আমার কাছে মনে হয় আমি শক্তিশালী ব্যক্তিত্বতের একজন নারী। আমি কারো প্রতি তেমন নির্ভরশীল নই, সেটা সুখের বেলায় হোক বা দুঃখের বেলায় হোক। আমি জানি আমাকে দুঃখ ও সুখ দেয়ার ক্ষমতা কারো নেই, আমার সৃষ্টিকর্তা ব্যতিত । আমি সত্য কথা বলতে পছন্দ করি। আমি আমার চিন্তার দিক দিয়ে স্বাধীন। আমি নিজে সুখে থাকি এবং অন্যকে সুখে রাখতে চেষ্টা করি। আমি আগেই বলেছি কেউ ইচ্ছে করলে আমাকে সুখ দিতে পারে না, আবার ইচ্ছে করলে আমাকে কষ্ট দিতে পারে না। আমি আগে চিন্তা করে দেখি তার কথায় আমার কষ্ট বা সুখ পাওয়া উচিত হবে কিনা। কিছু কিছু সময় মানুষ আবেগী হয়। কিন্তু আমি আবেগকে একটু কমই প্রাধান্য দেই। আবেগে কাউকে ভালোবাসি না, আবার আবেগে কাউকে ঘৃণাও করি না। অন্যকে খুশি করার জন্য মাঝে মধ্যে কাজ করি, তবে তোষামোদের দিক দিয়ে নয়। আমার কাজের উদ্দেশ্য প্রথমত সৃষ্টিকর্তার সন্তুষ্টি। যেখানে সৃষ্টিকর্তার সন্তুষ্টি নেই, সেখানে কে খুশি হলো আর কে কষ্ট পেল তা আমার যায় আসে না। মানুষ একেবারে পরিপূর্ণভাবে দোষমুক্ত হতে পারে না, তবুও আমার নৈতিকতার দিকটা ভালো রাখার চেষ্টা করি, অহংকার, হিংসা, ঈর্ষা, জেদ, পরনিন্দা, গীবত,কথা লাগানো এগুলো মানুষের নৈতিকতাকে ধ্বংশ করে দেয়। কষ্ট হলেও পরিস্থিতি মোকাবেলায় এগুলো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। অনেক সময় জয়ই হই আবার মাঝে মধ্যে পরাজয়ই হই শয়তানের কুমন্ত্রণায় পরে। তবে নৈতিকতা ভালো রাখতে চেষ্টা করি। জীবনের একটা পরিকল্পনা হলো ভালে মানুষ হয়ে মৃত্যুবরন করা। তাই কিছুটা সেই পরিকল্পনা করে চলতে চেষ্টা করি। আগে অনেকের জন্য চিন্তা করতাম এখন নিজের জন্য একটু বেশি চিন্তা করি। আগে অন্যের ভুল ধরতাম এখন নিজের ভুল গুলো ধরি। কেন জানি মনে হয় আমি আত্মাকেন্দ্রীক হয়ে গেছি। আমার তেমন কিছু নেই সাধারণত একজন গৃহিণী তবুও মনে হয় আমার অনেক কিছু আছে। সব কিছু তেই খুবই সন্তুষ্টি মনে হয়। দুঃখ নেই, হতাশা নেই, ভয় নেই। আকাঙ্খা নেই। এগুলো মনে এলে আল্লাহর প্রতি ভরসা করি ও কৃতজ্ঞ হই। মাঝে মধ্যে মনে হয় আমার মতো সুখি মানুষ আর নেই। আমি আমার শরীর ও মেধার প্রতি যত্নশীল। কারন ভালো মানুষ হয়ে মৃত্যুবরন করতে চাইলে এদুটোর খুবই প্রয়োজন। আমার ইচ্ছে মৃত্যুর পূর্ব মূহুর্তেও যেন আল্লাহকে স্বরন করার সঠিক মেধা টুকু আমার থাকে। আমিন! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏 আমি একদম নিখুঁত নই!!❤️❤️
জানিনা আমি কতটুকু ব্যক্তিত্ববান । তবে আপনার কথার সাথে অনেকটাই মিলে গেছে । একটা কথা বলছেন যে অনেক না হলেও কিছু সংখ্যক বা আপনার পরিবারের লোক পাশে থাকবে। কিন্তু না আমার জীবনে অনেক ঝড় ,তুফান , আগুন ,চলছে বিশটা বছর ধরে কাউকে পাশে পাইনি একমাত্র ব্যক্তিত্বের কারনে। জানিনা এ যন্ত্রণা থেকে আল্লাহ আমাকে কখনো পরিত্রাণ দিবে কি না ।
কথাগুলো অনেক ভালো লাগলো। নিজেকে সৎ রেখে, অন্যের কাছে বেশি প্রত্যাশা না করে, মানুষের জন্য কিছু করতে পারার মনমানসিকতা নিয়ে বেঁচে থাকতে পারলে অনেক ভালো তাকা যায়।
আমার জীবনের সেরা ব্যাক্তিত্বের একজন মানুষ ছিলেন আমার দ্বিতীয় মা অর্থাৎ যাকে সাধারণত আমরা সৎ মা বলি। তিনি ছিলেন একজন আদর্শ নারী আমার দেখা মতে। আল্লাহ তাকে বেহেশত দান করুন, আমিন। দোয়া করবেন সবাই তার জন্য।
আমার জীবনে দেখা মানসিক দিক থেকে ও ব্যাক্তিত্যে শক্তিশালী নারী আমার আম্মু। আমার যখন জন্ম হয় তখন আমার আম্মু ছিলেন সদ্য নার্সিং কলেজ থেকে পাশ করা তরুণী। আমাকে নিয়ে সংসার ও চাকরী সামলেছেন,একে একে আমার আরো দুটো ভাইবোন হয়েছে।আমি বড় হয়েছি, আম্মুকে ও বার্ধক্য ছুঁয়েছে, কিন্তু এখনো জীবনের সব ছোটবড় ঝামেলা গুলোর খুব সহজ সমাধান পাই আম্মুর কাছে।জানিনা,আমি কখনো আম্মুর মত মা হয়ে উঠতে পারব কিনা তবে তার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনার ভিডিওগুলো থেকে অনেক উপকার পাই,ধন্যবাদ।
আমার জীবনে শক্তিশালী নারী ব্যক্তিত্ব আমার আম্মা। তিনি এখন বেচে নেই।মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাত নসীব করুন - আমিন ভিডিওটি দেখে অনেক উপকৃত হলাম। অনেক ধন্যবাদ
Sundor alochona mone hoye ami shi nari but amar ai sub chinta dharar kono mollu ni aca aca ki valu thaka jai decetion nibe ora vul hole amar dhos thokhon sobi jar jar moto kost gulo shudhu amar
জানি না কতটুকু শক্তিশালী পারসোনালিটি মানুষ আমি আমার কাছাকাছি মানুষগুলোর কাছে। তবে আপনার বলা বৈশিষ্ট্য গুলি অনেকাংশে মিলেছে আমার সাথে। এবং যত যাই হোক না কেন আমি আমার এই সৎ গুণাবলীর সাথে কখোনোই কম্প্রমাইজ করি না করব না। আর মানুষের কাছে প্রত্যাশা আমি রাখি না। জীবনে বেশ কিছু দেখেছি বুঝেছি। এরপরই প্রত্যাশাটা আর রাখি না। আগেই মন কে সেট করেই নেই যে রিটার্ন টা নেগেটিভ আসতে পারে। ধন্যবাদ এত সুন্দর করে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য। প্রতিটা নারীকে সর্বপ্রথম তার নিজেকে ভালোবাসা উচিত।
আমার জীবনে এমন কোন শক্তিশালী নারী চরিত্র নেই যাকে আইডল মানা যায় 😢 তবে আমি চেষ্টা করছি প্রতিনিয়ত সে রকম হওয়ার ,, ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য।
যদি আপনি কারো কাছে কিছু আশা করেন সেটা আপনার অসুখের কারন হবে! সাড়া জীবন দিয়ে যান, এবং দেয়ার মানসিকতা রাখেন, ভাল থাকবেন! আমার মেয়ে নাই, ছেলের বউকে মেয়ে ভাবি! রাস্তায় মেয়েদের দেখলে,মেয়েই ভাবি! আমার অনেক ভালো লাগে! তবে আওয়ামী লীগের এই শাসনামলে যেভাবে মেয়েদের পোশাক এর ধরন পরিবর্তন হচ্ছে লজ্জা পাই! হিন্দুদের ঘৃনা করিনা কিছু মানুষের পোশাক কে ঘৃনা করি! আমার লজিং মাষ্টার এর তিন স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী আমার প্রিয় ব্যক্তিত্ব! She love me very much! Even most her own child From 1968! She was wife of renowned Chairman As very beautiful locking lady. "My favourite lady!"
জীবন চলার গতিতে নারীরা সবসময়ই সবল মনোবল এর অধিকারী! প্রতিটি নারীর-ই strong personality strong principles রয়েছে! তবে দেশ,সমাজ,পরিবারের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণেই নারীরা নিজেদেরকে expose করতে পারেন না! মনে হয় সকল নারীরাই আমার সাথে একমত!
আমার কাছে শক্তিশালী ব্যক্তিত্ব হচ্ছে আমার মা। তবে তিনি কখনো নিজের যত্ন নেন নাই।খুবই অল্প বয়সে নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছেন।উনার জীবনটা খুবই কঠিন ছিল ।
1. Indepence from trauma bond. Power to say no to abusive relationship. 2. Balance between self love & responsibility. 3. Self awareness. ( self purification, rectification, justification, improvement of own behaviour) 4. Don't focus on people. (Check balance your expectations) 5. Raise your ethical standard. (honesty, authenticity and compassion) 6. Priority setting. 7. Self care.
আমি “Human Development “ & “Life Skills” প্রশিক্ষক হিসেবে ২০ বছর কাজ করেছি। আমি নিজের মধ্যে আগে মানবিকতা ও জীবন দক্ষতার বিষয়গুলো ভালভাবে শিখেছি, অনুধাবন ও আত্মস্থ করেছি, চর্চায় এনেছি এবং পরবর্তীতে অন্যদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করেছি। জীবন দক্ষতার মূল ১১ টি দক্ষতার মধ্যে আপনার আলোচিত সব বিষয়গুলো রয়েছে, ধন্যবাদ আপনি নিজে এই প্ল্যাটফর্মে অন্যদের জন্য সচেতনতামূলক এই কথাগুলো জানানোর চেষ্টা করছেন।
ভীষণ ভাবে উপকৃত হলাম আপনার এই ভিডিও টি দেখে ও শুনে। আমি অনেকের সাথে এই ভিডিও টি share করলাম যাতে তারাও একটু মনের জোর পায়। আমার জীবনে দেখা সব থেকে শক্তিশালী ব্যক্তিত্বের নারী আমার মা। তাঁর ব্যক্তিত্ব, ধৈর্য্য, ইচ্ছাশক্তির জোর আমায় আজও ভাবায়। আমি নিজেও সেই মায়েরই অংশ। তাঁর দ্বারাই বিশেষ ভাবে অনুপ্রাণিত।
শক্তিশালী নারী আমি নিজেই। আমার এলাকায় আমি ব্যতিক্রম ভাবে সফল, আলহামদুলিল্লাহ।অনুপ্রেরণা আমার মামারা বিশেষ করে বড় মামা। আল্লাহ তায়ালা তাকে জান্নাত বাসী করুন
আমার কাছে স্ট্রং পার্সোনালিটি নারী হলেন হযরত খাদিজা ।এরপর আমি নিজে ।কারণ শত কষ্টেও আমি ভেঙ্গে যায় নি।এখনো ভালো কিছু স্বপ্ন দেখি।আর ইনশাল্লাহ একদিন তা পূরণ হবে।
আলহামদুলিল্লাহ্ আল্লাহ্পাক এই শক্তিশালী নারী হওয়ার গুনাবলি দিয়েছেন। আমি কঠিন সময়ে নিজেকে সামলাতে পারি।আললাহর উপর ভরসা রাখি সব সময়।দোয়া করি আল্লাহ্ যেন আপনাকে নেক হায়াত দান করেন।
Ami onk strong person... Ami amk happy rakhar try kori.. Amr sosur bari theke study korte dei nai.. But ami onk try koresi r akhono study korsi.. Vlo na lagle boi pori ...R apnar kotha sunar por ro besi nijer jonno korte issa korse... Thanks apu... Amr jonno sobai dua korben...
আমি মনে করি একজন স্ট্রং মেয়ে নিজের মনকে সম্মান করে নিজেকে ভালোবাসে, নিজের দায়িত্ব কে সঠিক ভাবে পালন করা,নিজের আশেপাশে সবাই কে যতটুকু সম্ভব ভালো রাখা, নিজেকে ভালোরাখতে জানতে হয়,আনন্দ সৃষ্টি করতে হয় নিজের ব্রেন কে সাজেশন দিয়ে চলতে হয়।
অসাধারণ লাগলো কথাগুলো। কিন্তু আমার জন্য অনেক দেরি হয়ে গেছে হয়তো। অনেকটা সময় পার করে ফেলেছি। তবে এখন ভাবছি যতদিন যেসব আপনজনদের সাথে বেঁচে আছি তাদের সাথে ভালো থেকে ঘুরে দাড়ানোর কথা চিন্তা করছি। ইন শা আল্লাহ পারবো। একসময় আমিও আমার স্বামীর প্রতি A থেকে Z অবধি প্রতিটি কাজ দায়িত্বের সাথে করতে ভালবাসতাম। কিন্তু কিছুদিনের মধ্যে দেখলাম আমাকে প্রচন্ডভাবে অবহেলা অবজ্ঞা করতে শুরু করেছে। ভালো কাজের কোন ভালো ফিডব্যাক তো নাইই, উল্টো মানসিক কষ্ট দিতে শুরু করেছে। দীর্ঘ সময় এটা মেনে নিতে পারিনি। প্রতিবাদ শুরু করাতেই জটিলতা তৈরি হয়েছে।
Masha Allah অসাধারণ গুছানো আলোচনা, আমার কেনো যে মনে হয় আপনার আলোচনা সবার একবার হলেও শুনা উচিৎ অনেক কিছু শেখার আছে আমাদের, মেডাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।🙏
ওয়াও খুব সুন্দর ব্যাখ্যা, আমার মনের কথা।।এমন এক ক্লাস ওয়ান অফিসারকে ( ফিমেল) চিনি উনি বিয়ের সময় সব ফার্ণিচার নিয়ে গেছেন শ্বশুরবাড়িতে, আবার গর্ব করে বলে আমার নিজের খরচ নিজে চালাই, হাজব্যান্ডের কাছ থেকে খরচ নেইনা।।( রাষ্ট্র এবং ধর্ম যে অধিকার দিয়েছে সেটা কেন নিবোনা)।ইভেন উনি কর্মজিবী নারী তাই উনার সংসারের( হাজব্যান্ডসহ/বাচ্চা) দেখাশুনা করে উনার মা, সবচেয়ে ভয়ানক কথা বলে আমি রান্না পাড়িনা আমার ৬৫+ বয়সের আম্মু রান্না কড়ে এখনো।।তখন মনে হয় এ কেমন আত্মনির্ভরশীলতা যে নিজের ৬৫+ বছরের মায়ের এখনো ছুটি হয়নি।। শেষকথা আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলেন।।
আমার দেখা স্ট্রং পার্সোনালিটি মধ্যে রয়েছেন আমার বড় আপু কানিজ ফাতেমা। যিনি আমাদের পুরো পরিবারের জন্য অনেক করেছেন। আল্লাহ আপুকে উত্তম প্রতিদান দান করুন আমীন
1. Independence. 2. Balance between self love and responsibility. 3. Self awareness. 4. Don't focus on people . 5. Raise your ethical standard. 6. Priority setting. 7. Self care
My Mother my Sister n myself too We r very strong inspired by Mother for sure ..... She's a amazing Woman' I feel scared to lose her God bless her with long life she's my Idol
Amar sejo kakimaa,, uni akjon high school teacher,, sei sathe uni onek valo moner manush,, sob dik bojay rekhe cholte paren.. onar theke onek kichu sekhar ache...
মেয়ে হয়ে ছোট্ট বেলা থেকে পরিবার কে পূর্ণ করতে করতে নিজে এখন শূন্য প্রবাস থেকে হাজার হাজার টাকা কামাই কিন্তু নিজের জন্য কিছুই নেই জীবন টা খুব কঠিন তবে দিন সেষে সবাই একা
@@mohibullah7921 আপনি ধার্মিক হওয়ার আগে ভদ্রতা বিষয়টাও মাথায় রাখবেন।অপরিচিত একজন নারীকে বিপর্যস্ত জীবন থেকে বিয়ে করে বের হওয়ার পরামর্শ দিলেন ।এটুকু ভদ্র ছিল।কিন্তু পরের ২টা শব্দ লিখে অর্থাৎ নিজের biodata youtube কমেন্টে না দিয়ে আপনার লেখা উচিত ছিল, যে আপনি কী ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন।আপনার মনে হয়, সততার সাথে কিছু সহযোগিতা আপনি তাকে করতে পারবেন।সুতরাং বিজ্ঞাপন দেওয়ার আগে সত্যিকার অর্থে ধার্মিক ও শিক্ষিত হয়ে নিন।
আমার মা এবং বোন,,, এরা দুজনেই strong personality র মানুষ।।। যদিও আমার মা House maker. কিন্তু এতে ব্যক্তি স্বত্ত্বায় এতটুকু প্রভাব ফেলতে পারে নি।।। ❤️❤️
সবার জন্য ভাবতে ভাবতে এমন পর্যায়ে এসে গিয়েছি যে আমি নিজেই depression এ, তাউ এটা যথেষ্টনা আমার পরিবার বা অন্য কার কাছে, দিন শেষে আমি খারাপ, তাই আজ বড় একা একা লাগে, আপনার মত চিন্তার একজন মানুষ পাশে থাকলে মানসিক ভাবে অনেক শান্তি পেতাম, ভেংগে পরেছি খুবি🥺
আমার একটি 1 বছরের মেয়ে আছে।আমি মেয়ে হিসেবে & মা হিসেবে ব্যালেন্স করতে কোথাও একটা self confidence er অভাব চলে আসে!but ami বিশ্বাস করি আমি মানসিক দিক থেকে শক্তিশালী হতে পারব।আপনার কথাগুলো সেই দুর্বল মনোভাব কে কাটিয়ে ওঠার শক্তি দিয়েছে। ধন্যবাদ ম্যাম।💝
মাসাআল্লাহ আপু,আলহামদুলিল্লাহ্ খুবই সুন্দর কথা গুলো। আপনার কথা গুলোর সাথে আমিএকমত। শুধু আল্লাহর জন্য সবাইকে ভালোবাসো দেখবেন কেমন ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান
I believe you are one of the strongest women I have ever seen in my life... Please make lots of videos about women life, behavior and so many many topics which relates directly to a woman's life
আমার কাছে মনে হয় আমি শক্তিশালী ব্যক্তিত্বতের একজন নারী।
আমি কারো প্রতি তেমন নির্ভরশীল নই, সেটা সুখের বেলায় হোক বা দুঃখের বেলায় হোক।
আমি জানি আমাকে দুঃখ ও সুখ দেয়ার ক্ষমতা কারো নেই, আমার সৃষ্টিকর্তা ব্যতিত । আমি সত্য কথা বলতে পছন্দ করি। আমি আমার চিন্তার দিক দিয়ে স্বাধীন। আমি নিজে সুখে থাকি এবং অন্যকে সুখে রাখতে চেষ্টা করি। আমি আগেই বলেছি কেউ ইচ্ছে করলে আমাকে সুখ দিতে পারে না, আবার ইচ্ছে করলে আমাকে কষ্ট দিতে পারে না। আমি আগে চিন্তা করে দেখি তার কথায় আমার কষ্ট বা সুখ পাওয়া উচিত হবে কিনা। কিছু কিছু সময় মানুষ আবেগী হয়। কিন্তু আমি আবেগকে একটু কমই প্রাধান্য দেই। আবেগে কাউকে ভালোবাসি না, আবার আবেগে কাউকে ঘৃণাও করি না। অন্যকে খুশি করার জন্য মাঝে মধ্যে কাজ করি, তবে তোষামোদের দিক দিয়ে নয়। আমার কাজের উদ্দেশ্য প্রথমত সৃষ্টিকর্তার সন্তুষ্টি। যেখানে সৃষ্টিকর্তার সন্তুষ্টি নেই, সেখানে কে খুশি হলো আর কে কষ্ট পেল তা আমার যায় আসে না। মানুষ একেবারে পরিপূর্ণভাবে দোষমুক্ত হতে পারে না, তবুও আমার নৈতিকতার দিকটা ভালো রাখার চেষ্টা করি, অহংকার, হিংসা, ঈর্ষা, জেদ, পরনিন্দা, গীবত,কথা লাগানো এগুলো মানুষের নৈতিকতাকে ধ্বংশ করে দেয়। কষ্ট হলেও পরিস্থিতি মোকাবেলায় এগুলো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। অনেক সময় জয়ই হই আবার মাঝে মধ্যে পরাজয়ই হই শয়তানের কুমন্ত্রণায় পরে। তবে নৈতিকতা ভালো রাখতে চেষ্টা করি।
জীবনের একটা পরিকল্পনা হলো ভালে মানুষ হয়ে মৃত্যুবরন করা। তাই কিছুটা সেই পরিকল্পনা করে চলতে চেষ্টা করি। আগে অনেকের জন্য চিন্তা করতাম এখন নিজের জন্য একটু বেশি চিন্তা করি। আগে অন্যের ভুল ধরতাম এখন নিজের ভুল গুলো ধরি। কেন জানি মনে হয় আমি আত্মাকেন্দ্রীক হয়ে গেছি। আমার তেমন কিছু নেই সাধারণত একজন গৃহিণী তবুও মনে হয় আমার অনেক কিছু আছে। সব কিছু তেই খুবই সন্তুষ্টি মনে হয়। দুঃখ নেই, হতাশা নেই, ভয় নেই। আকাঙ্খা নেই। এগুলো মনে এলে আল্লাহর প্রতি ভরসা করি ও কৃতজ্ঞ হই। মাঝে মধ্যে মনে হয় আমার মতো সুখি মানুষ আর নেই। আমি আমার শরীর ও মেধার প্রতি যত্নশীল। কারন ভালো মানুষ হয়ে মৃত্যুবরন করতে চাইলে এদুটোর খুবই প্রয়োজন। আমার ইচ্ছে মৃত্যুর পূর্ব মূহুর্তেও যেন আল্লাহকে স্বরন করার সঠিক মেধা টুকু আমার থাকে।
আমিন!
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏
আমি একদম নিখুঁত নই!!❤️❤️
Well job sis
Me too💝💝
আলহামদুলিল্লাহ,বারাকাল্লাহু ফি হায়াতি
Nijer sathy Pura mile galo.. Ami housewife and student of eden mohila college..I have two male child.. Ami sob cha bashi Allah k valobashi
আপু ইচ্ছে মৃত্যু টা একট বুঝিয়ে বলবেন
Khubi Valo legese karon amio amoni.
জানিনা আমি কতটুকু ব্যক্তিত্ববান । তবে আপনার কথার সাথে অনেকটাই মিলে গেছে । একটা কথা বলছেন যে অনেক না হলেও কিছু সংখ্যক বা আপনার পরিবারের লোক পাশে থাকবে। কিন্তু না আমার জীবনে অনেক ঝড় ,তুফান , আগুন ,চলছে বিশটা বছর ধরে কাউকে পাশে পাইনি একমাত্র ব্যক্তিত্বের কারনে। জানিনা এ যন্ত্রণা থেকে আল্লাহ আমাকে কখনো পরিত্রাণ দিবে কি না ।
আমার কাছে শক্তিশালী নারী হলেন, হযরত খাদিজাতুল খুবরা(রাঃ)।
আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন,এগুলো আমি বিভিন্ন ইসলামিক বুকে পড়েছি💚
আপু খুবরা হবে না,কুবরা হবে
bu se
আমার কাছেও 💙 আমার আদর্শ নারী 💙
❤
আমার কাছেও 🥰🥰
আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আমার মা। তার এত ধৈর্য, অথচ তার মেয়ে হয়ে আমি বিন্দুমাত্র ধৈর্য নেই। My mom is the worlds best mom. I ❤ U maa ❤️❤️❤️
কথাগুলো অনেক ভালো লাগলো। নিজেকে সৎ রেখে, অন্যের কাছে বেশি প্রত্যাশা না করে, মানুষের জন্য কিছু করতে পারার মনমানসিকতা নিয়ে বেঁচে থাকতে পারলে অনেক ভালো তাকা যায়।
❤
আমার জীবনের সেরা ব্যাক্তিত্বের একজন মানুষ ছিলেন আমার দ্বিতীয় মা অর্থাৎ যাকে সাধারণত আমরা সৎ মা বলি। তিনি ছিলেন একজন আদর্শ নারী আমার দেখা মতে। আল্লাহ তাকে বেহেশত দান করুন, আমিন। দোয়া করবেন সবাই তার জন্য।
আমার জীবনে দেখা মানসিক দিক থেকে ও ব্যাক্তিত্যে শক্তিশালী নারী আমার আম্মু।
আমার যখন জন্ম হয় তখন আমার আম্মু ছিলেন সদ্য নার্সিং কলেজ থেকে পাশ করা তরুণী। আমাকে নিয়ে সংসার ও চাকরী সামলেছেন,একে একে আমার আরো দুটো ভাইবোন হয়েছে।আমি বড় হয়েছি, আম্মুকে ও বার্ধক্য ছুঁয়েছে, কিন্তু এখনো জীবনের সব ছোটবড় ঝামেলা গুলোর খুব সহজ সমাধান পাই আম্মুর কাছে।জানিনা,আমি কখনো আম্মুর মত মা হয়ে উঠতে পারব কিনা তবে তার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ।
আপনার ভিডিওগুলো থেকে অনেক উপকার পাই,ধন্যবাদ।
আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন , কথার মধ্যে কোন জড়তা নেই। আপনি আসলেই অসাধারন ❣️
🥰🥰🥰🥰
আমার জীবনে শক্তিশালী নারী ব্যক্তিত্ব আমার আম্মা। তিনি এখন বেচে নেই।মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাত নসীব করুন - আমিন
ভিডিওটি দেখে অনেক উপকৃত হলাম। অনেক ধন্যবাদ
Sundor alochona mone hoye ami shi nari but amar ai sub chinta dharar kono mollu ni aca aca ki valu thaka jai decetion nibe ora vul hole amar dhos thokhon sobi jar jar moto kost gulo shudhu amar
Ameen
আমিন
বিষয়টি বেঁছে নেয়ার জন্য ধন্যবাদ আপু।আমিই শক্তিশালী ব্যাক্তিত্বের নারী মনে হলো। কারন আপনার ৭ টা ক্রাইটেরিয়ার সাথে মিলে গেছে।
জানি না কতটুকু শক্তিশালী পারসোনালিটি মানুষ আমি আমার কাছাকাছি মানুষগুলোর কাছে। তবে আপনার বলা বৈশিষ্ট্য গুলি অনেকাংশে মিলেছে আমার সাথে। এবং যত যাই হোক না কেন আমি আমার এই সৎ গুণাবলীর সাথে কখোনোই কম্প্রমাইজ করি না করব না। আর মানুষের কাছে প্রত্যাশা আমি রাখি না। জীবনে বেশ কিছু দেখেছি বুঝেছি। এরপরই প্রত্যাশাটা আর রাখি না। আগেই মন কে সেট করেই নেই যে রিটার্ন টা নেগেটিভ আসতে পারে। ধন্যবাদ এত সুন্দর করে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য। প্রতিটা নারীকে সর্বপ্রথম তার নিজেকে ভালোবাসা উচিত।
ম্যাম আল্লাহ্ তায়ালা আপনাকে & আপনার পরিবারকে সবসময় ভালো রাখুক,নেক হায়াত দান করুক।
আমার জীবনে অনেক ঝড়, বৃষ্টি, আগুন পানি পার করে আজ ৪২বছর বয়স, আলহামদুলিল্লাহ বর্তমানে লক্ষ্যে পৌঁছেছি।
আপনার বয়স কম হলেও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় আপনি সমৃদ্ধ। আপনার ভিডিও ভালো লাগলো।আমি অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। নিজেকে খুঁজে পেতে চাইলাম। অনেক মিল খুঁজে পেলাম বলে ভালো লাগলো। ভালো থাকুন।
আলহামদুলিল্লাহ্ এসব বিষয় সবসময়ই নিজের ভেতরে লালন করে চলার চেষ্টা করি।তাই হয়তো বড় সমস্যাতেও মাথা ঠান্ডা রাখতে পারি।জীবন কঠিন।কঠিনভাবে ভাবলে আরও কঠিন।
সত্য বলেছেন। যে নিজেকে ভালবাসে সে বেশি শক্তিশালী হতে পারে😊
আমার জীবনে এমন কোন শক্তিশালী নারী চরিত্র নেই যাকে আইডল মানা যায় 😢 তবে আমি চেষ্টা করছি প্রতিনিয়ত সে রকম হওয়ার ,, ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য।
জীবন কঠিন, জীবনের সম্পর্ক গুলো কঠিন,,,সত্যিই অনেক কঠিন,অাশেপাশের বেশির ভাগ সম্পর্কই মেকি...একটা মেয়ের লাইফ সার্কেল টা অনেক কঠিন 👍
Well said!
কঠিন কিন্তু খুবই ইন্টারেস্টিং।
যদি আপনি কারো কাছে কিছু আশা করেন
সেটা আপনার অসুখের কারন হবে!
সাড়া জীবন দিয়ে যান,
এবং
দেয়ার মানসিকতা রাখেন,
ভাল থাকবেন!
আমার মেয়ে নাই,
ছেলের বউকে মেয়ে ভাবি!
রাস্তায় মেয়েদের দেখলে,মেয়েই ভাবি!
আমার অনেক ভালো লাগে!
তবে আওয়ামী লীগের এই শাসনামলে
যেভাবে মেয়েদের পোশাক এর ধরন পরিবর্তন হচ্ছে লজ্জা পাই!
হিন্দুদের ঘৃনা করিনা
কিছু মানুষের পোশাক কে ঘৃনা করি!
আমার লজিং মাষ্টার এর তিন স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী আমার প্রিয় ব্যক্তিত্ব!
She love me very much!
Even most her own child
From 1968!
She was wife of renowned Chairman
As very beautiful locking lady.
"My favourite lady!"
একমত
যখন কেউ মনে করেন আল্লাহকে খুশি করবে তখন সে নিজেকে ভালবাসবে এবং অন্যকে ও ভাল রাখার চেষ্টা করবে।আর আল্লাহর আইন মেনে চলবে।
Totally agree with you 😍😍
0p
Tik bolecen
You are just on point
1a¹a
জীবন চলার গতিতে নারীরা সবসময়ই সবল মনোবল এর অধিকারী! প্রতিটি নারীর-ই strong personality strong principles রয়েছে! তবে দেশ,সমাজ,পরিবারের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণেই নারীরা নিজেদেরকে expose করতে পারেন না! মনে হয় সকল নারীরাই আমার সাথে একমত!
আমার কাছে শক্তিশালী ব্যক্তিত্ব হচ্ছে আমার মা। তবে তিনি কখনো নিজের যত্ন নেন নাই।খুবই অল্প বয়সে নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছেন।উনার জীবনটা খুবই কঠিন ছিল ।
আমার দেখা শোনার মধ্যে আমার মা" অনেক বেশি শক্তিশালী ও ধৈর্য্যশীল ও অসাধারণ ব্যাক্তিত্ব।।
1. Indepence from trauma bond. Power to say no to abusive relationship.
2. Balance between self love & responsibility.
3. Self awareness. ( self purification, rectification, justification, improvement of own behaviour)
4. Don't focus on people. (Check balance your expectations)
5. Raise your ethical standard. (honesty, authenticity and compassion)
6. Priority setting.
7. Self care.
Yes
Very nice mam
আমি “Human Development “ & “Life Skills” প্রশিক্ষক হিসেবে ২০ বছর কাজ করেছি। আমি নিজের মধ্যে আগে মানবিকতা ও জীবন দক্ষতার বিষয়গুলো ভালভাবে শিখেছি, অনুধাবন ও আত্মস্থ করেছি, চর্চায় এনেছি এবং পরবর্তীতে অন্যদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করেছি। জীবন দক্ষতার মূল ১১ টি দক্ষতার মধ্যে আপনার আলোচিত সব বিষয়গুলো রয়েছে, ধন্যবাদ আপনি নিজে এই প্ল্যাটফর্মে অন্যদের জন্য সচেতনতামূলক এই কথাগুলো জানানোর চেষ্টা করছেন।
আমি কি পার্সোনালি আপনার সাথে কন্টাক্ট করতে পারি??
আমিও চাই আপনার সাথে কন্টাক করতে
ভীষণ ভাবে উপকৃত হলাম আপনার এই ভিডিও টি দেখে ও শুনে। আমি অনেকের সাথে এই ভিডিও টি share করলাম যাতে তারাও একটু মনের জোর পায়। আমার জীবনে দেখা সব থেকে শক্তিশালী ব্যক্তিত্বের নারী আমার মা। তাঁর ব্যক্তিত্ব, ধৈর্য্য, ইচ্ছাশক্তির জোর আমায় আজও ভাবায়। আমি নিজেও সেই মায়েরই অংশ। তাঁর দ্বারাই বিশেষ ভাবে অনুপ্রাণিত।
শক্তিশালী নারী আমি নিজেই। আপনার ভিডিও দেখে আমার নিজেকেই মনে হচ্ছে। কারণ দেখলাম অনেক টাই এই ৭টি পয়েন্ট মধ্যে মিল পাইলাম আমার চরিত্রে।
🙂
অনেক অনেক ধন্যবাদ আপু। সত্যি খুব মূল্যবান কিছু কথা বড় বোন হয়ে বুঝিয়ে গেছেন❤️❤️❤️ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
আর আমার কাছে আমার মা....উনিই একজন নারী এবং একটা মাত্র মানুষ যাকে আমি অনুসরণ করি...তাই তিনিই শক্তিশালী যে পুরো পরিবার সামলায় আবার একজন আদর্শ
আমার মা......❤ আপনার কথা গুলি ভীষণ ভাবে বাস্তব.... তাই মিল গুলো খুঁজে পেলাম.....
শক্তিশালী নারী আমি নিজেই। আমার এলাকায় আমি ব্যতিক্রম ভাবে সফল, আলহামদুলিল্লাহ।অনুপ্রেরণা আমার মামারা বিশেষ করে বড় মামা। আল্লাহ তায়ালা তাকে জান্নাত বাসী করুন
কিভাবে সফল? আমি ও হতে চাই প্লিজ হ্বল্প মি
আপনারে বড় বলে বড় সে নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়
অনেক কিছু শিখলাম ডক্টর সুসমার কথা থেকে, খুবই উপকারী হলাম একজন নারী হিসাবে।
আমার কাছে স্ট্রং পার্সোনালিটি নারী হলেন হযরত খাদিজা ।এরপর আমি নিজে ।কারণ শত কষ্টেও আমি ভেঙ্গে যায় নি।এখনো ভালো কিছু স্বপ্ন দেখি।আর ইনশাল্লাহ একদিন তা পূরণ হবে।
Sohomot
আলহামদুলিল্লাহ্ আল্লাহ্পাক এই শক্তিশালী নারী হওয়ার গুনাবলি দিয়েছেন।
আমি কঠিন সময়ে নিজেকে সামলাতে পারি।আললাহর উপর ভরসা রাখি সব সময়।দোয়া করি আল্লাহ্ যেন আপনাকে নেক হায়াত দান করেন।
Ami onk strong person... Ami amk happy rakhar try kori.. Amr sosur bari theke study korte dei nai.. But ami onk try koresi r akhono study korsi.. Vlo na lagle boi pori ...R apnar kotha sunar por ro besi nijer jonno korte issa korse... Thanks apu... Amr jonno sobai dua korben...
আমার বড়বোন শামছুন্নাহার নিরু।অসাধারণ ব্যক্তিত্বময়ী একজন মানুষ।
মা-শা আল্লাহ্।অনেক সুন্দর এবং অনুপ্রেরণা মূলক আলোচনা।আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন।
আপু, আলহামদুলিল্লাহ আমার মধ্যে আপনার বলা গুণ গুলো সব ই আছে আলহামদুলিল্লাহ।
My mom is the perfect example of a true strong woman! ❤
আলহামদুলিল্লাহ অসাধারণ দিকনির্দেশনা খুব ভালো লাগলো। জাযাকাল্লাহ খায়ের ❤️
আমি মনে করি একজন স্ট্রং মেয়ে নিজের মনকে সম্মান করে নিজেকে ভালোবাসে, নিজের দায়িত্ব কে সঠিক ভাবে পালন করা,নিজের আশেপাশে সবাই কে যতটুকু সম্ভব ভালো রাখা, নিজেকে ভালোরাখতে জানতে হয়,আনন্দ সৃষ্টি করতে হয় নিজের ব্রেন কে সাজেশন দিয়ে চলতে হয়।
আপু তোমার সাথে একান্তে কথা বলতে চাই। তোমার কথা শুনে মনে শান্তি পেলাম। যে কিনা এতো সুন্দর করে কথা বলে তার মনটাও নিশ্চয়ই অনেক সুন্দর।
আমার প্রিয় ব্যক্তিত্ব আমার মা ও বাবা💓 আজ তারা কেউই বেঁচে না থাকলেও তাদের ব্যক্তিত্বের স্পর্শ বেচে আছে আমার জীবনে।
কথাগুলো সত্যি ই খুব প্রেরনা ও উৎসাহ মূলক,,,ধন্যবাদ আপু
খুব সুন্দর করে গুছিয়ে বলেন। আপু তোমার কথা গুলো শুনে কোথায় যেন মানসিক জোর টা বেড়ে যায় 💜💙💚
অসাধারণ লাগলো কথাগুলো। কিন্তু আমার জন্য অনেক দেরি হয়ে গেছে হয়তো। অনেকটা সময় পার করে ফেলেছি। তবে এখন ভাবছি যতদিন যেসব আপনজনদের সাথে বেঁচে আছি তাদের সাথে ভালো থেকে ঘুরে দাড়ানোর কথা চিন্তা করছি। ইন শা আল্লাহ পারবো। একসময় আমিও আমার স্বামীর প্রতি A থেকে Z অবধি প্রতিটি কাজ দায়িত্বের সাথে করতে ভালবাসতাম। কিন্তু কিছুদিনের মধ্যে দেখলাম আমাকে প্রচন্ডভাবে অবহেলা অবজ্ঞা করতে শুরু করেছে। ভালো কাজের কোন ভালো ফিডব্যাক তো নাইই, উল্টো মানসিক কষ্ট দিতে শুরু করেছে। দীর্ঘ সময় এটা মেনে নিতে পারিনি। প্রতিবাদ শুরু করাতেই জটিলতা তৈরি হয়েছে।
আমার জীবনে শক্তিশালী নারী আমি নিজেই। আলহামদুলিল্লাহ।
বাহ্ খুব ভালো very best winer
Masha Allah অসাধারণ গুছানো আলোচনা, আমার কেনো যে মনে হয় আপনার আলোচনা সবার একবার হলেও শুনা উচিৎ অনেক কিছু শেখার আছে আমাদের, মেডাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।🙏
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কিছু কথা..........
সত্যি আপু কথাগুলো অনেক ভালো লাগলো,,, সামনের দিনগুলোতে কথা গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ
ওয়াও খুব সুন্দর ব্যাখ্যা, আমার মনের কথা।।এমন এক ক্লাস ওয়ান অফিসারকে ( ফিমেল) চিনি উনি বিয়ের সময় সব ফার্ণিচার নিয়ে গেছেন শ্বশুরবাড়িতে, আবার গর্ব করে বলে আমার নিজের খরচ নিজে চালাই, হাজব্যান্ডের কাছ থেকে খরচ নেইনা।।( রাষ্ট্র এবং ধর্ম যে অধিকার দিয়েছে সেটা কেন নিবোনা)।ইভেন উনি কর্মজিবী নারী তাই উনার সংসারের( হাজব্যান্ডসহ/বাচ্চা) দেখাশুনা করে উনার মা, সবচেয়ে ভয়ানক কথা বলে আমি রান্না পাড়িনা আমার ৬৫+ বয়সের আম্মু রান্না কড়ে এখনো।।তখন মনে হয় এ কেমন আত্মনির্ভরশীলতা যে নিজের ৬৫+ বছরের মায়ের এখনো ছুটি হয়নি।।
শেষকথা আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলেন।।
মাশআল্লাহ, খুবই চমৎকার একটা ভিডিও,,বারাকাল্লাহু ফিক।
প্রায় সবকিছু ই নিজের মাঝে পেয়েছি আলহামদুলিল্লাহ,,,,, আমাতুল্লাহ।
আপনার কথা অনেক বেশি সত্য আমরা এবাবে যদি চলি জিবনে কস্ট কম হবে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপু। আপনি খুব খুব সুন্দর করে সাজিয়ে বলেন । খুব ভালো লাগে শুনতে even মেনে নিতে। ভালো থাকবেন।
আমার দেখা স্ট্রং পার্সোনালিটি মধ্যে রয়েছেন আমার বড় আপু কানিজ ফাতেমা। যিনি আমাদের পুরো পরিবারের জন্য অনেক করেছেন। আল্লাহ আপুকে উত্তম প্রতিদান দান করুন আমীন
আমার দিদি mamon মানে রেশমি আর মা❤ they are the best in the world,,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
ভীষণ ভালো লাগলো তোমার ওপিনিয়ন ।অনেক সুভাষিশ রইলো মামনি ।
খুব এ সুন্দর ও জীবন মুখী বক্তব্য🙏❤️ অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য ও জীবনের ভালো দিক গুলোকে প্রতীয়মান করে দেওয়ার জন্য❤️🙏
আপু আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে বলার জন্য। ❤❤ আমি দোয়া করি আললাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক।
Thanks for your kind words.
আসসালামু আলাইকুম আপু,,,, খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন কথা গুলো।।। ইনশা আল্লাহ প্রাত্যহিক জীবনে ভীষণ ভাবে কাজে আসবে।।। আপনি ভালো থাকবেন। ❤️
জীবন অনেক কঠিন বেশীরভাগ সময়।
অনেক স্যাক্রিফাইস,ধৈর্য্যশীল,সহনশীল হতে হয়।কঠিন সময়গুলো মোকাবিলা করে এগিয়ে চলার নাম জীবন।
আমার জীবনে দেখা অসাধারন ব্যাক্তিত্ব আমার শ্বাশুড়ি মা💙
আলহামদুলিল্লাহ!!!!!
Wow! You are lucky apu, Ma Sha Allah :-D
🙄🙄🙄🙄
Y are actually luckiest woman
Apu ki ki characteristics tar moddhe ace?
আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। এবং আমার আত্মবিশ্বাস বেড়ে দ্বিগুণ হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤।
মাশাআল্লাহ
চমৎকার ও গুরুত্তপূর্ণ আলোচনা করার জন্য ধন্যবাদ আপু।
আমার জীবনে আমার মা।একদম আপনি যেমন বললেন, ঠিক তেমন।
জীবন কঠিন,,, মানুষ কে বোঝা কঠিন কিন্তু সবকিছু কে সমান মাএায় রেখে যাপন করা হয়তো খানিকটা সহজ
অনেক ভালো লাগলো। You spoke about the things that I learnt by myself though my 40 year's of very colourful life journey..
শক্তিশালী নারী ব্যক্তি হলো আমার মা। আমার মা তার জীবনের সবটুকুই সময় আমাদের দিয়েছেন এবং এখনও দিচ্ছেন।
1. Independence.
2. Balance between self love and responsibility.
3. Self awareness.
4. Don't focus on people .
5. Raise your ethical standard.
6. Priority setting.
7. Self care
My Mother my Sister n myself too
We r very strong inspired by Mother for sure .....
She's a amazing Woman'
I feel scared to lose her God bless her with long life she's my Idol
আলহামদুলিল্লাহ আমি নিজেই খুব কঠিন ব্যাক্তিত্বের অধিকারী।যতবার ভেঙ্গেছি ততবার আল্লাহর ইচ্ছায় উঠে দাড়িয়েছি
আমার কাছে আমার মা-ই সবচেয়ে শক্তিশালী ❤️
Balance between Self love and responsibility
দারুণ কার্যকরী হবে
Thanks for the information.
প্রথমবার আপনার ভিডিও দেখলাম 5:00
Thanks for your appreciation.
অনেক মূল্যবান কথা ম্যাম। অনেক ধন্যবাদ।
অনেক কঠিন করে বলেছেন। মূল কথা হল যারা আপনার পাশে আছেন তাকে খুশি মনে গ্রহণ করা।
আমার দেখা সবচেয়ে শক্তিশালী নারী আমার নানুমনি,তিনি একজন রত্নগর্ভা মা,তারপর যদি কাউকে বলি তিনি আমার মা 💖
অনেক শিক্ষনীয় ভিডিও!
আপুর এ ভিডিও টা প্রথম দেখার পর ফ্যান হয়ে গিয়েছি!
For me, my mom is a perfect example of a strong personality 🖤❤️
Humdard আমার দেখা শক্তিশালী Female personality 15:08
আলহামদুলিল্লাহ এই স্বভাব গুলো আল্লাহ পাক আমার ভিতর দিয়েছেন।
আলহামদুলিল্লাহ আমারও
Amar sejo kakimaa,, uni akjon high school teacher,, sei sathe uni onek valo moner manush,, sob dik bojay rekhe cholte paren.. onar theke onek kichu sekhar ache...
মেয়ে হয়ে ছোট্ট বেলা থেকে পরিবার কে পূর্ণ করতে করতে নিজে এখন শূন্য প্রবাস থেকে হাজার হাজার টাকা কামাই কিন্তু নিজের জন্য কিছুই নেই জীবন টা খুব কঠিন তবে দিন সেষে সবাই একা
একজন ধার্মিক সুশিক্ষত ছেলে দেখে,বা আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ আপনাকে আপনার প্রিয় মানুষটা মিল করে দেবেন ইনশাআল্লাহ।( ঢাকা কলেজ) চাকুরির প্রতাশী
ঠিক বলেছেন দিদি
Tai Kono job korina ... Husband chay Kori kintu eto chap nite parbona ... Bacchao palbo abar income korbo ... Dorkar nai
@@mohibullah7921 আপনি ধার্মিক হওয়ার আগে ভদ্রতা বিষয়টাও মাথায় রাখবেন।অপরিচিত একজন নারীকে বিপর্যস্ত জীবন থেকে বিয়ে করে বের হওয়ার পরামর্শ দিলেন ।এটুকু ভদ্র ছিল।কিন্তু পরের ২টা শব্দ লিখে অর্থাৎ নিজের biodata youtube কমেন্টে না দিয়ে আপনার লেখা উচিত ছিল, যে আপনি কী ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন।আপনার মনে হয়, সততার সাথে কিছু সহযোগিতা আপনি তাকে করতে পারবেন।সুতরাং বিজ্ঞাপন দেওয়ার আগে সত্যিকার অর্থে ধার্মিক ও শিক্ষিত হয়ে নিন।
প্রবাসী নারীরা এই একটি ভুল খুব বেশি করেন, দিন শেষে কেউ কারো হিসাব দিবে না না বাবা না ভাই,,,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারলাম
My mother is such a woman with strong personality , mashaAllah❤️
আমার জীবন দেখা অসাধারণ ব্যক্তিত্ব আমার আম্মু♥️♥️
খুব সুন্দর উপস্থাপন
অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। অনেক সুন্দর করে বলেছেন
আমার মা এবং বোন,,, এরা দুজনেই strong personality র মানুষ।।। যদিও আমার মা House maker. কিন্তু এতে ব্যক্তি স্বত্ত্বায় এতটুকু প্রভাব ফেলতে পারে নি।।। ❤️❤️
সবার জন্য ভাবতে ভাবতে এমন পর্যায়ে এসে গিয়েছি যে আমি নিজেই depression এ, তাউ এটা যথেষ্টনা আমার পরিবার বা অন্য কার কাছে, দিন শেষে আমি খারাপ, তাই আজ বড় একা একা লাগে, আপনার মত চিন্তার একজন মানুষ পাশে থাকলে মানসিক ভাবে অনেক শান্তি পেতাম, ভেংগে পরেছি খুবি🥺
Same to me
কথা গুলো খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তব
আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা বানানোর জন্য। অনেককিছু বুঝতে পারলাম।
আমার জীবনে দেখা শক্তিশালী নারী অবশ্যই আমার মা ❤
Thanks for your appreciation.
আমার একটি 1 বছরের মেয়ে আছে।আমি মেয়ে হিসেবে & মা হিসেবে ব্যালেন্স করতে কোথাও একটা self confidence er অভাব চলে আসে!but ami বিশ্বাস করি আমি মানসিক দিক থেকে শক্তিশালী হতে পারব।আপনার কথাগুলো সেই দুর্বল মনোভাব কে কাটিয়ে ওঠার শক্তি দিয়েছে। ধন্যবাদ ম্যাম।💝
প্রথম বার দেখতে শুরু করেই ৪ বার দেখলাম, একটা মানুষ এতো সুন্দর করে কথা বলে কিভাবে
So beautifully explained ❤❤❤
Thanks for your appreciation.
মাসাআল্লাহ আপু,আলহামদুলিল্লাহ্ খুবই সুন্দর কথা গুলো। আপনার কথা গুলোর সাথে আমিএকমত। শুধু আল্লাহর জন্য সবাইকে ভালোবাসো দেখবেন কেমন ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান
Excellent definition to grow up self personality.
কি চমৎকার কথা বলেন উনি!
Such a great lecture. 💜
Thnx a lot doctor. 💛
মাশাআল্লাহ অনেক সুন্দর কথাগুলো।
ধন্যবাদ আপুকে❤️
I believe you are one of the strongest women I have ever seen in my life... Please make lots of videos about women life, behavior and so many many topics which relates directly to a woman's life
অংআ
Oshadharon khub shundor oshadharon khub shundor àmar vitorer kosto guli ber Hoye gelo,