Bhalo Lage | Hay Bhalobashi | Moheener Ghoraguli | Arko Mukhaerjee Live
Вставка
- Опубліковано 9 лют 2025
- Lyrics in Bangla and translation in English, posted by @ashimnb87 in the comments.
ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে
কাছে ডাকে ধানখেত সবুজ দিগন্তে
তবুও কিছুই যেন
ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি, বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি এক মনে কবিতা পড়তে
তবুও কিছুই যেন
ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
যখন দেখি ওরা কাজ করে
গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায়
মাঠে প্রান্তরে
তখন ভালো লাগে না,
লাগে না কোনো কিছুই
সুদিন কাছে এসো,
ভালোবাসি একসাথে সবকিছুই
ভালোবাসি পিকাসো, বুনোয়েল, দান্তে
বিটল্স, ডিলান আর বিথোফেন শুনতে
রবি শঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
===================
(I) Love to run through the 'Kashbon' (Jungles/bush of kind of catkin flower - this is mostly seen besides the river)
(I) Love to walk through the village roads
The far-hills are drenched with the light before dusk
(In this situation) the paddy field is calling at it's green horizon
Still
I don't know the why I'm upset
(Seemed) My mind is there within the calous path
Thinking where the sorrow is hinding behind still
(I) love to float through the cockleboat
The butterflies, the goose I like to gaze at
Sitting at the corner of the window, looking at the calous afternoon
I love to read the poems in pensive mood
Still
I don't know the why I'm upset
(Seemed) My mind is there within the calous path
Thinking where the sorrow is hinding behind still
When I see they (the people) are working at
the villages, ports
(They) only grow the crops, (They) work really hard (sweats)
at the cropland
Then I feel I'm upset
O good times, please come closer
Lets love alltogather.
I love Picasso, Bunuel, Dante
(I love ) to listen Beatles, Dylan, Beethoven
After listening Ravi Shankar & Ali Akbar
(After all the happenings) I love to come home in the early morning through the mist
--------------------------------------
Playlist: • Ekhono Elo Na Kaliya |...
আশির দশকে এই সব গানগুলোই আমাকে প্রথম টেনে নিয়ে গিয়েছিল আকৃষ্ট করেছিল চরম বামপন্থী ভাবনা ও আদর্শের দিকে। এখনও কাঁটা দেয় সেই সব আগুন ঝরা দিনের কথা ভেবে। এই আদর্শের জন্য একদিন গুলিও খেয়েছি। এখন জার্মানির মাটিতে বসে আজও বিপ্লবের স্বপ্ন দেখি এই সব গান শুনে। ❤❤❤
Love from Chennai.❤ I am a tamil but my father used to play this song.
oh goshhhhh goosebumps
শেষ ঘোড়ার পতন। ভালো থাকবেন
বাপি দা ❤
আমি জানিনা বাংলায় এত লুকিয়ে থাকা নক্ষত্র থাকতেও বাংলার মানুষ কেন আজ সমাজের সাথে খাপ মিলিয়ে চলার জন্যে আজ ইউরোপিয়ান পাঞ্জাবি এই সমস্ত গানের অন্ধ ভক্ত।
ভালো থাকুক এই সমস্ত নক্ষত্ররা ❤
ভালো থাকুক প্রকৃত বাঙালিয়ানা হৃদয় ❤
কিন্তু এটিও তো ওয়েস্টার্ন মিউজিক এর আদলে বাংলা গান, তাই না?
এটা গান নয়, ইতিহাস।
Love❤ from Bangladesh 🇧🇩.
প্রথম যেদিন গানটি শুনেছিলাম সেদিন থেকেই মনের মধ্যে যায়গা করে নিয়েছে,
সত্যি প্রেম ভালোবাসা ছাড়াও গান হয়।♥
যিনি ভিডিও করেছেন, সাথে গান গিয়েছেন তার ভয়েস ও অসম্ভব সুন্দর 🌸
ধন্যবাদ। আমার ই করা ভিডিও এটা।
@@MayukhDattadarun 😊
ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে
কাছে ডাকে ধানখেত সবুজ দিগন্তে
তবুও কিছুই যেন
ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি, বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি এক মনে কবিতা পড়তে
তবুও কিছুই যেন
ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
যখন দেখি ওরা কাজ করে
গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায়
মাঠে প্রান্তরে
তখন ভালো লাগে না,
লাগে না কোনো কিছুই
সুদিন কাছে এসো,
ভালোবাসি একসাথে সবকিছুই
ভালোবাসি পিকাসো, বুনোয়েল, দান্তে
বিটল্স, ডিলান আর বিথোফেন শুনতে
রবি শঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
Darun
❤
সুদিন কাছে এসো,
ভালোবাসি একসাথে সবকিছুই। সেরা লাইন
বাংলাদেশে বসে যখন এই গানটা শুনি, তখন ভাবি আমাদের এই মিউজিকের কি কোনো কাঁটাতার আছে?
আসলেই এগুলো ভাবলে, মনে হয় - ভালো লাগেনা কিছুই ❤️😊
খুব মিস করবো বাপি দা। 😭😭😭
আমাদের প্রজন্ম জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে স্মরণ করবে। ধন্যবাদ অর্ক দা। প্রত্যেক বার শুনিও এই গান টা।
I was there is the audience that day evening at Academy of Fine Arts. It was just exceptional experience to hear this magician Arko Mukherjee and some extra-ordinary audience. An evening to remember … ❤️😌
অসাধারণ উপস্থাপনা, অর্ক মুখার্জি এবং তার group কে কিভাবে সন্মান বা অভিনন্দন জানাবো সে শব্দ আমার কাছে মজুত নেই,এক কথায় amazing and unbelievable.
গানটা যতবার শুনি মুগ্ধ হই গৌতম চট্টোপাধ্যায়ের অসাধারণ সুন্দর সৃষ্টি যতদিন মানুষ থাকবে ততদিন আমাদের মনের মণিকোঠা জুড়ে থাকবে
গানটা যতবার শুনি মুগ্ধ হই গৌতম চট্টোপাধ্যায়ের অসাধারণ সুন্দর সৃষ্টি যতদিন মানুষ থাকবে ততদিন আমাদের মনের মণিকোঠা জুড়ে থাকবে।♥️
অস্থির মজা পাইলাম।
ঢাকা ইন্টারন্যাশনাল ফ্লোক ফেস্টে তার গান একবার শোনা হয়েছিল।
চরম উন্মাদনা সৃষ্টি করতে পারে।
If it was in English it could have had views in millions
Arko da is fantastic as usual but the crowd was phenomenal there 💙💙
Arko is a living legend.
Can't agree more.
People don't appreciate good music.
Sotti kotha bolte chai na eto views. Jara dekhar tara search korei ase ei gaan sunte, UA-cam o recommendation dei na. Toh sei sokol simito sonkhok ruchi bodh somponno srota der jonnei exclusive thakuk ei gaan. Love ❣️ to all viewers. Gaa
Ei gaan ta je kotobar sune6i tar kono eotta nei,,this song takes me to another world every time
পুনরায় TV9 ও গানটি শুনে পুনরায় মনটা ভালো হয়ে গেল।।।।কলেজস্টিট লাল সেলাম।।
কমরেড মাকুদের পশ্চাতে মানুষ আগুন লাগিয়ে দিয়েছে
It is an exceptional experience for me at Academy Of Fine Arts .On that day all are singers with the magic wand of Arko
Try to translate this song in English for views across the globe.
All my love, Brother!.. All my love
College street e onek beshi nostalgic chilo ei gaan ta.
Such a strong voice.
Even can cut a steel💫
অসামান্য সৌন্দর্য ও ঈশ্বর লাভের মতোন শান্তি খুঁজে পেলাম পুনরায় তোমার কন্ঠে।। 🤍🌻
The last vestige of the resplendent Bengali folk music ... feeling sad that this is a past album of excellence... That Bengal has been killed systematically during the last decade.
Last 4 decades. The start of 90s was the starting point of decadence.
@@s_mtra Pity!
Gautam Chattopaddhay holen ganer jagater Hritwik Ghatak
Controversy tulchi why not mr.Ray?
@@soumorocklover1991bangali r arektu onake somnan dewa uchit chilo tai ...
Aro mete thakar drkr chilo onake niee❤
@@anubhabchatterjee4403 sheta thik e amra konodino sothik shomoy sothik manush k mullo ditey parini konodino aaj o na
Love u too bro
Bhalobase means good ...thats only word I understand on this whole performance. The rest is only music and only music no boundaries no barriers and of course no language.love fron Nepal.
Bhalo means good.
Bhalobasi means love.
Bhalolage means like.
On of the greatest songs in my history ever... Sera voice ta kii level er......
কিছু বলার নয় শুধূ অনুভব ❤❤❤
Arka da er sathhe osonkhyo bhir er modhye akta awaz amar o achhe... Thank You for recording and uploading ❤️
If it was the loud voice after the silence at the middle, if it was you then SORRY brother, it spoiled the song there. Please don’t sing yourself if you're recording.
লাল সেলাম Bapi Da ❤❤
আমি এই গান আগে যে কেন শুনি নাই! চমৎকার মন ভাল করার মত গান
Love from bihar❤
প্রত্যেকদিন একবার করে শুনি ❤️
Ahh❤
❤❤❤❤ jotobar suni jeno sunei jai
শিহরণ আর নিষ্পাপ অপলক মুগ্ধতা ❤❤❤
just osthir
What a beautiful rendition. 🙌 kudos Arko!
সত্যিই এই গানের পর আর কোন গান হয় না ।❤
Enthralled us till you died
Meet you on the other side
Rock in heaven bapi da❤
ভারতের সামান্য কিছু কোয়ালিটি গানগুলোর মাঝে এইটি একটি।
হায় ভালোবাসি! আমার প্রতিদিনকার গান। মহীনের ঘোড়াগুলি হৃদয় ভূমিতে বড্ড ছোটাছুটি করে। লন্ডভন্ড করে দেয় আমার সযত্নে গড়া ঘর,উঠোন,ছাদ। তবু, এই ভাংচুর রোজ একবার না হলে "ভালো লাগে না, লাগে না কোনোকিছুই"।
I was there in the audience, a magical moment was created that evening
Absolutely! It was indeed a magical evening.
where was it
@@11111111112168 Academy of Fine Arts
ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে
ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে।
তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে।
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি এক মনে কবিতা পড়তে।
তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
যখন… দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
সুদিন.. কাছে এসো,
ভালোবাসি একসাথে এই সব কিছুই।
ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে
বিট্ল্স্, ডিলান আর বেথোফেন শুনতে ।
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।
তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
যখন.. দেখি ওরা কাজ করে গ্রামে-বন্দরে
শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
সুদিন.. কাছে এসো,
ভালোবাসি একসাথে এই সব কিছুই।
Phenomenal ❤️. What a majestic performance❤. Lovely crowd🤟
Ei gaan ta sotti ekta alada onuvuti, roj suni jotobar suni, mone hoy aro ekbar suni.
এ গান কত রকমে,কত রংয়ে!❤️🙏
গানটা বেশ ভালো লাগলো শুনতে
গানটা শুনলে,আমার গ্রামের কথা মনে পড়ে। গানটার সাথে সব কিছু রিলেট করতে পারি।
Excellent Lalsalam
আজ মহানবমী 🙏
দুরত্ব ৫ মিটার এর হলেও দুটি সমাজের মাঝে দুই মেরুর দূরত্ব।।
গানের কথা ছাড়া প্রথম অংশটুকু বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে।
Epic 💝 from 🇧🇩
College time এর আবেগ.. ভালোবাসা ❤❤❤❤
আমি এই গানগুলি শুনেই ভালো থাকি
আমার ভালো থাকার মেডিসিন
ধনবাদ দাদা (কমরেড)
আসাম থেকে
Excellent!! Speechless!
২০২৪ এর লাস্ট এর দিকে সুনলাম আমি
❤❤❤❤❤❤great
মন ছুঁয়ে যাওয়া গান
Living Legend ❤
Khub valo.....mon valo hoa jae
This is how music connect everyone❤️✨
সিংহের মত ভয়েস ❤️❤️
A gem of a song, sung by a gem of a person🖤
2025 এ শুনলাম 🎉
Unique song & versatile singer. Great combination
দাদা এক কোথায় ফাটাফাটি। এরকম হাজার হাজার গান শুনিও
Kuch toh bat hai ish song main... Oprbo
It looks like from the performance at Academy of fine arts. It's such a feel ,can't describe
Outstanding performance dada ❤️🇧🇩
প্রতিদিন একবার হলেও শুনি
Goos bump
21st february ভাষা দিবসে আপনার ভাষা কে শ্রদ্ধা
গানটা যিনি রেকর্ড করেছেন, তার কন্ঠও বেশ সুন্দর!❤️
Amar record kora. Thank you!
লাল সেলাম কমরেড
Opurbo laglo. ❤️❤️
লাল সেলাম কমরেড 😍❤❤❤❤
অসাধারণ ❤❤✊✊🌹🌹🤝🤝❤❤
One of my favorite song🎵
ভালোলাগে আসলেই খুব ভালোলাগে শুনতে 💖
Stage er porda pore jaoar pore oi dur theke vese asa aoaj r tarpor abar porda khule sokole mile gaoa, e muhurto jara upovog korechen oi chokh dutoke r kan dutoke songrokhkhon kore rakhun. erokom moment paoar sujog jodi pai, ami sedinii thik ei ganer seshe more geleo dhukhkho thakbena. love you Arko da. Valobasi aksathe sobkichui.....
❤❤
lal Salam arko da
Great ...❤❤❤
তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
Love from Bangladesh
Asadharon
দমদম সংগীত মেলা 2023। প্রথম দেখা
keno jani gan tar sathe moner onk tan khuje pai...onk vallage...gan tai alada flavor pawya jaai 😌
Apnar gaan o khub bhalo lglo..
বুকে রক্তের স্রোত আনেন। নমস্কার।
আাহা কি সুর
অসাধারন
What a Song...
Love You Arko Da
❤
অনেক শুভেচ্ছা আর অভিনন্দন
0:55
অসাধারণ অনুভূতিশীল এই গান আর গায়ক।
Darun!