সিগিরিয়া - রাবনের সোনার লঙ্কা? Sigiriya Lion's Rock | Anuradhapura | Bodhi Tree | Srilanka Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @prabirkumarghosh7002
    @prabirkumarghosh7002 Рік тому +679

    আমি cancer আক্রান্ত আপনাদের এই ভ্রমন যাত্রা দেখে দেখে আনন্দ নিচ্ছি। আপনাদের প্রায় সব vlog ই দেখছি। রোগটা মনেহয় আনন্দে সেরে উঠব।❤❤❤❤❤

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Рік тому +106

      আপনার জন্যে অনেক শুভকামনা রইলো,আপনি এই যুদ্ধে জয়ী হন সেই কামনা করি❤🙏

    • @AdvocateSaddamOfficial
      @AdvocateSaddamOfficial Рік тому +33

      আপনার সুস্থতা কামনা করছি। ❤

    • @aninditadeb855
      @aninditadeb855 Рік тому +20

      Sustho hoye uthun,anondo korun

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +206

      আপনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি, আমাদের ভিডিও আপনার প্রাণে যে আনন্দের রেশ সঞ্চারিত করতে সমর্থ হয়েছে তাতে আমাদের ভিডিও তৈরি আজ সার্থক। ভালো থাকুন, এভাবেই আনন্দে থাকুন।

    • @isuruthushan7107
      @isuruthushan7107 Рік тому +6

      Love you ,, get well soon

  • @kartickpal8195
    @kartickpal8195 Рік тому +29

    শ্রীলঙ্কা মানেই সবুজের সমারোহ। শ্রীলঙ্কা মানেই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। সুতরাং এই ব্লগটা অবশ্যই আমাদের মন ভরিয়ে দিল।

  • @prabirkumarghosh7002
    @prabirkumarghosh7002 Рік тому +10

    আপনার বলার ভঙ্গিমা দরুন, গল্পও শুনছি সঙ্গে অরিজিনাল পিকচার। অসম্ভব কে সম্ভব কোরে দেখছি আমরা। স্যালুট আপনাদেরকে।

  • @anurimakarak4550
    @anurimakarak4550 Рік тому +11

    এ বিস্ময় যেন শেষ হওয়ার নয়, বিস্মিতভাব আমার কাটতেই চাইছেনা। অসাধারণ

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Рік тому +24

    সমৃদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম..... শিবাজী বাবু ও পৃথ্বী বাবু আপনাদের দৌলতে। বুকে হাত দিয়ে বলছি। খুব ভাল থাকবেন। ঈশ্বরের আপন হাতের সৃষ্টি আপনারা। বিশেষ কৃপা সদাই বর্ষিত হোক আপনাদের ওপর। 🙏❤️

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg Рік тому +8

    দারুন লাগলো। ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে বেশ রোমাঞ্চিত লাগলো। বাংলায় srilanka দর্শন এটা প্রথম,তার জন্য explorer shivaji দা কে অসংখ্য ধন্যবাদ।

  • @ravindurajapakse7270
    @ravindurajapakse7270 Рік тому +31

    Sigiriya was a pleasure palace for king kashyapa .
    -Proved.
    Love from Sri Lanka 🇱🇰

    • @youtubeuserxix
      @youtubeuserxix Рік тому

      Good to see a Sri Lankan watching this. How did you come to know about this video?

    • @ravindurajapakse7270
      @ravindurajapakse7270 Рік тому

      UA-cam recommended this.
      Please add English captions

    • @youtubeuserxix
      @youtubeuserxix Рік тому +1

      @@ravindurajapakse7270 I see. Maybe the owner will add Eng subtitles in future.

    • @thisageeupethma6783
      @thisageeupethma6783 Рік тому

      @@youtubeuserxix I also enjoyed your videos a lot. I found it accidentally.Thanks for your positive comments.

    • @youtubeuserxix
      @youtubeuserxix Рік тому

      @@thisageeupethma6783 I am not the channel owner but thank you anyway ✌️

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Рік тому +6

    সিগিরিয়া এক কথায় অসাধারণ...অপূর্ব স্থাপত্য শৈলী সত্যিই মন কারে..অনেক ধন্যবাদ আপনাদের..❤❤❤❤

  • @user-sujata007
    @user-sujata007 Рік тому +7

    সবুজের সমারোহ ....অপূর্ব সুন্দর Lion's Rock.... দারুন লাগলো👌👌👌

  • @rchowdhury1151
    @rchowdhury1151 Рік тому +6

    সিগীরিয়ার স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে গেলাম,এর ভগ্ন দশা দেখে সত্যি খারাপ লাগছিল।সে যুগে এর কারিগরি দেখে অবাক হতে হয়।কত রহস্য ই না লুকিয়ে আছে খাঁজে খাঁজে।আর অতগুলো সিড়ি ওঠাও বেশ চাপের।কেবল মনে হচ্ছে পুরোনো গঠন টা যদি অবিকল থাকত।দারুন জিনিস দেখালেন।

    • @skipper2594
      @skipper2594 Рік тому

      HCP bell a british carried more than half of ancient stuff from sigiriya to britain, also there are records he was closed a secret door by concrete, you ll see many concrete marks in various holes in the rock

  • @patralikadeb5000
    @patralikadeb5000 Рік тому +4

    দারুন লাগলো লাওন রক,গাছ বাড়িটা খুব সুন্দর, আর চারিদিকে সবুজের সমারোহ,সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত।👌👌

  • @somachakraborty887
    @somachakraborty887 Рік тому +5

    পুরাণ ও ইতিহাস সমৃদ্ধ এই উপস্থাপনা টি খুব ভালো লাগলো।

  • @triptighosh5470
    @triptighosh5470 Рік тому +13

    শুভ দীপাবলি,
    আজকের এই পর্ব নিয়ে কিছু বলার নেই, আজকের এই পর্ব শুধু দেখতে হবে।👌👌👌👌👌👌👌 অসাধারণ। ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @jayabiswas1260
    @jayabiswas1260 Рік тому +3

    আজকের ব্লগটা সারা জীবন মনে রাখার মত ব্লগ।দারুন লাগলো।ভালো থাকবেন সবাই।

  • @rumkipaul1321
    @rumkipaul1321 Рік тому +3

    দারুণ সুন্দর একটা পর্ব দেখলাম। ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ পর্বও বটে। অপূর্ব শ্রীলঙ্কা।❤

  • @krishnahome3048
    @krishnahome3048 Рік тому +5

    Darun, darun bhalo laglo. Aar "Jhum re jhume dharti jhume sari aasman" haunts me. What a beautiful song.
    Definitely lion claw noy, eagle or hawk hote pare.
    In one word a fabulous view from your eyes to mine.
    Thank you

  • @aindreemukherjee383
    @aindreemukherjee383 Рік тому +46

    রাবণের লঙ্কাতেও আমাদের শিবাজী দা আর পৃথ্বীদা জয়ের আগুন জ্বালিয়ে আসলেন...দুর্ধর্ষ❤

  • @moloyadhikary7836
    @moloyadhikary7836 Рік тому +2

    অসম্ভব ভালো একটি ব্লগ। খুব সুন্দর এবং তথ্য যুক্ত ব্লগ

  • @chandranathmajumdar7584
    @chandranathmajumdar7584 Рік тому +3

    অপুর্ব vlog,অস্থির vlog,ইতিহাস ভূগোল সব আপনি সাথে নিয়ে ঘুরছেন ।আমার age 70 একটু একটু ভয় ও লাগছিল ।

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 Рік тому +1

    হাঁটুর সমস্যা নিয়ে এত সিঁড়ি উঠা সম্ভব না তাই আপনার দেখানো ভিডিও দেখে মন ভরে গেল। অনুরাধা পুরা টা ও খুব ইনজয় করলাম দেখানোর জন্য ধন্যবাদ।

  • @arundatta2423
    @arundatta2423 Рік тому +5

    খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য,সত্যিই দেখে মুগ্ধ হলাম। Lion Rock ও অনুরাধাপুরা র প্রাকৃতিক সৌন্দর্য এবং বৌদ্ধ স্তূপ গুলি ভীষণ মনমুগ্ধকর লাগল।
    পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম।
    আপনাদের সকলের কুশল কামণা করি।

  • @Rsuranjana
    @Rsuranjana Рік тому +2

    দুর্দান্ত লাগল শিগিরীয়া. Amish Tripathi র লেখা রামায়ণ পড়া ছিল বলেই আরও ভাল লাগলো.. Shibaji'র দেওয়া information গুলো খুব মূল্যবান.. তার সঙ্গে prithijit এর মন্তব্য অসাধারণ

  • @sabarisarkar5964
    @sabarisarkar5964 Рік тому +3

    অপূর্ব দৃশ্য।আপনাদের জন্যই এগুলো দেখা সম্ভব হচ্ছে। ধন্যবাদ দাদা রা।

  • @RabinGuharoy
    @RabinGuharoy Рік тому +1

    শিবাজী প্রীথিজিত বাবু এক অসাধারণ শ্রীলঙ্কার ভিডিও উপহার দিলেন মন ভোরে গেল আর আপনার ভাষ্য মনে হল ক্লাসে বসে আছি। নমস্কার।

  • @moumukherjee679
    @moumukherjee679 Рік тому +4

    Ashadharan laglo Srilankar Lion's Rock,thanks a lot for this video aar tree house ta darun❤👌👍💯

  • @abhilashkumar1009
    @abhilashkumar1009 Рік тому +2

    পৃথ্বীজিৎ দা হল শিবাজী দার পরিপূরক।
    খুব সুন্দর ভিডিও।

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 Рік тому +8

    সিগিরিয়া Lion's Rock----!!!! অবিশ্বাস্য সুন্দর!!❤️🙏❤

    • @graphicsibu
      @graphicsibu Рік тому

      ❤ অবিশ্বাস্য সুন্দর! nicely described!

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw Рік тому

    জয় শিবাজী জয় পৃথ্বীজিৎ।ধন‍্যবাদ আপনাদের এই মনোরম পৌরাণিক সুন্দর দৃশ‍্য উপহার দেওয়ার জন‍্য ও মূল‍্যবান তথ‍্য পরিবেশন করার জন‍্য।

  • @taposhmitra5849
    @taposhmitra5849 Рік тому +9

    তাহলে রাবনও সহযোগীদের বর্বর অসভ্য বলাহয় কেন?তারা তো সেযুগের দারুন সভ্য আধুনিক মানুষ ছিল!! ধন্যবাদ আপনাদেরকে।

    • @Sorrow-mz7ly
      @Sorrow-mz7ly 6 місяців тому

      রাবন থাকলে তো বর্বর অসভ্য হত , আসলে রাবন একটা কাল্পোনিক গল্প ছাড়া কিছু না

  • @pamelibasu6769
    @pamelibasu6769 Рік тому +2

    Sotti apnader maddhome eto apurbo sob jaiga dekhte pacchi. Itihas er sikkhika hisebe apnader a big thanks.

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 Рік тому +7

    আশ্চর্য লায়ন রক , দেখে অভিভূত , ভালো থাকুন সুস্থ থাকুন , ধন্যবাদ পরের পর্বের অপেক্ষায় রইলাম ।

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 Рік тому +1

    দুর্দান্ত লাগলো !! বিশেষ করে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য দিয়ে ভরা Lion's rock আর অনুরাধা পুরার বৌদ্ধ স্তূপ ...দশানন কিংবা রাজা কাশ্যপ যেই ওই প্রাসাদটি তৈরী করুন না কেন ...দারুণ সুন্দর আর ওখানে উঠতে অনেক স্ফিত ব্যক্তি বা মহিলাকে স্লিম হতে সাহায্য করবে 😊😊 আর শ্রীলঙ্কা যে এত সবুজে ঘেরা ভাবতেই পারিনি !!!! অপূর্ব অপূর্ব !! ❤

  • @tulikasahachatterjee551
    @tulikasahachatterjee551 Рік тому +3

    ভাই তোমরা কত সুন্দর যায়গায় যাও। আমরা ঘরে বসে সেই সব জায়গায় ঘুরতে যাই তোমাদের সাথে। দেখি তোমাদের চোখ দিয়ে। তোমরা যেখানে যাও সেখানকার রামকৃষ্ণ মিশন দেখাও তাহলে আমার খুব ভালো লাগবে।

  • @alokghosh7966
    @alokghosh7966 Рік тому +1

    আপনাদের ঐতিহাসিক ব্যাখ্যা সহ প্রত্যেকটি দ্রষ্টব্য স্থানগুলি, tree house, lion rock ইত্যাদি জায়গাগুলো দেখে খুব আনন্দ পেলাম। অথ'নেতিক অসুবিধা সত্বেও শ্রী লঙ্কা তাদের রাস্তাঘাট এবং পয'টন জায়গাগুলো খুব সুন্দরভাবে maintain করছে এবং বিদেশী মুদ্রা অজ'ন করছে। এরা গ্রাম দেখিয়ে ও বিদেশি মুদ্রা অজ'ন করছে। এগুলো আমাদের দেশ ও শিক্ষা নিতে পারে।

  • @prdhali5143
    @prdhali5143 Рік тому +5

    খুব সুন্দর লাগছে, অসাধারণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ 👍

  • @lutfunnahar4268
    @lutfunnahar4268 Рік тому +2

    অনাবিল আনন্দ লাভ করেছি আপনাদের এই পডকাষটি তে।।রাবনের প্রাসাদ ও অনুরাধা পুর দেখার আকাঙ্ক্ষা নিয়ে ❤জানাই দুজনকে ।

  • @arpitapaul9028
    @arpitapaul9028 Рік тому +2

    Ajker video ta durdanto lagloo.... bishes kore tree house, lion rock khub bhalo legechhe ..... Khub sobuj shohor Sreelanka ..... Porer video r opekkhay roilam...... ❤❤

  • @debumondal582
    @debumondal582 Рік тому +1

    আমরা তো মনে হয় কোনদিনও আপনার মতন বিভিন্ন দেশে ঘুরতে পারবো না কিন্তু আপনার চোখ দিয়ে বিদেশ দেখা এবং শ্রীলংকা দেখা খুব ভালো লাগছে দাদা দাদা আপনি ভালো থাকবেন

  • @shamimara7856
    @shamimara7856 Рік тому +4

    অসাধারণ বর্ণনা ! এই ২জনার সঙ্গে ট্যুরে যেতে পারলে ধন্য হতাম ।

  • @probhatpal3486
    @probhatpal3486 Рік тому +3

    দুজনকে শুভ দীপাবলির অভিনন্দন জানাই,আর শ্রীলঙ্কা ভ্রমণ অসাধারণ লাগলো........

  • @shakilahmed8715
    @shakilahmed8715 Рік тому +3

    আমি সৌদি থেকে আপনার ব্লগ গুলো দেখি💚যখন কাজ শেষ করে আপনার ব্লগ গুলা দেখি তখন মনে হয় সারাদিনের যে র্কম ব্যস্থতা এক নিমিশেই শেষ হয়ে যায়💛💛দোয়া ও ভালবাসা সব সময় ❤️❤️

  • @sudeshnabanerjee1613
    @sudeshnabanerjee1613 Рік тому +1

    আমার ইতিহাস খুব প্রিয় তাই অনুরাধাপুরা আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ শিবাজী দা ।

  • @Sai-w6t
    @Sai-w6t Рік тому +3

    Waaaaa ato din dhore wait kore finally pelam..thik etai dakhr jonno adhir agrohe chilam,👌👌👌👌

  • @mousreemajumder8223
    @mousreemajumder8223 Рік тому +1

    দারুণ সুন্দর জায়গা ...আর আপনার video as usual excellent

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena Рік тому +5

    আমি মনে মনে ভাবছিলাম, এটা সিংহের না হয়ে ঈগল বা কোনও বড় পাখির হতেও তো পারে, ঠিক তখনই তুমি ঈগলের কথাটা বললে।
    অপূর্ব অপূর্ব অপূর্ব, এমনটা কল্পনারও অতীত এই lion rock। তোমার photography তে সেটা আরও অনেক সুন্দর, অনিন্দ্য সুন্দর লাগছে।

    • @skipper2594
      @skipper2594 Рік тому

      some people think its a GARUDA bird bcz of the count of paws

  • @drzahedurrahman
    @drzahedurrahman Рік тому +2

    আপনাকে তো ভালো লাগেই, আজকাল পৃথ্বীজিৎ দাকেও বেশ পছন্দ আমার। ওনার মানুষকে হাসানোর এমন একটা ক্ষমতা আছে, যেটা সবার থাকে না। বেশ ভালো

  • @abhijeetpaul429
    @abhijeetpaul429 Рік тому +3

    আপনার দের জন্য এতো ভালো ভালো ইতিহাসের জায়গা দেখতে পাচ্ছি 🙏
    👍👍👍 ধন্যবাদ

  • @sanghamitrabhattacharya7654
    @sanghamitrabhattacharya7654 Рік тому +1

    Ki bolbo , vasa hariye felechhi. Weldone! Khub khub khub valo laglo. R upnara khub khub khub khub valo thakun.

  • @gaffarkhan2505
    @gaffarkhan2505 Рік тому +4

    দারুন দারন আর দারুন । সত্যিই অবাক আর অনবদ্য একদম চমৎকার হয়েছে দাদা অনেক ধন্যবাদ। বাংলাদেশ 😂 থেকে 🇧🇩 গাফ্ফার খান শিপলু

  • @swarnalidas8845
    @swarnalidas8845 Рік тому +2

    অসাধারণ অপূর্ব অনবদ্য অভুতপূর্ব দারুন দারুন। কিন্তু কষ্টোও খুব।

  • @pratyushmb
    @pratyushmb Рік тому +10

    Amazing background score along with spellbound visual! hats off to you Shibaji da and team! banglai travel vlog ke ekta alada height e niye jawar jonyo kudos to the entire team! thoroughly enjoyed.. :-) :-)

    • @graphicsibu
      @graphicsibu Рік тому

      Shivaji da amader moto notun vlogger der jonno onuprerona ❤

  • @ramanroy2208
    @ramanroy2208 Рік тому +2

    আপনাদের মাধ্যমে শ্রী লংকার অনেক কিছু দেখতে পেয়ে অভিভূত, দারুণ!!

  • @withsushobhan6295
    @withsushobhan6295 Рік тому +3

    ওটা আমারও মনে হলো পাখির...ঈগল কিনা সেটা বলা মুশকিল ...
    ❤❤দারুন লাগলো

  • @Crop682
    @Crop682 Рік тому +2

    আপনাদের দুজনের জুটি কিন্তু দারুন। খুব ভালো ব্যাখ্যা করেছেন।এইরকমই ব্যাখ্যা দরকার। আপনার চোখ দিয়েই আমার দেখা হয়ে গেল। যেতে নাইবা পারলাম।

  • @bimansaha7005
    @bimansaha7005 Рік тому +3

    অসাধারণ লাগছে শ্রীলঙ্কার সিরিজ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sjsfzx8800
    @sjsfzx8800 Рік тому +1

    আপনাদের দেখলাম,অসম্ভব, অসাধারণ। বিশেষ করে আপনার কথা বলার স্টাইল।

  • @arpanpal6166
    @arpanpal6166 Рік тому +3

    Very nice travelling blog thanks Shivajida Prithijeet da

  • @alpanachoudhury4113
    @alpanachoudhury4113 Рік тому

    Very informative post. Joto video dekhechi amar kache best chilo. Thanks janale kom hobe. Daruuun laglo

  • @arnabdatta125
    @arnabdatta125 Рік тому +13

    I believe Anuradhapura is a masterpiece location for scholars, studying Bushisht Study. Thank you Shivaji Da for sharing such an informative and distinctive visuals through your Blog.

  • @jayantadas5984
    @jayantadas5984 3 місяці тому

    আমার খুব ভালো লাগলো যে এতোটা সিরি হেটে আমাদের জন্য এতো সুন্দর একটা ভিডিও দেওয়া তা খুব খুব ভালো গাগলো

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Рік тому +5

    রাবনের লঙ্কা যে মিথ্যা নয় তার প্রমান দিলেন, অসাধারণ ভাবে অনুরাধাপুরম উপহার দিলেন মন ছুঁয়ে

  • @MichaelNaskar-hf5cl
    @MichaelNaskar-hf5cl Рік тому +2

    বন্ধু শিবাজী ও পৃথ্বীজিত আপনাদের অগাধ অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। আন্তরিক অভিনন্দন আপনাদের নিরলস কঠোর প্রচেষ্টার জন্য । আপনাদের ক্যমেরার চোখ দিয়ে আমরা বহির্বিশ্বকে চিনতে পারছি । ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যায়। ঈশ্বরের কাছে আপনাদের সার্বিক মঙ্গলের প্রার্থনা রইল।

  • @chetanjagani3305
    @chetanjagani3305 Рік тому +8

    Amazing rock❤😊srilanka is beautiful❤ nice views😊.

  • @bhaswatibhattacharya7285
    @bhaswatibhattacharya7285 Рік тому +1

    অসাধারণ একটা blog দেখলাম। Very interesting and informative ❤

  • @moumitachakraborty5752
    @moumitachakraborty5752 Рік тому +18

    The ancient ruins, the surrounding greenery...soothing and fascinating to watch 💚

  • @akbarhossain2680
    @akbarhossain2680 Рік тому +2

    দাদা দারুণ লাগছে, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি বাংলাদেশ থেকে । শুভকামনা আপনার জন্য ।

  • @simachakraborti8985
    @simachakraborti8985 Рік тому +2

    দুর্ধর্ষ ভিডিও, দারুণ লাগল 👌👌👌

  • @absiddique1262
    @absiddique1262 Рік тому

    আমি এই শ্রীলঙ্কা ভ্রমনের ভিডিও দেখলাম ভালোই লাগল, আর তার থেকে বড় কথা যেখানে যান সময়, কাল, সব কিছুই তুলে ধরেন, ধন্যবাদ, মুর্শিদাবাদ থেকে।

  • @KCMandal-fd8sr
    @KCMandal-fd8sr 6 місяців тому +3

    আপনাদের চোখে শ্রীলঙ্কা দেখে নিলাম ধন্যবাদ আপনাদের চোখে শ্রীলঙ্কা দেখে দিলাম অশেষ ধন্যবাদ আপনারা ভালো ভালো থাকুন

  • @anindachanda2080
    @anindachanda2080 Рік тому +2

    Pronaam 🙏 Shibaji Da o Prithwijit Da.
    Khub bhalo video.darun darun .
    Anek subhechha o bhalobasha 🙏🙏

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 Рік тому +6

    I'm in love with Srilanka for your presentation. Quite old to travel there so enjoying every bit of the video. Thanks to both of you. ❤

  • @priyasupria4795
    @priyasupria4795 16 днів тому

    দাদা অনেক অনেক শুন্দর দৃশ্য দেকলাম আমাও মনে হয় আপনাদের সাথে থাকি অনেক ধন্যবাদ আপনাদেরকে

  • @limonmia838
    @limonmia838 Рік тому +4

    Dada vlog gula aktu taratari diyn.... Love from Bangladesh ❤❤

  • @ramendrapaul9345
    @ramendrapaul9345 7 місяців тому

    আমি আপনাদের অনেক ভিডিও দেখেছি। আজ শ্রীলঙ্কার ভিডিওটা দেখে খুবই আনন্দ পেলাম। আপনাদের কে অনেক ধন্যবাদ ।

  • @spc3461
    @spc3461 Рік тому +21

    Wow, what an amazing video! I really enjoyed watching your exploration of the Lion's Rock, Anuradhapura and the Bodhi Tree in Sri Lanka. You captured the beauty and history of these places very well. I also liked the music and narration in the video. Thank you for sharing your experience with us. Explorer Shibaji, you are truly an inspiration for all the travelers out there. Keep up the good work! 👍👏🙌

    • @skipper2594
      @skipper2594 Рік тому

      bodhi tree in Lanka is the oldest human planted tree in the entire world according to WP

  • @jayitachakraborty4976
    @jayitachakraborty4976 Рік тому

    Khub khub bhalo laglo video ta..Daruuun enjoy korlam..

  • @SubhadipBera-u1l
    @SubhadipBera-u1l Рік тому +8

    দাদা সব Episode complete হয়ে যাওয়ার পর একটা tour plan দিলে ভালো হয় যেমন কতদিন ; কোনদিন কী কী দেখবো থাকার ভালো জায়গা ইত‍্যাদি

  • @NirveekSengupta
    @NirveekSengupta Рік тому +1

    শিবাজী দা আর পৃথ্বী দা - তোমাদের ভ্লগ সবার থেকে আলাদা। মিস করা যায় না। গোগ্রাসে দেখি বা গিলি আর ভ্রমণপিপাসা মেটাই।

  • @tapandeb4419
    @tapandeb4419 Рік тому +13

    Night stay in a tree house, Lion's rock, Bodhi tree, Anuradhapuram, skilled drone shot and the selective background song altogether an ultimate one, you deserve high appreciation for sharing such an worthy episode 👍👍👍👍👍👍👍

  • @biplobroy7363
    @biplobroy7363 Рік тому +1

    ঘরে বসে মজা নিলাম, উচ্চতায় উঠার রোমাঞ্চ নিলাম। পয়সা বেচেঁ গেল! তবে টপে উঠার পরে পৃথি মহারাজকে আর দেখা গেল না! নিশ্চয়ই কষ্টে চিতপটাং হয়েছিলেন তিনি! ধন্যবাদ।

  • @apratimdutta8172
    @apratimdutta8172 Рік тому +2

    Yes vlog গুলো তাড়াতাড়ি আসলে খুব ভালো হয় please 🙏🙏

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 Рік тому +1

    সিগিরিয়া দারুন দেখালে। খুব ভালো লাগলো। তোমার মাধ্যমে অনেক কিছু দেখতে পারছি। নানা দেশ ঘুরতে পারছি তোমার ক্যামেরার মাধ্যমে। ভালো থেকো আরও অনেক দেশ দেখবো এই আশাই করবো।

  • @ParnaSinha-po3eo
    @ParnaSinha-po3eo Рік тому +5

    Oshadharon laaglo. So much greenery. One more thing... THERE WAS NO GRAFFITI VISIBLE ANYWHERE.Anuradhapura was reverent.

  • @subhankarmitra1422
    @subhankarmitra1422 Рік тому +2

    1st comment. Dadar video dekhar jonnyo bose thaki amra.

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu Рік тому +10

    বিদেশ বিভুঁইয়ে বাংলায় ভিডিও নিয়ে দুই বাঙালির দাপিয়ে বেড়ানো খুব ভালো লাগে ❤️🙏

  • @minapaul5209
    @minapaul5209 Рік тому

    বাহ্ কি সুন্দর চুলের ডিজাইন, জামা কাপড় অসাধারণ অসাধারণ মেচিং❤️❤️

  • @amitavagupta3403
    @amitavagupta3403 Рік тому +4

    Was eagerly waiting for this video Sigiriya was simply wonderful.Undoubtedly,the best site to visit in Sri Lanka.Some call it the 8th Wonder of The World.Luckily,you did not face rain there
    In one point,I beg to differ with you.I have read in many places that our Varanasi is the oldest living City in the world and not Anuradhapura.Varanasi has been lived by humans since Mahabharat days .

  • @nargistalukder3968
    @nargistalukder3968 Рік тому +1

    এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 Рік тому +5

    অনেক আগেই আশা করে অপেক্ষা করছিলাম।তবে যা দেখলাম নয়ন জুড়িয়ে গেল। শুভকামনা রইলো। ❤️❤️

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 Рік тому +1

    Eto ananda pelam video ta dekhe ki bolbo,valo thakun,sustho thakun,apurbo laglo 👌👌👍

  • @diptadeepdas1590
    @diptadeepdas1590 Рік тому +36

    Both India and Srilanka had lions. 39000 years back lions in srilanka got extinct. In India lions were present from industry to bengal. Saudi, persia, turkey also had lions. In Asia lions are now found in Gujarat only. Hope you go there soon.

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +7

      Thank you so much!!

    • @biswadeepbanerjee4160
      @biswadeepbanerjee4160 Рік тому +1

      Wow....39000 years is a long time ,indeed! But yes it's true until about the end of the Mughal era lions were present ,although in reduced numbers ,in grasslands all over from Iran through present day Pakistan right through entire north India in grassland habitats after which massive hunting and destruction of habitat led to their demise in all but one single forest i. Western India .

    • @zil1832
      @zil1832 Рік тому +1

      @@explorershibaji Shibaji Da r uchit bhromon kahini lekha😍
      video r sathe lekha teo thakuk.

    • @graphicsibu
      @graphicsibu Рік тому

      Lions should be preserved ❤️

  • @biswajitghosh9814
    @biswajitghosh9814 Рік тому +2

    Ki aasadharan knowledge aponader. Salute both of you.

  • @sayantandatta6300
    @sayantandatta6300 Рік тому +7

    Your travel vlogs are of next level. I am ardent follower of your graceful presentation which is at per or even ahead of international standard travelogue coated with bengalee intellect. Class apart presentation. You are an erudite and it is reflected. Prithijit da complements aptly. Now you are an icon

  • @Safaet1971
    @Safaet1971 Рік тому +1

    MashaAllah tomader video gulo vision valo laagey 😊

  • @shiulidas9731
    @shiulidas9731 Рік тому +3

    ❤❤❤incredible shibaji ....you both did uphill task ..my god 😮....thank you so much for gifting us 💖 wonderful exquisite video ..god bless you both
    Ekdin kalyani te eso ...

  • @sampadas7861
    @sampadas7861 Рік тому

    সুন্দর তথ্যপূর্ণ ভিডিও। Photography videography অপূর্ব

  • @ananyadepal5546
    @ananyadepal5546 Рік тому +9

    ছন্দের যাদুকর সিংহল কবিতায় লিখেছেন"যৌবন তার সিংহের বশ ,--সিংহল নাম যার", এছাড়া শ্রীলঙ্কার জাতীয় প্রতীক সিংহ, আর ওখান কার রাজা দের titel ও সিংহ, সুতরাং সব মিলিয়ে এটা lion হয়তো ওখানে ছিল, অথবা রাজা দের বীরত্বের প্রতীক সিংহ। তাই lion rocks and paw এর symbol রয়েছে।

  • @GitaRoy-l8o
    @GitaRoy-l8o 10 місяців тому

    খুব ভালো লাগলো আমার মনে কোন দিন গিয়ে দেখতে পারবো। আপনাদের দৌলতে যেটুকু দেখলাম ধন্য। ধন্যবাদ

  • @justtanmay4062
    @justtanmay4062 Рік тому +3

    Shivaji da , Prithwijit da salute apnader. Apnara achhen bolei eisob durlov drishyo gulo dekhte pari. Anek valobasa. Apnara egiye Jan aro anek. Jate amra ghore bosei Sara prithibi ke dekhte pari.❤

  • @rinasengupta4334
    @rinasengupta4334 Рік тому

    আজ আবার বেশ কিছু দিন পর আপনাদের ভিডিও দেখছি। সত্যি আপনারা ভাগ্য বান একথা মানতেই,হয়, সাথে স্বীকার করে নিতে হয় নিজের দূর্ভাগ্য কে, নিজের না হোক আপনাদের দৃষ্টি দিয়ে সারা পৃথিবীর এমন অনেক কিছুই দেখতে পাচ্ছি মা আমার কখনো ই চাক্ষুষ দেখা সম্ভব হতো না।
    ধন্যবাদ আপনাদের।😊