অসাধারন এই জুটি, পুরো ইউটিউব কাঁপিয়ে দিয়েছে। এদের আড়ম্বরহীন সিমপ্লিসিটি, প্রেমের আবেগ এবং সর্বোপরি একজন আরেকজনের দিকে যে ভাবে তাকিয়ে থাকে, এতেই বাজিমাত করেছে। আর সুর তো এদের শ্বাস প্রশ্বাসে ঝরে পরছে। আমিও একটি মোটামুটি জনপ্রিয় বাংলা চ্যানেল চালাই। আমি অবশ্যই এদের গল্প শেয়ার করবো। বাংলা থেকে বহু দূরে থেকেও এইরকম মানুষদের জন্যই আমাদের ভেতরের আবেগ গুলো এখনও ঘরে ফিরে যেতে চায়। অনেক ভালবাসা রইল, দুজনের জন্য। - পরীক্ষিৎ ধর
Borne Gondhe Chonde Geetite Hridoye Diyecho Dola Rongete Rangiya Rangaile More Eki Tobo Hori Khelaa Tumi Je Phagun Rongero Aagun Tumi Je Roshero Dhara Tomar Madhuri Tomar Modira Kore More Dishaharaa Muktaa Jemon Shuktiro Buke Temni Amate Tumi Amar Poran E Premer Bindu Tumi Shudhu Tumi || Saanson ki sargam dhadkan ki bina, sapanon ki gitaanjali tu Man ki gali men mahake jo haradam aisi juhi ki kali tu Chhota safar ho, lamba safar ho, suni dagar ho ya mela Yaad tu ae, man ho jaae, bhid ke beech akela Baadal bijali chandan paani, jaisa apna pyaar Lena hoga janam hame kayi kayi baar Itana madir, itana madhur tera mera pyaar Lena hoga janam hame kayi kayi baar Premer Onole Jali Je Prodeep She Deepero Shikha Tumi Jonaki Pakhae Jhikimiki Neche E Riti Nachale Tumi Apono Harae Udashi Praaner Loho Go Premanjoli Tomare Rochiya Bhorechi Amar Baaul Gaaner Jhuli Muktaa Jemon Shuktiro Buke Temni Amate Tumi Amar Poran E Premer Bindu Tumi Shudhu Tumi || Purab ho pashchim, uttar ho dakshin tu har jagah muskuraaye Jitana bhi jaaun main dur tujhse, utani hi tu paas aye Andhi ne toka, paani ne toka, duniya ne haskar pukaara Taswir teri lekin lie main kar aya sab se kinaara Baadal bijali chandan paani, jaisa apna pyaar Lena hoga janam hame kayi kayi baar Itana madir, itana madhur tera mera pyaar Lena hoga janam hame kayi kayi baar Chomoki Dekhinu Amar Premer Joaaro Tomari Maajhe hRidoy Dolaae Dolao Amare Tomaro Hiyaari Maajhe Tomar Praaner Puloko Probaaho Nishithe Chahiyaa Maate Jopo Mor Naam Gaaho Mor Gaan Amari Ektaraate Muktaa Jemon Shuktiro Buke Temni Amate Tumi Amar Poran E Premer Bindu Tumi Shudhu Tumi
গানের মাঝে মাঝে মেয়েটার ছেলেটার চোখে চেয়ে থাকাটা ভীষণ রকম সুন্দর। এটাই হয়তো গানটার এত মাধুর্য্যের আর সৌন্দর্যের রহস্য। ওদের দেখে মনে হচ্ছে, গানটা যেন ওদের শেখা নয়, ওদের হৃদয় থেকে বেরিয়ে আসা কথা ওদের মুখ থেকে গান হয়ে প্রকাশ পাচ্ছে। ❤❤❤❤❤
মনে হচ্ছে সারা শরীর দিয়ে গান গাইছে দুইজন! চোখে মুখে এতো আবেগ আর সুরের উদগিরণ ভেতর থেকে না আসলে জোর করে ফুটিয়ে তোলা সম্ভব না। খুব খুব খুব দারুণ হয়েছে ❤️❤️
আমার ম্যডাম ও আমার দিকে মাঝে মাঝে এভাবে তাকাতো, একসাথে এই গানটা শুনতাম, ওর নাম ও ছিল মিমি। ১২ বছর রিলেশনের পরে হারিয়ে গিয়েছে সে। এখন এই একি গান থেকে অন্য ফিল পাই। বুকের ভেতরে হাহাকার করে। এত সুন্দর করে কিভাবে গাইতে পারেন আপনারা দুজন? এত সুন্দর চোখের মায়া।
কারো সাথে শুনেছিলেন বলেই আজ ও এতটা স্পেশাল লাগে হয়ত গানটা। আপনার কমেন্ট টা অনেক সুন্দর ছিলো ,যে চলে গেছে তাকে এখনো এতটা সম্মান আর ভালোবাসা নিয়ে আমার ম্যাডাম বললেন খুব ভালো লাগছে কমেন্ট টা দেখতে😊
@@nayma1052 জানি না আসলে। হয়ত ভালোবাসি বলে। এখন ও বাসি। সেই ২০১১ এর মত ভালোবাসি এখন ও। এক বিন্দুও কমে নি। ঘৃনাও আসে নি। শুধু বুকের মধ্যে এক খালি খালি লাগে।
@@Rajiib আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন, হয়তো এখন কষ্ট হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে realize করবেন। যদিও সময়টা দীর্ঘ মনে হচ্ছে এখন তবু দেখবেন জীবনে এমন কেউ আসবে যার উপস্থিতি তে মনে হবে যে আজকের দিন টা র জন্যে আল্লাহ এতটা কষ্ট দিয়েছেন। তখন এখন এর কষ্ট টা তুচ্ছ মনে হবে
আপনাদের "অলির কথা শুনে" গানটা প্রথম ফেসবুকে শুনে ছিলাম এবং এখন রোজ youtube -এ দেখি , প্রথম যেই দিন দেখছিলাম সেইদিন ছিল 80k viewsআর এখন সেটি গিয়ে দাড়িয়েছে 5.6লাখ,views. আসারাখি ভিডিওটি এক সময় সারা বা়ংলায় ছড়িয়ে পড়বে, আর আপনাদের সব ভিডিও গুলিও🙏🙏🙏🙏 ভালোবাসা নিবেন from Malda❤️❤️❤️💕💕
প্রেমের জোয়ারে ভাসিছো দোঁহে... অপূর্ব অসাধারণ অভিনব একটি পরিবেশন। সাদামাটা ভাবে এমন অত্যুজ্জ্বল উপস্থাপন আগে দেখিনি। গলায় সুর, চোখে মদিরা, শরীরে আকুতি... আপনাদের এই বিন্দু বিন্দু প্রেমে যে প্রেমসিন্ধু রচিত হলো, এককথায় তা অনবদ্য। এমন প্রেমসুধা আরো আরো বিতরিত হোক।প্রেমদরিয়ায় ভাসিয়ে নিয়ে চলুন আমাদেরও...
I can’t seem to have enough of this song. After many years, a song has touched my heart and soul like this. Looking at their expressions and listening to their voices make me smile and cry at the same time! I smile seeing the depth and simplicity of their love for each other and I cry out of sheer joy at the beauty of my favorite songs in their fantastic voices. Keep up the good work, you two will be in my prayers. Sending tons of love from Dhaka!
I understood nothing, I saw you both twice in a bengali guy's status and I am here subscribing to your channel. I just came for both of your voice. It gets me every time. I am from Chennai.
Isn't that the magic of pure music. They have rendered a very famous tune that was composed in Bangla & Hindi romantic songs. Google might give you the translation of the lyrics in case you want. Recently I heard the telugu, tamil and hindi version on AR Rehman's 99 Songs. I love the first two version though I don't follow the language. Keep enjoying good music :)
শচীন কর্তা হয়তো এ রকম জুড়ির কথা ভেবেই এই অসাধারণ গানটি রচনা করেছেন। যতবার শুনি আবার শুনতে ইচ্ছে করে। আহা আপনারা যেভাবে দরদ ভরা গলায় উপহার দিলেন কোনো প্রশংসাই যথেষ্ট নয়। একরাশ ভালোবাসার ডালি নিয়ে অনন্ত কাল অপেক্ষা করা যায় এমন অনবদ্য সুরের যুগল বন্দির জন্য।
Its been a long time haven’t seen her smile,this girl's smile brought back myself 2 year back,when we used to sit,along the lake,with two coffee,with a gentle air. May Allah always keep her happy and her smile beautiful, Ameen.
I'm hearing this song for the 9th time rn and I'm still not enough. Feels like I can hear it all day I can see them all day. They way they are lookin at each other also feels somthing more stronger or beautiful than love. Something very eternal and pure which may not have any name. Something spiritual something that's enough to give to atleast a short smile by just a eyesight. Something familiar like what I have or what I feel for him. Maybe only I. for me literally -"আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি"
Literally had goosebumps seeing the honesty and simplicity that is overflowing in this whole presentation..and thank you for presenting two of my very fav songs in such a soulful way... congratulations to you both...
I am sure they are only concentrating on the skills of singing, but they have a wonderful chemistry which is pouring out loud along with the beautiful song which is very attractive, appealing and pure bliss.... Stay always blessed and blissful....Namaskaram!!
Can you please sing a combination of _ amae prosno kore nil dhrubo tara ( bangla) and _ kahin dur jab din thaal jaye (Hindi) & Both of you look so adorable 😍😍 And your songs are just wow🔥🔥
@@banantichakraborty1999 wanna confess fell in love with your eyes at a glance in "oliro kotha sune" Just a little request from a huge fan Wanna listen live once you & limon da Can we connect? Sougathabhattacharya44@gmail.com
আমি সর্বদাই আপনাদের গান শুনি সেটা আপনাদের সুন্দর কন্ঠের কারণে নয় সেটা দুজন দুজনার প্রতি ভালোবাসা এবং মুগ্ধতাই আমাকে আকৃষ্ট করে তাই বারবার আপনাদের গান শুনি।
Beautiful Song. When i lost my father five years ago, used to listen the original version of this song as the voice resembles my father's voice and used to cry fr a long time. But you both have done excellent 👌...
তার সাজেস্ট করা প্রথম গান। এই গানটার বয়স বাড়ার সাথে সাথে হয়তো আমাদের সম্পর্কের বয়সটাও বেড়ে যাবে! কোন একদিন হয়তো বৃদ্ধ বয়সে এই গানটা শুনবো, সে থাকবে মাথা রেখে আমার কাধে খুব করে ভেবে যাবো এই নতুন দিনগুলো নিয়ে!
Can't remeber exactly how many times have I gone through this beautiful song. Such a beautiful composition and your voice on top of that enhances the beauty of it. Just love it. Makes me nostalagic of my Agartala days. :)
Her spontaneous smile at him while he is singing ❤️ is the dream and inspiration for every boys. God bless them both and they may grow together and create such amazing and lovely songs. 🙏🙏🔥
অনুপম সুন্দর প্রেমের এমন মিষ্টি বাংলা গান খুবই কম। থাকলেও এই গানের অতুলনীয় বৈশিষ্ট্য আলাদা। সঙ্গীতের ভাষা সুর তাল লয় যন্ত্রের সংমিশ্রণে গান যত না সমৃদ্ধ হয় তার চেয়ে গায়ক গায়িকার পারমঙ্গতা, অনুভূতির প্রকাশ ও মাধুর্যতা যুক্ত হয়ে সৃষ্টি করে এক অনিন্দ সুন্দর আবেদন। বাংলা সাহিত্যের সুন্দরতম শব্দের ব্যবহার এই প্রেমের গানে অন্যতম বৈশিষ্ট্য।।
শচীন দেব বর্মনের স্ত্রী, মিরা দেব বর্মনের লেখা এই গানটি সত্যি অসম্ভব সুন্দর। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, রিদয়ে দিয়েছো দোলা। সত্যি যেনো প্রেম ভালোবাসার একেবারেই মোদ্দা কথা। শরীরের গন্ধও যে সঙ্গীর অবচেতন মনকে আকর্ষণ করতে পারে, তা কিন্তু খুবই স্পষ্ট। বিবর্তন প্রক্রিয়ায় মানুষ আজ যদিও গন্ধ নামক এই ইন্দ্রিয়টির ব্যবহার কমিয়েছে কিন্তু, অন্যান্য প্রজাতিরা যে এখনো গন্ধ শুকেই সঙ্গী নির্বাচন করে থাকে তা আমরা হয়তো অনেকেই জানি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডেভিড বাস তার ২টি গবেষণায় তিনি দেখিয়েছেন যে, গবেষণা ১: একশজন ছাত্রকে ১মাস ঝাল, লবণ, মিষ্টি ইত্যাদি তরকারি বিহীন খাবার ও শরীরে কোনো ধরনের স্প্রে বা পারফিউম কিংবা শাবান ছাড়াই একটি নির্দিষ্ট কক্ষে রাখা হয় এবং তাদের প্রত্যেকেরই একটা করে শুতি কাপড়ের শার্ট পরানো হয়। এবং একশজন ছাত্রীকে বলা হয় যে, কার কোন শার্ট এর গন্ধ ভালো বা খারাপ লাগে তা জানাতে। তো দেখা যায় কেউ কেউ পার্টনার হিসেবে চায়, কেউ বা আবার ভাইয়ের মতো দেখে, কেউ বা আবার বাবার মত। "দ্য অ্যানাটমি অফ লাভ" বইয়ের ৪২ পৃষ্টায় নৃবিজ্ঞানী ডাঃ হেলেন ফিশার বলেছেন যে, ছেলেদের শরীরের গন্ধ,মেয়েদের ঋতুচক্রকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। চলুন, এই বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝা যাক, একই ডর্মে একাধিক ছাত্রী দীর্ঘদিন বাস করার ফলে একই সময়ে ঋতুস্রাব সমাপতীত হয়ে যায় এবং এটি ফেরোমোনের কারণেই ঘটে। গন্ধের এই তথ্যটি একধরনের "জিন"-এর মাধ্যমে থাকে, যার নাম হিস্টোকমপ্যাবালিটি বা সংক্ষেপে (MHC Gene) এতো শর্ট সময়ে এতকিছু লেখা সম্ভব নয়। তাই সংক্ষিপ্ত ভাবেই একটুখানি লেখার চেষ্টা করেছি মাত্র। এতো সুন্দর ভালো একটি গান আমাদের উপহার দেবার জন্য, ইউটিউব চ্যানেল কতৃপক্ষকে জানাই প্রাণের প্রণতি। ধন্যবাদ।
আপুটা মাশাল্লাহ মনে হয় যেন মায়া মমতার গোটা একটা শহর ভরা ওনার ভেতরে... এমন মুগ্ধতা ভরা চোখে কেউ তাকালে কয়দিন যে ঘুম উড়ে যেত আল্লাহই জানেন🙂 আল্লাহ এমন একটা বউ যেন পাই 🌚🥺
Just discovered this beautiful piece - as I was looking to recall this song whilst I was feeling “bheed ke beech akela” wanted to listen to the original and came across this. An excellent performance beautiful voices of both - simply perfect and flawless! Thank you
earned your rightful place in the world's biggest broadcasting station ---You tube your singing is like a teardrop on a leaf, gentle and yes swept me off with this great bengali , hindi 2 voices , one eager pair of listening ears Thank you Rana
দুজনের একসাথে দুজনের চোখের দিকে তাকিয়ে গানের অনুভূতি প্রকাশ করা,,আহা এভাবে বুঝি সারাজীবন কাটিয়ে দেওয়া যায়😌😌😌❤️❤️❤️
দুজনের একসাথে দুজনের চোখের দিকে তাকিয়ে গানের অনুভূতি প্রকাশ করা এরম ভাবে সারাজীবন কাটিয়ে দেওয়া যায়❤️❤️
Hya... Evbe bodhy protek manus bnachte chay.. Era sujog pelo
@@kheya_4721 Evabe to sobai bachte chai,,kintu kojon evabe,emon dristy te amader dike takai bolun to!!🙃🙃 Sobar to souvaggo hoina,taina!!
Esob expectation vai.....🥴🥴
@@108JSR. Bisesh kore,,Long term dhore jara single ache tader to hobei Bon🙂🙂 #sadlife🙂🙂
অসাধারন এই জুটি, পুরো ইউটিউব কাঁপিয়ে দিয়েছে। এদের আড়ম্বরহীন সিমপ্লিসিটি, প্রেমের আবেগ এবং সর্বোপরি একজন আরেকজনের দিকে যে ভাবে তাকিয়ে থাকে, এতেই বাজিমাত করেছে। আর সুর তো এদের শ্বাস প্রশ্বাসে ঝরে পরছে। আমিও একটি মোটামুটি জনপ্রিয় বাংলা চ্যানেল চালাই। আমি অবশ্যই এদের গল্প শেয়ার করবো। বাংলা থেকে বহু দূরে থেকেও এইরকম মানুষদের জন্যই আমাদের ভেতরের আবেগ গুলো এখনও ঘরে ফিরে যেতে চায়। অনেক ভালবাসা রইল, দুজনের জন্য।
- পরীক্ষিৎ ধর
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
Darun
আপনি তো বহু মানুষের পরিচিত ভালবাসার মানুষ।
আপনাদের গান শুধু শোনার নয়, দেখার ও
llllll
Borne Gondhe Chonde Geetite
Hridoye Diyecho Dola
Rongete Rangiya Rangaile More
Eki Tobo Hori Khelaa
Tumi Je Phagun Rongero Aagun
Tumi Je Roshero Dhara
Tomar Madhuri Tomar Modira
Kore More Dishaharaa
Muktaa Jemon Shuktiro Buke
Temni Amate Tumi
Amar Poran E Premer Bindu
Tumi Shudhu Tumi ||
Saanson ki sargam dhadkan ki bina,
sapanon ki gitaanjali tu
Man ki gali men mahake jo haradam
aisi juhi ki kali tu
Chhota safar ho, lamba safar ho,
suni dagar ho ya mela
Yaad tu ae, man ho jaae,
bhid ke beech akela
Baadal bijali chandan paani, jaisa apna pyaar
Lena hoga janam hame kayi kayi baar
Itana madir, itana madhur tera mera pyaar
Lena hoga janam hame kayi kayi baar
Premer Onole Jali Je Prodeep
She Deepero Shikha Tumi
Jonaki Pakhae Jhikimiki Neche
E Riti Nachale Tumi
Apono Harae Udashi Praaner
Loho Go Premanjoli
Tomare Rochiya Bhorechi Amar
Baaul Gaaner Jhuli
Muktaa Jemon Shuktiro Buke
Temni Amate Tumi
Amar Poran E Premer Bindu
Tumi Shudhu Tumi ||
Purab ho pashchim, uttar ho dakshin
tu har jagah muskuraaye
Jitana bhi jaaun main dur tujhse,
utani hi tu paas aye
Andhi ne toka, paani ne toka, duniya ne haskar pukaara
Taswir teri lekin lie main
kar aya sab se kinaara
Baadal bijali chandan paani, jaisa apna pyaar
Lena hoga janam hame kayi kayi baar
Itana madir, itana madhur tera mera pyaar
Lena hoga janam hame kayi kayi baar
Chomoki Dekhinu Amar Premer
Joaaro Tomari Maajhe
hRidoy Dolaae Dolao Amare
Tomaro Hiyaari Maajhe
Tomar Praaner Puloko Probaaho
Nishithe Chahiyaa Maate
Jopo Mor Naam Gaaho Mor Gaan
Amari Ektaraate
Muktaa Jemon Shuktiro Buke
Temni Amate Tumi
Amar Poran E Premer Bindu
Tumi Shudhu Tumi
শুনেছিলাম চোখ চোখ রেখে নাকি সারাজীবন কাটানো যায়! কোনোদিন বিশ্বাস হয়নি।
ভুল প্রমাণ হয়েও আজ অজানা খুশিতে মনটা ভরে গেল।
কে বলে এই প্রজন্মের ছেলে মেয়ে রা কৃত্রিম হয়ে গেছে। অসাধারণ👏✊👍
❤️❤️❤️
Q3@@sanaullahalom2253 qqqqqqqqq3wqq
একদম...সহমত!!!
.. 🤩🤭🤫 🇧🇭🇧🇭
@@skjahirabbas3868 /
শুধুমাত্র কারও চোখের দিকে তাকিয়ে একজীবন বেঁচে থাকা যায়...❤️
আপনারা এর জ্বলন্ত প্রমাণ।
Thanks
হঠাৎ করে "ওলিরও কথা শুনে" মানুষ অভিভূত হয়ে শুনছে!😇🖤 আমিও শুনছি হাজারবার... চাহনিটা..🥺🌼
আহা..! কি চাহনি তাদের চোখে🥰
Asadharon
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
Me too
গানের মাঝে মাঝে মেয়েটার ছেলেটার চোখে চেয়ে থাকাটা ভীষণ রকম সুন্দর।
এটাই হয়তো গানটার এত মাধুর্য্যের আর সৌন্দর্যের রহস্য।
ওদের দেখে মনে হচ্ছে, গানটা যেন ওদের শেখা নয়, ওদের হৃদয় থেকে বেরিয়ে আসা কথা ওদের মুখ থেকে গান হয়ে প্রকাশ পাচ্ছে। ❤❤❤❤❤
amio setai vabcilam
ki odvut akta maya prokash pacce
Right you r.sobta milaye purnota peyese.
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
Limon is so well trained… he is banging onto each note so perfectly! Mimi’s husky modern tone has wonderfully fused and complemented. Relishing!!
মনে হচ্ছে সারা শরীর দিয়ে গান গাইছে দুইজন! চোখে মুখে এতো আবেগ আর সুরের উদগিরণ ভেতর থেকে না আসলে জোর করে ফুটিয়ে তোলা সম্ভব না। খুব খুব খুব দারুণ হয়েছে ❤️❤️
Very nice comment !
একদম ঠিক কথা।
❤️
মাত্র কয়েক মাস আগে উনার লালন গীতি শুনেছিলাম,“ডুবে দেখ দেখি মন” এরপর হতেই ভক্ত,আর আজ তো ভক্তির সীমা চিড়ে ফেলবো মনে হচ্ছে,দারুণ!
আমার ম্যডাম ও আমার দিকে মাঝে মাঝে এভাবে তাকাতো, একসাথে এই গানটা শুনতাম, ওর নাম ও ছিল মিমি। ১২ বছর রিলেশনের পরে হারিয়ে গিয়েছে সে। এখন এই একি গান থেকে অন্য ফিল পাই। বুকের ভেতরে হাহাকার করে। এত সুন্দর করে কিভাবে গাইতে পারেন আপনারা দুজন? এত সুন্দর চোখের মায়া।
কারো সাথে শুনেছিলেন বলেই আজ ও এতটা স্পেশাল লাগে হয়ত গানটা।
আপনার কমেন্ট টা অনেক সুন্দর ছিলো ,যে চলে গেছে তাকে এখনো এতটা সম্মান আর ভালোবাসা নিয়ে আমার ম্যাডাম বললেন খুব ভালো লাগছে কমেন্ট টা দেখতে😊
@@nayma1052 জানি না আসলে। হয়ত ভালোবাসি বলে। এখন ও বাসি। সেই ২০১১ এর মত ভালোবাসি এখন ও। এক বিন্দুও কমে নি। ঘৃনাও আসে নি। শুধু বুকের মধ্যে এক খালি খালি লাগে।
বড় দুঃখী আত্মা। সব বুদ্ধির অগম্য মায়াবী মায়ার খেলা।
@@Rajiib আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন, হয়তো এখন কষ্ট হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে realize করবেন। যদিও সময়টা দীর্ঘ মনে হচ্ছে এখন তবু দেখবেন জীবনে এমন কেউ আসবে যার উপস্থিতি তে মনে হবে যে আজকের দিন টা র জন্যে আল্লাহ এতটা কষ্ট দিয়েছেন। তখন এখন এর কষ্ট টা তুচ্ছ মনে হবে
@@nayma1052 সে আশাতেই আছি এখন। আল্লাহর উপরে ভরসা আছে।
আপনাদের "অলির কথা শুনে" গানটা প্রথম ফেসবুকে শুনে ছিলাম এবং এখন রোজ youtube -এ দেখি , প্রথম যেই দিন দেখছিলাম সেইদিন ছিল 80k viewsআর এখন সেটি গিয়ে দাড়িয়েছে 5.6লাখ,views.
আসারাখি ভিডিওটি এক সময় সারা বা়ংলায় ছড়িয়ে পড়বে, আর আপনাদের সব ভিডিও গুলিও🙏🙏🙏🙏
ভালোবাসা নিবেন from Malda❤️❤️❤️💕💕
বাঙালিরা এভাবেই আজীবন নস্টালজিয়ায় বেঁচে থাকুক🌷🌼
Akdom ii taiiii
Akdmiy tay
Akdom,,
একদমই তাই কিন্তু আমাদের সেই ভালোবাসা কোথায় চলে গেল
ei ajibon nostalgia korte giyei bangali sesh hoye gelo...
৩ বছর যাবত শুনছি আজ কমেন্ট করলাম যত বার শুনি পুরনো হয় না।love from Bangladesh
আপনাদের অলির কথা গানটা কয়েক দিন ধরে হাজার বার শোনা হয়ে গেছে। ভালোবাসা নিবেন❤️।
আমিও একই❤️❤️
❤️❤️❤️
Same brother..💝
same here
Ami o khub suni
প্রেমের জোয়ারে ভাসিছো দোঁহে... অপূর্ব অসাধারণ অভিনব একটি পরিবেশন। সাদামাটা ভাবে এমন অত্যুজ্জ্বল উপস্থাপন আগে দেখিনি। গলায় সুর, চোখে মদিরা, শরীরে আকুতি... আপনাদের এই বিন্দু বিন্দু প্রেমে যে প্রেমসিন্ধু রচিত হলো, এককথায় তা অনবদ্য। এমন প্রেমসুধা আরো আরো বিতরিত হোক।প্রেমদরিয়ায় ভাসিয়ে নিয়ে চলুন আমাদেরও...
❤️
In this old age both of you have given me a eternal life and peace.Thank both of you.
I can’t seem to have enough of this song. After many years, a song has touched my heart and soul like this. Looking at their expressions and listening to their voices make me smile and cry at the same time! I smile seeing the depth and simplicity of their love for each other and I cry out of sheer joy at the beauty of my favorite songs in their fantastic voices. Keep up the good work, you two will be in my prayers. Sending tons of love from Dhaka!
ua-cam.com/video/R4tPfGIrATI/v-deo.html
Very true! I share your feelings for them. May God bless them with the joy of life.
Agree
এতটা আবেগ নিয়ে কোনও নারী, কখনো আমার দিকে তাকায় নাই। নিজের প্রতি সমবেদনা; আর ওদের প্রতি শুভকামনা রহিল।
ua-cam.com/video/hSLTLLTUVpQ/v-deo.html
..
Ha HA HA . Dont get frustrated
হাহ হাহ হা.....
Same 2 me
আপনার ফেইসটাই তো দেখা যায় না
চাইব কিভাবে
দেখে মনে হচ্ছে না যে এইটা অন্য কারো লেখা সুর করা গান, মনে হচ্ছে এইটা ওদের হৃদয়ের কথা ❤️❤️❤️
ভাই কি শুরু করলেন 💝
পুরাই mind blowing 🖤
আর ২ জন ২ জনের দিকে তাকানোটা তো পুরাই 🔥
বাংলাদেশ 🇧🇩 থেকে
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
আমিও বরিশাল থেকে দেখছি
I understood nothing, I saw you both twice in a bengali guy's status and I am here subscribing to your channel. I just came for both of your voice. It gets me every time. I am from Chennai.
ua-cam.com/video/EORFdBGOspg/v-deo.html
Isn't that the magic of pure music. They have rendered a very famous tune that was composed in Bangla & Hindi romantic songs. Google might give you the translation of the lyrics in case you want. Recently I heard the telugu, tamil and hindi version on AR Rehman's 99 Songs. I love the first two version though I don't follow the language. Keep enjoying good music :)
শচীন কর্তা হয়তো এ রকম জুড়ির কথা ভেবেই এই অসাধারণ গানটি রচনা করেছেন। যতবার শুনি আবার শুনতে ইচ্ছে করে। আহা আপনারা যেভাবে দরদ ভরা গলায় উপহার দিলেন কোনো প্রশংসাই যথেষ্ট নয়। একরাশ ভালোবাসার ডালি নিয়ে অনন্ত কাল অপেক্ষা করা যায় এমন অনবদ্য সুরের যুগল বন্দির জন্য।
অলির কথা শুনে গানটি বিগত কয়েক দিনে হাজারবার শোনআ আমি 🥰😍
ভালো থাকবেন দুজনেই ❣️
they look like a long lost love we never had
কত কম বাদ্যযন্ত্রানুষঙ্গে, শুধু কন্ঠমাধুর্যে ও ঘন আবেগানুষঙ্গে কত উচ্চ মানের গান গাওয়া যায়, আপনাদের এ গান তারই উজ্জ্বল উদাহরণ। 🙏
এই জুটি যেন থাকে হাজার বছর।।💖💖
"কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি"
গানটা তোমাদের যুগলবন্দীতে শোনার অপেক্ষায় রইলাম...❤️❤️
korse to
I'm also
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
আহা। কি মিষ্টি আবেগ, কি সুন্দর গায়কী। অসাধারণ।
এখন তো আপনারা সেলিব্রিটি হয়ে যাচ্ছেন!!!শুভকামনা আপনাদের জন্যে!ভবিষ্যতে আরো অনেক কিছু অপেক্ষা করছে,এভাবেই আমাদের গান উপহার দিতে থাকেন ভাইয়া ও আপু!
বাঙালিয়ানা টা এভাবেই বেঁচে থাক । যতই আধুনিকতা যোগ হোক আসলে এরম প্রেমই আমরা মনের গভীরে সব্বাই চাই । ❣️
তোমরা কোথায় হারিয়ে গেলে ?
Shotti kotha dada, khub miss kori oder gaan😢
Ache Ora ache..
Bhalobashaye
Ora broken up, new video ta dekhe nin
আমার ও একই প্রশ্ন কোথায় হারিয়ে গেলে???
Its been a long time haven’t seen her smile,this girl's smile brought back myself 2 year back,when we used to sit,along the lake,with two coffee,with a gentle air.
May Allah always keep her happy and her smile beautiful, Ameen.
ua-cam.com/video/R4tPfGIrATI/v-deo.html
You didn’t get her,brother?
আহা,আহা,আহা!
চমৎকার.... চোখের মধ্যে যেন, এক গভীর সমুদ্র। ভাইয়ের ভয়েস টাও সেই দারুণ!
Sachin Korta & Kishorji are smiling and blessing you guys from Heaven ! 🤗👌
Can't believe how a simple beat can keep me captivated for 6 minutes. It is the magic you two create, so so so beautiful !
ua-cam.com/video/nrvLoPnCaIA/v-deo.html
You guys once again proved that there still exists a world of romanticism beyond the one that Bollywood serves us. Kudos! Go ahead! ❤️
Well said.
এক্সাক্টলি... 👍👍
💯💯true 🙋❤️
Its a bollywood song
@@jaydeepchatterjee6471ài request er ĺq45 ni y C3 no I by by
bengali is beautiful, being kannadiga i don’t understand one word , but how pleasant it is
You are right 🎉
I understand and it’s so pleasant ❤
😊❤❤😊
2030 সালের জন্য কমেন্ট করে গেলাম,আজ থেকে 9 বছর পরে যখন ছোটরা এই গান সুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে এই গান টা আমাদের কতো প্রিয় ছিলো
খুবই ভাল লাগল। ধন্যবাদ
প্রায় 25 বার শুনে ফেললাম গান টা 🥰 তাও মন ভরছে না 😍😍😍.... Keep it up both of you 🤗❤️❤️
Same here
Sotti neshai pore gelam
All credit goes to s.d burman
I'm hearing this song for the 9th time rn and I'm still not enough. Feels like I can hear it all day I can see them all day. They way they are lookin at each other also feels somthing more stronger or beautiful than love. Something very eternal and pure which may not have any name. Something spiritual something that's enough to give to atleast a short smile by just a eyesight. Something familiar like what I have or what I feel for him. Maybe only I.
for me literally -"আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি"
Tony Kakkar না শুনে এসব গান শোনো , মন ভালো থাকবে ॥
ua-cam.com/video/hSLTLLTUVpQ/v-deo.html
..
haha
@@ranjinilaskar1520 haha 😂
হাহাহহাহাহাহহাহাহহা
Ekodm... Khub sotti kotha...🌼❤️
শুধু আপনারা ঠিক থাকবেন পৃথিবী অনেক কিছু পাবে..
👍😍
❣️
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
ইনশাআল্লাহ 💙❤️💜💚❤️
খুব সুন্দর কথা বলেছেন দাদা
অসাধারণ। দু'জন শ্রদ্ধেয় শিল্পীর গাওয়া দুটি যুগান্তকারী গানের অনবদ্য পরিবেশনা। খুব ভালো লাগলো আপনাদের গান।
Literally had goosebumps seeing the honesty and simplicity that is overflowing in this whole presentation..and thank you for presenting two of my very fav songs in such a soulful way... congratulations to you both...
I love the original version of this song so much ,I never thought a cover would melt me this way. This is so beautiful. 😭😭😭😭😭😭
অসাধারণ এক মায়া আছে এই চ্যানেল টায়, এই মানুষ দুটোর ভালোবাসায়....
এই যে দুইজন দুইজনের দিকে তাকিয়ে থেকে পুরোটা গান এভাবে গেয়ে যান দেখতেই অন্য রকম একটা ভালো লাগা কাজ করে ভাইয়া-আপু। ভালোবাসা জানবেন। ❤️
ua-cam.com/video/EORFdBGOspg/v-deo.html
Both enjoyed singing. None deviates from the original tunes. Instruments played accurate. Great!
Loved this couple with amazing chemistry. Hope you two find ways to come back together.
I am sure they are only concentrating on the skills of singing, but they have a wonderful chemistry which is pouring out loud along with the beautiful song which is very attractive, appealing and pure bliss.... Stay always blessed and blissful....Namaskaram!!
ua-cam.com/video/hSLTLLTUVpQ/v-deo.html
.
অভূতপূর্ব
এই প্রথম চোখে র সামনে খাটি অনুভূতির প্রতিচ্ছবি দেখতে পেলাম😌😌।।।। চাহনি এতটাও অসীম হয়??!!! ❤❤
এখানেই তো বাঙালি জিতে গেল! এত অপূর্ব গায়কী আর সেই সুরে দুজনের মেলবন্ধন! মনছোঁয়া..
খুব তাড়াতাড়ি তোমাদের দুজনেরই একসাথে ''তুমি রবে নীরবে" শুনতে চাই
ua-cam.com/video/nrvLoPnCaIA/v-deo.html
I felt divine love is still there . This song has proven that . Excellent both of you ....
Absolutely my madam ❤️
একজন অন্যজনের দিকে যেভাবে তাকিয়ে আপনারা গান করেন মনে হয়,,আপনাদের পৃথিবীর সমস্ত সুখ একজন অন্যজনের চোখে খুঁজে পান।।।ভালবাসা সত্যিই সুন্দর ❤❤
•• Oooh ki situation 😌.... bristi porche baire... headphone e আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি .... It's amazing 🌸🌸
সব থেকে বড় আকর্ষণ হচ্ছে তোমাদের দুজনের মুখের ওই হাসি দুটো। কতটা মুগ্ধ করে তোলে।❤️
হারিয়ে গেলাম দাদা গানটা শুনে।🌼🧡
পৃথিবীতে একমাত্র এই ছেলেটিকে আমার দারুন ঈর্ষা হয় ।কেনো জানি না তবুও হয়।
I suspect it's for Mimi
খুব ভোরে সূর্যের আলো দেখলে যেমন আরো বাচতে ইচ্ছা হয়, আপনাদের প্রেম দেখে আরো প্রেমে পরতে ইচ্ছা হয়৷ ভাল থাকবেন।আল্লাহ আপনাদের ভাল রাখুন৷
কি সুন্দর বললেন! কে বলে রে বাঙালী সংস্কৃতি মরে গেছে, বাঙালী সংস্কৃতি অবিনশ্বর সে মরতে পারে না!
ua-cam.com/video/nrvLoPnCaIA/v-deo.html
@@soumallyadas9831 বাঙালি সংস্কৃতি?
😂😂😂😂😂
আর হাসাবেন না।
@@soumallyadas9831 excuse me we are proude Bangladeshi not hated bangali
@@firstnamelastname5761 thik kano seta bolben? thik ki karone haslen?
তোমাদের দুজনের মাঝের কেমিস্ট্রি টার জন্যেই গান গুলো আরো বেশি ভালো লাগে শুনতে এবং তোমাদের একসাথে গাইতে দেখতে ❤️
Can you please sing a combination of
_ amae prosno kore nil dhrubo tara ( bangla) and
_ kahin dur jab din thaal jaye (Hindi)
& Both of you look so adorable 😍😍
And your songs are just wow🔥🔥
great suggestion . Thanks apu
@@banantichakraborty1999 wanna confess fell in love with your eyes at a glance in "oliro kotha sune"
Just a little request from a huge fan
Wanna listen live once you & limon da
Can we connect?
Sougathabhattacharya44@gmail.com
অপূর্ব গান। শুধু শুনি আর শুনি, শুনেই যাই কেবল।
মন, আবেগ সব দিয়ে দুজনে অসাধারণ ভাবে গাইলেন, অসাধারণ এই গানটি... শুভেচ্ছা ও অভিনন্দন রইলো...
আমি সর্বদাই আপনাদের গান শুনি সেটা আপনাদের সুন্দর কন্ঠের কারণে নয় সেটা দুজন দুজনার প্রতি ভালোবাসা এবং মুগ্ধতাই আমাকে আকৃষ্ট করে তাই বারবার আপনাদের গান শুনি।
অবাক হয়ে গেলাম। সিনেমার গানের থেকেও সুন্দর। তরুণেরাও যে পারে দেশি ঐতিহ্য এগিয়ে নিতে। এগিয়ে যাও দেশি ঐতিহ্য নিয়ে
Beautiful Song. When i lost my father five years ago, used to listen the original version of this song as the voice resembles my father's voice and used to cry fr a long time. But you both have done excellent 👌...
😂🎉
তোমার দুজনের chemistry টা অসাধরন 💚💗❤🧡💛💙💜🖤
এই ধরনের raw গানের জাদুটাই আলাদা 💘💖💓💞💕❣
যে দৃষ্টিতে আপনারা একে অপরের দিকে তাকিয়ে গান করেন , আমি বাকরুদ্ধ । জুটি অটুট থাকুক আপনাদের ❤️
ua-cam.com/video/EORFdBGOspg/v-deo.html
Heartfelt duet singing with so much love n peace out of this world .!!
আমি গর্বিত আমি বাঙালি, গানে-❤ সুরে এভাবেই বেঁচে থাকুন শচীন কর্তা
And those eye contacts completed the song eternally .. ❤️
Tmi ki cheno nki personally?
তার সাজেস্ট করা প্রথম গান। এই গানটার বয়স বাড়ার সাথে সাথে হয়তো আমাদের সম্পর্কের বয়সটাও বেড়ে যাবে! কোন একদিন হয়তো বৃদ্ধ বয়সে এই গানটা শুনবো, সে থাকবে মাথা রেখে আমার কাধে খুব করে ভেবে যাবো এই নতুন দিনগুলো নিয়ে!
Can't remeber exactly how many times have I gone through this beautiful song. Such a beautiful composition and your voice on top of that enhances the beauty of it. Just love it. Makes me nostalagic of my Agartala days. :)
Mind blowing! The smiling expression, simplicity, loving eye contact, everything make it a great presentation. Loved it!! Keep it up and stay blessed.
Onekdin pore misti gaan ebong sundor saral bhalobasa ek saathe dekhlam… onek subheccha roilo tomader jonno !!
Her spontaneous smile at him while he is singing ❤️ is the dream and inspiration for every boys. God bless them both and they may grow together and create such amazing and lovely songs. 🙏🙏🔥
ua-cam.com/video/sIFBP2pKvvU/v-deo.html
..
গানটি আমার কাছে একদম অসাধারণ লেগেছে। সেই ছোট বেলায় গানটা শুনেছিলাম এখন শুনে মুগ্ধ হয়ে গেলাম।
অনুপম সুন্দর প্রেমের এমন মিষ্টি বাংলা গান খুবই কম। থাকলেও এই গানের অতুলনীয় বৈশিষ্ট্য আলাদা। সঙ্গীতের ভাষা সুর তাল লয় যন্ত্রের সংমিশ্রণে গান যত না সমৃদ্ধ হয় তার চেয়ে গায়ক গায়িকার পারমঙ্গতা, অনুভূতির প্রকাশ ও মাধুর্যতা যুক্ত হয়ে সৃষ্টি করে এক অনিন্দ সুন্দর আবেদন।
বাংলা সাহিত্যের সুন্দরতম শব্দের ব্যবহার এই প্রেমের গানে অন্যতম বৈশিষ্ট্য।।
আহা! মস্তিষ্ক ও হৃদয় দুটিই শান্ত করা গান...❤❤
Simply splebound. With lucid flow, magical expression , simplicity , beautiful.. you both stay blessed and keep presenting such beautiful songs
শচীন দেব বর্মনের স্ত্রী, মিরা দেব বর্মনের লেখা এই গানটি সত্যি অসম্ভব সুন্দর।
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, রিদয়ে দিয়েছো দোলা।
সত্যি যেনো প্রেম ভালোবাসার একেবারেই মোদ্দা কথা। শরীরের গন্ধও যে সঙ্গীর অবচেতন মনকে আকর্ষণ করতে পারে, তা কিন্তু খুবই স্পষ্ট।
বিবর্তন প্রক্রিয়ায় মানুষ আজ যদিও গন্ধ নামক এই ইন্দ্রিয়টির ব্যবহার কমিয়েছে কিন্তু, অন্যান্য প্রজাতিরা যে এখনো গন্ধ শুকেই সঙ্গী নির্বাচন করে থাকে তা আমরা হয়তো অনেকেই জানি।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডেভিড বাস তার ২টি গবেষণায় তিনি দেখিয়েছেন যে,
গবেষণা ১: একশজন ছাত্রকে ১মাস ঝাল, লবণ, মিষ্টি ইত্যাদি তরকারি বিহীন খাবার ও শরীরে কোনো ধরনের স্প্রে বা পারফিউম কিংবা শাবান ছাড়াই একটি নির্দিষ্ট কক্ষে রাখা হয় এবং তাদের প্রত্যেকেরই একটা করে শুতি কাপড়ের শার্ট পরানো হয়। এবং একশজন ছাত্রীকে বলা হয় যে, কার কোন শার্ট এর গন্ধ ভালো বা খারাপ লাগে তা জানাতে। তো দেখা যায় কেউ কেউ পার্টনার হিসেবে চায়, কেউ বা আবার ভাইয়ের মতো দেখে, কেউ বা আবার বাবার মত।
"দ্য অ্যানাটমি অফ লাভ" বইয়ের ৪২ পৃষ্টায় নৃবিজ্ঞানী ডাঃ হেলেন ফিশার বলেছেন যে, ছেলেদের শরীরের গন্ধ,মেয়েদের ঋতুচক্রকে স্বাভাবিক রাখতে সহায়তা করে।
চলুন, এই বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝা যাক, একই ডর্মে একাধিক ছাত্রী দীর্ঘদিন বাস করার ফলে একই সময়ে ঋতুস্রাব সমাপতীত হয়ে যায় এবং এটি ফেরোমোনের কারণেই ঘটে। গন্ধের এই তথ্যটি একধরনের "জিন"-এর মাধ্যমে থাকে, যার নাম হিস্টোকমপ্যাবালিটি বা সংক্ষেপে (MHC Gene)
এতো শর্ট সময়ে এতকিছু লেখা সম্ভব নয়। তাই সংক্ষিপ্ত ভাবেই একটুখানি লেখার চেষ্টা করেছি মাত্র।
এতো সুন্দর ভালো একটি গান আমাদের উপহার দেবার জন্য, ইউটিউব চ্যানেল কতৃপক্ষকে জানাই প্রাণের প্রণতি। ধন্যবাদ।
😊valo laglo🙏🙏
বাংলাদেশ থেকে শুভকামনা। কত সাধারণ ভাবে গাইছেন অথচ অসাধারণ। চোখ এবং মনের শান্তি।
ua-cam.com/video/nrvLoPnCaIA/v-deo.html
one of the most powerful weapon you both have is ability of staring at each other nonstop while singing.
best whishes from Bangladesh.
ua-cam.com/video/hSLTLLTUVpQ/v-deo.html
...
They r fm BD!
after the legend Shachin Dev Borman, .... most beautiful way sang this song.. lovely duet. thank you.
দুজনের তাকানোর মধ্যে একটা সুপ্ত প্রেম বিরাজ করছে।🖤🌼🖤🍁🍁
I can't take my eyes away from you guys. Keep smiling like this forever...and ever...
ua-cam.com/video/4l8nx4NYIRc/v-deo.html
এই ভাবে ও গান করা যায়, কি এক অপরূপ দুজনার চোঁখে চাউনি ❤ হাজারো বার শুনলে তাও যেনো মন বরে না।
আপনাদেরকে না দেখে শুধু গান শুনলে সেই গান শোনা আমার অসম্পূর্ণ থেকে যায়।
আপনাদের ওই প্রেমময় চাহুনি দেখে দেখে গান শুনলেই আমার গান শোনা পূর্ণতা পায়!❤️
The eyes chico. They never lie. ❤
Amar sobcheye priyo gan tar amar nijer vasay emon sundor upothapona sune mon ta vore gelo... Sur ta notun vabe abar mone gethe gelo.... 👌👌👌opurbo
Videoটা এই নিয়ে ৫ বার দেখলাম, তাও মনে হচ্ছে আরও শুনি। তোমাদের চোখে এক অদ্ভুত প্রেম, যেটা গানটাকে আরও সুন্দর করে তোলে!
আপুটা মাশাল্লাহ
মনে হয় যেন মায়া মমতার গোটা একটা শহর ভরা ওনার ভেতরে... এমন মুগ্ধতা ভরা চোখে কেউ তাকালে কয়দিন যে ঘুম উড়ে যেত আল্লাহই জানেন🙂
আল্লাহ এমন একটা বউ যেন পাই 🌚🥺
Thanks!
Yay! So glad this video
is back! My favorite - please never take it down again!
Just discovered this beautiful piece - as I was looking to recall this song whilst I was feeling “bheed ke beech akela” wanted to listen to the original and came across this. An excellent performance beautiful voices of both - simply perfect and flawless! Thank you
বাজনা আর উপস্থাপনার অকারণ arombore যখন কথা ও সুর হারিয়ে যায়নি... খুব ভালো লাগলো... এত দরদ দিয়ে গাইলেন!
earned your rightful place in the world's biggest broadcasting station ---You tube
your singing is like a teardrop on a leaf, gentle and yes swept me off with this great bengali , hindi
2 voices , one eager pair of listening ears
Thank you
Rana
ua-cam.com/video/R4tPfGIrATI/v-deo.html
অলির ও কথা শুনে গানটি দেখে আমি পুরোই মুগ্ধ ❤️❤️ আহ কেমন জানি অন্যরকম ভালো লেগেছে তাদের জুটি এবং চাহনি দেখে ❤️❤️