দেওরিয়া তাল - অপ্সরা আর দেবতারা এখনো আসেন এই লেকে | ছোটদের নিয়েও করা যায় এই ট্রেক | Deoria Taal

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #deoriataal #trekking
    ছোট্ট মিষ্টি সারি গ্রাম থেকে পাহাড়ি পথে হেঁটে দেড় থেকে দু ঘন্টায় পৌঁছে যাওয়া যায় দেওরিয়া তাল, কথিত আছে দ্বিতীয় পান্ডব ভীম সেন তৈরী করেছিলেন এই জলাশয়| বলরাম তপস্যা করেছিলেন এই খানে| এখনো রাতের বেলায় দেবতা আর অপ্সরারা এখনো আসেন এইখানে| শান্ত মনোরম এই জায়গায় ইচ্ছে করবে ঘন্টার পর ঘন্টা কাটাতে| এখানে শুধুই শান্তি|
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

КОМЕНТАРІ • 471

  • @baninath8600
    @baninath8600 15 днів тому +22

    বাবা তোমাদেরে বলার কিছু নেই, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো দীর্ঘ জীবিত হোও

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 15 днів тому +10

    সাধ থাকলেও সাধ্য নেই তাই আপনাদের চোখ দিয়েই দেখি , খুব ভালো লাগলো দেউড়িয়া তাল ভ্রমন পর্ব , শান্ত নিরিবিলি পরিবেশে এই ভ্রমন অসাধারণ , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম , জয় শিব শম্ভু ।

  • @Livinginsolito
    @Livinginsolito 15 днів тому +4

    আপনার ভিডিও দেখে এই তাল এর সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি মনে পড়ে গেল । গত শতাব্দীর শেষদিকে যখন প্রথমবার দেওরিয়াতাল গিয়েছিলাম তখন প্রথম দর্শনেই সাধ জেগেছিল লক্ষীপূর্ণিমার রাতে এখানে একবার থাকতেই হবে। সেই ইচ্ছা পূরণ হতে পনের বছর সময় লেগেছিল। সে যে কি এক অনন্য অভিজ্ঞতা তা ভাষায় প্রকাশ করা যায় না। সারারাত এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি, শুধু দেখে গেছি।
    অনেক ধন্যবাদ 🙏

  • @sangitadas2230
    @sangitadas2230 15 днів тому +7

    পরিবেশ কে সুন্দর রাখার শিক্ষা ইস্কুলের থেকে আসে, আমি গর্ব করে বলছি আমার মেয়ে সেই ছোট্ট বেলার থেকে রাস্তায় যা খেত চিপস্ চকলেট সব পেকেট ব্যাগে করে নিয়ে আসতো বাড়িতে ডাস্টবিনে ফেলবে বলে, এখন বড় হয়েছে যতক্ষণ ডাস্টবিন না পাবে নিয়ে ঘুরবে, বন্ধুরা হাসে ওর কান্ড দেখে।

  • @Rohit_Wonder
    @Rohit_Wonder 15 днів тому +4

    প্রকৃতি নিজেকে এতো টাই সুন্দর বানিয়েছিল, ধ্বংস আমরা করেছি

  • @politicaldoctrineandmuchmo8012
    @politicaldoctrineandmuchmo8012 15 днів тому +12

    প্রকৃতি, ধর্ম, সংস্কৃতি, মানবজীবন যেখানে মিশে একাকার হয়, তার নাম ভারতবর্ষ।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 14 днів тому +2

    সেলুকাস বলেছিলেন,,,,,কি বিচিত্র এই দেশ,,,,,, সত্যিই ভারতবর্ষের এতো বৈচিত্র,যে আজীবন দেখে ও শেষ করা যাই না, যাবে ও না কোন দিন। আজকের ব্লগ এ প্রকৃতির সৌন্দর্যের তুলনা হয় না। খুব ভালো লাগলো দেখতে। ভালো থাকবেন।

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 15 днів тому +2

    অদ্ভুত একটা অনুভূতি হলো। একদম যাকে বলে
    Pristine Beauty। তোমার narration, ক্যামেরা ওয়ার্ক অতি প্রশংশনীয়। কত সাচ্ছন্দে বলে চলো!মনে হচ্ছিলো আমিও চলছি তোমাদের সঙ্গে। দারুন লাগলো। থসঙ্কস। ♥️

  • @binabhattacharjee
    @binabhattacharjee 4 дні тому

    কি অপূর্ব দৃশ্য! মন কেমন করার মতো! আহা! ঈশ্বর বলে কিছু আছে কিনা জানি না , তবে এই সৌন্দর্য ই ঈশ্বর!

  • @jayasreedas952
    @jayasreedas952 14 днів тому +2

    দেওরিয়া তাল মন কে মুগ্ধ করলো।পাপ পূন্যে‌ আমি বিশ্বাস করি না। আমি মন কে বিশ্বাস করি।পাপ পূন্যের বিচারের ভার উপর ওয়ালার উপর।একটা কথা মন থেকে বিশ্বাস করি জীবে পেম করে‌ যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।কথা মানার চেষ্টা করি কিছু করার চেষ্টা করি।পরের ভিডিও র অপেক্ষা য় থাকলাম ধন্যবাদ ।

  • @sketchdaily7314
    @sketchdaily7314 12 днів тому +1

    অনেক অজানা কে জানছি আপনাদের ভিডিও দেখে।। আপনাদের কে অনেক ধন্যবাদ।।।

  • @dibyenduparui
    @dibyenduparui 15 днів тому +3

    Prithvi da , you absolutely right about enviornment.

  • @saikatroy3318
    @saikatroy3318 15 днів тому +3

    অসম্ভব সুন্দর। আত্মার শান্তিই ধর্ম ❤

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 15 днів тому +2

    One of the best from Explorer SHIBAJI. খুব সাধারণ ট্রেক but অসাধারণ মনে র আরাম❤❤
    বিগত এক বছরের মধ্যে আফ্রিকার জঙ্গল সাফারি, শ্রীলঙ্কার গ্রাম আর দেওরিয়া তাল। 👌👌👌❤❤❤
    আর সব সময় যেটা বলি, ' অনেক ভালোবাসা দুজনের জন্য।
    Special thanks for environment care.

  • @user-jf9gp9ye1o
    @user-jf9gp9ye1o 13 днів тому +1

    সিবাজি বাবু অনেক অনেক ধন্যবাদ এইভাবে বিভিন্ন স্থানে দর্শন করানোর জন্য খুব ভালো লাগে আরতো যাওয়া সম্ভব নয় এই বয়সে ধন্যবাদ জয়গুরু জানাই ❤🎉❤🎉❤🎉

  • @aninditascreationandcooker7121
    @aninditascreationandcooker7121 14 днів тому +1

    খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো, আর পৃথ্বী ভাই ঠিক বলেছেন,পাপ পূণ্য বলে কোনো কিছু হয় না 😀❤

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 14 днів тому +1

    দারুন ভিডিও পৃথ্বী দা ঠিক বলেছে কথাগুলো ❤️❤️❤️

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 15 днів тому +3

    অসাধারণ একটা জায়গা দেখলাম শিবাজীদা পৃথ্বীদা ভীষণ ভালো লাগলো ভিডিও টা অপেক্ষায় রইলাম পরের ভিডিও র জন্য 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @syamaldas600
    @syamaldas600 15 днів тому +2

    খুব সুন্দর একটা জায়গা। খুব ভালো লাগলো ভিডিও টা।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @simadutta3052
    @simadutta3052 15 днів тому +1

    পৃথিজিৎ দা খুব সুন্দর কথা বলেন এবং বাস্তব টাকে তুলে ধরেন।

  • @NivaBanerjee-lx7ix
    @NivaBanerjee-lx7ix 15 днів тому +1

    অসাধারণ একটা জায়গা দেখলাম তোমরা দুজনে ভাল থেকো

  • @parthasarathimukherjee7551
    @parthasarathimukherjee7551 15 днів тому +1

    স্নিগ্ধ, মনোমুগ্ধকর দেওরিয়া তাল, ট্রেকটা দারুন লাগলো।

  • @spc3461
    @spc3461 15 днів тому +26

    দেওরিয়া তাল ট্রেক একটি অসাধারণ ট্রেক যা শুরু হয় সারি গ্রাম থেকে, যা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অবস্থিত। এটি শুরুতে ট্রেকারদের জন্য অত্যন্ত সুখবর। দেওরিয়া তালের অবিশাল দৃশ্য আপনাকে আশ্চর্য করবে। এটি গাঢ় বনযুক্ত, হরিত পরিবেশে অবস্থিত এবং পর্বতের পর্বতের সাথে মোহক দৃশ্যের সাথে সম্পৃক্ত।

    • @rashidasultana7982
      @rashidasultana7982 15 днів тому +1

      প্রকৃতির অপরুপ সৌন্দর্য সেই সাথে মনোরম পরিবেশ আপনাদের সঙ্গে দারুণ উপভোগ করলাম। আমরা দুজনে সব সময় আপনার ভিডিও গুলো দেখে আনন্দ পাই।এক অনবদ্য ভূমিকার অধিকারী আপনারা পরিবেশ সুরক্ষিত রাখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম। 😊😊

    • @maumitamajumdar6370
      @maumitamajumdar6370 11 днів тому

      Darun laglo amio khub enjoy korlam

  • @aninditaghosh7507
    @aninditaghosh7507 13 днів тому +2

    আমি 2014 -এ নৈনিতাল হয়ে গিয়েছিলাম জাগেস্বর নামের একটি স্থানে। সেখানেও শিবের মন্দির ছিলো। শীতকালে উত্তরাখণ্ডের এই স্থান গুল কার্যত বরফে ঢাকা থাকে। সেখানেও দেখেছিলাম এই কেদারনাথের আদলে বানানো মন্দিরের শিল্পশৈলী। অসাধারণ একটি জায়গা। মন্দিরের মুল পুরোহিতের বাড়ি চা খেয়ে অনেকগুলি কমলা লেবুর মত দেখতে খাট্টা নামক ফল নিয়ে এসেছিলাম সেবার। আজ আপনাদের ট্রেক দেখে মনে পড়ে গেল সেই স্মৃতি। আমাদের দেশ এতো সুন্দর, কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা সেই সৌন্দর্য্যকে বজায় রাখতে অসমর্থ। কেন মানুষ বোঝে না চারিপাশ পরিস্কার থাকলে প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে।

    • @tusarkantisrimany8215
      @tusarkantisrimany8215 11 днів тому +2

      প্রকৃতির ধ্বংসের কারণগুলো সোচ্চারে বলো , আর বলাও। একদিনে না হলেও একদিন হবেই ।কিছু লোকের বা সরকারের জলে ডোবার পরে কানে জল ঢোকে জানি । ভালো থেকো । একটা দুটো গান কি শোনানো যায়না পিথ্বিজিৎ ?

  • @saikatkghose8501
    @saikatkghose8501 15 днів тому +1

    পৃথিজিত দা অসাধারন উপমা তোমার।। তোমরা চিরো কাল এই ভাবে রঙিন হয়ে থাকো দাদা ।।🙏🙏🌹🌹🌹💕💕🎈🎈

  • @mahuyabaidya8051
    @mahuyabaidya8051 15 днів тому +1

    দারুন।দারুন।চলার।পথে।তোমাদের।কথোপকথন।অনেক।কিছুই।শেখার।অপূব্

  • @kekapaul9315
    @kekapaul9315 15 днів тому +1

    দারুন, বিশেষ করে তোমাদের কথা গুলো দারুন শিক্ষণীয়, সাবাস পৃথ্বী

  • @antarapaul8961
    @antarapaul8961 15 днів тому +3

    দাদা আমি 2010 সালে এখানে গেছিলাম ।এখন বিশাল পরিবর্তন ওই যে শিব মন্দির টা চেনাই যাছে না ওটাতে আমরা পূজো দিয়েছিলাম জঙ্গলে ফুটে থাকা ফুল দিয়ে।মন্দির এর পাশেই দেখলাম tent. আর রাস্তার মধ্যেই দেখলাম অনেক দোকান তখন এই সব ছিল না।চারপাশ ছিল আরও নির্জন। তবে টিকিট ঘর টা ওই রকমই আছে।যাই হোক খুব ভাল লাগল। আপনারা ভাল থাকুন ।BTF এ আপনাদের সাথে দেখা করেছিলাম।

  • @subratachhatui4256
    @subratachhatui4256 15 днів тому +1

    মন মুগ্ধকর পরিবেশ নিলিবিলি 😊😊

  • @thebongvisitors7554
    @thebongvisitors7554 12 днів тому

    দুর্দান্ত ট্রেক, সত্যিই কি শান্তি পূর্ন জায়গা, খুব ভালো লাগলো 😊

  • @bapisarkar1381
    @bapisarkar1381 15 днів тому +1

    দারুন সুন্দর লেগেছে। পৃত্থিজীৎ দার সাথে একমত। ভালো থাকবেন। 💐💐

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 15 днів тому +1

    asadharon sabuje dhaka paharsreni, apurbo deoria tal jaoar pother shyamolima, anabayo deoria taler soundarjyo, trinobhumir galichay matha rekhe sabuje ghera hrad o nil kasher kole baraphabrito sringer rup dekhte dekhte mon hariye jabe

  • @banighosh9288
    @banighosh9288 15 днів тому +1

    অসাধারণ লাগলো। মনমুগ্ধকর। তোমাদের চোখ দিয়ে এই অপরূপ দর্শন হৃদয় রঞ্জিত। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-wq1ib9tl7p
    @user-wq1ib9tl7p 15 днів тому +2

    অসাধারণ ভাই, আপনাকে ধন্যবাদ, মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, বাংলাদেশ থেকে, 🇧🇩🇧🇩👍

  • @SadhanaBanerjee-m3m
    @SadhanaBanerjee-m3m 14 днів тому +2

    Thank you.. Apnara 2 Jon banglar gorbo... 🙏💕

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 15 днів тому +1

    কি সুন্দর সত্যিই কি সুন্দর জায়গা। এই জীবনে যাওয়া হবে কিনা জানি না কিন্তু আপনার লেন্সে দেখাটা আজীবন মনে থাকবে। ভালো থাকবেন আপনারা।

  • @jagannathchakraborty8120
    @jagannathchakraborty8120 15 днів тому +1

    আরো কিছু সাবস্ক্রাইব করা ভ্লগ আছে যা আমি দেখি কিন্তু টুইন পর্ব মানে শিবাজী ও পৃথ্বীজিত এটা দারুণ অনুভূতি।

  • @user-cb5tw3vq6k
    @user-cb5tw3vq6k 15 днів тому +1

    Amra jokhon gechilam tokhon free chilo sob.. Aj theke prai 15 years age.. tungonath osadharon.. bhor bela sunrise specially

  • @ParnaSinha-po3eo
    @ParnaSinha-po3eo 15 днів тому +1

    Totally awesome. Can't believe that such a peaceful place still exists in this chaotic world.

  • @Pampa828
    @Pampa828 15 днів тому +1

    Khub sundar ekta jhakjhake vlog. Mone hoche sob chokher samne vase uthche...

  • @umamobile
    @umamobile 15 днів тому +13

    আমি দেওরিয়াতাল আর তুঙ্গ নাথ গিয়েছিলাম 2006 সালে। সেই মুগ্ধতা আজ‌ও মন ভরিয়ে রেখেছে। আপনাদের সঙ্গে আবার এতো বছর পরে সেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এ এক অনন‍্য অনুভূতি! আরো ভালো লাগছে এই জন‍্যে, যে বাস্তবে আমি আপাততঃ শয‍্যাশায়ী, ফিমার বোন ফ্র‍্যাকচারের সার্জারির পরে! আমার মন ভালো হয়ে যাচ্ছে!

    • @debupalda3688
      @debupalda3688 15 днів тому +1

      I pray to God your speedy recovery.

    • @umamobile
      @umamobile 15 днів тому

      @@debupalda3688 অজস্র ধন‍্যবাদ🙏

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 14 днів тому +5

      আপনার জন্যে অনেক শুভকামনা আমাদের তরফ থেকে,খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন❤️🙏

    • @umamobile
      @umamobile 14 днів тому +1

      @@PrithwijitOMonerManus অনেক ধন‍্যবাদ আপনাদের ! আমি অভিভূত! 🙏

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 14 днів тому +1

    Apnara j experience gulo share korchen, eta 1 ta BIRAT BIRAT PAONA.
    THANK U BOTH.

  • @A.CHOWDHURY
    @A.CHOWDHURY 15 днів тому +3

    নতুন নতুন জায়গার ছবি ও তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।তোমাদের চোখ দিয়েই সব দেখবো

  • @user-nw8ir5zy5v
    @user-nw8ir5zy5v 10 днів тому +2

    ট্রেকিং এর প্রাথমিক কিছু নিয়ম আছে..সেগুলো মেনে চললে, শারীরিক কোনো প্রতিবন্ধকতা না থাকলে পাহাড়ে ট্রেক করতে খুব ১টা কষ্ট হয় না....(১) ছোটো ছোটো স্টেপে হাঁটতে হয় (২) হাঁটার সময় কথা না বললে খুব ভালো (৩) হাঁটতে হাঁটতে না বসা ভালো, বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করবো, ছবি তুলবো (৪) দৌড়ো দৌড়ি ১দম নয় (৫) পেট ভর্তি খেয়ে হাঁটা নয়, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে কাজু কিশমিশ খেজুর চকলেট খাওয়া যেতে পারে এবং মাঝে মাঝে গলা ভেজানোর জন্য ১ঢোগ করে জল পান করা আবশ্যিক...এটা আমি আমার কলিগ ভাইয়ের কাছ থেকে জেনেছি এবং নিজে উপকৃত হয়েছি..তাই সকলের সাথে শেয়ার করলাম..ভালো থাকবেন 🙏

  • @durlovghosh9309
    @durlovghosh9309 14 днів тому +1

    Apurbo

  • @bidishachakraborty2746
    @bidishachakraborty2746 15 днів тому

    খুব সুন্দর এই দেওরিয়া লেক।
    এক কথায় অনবদ্য।

  • @uttambhattacharya6847
    @uttambhattacharya6847 15 днів тому +2

    ওখানে কিন্তু ভাল্লুক মামা নেমে আসে, পৃথিজিত যে ভাবে এগিয়ে হাঁটছিল যদি জানতো তাহলে কি,,,,,,,,❤

  • @kakalikoley3769
    @kakalikoley3769 15 днів тому

    দারুন সুন্দর জায়গা... খুব ভালো লাগলো ভিডিও টা👍

  • @lilachanda752
    @lilachanda752 14 днів тому +1

    ভগবা
    এই জায়গাটা কোথায় আমি জানতাম না । জায়গাটা খুব সুন্দর ও দুর্গম ঠাকুর তোমাদের দুজনকেই এগিয়ে যাওয়ার শক্তি দিক ভালো থেকো এই কামনা করি ❤❤❤❤❤

  • @dilipdas4986
    @dilipdas4986 15 днів тому

    অসম্ভব সুন্দর। খুব ভালো লাগলো

  • @jayasreedas952
    @jayasreedas952 14 днів тому

    মন পাগল করা এত সুন্দর নৈসর্গিক দৃশ্য৷ জানিনা কোন দিন যেতে পারব কিনা জানিনা কিন্তু ‌আপনারা আমার মত অনেকের সুপতো বাসনা এই ভাবে পূরণ করার জন্য অনেক ধন্যবাদ ।

  • @asimdas-ds8rf
    @asimdas-ds8rf 15 днів тому +1

    আপনাদের জন্য খুব সুন্দর জায়গা গুলো দেখতে পারছি। বাড়িতে বসে ।কোচবিহার থেকে বলছি।

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 15 днів тому

    অপূর্ব লাগলো। তোমরা হাঁটবে আমরা দেখব। অফুরন্ত ধন্যবাদ।

  • @debnandabanerjee4997
    @debnandabanerjee4997 15 днів тому +2

    সত্যি, অপেক্ষায় ছিলাম ❤

  • @user-um6oq3tp8s
    @user-um6oq3tp8s 14 днів тому

    দারুন লাগলো আজকের দেওরিয়া তাল ট্রেক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মনমুগ্ধ করেছে ❤❤

  • @subratasanyal8191
    @subratasanyal8191 15 днів тому +1

    দারুন লাগলো দেওরিয়া তাল ❤️

  • @JhimliPal-cp9fl
    @JhimliPal-cp9fl 14 днів тому

    Darun laglo.... Nature at its best 👍

  • @Sanchi0475
    @Sanchi0475 15 днів тому

    Aha! Ki darun jaega dekhalen. Pran bhore dekhlam . ashadharon

  • @debasisjana3220
    @debasisjana3220 15 днів тому

    খুব সুন্দর অসাধারণ।

  • @bongstory8744
    @bongstory8744 15 днів тому +1

    Osadharon laglo dada mughdho hoe gelm...
    Sometimes its the journey that teaches you a lot about your destination ❤❤❤❤❤❤

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 15 днів тому

    মন ভরে গেল দেওরিয়া তালের সৌন্দর্যে..অনেক ধন্যবাদ আপনাদের ❤❤❤❤

  • @chitramukherjee1360
    @chitramukherjee1360 14 днів тому

    অপূর্ব লাগছে ।খুব সুন্দর। শান্তির জায়গা।

  • @SubhaChatterjee-kx6pz
    @SubhaChatterjee-kx6pz 13 днів тому

    খুব ভালো লাগলো ভিডিও. আলাদা করে কি বলবো আপনাদের সব কটা ব্লগ ই মন ভরিয়ে দেয়. আপনার ব্লগ দেখা একটা নেশা হয়ে গেছে. আমিও ভীষণ বেড়াতে ভালোবাসি. তাই আপনার সব কটা ব্লগ দেখি. আর পাহাড় তো ভীষণ টানে. এই রকম ই থাকুন.

  • @chinmayhalder8939
    @chinmayhalder8939 13 днів тому

    অসম্ভব সুন্দর একটি ভিডিও 😊😊😊😊

  • @jamalahmed2084
    @jamalahmed2084 15 днів тому +1

    Dear Shibaji and Prithiwi,
    This is my late response to your last episode: “Rishikes to Sarigram”. To me, one of the best of your vlogs. Why? You came out of traditional narrative and devoted most of the time and your heartfelt concern on preserving the earth for our next generation. Your care for mother nature is unparalleled. I believe this has become your mission. Let's not forget the native American Indian proverb: "We have not inherited the world from our forefathers, we have borrowed it from our children."
    Shibaji and Prithiwi, both of you are gems of persons! Your love, affection, empathy and caring for the cyclist activist Subrata made me emotional. You are good souls.
    I want to close with the eternal quote from native American Chief, John Siahl (after whom the city of Seattle was named) : "The earth does not belong to man, man belongs to the earth."
    Warm regards.

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 14 днів тому

    আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤️

  • @tulaghosh5448
    @tulaghosh5448 11 днів тому

    Valo laglo deoriataal onek suvo kamona janai

  • @indraneemukherjee1565
    @indraneemukherjee1565 15 днів тому

    আজকের ভিডিও টা দারুণ লাগল , পরের ভিডিও অপেক্ষায় রইলাম ভালো থাকবেন 🙏

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 15 днів тому

    খুব সুন্দর লাগলো ,অপূর্ব সুন্দর জায়গাটি আপনাদের জন্য দেখতে পেলাম ।মন ভরে গেল। ধন্যবাদ।

  • @arundhatibhattacharjee9357
    @arundhatibhattacharjee9357 15 днів тому +1

    Ashadharan,apurbo laaglo dada..ami prothombar chopta,tungonath, sari village r deoriatal jai 1992 te,ki j apurbo sei experience jeta bhashaye prokash kora ashombhob,Mangal Singh er choti te chilam chopta te,tokhon koyekti choti chara r kichu chilo na sekhane,amader trekking er majhe ei 2-4joner naam na bollei noy,etoh aantarik chilen ei Mangal Singh jaar naam aapni paaben umaproshad mukhopadhyay er boi te,Amader ei bridhho manush ti j kotoh jotno kore rekhechilen seta aj o bhoolini,anek smreeti joriye ache ei jatrapath ti te,chopta theke sari village e trek korte hoyechilo amader, chakka bondh thakaye,poreo gechi ekhane aboshyo kintu prothombarer experience tulonaheen..aapnara khub bhalo thakben dada...amader sathe darun darun travel experience share korun,amra somridhho hoi..

  • @arpitapaul9028
    @arpitapaul9028 14 днів тому

    Apurbooo sundor ei deoriatal..... Khub bhalo lagloo❤❤

  • @sarmisthadas6340
    @sarmisthadas6340 13 днів тому

    অসাধারণ ভিডিও দেখে মনটা জুড়িয়ে গেলো , ভালো থাকবেন সবসময়

  • @krishnadey2505
    @krishnadey2505 14 днів тому

    During তাল trek খুব ভালো লাগলো, প্রাকৃতিক সৌন্দর্য এবং যে নির্জন পরিবেশ এর কথা উল্লেখ করেছেন তা উপভোগ করে আনন্দিত হলাম।

  • @Sunit2229
    @Sunit2229 14 днів тому

    অসাধারণ সাউন্ড মিক্সিং

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 15 днів тому

    বেশ ভালো লাগলো

  • @syedmosharof7685
    @syedmosharof7685 15 днів тому +1

    সুন্দরতম তোমাদের সাথে বাংলাদেশ থেকে মঙ্গল প্রার্থনা করি

  • @niveditaroy2964
    @niveditaroy2964 12 днів тому

    Deoria Taal, beautiful and serene lake. Indeed very peaceful environment. Loved the temple.
    🙏

  • @chetanjagani3305
    @chetanjagani3305 8 днів тому

    Darun❤😊nice vlog👌 beautiful

  • @gopalkundu9900
    @gopalkundu9900 15 днів тому

    ভীষণ ভালো লাগলো।

  • @pueroy1771
    @pueroy1771 15 днів тому

    Osadharon.....👌 sotti santir jayga

  • @parthasarathibiswas3158
    @parthasarathibiswas3158 15 днів тому

    অপূর্ব্ অপূর্ব্ 👌👌👌

  • @rideexplore5971
    @rideexplore5971 15 днів тому

    দারুন।। দারুন।।। এখানে এখনো প্রকৃতি অক্ষুন্ন আছে।।। বেশ ভালো লাগলো। যাওয়ার ইচ্ছা রইল।

  • @ritakarmakar3401
    @ritakarmakar3401 14 днів тому

    খুব ভালো লাগলো।

  • @sroy9620
    @sroy9620 15 днів тому +1

    Apnara ghurchen mone hocche ami ghurchi darun lagche

  • @uttammandal5044
    @uttammandal5044 15 днів тому

    Khub sundar

  • @triptighosh5470
    @triptighosh5470 15 днів тому +1

    আজকের এই ভ্রমণ ব্লগ অসাধারণ , অপূর্ব সুন্দর আর কিছু খুঁজে ই পাচ্ছি না এত এত সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগলো। গ্রামের ছবি টি একেবারে ছবির মত।👌👌👌👌👌👌।
    ইউটিউবে ভিডিও দিলে ভালো হয় আমার কাছে ফেসবুক পেজ বা অন্য কোন উপায় নেই যে দেখতে পারব।
    অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ রাত্রি।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 14 днів тому

    Deoriya Tal khub bhalo laglo. Ki apurbo landscape. Shanto sundor somahito.Khub bhalo thakben.

  • @worldofjayii5046
    @worldofjayii5046 13 днів тому

    দুর্দান্ত উপভোগ করলাম।এ জীবনে যাওয়া হলো না কিন্তু আপনাদের জন্য এত সুন্দর মনোহরণ দর্শন হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। অজস্র অজস্র শুভকামনাসহ ----- জয়িতা ঘোষ হালদার

  • @monibiswas2030
    @monibiswas2030 15 днів тому

    Dada sab information gulo khub khub helpfull darun laglo video ta

  • @babyjana1982
    @babyjana1982 14 днів тому

    খুব ভালো লাগলো দেখে ধন্যবাদ

  • @seniorcitizenrider
    @seniorcitizenrider 15 днів тому +2

    আমি 1997 সালে অক্টোবর মাসে স্ত্রী ও 9 বছরের ছেলেকে নিয়ে পঞ্চকেদার ট্রেকিংএর সময় দেওরিয়াতাল করেছিলাম।

  • @santanuroychoudhury7715
    @santanuroychoudhury7715 15 днів тому

    অসাধারণ লাগলো vlog টা 👌

  • @SomasWorld-fw4rz
    @SomasWorld-fw4rz 14 днів тому

    খুব ভালো লাগলো. Thank you, এই জায়গাটা দেখানোর জন্য.

  • @rumkipaul1321
    @rumkipaul1321 15 днів тому

    জায়গাটি সত্যিই খুব সুন্দর। ট্রেকিং এর পর্ব টা বেশ লাগল।

  • @apuchakrabarty8944
    @apuchakrabarty8944 15 днів тому +1

    সত্যি কথা বলতে কেদারনাথ এর মন্দির আর প্রকৃতি ছাড়া আর কিছু ভালো লাগে নি কিন্তু টুংগোনাথ বাবার মন্দির প্রকৃতি সেবক পুজা এবং বাবা টুংগোনাথ মহারাজ সব কিছুই খুব ভালো লেগেছে দাদাভাই ❤
    জয় শ্রী কেদার বাবা কেদারনাথ বাবাকি জয়🙏
    জয় শ্রী টুংগোনাথ বাবাকি জয়🙏
    জয় নন্দী মহারাজ কি জয়🙏
    হর হর মহাদেব 🙏🥰

  • @neworganicgardeningtips8422
    @neworganicgardeningtips8422 8 днів тому

    Khub valo laglo video ta.

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 14 днів тому

    খুব আনন্দ দিলেন। এত সুন্দর শান্তির জায়গা এই দেওরিয়া তাল। সত্যি এই সব জায়গায় গেলে মন recharged হয়ে যায়।❤ পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।

  • @FoodWithMoupa75
    @FoodWithMoupa75 15 днів тому

    Darun video

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 15 днів тому

    মনমুগ্ধকর ❤🙏

  • @debnandabanerjee4997
    @debnandabanerjee4997 14 днів тому

    অসাধারণ অসাধারণ সুন্দর। ভালো থাকুন। এগিয়ে চলুন।❤