Khodar Kasam Jaan ami bhalobeshechi tomay | Kabir Suman | Jatishwar version Cover | Limon Mimi
Вставка
- Опубліковано 10 лют 2025
- Wanted to sing this song for a long time. Finally it's just me and her. What a composition! Guess couldn't present it in it's proper shape. Anyway...
Thanks for passing by.
B. Limon
#KabirSumanCover #Jatishwar #KhodarKasamJan
ভাল লাগল। আপনারা সুন্দর গাইলেন।
Guru ekhane 😀
Valobasa neben.
ভালোবাসা নেবেন !❤️
জ্বী স্যার উনারা ভাল গেয়েছে। কিন্তু আপনার সৃষ্টি আপনার চাইতে ভাল ভাবে আর কেউ জন্ম দিতে পারবে না। আপনার তুলনা সত্যিই আর কারো সাথেই হয় না।
অগাধ শ্রদ্ধা ও শুভ কামনা রইল..💝
প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচুক সুমন❤
at last, when they sing with eye contract "I have loved you", it melted my heart ♥
At 3:28 seems like she forgot the lyrics but... but.... that's call partner who have managed that situation and finish it nicely in his own style....And the best part is she realised and appreciated that sense... Bravo....
২২/০৯/২০২৪ সমুদ্রের পারে বসে প্রিয় মানুষটির হাত ধরে এমন মন মুগ্ধ কর গান শুনে। হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে জেগে উঠলো।
❤❤
❤❤
@@shahjalalhossain3024 🫶
❤❤❤❤❤
❤❤❤❤❤
গির্জার ঘন্টায় মিলে যাওয়া দূরের আজান প্রতি আহ্বানে খোঁজ তোমার যোগ্য কোনও গান যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়. 🥰💚
কি সুন্দর গানের লাইন।
এইভাবে কেউ গান গায়?! উফ... হৃদয় এফোঁড়, ওফোঁড় হয়ে গেলো... সুবহানাল্লাহ...
গান শুনে সুবহানাল্লাহ!!
গান শুনে সুবহানাল্লাহ😁
কিরে ভাই গান শুনে সুবহানাল্লাহ
😁😁😁😁
কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, এটাই বুঝে না! কেমন টাইপের মুসলমান 🤣
মন প্রাণ জুড়িয়ে গেল। অসম্ভব ভালো গাইলেন আপনারা। কবীর সুমনের গাওয়া এই গান শোনা সত্ত্বেও কারো গলায় গানটি এত ভালো লাগছে মানেই অসম্ভব সুন্দর হয়েছে, কারণ কবীর সুমন এমন এক মাদকতা তৈরি করেছেন এই গানে যা বিশ্বের সম্পদ।
চোখ আর কান, দুইয়ের শান্তি💕💕💕
Really
@ তনু, খাসা বলেছেন। আহা !!!
তোমাদের দুজনের যুগলবন্দী খুব সুন্দর ❤️
একদম শেষে যখন গাইল," আমি ভালোবেসেছি তোমায়..."🙃💘 অসাধারণ ❤
I can see honest love in both of their eyes. It’s so natural and beautiful that it melted my heart.
এতো সুন্দর সুর।
এতো আকুতি
এতো ভালবাসাবাসি।
এতো মুগ্ধতা
কি মিষ্টি চাহনি দুজন দুজনে।
বেচে থাক ভালবাসা আজীবন।
Meyeti suru thkei lojja pachhilo 'ami valobeshechi tomay' ta cheletir chokher dike takiye bolte. but sesh ta just melt my heart ❤️ khub valo theko tomra
২০২৪ এ এসে শুনছি। মে বি এই শোনার যাত্রাসীমা ইনফিনিটি............ 🥀
Onek din eivabe gaan sunini, aaj ei gaan ta 10 bar sonar poro mon ta byakul hoye aro sune jete chaiche, eto sundor gaan er presentation hoi !
Mon ta jeno onek valo hoye gelo , onek onek dhanyabad tomader. Khub valo theko tomra.
আপনাদের দুজনের গান যতই শুনি ততই মুগ্ধ হই...
সত্যি অদ্ভুত এক ভালো লাগায় ডুবে গেছি।
শুভ কামনা নিরন্তর আপনাদের জন্য।
রুদ্র হাসান
ঢাকা, বাংলাদেশ।
সবশেষে এই কথাটা আমি ভালোবেসেছি তোমায় আর সাথে একটা হাসি 🥰🥰
সত্যি অসাধারণ
Monta Jurie gelo....asadharan gan ...."Chokhe chokhe eto prem sottie asadharan"
Jatobar ei gaan ta suni tato bar take bolte icche hoy "খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়।"❤️
the way they look at each other
"আমি তো ছিলাম বেশ - সুমন" এই গানটা আপনাদের কণ্ঠে বেশ মানাবে..❤️
You guys make a great pair. Stay together sing together for ever and ever. Stay blessed 💕💕💕
উফফ। ❤️❤️❤️এরকম গান শুনলে আরো বেশি করে বাঁচতে ইচ্ছে হয়। অনাবিল। আরো আরো অনেক performance আশা করছি।।
আপনারা এত সুন্দর করে কি করে প্রাণ ঢেলে দেন !! অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য
গান শুনে যে এতো শান্তি পাওয়া যায় তা আগে জানা ছিলনা আমার❤️❤️❤️
ওরা দুজন কোথাকার, কোথায় গেলে এমন স্নিগ্ধ মানুষ পাওয়া যায়?
ওদের সম্পর্কে কেউ জানলে দয়াকরে জানিয়ে যাবেন। প্লিজ🙏
আমারও খোব ইচ্ছে,
জানতে, হইত একদিন চোখে চোখ
রেখে জিগ্যাসা করবো।।
Ora Indian
একজন বাংলাদেশের আরেকজন ভারতের!
প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি
তোমায়.
. ফড়িং-এর উড়ে যাওয়া,
ডানায় রংধনুর নীল
জন্মে জন্মে দেখা
দুপুর আকাশে একা চিল
তারই মতো ভেসে যাওয়া চুপিসারে দুখানি ডানায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়. .
গির্জার ঘন্টায় মিলে যাওয়া ভরের আজান
প্রতি আহ্বানে খোঁজ তোমার যোগ্য কোনও গান
যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়. .
তোমাকেই বাজী ধরা বোকা প্রেমে যে অহংকার
কানে কানে কেঁদে মোরা ব্যর্থ হয়েছে অভিসার
তোমায় খুঁজেছি তবু কী আদিম বাঁচার নেশায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়.
. এখন আবার দেখা, আবার তোমার চোখে জল
কত জন্মের চেনা, তুমি একই আছো অবিকল
আয়নায় দেখো মুখ মহাকাল যেখানে ঘনায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়. .
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়. .
Thanks...
Thanks
ভাইরে ভাই তোমরা কারা,গান শুনে আমি তোমাদের প্রেমে পড়ে গেছি 🥰
মনোমুগ্ধকর এক মুহুর্তে পৌছে গেলাম তোমাদের দুজনের কণ্ঠে গানটা শুনে❤️🤍🖤🥀
যখন খুব একা লাগে. তখনই এখানে এসে এই cover গান টা শুনি আর আমার; আমাদের কথা মনে পরে. আর বলতে ইচ্ছা হয়, "খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়. "
প্রতিদিন এইখানে এসে তোমাদের দুজনকে দেখে যায়, আর মন ভরে গানটা শুনতে থাকি।
রাত ৩ টা ১০ মিনিট এমন গান আর জুটি দেখে চুখে পানি কখন চলে আসে বুঝতে পারি না😭
Very well sung by you two .Fantastic lyrics & tune ... written & composed
by talented Kabir Suman
অদ্ভুত শান্তি, অদ্ভুত ভালোবাসা লুকিয়ে আছে।। অত্যন্ত সাধারণ কিন্তু প্রাণবন্ত।। অনবদ্য উপস্থাপনা।।
স্নিগ্ধতায় মন জুড়ায়।এক্সপ্রেশন খুব ভালো
চোখ আর কানের পাশাপাশি, হৃদয় আর আত্মারও প্রশান্তি ❤️
Oshadharon sundor tomader chemistry aar gaan. Thank you for giving me this gift of music!
গানটা আপনাদের গলায় প্রথম শুনা,,,,উফ্ কি অসাধারণ গান আপনার৷ ❤️
তামান্না ❤️প্রতোকটা মানুষের একটা প্রিয় মানুষ থাকে।এবং তাকে সে অসম্ভব ভালোবাসে।
বাহ! অসাধারণ তাদের চাহনি ✌️❤️
অদ্ভুত শান্তি লুকিয়ে রেখেছে ওই সুরে 🙂❤️
🌚
Yes
@@arghyakamalghosh hu🥺
Khodar khasam jaan....
Ami valobasachi tomai
Uff this tune😇
Etai apatato tomader sera. Ki kothin ekta gaan kato abolilai gaile. Deerghojibi hao
পুরোনো স্মৃতি মনে পড়ে🥺❣️
ভাইটিকে দেখে আমার হিংসা হয়...
আমার সাথে চোখে চোখ রেখে গান গাওয়ার জন্য এমন একজন মানুষ যদি থাকতো ❤️
Goosebumps
অসনখ্য। ধন্যবাদ গান টা পুরো শুনলাম তোমার সৌজন্যে আমার লিমন। মিমি র গান শুনতে ভাল লাগে।কারন ওদের উপস্থাপন। খুব ভালো
বড্ডো ভালো গেয়েছেন, প্রাণ জুরিয়ে গেলো |
Don't know why you guys are not recording since so many months. I miss the way you guys used to look at each other, such pure souls 🥺!
Writing this with a very heavy heart,please keep singing and remember we still miss you, with or without each other. ❤
The ending!❤️
Love you guys. God bless you
Every single video of this duo is a blessing to humankind.
খুব প্রিয় গান। খুব ভালো লাগলো। আরো আরো গান আসুক, ভালো থাকবেন।
যতই আমি দেখছি আর সুনছি উন্মাদ হয়ে যাচ্ছি ! আমি ওই মেয়ে টার প্রেমে পরেজাচ্ছি
সত্যি অসাধারন লাগছে তোমায়❤️❤️❤️
Sala tui akta p********a
Last er ending tah eto mishti❤️
Best cover of this song❤
গানের সুরটা মনে হয় একে অপরের দৃষ্টি থেকে এসেছে ❤️❤️❤️
অপূর্ব অপূর্ব ❣️❣️ স্নিগ্ধ আলোয় এই শব্দগুলো বড্ড কাছের
এতো ভালো... এতো ভাসাও চোখের জলে...
onek bhalobasha. Lots of love and blessings to you both
দারুন !! মন ছুয়ে গেলো❤️🌼
Uff sotti sob kota gaan valo laglo go dada didi ☺☺
Aha! Ratri ta aro valo kore dile.. from 🇺🇸 ❤️
Sir & mam please keep it . When you are singing , it's look like so amazing. Please don't stop keep it up for me.plz......
এরম সুন্দর একটা গান যখন এত যত্ন নিয়ে গাওয়া হয়, তখন শত প্রশংসাও কম পরে যায়
সেরা সেরা সেরা বেশী সেরা🌹🖤
ভালো থাকুক তারা সবাই , যারা .......
ভালো রাখুক তারা একে অপরকে , যারা ......
আমরা না হয় নদীর পাড়ে একাকী বিকেলগুলোকে আপন করে নেবো , নিশ্চুপ একাকীত্বে ডুবে নির্ঘুম অপেক্ষায় থাকবো সূর্যোদয় দেখার ......
ভালো থাকুক তারা সবাই এভাবে একে অপরের চোখে চেয়ে .....
ek kothay oshadharon video gulo !! Jodi sombhob hoy Kabir Suman er "Ek Muhurtey" gaan ti record korben !
Isshor jay oto ta o nistur nah ta ai sob jugol der dehklay boja jayy❣️❣️
Onk shouvo kamona roilo asha kori sara jibon amin thakben apner 🥺♥️♥️♥️
Bece thakuk sober valobasa
Khub valo laglo❤
The expressions 😍😍😍
ধন্যবাদ। বহুদিন পর আবার চোখের কোণে জল চলে এল।
এক কথায় দারুন🌸🥺
Chok kan mon sb santi ufffff❤❤❤❤❤❤❤❤❤❤
শেষের হাসিটা💙 এভাবেই থেকো তোমরা।
আমি ভালোবেসে ছিলাম তোমায়। 🥺😢😭
এত ভালো গায় কি ভাবে।really I love this
উফফ ❤️ লিমন দা মিমি দি ,just asadharon ❤️
Tara ki husband wife?
এই গানটা শান্তি দেয় আমায়!🌸🌸
তোমাদের জুটির দীর্ঘতা কামনা করি!❤❤❤❤
Yr you two look damn cute together... :)🔥
অসাধারণ একটা feeling 🥰😍
Just pagol hoe glm ending ta dekhe❤️❤️ lots of blessings for both of your future
Khub khub sundar ❤️💮❤️
আহা !!! ছুঁয়ে গেল ♥️♥️😍
Uff... Ki sundor❤️❤️❤️
আহা ! কি অপরুপ মায়াযর চাহনি !!
🖤🖤
Notun kichhur jonno opekhay achi kin2
Khub Valobasi Dujon ke.....❤️❤️❤️❤️❤️
I don't understand a word but it's so beautiful 💞
২৪ সেপ্টেম্বর এ গানটা শুনতেছি।কয়েকবার শুনলাম।কেউ কমেন্ট লাইক দিলে আবার শুনে যাবো।
Evabe takio na sokhi or dike...Cheleta ekhono shishui ache ❤
ভালো লাগে তোমাদের কন্ঠে গাওয়া গান গুলো,,, তাই ভালোবাসা তোমাদের জন্য💕💕
Osadharon 🥰🥰🥰
Oshadharon hoise.
Osadharon ❤️ kichu bolar vasha nei
U two are just outstanding...Jato sun6i mugdho ho6i....
গানটি সুনে এক শান্তি অনুভব হলো
Her eyes talks........😊
Aw'purbo gailen du'jon apnara. ✨✨
অসাধারণ অসাধারণ কন্ট ❣️❤️❣️❤️❣️❤️❣️❤️❣️I love it