Healthy Spirituality (Part-3) : বিষণ্ণতা মুছে যাক | Yahia Amin | LifeSpring

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @adnansyedproduction5917
    @adnansyedproduction5917 3 роки тому +926

    জ্ঞানের কি বরকত মাশাল্লাহ। আল্লাহ যেন আপনার জ্ঞানের পরিধি আরও অনেক বাড়ায় দিক। আর রহমতে যেন আপনার জীবন ভরায় দেয়, আমার আল্লাহ

    • @yahiaamin
      @yahiaamin  3 роки тому +79

      ধন্যবাদ ।

    • @imranalmamun1518
      @imranalmamun1518 3 роки тому +13

      @@yahiaamin assalamualaikum vai.ei rokom series aro chai.5part er por nai kno?

    • @yahiaamin
      @yahiaamin  3 роки тому +73

      @@imranalmamun1518 next ramadaan e aro boro series korbo insha allah

    • @imranalmamun1518
      @imranalmamun1518 3 роки тому +7

      @@yahiaamin next ramadan ekhn onk baki.taqdir nia kno series nai.

    • @jahirulkarim8833
      @jahirulkarim8833 2 роки тому +8

      zajakumullahu kairan ,
      may allah give you more sahih knowledge that you can give dawath more - Ameen

  • @sumonahamed8652
    @sumonahamed8652 2 роки тому +404

    আলহামদুলিল্লাহ, আমি অনেক বছর ধরে প্রচন্ডরকম ব্যাথা নিয়েও বেঁচে আছি, কোন সফলতা পাচ্ছিনা। ডাঃ কোন রোগ নির্ণয় করতে ব্যার্থ। আমি নিশ্চই বিশ্বাস করি আল্লাহ আমাকে উত্তম রিজিক এবং জীবন দান করবেন।

    • @muhammadsb8131
      @muhammadsb8131 2 роки тому +13

      Ami o vai

    • @sumonahamed8652
      @sumonahamed8652 2 роки тому +5

      @@sumaiyafarah612 Maybe

    • @mstbithi2229
      @mstbithi2229 2 роки тому +3

      আমি জানি তবুও কষ্ট হয় আর হতাশ হয়ে যাই।সহ্য করতে পারছি না আর।

    • @sumonahamed8652
      @sumonahamed8652 2 роки тому +3

      @@mstbithi2229 চিকিৎসা নিয়মিত চালিয়ে যান আর আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম করুনাময়।

    • @salimyeasaran
      @salimyeasaran 2 роки тому +2

      In sha Allah dear 💕😇🥰😍

  • @shafiaafrinjarin1297
    @shafiaafrinjarin1297 2 місяці тому +3

    আমার গর্বে থাকা অবস্থায় আট মাসের মেয়েটা মারা যাওয়াতে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। মেয়েটার মুখটাও কেন যে একটু দেখলাম না এইভাবে আরো কষ্ট হচ্ছিল।। আপনার কথাগুলো শুনে এখন একটু মনে প্রশান্তি পাচ্ছি।আলহামদুলিল্লাহ । ।ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য সামনে ভালো কিছু রেখেছে।। আল্লাহ উত্তম পরিকল্পনা কারী।।

  • @sarowerrafin5168
    @sarowerrafin5168 2 роки тому +201

    প্রচন্ড হতাশার মূহুর্তে শেষ রাতে অর্থ বুঝে বুঝে এই সূরাটা তিলাওয়াত করলে মনে হয়, আল্লাহ যেন আমার জন্যই এই মাত্র সূরাটি নাযিল করছেন আমার উপরে, তখন প্রশান্তির অশ্রু অজান্তেই গড়িয়ে পড়ে ক্রমাগত। বার বার তিলাওয়াত করতে ইচ্ছে হয়❤️

  • @amenaakhi1623
    @amenaakhi1623 2 роки тому +121

    সুবহা-নাল্লাহ।
    এই প্রথম কোন সূরার শাব্দিক ব্যাখ্যা /তাফসির শুনে অনবরত কাঁদতে থাকলাম।
    এত সুন্দর ব্যাখ্যা তো কখনও আলেম-ওলামাদের মুখেও শুনিনি, আর শুনলেও এইভাবে মনে কড়া নাড়ে নি!
    বিষন্নতা নিয়ে এত চমৎকার কথা আগে কারও কাছে শুনি নাই।
    আল্লাহ আপনাকে অশেষ বারাকাহ দান করুন, সেই সাথে আমাদেরও।
    সময় টা ভালো যাচ্ছিল না ইদানীং, ঠিক সময়ে ঠিক এমন আশার বাণী আল্লাহ আমার সামনে এনে দিলেন।
    আলহামদুলিল্লাহ।

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому +9

      Our pleasure! Thanks for watching.

    • @farihafareen7830
      @farihafareen7830 2 роки тому +2

      @@yahiaamin As Salamu Alaikum. Jante chachilam je life e sofolota orjon er jonno kon surah besi besi path kora uchit...jodi aktu janaten?

    • @aladantune2715
      @aladantune2715 Рік тому

      ​@@farihafareen7830 Sura Yousufসহ মক্কায় অবতীর্ণ হওয়া সুরাগুলি বেশি বেশি বুঝে পড়তে পারেন।

    • @KamrunNaher-y7y
      @KamrunNaher-y7y 10 місяців тому

      ​@@farihafareen7830 Pura Quran i porben Bangla te beshi beshi

  • @somoynews360.0
    @somoynews360.0 Рік тому +51

    যখন তুমি আল্লাহর আনুগত্য করবে
    এবং আল্লাহর উপর ভরসা করবে
    তখন সবকিছু সহজ হয়ে যাবে।❤

  • @মুচকিহাঁসি-প৯স

    বিচ্ছেদ বেদনা আমাকে বিষন্নতা আমাকে খুব কষ্ট দিচ্ছে,
    আপনার কুরআনিক চিকিৎসা আমাকে মুগ্ধ করছে ❤

    • @monjurulislam8570
      @monjurulislam8570 2 роки тому +12

      হায় রে বিচ্ছে, এ যন্ত্রণা মৃত্যু থেকে ও ভয়ংকর... আল্লাহ আমাদের উপর রহমত দিন,আমিন।

    • @lutfunnahar4613
      @lutfunnahar4613 2 роки тому

      @@monjurulislam8570 আমি ও। এত খারাপ লাগে ভাই। ডিফ্রেশন দুনিয়ায় থাকার ইচ্ছে কেড়ে নিয়েছে

    • @monjurulislam8570
      @monjurulislam8570 2 роки тому +7

      @@lutfunnahar4613 মরে গেছি সেই কবে,বেচে আছে শুধু দেহটা,,

    • @lutfunnahar4613
      @lutfunnahar4613 2 роки тому +1

      @@monjurulislam8570 same obostha.

    • @firozali5366
      @firozali5366 2 роки тому

      ইনশাআল্লাহ

  • @sayedmahmud4701
    @sayedmahmud4701 2 роки тому +11

    বিদেশ থাকি আমি,খুব কষ্টে ছিলাম ভাবছিলাম হয়তো সুইসাইড করে মরে যাবো।কিন্তু আপনার ভিডিওটা দেখলাম।ভাই সত্যি অসাধারণ আপনার কথা কোরানের কথা।আলহামদুলিল্লাহ। কথা গুলা শুনেই প্রশান্ত হইলাম। ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে আসার যথেষ্ট চেষ্টা করবো।দোয়া করবেন।আর আমি দেশে এসে আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ

  • @ForhadDhk
    @ForhadDhk 2 роки тому +4

    সারাটা দিন খুব টেনশানে আছি সাম্নে একটা ঝামেলা আসতে পারে তাই। consequences ভাল না অ হতে পারে । যেই ঘুমাতে যাওয়ার আগে UA-cam টা অপেন করলাম এটা সামনেই পেলাম। আর যেভাবে আপনি explain করলেন, মনে হচ্ছিল সব আমার মনকে সান্তনা দেয়ার জন্যই। অজান্তেই চোখ বেয়ে পানি ঝরছিল। এবং এটা মারাত্মক রকম খুশিতে আর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় । আল্লাহ আমাকে ছেড়ে যাননি। I can’t stop my feelings to say you thank you brother ❤. Very nicely explained..

  • @nhs3935
    @nhs3935 2 роки тому +50

    গত দুইদিন থেকে ঠিক একই সমস্যায় ভুগছিলাম ভিডিওটা সামনে চলে আসে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য 🖤🖤🖤🖤

  • @mahfuzraihan4936
    @mahfuzraihan4936 2 роки тому +262

    ডিপ্রেশনে পড়লেই এই সূরাটি পাঠ করি। আলহামদুলিল্লাহ ডিপ্রেশন আর থাকে না!😇😇

    • @MUSA-uo8rs
      @MUSA-uo8rs 2 роки тому +3

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই ইমুজি টি ব্যবহার থেকে বিরত থাকুন ভাই😇🤟🤘

    • @zahidulhassan7033
      @zahidulhassan7033 2 роки тому +2

      Sem ✊

    • @mosleharahman1120
      @mosleharahman1120 2 роки тому +3

      মহান আল্লাহ তায়ালা আমাদের যে কতটা ভালোবাসেন তা না বুঝেই হতাশ হয়ে যাই।

    • @nazmunnesa5237
      @nazmunnesa5237 2 роки тому +1

      পড়লেই কি হবে না মানে বুঝতে হবে?

  • @jerinaayat383
    @jerinaayat383 2 роки тому +45

    যতই বিষণ্নতা থাকুক না কেন আল্লাহ্ তাআলা সব সময় পাশেই থাকেন 👍

  • @mdfarid286
    @mdfarid286 2 роки тому +14

    পৃথিবীর সকল ধর্মের মানুষ যেন বুঝতে পারে,সেজন্য বলতেছি ইংলিশ সাবটাইটেল দেওয়ার জন্য.
    জাযাকাল্লাহ খায়ের......

  • @AAA-qm4tc
    @AAA-qm4tc 2 роки тому +28

    একজন সাইকোলজিস্টতো এমনই হওয়া চাই মাশাআল্লাহ 💝 আল্লাহ তাআলা আপনার জীবনের বরকত দান করুক

  • @fatemachampa2431
    @fatemachampa2431 2 роки тому +6

    আপনার প্রথম কথাটি আমার জীবনের সাথে মিলে গেল।কিন্তূ আমি এটাকে আল্লাহর পরীক্ষা মনে করেছি।আর সবর করেছি।

  • @NanzibaAziz
    @NanzibaAziz Місяць тому +2

    দোয়া করি আল্লাহ্ তা,আলা আপনাকে নেক হায়াত দান করুন।খুব সুন্দর আলোচনা।

  • @fareedamulla5698
    @fareedamulla5698 2 роки тому +6

    হে আল্লাহ্ তুমি তোমার অসহায় বান্দাদেরকে রক্ষা করো মাবুদ গো, এবং, আমাদেরকে ধর্য ধরার তৌফিক দাও মাবুদ,,

  • @md.burhanuddin3987
    @md.burhanuddin3987 2 роки тому +57

    স্যার,
    গত বছর অক্টোবর, নভেম্বরে আমি প্রচুর মানসিক পেরেশানিতে ছিলাম আল্লাহ র রহমত আপনার কুরআনিক আলোচনা আমাকে অনেক আশার পথ দেখিয়েছিলো,
    আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ

    • @JuwelAhmed-um2oh
      @JuwelAhmed-um2oh 6 місяців тому

      Ki vabe Valo holen

    • @md.burhanuddin3987
      @md.burhanuddin3987 6 місяців тому

      @@JuwelAhmed-um2oh
      দুনিয়াতে ভালো মন্দ যা ঘটুক না কেন সবকিছুই অস্থায়ী !

  • @tasnim655
    @tasnim655 2 роки тому +87

    Jazakallah.... মেডিকেল এর পরীক্ষার রেজাল্টের পর অনেক বেশি হতাশায় ছিলাম।।। এরকম একটা ভিডিও অনেক দরকার ছিল।।।

  • @khadijalily3402
    @khadijalily3402 2 роки тому +41

    আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরো অনেক বাড়িয়ে দিন এবং নেক হায়াত দান করুন । আমীন

  • @AbulKalam-wb3nk
    @AbulKalam-wb3nk 2 роки тому +5

    আমি খুব হতাশ আছি।একজন মানুষের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে আছি।তাকে ছাড়া ভাবতে পারছি না কিছু।আপনার কথা আমাকে একটু আশার আলো দিলো।আল্লাহ্ আমাকে অনেক শক্তি দেক এই অবস্থা থেকে পরিত্রান হতে পারি।

  • @JewelRana-on3pc
    @JewelRana-on3pc Рік тому +4

    আপনার ইসলামিক ভিডিওগুলো সত্যিকর অর্থে একবাক্যে অতুলনীয় । আল্লাহ আপনাকে ইসলামের পথে থাকার ও ইসলামের খেদমত করার তাওফিক দান করে ।

  • @rafiqulislam4494
    @rafiqulislam4494 2 роки тому +19

    সুবাহানাল্লাহ। অসাধারণ । Perfect বক্তব্য । মুসলমানদের চিন্তার পরিবর্তন হবে

  • @awsibly971
    @awsibly971 2 роки тому +53

    কোথায় ছিলাম এতোদিন!
    এতো ভালো কন্টেন্ট এখানে!

    • @edubd5202
      @edubd5202 2 роки тому +2

      একদম ভাই প্রাণ জুড়ানো।

    • @lookfight5846
      @lookfight5846 2 роки тому

      ua-cam.com/video/KoqhNz7wD3I/v-deo.html

    • @mdmainmiah
      @mdmainmiah 2 роки тому

      same

    • @anwarulhaquetarafder3941
      @anwarulhaquetarafder3941 2 роки тому

      আসসালামুআলাইকুওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, যাজাকআল্লাহ! 🇧🇩💚

  • @md.toriqulislam5681
    @md.toriqulislam5681 2 роки тому +2

    আল্লাহকে ডাকলে তিনি সারা দেন। অবশ্যই সারা দেন। আমার একজন স্যার বলেন,তুমি আল্লাহকে ডাকো,তিনি সরাসরি আসবেন না তোমার কাছে।তাঁর কোন পছন্দের বান্দার মাধ্যমেই তোমাকে সাহায্য করবেন।
    আমার যখন মানসিকভাবে প্রচণ্ড দুঃসময় চলছে। ঠিক সেই মূহুর্তেই আপনার ভিডিওগুলো আমার ইউটিউবে ভাসছে। কৃতজ্ঞতা আপনার প্রতি। ♥
    ভালোবাসা জানবেন শ্রদ্ধেয় ইয়াহিয়া আমিন স্যার♥

  • @junaidhossainnoman2042
    @junaidhossainnoman2042 2 роки тому +48

    মাশাল্লাহ আপনার মূল্যবান কথা গুলো বর্তমান যুব সমাজের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে পড়ুক।

  • @nevermind6933
    @nevermind6933 2 роки тому +41

    মনে হলো নোমান আলী খানের বাংলা ভার্সন দেখছি😲🙂মাশ্আল্লাহ কিছু বলার নেই আমার!

  • @fatemamitu5816
    @fatemamitu5816 3 роки тому +20

    ভাই, আপনার ব্যাখ্যা শুনে মন আনন্দিত হয়ে গেলো,আলহামদুলিল্লাহ।

  • @isratjahanibne1066
    @isratjahanibne1066 2 роки тому +22

    আলহামদুলিল্লাহ আপনি মাশাল্লাহ খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। নবীজি স: এর সুন্নত কে আকড়ে ধরেন। যেহেতু আপনার কথা গুলা অনেকেই শুনছেন। তাই আপনার সুন্নত পালন অন্যকে প্রভাবিত করবে।

  • @নাবলাগল্প
    @নাবলাগল্প 2 роки тому +3

    অসাধারণ। অনেকটা হালকা হয়ে গেলাম। এখন মনে শান্তি আসছে।

  • @fahmidaferdousi358
    @fahmidaferdousi358 2 роки тому +1

    Onk hujurer waj shuni but apnar moto sundor kore khub kom hujur e bolen.
    MashaAllah !
    Allah apnar maddhome aro onk manushke bujhar khomota dan korun ebong apnake nek hayat dan korun jate kore apni aro onk din apnar gyaner alo diye onk manushke alokito korte paren.

  • @MDMasudRana-ud4nx
    @MDMasudRana-ud4nx 2 роки тому +43

    এই জগতের সব সমেস্যার সমাধান করতে পারে আল কুরআন ❤️❤️❤️❤️

  • @promisvlog3309
    @promisvlog3309 Рік тому +2

    এতো সুন্দর ব্যাখ্যা, মুগ্ধ হওয়ার মতো মাশাআল্লাহ।আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিক।সারাজীবন মানুষের সেবায় থাকার তাওফিক দান করুক।🥰🥰🥰🥰

  • @asrafasraf5906
    @asrafasraf5906 2 роки тому +9

    আলহামদুলিল্লাহ্‌। আপনিএতো সুন্দর করে বলছিলেন। আমি মনদিয়ে সুনলাম আর মনে মনে চিন্তা করলাম যদি কখনো মাঝ রাতে গুম বেঙে যায়।তখন দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে এই সুরা টাপাঠ করবো। আমার মেনেছে হয় এর চাইতে সান্তি ওপ্রশান্তি কনো সময় পায়া যাবেনা।আমার মনে হয় এই সময়টা আল্লাহ এবং বান্দার কাছাকাছি হয়ার উত্তম সময়।অনেক ধন্যবাদ আাপনাকে

  • @MdRashed-cb9bn
    @MdRashed-cb9bn Рік тому

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইজান।
    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা আমীন ❤️ জাযাকাল্লাহ খাইয়র।
    সবাই শোনেন মানেন আমল করেন এবং বেশি বেশি শেয়ার করুন আমীন ❤️ আল্লাহ আমাদের সকলকে সঠিক ভাবে বোঝার তৌফিক দান করুন আমীন ❤️ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসীব করুন আমীন ❤️ আল্লাহ আমাদের সকলকে সঠিক ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমীন ❤️ আল্লাহ আমাদের সকলকে সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করুন আমীন ❤️ জাযাকাল্লাহ খাইয়র।

  • @ariyanparvez6419
    @ariyanparvez6419 Рік тому +7

    আল্লাহতালা সাক্ষী আমি একসময় অনেক নিঃস্ব ছিলাম এখন অনেক ভালো আছি আল্লাহতালা 10-10 দিয়েছে আলহামদুলিল্লাহ

  • @mstsima6312
    @mstsima6312 2 роки тому +2

    আমার বাবা অসুস্থ ছিলো, টেনশনে ঘুম হচ্ছিল না,, ইউটিউব এ আসার সাথে সাথে ভিডিও টা সামনে আসলো,, মন দিয়ে পুরো কথা গুলো সুনেছিলাম,, খুব ভালো লাগলো,, অনেক সুন্দর করে বুঝাতে পারেন,, আল্লাহ উনাকে সুস্থ রাখুক।

  • @sohanoor3291
    @sohanoor3291 2 роки тому +7

    আল্লাহ আপনার উত্তম জ্ঞানগুলো আরো বাড়িয়ে দিক।
    আর আপনি এভাবেই আলো ছড়াতে থাকুন।

  • @faiazahmedrabbany3806
    @faiazahmedrabbany3806 2 роки тому

    আমাদের দেশের আলেমগন আছে একদল অন্যদলের ভুল ধরা নিয়ে, কে কাকে কত বাজে ভাবে ভুল প্রমাণ করতে পারে সেটা নিয়ে, গালি-গালাজ নিয়ে। অথচ তাদের উচিত ছিল ঠিক এই ভাবে মানুষকে তাদের দিকে টেনে নেয়া।
    জাজাকাল্লাহ খাইরান ইয়াহিয়া আমিন স্যার, আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আপনার ইলমের পরিধি আরও বাড়িয়ে দিন।

  • @nazminatia1664
    @nazminatia1664 2 роки тому +13

    মা'শা আল্লাহ....!
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।এত্তো সুন্দর ভাবে বোঝাতে পারার জন্য ( আমিন)

  • @noyonmoni4215
    @noyonmoni4215 2 роки тому +6

    আল্লাহ্ আপনাকে কতো প্রতিভা দিয়েছে অনেক দোয়া রইলো আপনার জন্য।

  • @freelancingbox2.096
    @freelancingbox2.096 2 роки тому +3

    সময় খারাপ যাচ্ছে, প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে এই ভিডিওটা আমার সামনে আসলো। আপনার কথা গুলোর মাধ্যেমে আল্লাহ আমার মনকে শান্ত করেছেন

  • @minarnurbegum1999
    @minarnurbegum1999 2 роки тому +4

    আমার কষ্টের সময় আপনার কথাগুল শুনে ভাল লাগল আমি এইভাবেই আল্লাহর উপর ভরসা করি। নিশ্চয় আল্লাহ ভাল কিছু উপহার দিবেন। কথার সতত্যা এত সুন্দর করে বলছেন৷ মন ভাল হয়ে গেল। ধন্যবাদ৷ ভাই।

  • @houqebakul7592
    @houqebakul7592 2 роки тому +28

    আলহামদুলিল্লাহ্ চমৎকার আলোচনা, আমি প্রতিদিন এ সূরা পড়তে চেষ্টা করি।

  • @dr.hosneararuna6293
    @dr.hosneararuna6293 2 роки тому +2

    আল্লাহ্ আপনার নেক হায়াৎ দান করোক এবং মানুষকে আরো হেদায়াতের জন‍্য জ্ঞান বৃদ্ধি করে দিক দোয়া করি--

  • @rocksanabintealamrocksana
    @rocksanabintealamrocksana Рік тому +8

    সুবহানাল্লাহ আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিক।

  • @moumoon9610
    @moumoon9610 Рік тому

    মাশাআল্লাহ । ভাইয়া এতো সুন্দর করে কথাগুলো বুঝিয়ে বলেন ভীষণ ভালো লাগে । আপনার প্রত্যেকটি ভিডিও তে সুন্দর ভাবে আলোচনা হয় সত্যি ই অসাধারণ ।

  • @rifatjahantofa7112
    @rifatjahantofa7112 2 роки тому +38

    আলহামদুলিল্লাহ,,আল্লাহ আপনাকে ভালো রাখুন। ইহকাল ও পরকালের কল্যান দান করুন। জ্ঞানের পরিধি বাড়িয়ে দিন। আমীন💙💙💙

  • @RakibJuthy585
    @RakibJuthy585 2 роки тому +1

    আমি বিশ্বাস করি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🥰🥰উনি নিশ্চয়ই ভাল কিছু রাখছেন। আর একটা কথা কি, আলহামদুলিল্লাহ, আল্লাহর সব চেয়ে বড় নিয়ামত উনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্ম গ্রহন করার তৌফিক দিয়েছেন।।।।❤️❤️

  • @mdshahinoor2115
    @mdshahinoor2115 2 роки тому +29

    স্যার আমি প্রাই সাত বৎসর যাবৎ hypochondria, anxiety illness, depression নিয়ে খুব কষ্টে আছি, মেডিসিন ছাড়া গুমাতে পারিনা, ইনশাআল্লাহ আমি এই সূরা শুনবো পড়বো, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন

    • @mdmainmiah
      @mdmainmiah 2 роки тому

      আল্লাহর দিকে ফিরে আসলেই শান্তি।

  • @ALLNEWS24-z3r
    @ALLNEWS24-z3r Рік тому

    স্যার আপনার কথাগুলো শুনে কিছুক্ষণ কাঁদলাম। কেননা দীর্ঘ ৫ বছর আমার স্কুল ও কলেজ লাইফে মা-বাবার কাছে যা চেয়েছি তা সঠিক সময়ে পাইনি। যা চেয়েছি তা দেওয়া আমার বাবা-মায়ের পক্ষে সম্ভব ছিল। কিন্তু আমার বড় ভাই-বোনদের কথায় সে জিনিস গুলো আমাকে দেওয়া হয়নি। এইজন্য আমার শিক্ষাজীবনে/ছাত্রজীবনে মারাত্মক দুর্ভোগ নেমে আসে। আসলে আমাকে আমার পরিবার কখনো বুঝতে চেষ্টা করেনি। এখন পর্যন্ত আমি মারাত্মক হতাশায় ভুগছিলাম। কিন্তু আল্লাহর শুকরিয়া, আপনার কথাগুলো শুনে মনে স্বস্তি অনুভূত হলো এবং আমি মানসিকভাবে সুদৃঢ। আলহামদুলিল্লাহ! আমার জন্য দোয়া করবেন। আমি এইবার এইচএসসি পরীক্ষার্থী।

  • @md.abuahsanjewel239
    @md.abuahsanjewel239 2 роки тому +6

    অসাধারণ আলোচনা কোরআন ও জীবন সমস্যা নিয়ে। আল্লাহ আপনার সহায় হোক।

  • @Suzan-s3s
    @Suzan-s3s Місяць тому +1

    আপনার একটা গুলো খুবই উপকারী

  • @sharminsiddique18
    @sharminsiddique18 2 роки тому +4

    Masaallah. চোখ এ পানি এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ

  • @monalisamahiya6072
    @monalisamahiya6072 2 роки тому +1

    আল্লাহুম্মা আমিন।
    এই দোয়ার বরকত নিয়ে কিছুই জানতাম না, আজ আপনার এই পোস্ট আমাকে ভিষন উপকৃত করলো, আল্লাহ আপনাকে রহমত দান করুণ! আমিন।

  • @outline8716
    @outline8716 2 роки тому +3

    আল্লাহ আমাদের কবুল করুক। মাগরিবের নামাযের পর একা উচ্চ স্বরে শুনলাম। কথাগুলো আলোর বেগে নাড়িয়ে দিলো অন্তর আত্মাকে । নিজেকে সামলাতে পারলামনা। ধন্যবাদ ভাই😍। আল্লাহু আকবর। 😍

  • @mohammadsumon959
    @mohammadsumon959 2 роки тому +1

    আপনার জন্য দোয়া রইলো.. মহান মালিক আপনার পরিবারসহ আপনাকে সুস্থ ও নেক হাযাত দান করুন।

  • @sadiaafrintamanna4676
    @sadiaafrintamanna4676 2 роки тому +8

    Masha allah....🖤
    আল্লাহ আপনাকে এরকম আরও সুন্দর সুন্দর কথা বলার তাউফিক দান করুন। (আমিন)

  • @rehanuddin248
    @rehanuddin248 2 місяці тому

    মাসাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান 🤲 পিআমানিল্লাহ্ 🤲 আমিন 🤲

  • @natashasvlogs6791
    @natashasvlogs6791 Рік тому +7

    বিষন্নতা কি,একাকীত্বের এই অসহ্য যন্ত্রনা আর ভুলের পাহাড় নিয়ে আপনার এটা দেখে আশা ফিরে পেলাম অনেক ধন্যবাদ স্যার।

  • @mdsolaiman6258
    @mdsolaiman6258 2 роки тому +2

    মাসায়াল্লাহ,, আলহামদুলিল্লাহ উপকৃত হলাম,, বারাকাল্লাহু ফি হায়াতিহ সার🥰🥰

  • @nasrinakhtar5100
    @nasrinakhtar5100 2 роки тому +4

    মাশাল্লাহ আপনার বুঝানোর ধরনটা এত সুন্দর আজকের সকালটা একদম স্নিগ্ধ হয়ে গেল আমার

  • @ProbashirKitchen
    @ProbashirKitchen 2 роки тому +1

    আমি ভাবছিলাম এই চ্যানেল টার ভিডিও গত দুইতিন দিন বারবার সামনে আসছে।একবারো ক্লিক করিনি, কেন আসছে দেখি।আজকে টাইটেল টা দেখে ক্লিক করলাম ভালো লাগলো। ইনশাআল্লাহ..
    ধন্যবাদ।

  • @humayrarashid2259
    @humayrarashid2259 2 роки тому +10

    মাশাআল্লাহ !একজন আলোকিত জ্ঞানী।

  • @nzabeen
    @nzabeen Рік тому

    ইয়াহিয়া ভাই আপনার কথা সুনে মনে আরাম পাইলাম। আসলেই ত আল্লাহ অনেক।প্রতিশ্রুতি দিছেন।
    আমার খালি চাকরি টিকে না। চাকরি পাই আবার চলে যায়। এরকম।বার বার তিন বার হইছে। কেনাডা তে একাউন্টিং ফিল্ড। এমপ্লয়ার ট্রেনিং দিতে চায় না। শুধু এক্সপারট চায়। মনের দিক থেকে ভেংগে টুকরা টুকরা হয়ে গেছি। এটা দেখে আরাম পেলাম।

  • @junayedhossain2291
    @junayedhossain2291 2 роки тому +14

    বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলেন।
    পরম করুণাময় আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিন এবং অবিচল থেকে প্রজ্ঞার সাথে মানুষের উপকার করার সামর্থ্য দিন।

    • @lookfight5846
      @lookfight5846 2 роки тому

      ua-cam.com/video/KoqhNz7wD3I/v-deo.html

  • @ShuhaliKamali
    @ShuhaliKamali Рік тому

    লেকচার শুনে আমার মনটা একেবারে শান্ত হয়ে গেছে । অসম্ভব রকমের ভালো লাগা লেকচার । আল্লাহ্ আপনাকে সুস্থ ও সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন ।

  • @mubinrahmaan
    @mubinrahmaan 2 роки тому +5

    প্রতিটা কথা যেন অন্তর থেকে উপলব্ধি করতে পারছিলাম। আল্লাহ আপনার জ্ঞানকে আরো প্রসারিত করে দিন। আমীন!

  • @mdrohim1253
    @mdrohim1253 2 роки тому +1

    মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা আমার মনে হলো অন্তরে গিয়ে সজোরে আঘাত করে সকল দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলে দিলে, একঅভাবনীয় আনন্দ ফিরে আসলো, আল্লাহ আপনার Knowledge আরো বহুগুণ বাড়িয়ে দিক,,,, আমিন।

  • @mdsajedulislam3127
    @mdsajedulislam3127 2 роки тому +6

    আলহামদুলিল্লাহ্, আল্লাহ যেন সবার হতাশা জীবন থেকে মুক্তি দেয়।আমিন

  • @RagibHasanOrnob13
    @RagibHasanOrnob13 2 роки тому +9

    আল্লাহ্‌ আপনার উপর শান্তি বর্ষণ করুক; আপনার নেক হায়াত বৃদ্ধি করুক; আপনার ইলমের উপর বরকত দান করুক (আমীন)।

  • @mannan7878
    @mannan7878 2 роки тому +6

    আলহামদুলিল্লাহ!
    খুবই উপকৃত হলাম।

  • @SSRuby806
    @SSRuby806 Місяць тому

    অবশ্যই তোমার অতীতের চেয়ে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর।

  • @berlinntube7421
    @berlinntube7421 2 роки тому +6

    বাংলা ভাষার এ প্রথম কোন মুসলিম সাইকোলজিষ্ট যিনি বাংলাদেশের মানুষের প্রত্যাশামাফিক সমাধান চেষ্টা করছেন। কোরআনের অসাধারণ তাফসির করায় অনেক ধন্যবাদ।যাযাকাল্লা খাইরান।

    • @Taahmim
      @Taahmim 2 роки тому

      এটা অনুবাদ ছিল। তাফসির না

  • @zeshanch0wdhury
    @zeshanch0wdhury Рік тому +1

    প্রথমত,প্রশংসা করতেই হয় আপনার যে আপনি এত সুন্দর করে সাজিয়ে কথাগুলো উপস্থাপন করেছেন।কোনো হতাশ ব্যাক্তি এই কথাগুলি শুনলে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে।
    দ্বিতীয়ত,এটা ঠিক বলেছেন যে আল্লাহর সাথে আমাদের কানেকশন থাকলে অন্যরকম একটা প্রশান্তি অনুভব করা যায় অন্তরে।আলহামদুলিল্লাহ,আমাকে আল্লাহ্ হেদায়াত দিয়েছেন এই ১বছর হবে।আর আমি এখন আলহামদুলিল্লাহ দ্বীন বুঝি,আল্লাহ্ কে বুঝি,ইবাদতে তৃপ্তি পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।আসলে হেদায়াত এমন এক জিনিষ যেটা আসলে যে পায় সেই বুঝে।আমাদের যখন আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে তখন আর কিছু নিয়েই কোনো দুশ্চিন্তা হয় না কারণ সব তো আল্লাহর থেকেই আসে বরং আল্লাহর ইবাদতে,আল্লাহর যিকির এ অন্যরকম এক শান্তি পাওয়া যায়।
    তৃতীয়ত, হ্যা এটা অবশ্যই ঠিক যে আমাদের অতীত অপেক্ষা ভবিষ্যৎ হবে শ্রেষ্ট।আল্লাহ্ আমাদের এমন নেয়ামত দিয়েন যেনো আমরা আমাদের জীবনের অন্ধকার অধ্যায়ের কথা ভুলে যাবো।
    আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে।আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম।

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому +1

      Your encouragement means a lot.

  • @شانجدةحسينعزيزة
    @شانجدةحسينعزيزة 3 роки тому +7

    মা"শা"আল্লাহ্ অনেক সুন্দর আলোচনা;আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা যেনো আপনাকে আরও নেক ইলেম দান করেন। বারাকাল্লাহু ফি হায়াতিকা..!!

  • @irfanchy8046
    @irfanchy8046 2 роки тому +1

    মাশাআল্লাহ। আপনি অনেক ভালো বলেছেন। আপনাকে আল্লাহ রহমত করুক। আমিন

  • @masumrana3465
    @masumrana3465 2 роки тому +28

    নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
    Verily, with every difficulty there is relief.
    ৯৪ঃ৬

  • @syedrokan8650
    @syedrokan8650 2 роки тому +1

    অসাধারণ স্যার।আপনার এই ভিডিও আপনাকে হতাশা ও বিষন্নতা থেকে মুক্তি দিয়েছে।

  • @shatilachowdhury5321
    @shatilachowdhury5321 2 роки тому +25

    Out of all the Surah in the holy Qur'an, I love Surah Yaseen and Surah Ad Duha. "And your Lord is going to give you and you will be satisfied". This verse from Ad Duha gives me hope.

    • @tohfakhatun868
      @tohfakhatun868 2 роки тому +1

      মাশাআল্লাহ খুব ভালো লাগলো

    • @shatilachowdhury5321
      @shatilachowdhury5321 2 роки тому

      @@tohfakhatun868 Assalamualaikum. Jazak Allah Khairan

  • @Irfan-oo4hl
    @Irfan-oo4hl Рік тому +1

    আজকে আপনার ভিডিওটা শুনি আমার মন একদম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হায়াত বাড়াই দাও আমিন🤲🤲

  • @মুক্তবিহঙ্গ-শ৯ত

    অনেক দিন পর বুকের ভিতরে প্রশান্তি অনুভব করছি💚

  • @NeerabSarkar-s1d
    @NeerabSarkar-s1d Рік тому +1

    আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক৷ আমিন

  • @md.sadekurrahmantareq5591
    @md.sadekurrahmantareq5591 2 роки тому +3

    মাশাআল্লাহ। কুরআনের মাধ্যমে আপনার বুঝানোর ধারণা অসাধারণ। আল্লাহ আপনাকে বরকত দান করুন।

  • @nahidakhanam532
    @nahidakhanam532 Рік тому

    অসাধারণ! এত সুন্দর ব্যাখ্যা কোনো মোল্লারা কখনো দিতে পারে না। এটাকেই বলে জ্ঞানের পরিধি বা ব্যাপ্তি! একটা সুস্থ সুন্দর ব্যাখ্যা, মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনকে, কতটা অর্থবহ করে গড়তে পারে, এটা আপনার এ ধরনের ব্যাখ্যাতেই লুকিয়ে থাকে। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, আমাদের সমাজে তিনি যেন, আপনার মতো মানুষের সংখ্যাই শুধু বাড়িয়ে দেন।
    এর ফলে, এ সমাজ অনেক অপ্রাপ্তি, শূন্যতা, অনাচার ও অত্যাচার থেকে মুক্তি পাবে।

  • @DesignerBhaia
    @DesignerBhaia 2 роки тому +3

    আলহামদুলিল্লাহ,, আপনার ভিডিও গুলো দেখে অনেক উপকৃত হয়েছি ।
    আল্লাহ আপনাকে ভালো রাখুন। নেক হায়াত দান করুন ।

  • @rimikhatun2764
    @rimikhatun2764 Рік тому

    কাল ঢাবির পরীক্ষা দেওয়ার পর শুধুই কান্না পাচ্ছে যে স্বপ্ন শেষ। এখন এই অবস্থায় এই ভিডিও টা খুবই ইফেক্টিভ ছিলো।

  • @deshians8764
    @deshians8764 2 роки тому +3

    আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো।দুঃখের পর সুখ আসবেই। আমার আল্লাহ ভালো জানেন।

  • @AHAMED696
    @AHAMED696 Рік тому

    মাশাআল্লাহ আপনার কথাগুলা শুনে মন যে এত শান্তি হলো আপনাকে বলে বুঝানো যাবে না আপনার জন্য দোয়া করি আপনার সুন্দর জীবন কামনা করি এত দারুণ করে সুরা দোহার তাফসীর বলার জন্য

    • @yahiaamin
      @yahiaamin  8 місяців тому

      ধন্যবাদ

  • @adhora2124
    @adhora2124 2 роки тому +6

    সেরা মোটিভেশনাল ভিডিও।খুব সুন্দর বোঝান আপনি।

  • @sawdanaziat7575
    @sawdanaziat7575 2 роки тому +2

    মন্ত্রমুগ্ধের মতো কথা গুলো শুনছিলাম! বারাকাল্লাহু ফীক।❤️

  • @khaledaroji6877
    @khaledaroji6877 2 роки тому +12

    সে কথা ভালো লাগে,, জেগুলোতে আমার আল্লাহ আর রাসুল সাঃ এর কথা থাকে,,, খুব ভালো লাগল আপনার কথা,,,

  • @abahtv1987
    @abahtv1987 Рік тому +1

    মা শা আল্লাহ অনেক সুন্দর আলোচনা ❤️❤️❤️ হৃদয়ের গভীর থেকে জানাই ভালোবাসা❤️❤️❤️

  • @the_morden_gujjars24
    @the_morden_gujjars24 2 роки тому +3

    মাশাআল্লাহ কি সুন্দর করে নসিত করলেন স্যার মাশাআল্লাহ
    মাশাআল্লাহ ❤জাযাকাল্লাহ স্যার

  • @tanjumashikder2433
    @tanjumashikder2433 2 роки тому +1

    আসসালামু আলাইকুম। অনেক সুন্দর এবং প্র‍য়োজনীয় একটা ভিডিও বানিয়েছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

  • @md.tanvirhasanparag2235
    @md.tanvirhasanparag2235 3 роки тому +43

    Plz continue this kind of discussion. It's really helpful for many of us.

  • @ahmedmuhib413
    @ahmedmuhib413 2 роки тому +1

    জ্ঞান, প্রজ্ঞার কি বারাকাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে উত্তম প্রতিদান দিক।

  • @ruzlinjannatchowdhury9621
    @ruzlinjannatchowdhury9621 2 роки тому +3

    মাশা আল্লাহ, সুরা দোহার অসাধারণ ব্যাখ্যা ।

  • @mdsuzonuzzaman8796
    @mdsuzonuzzaman8796 Рік тому +1

    স্যার আমি ভিশন দুশ্চিন্তায় ছিলাম। আপনার আলোচনা শুনার পরে অনেকটা আশার আলো দেখছি।

  • @mubinhw2553
    @mubinhw2553 2 роки тому +3

    জ্ঞানের কি বরকত মাশাল্লাহ। আল্লাহ যেন আপনার জ্ঞানের পরিধি আরও অনেক বাড়ায় দিক। আর রহমতে যেন আপনার জীবন ভরায় দেয়, আমার আল্লাহ.