Ami shunechi shedin tumi | Moushumi Bhowmik | Cover | Limon Mimi
Вставка
- Опубліковано 10 лют 2025
- This is one of the most favorite compositions. Couldn't do much with the singing as Moushumi Bhowmik in the original. Yet it's just me and her, sitting together and singing, spending a lovely time.
B. Limon
#AmiShunechiShedinTumi
না তেমন ইন্সট্রুমেন্ট , না তেমন আহামরি সেট আপ। জাস্ট একটা কলার মাইক আর একটি গিটার 😌 আহা ❤ মনটা ভরে গেল। তোমাদের এই আড়ম্বরহীন প্লে লিস্টে বারবার ফিরে আসব 😌❤
একদম
ua-cam.com/video/piFjZxrDDOs/v-deo.html
Ora ki jamai bou
তোমরা যুগলে এভাবেই চালিয়ে যাও । দারুন । 👍👍
♥️♥️
আমি শুনেছি সেদিন তুমি
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ।
আমি শুনেছি সেদিন তুমি
নোনাবালি তীর ধরে
বহুদুর বহুদুর হেঁটে এসেছ।
আমি কখনও যাই নি জলে
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ, ডানা মেলা গাংচিলে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়?
বল নেবে তো আমায়?
আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে?
কেন শুধু ছুটে ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?
বল কোথায় গিয়ে?
আমি শুনেছি
তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ,
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে ।
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।
আমি দু চোখের গল ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি,
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি,
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।
গল ভরে নয় গ্বহরে
'দু চোখের গহ্বরে..'
Thank uhh vaiya eta dorkar chilo
Nice
ua-cam.com/video/piFjZxrDDOs/v-deo.html
তোমাদের প্রথম যে গানটা শুনি তা হলো "অলিরও কথা শুনে...." গান তো অবশ্যই মন্ত্রমুগ্ধকর। তার সাথে তোমাদের দুজনের একেওপরের প্রতি চাহনি।
এই চাহনি তারাই বুঝতে পারবে যাদের কেউ আছে তার মুখপানে এভাবে চেয়ে থাকার জন্য।
ভালো থেকো দুজনে।। ❤️❤️
ekdom dada thik bolecho,
Ohhh osadaron ',
ua-cam.com/video/piFjZxrDDOs/v-deo.html
আর সে মানুষটা যখন ছেড়ে যায় তবে কী তা মানা যায়?
Kn Vai Amra ki amni e sunte pare na . Apner Moto amaro same kahini . Matroy Oder Olir o Kotha . Ay gan ta sunlam it was just awesome . Aura second number . Comments Porte Porte gan ta sintaselam na apner comment ta deykha Mon tya vaingha gelo😩😩
1:24
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো
আমি কখনও যাইনি জলে, কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও, নেবে তো আমায়
বলো নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে
বলো কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি
আমি দু'চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি
এমন চাহনি, এমন স্নিগ্ধতা আমাদের জেনারেশনটার দেখা খুব দরকার ছিল বোধহয়। ❤️
Ekmot
❤️🔥
Pure bliss
বড় ভালো কথা লিখেছ। যথার্থ। ভালো থাকুক ওরা।
বাঙালী এখন স্নিগ্ধতা ছেড়ে অনেক দূরে গিয়ে উগ্রতার বশবর্তী হয়েছে, আর স্নিগ্ধতা সেটা শুধুই আজ বিলুপ্তির পর্যায়।
আহা কি চাহনি!!! সত্যিকারের ভালবাসার মানুষকে হাজার বার দেখলেও মন তৃপ্তি পায় না । পৃথিবীর সকল সত্য ভালবাসা পূর্ণতা পাক..
মনের কোন এক গভীর কোনায়, জীবনের চাপে এই গানটি ধামাচাপা পড়ে গিয়েছিলো | UA-cam suggestion এ হঠাৎ এলো | এই গানটি, এই মুহুর্তে আমার কাছে অক্সিজেনের মতো | ধন্যবাদ দুজনকেই, এতো মিষ্টি একটা cover তৈরি করার জন্যে |
Dada amar khetreo same😌
Same with me. 🙂
😊
Amaro same
ua-cam.com/video/piFjZxrDDOs/v-deo.html
যেমন গানে মনোযোগ.. তেমনি পাশে বসে থাকা মানুষটির প্রতিও মনোযোগ। অসাধারণ ❤️
"Olir kotha shune bokul hashe" ganti ti shunar por eshechi ...❤❤❤ gan +❤chemistry =peace..🌸
Same
Same here also
Same..
same here
Same
এত স্নিগ্ধতা কোথায় ছিল এতোদিন!!!!!!😌😌😌 হঠাৎ মনটা শান্তিতে ভরে গেল
কমেন্ট পরছিলাম আর গানটা অনুভব করছিলাম। বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে প্রতিটা শব্দই 🙂❤️
same.👊
Same vai
কবি কাজী নজরুল বলেছেন💖💖
""তুমি সুন্দর তাই চেয়ে থাকি তোমার দিকে,, সেটা কী আমার অপরাধ ""!!!!
গানটা যতবার শুনি ততবার ই মনে হয় যেন আমার মনের অবস্থা টা বুঝেই গানটা লেখা হয়েছিল।
আমি দুচোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু ..... রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা..... এই দুটো লাইন যেন আমারই জন্য লেখা।
আপনাদের জুটি টা যেন এরকমই অটুট থাকে।❤️
তাদের চাহনি 🥰
২০২৪ সাল টা এই গান শুনেই শেষ করলাম,আমাদের ছেলে মেয়ে যখন এই গান দেখবে আর কমেন্ট পরবে তখন বুঝতে পারবে আমরা কোন ধরনের গান শুনতাম আর গানে কি স্বাদ কি প্রাপ্তি আহ্ কি নেশা এই গানে। মনটা ভরে গেলো ❤
হৃদয়ের স্নিগ্ধতা এবং অন্তরের প্রেমের মিলবন্ধনই যে সঙ্গীত তার প্রমান এই কাজ😌❤️ অনেক ভালোবাসা রইলো আপনাদের কাজের জন্য❤️
এরকম স্নিগ্ধতা পূর্ণ চাওনি এর বড়ই অভাব আমাদের generation এ।।বড্ড মিষ্টি লাগে তোমাদের🥺❤
গানটা শুনতে শুনতে যে কখন শেষ হয়ে যাচ্ছে বোঝাই গেল না ! সত্যিই অসাধারণ ।
Akdom tai
ua-cam.com/video/piFjZxrDDOs/v-deo.html
100%
Right
The best part of the song was the simplicity with which they looked at each other. It can't be defined in words! Music is a medium for two souls to connect like that❤
আজ টুয়েন্টি সেঞ্চুরিতে এসে এমন গান শুনতে পাওয়া আসলে আমাদের ভাগ্যের একটা ব্যাপার। দুজন শিল্পীকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই গানটি গাওয়ার জন্য।।। 💟💟💟
কি বলবো বাকশক্তি হারিয়ে ফেলেছি
আমি কবিতা লিখি কিন্তু গানের ভীষণ পাগল আমি...
আপনাদের দুজনের গান এবং একে অপরের চোখে চোখ রেখে গান গাওয়া
যেন এক জীবন্ত কবিতা...
আমার দৃষ্টিতে আপনাদের এই জুটি ঐশ্বরিক।
দুজনের চাহুনিতে অসম্ভব মুগ্ধতা আর স্নিগ্ধতা আছে। এমন মুগ্ধতা এখন হারিয়ে গেছে যান্ত্রিক শহর থেকে। এমন মুগ্ধতা এ জেনারেশনে থাকলে ভালোবাসা সত্যিই গোলাপে ফুটতো। বেঁচে থাকুক এমন ভালোবাসা🥀🖤
অসাধারণ!!! ❤❤❤❤
জাপানের কোন এক নির্জন উপশহরের বেডরুমে শুয়ে শুয়ে শুনছি। আর সেই প্রিয় মানুষটি অস্ট্রেলিয়ায় যার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিবো গোটা জীবন 😢😢😢
Sorry; I do not understand Bangla Language but it is true and sincere voice. God bless you both.
চাহনি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আর প্রতিটি গান ভীষন স্নিগ্ধতায় ভরা। প্রতিটি মানুষ তার জীবনে এমন একজন সঙ্গী চাই যে তার দিকে এভাবে তাকিয়ে থেকে তার সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। চিরকাল বেঁচে থাকুক এরকম ভালোবাসা ❤️
তোমার সাথে হাঁটতে নিয়ে যাবে বলে কথা দিয়েছিলে কোন এক গাঙচিল ওড়া বিকেলে। তুমি তুমি তুমি মিলে তোমরা সদলবলে সভা করলেও আমি চিরকালই অস্পৃশ্য থেকে গেছিলাম তোমাদের সেই সভায়। তাই এখনো কোথাও গিয়েই শান্তি পাইনি,প্রাণ ভরে গানও গাওয়া হয়নি।
কিন্তু আস্থা হারানো এই মন নিয়ে এখনো তোমার কাছেই ফিরতে হয় বারবার,প্রতিবার..💔
তুমি একজন কবি। কবি হয়েই বেঁচে থেকো - এই আজ সকালের প্রার্থনা।
Apurbo apnar vasa
Apurbo apnar vasa
Wah ❤️🌼
আপনাদের দুজনের চোখে চোখে রোমান্টিকতায় মন ছুয়ে গেছে।অসাধারণ। ❤
আপনাদের দুজনের EXPRESSION অসাধারণ ❤️❤️❤️
"আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে নেবে তো আমায়?"❤️❤️।। স্নিগ্ধতা পাই।।☺️☺️🤗
এক অপূর্ব স্নিগ্ধতা অনুভব করলাম গানটা তে। এত অপূর্ব গেয়েছো তোমরা গানটা যা বলে বোঝানোর না।।❤️♥️😌
গানে গানে রোমাঞ্চ দেখলাম খুব ভালো লাগলো অসাধারণ গেয়েছেন, কিছু বলার ভাসা নেই এক কথায় দারুণ গেয়েছেন ❤️❤️❤️
এতটা স্নিগ্ধতা..... 🌼 সত্যি , মনটা ভরে গেলো।
অসংখ্য ধন্যবাদ , এতটা সৌন্দর্য উপহার দেওয়ার জন্য ❤️
গায়ের লোম দাঁড়িয়ে যায় যতবার শুনি 😊🖤
গানটা আমার সত্যি প্রথম বার শুনেই পার্সোনাল ফেভারিট হয়ে গেল 😢☺️
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটি ❤🥰
মায়া আছে বলতে হবে🌸🖤
Aso sunte.... 💙🤍
❤
@@Im_annu Aslam..
কমেন্ট যুগ যুগ ঠিক ই থাকবে, কিন্তু নোটিফিকেশন পেয়ে গান শুনতে আসার জন্য আপনি থাকবেন না। 😂
এমন ঠান্ডা ঠান্ডা গান, আপনাদের কন্ঠে আরও অনেক বেশি চাই,,,,,, ইদানিং মাঝে মাঝে আপনাদের গান শুনে মনে শান্তি খুঁজে পাচ্ছি,,,, ভালো লাগছে সবকিছু
The eyes, Chico. They never lie. ❤️
আপনাদের এমন ভাবে একসাথে বসে একই সুরে , একে অপরের সাথ দিয়ে গান সত্যিই খুব ভালো লাগল.....সত্যিই অসাধারণ 🙂🖤
কি সাবলীল! কি অসাধারণ! 🌸দৈনন্দিন জীবন পুকুরের অমৃত।কোন অবকাশে দেখা পাওয়া সমুদ্রের পলকমাত্র নয়।এ অমৃতে রোজকার ক্লান্ত জীবন জিরিয়ে নেয়া যায়!
এই জেনারেশনের জন্য আপনাদের মত কিছু মানুষ দরকার যারা ভালোবাসা টার মানে বুঝিয়ে দিতে পারে..!
এত স্পষ্ট উচ্চারণে এত আবেগ নিয়ে এমন ডুয়েট কতকাল শুনিনা, তোমাদের জন্য অনেক শুভ কামনা
উফফ দারুন দারুন ❤️
বারবার শুনছি😇😇
এই গানটা আমার কাছে খুব স্পেশাল,অনেক স্মৃতি আছে😊
কি অসাধারণ লাগে দেখতে 🖤
অনেক ইচ্ছে ছিল দু'জন মিলে এভাবে গান করব, হলো না। তবে যা পেয়েছি এখন তা অনেকটা বেশি পেয়েছি, একসাথে গান না গাইতে পারলেও,, হাতে হাত রেখে একসাথে বসে শুনতে পারব ।🖤🌼
মিমি সত্যি খুব সুন্দর, তার গুনে, তার মতো মাধুর্য খুব কম মেয়ের মধ্যে থাকে❤️
আপনার ছোট বনকে আমি অনেক ভালোবাশি আপু☺️🌺🥀
That smile and the eye contact while singing the line "kothay Shanti pabo kothay giye "...
Beche thakuk valobasa...
আমরা সবাই ভালোবাসার কাঙাল🥺🥺কোথায় শান্তি পাবো...কোথায় গিয়ে🙏🙏
I have just fallen in love with Bengali Songs just Because of you two...
I was recommended to listen to your songs and i am thankful to that....
There is unimaginable beauty in this language and culture.... The literature and music is beautiful beyond words.....
অনবদ্য! এই গান অনেক শুনেছি.......তোমাদের গানটা আমার কাছে নতুন,খুব সরল..... মিমির খুব রেওয়াজি গলা .... তোমরা এগিয়ে চলো... Birbhum.
Without instrument eto sundor arrangements ❤❤❤just asadharan mon 6uye gelo
1000 times sunleo kau tired hobe na. Sotti osadharon
কিছু কথা থেকে যায় হৃদয় আঙিনায় , ।।। খুব সুন্দর 💗
নতুন করে কিছু বলার নেই!
ঐ আবার সেই পূর্বের মতই বলতে হচ্ছে চাহনির মধ্যে সেই ঐতিহাসিক আবেদন...
আহা! বেশ, বেশ! সব মিলিয়ে দারুণ জুটি।
এতো সুন্দর আর স্নিগ্ধ, শুনে অস্থির মন শান্ত হয়ে গেল।💜
শিল্পী দ্বয়ের প্রতিটি গানে যে আন্তরিকতা জারিত স্বতঃস্ফূর্ততা মূর্ত হয়েছে তা অনুকরনীয়।
কি বলব বুঝতে পারছিনা শুধু বার বার শুনছি আর গানের মধ্যে হারিয়ে যাচ্ছি । ❤️
প্রথম একটা শুনেছি,এত ভাল লেগেছে,একসাথে সারারাত জেগে সব সুনেছি,প্রতিদিন না শুনলে এখন মনে হয় সারাদিন এত কাজ এত কিছু করার পরেও মনে হয় কি যেন একটা মিসিং লাগে,আর তখনি মনে বেযে উঠে তোমাদের দুজনের এই মায়া ভরা গান গুলো 😍😍😍
I just wonder how both of thrm can keep their eye contact so perfectly and sing perfectly without and flaws!😭❤
i read all comments and my tears automatically come out🥺🖤🥺
অনাড়ম্বর এক সেট-আপ, এই স্নিগ্ধতা, আর কিছু অফুরন্ত চাহনি, এইরকম রিক্রিয়েশন এই প্রজন্মের জন্য এক অন্যরকম প্রাপ্তি ।।
দুটো ভালোবাসা (সুর ও ব্যক্তিত্বের) যখন এক হয় তখন এতো সুন্দর একটা সৃষ্টি হয়।💝🙂
আহা কি মিষ্টি সরলতা দুজনার চোখে মুখে
যেটা এখনকার যুগলরা হারিয়ে ফেলেছে প্রায়,
তোমাদের ভালোবাসায় আমার না পাওয়া যন্ত্রণা মুছে যাক♥️♥️
মন মুগ্ধকর ❤️ খুব দারুণ গাও তোমরা। অনেক ভালোবাসা আর অভিনন্দন তোমাদের।😇❤️
বাদ্যযন্ত্র এর ঝড়ে অরিজিনাল কন্ঠ শোনা যায়না।।আর এরকম বাদ্যযন্ত্র ছাড়া কন্ঠে নিজেকে তুলে আনা খুব কঠিন।। অসাধারণ।।
আর কিছু না, আমি এই চাহনির প্রেমে পড়ে গেছি ।
গান টা ও অসাধারণ ......❣❣
গানটা,এক প্রিয় জনের কাছে বসে শুনে ছিলাম,,,ভালো লাগলো খুব,,,নীল শাড়ী পড়া প্রিয় কেউ সাথে বসে গানটা শুনলে আরো ভালো লাগে,,,অসাধারন🥰🥰
আহ দাদা-দিদি, তোমাদের প্রেমেই পড়ে গেলাম ❤ ভালোবাসা নাও বাংলাদেশ থেকে। এত সুন্দর গেয়ে যাও আজীবন।
ভাইয়াটা বাংলাদেশের ই!
@@MrZorro-jj2jn tahole to besh ! dada didir samne bose kobe gaan shunte pabo tai vabcho
প্রতিদিন সকালে এই গানটা না শুনলে আমার মনে হয় আজকে দিনটা অপূর্ণ থেকে যাবে😢 মনে যে কতটা শান্তি পাই এই গানটা শুনে কাউকে বলে বোঝানো যাবে না ❤ পৃথিবী যত দিন থাকবে এই গানটিও ঠিক তত দিন থাকবে আমার বিশ্বাস 🌼
শান্তি তো এখানে আছে আহা মনটা পুরো ভরে গেলো গো 🔥🎵🎶🍀🌸🌼
এমন চাহনি, গানের সুর, প্রতিটা লাইন যেন হৃদয় ছুঁয়ে গেলো, এখানেই তো গানের সার্থকতা ভাই। অনেক ভালবাসা রইলো আপনাদের জন্য। মন খারাপের সময়ে যদি এমন কিছু পাওয়া যায় যেটা মনটা ভালো করে দিতে পারে তবে আমি সেটাই চাই। তাই আপনাদের আগামীর গান গুলোর জন্য অপেক্ষায় রইলাম। অনেক শুভ কামনা রইলো আপনাদের জন্য🥰🥰
তোমাদের দুজনকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নাই । 🥰
সত্যিই অসাধারণ 😊
শুধু সুন্দর বলবো না
স্নিগ্ধ সুন্দর তোমাদের গানের গলা।
আর যদি গানটি উপস্থাপনের বিশেষত্বের কথা বলি সেটা তোমাদের একে অপরের দিকে চাহুনি।মন কেড়েছে ❤️
এতো সুন্দর চাহনি, এতো স্নিগ্ধ!🥀
একরাশ স্নিগ্ধতা! এই স্নিগ্ধতায় 'এই মায়াবী চাঁদের রাতে' ফিরে আসুক দ্বৈত কন্ঠে..
অসম্ভব ভালোলাগার একটা গান !🖤 কিন্তু শুধুই তোমাদের কন্ঠে...
খুব অসাধারণ, দুজনের সাবলীলভাবে গান টি পরিবেশন অপূর্ব সুন্দর এবং খুবই ভালো অনুভব করেছি। এভাবে পছন্দের হৃদয় ছোঁয়া আরো অনেক গান নতুন হোক আর পুরনো দিনের হোক আমি ও আমরা শোনার প্রতীক্ষায় রইলাম ; শুভকামনা।।
She looks like heaven,so beautiful.
Currently in love with this (বিপ্লবী গান)❤
The performance of the golden era of music,,, such refreshing
সাধারণে অসাধারণ স্নিগ্ধতা ও গভীরতা ফুটিয়ে তোলা তোমাদের থেকে শেখা উচিত এই জেনারেশনকে ❤
অনেক মুগ্ধতা, অনেক ভালবাসা আছে দুজনের কন্ঠে,,দোয়া রইলো অনেক তোমাদের দুজনের জন্য
এমন একটা জেনেরেশন আশা করতে পারি। বাহ্ মনোমুগ্ধকর। ❤
একটাই শব্দ ..........অপূর্ব
চোখে চোখ রেখে ভালোবাসা আদান প্রদান.....❤️ কি অদ্ভুত একটা অনুভুতি !!! 🥰
The way they was looking at each other 🙈❤
Gaaan taaa nijer ajanteei thonter konee ak chiltee hasi ane dilo♥️
Gaaan taar singdhotaaa manush dutor sototaaa ke tule dhorchee....♥️
Pure joy!! Simple setting yet rich gayaki by the awesome duo. The endearing chemistry, the involvement to create magic - so infectious!❤
এই চাহনি বোঝায় চোখের দিকে চেয়ে থেকেই সারা জীবন পার করে দেওয়া সম্ভব❤❤
Man I wanna learn bengali now !
What a beautiful mind soothing language
❤
Sure
এত সুন্দর করে ও গান গাওয়া যায়!!!❤️❤️❤️❤️❤️
অনেক ধন্যবাদ আপনাদের এই ভাবে গান শোনানোর জন্য।
গত বুধবার রাত্রে হঠাৎ ই ইউটিউব সাজেস্ট করে একটা ভিডিও, তারপর থেকে প্রতিরাতে দিনের শেষের ক্লান্তি ঘোচানোর ওষুধ হিসাবে একটা করে গান শুনছি। সাবস্ক্রাইব না করে থাকা গেলনা ❤️❤️❤️❤️🔥🔥🔥
Tmdr gaan gulo te sotti e gaye kata ashe!
Ei vbei pasapasi gaan geyo sarajibon!
Akta onno rokom mughdhota pai tomader aksathe gaan korte dekhe sotti ❤️
Sotti tomader fan na hoye thakte parlm na ❤️ aj prothom tmdr gaan sunlm r akhn theke sudhu tmdr kei sunbo🌸🌼❤️
অসাধারণ একটি গান..
মন ও মস্তিষ্ক দুটোই যেন শান্ত হয়ে যায় এই গান শুনলে❤
Scintillating Performance. Hats off, guys!
আমার খুব প্রিয় একটা গান...
অসাধারণ গেয়েছেন....
❤️❤️❤️
Love how they breathe together❤
wow! fantastic! great! super!!!
very nice. SOOO NICE SINGERS. VERY GOOD.
কোথায় শান্তি পাবো
কোথায় গিয়ে?
বলো কোথায় গিয়ে?
❤️🤗
স্নিগ্ধতায় ভরা গানের সঙ্গে মুগ্ধতায় প্লাবিত পরিবেশনা হৃদয় টা শুধু স্পর্শ করেনি ভেতরের শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে....ভালো থাকবেন ❤️❤️❤️🌻🌻🌻🌻
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ beautiful vocal, thanx a lot both of you for giving us a uniqe smooth and beautiful songs , we want more
এই যে এক দৃষ্টে তাকানো দুজনের
সত্যিই মুগ্ধ আমি। ❤❤ ভালোবাসা নিও দাদা দিদি।
God bless you both you guys have huge potentiality
Sundor hoeche.ey ganta joto bari shuni mone hoy aro aro aro shuni. Mousumi bhowmik er golay vishoni valo lage. Tomader golayeo khub bhalo legeche