প্রবাসে পানির পোস্তর থেকেও দামে বেশি নিমপাতা.তবে দেশীরা আমরা দেশ থেকে সযত্নে তা নিয়ে আসি সারাবছরের

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 584

  • @ankitasaha2861
    @ankitasaha2861 10 місяців тому +138

    "ভালোবাসা গুলোকে কখোনো ছাড়তে নেই, শুধু একটু ব্যবস্থা করে নিতে হয়"
    এই লাইনটা মন ছুঁয়ে গেল♥

    • @BB-jz8eo
      @BB-jz8eo 10 місяців тому

      Ai lineta amar kije kaje dilo bolar baire.ami akta khub tension er moddhe chilam.akta proshner uttor khuje pacchilamna.didir video tar ai line ta Amar somosto didha dur kore dilo.didi thank you tumi aivabe guide korar janno.❤

    • @barsadutta4670
      @barsadutta4670 10 місяців тому

      ​@@BB-jz8eoAmio😊

    • @youreknowledge5132
      @youreknowledge5132 10 місяців тому

  • @nibeditasadhukhan3390
    @nibeditasadhukhan3390 10 місяців тому +48

    মহুয়াদি , দুপুরে শুয়ে শুয়ে তোমার ব্লগ দেখছি। তোমার ব্লগের background music টা এতো ভালো লাগে যে মনে হয় মনটা দূরে কোথাও ভেসে চলে যায়।উদাস হয়ে যায়। আর তোমার ব্লগগুলোর কথা তো বলার অপেক্ষা রাখে না। যতক্ষণ দেখি, তোমার কণ্ঠস্বর শুনি একটা ভালোলাগা আচ্ছন্ন হয়ে থাকে মন্ত্রমুগ্ধের মত শুনি। ভালো থেকো মহুয়াদি। দাদা, মেহা, রামা সবাই মেন ভালো থাকে।

  • @shampadas3985
    @shampadas3985 10 місяців тому +129

    " ভালোবাসা গুলোকে কখনো ছাড়তে নেই..শুধু একটু ব্যবস্থা করে নিতে হয় " লাইনটি দারুণ লাগলো..আমরাও এখন দেশে খুব নিম বেগুন খাচ্ছি গো..বাড়িতেই গাছ যে..তোমার নিম আলুমাখাটা ট্রাই করবো..💕💕

  • @debolinamondal7868
    @debolinamondal7868 10 місяців тому +16

    "ভালোবাসা গুলোকে কখনো ছাড়তে নেই শুধু একটু ব্যাবস্থা করে নিতে হয়" 🥹❤️... এই কথা টা সত্যি ভীষণ মনে লাগলো দিদি অনেক কিছু পুরোনো স্মৃতি মনে পরে গেলো... সত্যি ছাড়তে নেই 🥺🥺🥺🥹❤️❤️❤️❤️😊😊😊

  • @SandipDatta-b5g
    @SandipDatta-b5g 10 місяців тому +12

    আপনারা একে অপরের পরিপূরক। মূল্যবোধ, সহমর্মিতা এবং সহবৎ শিক্ষা প্রকৃতপক্ষে ভীষণভাবে আলোরিত করে। আমার ৬১ বছরের জীবনে মানিক বাবুর মতো উচ্চস্তরের মানুষ খুবই কম দেখেছি।ঈশ্বর আপনাদের ভালো রাখুক।

  • @susmitabiswas5283
    @susmitabiswas5283 10 місяців тому +10

    আপনার কথা গুলো মন ছুঁয়ে যায় দিদি। শুনতে শুনতে কেমন জানো কান্নার আগের মতন গলাটা হয়ে যায়।এই ভাবে কথা বলে অন্যের মন কে কোমল করে দিতে পারার ক্ষমতা টাও কজনের থাকে ?আপনার আছে।সামান্য একটা নিম পাতা আপনার কাছে কত মূল্যবান।সত্যি দিদি ভালো থাকুন।❤❤

  • @ShilpisWorld-zt4wk
    @ShilpisWorld-zt4wk 10 місяців тому +11

    Valobasa gulo chharte nei sudhu byabostha kore nite hoi .....ufff uffff kije valo bolle
    Aj jiboner onek boro akta advice pelam tomar theke ...
    Thank you so much ❤

  • @rjchanchalblog2716
    @rjchanchalblog2716 10 місяців тому +4

    🌹🌹দিদি অসুস্থ ছিলাম তোমার কথা শুনে সুস্থ হয়ে গেলাম ঈশ্বর প্রদত্ত তোমার বাণী অমিয় বাণী একটা মানুষ এত সুন্দর মধুমাখা কথা কিভাবে বলে নিশ্চয়ই এটা ঈশ্বর প্রদত্ত শ্রেষ্ঠ উপহার তোমার কন্ঠে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী ছোট ভাই চঞ্চল বাংলাদেশ থেকে বলছি, মহান প্রভু পরমেশ্বর সদর সর্বদা তোমার পরিবারকে হেফাজত করুক কল্যাণ করুক অনেক অনেক ভালো থেকো দিদি অসুস্থতার মাঝে সুস্থতার বাণী তোমার কথাগুলো যেন প্রাণ প্রাণ ফিরে পেলাম ❤❤ইউটিউব টিভিতে লাগানো আছে সবাই মিলে টিভির বড় স্ক্রিনে দেখলাম তোমার ভিডিও প্রতিনিয়তই তোমাদের ভিডিওগুলো আমরা দেখি ফ্যামিলির সবাই একসঙ্গে বসে সকালে কিংবা বিকেলে নাস্তার আড্ডায় সব সময় ভালো থেকো কল্যাণ হোক তোমার প্রতিটা পথে চলা ❤❤ বিশেষ রিকোয়েস্ট দিদি কোন এক ভিডিওতে আমার নামটা তুমি নিও যে আমার এক ছোট ভাই চঞ্চল বাংলাদেশ থেকে- শুনে হয়তো নিজেকে অনেক অনেক হ্যাপি মনে করব সমস্ত পৃথিবীর হ্যাপি মানুষের মাঝে হয়তো আমিও একজন হ্যাপি মানুষ হবো আমার নামটি যদি তোমার মুখে নাও একবার, সেই আশায় রইলাম দিদি ❤❤

  • @happysong740
    @happysong740 9 місяців тому +1

    ভালো লেগেছে দিদি❤

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 10 місяців тому

    তোমার ব্লগ তো সব সময়ই প্রিয় আমার কাছে। আমি ও জানো নিমপাতা খেতে ভালোবাসি না। বড্ড তেতো। ভালো লাগলো আজকের ব্লগ টা। তোমরা ও ভালো থেকো আর সুস্থ থেকো ।

  • @sudiptohalder-ty6ch
    @sudiptohalder-ty6ch 10 місяців тому +2

    তুমি যে নিম পাতা এতো সুন্দর করে মেখে খাচ্ছ সত্যিকারের খুব ভালো লাগল তবে আমাদের বাড়িতে হয় যাই হোক করে খাই খুব তিতো

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 10 місяців тому +2

    চায়ে পে চর্চার মত তোমার নিমপাতায় চর্চা দারুণ লাগল, আমরাও এখন খুব নিমপাতা খাই কারন "বসন্ত এসে গেছে", ভাল থেকো ❤❤❤❤❤

  • @sukla1322
    @sukla1322 10 місяців тому +2

    Vediota dekhe Khub Valo laglo.

  • @aditibiswas2464
    @aditibiswas2464 10 місяців тому

    আমার বাবা তো ভীষন ভালোবাসে নিমপাতা খেতে। কিন্তু আমি তো একদমই খেতে খেতে পারিনা এতো তেতো🥴
    আমার মা-বাবা জোর করে খেতে কিন্তু তবুও খাইনা। মেহার মতোই অবস্থা আমার। রামা ভালো হয়ে গেছে শুনে মনটা ভালো হয়ে গেল ❤❤❤
    সত্যিই ভালোবাসা গুলোকে ছাড়তে নেই। কী ভালো বললে গো❤️🫂🫠

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 10 місяців тому +1

    Tomar valobasa......nite hoy,ai kothata bes mon chhue gelo,valo laglo.. rama valo achhe sune khub valo laglo..jak tomra sobai valo theko..valo laglo vlogta ❤❤

  • @somachakraborty6552
    @somachakraborty6552 10 місяців тому +1

    Khub bhalo laglo nutun vlog.....nim patar proti tomar ato bhalobasa dekhe khub bhalo laglo...satti choto belai jegulo khete ekdom bhalo lagto na akhon ei bayese ese segulor proti bhalobasa onek bere jai ..jai hok bhalo theko sustho theko tomra sakole ❤❤

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 10 місяців тому +2

    তোমার নিম আলু ভাতে মাখা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। আমরা এখানেও এখন প্রায়ই এটা খাচ্ছি। খুবই ভালো লাগে। তোমার ভিডিও দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না।😊

  • @sovaranimodak2099
    @sovaranimodak2099 10 місяців тому +1

    দিদি জানেন, আমাদের ঘরের লাগোয়া নিমগাছটায় এইসময় কচি কচি পাতা হয়েছে, ছাদ থেকেই পাড়া যায়, মা নিয়ে এসে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজে, গরম ভাতের সঙ্গে উফ্ কি যে ভালো লাগে, আহ্ কি তৃপ্তি, শান্তি। আমাদের বাড়ির সবার প্রিয় খাবার এটা❤
    আপনি যেভাবে আলু দিয়ে মাখা দেখালেন, এটাও ট্রাই করবো, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে😍👍

  • @bithikachatterjee7031
    @bithikachatterjee7031 10 місяців тому +3

    খুব সুন্দর কথা। ভালোবাসা গুলো ছাড়তে নেই। খুব ভাল থাকবেন।

  • @simaghosh3121
    @simaghosh3121 10 місяців тому +2

    আমি ছোট ছোট আলু চাকা চাকা করে কেটে তেলে ভেজে শুকনো নিমপাতা দিয়ে নামিয়ে নি ভালো লাগে কিন্তু দিদি তোমার আলু মাখিয়ে নিমপাতা খাওয়া প্রসেসটাও খুব ভালো লাগলো আমি ও চেষ্টা করবো।

  • @munmunchakraborty9683
    @munmunchakraborty9683 10 місяців тому +14

    আহা কি সুন্দর কথা..... ভালোবাসাগুলোকে কখনও ছাড়তে নেই, শুধু একটু ব্যবস্থা করে নিতে হয়..... অসাধারণ 😊

    • @ananyager3173
      @ananyager3173 10 місяців тому

      .7fv ...
      . .

      ..
      .
      .
      .
      .
      .
      .


      Jg
      .9v
      09 .
      0 v9
      9
      0 v
      9 9 9
      . . 9
      V

      B
      V. V.V9v 0
      F
      0
      09
      V
      90v
      V

      9. . . .
      V . V 9v
      V
      V .
      0.
      9 ..
      .vvv9
      . 0
      V..9
      V9
      .9f .0. 9
      V 90
      9
      9
      V9
      0 .
      9v
      9
      V 9

    • @ananyager3173
      @ananyager3173 10 місяців тому

      9.
      09 .

    • @ananyager3173
      @ananyager3173 10 місяців тому

      Nbb9v.vv
      V9

  • @rimpascreation5471
    @rimpascreation5471 10 місяців тому +1

    "ভালোবাসা গুলোকে কখনো ছাড়তে নেই শুধু একটু ব্যাবস্থা করে নিতে হয়"
    কথাটি খুব মনে ধরলো ❤️✨

  • @archanamukherjee7743
    @archanamukherjee7743 10 місяців тому +2

    খুবই ভালো লাগলো ভিডিওটি রান্না গুলো দারুণ পারিবারিক গল্প অ তুলনীয় ভালো থেকো ভগবান তোমাদের মংগল করুন ।নিমপাতার রেসিপিটা দারুণ ।নিম আলু মাখা আমার প্রতিদিনের খাবার।তবে নিমপাতার দাম শুনে অবাক হয়ে গেলাম।এখানে 4টাকা 5 টাকা করে আঁটি ।যাক খুব উপকারী ।হরেকৃষ্ণ

  • @rinkubhowmick815
    @rinkubhowmick815 10 місяців тому +2

    সত্যি নিমপাতা রান্নার গন্ধ টা দারুন লাগে, খুবভালো লাগলো ভিডিও টা দিদি নেক্সট ভিডিও ওর জন্য অপেক্ষায় রইলাম ❤

  • @rakhipaul3113
    @rakhipaul3113 10 місяців тому +3

    Ki asadharon akta kotha bolle tumi valobasa guli ke kokon charte nei sudhu aktu bebostha kore nite hoy 🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @piyalidey1389
    @piyalidey1389 10 місяців тому +4

    ভালোবাসা গুলোকে ছাড়তে নেই ব্যবস্থা করে নিতে হয়।। সত্যি দারুন কথা।তুমি কত দূরে তবুও কাছে ❤

  • @ooohhhpartypartyyeahh6753
    @ooohhhpartypartyyeahh6753 10 місяців тому +2

    জানেন মাসিমণি আমার মা আপনার ব্লগ দেখেন , একদিনের জন্যও বাদ যায় না। ওনার কাছেই জেনেছিলাম আপনার সম্পর্কে । তারপর থেকেই আমিও আপনার চ্যানেলের সদস্য। খুব ভাল লাগে আপনার চিন্তাধারা । আমার বাড়িও মেদিনীপুর। যদি কখনও সুযোগ আসে আপনার সাথে দেখা করব । অনেক শুভকামনা আপনার পরিবারের জন্য। রামা আর মেহাকে অনেক ভালবাসা ❤।

  • @blueangle4777
    @blueangle4777 10 місяців тому

    Thank you so much .
    Amr didima sasuri er jnno eta khub dorkar cilo

  • @kabitakarmakar231
    @kabitakarmakar231 10 місяців тому +1

    তোমার কথা গুলো শুনলেই মনটা ভরে যায়❤

  • @MR.Sounak444
    @MR.Sounak444 10 місяців тому

    দিদি তোমার সাধারণ কথাগুলোই তোমাকে অসাধারণ করে তোলে। 😊😊

  • @TinaDas-je2kb
    @TinaDas-je2kb 10 місяців тому +2

    দিদি তোমার কথা গুলো অসাধারণ । শুনলে মনটা ভরে যায়।

  • @sutapaparial4304
    @sutapaparial4304 10 місяців тому +1

    ভীষন সুন্দর হয়েছে ভিডিও টা,আমার তো খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমিও নিম পাতা ঐ ভাবে রেখে দি শুকিয়ে , রামার মুখটা খুব মিষ্টি, ভালো থেকো তোমরা ❤❤❤❤

  • @purbaspalette5087
    @purbaspalette5087 10 місяців тому

    দিদি গো আমার মেয়ের এক অবস্থা ছিল কিছুদিন আগে জর টা 7দিন ছিল ।। ভয়ের ব্যাপার কি জানো মেয়ের খিঁচুনির সমস্যা আছে জর আসলেই এটা হওয়ার সম্ভবনা থাকে কি যে দিন গেছে ভগবান এর ইচ্ছাতে অমন কিছু হয়নি কিন্তু 7দিন ভুগেছে রাতে এমন কোলে নিয়ে বসে থাকতাম😢😢তোমার পরিস্থিতি টা খুব ভালো করে বুঝতে পারছি কৃশু যেনো সুস্থ হয়ে যায় 🙏
    জয় বড় মা ❤

  • @SimakiWorld
    @SimakiWorld 10 місяців тому +1

    সত্যিই তোমার কথা মন ছুঁয়ে যায়,,খুব ভালো লাগলো vlog ❤❤❤ 12:01

  • @হুমায়রাওমর
    @হুমায়রাওমর 10 місяців тому +1

    আমি বাংলাদেশ থেকে দেখছি আগে কখনো কমেন্ট করি নি এটা পাস্ট টাইম কিন্তু আপনার সব গুলা ভিডিও দেখছি। রামা আর মেহা কে কিভাবে বড় করেছেন আমাদের দেশে তো দেখি ছোট থেকে এ বাবা মায়ের কথা শুনে না সারা খন মুবাইল নিয়ে থাকে মোবাইল হাত থেকে নিলে কান্না করে। আমার বাচ্চা নাই তাই জানি না ৫ বছর হইছে বিয়ের কিন্তু বাচ্চা হয় নি দোয়া করবেন আমার জন্য

  • @pikuofficial993
    @pikuofficial993 10 місяців тому +3

    রামা সুস্থ হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো ❤❤❤❤

  • @ivysaha8229
    @ivysaha8229 10 місяців тому +2

    দিদি ভাই তোমারা সবাই কেমন আছো।গতকাল আমার ছেলের result বেড়িয়েছে,তোমাদের আশীর্বাদে ভালো হয়েছে। আমরা সবাই এখন এক পরিবারের মানুষ তাই আমার আনন্দটা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম।

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 10 місяців тому +3

    ব্লগ টা খুব ভালো লাগলো,আজকে আমরাও নিম বেগুন খেয়েছি।

  • @jhumahalder5632
    @jhumahalder5632 10 місяців тому +6

    সত্যিই তাই ভালোবাসা গুলোকে কখোনো ছারতে নেই, শুধু একটু ব্যবস্থা করে নিতে হয়। দারুন বলেছো দিদি। ভালো লাগলো। ভালো থেকো সবাই।

  • @sankardas7534
    @sankardas7534 10 місяців тому

    দিদি শুরু থেকে তোমার ভিডিও দেখছি।তোমার ভিডিও খুব ভালো লাগে।আর হ্যা এবার দেশে এলে কিনতু মিট আপ চাই।ভালো থেকো সবাই

  • @chmitra69
    @chmitra69 10 місяців тому +3

    আমাদের এখানেও 10 টাকা করে আটি ,নিমপাতা আমার পরিবারের মানুষও খুব পছন্দের , রামা ভালো আছে শুনে মনটা ভালো হয়ে গেলো❤️

  • @rebabiswas6852
    @rebabiswas6852 10 місяців тому +5

    দিদি তোমার পাতার গল্প ভালো লাগলো,আমিও পাতা ধুয়ে ফ্রিজে রেখে সারা বছরের জন্য,আমার ভীষন ভালো লাগে,তোমার নাম আলু মাখাটা করবো,রামা বাবা ভালো আছে দেখে খুব ভালো লাগলো,তোমার বাগান তার কি খবর ,অনেক দিন দেখিনি,খুব ভালো থেকো সবাই

  • @pujachandra473
    @pujachandra473 10 місяців тому +1

    দিদিভাই তোমার নিম পাতা দিয়ে আলু মাখা খুব ভাল লাগল ❤❤❤❤ আর আমাদের এখানে কত মানুষ খায় না

  • @MahuaRoy-qm8yx
    @MahuaRoy-qm8yx 10 місяців тому

    খুব ভাল লাগল বলগটি।❤

  • @ARITRAPODDAR-gd7fr
    @ARITRAPODDAR-gd7fr 10 місяців тому +2

    Khub bhalo laglo nimpata aaloo makha dekhe 😊

  • @shyamolidutta4704
    @shyamolidutta4704 10 місяців тому +6

    দিদি তোমার প্রতিটি কাজ আমি খুব মন দিয়ে দেখি আর সেগুলোকে নকল করার চেষ্টা করি। ভীষণ যত্নের সঙ্গে তুমি সংসারের সব কাজগুলো করো। আমার ভীষণ ভালো লাগে।❤

  • @donagoswami1192
    @donagoswami1192 10 місяців тому +1

    দারুন হয়েছে তোমার নিম আর আলু মাখা❤ তোমরা ও সবাই ভাল থেকো 😊

  • @pritharoychowdhury3266
    @pritharoychowdhury3266 10 місяців тому +1

    দিদি তুমি গরম জল এ আদা, গোলমরিচ গুঁড়ো, ফুটিয়ে মধু মিশিয়ে খাওয়াতে পারো। তালমিছড়ি দিতে পারলে আরও ভালো। কাশির khub উপকার। আমার ৫ বছরের মেয়ে কে করে দি। খুব কাজ দেয়

  • @nandinidas9877
    @nandinidas9877 10 місяців тому +2

    মামাকে সুস্থ দেখে খুবই ভালো লাগলো।❤❤

  • @snigdhadas3259
    @snigdhadas3259 10 місяців тому

    Eto sohoj vabe etto dami dami kotha gulo bolen ki kore ! "Valobasa k kokhono chartey nae,ektu bebostha kore nitey hoy "khub mon chuye gelo kotha ta

  • @Kroy935
    @Kroy935 10 місяців тому +1

    Ufffff....etodiner madhye today's video is the best .... শুধু তোমার বলার গুণ এ.....

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 10 місяців тому

    Darun laglo blog ta👌👌

  • @moubaniksengupta682
    @moubaniksengupta682 10 місяців тому +2

    Khb vlo laglo dekhey... Tmr opekhaii thaki dibhai... NimAlu makhata ami khetam Maa kre diten...tobe ajj dekhe abaro khete mon chilo❤❤

  • @piyalimajumder111
    @piyalimajumder111 10 місяців тому +3

    দারুন লাগলো 😊 ছোটো বেলায় আমিও তেতো খেতে পছন্দ করতাম না কিন্তু এখন ভালই লাগে 😊 সময় এর সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়,ভালো থাকবেন দিদিভাই 😊মেহা আর রামা কে অনেক ভালোবাসা ❤

  • @sushmitamondal4397
    @sushmitamondal4397 10 місяців тому

    Video টা দেখে খুব ভাল লাগল 😊

  • @chaitalipaul7641
    @chaitalipaul7641 10 місяців тому

    এতো সুন্দর করে তুমি কথা গুলো বলো ভালো লাগে শুনতে🙏🙏 আমাদের রামাবুড়ো কেমন আছে?❤❤ তোমরা কি এবার India আসছো summer vacation জানাবে ভালো থেকো তোমরা সবাই ❤️❤️😀

  • @piyalipaul5917
    @piyalipaul5917 10 місяців тому

    দারুণ বললে দিদি কথা টা❤❤❤❤❤

  • @mamonirrupkotha1003
    @mamonirrupkotha1003 10 місяців тому +4

    তোমার নিম পাতা আলু দিয়ে মাখাটা বেশ ভালো লাগলো গো।আমি ও ছোটো বেলায় একদম নম পাতা খেতাম না।এখন বেশ ভালো লাগে ।জানোতো আমি ছাদে টবে একটা নিম গাছ বসিয়েছি।খুব বেশী নিম পাতা হয় না অল্প অল্প হচ্ছে ।খুব ভালো থেকো তোমার পরিবার কে নিয়ে।❤❤❤❤❤❤❤

  • @anannyadas9168
    @anannyadas9168 10 місяців тому +2

    দিদি মোবাইল খুলে আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না । প্রতিদিন যদি একটা করে ভিডিও দেন তাহলে খুব ভালো লাগবে। ❤ ধন্যবাদ

  • @riyachakraborty2556
    @riyachakraborty2556 10 місяців тому +1

    দিদি নিম পাতা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে ব্লকটা খুব সুন্দর হয়েছে

  • @asurakhatun3657
    @asurakhatun3657 10 місяців тому +1

    Didi alu Dia neem pata vorta korly r amra gorom vat dia neem pata vorta kory khai khub valo lagy.Akbar vater saty kory khao valo lagby.

  • @suravikhuti9654
    @suravikhuti9654 10 місяців тому +1

    দিদি আমাদের এখানে তো ভোটের দিন ঘোষণা হয়ে গেলো। তোমরা কি ভাবে ভোটে অংশ গ্রহণ কর আর ওই দেশের ভোটের প্রক্রিয়া কেমন কি ভাবে হয় জানিও।খুব জানতে ইচ্ছা করছে।।ভালো থেকো ❤

  • @debjaniporel4626
    @debjaniporel4626 10 місяців тому +2

    হায়রে দিদি আমিতো দুদিন আগেই মেয়ের বাড়িতে ব্যালকনি থেকে হাত বাড়িয়ে নিম গাছ থেকে কতো কচিপাতা তুলে আনলাম, পনেরো দিন ধরে ফ্রীজে রেখে খেলাম,
    আজ আবার উনি বাজার থেকে দুআঠি কিনে এনেছেন

  • @TamalisaChakrabartty
    @TamalisaChakrabartty 10 місяців тому +1

    ইন্ডিয়া তে এখন 10 টাকায় 3 আঁটি নিমপাতা পাওয়া যাচ্ছে দিদি।।।সত্যি কত দাম।।তবু বছরের স্বাদ।।

  • @FarzanaEva-ct6qt
    @FarzanaEva-ct6qt 10 місяців тому +1

    অনেক ভালো লাগলো vlog টা দেখে।❤

    • @anshikajahan2269
      @anshikajahan2269 10 місяців тому

      ফেসবুক আইডি কি হয়েছে দিদির

    • @FarzanaEva-ct6qt
      @FarzanaEva-ct6qt 10 місяців тому

      কার FB id 😮

  • @debojyotimukherjee3801
    @debojyotimukherjee3801 10 місяців тому

    খুব ভালো লাগলো ❤❤❤❤

  • @sonalichatterjee1843
    @sonalichatterjee1843 10 місяців тому +4

    সত্যি বলেছো নিম পাতা বেগুন দিয়ে ভাজা হোক বা আলু ভাতে দিয়ে মাখা বা নিমের ঝোল........নাম শুনলেই জিভে জল এসে যায়😋😋😋😋😋তোমার নিম পাতা মাখা দেখে দুবার ঢোক গিললাম.....একটু ফেলে দিয়ে খেয়ো😄😄😄কি সুন্দর লাগছে গাছ গুলো👌👌👌👌 খুব ভালো থেকো সকলে ❤❤❤❤

  • @tapatisarkarcrystaljubleem1778
    @tapatisarkarcrystaljubleem1778 10 місяців тому

    Khub valo laglo video ta.tumi kato sundar kore Ghar samlao etai amar khub khub bhalo lage keu jodi kichui na Jane tomar video dekhe anek kichu shikhe jabe Ami nijei anek kichu shikhechi tomar kach theke j family k kato sandar bhabe rakha jay
    Thank you so much ❤

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 10 місяців тому

    সত্যিই তোমার কথাটা এত সুন্দর ভালোবাসাকে কখনো ছাড়তে নেই,, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো❤❤

  • @mousumiadhikary5984
    @mousumiadhikary5984 10 місяців тому +1

    নমস্কার দিদিভাই ।আমদের বাড়িতে কেউ বিট গাজর খেতে চায় না যদি আপনার রেসিপি টা একটু শেয়ার করে 😊তাহলে আমিও বাড়িতে বানাবো

  • @SubhodipPathak
    @SubhodipPathak 7 місяців тому

    Didi tumi khub sundor ranna Koro Amar khub valo lage.

  • @DolonscraftsGallery
    @DolonscraftsGallery 10 місяців тому +1

    Didi ami roj tomar video dekhi ami ekhon pregnant saradin tmr ei video amr mon vlo kore dei...Ami anek hand made products banai jegulo tmdr mto jara bidese thake deser jinis chai ami baniye di kichu lagle abosoi blbe.... Dolon's craft gallery

  • @aggaming3695
    @aggaming3695 10 місяців тому +2

    মহুয়া দি তোমার ভিডিও না দেখলে মনে হয় কি যেনো দেখিনি।খুব খারাপ লাগে। তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। ❤❤❤❤

  • @sakshibose4840
    @sakshibose4840 10 місяців тому +2

    দিদি ভাই আমিও নিমপাতা খেতে খুব ভালোবাসি ❤❤

  • @RinkuBhaskar-p1c
    @RinkuBhaskar-p1c 10 місяців тому

    দিদি ভাই তোমার নিম আলু মাখা দেখতে দারুন লাগলো

  • @ondormahal2024
    @ondormahal2024 10 місяців тому

    মন ভালো করা video...

  • @susadukhabar293
    @susadukhabar293 10 місяців тому +2

    Janoto didi Amaro nim pata khub priyo akta Khabar r tomar aloo nim pata makha dekhe amar jive jol chole aslo.

  • @RinkiSardar-bc5vv
    @RinkiSardar-bc5vv 10 місяців тому

    Khub bhalo laglo 👌♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @DulalChBasak
    @DulalChBasak 10 місяців тому +2

    তোমার সব কিছু র আলাদা বিশেষত্ব আছে।

  • @shrabanibhattacharjee9467
    @shrabanibhattacharjee9467 10 місяців тому +5

    তোমার সংলাপে রোজ মুগ্ধ হই ❤❤

  • @sharmintania4401
    @sharmintania4401 10 місяців тому

    Didi Tumi khub e optimistic.thik bole so valobashar kisu Sarte nei, Tomer Baki gulo share er ashai roilam.

  • @pradipbasu6449
    @pradipbasu6449 10 місяців тому

    দিদি tab e screen guard লাগানোর সময় সব সময় যে কোনো একদিকে ওপরে/নীচে আগে বসিয়ে একটা কাপড় দিয়ে মুছে মুছে বিপরীত দিকে নিয়ে গেলেই সব ঠিক হয়ে বসে যাবে, কোনো bubbles আর থাকবে না

  • @vocalistmadhumita755
    @vocalistmadhumita755 10 місяців тому

    Khub sundor lage tomar katha gulo ❤

  • @pankajkumarganguly5257
    @pankajkumarganguly5257 10 місяців тому +1

    খুব ভালো লাগলো। বাড়িতে বাংলা তে বাচ্চারা কথা বলতে পারে?

  • @sipraparuadas3800
    @sipraparuadas3800 10 місяців тому +29

    বিদেশে নিম পাতা পাওয়া যায় না তারপরেও নিম পাঠাতে গুনাগুন নিয়ে তুমি কত সচেতন, আর এই দিকে দেখো দেশে আনাচে কানাচে নিম পাতা থাকার সত্ত্বেও কোনো দিন খাইনা। তবে এবার থেকে খাবো। তোমার জন্য ❤️❤️❤️❤️

  • @sahelisamaddar955
    @sahelisamaddar955 10 місяців тому

    মহুয়া দি তোমার ঠিকানা টা পাঠিয়ে দিও আমাদের বাড়িতে নিম গাছ আছে আমি ছাড়া কেউ খায় না তোমায় পাঠিয়ে দেবো। আলুভাতে দিয়ে নিমপাতা ভাজা just asm❤️❤️

  • @ShrutiChakraborty-h9m
    @ShrutiChakraborty-h9m 10 місяців тому +3

    অনেক ধন্যবাদ দিদি অনেক কিছু জানতে এবং শিখতে পারি তোমার থেকে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moumitabakshi7283
    @moumitabakshi7283 10 місяців тому +3

    তোমার কথা গুলো খুব মনে ধরে, 'ভালোবাসা কখনও ছাড়তে নেই শুধু একটু ব্যবস্থা করে নিতে হয়'💝

  • @Chandrani-ft4yw
    @Chandrani-ft4yw 10 місяців тому +3

    খুব সুন্দর লাগলো আজকের ব্লগ টা 😊❤

  • @nabanitasinha2594
    @nabanitasinha2594 10 місяців тому +2

    বসন্তের কচি কচি লাল লাল নিমপাতা রোদে শুকনো করে নিয়ে আসবে,, ওটি বেশি তেতো হয় না মেহু, রামু খেতে পারবে। মাকে বলে রেখো উনি শুকিয়ে রাখবেন,, পাঁচ টাকা করে আঁটি,,কুড়ি আঁটি আমি কিনে সারা বছর খাই।

  • @devpriyakirtania2778
    @devpriyakirtania2778 10 місяців тому +6

    " ভালবাসা গুলোকে কখনো ছাড়তে নেই , শুধু একটু ব্যাবস্থা করে নিতে হয় " শুনে গায়ে কাঁটা দিয়ে গেলো গো♥️🖤 সত্যি প্রথম পাতে এটা ভীষণ পছন্দের আমার😃 তবে নিম বেগুন ও মন্দ লাগে না । এই নিম পাতার সাথে তোমার বাবার ভালবাসা টাও জড়িয়ে আছে গো 😍🖤

  • @champam7779
    @champam7779 10 місяців тому

    খুব ভাল লাগল। ❤

  • @ashalatadey951
    @ashalatadey951 10 місяців тому

    Darun laglo tomar vlog ta.

  • @kidieFoodie
    @kidieFoodie 10 місяців тому +2

    একদম মনের কথা বললে।।। ভালোবাসা গুলোকে ছারতে নেই ।শুধু তার ব্যবস্থা করতে হয়।।
    নিজের অনেক চাওয়া পাওয়া গুলোকে বিসর্জন না দিয়ে ।।। অল্প অল্প করে হলেও নিজের জন্য সময় বের করা উচিত

  • @anilabhaganguly3512
    @anilabhaganguly3512 10 місяців тому +1

    আজ আমার খুব ভালো লাগলো, আজ আমি অনেক আগে দেখলাম তোমার ভিডিও

  • @tumpa6297
    @tumpa6297 10 місяців тому +1

    Nim begun, nim sheem, nim alu sob e vaja kheyechhi..😍😊😋
    ei recipe ti amar kachhe notun😍
    kalke sunday tai kalke ei recipe ti try korbo😍😍😍

  • @ankitabanerjee2645
    @ankitabanerjee2645 10 місяців тому +3

    Ki valo ekta kotha sikhlam ভালোবাসা কে কখন ও ছাড়তে নেই, শুধু একটু ব্যবস্থা করে নিতে হয়।

  • @youreknowledge5132
    @youreknowledge5132 10 місяців тому

    6:16
    💓💓💓💞💞💞💝💝💝
    Sara jibon mona thak ba aii line taa

  • @prokritiosur3336
    @prokritiosur3336 10 місяців тому +2

    সত্যি নিমপাতার স্বাদ অসাধারণ

  • @ranjitjana2816
    @ranjitjana2816 10 місяців тому +1

    খুব ভালো লাগলো দিদি ভাই ❤❤❤