বিয়ে না হওয়া, বাচ্চা না হওয়া নিয়ে মেয়েদের সব সময় অপরাধী ভাবা হয়। কিন্তুু সবকিছু তো মানুষের হাতে থাকে না, এই বিষয়টা আশেপাশের মানুষ বুঝতে চায় না। আপনার কথা শুনে ভালো লাগল।
আলহামদুলিল্লাহ আপনার কথা গুলো শুনে আমার মনটা হালকা হয়ে গেল, আমার বিয়ের ১২ বছর কিন্তু সন্তান নেই, এই ১২ বছরে কত যে চড়াই, উতরাই পার করে আল্লাহর অশেষ রহমতে এখনো বুকের ভিতর হাজার কষ্ট নিয়ে বেচে আছি,ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় একদিন মা হতে পারবো।
সন্তান হলো দূনিয়ার একটা বড় পরীক্ষা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেনা, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। শুধু সন্তান না, আল্লাহ প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারক। আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সুখে থাকা আলহামদুলিল্লাহ বলাটা খুব জরুরি। যা নাই তা নিয়ে না ভাবা। প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা উচিত। কারন আল্লাহ তার প্রতিটি বান্দাকে খুব ভালবাসেন।
আসলে বাচ্চা নেয়া কথাটাই ভুল,বলা উচিত বাচ্চা হওয়া।আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখনও বাচ্চা নেই না কেন।আমি তাদের জবাবে বলি,বাচ্চা চাই কিন্ত আল্লাহ্ যখন দিবে তখনই হবে এখানে তো নেয়া নেয়ির কিছু নেই সবই আল্লাহ্ পাকের হাতে
Actually apu onek age thekei dekhechi onekei baby ney hoyto try korche baby na howar. Koyekdin try korle baby hoye jay abar oneke shoto try koreo hochchena. So na howa r na neya onek difference.
আমি এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি ৭ বছর ধরে।প্রথমে প্রথমে এই কথাটা শুনার পরই নিজেকে আর সামলাতে পারতাম না।মানুষ কোন জায়গায় বাদ রাখেনি এই প্রশ্ন করতে।বিয়েতে, কোন দাওয়াতে, এমনকি বাসায় আসলেও একি প্রশ্ন কেন বাচ্চা নেইনা?কেন বাচ্চা হয়না?তখন খুব কষ্ট হতো। সারাদিন সময় টা খুব খারাপ যেতো।কিন্তু এখন আর খারাপ লাগেনা কারণ আমার বাবা মা আমার বোন আমার পাশে থাকে ওরা এগুলার উত্তর দেয়।আর সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে আমার জামাই আলহামদুলিল্লাহ।সব কিছুর জবাবে সে এক কথাই বলে সবকিছু আল্লাহর হাতে।আল্লাহ হুকুম দিলেই বাচ্চা হবে তাই এই প্রশ্ন করাটার কোন মূল্য নেই।তাই এমন অহেতুক প্রশ্ন করে মানুষকে কষ্ট দেওয়ার কোন মানে হয়না।মানুষের হাতে কিছুই নেই যেটা আছে সেটা হচ্ছে দোয়া করা।বাকি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখাটা অনেক জরুরী। এখন আগের মত আর কেও আমাকে এই প্রশ্ন করেনা আর করলেও জবাব আছে আমার কাছে।তাই এখন আর আমি নিজেকে দোষী ভাবিনা আর হতাশ ও হই না। যারা মা হয়নি তাদের জন্য দোয়া রইলো আর এটাই বলবো আল্লাহর উপর বিশ্বাস রাখেন।আল্লাহ বান্দার ধর্য্যের পরীক্ষা নেন তাই আমাদের নবীজিদের জীবনি পড়া উচিত, মা আয়েশা, মা ফাতেমা, মা মরিয়মের জীবনি পড়া উচিত তারা সবাই অনেক ধর্য্যশীল ছিলেন।তাই কখনো হতাশ হবেন না।আমিও হই না। আমরাও আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি☺️💗
আপনার প্রতিটি কথা পড়ে বুঝতে পারলাম যে আমিও ঠিক আপনার মতোই আমার প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি, আর আমিও বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা একদিন না একদিন আমাদের কোল ভরিয়ে দেবেন।
অাপু একটা কথা মন্তব্য করি অামাদের অাশেপাশের মানুষ ব্যক্তিগত বিষয় নিয়ে বড্ড মাথা ঘামায়,অামি মনে করি বাচ্চা হোক বা না হোক প্রত্যেকটা দম্পতি তাদের নিজেদের মতো নিখুঁত।
Amio apnr motoi biyer pore 6 ta bochor onk manusher onk kotha shunechi, tobe asha charini, Amr husband chilo amr pashe. Obosheshe 6 bochor por Allah amk shontan diyechen, Alhamdulillah
আলহামদুলিল্লাহ, ম্যাম আপনার কথাগুলো শুনে মন অনেক হালকা হয়ে গেল, আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুক। আমার বিয়ের ৮ বছর চলছে এখন পর্যন্ত আল্লাহ তায়ালা আমাকে সন্তান দান করেন নি। কিন্তু আল্লাহ সুবহানাতায়ালার উপরে ভরসা আছে নিশ্চয়ই তিনি তার এই নেয়ামত থেকে আমাকে বঞ্চিত করবেন না, ইনশাআল্লাহ ❤️❤️❤️
আমি একজন স্পেশাল মা! এত এত স্ট্রাগল করতে হয়! মাঝে মাঝে হেরে যাই, আবার উঠে দাঁড়াই। আসলে সন্তান থাকা এবং না থাকা ২ টাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আমাদের অন্তর দেখেন, আর তা থেকেই পরকালে পুরষ্কার দিবেন ইনশাআল্লাহ
এত সুন্দর করে ব্যাখ্যা করা, eloquently উপস্থাপনা আমি কমই দেখেছি/ শুনেছি। আপনাকে হাজার ধন্যবাদ সকল মহিলাদের মনে সাহস জোগানোর জন্য, উৎসাহ দেবার জন্য সুন্দর জীবন যাপনের।
ম্যাম,আপনার কথা গুলো খুবই ভালো লাগে, যারা মা হতে পারে না, সন্তান না হওয়ার জন্য কারো কোন হাত থাকে না তবুও সমস্যা থাকে, স্বামীর সমস্যা থাকার পরও উল্টো ব্লেম দেয় ঐ স্ত্রী কে, তবুও কত যন্ত্রণা সহ্য করতে হয় এটা কাকে বুঝাবো,এটা যে সম্পুর্ন উপরওয়ালার হাতে তারপরও দোষারোপ করে একটি মেয়ের উপর। আপনার সব কথা গুলো ঠিক।
আলহামদুলিল্লাহ apu আলহামদুলিল্লাহ আপনার কথা গুলো শুনে আমার মনটা হালকা হয়ে গেল আপনার কথাটা ১০০% সঠিক ,, দাম্পত্য জীবনে সন্তান দেওয়া না দেওয়া পুরাটাই আল্লাহর হাতে... আপনার মত ডাঃ আমাদের জীবনে আল্লাহর দেওয়া একটা নেয়ামত
ভিডিওটা আজকে দেখলাম। ম্যাম আপনি আপনার চিন্তাভাবনা গুলো যেভাবে বলেছেন আসলে এককথায় অসাধারণ। ইসলামের আলোকে আপনার জীবন দর্শন আসলেই মুগ্ধ হয়েছি। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার প্রতি।
Dr .apnar kothai right...amio baby howar jonno kokhono try o korini...vabtam deri kore nibo...kokhono kono protection nei ni Allah suddenly khusi hoe amk ekta konnA diecen alhamdulillah 💖😊
ভিডিও টা দেখতে দেখতে চোখে পানি চলে আসলো। নিজের প্রেগনেন্সির সময়টার কথা মনে পড়ে গেল। ডাক্তারের চেম্বারের এই ধরনের ঘটনা আমার সাথেও ঘটেছে। সেদিন আমিও একটা নতুন অভিজ্ঞতা একটা নতুন শিক্ষা নিয়েছিলাম। কিছু মানুষ যারা বলতো, "বিয়ের পর এতো তারাতাড়ি বাচ্চা নিলা!" এটা শুনে বিব্রত হতাম। সেই বিব্রত হওয়াটা বন্ধ করেছি। বুঝেছি এমন নিম্নমানের চিন্তা নিয়ে নিজেকে সুশীল এবং শিক্ষিত বলতে তাদের নিজেদের বিব্রত হওয়া উচিৎ। কারণ, " বাচ্চা " নেওয়ার জিনিস না!
খুবই ভালো লেগেছে পুরো ভিডিও টা।শেষের কথা গুলো মনে গেঁথে গেছে। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আপনার পরিবারের জন্য দোয়া রইলো। আর সেই সাথে মহান করুণাময় আমার পরিবার কে হেফাজত করুন। আমার সন্তানকে আল্লাহ সুস্থতা আর নেক হায়াত দান করুন। ❤❤
আসসালামু আলাইকুম। আপু আপনার কথা শুনে খুব ভাল লাগলো। আমার বিয়ের ৯ বছর। আমাদের কোনো সন্তান নেই। তবে এজন্যে আমার হাজব্যান্ড ও আমার মধ্যে কোনো হাহাকার নেই।এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। তাঁর ইচ্ছার উপর তিনিই আমাদের সন্তুষ্ট থাকবার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেবামূলক কাজের সাথে আছি।
এমন একটা ভিডিও আমার নিজের জন্য খুব খুব প্রয়োজন ছিলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সঠিক সময়ে ভিডিও টা পেয়েছি। যখন বাচ্ছা না হওয়ার হতাশায় ভুগছি।ভিডিও টা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।এতো সুন্দর আর গুছানো পরামর্শ দেয়ার জন্য।আমি বলে বুঝাতে পারবোনা আমার নিজের জীবনে ভিডিও টা আমাকে কত বেশি উপকৃত করেছে।
অনেক সুন্দর মেসেজ বিশেষ করে যারা নিঃসন্তান তাদের জন্য। আর একটা স্পীচ চাই সেইসব মায়েদের জন্য যারা সন্তান সংসারের জন্য নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছেন অথবা দিতে বাধ্য হয়েছেন।
আমারও বিয়ে হয়েছে ১০ বছর কিন্তু বাচ্চা ১টাও নেই,৫টা বাচ্চা মারা গেছে ১টাও বাঁচেনি,আমার জন্য সবাই দোয়া করবেন,আমারে যেন আল্লাহ একটা সুস্থ বাচ্চা দেন,আমিন।।
আপু আমারও সেইম ঘটনা ২বার হার্টবিট আসেনি বাচ্চার। আপু ৩য় বার আপনি কি কোনো ডাক্তারের আন্ডারে ছিলেন। মানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট করছিলেন কি? আমি বুঝতে পারছি না আপু কেন এরকম হচ্ছে,আমার কি করা উচিৎ । আপনার একটু পরামর্শ পেলে খুবি খুশি হতাম। যদিও আমি বিশ্বাস করি আল্লাহ না চাইলে পৃথিবীর সব ডাক্তার মিলেও কাউকে সন্তান দিতে পারবে না। কিন্তুু আল্লাহ তো চেষ্টাও করতে বলছে তাই না আপু।
অসাধারণ লাগছে আপনার কথাগুলো ম্যাম। অনেক ভালো কথাগুলো বলছেন। আল্লাই ভাল জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ ইনশাআল্লাহ ভালো কিছুই হবে একদিন
মাশাআল্লাহ আপনি অনেক ভালো একজন মানুষ ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে আল্লাহ রহমত করুক ডাঃ হয়ে আজ কাল কয়জন ইসলাম সম্পর্কে জানে আপনি আমার অনেক পছন্দের একজন শিক্ষক 😌❤️
আপনার কথাগুলো অনেক সুন্দর ছিল আপু। বিশেষ করে ইসলাম থেকে নেয়ে উদাহরণ গুলা। আর ভিতরে ভিতরে মা হয়ে থাকার অনুভুতি টা শুনে সত্যিই চোখে পানি এসে গেছে.....। 🌿 ধন্যবাদ এত সুন্দর কথাগুলো আমাদের শুনতে দেওয়ার জন্য...!💐
আসসালামু আলাইকুম। আপনার কথায় আমি মুগধ। মনে হয় আমাকে নতুন একটা জিবন দিলেন। আমার কতবড় উপকার হল তা আপনি জানেন না।আপনার জন্য শুধুই দোয়া। আললাহ আপনাকে সুস্থ রাখুন,নেক হায়াত দান করুন, আরও বেশি দ্বীনের বুজ দান করুন।
এত্তো সুন্দর কথাগুলো বলেছেন ম্যাডাম; প্রশংসার ভাষা নেই! Just heart toucing! বারাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকি। সাধারণত আপনার কোয়ালিটির মানুষেরা দ্বীনকে লালন করলেও অন্যকে বুঝাতে এমন আকিদা সংক্রান্ত কথাগুলো উচ্চারণ করে বলে আমার জানা নেই। তাই জন্যে আমি সবচেয়ে বেশি Surprised! আল্লাহ আপনাকে কবুল করুন।
বর্তমানে আমি প্রতিদিনই আপনার ভিডিও দেখি,একই ভিডিও বারবার দেখি এমনও হয়,শিখছি,নিজেকে পরিবর্তন করছি,,,ভালো লাগে আপনার কথাগুলো ম্যাডাম।। আপনার জন্য অনেক অনেক দোয়া & শুভকামনা রইলো।।
আপু আসসালামুয়ালাইকুম। আপু আমি আপনার এই একটি ভিডিও দেখেছি। যেখানে আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিষয় গুলো এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
আল্লাহ আল্লাহগো দেওনা একটা সন্তান কি নাই তোমার দরবারে, আর ভালো লাগে না মানুষের কথা শুনতে স্বামীর সমস্যা থাকার পরেও আমাকে কথা শুনতে হয় আল্লাহ তুমি চাইলে সবি প্রত্যেকটা বোনকে নেক সন্তান দান করো
একটা সন্তান আল্লাহ তা'আলার সবচেয়ে বড় নেয়ামত। যা প্ততি নিয়ত বুঝতে পারছি। আমি আমার সন্তান কে জন্ম দিয়েছি কিন্তু তাকে ছুয়ে দেখতে পারি নি তার ছোট হাত পা গুলোতে আদর করতে পারি। এখন পর্যন্ত আমি নিজেকে দায়ি করে যাচ্ছিলাম কিন্তু এই ভিডিও দেখে কনফিডেন্স পেলাম
Apu,apnar ktha gulo ato valo laglo. Amr chokhe pani chole ashche. I m a SAHM. Conceive korar por job chere diyechi. vetore vetore khub mon kharap lage. Apnr kttha gulo shune just goosebump holo. Kew to at least amr ktha bujlo,shundor kore bollo.
Assalamualaikum khalamoni. Apnar kotha gulo sune ami kanna kore dici .onek motivate holam. Amar biye hoyece 6 years hoicee. Allah akhono akta baby dey nai .koto manoser koto kotha j sunci .maje maje mon cay chup hoye jai karo sate kotha bolte icce hoyna
আপনার কথা শুনলে মনের জোর বাড়ে। আপনাকে ধন্যবাদ আপু আমাদের জন্য আপনার মুল্যবান সময় থেকে সময় বের করে মুল্যবান কথাগুলো বলার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। মা দিবস এর শুভেচ্ছা। ❤️❤️❤️❤️
২৪ বছরের বিবাহিত জীবনে আলহামদুলিল্লাহ ৩ সন্তানের জননী হয়েছি,একা হাতে সংসার সন্তান এবং তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্ত পারিনি। ওরা আমার দেওয়া কোনো শিক্ষাই গ্রহণ করেনি,কিছটা বড় হওয়ার পর থেকেই ওরা আমাকে ওদের প্রতপক্ষ ভাবতে শুরু করে।এর জন্য অনেক কান্নাকাটি করেছি, সব সময় মনে হতেো কি করিনি আমার সন্তানদের জন্য? আজ আপনার ভিডিও দেখার পর নিজেকে নির্দোষ ভাবতে পারছি, হুম সন্তান অমানুষ হওয়ার জন্য সত্যিই মা একা দায়ী নয়। আজ থেকে শুধু সন্তানদের চিন্তা নিয়ে পরে থাকবো না।নিজেকে নিয়েও ভাববো।ধন্যবাদ আপনাকে এ রকক নতুন ভাবে প্রেরণা দেওয়ার জন্য। কমেন্ট করে গেলাম ৭/১০/২০২৪
মাশা আল্লাহ আপু,,,অনেক অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন,,,অনেক উপকৃত হলাম,,,এটাই সত্য,,,আল্লাহ ভাল জানেন আমাদের জন্য কোন টা প্রয়োজন,,,,সব গুলো কথাই অসাধারণ ছিল আপু,,,জাযাকাললাহু খাইরান আপু ! 💜
আপু আমার বয়স ২৭। আমি অবিবাহিত । আমার ও pcos ধরা পরেছে। যে কারণে আমার মাসিক দুই মাস গেলেও হচ্ছে না।গুম হচ্ছে না হরমোন টেস্ট সব করেছি সব রিপোর্ট ভালো। আমি কি মাসিক হওয়ার জন্য নরমেন্স ওষুধ খেতে পারি?
আসসালামু আলাইকুম আপুমনি অনেক ভালো লাগছে আপনারা কথা গুলো আমিও মা হওয়া টেনশনে আছি তবে যাই হোক আল্লাহ মালিক ইনশাআল্লাহ সবসময়ই আল্লাহর উপর ভরসা ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল এবং সব্বাই কাছে থেকে দোয়া কামনা করি আসসালামু আলাইকুম
So well said mashallah. You didn't miss a single point. I only wish all these couples who are unable to have children, why they don't consider adopting. Bangladesh-e ki onath bachar obhabh? Ami Maa howar por aro beshi feel korechi je pett theke jonmo dilei bhalobasha shob shomoy ashe na. Bhalobasha, connection toiri hoi din raat ekta bachake take care kora theke. Ekta bacha bachai. They need love, care and attention like if they are your own. If you make them your own, they will be your own. Ami jani na keno Bangladesh-e adoption concept ta popular na. Keu keu bole Islam-e adoption bole kichu nai. Ei topic niye comment lomba korte chachi na. But I really loved your video.
এই ভিডিও টা ঠিক দেড় বছর আগে দেখে খুব কান্না করছিলাম। কারন আমি তখন বাচ্চা নেয়ার জন্য ট্রাই করছিলাম।আর আজ আমি জমজ ছেলে মেয়ের মা। আলহামদুলিল্লাহ!!
আপু আপনার কি সমস্যা ছিল
Alhamdulillah
Alhamdulillah
আমার জন্য দোয়া করবেন
Alhamdulillah
আলহামদুলিল্লাহ্ বিয়ের ৯ বছর পরে বেবি হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আললাহ আপনাক নেক সনতান দেন
Apu amar biye hoyese 9 bosor running baby hossena dowa korben amar jonno. Apu apni kar kach theke treatment niyesen?
Alhamdulillah, Allah sob thik kore deben
এত লেট কেনো আপু..?আপনারা বিয়ে কি দেরিতে করেছিলেন
আপনার কথাটা ১০০% সঠিক ,,
দাম্পত্য জীবনে সন্তান দেওয়া না দেওয়া পুরাটাই আল্লাহর হাতে...
আপনার মত ডাঃ আমাদের জীবনে আল্লাহর দেওয়া একটা নেয়ামত
ঠিক বলেছেন সন্তান দেওয়া মালিক একমাত্র আল্লাহ সব কিছু বাদ দিয়ে আল্লার কাছে চাইতে হবে এবং তাহাজ্জুদ নামাজের পরে।
বিয়ে না হওয়া, বাচ্চা না হওয়া নিয়ে মেয়েদের সব সময় অপরাধী ভাবা হয়। কিন্তুু সবকিছু তো মানুষের হাতে থাকে না, এই বিষয়টা আশেপাশের মানুষ বুঝতে চায় না।
আপনার কথা শুনে ভালো লাগল।
Raite
আপু আপনার কথাটা সত্য
বাচ্চা না হওয়ার জন্য মূলত ৯০% পুরুষ জনিত সমস্যার কারনে হয়। বাচ্চা না হওয়ার জন্য মেয়ে রা দায়ি নয়। মেডিক্যাল সায়েন্স এটাই বলে
আলহামদুলিল্লাহ আপনার কথা গুলো শুনে আমার মনটা হালকা হয়ে গেল, আমার বিয়ের ১২ বছর কিন্তু সন্তান নেই, এই ১২ বছরে কত যে চড়াই, উতরাই পার করে আল্লাহর অশেষ রহমতে এখনো বুকের ভিতর হাজার কষ্ট নিয়ে বেচে আছি,ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় একদিন মা হতে পারবো।
InshaAllah🤲
Best of luck. Inshaallah
Amr akta auntyr biyer 20 yrs pore bby hoyece.
InsaAllah😇
ইনশাল্লাহ আমার চাচার ২৬ বছর পরে বাচ্চা হয়েছে
সন্তান হলো দূনিয়ার একটা বড় পরীক্ষা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেনা, তারাই ক্ষতিগ্রস্ত হবেন।
শুধু সন্তান না, আল্লাহ প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারক। আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সুখে থাকা আলহামদুলিল্লাহ বলাটা খুব জরুরি। যা নাই তা নিয়ে না ভাবা। প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা উচিত। কারন আল্লাহ তার প্রতিটি বান্দাকে খুব ভালবাসেন।
Absolutely right.....
Apu onak valo lagce
আলহামদুলিল্লাহ
আসলে বাচ্চা নেয়া কথাটাই ভুল,বলা উচিত বাচ্চা হওয়া।আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখনও বাচ্চা নেই না কেন।আমি তাদের জবাবে বলি,বাচ্চা চাই কিন্ত আল্লাহ্ যখন দিবে তখনই হবে এখানে তো নেয়া নেয়ির কিছু নেই সবই আল্লাহ্ পাকের হাতে
এই মূর্খ সমাজকে এটি হওয়া বা নেয়ার পার্থক্য বুঝাতে পারবেন না।
Hmm.
একদম ঠিক বলেছেন।
Saradamaasabar;;maasabarvalokarban}madhufromindia
Actually apu onek age thekei dekhechi onekei baby ney hoyto try korche baby na howar. Koyekdin try korle baby hoye jay abar oneke shoto try koreo hochchena. So na howa r na neya onek difference.
আল হামদুলিল্লাহ।। এত সুন্দর আলোচনা একমাত্র লাইফ স্প্রিং থেকে পাওয়া সম্ভব।কিন্তু কথিত প্রগতিশীলদের থেকে নয়।
একজন মানুষ এতো সুন্দর করে কি করে কথা বলেন!!
আমি এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি ৭ বছর ধরে।প্রথমে প্রথমে এই কথাটা শুনার পরই নিজেকে আর সামলাতে পারতাম না।মানুষ কোন জায়গায় বাদ রাখেনি এই প্রশ্ন করতে।বিয়েতে, কোন দাওয়াতে, এমনকি বাসায় আসলেও একি প্রশ্ন কেন বাচ্চা নেইনা?কেন বাচ্চা হয়না?তখন খুব কষ্ট হতো। সারাদিন সময় টা খুব খারাপ যেতো।কিন্তু এখন আর খারাপ লাগেনা কারণ আমার বাবা মা আমার বোন আমার পাশে থাকে ওরা এগুলার উত্তর দেয়।আর সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে আমার জামাই আলহামদুলিল্লাহ।সব কিছুর জবাবে সে এক কথাই বলে সবকিছু আল্লাহর হাতে।আল্লাহ হুকুম দিলেই বাচ্চা হবে তাই এই প্রশ্ন করাটার কোন মূল্য নেই।তাই এমন অহেতুক প্রশ্ন করে মানুষকে কষ্ট দেওয়ার কোন মানে হয়না।মানুষের হাতে কিছুই নেই যেটা আছে সেটা হচ্ছে দোয়া করা।বাকি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখাটা অনেক জরুরী। এখন আগের মত আর কেও আমাকে এই প্রশ্ন করেনা আর করলেও জবাব আছে আমার কাছে।তাই এখন আর আমি নিজেকে দোষী ভাবিনা আর হতাশ ও হই না।
যারা মা হয়নি তাদের জন্য দোয়া রইলো আর এটাই বলবো আল্লাহর উপর বিশ্বাস রাখেন।আল্লাহ বান্দার ধর্য্যের পরীক্ষা নেন তাই আমাদের নবীজিদের জীবনি পড়া উচিত, মা আয়েশা, মা ফাতেমা, মা মরিয়মের জীবনি পড়া উচিত তারা সবাই অনেক ধর্য্যশীল ছিলেন।তাই কখনো হতাশ হবেন না।আমিও হই না। আমরাও আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি☺️💗
আপনার প্রতিটি কথা পড়ে বুঝতে পারলাম যে আমিও ঠিক আপনার মতোই আমার প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি, আর আমিও বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা একদিন না একদিন আমাদের কোল ভরিয়ে দেবেন।
Apu akon ki apnar baby hoice
অাপু একটা কথা মন্তব্য করি অামাদের অাশেপাশের মানুষ ব্যক্তিগত বিষয় নিয়ে বড্ড মাথা ঘামায়,অামি মনে করি বাচ্চা হোক বা না হোক প্রত্যেকটা দম্পতি তাদের নিজেদের মতো নিখুঁত।
দোয়া এবং শুভকামনা রইল
Amio apnr motoi biyer pore 6 ta bochor onk manusher onk kotha shunechi, tobe asha charini, Amr husband chilo amr pashe. Obosheshe 6 bochor por Allah amk shontan diyechen, Alhamdulillah
আলহামদুলিল্লাহ, ম্যাম আপনার কথাগুলো শুনে মন অনেক হালকা হয়ে গেল, আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুক। আমার বিয়ের ৮ বছর চলছে এখন পর্যন্ত আল্লাহ তায়ালা আমাকে সন্তান দান করেন নি। কিন্তু আল্লাহ সুবহানাতায়ালার উপরে ভরসা আছে নিশ্চয়ই তিনি তার এই নেয়ামত থেকে আমাকে বঞ্চিত করবেন না, ইনশাআল্লাহ ❤️❤️❤️
আমি একজন স্পেশাল মা! এত এত স্ট্রাগল করতে হয়! মাঝে মাঝে হেরে যাই, আবার উঠে দাঁড়াই। আসলে সন্তান থাকা এবং না থাকা ২ টাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আমাদের অন্তর দেখেন, আর তা থেকেই পরকালে পুরষ্কার দিবেন ইনশাআল্লাহ
ua-cam.com/video/BsMib1zt5MQ/v-deo.html
কোনটা বেশি দুঃখের? মা হতে না পারা, নাকি স্পেশাল চাইল্ড এর মা হওয়া?
এত সুন্দর করে ব্যাখ্যা করা, eloquently উপস্থাপনা আমি কমই দেখেছি/ শুনেছি। আপনাকে হাজার ধন্যবাদ সকল মহিলাদের মনে সাহস জোগানোর জন্য, উৎসাহ দেবার জন্য সুন্দর জীবন যাপনের।
ua-cam.com/video/BsMib1zt5MQ/v-deo.html
ম্যামএ পর্যন্ত আপনার যতগুলো পরামর্শমূলক ভিডিও দেখেছি সবচাইতে আজকের আপনার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে
এত চমৎকার করে মানুষকে বোঝানোর জন্য বিনম্র শ্রদ্ধা রইল
আলোচনাটি আসলেই খুব সুন্দর! খুব সুন্দর করে বুঝিয়েছেন ম্যাম। আল্লাহ আসলেই আমাদের চেয়ে আমাদের ভালো বেশি বুঝেন!
ম্যাম,আপনার কথা গুলো খুবই ভালো লাগে, যারা মা হতে পারে না, সন্তান না হওয়ার জন্য কারো কোন হাত থাকে না তবুও সমস্যা থাকে, স্বামীর সমস্যা থাকার পরও উল্টো ব্লেম দেয় ঐ স্ত্রী কে, তবুও কত যন্ত্রণা সহ্য করতে হয় এটা কাকে বুঝাবো,এটা যে সম্পুর্ন উপরওয়ালার হাতে তারপরও দোষারোপ করে একটি মেয়ের উপর। আপনার সব কথা গুলো ঠিক।
আমার দুইটা বাবু মারা গেছে আমার উচ্চ রক্তচাপ এর জন্য। নিজেকে খুব অপরাধি মনে হত আপনার কথাগুলো শুনে মনে প্রশান্তি আসল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
In saaAllah apu., jannat a babu der sathey dekha hobee apnar.
Apni khub vaggoboti........jannater morjada bere gese apnar jonno..jar cartificate ei baccha gulo🥰🥰🥰🥰💕
Doa korben apu amr jnno
Feyamanillah apu...apnio amr jonno dua koiren💕💕💕
আমিন
Mashallah এতো এতো এতো ভালো বক্তব্য আপনার এই কথা গুলো অনেক বড় সদকা।Allah blessed u.
Absolutely right ☺️☺️☺️☺️☺️
Amar o 3years por baby hoyec
মাশাআল্লাহ কথা গুলা অন্তর ছুয়ে গেল।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন
প্রত্যেকটা কথাই যেন মন ছুঁয়ে গেছে।।অসংখ্য ধন্যবাদ আপনাকে।।দোয়া ও ভালোবাসা রইল ।।
আলহামদুলিল্লাহ,,, আপনার লেকচারটা অনেক ভালো লাগলো,,,,আমরা মেয়েরা যদি এরকম মেন্টালী স্ট্রং থাকতে পারি,,,তাহলেই আমরা ভালো থাকবো।।।
মোন এর জোর অনেক অনেক বেরে গিয়েছে আপনার কথা গুলো শুনে। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ জীবনের সব কিছু এই ভাবেই ভাবি আপু। এভাবে বোঝানার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক
মেম আপনার কথা শোনে খুব ভরসা পেলাম।জাজাকাল্লাহ
মা শা আল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
তাহলে শেষ পযন্ত বুঝলেন, ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার,আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ apu
আলহামদুলিল্লাহ আপনার কথা গুলো শুনে আমার মনটা হালকা হয়ে গেল আপনার কথাটা ১০০% সঠিক ,,
দাম্পত্য জীবনে সন্তান দেওয়া না দেওয়া পুরাটাই আল্লাহর হাতে...
আপনার মত ডাঃ আমাদের জীবনে আল্লাহর দেওয়া একটা নেয়ামত
ভিডিওটা আজকে দেখলাম।
ম্যাম আপনি আপনার চিন্তাভাবনা গুলো যেভাবে বলেছেন আসলে এককথায় অসাধারণ।
ইসলামের আলোকে আপনার জীবন দর্শন আসলেই মুগ্ধ হয়েছি।
অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার প্রতি।
আলহামদুলিল্লাহ বিয়ের 5বছর পর মা হবো সবাই আমাদের জন্য দোয়া করি য়েন
Dr .apnar kothai right...amio baby howar jonno kokhono try o korini...vabtam deri kore nibo...kokhono kono protection nei ni Allah suddenly khusi hoe amk ekta konnA diecen alhamdulillah 💖😊
ভিডিও টা দেখতে দেখতে চোখে পানি চলে আসলো। নিজের প্রেগনেন্সির সময়টার কথা মনে পড়ে গেল।
ডাক্তারের চেম্বারের এই ধরনের ঘটনা আমার সাথেও ঘটেছে। সেদিন আমিও একটা নতুন অভিজ্ঞতা একটা নতুন শিক্ষা নিয়েছিলাম। কিছু মানুষ যারা বলতো, "বিয়ের পর এতো তারাতাড়ি বাচ্চা নিলা!" এটা শুনে বিব্রত হতাম। সেই বিব্রত হওয়াটা বন্ধ করেছি। বুঝেছি এমন নিম্নমানের চিন্তা নিয়ে নিজেকে সুশীল এবং শিক্ষিত বলতে তাদের নিজেদের বিব্রত হওয়া উচিৎ। কারণ, " বাচ্চা " নেওয়ার জিনিস না!
খুবই ভালো লেগেছে পুরো ভিডিও টা।শেষের কথা গুলো মনে গেঁথে গেছে। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আপনার পরিবারের জন্য দোয়া রইলো। আর সেই সাথে মহান করুণাময় আমার পরিবার কে হেফাজত করুন। আমার সন্তানকে আল্লাহ সুস্থতা আর নেক হায়াত দান করুন। ❤❤
আসসালামু আলাইকুম। আপু আপনার কথা শুনে খুব ভাল লাগলো। আমার বিয়ের ৯ বছর। আমাদের কোনো সন্তান নেই। তবে এজন্যে আমার হাজব্যান্ড ও আমার মধ্যে কোনো হাহাকার নেই।এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। তাঁর ইচ্ছার উপর তিনিই আমাদের সন্তুষ্ট থাকবার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেবামূলক কাজের সাথে আছি।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।।।। এত্ত সুন্দর করে গুছিয়ে বলেছেন কথা গুলো।।। খুউব ভালো লাগলো।।।
অনেক দোয়া ❤️❤️❤️
খুব ভালো লাগে আপনার কথা গুলো।যখন নিজের প্রতি যত্নশীল হওয়া,আত্মসম্মান সব কিছুই নিয়ে ই স্বাধীনচেতা মনোভাব খুবই ভালো লাগে 💙💙💙
আপনার বলা প্রতিটা কথা অনেক পাওয়ারফুল ❤️
অনেক বড় একটা মেসেজ
এমন একটা ভিডিও আমার নিজের জন্য খুব খুব প্রয়োজন ছিলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সঠিক সময়ে ভিডিও টা পেয়েছি। যখন বাচ্ছা না হওয়ার হতাশায় ভুগছি।ভিডিও টা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।এতো সুন্দর আর গুছানো পরামর্শ দেয়ার জন্য।আমি বলে বুঝাতে পারবোনা আমার নিজের জীবনে ভিডিও টা আমাকে কত বেশি উপকৃত করেছে।
Sach a beautiful spich
দোয়া এবং শুভকামনা রইল
ম্যাম 💜
এত সুন্দর করে,যুক্তি দিয়ে বুঝিয়ে মানসিক ব্যাধি গুলো মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। 🌺
দোয়া এবং শুভকামনা রইল
হয়তোবা অন্য অনেক অনেক সন্তান যাদের মা নেই তাদের মা হতে আল্লাহ তা'লা আমাদের পাঠিয়েছেন
আসলে শেষের কিছু কথা গুলো চোখে পানি চলে আসলো গৃহিণী দের কষ্ট টা কেউ বোঝার চেষ্টা করে না আপনার কথা গুলো আমার কাছে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর মেসেজ বিশেষ করে যারা নিঃসন্তান তাদের জন্য। আর একটা স্পীচ চাই সেইসব মায়েদের জন্য যারা সন্তান সংসারের জন্য নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছেন অথবা দিতে বাধ্য হয়েছেন।
আমি আশা হারাই নি । এখন বিয়ের ১০ বছর।বাট আমি মা হতে পারিনি। ইনশাআল্লাহ আমিও মা হব।
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক সুস্থ নেক সুন্দর একটা সন্তান দিন আমিন।
❤️❤️❤️❤️💟
বোন আল্লাহকে ডাকে আপনাকে নিরাশ করবেন না,,,
তিনি সর্বশক্তিমান,,
আমারও বিয়ে হয়েছে ১০ বছর কিন্তু বাচ্চা ১টাও নেই,৫টা বাচ্চা মারা গেছে ১টাও বাঁচেনি,আমার জন্য সবাই দোয়া করবেন,আমারে যেন আল্লাহ একটা সুস্থ বাচ্চা দেন,আমিন।।
দোয়া এবং শুভকামনা রইল একটা সুস্থ সন্তান দান করেন 🚼🚼🚼🤲🤲
কথা গুলো সত্যি হৃদয় ছুয়ে যাওয়ার মতো।
আমার ২ টা সন্তান এর ফিটাল পল আসেনি এবং সেম অনুভূতি হয়েছিল। ৩য় সন্তান এর যখন ফিটালপোল আসছিল মনে হচ্ছিল খুশি ধরে রাখার মতো না।❤️❤️❤️
আসসালামু আলাইকুম আপু
আপু আমারও সেইম ঘটনা ২বার হার্টবিট আসেনি বাচ্চার। আপু ৩য় বার আপনি কি কোনো ডাক্তারের আন্ডারে ছিলেন। মানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট করছিলেন কি?
আমি বুঝতে পারছি না আপু কেন এরকম হচ্ছে,আমার কি করা উচিৎ । আপনার একটু পরামর্শ পেলে খুবি খুশি হতাম।
যদিও আমি বিশ্বাস করি আল্লাহ না চাইলে পৃথিবীর সব ডাক্তার মিলেও কাউকে সন্তান দিতে পারবে না। কিন্তুু আল্লাহ তো চেষ্টাও করতে বলছে তাই না আপু।
অসাধারণ লাগছে আপনার কথাগুলো ম্যাম। অনেক ভালো কথাগুলো বলছেন। আল্লাই ভাল জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ ইনশাআল্লাহ ভালো কিছুই হবে একদিন
ম্যাম, এতো সুন্দর করে কিভাবে কথা বলেন।।।। আমি মুগ্ধ হয়ে শুনেছি।।।
মাশাআল্লাহ আপনি অনেক ভালো একজন মানুষ ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে আল্লাহ রহমত করুক ডাঃ হয়ে আজ কাল কয়জন ইসলাম সম্পর্কে জানে আপনি আমার অনেক পছন্দের একজন শিক্ষক 😌❤️
এত সুন্দর উপস্থাপনা..... আল্লাহ'র উপর বিশ্বাস❤️❤️❤️।
আপনার কথা শুনতে খুব ভালো লাগে।অনেক বিষয় নিয়ে বললেন যেগুলি নিয়ে সাধারণত আলোচনা হয়না।
আপনার কথাগুলো অনেক সুন্দর ছিল আপু। বিশেষ করে ইসলাম থেকে নেয়ে উদাহরণ গুলা। আর ভিতরে ভিতরে মা হয়ে থাকার অনুভুতি টা শুনে সত্যিই চোখে পানি এসে গেছে.....। 🌿
ধন্যবাদ এত সুন্দর কথাগুলো আমাদের শুনতে দেওয়ার জন্য...!💐
আমারও
আসসালামু আলাইকুম আপু... আজ আপনার ভিডিও টা দেখে মনের ভার টা যেনো হালকা হয়ে গেলো... অনেক ভালোবাসা আর দোয়া রইলো 😊❤️
❤
আসসালামু আলাইকুম। আপনার কথায় আমি মুগধ। মনে হয় আমাকে নতুন একটা জিবন দিলেন। আমার কতবড় উপকার হল তা আপনি জানেন না।আপনার জন্য শুধুই দোয়া। আললাহ আপনাকে সুস্থ রাখুন,নেক হায়াত দান করুন, আরও বেশি দ্বীনের বুজ দান করুন।
এত্তো সুন্দর কথাগুলো বলেছেন ম্যাডাম; প্রশংসার ভাষা নেই! Just heart toucing! বারাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকি। সাধারণত আপনার কোয়ালিটির মানুষেরা দ্বীনকে লালন করলেও অন্যকে বুঝাতে এমন আকিদা সংক্রান্ত কথাগুলো উচ্চারণ করে বলে আমার জানা নেই। তাই জন্যে আমি সবচেয়ে বেশি Surprised! আল্লাহ আপনাকে কবুল করুন।
Thank you so much for your appreciation.
বর্তমানে আমি প্রতিদিনই আপনার ভিডিও দেখি,একই ভিডিও বারবার দেখি এমনও হয়,শিখছি,নিজেকে পরিবর্তন করছি,,,ভালো লাগে আপনার কথাগুলো ম্যাডাম।।
আপনার জন্য অনেক অনেক দোয়া & শুভকামনা রইলো।।
সত্যি আপনার কথাগুলো খুব ভাল লেগেছে ।আল্লাহ চাহেতো সবকিছু সম্ভব
Thanks 😢😢😢 apu..onek valo lagche😢😢...insahAllah akdin Allah deban amake..
You make me so proud to be a muslima, a scientist and to be a Bangladeshi. May Allah reward you immensely in this world and the hereafter.
খুব ভালো লাগলো। পছন্দের অনেক সন্তানহীন মায়ের কথা মনে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ
আপু আসসালামুয়ালাইকুম। আপু আমি আপনার এই একটি ভিডিও দেখেছি। যেখানে আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিষয় গুলো এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন।
আল্লাহ আল্লাহগো দেওনা একটা সন্তান কি নাই তোমার দরবারে, আর ভালো লাগে না মানুষের কথা শুনতে স্বামীর সমস্যা থাকার পরেও আমাকে কথা শুনতে হয় আল্লাহ তুমি চাইলে সবি প্রত্যেকটা বোনকে নেক সন্তান দান করো
আপনার উপস্হাপনা আমাকে ভীষনভাবে মুগ্ধ করেছে।You are thanked from the deppest corner of my heart.
১২ বছর ধরে বাবু হয়না অনেক কথা শুনতে হয় তারপরও মনে করি মাওলা যদি চায় দিবে কথা গুলো ভালো লাগছে নিজেকে একা লাখছে না আমার মতো আর আনেকে আছে
Allah r upor vorsa rakun
একটা সন্তান আল্লাহ তা'আলার সবচেয়ে বড় নেয়ামত। যা প্ততি নিয়ত বুঝতে পারছি। আমি আমার সন্তান কে জন্ম দিয়েছি কিন্তু তাকে ছুয়ে দেখতে পারি নি তার ছোট হাত পা গুলোতে আদর করতে পারি। এখন পর্যন্ত আমি নিজেকে দায়ি করে যাচ্ছিলাম কিন্তু এই ভিডিও দেখে কনফিডেন্স পেলাম
প্রচন্ড কষ্টে আছি, তারপরও কিছুটা মোটিভেট হলাম। আল্লাহ আমাকে ধৈর্য ধারন করার তৌফিক দিন।
খুবই ভালো লাগল আপনার কথা গুলো। জীবনের কঠিন সময় গুলোকে কত সুন্দর আর সহজ করে তুলে ধরলেন।।
ধন্যবাদ।
Apu,apnar ktha gulo ato valo laglo. Amr chokhe pani chole ashche. I m a SAHM. Conceive korar por job chere diyechi. vetore vetore khub mon kharap lage. Apnr kttha gulo shune just goosebump holo. Kew to at least amr ktha bujlo,shundor kore bollo.
আপনার কথাগুলো আসলেই মন ছুঁয়ে যায়।
Apu, English subtitles thaakle valo hoy. We can share w our friends from other languages too. This was a blessing, Mashallah.
আসলেই আপু আপনাকে দেখে অনেক ভালো লাগলো মাসা আল্লাহ
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
আমরা ২বছর পর মা হতে চলেছি দোয়া করবেন আপু আমাদের জন্য ❤❤
আপনার কথাগুলো এতো সুন্দর মনে হয় শুনতেই থাকি।
একবার অনেক বড় ভুল করে ফেলেছি ,
এখন আল্লাহর কাছে চাইছি প্রতিনিয়ত 😰
আল্লাহ মাফ করুক 🤲🤲
একটা কথায় জানি,
আমার স্রষ্ঠার হও বলাতে সব কিছু হয়।আমার স্রষ্ঠার সামর্থ্যের বাইরে বলে কিছু নেই। দোয়ার দরজা খোলা আছে। তাই নিরাশ হওয়ার কোনো কারণ নেই।
মাশাল্লাহ অসাধারণ উপস্থাপনা😊 আল্লাহ আপনার উপস্থাপনায় আরো বরকত দান করুক❤
Thanks for your support.
তোমার কথা গুলো খুবই সুন্দর এবংএটাই সঠিক ।
মনটা হালকা হয়ে গেল ❤❤ দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমার মনের ইচ্ছা পূরণ করেন ,আমাকে ১টা নেক কার সন্তান দান করে আমিন ।
দোয়া এবং শুভকামনা রইল 🚼👈
Ameen
দোয়া ও শুভ কামনা রইল
আল্লাহ তায়ালা আপনার দুনিয়া আখিরাত উজ্জ্বল করুক আমিন
কিনতু আজ আপনার কথা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল
O my god..¡!!!...mem...apner kotha gola khub valo laglo....khub Shanti pacci..mon theke...
Keep me in your prayers.
অনেক সুন্দর করে কথাগুলো বলেছেন।।।।শিক্ষনিয় কথা।
Kotha gulo sune aj chokdiye panichole aslo.amra jara akhono mahote parini allah jano sobaik nek sontan dan koren (Ammin)
Assalamualaikum khalamoni. Apnar kotha gulo sune ami kanna kore dici .onek motivate holam. Amar biye hoyece 6 years hoicee. Allah akhono akta baby dey nai .koto manoser koto kotha j sunci .maje maje mon cay chup hoye jai karo sate kotha bolte icce hoyna
আপনার কথা শুনলে মনের জোর বাড়ে। আপনাকে ধন্যবাদ আপু আমাদের জন্য আপনার মুল্যবান সময় থেকে সময় বের করে মুল্যবান কথাগুলো বলার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। মা দিবস এর শুভেচ্ছা। ❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ম্যাম
22 বছর হয়ে গেছে বিয়ের। নিঃসন্তান , সবর করে আছি আল্লাহর দরবারে ।যদি ওপারে কিছু পাই, আশায় বুক বেঁধে আছি ।
Allah r upor vorsa rakun.
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করছি
Allah jeno apner monobasona purno koren
জেকে লাইফ স্টাইল ফলো করেন আপু
দোয়া এবং শুভকামনা রইল 🚼🚼
Donnobad mem..apnar Kota gulu sune mone odvut Santi payechi. Amio ma hote partasina. dua korben Amar jonno.
Such a lovely speech! My heart is overwhelming 😢. Thanks for sharing your thoughts mam! ❤ May Allah bless you
২৪ বছরের বিবাহিত জীবনে আলহামদুলিল্লাহ ৩ সন্তানের জননী হয়েছি,একা হাতে সংসার সন্তান এবং তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্ত পারিনি। ওরা আমার দেওয়া কোনো শিক্ষাই গ্রহণ করেনি,কিছটা বড় হওয়ার পর থেকেই ওরা আমাকে ওদের প্রতপক্ষ ভাবতে শুরু করে।এর জন্য অনেক কান্নাকাটি করেছি, সব সময় মনে হতেো কি করিনি আমার সন্তানদের জন্য? আজ আপনার ভিডিও দেখার পর নিজেকে নির্দোষ ভাবতে পারছি, হুম সন্তান অমানুষ হওয়ার জন্য সত্যিই মা একা দায়ী নয়। আজ থেকে শুধু সন্তানদের চিন্তা নিয়ে পরে থাকবো না।নিজেকে নিয়েও ভাববো।ধন্যবাদ আপনাকে এ রকক নতুন ভাবে প্রেরণা দেওয়ার জন্য।
কমেন্ট করে গেলাম ৭/১০/২০২৪
কি সুন্দর করে বুঝাও তুমি আপু! গুছিয়ে কথা বলাটাও একটা নেয়ামত। তোমার পরিবার কে আল্লাহ হেফাজত করুন।
মাশা আল্লাহ আপু,,,অনেক অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন,,,অনেক উপকৃত হলাম,,,এটাই সত্য,,,আল্লাহ ভাল জানেন আমাদের জন্য কোন টা প্রয়োজন,,,,সব গুলো কথাই অসাধারণ ছিল আপু,,,জাযাকাললাহু খাইরান আপু ! 💜
অনেক সুন্দর আলোচনা,,,,,,😊
মুগ্ধ হয়ে শুনেছি,,,❤❤
আপু আপনার কথা গুলো এত ভালো লাগছে মাশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন
আপনি শুধু ভালো ডাক্তার না আপু আপনি এই বাংলাদেশের গর্ব❤❤।
আপু আমার বয়স ২৭। আমি অবিবাহিত । আমার ও pcos ধরা পরেছে। যে কারণে আমার মাসিক দুই মাস গেলেও হচ্ছে না।গুম হচ্ছে না হরমোন টেস্ট সব করেছি সব রিপোর্ট ভালো। আমি কি মাসিক হওয়ার জন্য নরমেন্স ওষুধ খেতে পারি?
আসসালামু আলাইকুম আপুমনি
অনেক ভালো লাগছে আপনারা কথা গুলো
আমিও মা হওয়া টেনশনে আছি তবে যাই হোক আল্লাহ মালিক ইনশাআল্লাহ সবসময়ই আল্লাহর উপর ভরসা ইনশাল্লাহ
সবার জন্য দোয়া রইল এবং সব্বাই কাছে থেকে দোয়া কামনা করি
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ ,,বিয়ের দুই বছর পর একটা ছেলে ও একটা মেয়ে হয়েছে জমজ,,
কিনতু আজ আপনার কথা শুনে মনটা ভালো হয়ে গেছে
আপু আপনার কথা খুবই সুন্দর এবং প্রাঞ্জল ❤️💐🌺
আসসালামু আলাইকুম। চমৎকার আলোচনা করেছেন।ভালো থাকুন।অনেক অনেক অলোচনা শুনতে চাই।শুভকামনা ও ধন্যবাদ
So well said mashallah. You didn't miss a single point. I only wish all these couples who are unable to have children, why they don't consider adopting. Bangladesh-e ki onath bachar obhabh? Ami Maa howar por aro beshi feel korechi je pett theke jonmo dilei bhalobasha shob shomoy ashe na. Bhalobasha, connection toiri hoi din raat ekta bachake take care kora theke. Ekta bacha bachai. They need love, care and attention like if they are your own. If you make them your own, they will be your own. Ami jani na keno Bangladesh-e adoption concept ta popular na. Keu keu bole Islam-e adoption bole kichu nai. Ei topic niye comment lomba korte chachi na. But I really loved your video.
মা শা আল্লাহ অনেক সুন্দর আলোচনা