prithwi babur abritti ekdom appropriate chhilo oi poribeshe.

  • @jitudey7454
    @jitudey7454 Рік тому +1

    দারুণ সাহসী আপনারা মধ্য বয়সে এসেও এইরকম এডভেঞ্চার করা সত্যিই জবাব নেই ♥️🙏🙏🙏🙏