Nitai Chander Bazare (নিতাই চান্দের বাজারে)|| Bangla Folk Song|| Animes Roy|| Coverd

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @pranabadhikari8911
    @pranabadhikari8911 3 роки тому +292

    তোমরা দুজনই আমার ছেলের মত। আমি একজন ক্যান্সার রোগী। গান শুনতে ছোট থেকেই ভালোবাসি।কিছুদিন একটা অর্কেস্ট্রা দল এর সাথে ছিলাম সেটা 50 বছর আগে। এখনও গান শুনি সবরকম।কিন্তু লোকগীতি ভালোবাসি বলে প্রচুর শিল্পীর গলায় একই গান শুনি।কাওকে ছোট না করেই বলছি তোমার গলায় গাওয়া নিতাই চাঁদ এর বাজারে গান এর কাছাকাছি কাওকেই পাইণা।মনসুরফকির এর হাততালি দিয়ে বাজান এই গানটা আসবে। তোমার বাড়ি কোথায় আমায় জানিও।ছোটথেকে গান শিখে নিশ্চয়ই গাওনা ? তবে এই ভাবে গান গাইতে পারতে না বলেই মনেহয়।ঐ ছেলের নামটা জানিও আর একটু হাসিমুখে ডুবকি বাজাতে বোলো।খুব ভাল বাজায়। আশীর্বাদ রইল।

    • @TarekAhmed-fj1kh
      @TarekAhmed-fj1kh 3 роки тому +41

      স্যার,উনি অনিমেষ দাদা।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীতের উপর অনার্স-মাস্টার্স করা।

    • @halderrathin4951
      @halderrathin4951 2 роки тому +20

      সেই সাথে আরো একটু উল্লেখ করি -
      অনিমেষ দাদার বাড়ী বাংলাদেশের ময়মনসিংহে।

    • @rintughosh6699
      @rintughosh6699 Рік тому +11

      Pranab Adhikari , jethu sob smy songe achi . Prarthona kori druto sustho hoye utben . ❤️❤️

    • @SaikatKumar-f3w
      @SaikatKumar-f3w Рік тому +13

      আমি দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন

    • @nayandasnirob890
      @nayandasnirob890 Рік тому +6

      Vogoban er kasa prathona kori, apni Jano duruto susto Hoya amadrr Maja ro onk din thakta paran

  • @mithel82
    @mithel82 2 роки тому +23

    Coke studio কে আলাদা করে ধন্যবাদ দেয়া লাগে, আর নাহলে ভাই তোমার মতো একজন গায়কের গানের সাথে পরিচয় হতো না হয়তো। অনেক শুভকামনা রইলো ভাই।

    • @AnimesRoy
      @AnimesRoy  2 роки тому

      ♥️♥️♥️🙏🙏🙏🙏

    • @shakinahmed9065
      @shakinahmed9065 2 роки тому

      Coke studio te asa age thikai chini onare ami 😍😍😍

    • @FayzurAlmas
      @FayzurAlmas 2 роки тому

      coke studio এর আগে থেকেই আমি একে চিনি, আর অনিমেষ এর মত একটা বোম কোক স্টুডিও না থাকলেও একদিন নিজেই নিজ থেকে বিষ্ফোরিত হত বলে আমি বিশ্বাস করি

  • @piezero_567
    @piezero_567 Рік тому +12

    পশ্চিমবাংলা থেকে অনেক শুভেচ্ছা..... হয়তো আমরা রাজনৈতিক ভাবে আলাদা, তবে মন থেকে তো আর মূলকে মুছে ফেলা যায় না... আমাদের একটাই পরিচয়.. আমরা সবাই বাঙালি.... সে এপার বাংলাই হোক কিংবা ওপার বাংলা হোক।

  • @jeetray11
    @jeetray11 2 роки тому +26

    I am here also after Nasek Nasek. What a voice!

  • @commercialshanto1195
    @commercialshanto1195 2 роки тому +5

    একসময় এই অনিমেষ বাংলা লোক সংগীতের একটা ব্রান্ড হয়ে দাঁড়াবে।ছেলেটার গলায় দরদ আছে। যেটা আমাদের বাংলার গানের সাথে মিশে একাকার হয়ে যায়।অস্থির।এগিয়ে যাও ভাইয়া।

    • @khokonporaan
      @khokonporaan 2 роки тому

      ভালো লাগে কিন্তু আপনি দিপ্র ও দূর্জয়ের গান গুলো শুনিয়েন ভালো লাগবে

  • @panthergigs788
    @panthergigs788 3 роки тому +7

    মনসুর ফকিরের পর এটা দ্বিতীয় অবস্থানে রাখা যায়।
    খুব সুন্দর হয়েছে ভাই।।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      🙏🙏🙏💙💙💙

  • @majolicadas8315
    @majolicadas8315 2 роки тому +8

    After nasek nasek bhaii ki gola apnar addiction chole elo ❤️❤️love from Kolkata

  • @russellmasud
    @russellmasud 2 роки тому +7

    What a voice! It seems to me that a new folk king has arrived in Bengal. I am late to hear you dear. Nasek Nasek was the first one. Then I searched and found 'O my god'!

  • @anamikamazumder7607
    @anamikamazumder7607 4 роки тому +384

    খুব সুন্দর। প্রতিদিন পাঁচবারের‌ও বেশি শুনি। তাও মনে হয় আরও শুনি আরও শুনি। ❤️❤️

    • @ShakilImageryIT
      @ShakilImageryIT 3 роки тому +4

      The same!

    • @Engr.Md.Nazrulsilam
      @Engr.Md.Nazrulsilam 3 роки тому +6

      ami o onek suni ganta,,ei vaiyar moto r keo,, eto sundor dhong e gaite pare nai

    • @অন্ধকারেরবোকা
      @অন্ধকারেরবোকা 3 роки тому +3

      এ যুগে এক মনের মানুষ হয় না

    • @hretcmedia1273
      @hretcmedia1273 3 роки тому +3

      হুমম অসাধারণ গেয়েছে

    • @rathinhalder3331
      @rathinhalder3331 3 роки тому +3

      খুঁজে বের করে আবার শুনতে এলাম‌ ও শুনলাম 🎵🎶
      রয় যে এই গানের গায়কির মাঝে কি ঢুকিয়েছে, লুকিয়েছে তাই খুঁজছি কেবল!!
      ভালো থাকুক দাদাভাই টা আমাদের 💐♥️❤️

  • @FazlurRahaman-h4i
    @FazlurRahaman-h4i 3 роки тому +7

    তুমি গান করো না ভাই যেন ঈশ্বরের সাধনা করো। প্রতিটি গান যতই শুনি না কেন আবারও শুনতে ইচ্ছে করে। জাদু আছে ভাই তোমার গলায় ও হাতে। আশা করি একদিন তুমি জগৎ বিখ্যাত হবে। অনেক ভালোবাসা ভাই❤️❤️❤️❤️

    • @AnimesRoy
      @AnimesRoy  2 роки тому

      ♥️♥️🙏🙏🙏🙏

  • @imranimu4214
    @imranimu4214 3 роки тому +6

    একদিন ফেসবুকে আপনার গান শুনে আপনার আরো অনেকগুলো গান শুনিয়ে নিজের কানের আর মনের তৃষ্ণা মিটিয়ে সেদিন এর মতন ঘুমিয়ে পড়লাম। কিছুদিন পর আবার কঠিন তৃষ্ণায় আপনাকে শতভাবে খোজাখুজির পরেও আর পেলাম না! আপনার নাম ভুলে গিয়েছিলাম। আজকে UA-cam recommendation এ আপনাকে দেখতে পেরে যেন মনের এক অংশের প্রাণ ফিরে পেলাম! আপনার জন্যে অনেক শুভকামনা! গান শুনিয়ে আমাদের বাঁচিয়ে রাখুন দাদা

  • @zami0000
    @zami0000 3 роки тому +11

    আহা কি মধুর - আমাদের বাজারের একজন সাধু ছিলেন,এই গান শুনলে বলতেন - হরি হরি বল হরি - আর আমি হারিয়ে ফিরি আমার শৈশব , কিশোর কালের কথা, আমার প্রাথমিক বিদ্যালয়ের বন্ধুদের কথা , অন্ততঃ ৫০% সনাতন সম্প্রদায়ের, শুধু এটাই বলতে চাই - আমি তোদের মিস করি বন্ধু।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      💚💚🙏🙏🙏

  • @hridoybhaiyah
    @hridoybhaiyah 2 роки тому +21

    Came from Nasek Nasek ❤️

  • @mdalaminjulhas9436
    @mdalaminjulhas9436 3 роки тому +5

    ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই,নাম্বার বা কিছু😍

  • @stellasglobe
    @stellasglobe 3 роки тому +26

    Animes Bhai, I came here after getting a recommendation from UA-cam. Tar por theke 10 baar shunechi. Jotoi shuni, mugdho hoye jai. Blessed voice! Ekta matro equipment, ki khola awaaz, ar ki bhav! Apurva! Baul gaan , lok gaaner anuragi ami, gaan bhalobashi bole Bangla bhasha shikhechi. Aaj apnar gaan shune mone holo, shei shekha ta sharthak. Subscribe korechi, ei rokom paagal kora aro gaaner asha roilo.

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +7

      onek onek dhonnobad didi.eta amar jonneo onek boro pawa.🙏🙏🙏❤❤

    • @bhritibmondal1701
      @bhritibmondal1701 3 роки тому

      ম্যাম আপনি বাংলা ভাষা শিখেছেন এটা ঠিক বুঝলাম না! টাইটেল দেখে তো মনে হচ্ছে আপনি বাঙালি।বাঙালি হলে তো মাতৃভাষা বাংলা ছোট থেকেই জানার কথা। কিছু মনে করবেন না, জানার জন্য বলেছি।🙏🙏🙏

    • @bashirahmed602
      @bashirahmed602 3 роки тому

      @@bhritibmondal1701 mew too, played uncountable Times

  • @barman5186
    @barman5186 3 роки тому +35

    এখানে সবাই যারা এই গান শুনছেন,
    সবাই "পাগল"।❤️
    জানিনা সামনে বসে এই গান শোনার সৌভাগ্য হবে কিনা।

    • @sandipbasak829
      @sandipbasak829 3 роки тому +3

      আমরা চাই সামনে বসে দাদার গান শুনতে 😊❤️

  • @shrabondatta2602
    @shrabondatta2602 3 роки тому +5

    ফাটাইয়া দিছেন দাদা ..... এক্কেবারে ভবাপাগলার নাতি।

    • @shrabondatta2602
      @shrabondatta2602 3 роки тому +1

      এই দুই দিনে কম করে হলেও দশ বার শুনেছি

  • @mohammadlukman8225
    @mohammadlukman8225 3 роки тому +11

    এসব গান রেখে
    কেনো যে মানুষ ভিনদেশী গান নিয়ে মগ্ন থাকে বুঝি না 🙂
    সারাদিন শুনলেও মন ভরবে না 🥰

    • @anupamd5558
      @anupamd5558 2 роки тому +1

      Music er kunu limit thaka thik noy, seta vindeshi houk r nijer desheri houk. Music holo ekta universal language.

  • @digital-dipu
    @digital-dipu 2 роки тому +7

    আহা, লোকগীতি কত সুন্দর ❤️
    এসব রেখে কেনো যে মানুষে হিন্দি, ইংলিশ শোনে।

  • @mitaghosh6284
    @mitaghosh6284 2 роки тому +6

    কি কমেন্ট বক্স রে ভাই,
    যেন গুঁড়ো গুঁড়ো ভালোবাসা ছড়িয়ে আছে❤️

    • @AnimesRoy
      @AnimesRoy  2 роки тому

      ♥️♥️🙏🙏🙏🙏

  • @tomshelby3726
    @tomshelby3726 3 роки тому +27

    মনসুর ফকিরের পর আপনার গলায় এতো ভালো মানিয়েছে দাদা ভালবাসা নিবেন ❤️

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      ❤❤❤🙏🙏🙏

    • @বিক্রম-ল১ত
      @বিক্রম-ল১ত 3 роки тому

      এটা কোন বাদ্যযন্ত্র, কেউ জানলে দয়া করে জানাবেন

    • @sayantansarkar3327
      @sayantansarkar3327 3 роки тому +1

      Animes dada er hate ukulele ar arek dadar hate dubki

    • @saikatsaha1772
      @saikatsaha1772 7 місяців тому

      অনিমেষ দা কি পরিমাণ ভালোবাসা জমিয়ে রেখেছি দাদা তোমার জন্য ভাবতে পারবে না.. যন্ত্রটা ukulele kintu দোতারার tune e achhe.. এই গানটা মনসুর ফকিরের পর তুমি আলাদা মাত্রায় নিয়ে গেছো.. ভালো থেকো দাদা.. জয়গুরু

  • @AnowarIslamOfficial
    @AnowarIslamOfficial 2 роки тому +9

    দাদা,ভিডিওগ্রাফার আমি ছিলাম।
    খুব সুন্দর গেয়েছ...

    • @mannaamin
      @mannaamin 2 роки тому +1

      .very beautiful setting. I must visit Durgapur.

  • @ourdailylife7181
    @ourdailylife7181 3 роки тому +4

    উত্তরবঙ্গ (আলিপুরদুয়ার) থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো ❤️

  • @AnubhabDas
    @AnubhabDas 3 роки тому +2

    প্রতিদিন সকাল-বিকেল-রাত,৩ বেলা করে শুনি গান টা|
    এতো সুন্দর বাজাতে বাজাতে, এতোটা হৃদয় দিয়ে গাওয়া মোটেই সহজ না!
    আর ব্যাকগ্রাউন্ড গুলো ও এতো সুন্দর, সব মিলিয়ে সোনায় সোহাগা|
    প্রণাম নিও দাদা|

  • @jubairahsanhemel342
    @jubairahsanhemel342 3 роки тому +9

    This guys deserve more subscriber then our so called singer... he has beautiful melody and soulful voice and singing our folk song with beautiful presentation. Really whenever I search any folk songs this guy will be my first choice after that... really he got mind

    • @BanashreeChakraborty-xd9qe
      @BanashreeChakraborty-xd9qe 7 місяців тому

      Indeed true. Among lots of folk singer, he is my first choice specially for his soulful rendition

  • @dipankardey4873
    @dipankardey4873 Рік тому +2

    জীবনে লক্ষ্য একটাই হওয়া উচিত। সেই লক্ষ্যে নিজের সর্বস্ব সমর্পণ করা দরকার। তবেই ঐ নিতাই চাঁদের দরবারে বা কাঙ্খিত গন্তব্যে পৌঁছানো সম্ভব।
    কি সুন্দর গাইলেন দাদা। গানের সৃষ্টিকর্তা আপনার জন্যই গানটি লিখেছেন।

  • @rizvihaider5006
    @rizvihaider5006 3 роки тому +9

    এত সুন্দর প‌রি‌বেশ আর এত সুন্দর গলা যা চমৎকৃত ক‌রে‌ছে । মে‌ঘের রংটা আজব ছিল তারপর সব মি‌লি‌য়ে ভালই লে‌গে‌ছে ।

  • @saikatseuli7776
    @saikatseuli7776 2 роки тому +7

    আমার নিতাই চাঁদের বাজারে
    গৌর চাঁদের দরবারে
    একমন যার সেই যেতে পারে।
    ও ভাই সেই যেতে পারে।
    আবার দুই মন হলে পড়বি ফাঁদে
    খ্যাপারে-
    আবার দুই মন হলে পড়বি ফাঁদে
    ওরে পারবি না পাড়ে যেতে।
    একমন যার সেই যেতে পারে।
    আমার নিতাই চাঁদের বাজারে
    গৌর চাঁদের দরবারে
    একমন যার সেই যেতে পারে।
    ও ভাই সেই যেতে পারে।
    চার দশে চল্লিশের মন
    রতি মাসা কম হইলে
    খ্যাপারে নেয়না মহাজন।
    বলি আরেক হাকিম বসে আছে
    ব্রজের রাধা রানী পার করে।
    একমন যার সেই যেতে পারে
    আমার নিতাই চাঁদের বাজারে
    গৌর চাঁদের দরবারে
    একমন যার সেই যেতে পারে।
    ও ভাই সেই যেতে পারে।
    আর কাঠুরিয়া মানিক চেনে না
    চিনির বলদ বয় যে চিনি
    স্বাদ তো পেলো না।
    যেমন স্বর্নকারে সোনা চিনে
    আবার নেয় সেথায় পরখ করে
    একমন যার সেই যেতে পারে
    আমার নিতাই চাঁদের বাজারে
    গৌর চাঁদের দরবারে
    একমন যার সেই যেতে পারে।
    ও ভাই সেই যেতে পারে।
    যে জন চ্যাপ্টা গুড়ের ভিয়েন জানেনা
    ওলা রস বাঁধবী কী করে?
    আবার ভবা পাগলার রসের তত্ত্ব
    জীবে জানবে কী করে?
    একমন যার সেই যেতে পারে
    আমার নিতাই চাঁদের বাজারে
    গৌর চাঁদের দরবারে
    একমন যার সেই যেতে পারে।
    ও ভাই সেই যেতে পারে।

  • @choyandey1069
    @choyandey1069 Рік тому +8

    ভাই পিছের জাইগা টা অসাধারণ❤️এইটা কোন জায়গা বললে ভালো হয়??

  • @mohammadfahad4361
    @mohammadfahad4361 3 роки тому +4

    গুরু বিশাল ভক্ত হয়ে গিয়েছি তোমার কন্ঠের"❤️❤️

  • @souravchakraborty3687
    @souravchakraborty3687 3 роки тому +4

    এক কথায় অসাধারণ।
    খুব সুন্দর গান, তারচেয়েও বেশী সুন্দর লাগলো বাদকের হাতের জাদু।

    • @sacreation3013
      @sacreation3013 3 роки тому

      httpswww.youtube.comchannelUCvhNrziJi8p7dJW-cMkBDaAvideossub_confirmation=1

  • @niloysarkar6856
    @niloysarkar6856 2 роки тому +2

    এই নিতাই চান্দের বাজার দিয়ে তোমার ভক্ত হয়ে যাই দাদা। এখন তোমার অনেক নাম ডাক। অনেক অনেক ভালো কাজ উপহার দাও। ভালোবাসা নিরন্তর।

  • @niharika5917
    @niharika5917 3 роки тому +4

    অসাধারণ বললেও হয়তো কম বলা হবে😇❤️
    আমি প্রায় প্রত্যেক দিনই শুনি গনটা❤️

  • @tapanghosh5103
    @tapanghosh5103 3 роки тому +2

    সাবলীল, সচ্ছন্দ গায়কী,সঙ্গে আঙুলের অনায়াস বিচরণ। আমার সৌভাগ্য এমন এক শিল্পীর গান শোনার। ভাল থাকবেন।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      আশীর্বাদ করবেন দাদা🙏🙏🙏❤❤❤

  • @ToriBand
    @ToriBand 3 роки тому +3

    সুর আর সংগীত যখন মস্তিস্ক থেকে আসে মানুষ তখনি হয় ক্ষ্যাপা।
    জয় গুরু,জয় ক্ষ্যাপা।ভালবাসার ভাই।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      🙏🙏🙏🙏💙💙💙💙

  • @anupomroy7771
    @anupomroy7771 3 роки тому +2

    মন ছুয়ে গেলো সত্যি❤️তোমার উকুলেলেতে হাত জোস! থামেই না!
    বাংলাদেশি হিসেবে একদিন গর্ব করুক দেশের মানুষ..এগিয়ে যাও দাদা✌️

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      💙💙💙💙💙🙏ভাই

  • @shantoroy4694
    @shantoroy4694 2 роки тому +5

    অাপনি কি সেই অনিমেষ
    যাকে coke studio তে দেখেছি nasek nasek গানে

  • @nazmul2427
    @nazmul2427 2 роки тому +6

    আমার বয়স ১৯ এই বয়সের ছেলেরা কালা চশমা গান শুলনেও. আমার বরা বরের মতোই বাউল গান ফ্লোক গানই ভালো লাগে। ❤️

  • @rebelstudio3678
    @rebelstudio3678 3 роки тому +25

    একাধিক বার শুনেছেন কে কে?

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      🙏🙏🙏❤❤❤❤

  • @amithazra4688
    @amithazra4688 3 місяці тому +1

    দুই বাংলার মানুষ যেমন
    এক বৃন্তে দুটি কুসুম❤❤❤
    সত্যি সঙ্গীত এর কোনো জাত বিচার হয়না🎉🎉🎉

  • @AlemGazeeda
    @AlemGazeeda 7 місяців тому +4

    Amazing voice bro. Can someone explain there's song of Gautam Das Baul in the same tune, is that some old classic tune? I wish I understood Bangla because to me Bengali music is out of the world, simple and haunting melodies.
    Lots of love from Pakistan!!

  • @kalyanibhaduri
    @kalyanibhaduri 9 місяців тому +2

    অতি চমৎকার। আজকাল এত music আর কায়দা বাউল গানে ব্যবহার করা হয় যে শুনতে ভালো লাগে না। তোমরা এমনি ই থেকো। অনেক নাম হলেও বদলে যেও না।

  • @mdshaim9600
    @mdshaim9600 3 роки тому +5

    ভাইয়া, দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাচা সোনা। গানটি আপনার গলায় সুনতে চাই।

  • @ROBI_100
    @ROBI_100 2 роки тому +1

    আমি অনিমেষ এর প্রায় সব গানই শুনি। আর অভিজ্ঞতা থেকে বলতে পারি, এমন সংগীত রত্নের হাত ধরেই বাউল/ লোকগীতি / দেহতত্ব/ ভাবধারার গানগুলো সর্বোচ্চ শিখড়ে পৌঁছাবে। অনেক অনেক শুভকামনা রইল 🤲🤲

  • @nkl437
    @nkl437 3 роки тому +4

    I'm literally crying man, literally crying, marvelous, fantastic, fabulous 🔥❤️❤️🌻

  • @kunalbiswas2669
    @kunalbiswas2669 3 роки тому +1

    ভাগ্যিস বাঙ্গালী হয়ে জন্মেছিলাম, না হলে এত মধুর গান আর তার থেকেও মধুর গলার অনিমেশ দাদার গানকে সারাজীবন মিস করে যেতাম।
    পোর্ট ব্লেয়ার থেকে অনেক ভালোবাসা জানালাম।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      🙏🙏🙏💚💚💚ভাই

  • @KamrulHasan-uz5zj
    @KamrulHasan-uz5zj 2 роки тому +14

    নাসেক নাসেক গান টা শুনে আসলাম। ☺️

  • @raihanmaji6156
    @raihanmaji6156 2 роки тому +2

    ভাই কেমন আছেন আমি শরীয়তপুর বলতেছি শরীয়তপুর যত শিল্পী ছিল ভাই সবচাইতে সুন্দর গান ছিল আপনার বিগ ফ্যান ভাই মেসেজটা দেখলে রিপ্লাই দিয়েন

  • @john5111995
    @john5111995 3 роки тому +3

    "পাগল ছাড়া দুনিয়া চলে না" লালনগীতিটা একবার আপনার কন্ঠে শুনতে চাই দাদা।

  • @mdsabbirhossain6252
    @mdsabbirhossain6252 3 роки тому +2

    দাদা আমি আপনার কন্ঠ আর ইউকিলিলির পাগল হয়ে গেছি।😍
    আপনার সাথে একটু কথা বলতে চাই দাদা।

  • @lovestory9887
    @lovestory9887 3 роки тому +3

    এক কথায় অসাধারন যতসম্ভব ৮ বা ১০ বার দেখলাম

  • @fatfatsaisai634
    @fatfatsaisai634 3 роки тому +2

    আহা! সামান্য আয়োজনে কি অসাধারণ জাদু! তোমাদের একবার বুকে জড়াবো ভাই ❤ খুব ভালো থেকো।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      ❤❤❤🙏🙏🙏ভাই

  • @dibyendunanyasi5116
    @dibyendunanyasi5116 Рік тому +3

    দুর্দান্ত কন্ঠস্বর একদম অন্তর স্পর্শ করেছে ভাই তুমি জীবনের শেষ শাস পড়া অবধি যেন এভাবেই এক মন নিয়ে গান গেয়ে যাও দেখবে তুমি ঠিক পারবে যেতে ওনার দরবারে।

  • @setusaha8320
    @setusaha8320 3 роки тому +1

    চোখে জল এসে গেল ভাই। কি দরদ ভরা কন্ঠ আপনার।যতবার শুনি গাইতে ইচ্ছা করে আর চোখে জল এসে যাই।Thank you for amazing gift.

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @devilboy3591
    @devilboy3591 3 роки тому +4

    এই জায়গাটা ময়মনসিংহ বিজয়পুরের এদিকে না??!!!""

  • @hamimhossain4801
    @hamimhossain4801 3 роки тому +2

    আহা কি দারুণ গাইলে গো,, খুব ভালো লাগলো দাদা এগিয়ে যাও আরো এরকম মনকাড়া হাজার কোটি কাজ দিয়ে সাধারণ মানুষের মনের খোরাক যোগার করো,, অনেক শুভকামনা রইল দাদা ❣️❣️🙏🙏✌️✌️💌💌😍😍

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      🙏🙏💙💙🖐দোয়া করবেন ভাই

  • @neerajbiswas713
    @neerajbiswas713 3 роки тому +5

    আপনি আমার সকাল টা খুব ভালো করেই দিলে,
    আমি ভারত উত্তরাখণ্ড (নৈনিতাল) এই থাকি...
    আপনি খুব সুন্দর গান গাও ❤️❤️❤️❤️
    হৃদয়ে তেকে ভালোবাসা 🙏

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому +1

      ধন্যবাদ দাদা। ❤❤❤

  • @RSMEDIA-MUSIC-COMPANY
    @RSMEDIA-MUSIC-COMPANY 3 роки тому

    ভাই আপনার গানের ভক্ত হয়ে গেছি,,,খুব ভালো লাগছে গান টা।।জায়গাটা অসাধারণ,, যদি বলতেন জায়গা টা কোথায় খুশি হতাম,,,আর একটা রিকুয়েষ্ট,, যদি 2টা গান গাইতেন আমার চেনেলে খুব ভালো লাগতো

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      নেত্রকোনা, বাংলাদেশ

    • @RSMEDIA-MUSIC-COMPANY
      @RSMEDIA-MUSIC-COMPANY 3 роки тому

      আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো ভাই?আমি একজন গীতিকার,,মোটামুটি সব ধরনের গানই লিখা হয়,,,জহির পাগলা আমার লেখা বেশ কিছু গান রেকর্ড করেছে। আপনার গান খুব ভালো হয়,,আপনাকে দিয়েও গান রেকর্ড করার ইচ্ছা আছে

  • @ovahamed9185
    @ovahamed9185 Рік тому +5

    কোনদিন যদি আপনার সাথে সাক্ষাৎ হয় সেইদিন বুঝবেন দাদা আমি আপনার কত বড় ভক্ত ❤

  • @দাদাভাই-দ১ব
    @দাদাভাই-দ১ব 3 роки тому +2

    গান যে বুঝে,,,সে ই জানে,,,,গানের ভিতর কি আছে,,,অনেক ভালো লাগলো bro,,,💖💖💖💖

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      🙏🙏🙏🙏❤❤❤

  • @madtone_film29
    @madtone_film29 4 роки тому +11

    আবার দুই মন হলে পড়বি ফাঁদে
    খ্যাপারে-
    আবার দুই মন হলে পড়বি ফাঁদে
    ওরে পারবি না পাড়ে যেতে।

  • @innermeanings9802
    @innermeanings9802 3 роки тому +2

    কি যত্ন নিয়ে গাইলেন গানটা।
    আপনাকে ধন্যবাদ ও শুভকামনা।
    আরো অনেক গান শুনতে চাই। ❤️

  • @Be-Humanity
    @Be-Humanity 3 роки тому +3

    How did you record Audio? Wonderful.. and I don’t even know Bangla.. amazing singing

  • @rupankarghosh7044
    @rupankarghosh7044 3 роки тому +3

    বয়স টা খুবই কম সব কথার মানে না বুঝলেও, গানটা শুনে একটা আলাদাই শান্তি পেলাম।

  • @reazuddinrezareza2841
    @reazuddinrezareza2841 2 роки тому +3

    এমন আরও হাজারে হাজার গান চাই।
    ভাল্লাগছে তোমার সরলতা।
    ওস্তাদ হও দাদা বিধাতার কাছে এই প্রার্থনা করছি।
    তোমার আদী রুপের পরিচয় সগর্বে পরিচিতি লাভ করুক।

    • @AnimesRoy
      @AnimesRoy  2 роки тому

      জয় গুরু 🙏🙏🙏🧡

  • @tigerclaw8282
    @tigerclaw8282 3 роки тому +2

    Gaan tar meaning Osadharon., porom Iswar er sathe bilin hoy to ek moner manush...
    ki sundor gaiki tomar....

  • @SaaduMia
    @SaaduMia Рік тому +5

    Beautiful bhai. Uke ta ki tuning e?

  • @shuvoshib8609
    @shuvoshib8609 3 роки тому +8

    আপনার কাছে একটাই অনুরোধ দাদা শুধু কর্পোরেট দালালদের ফাদে পরবেন না। নিজের মত গান গেয়ে জান। আপনাদের মত মানুষ আছে বলেই আমরা এখনো বাংলা গান শুনি।

  • @mohammednaimbiswas2124
    @mohammednaimbiswas2124 3 роки тому +3

    বিরিশিরি যদি রাত কাটানোর মত কোনো হোটেল থাকে তাহলে ঢাকা থেকে যেয়ে গান শুনতে যাওয়ার ইচ্ছা দাদা! ❤️

  • @avikpathak3801
    @avikpathak3801 3 роки тому +2

    Animesh da.. Ekta request roilo... Tomar kachey... Bondey maya lagaisey... Tomar golay.. Suntey chayi... Luv u from kolkata....

  • @vibek6806
    @vibek6806 3 роки тому +3

    জয় গৌর হরি
    আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে .....এক মন যার সেই যেতে পারে

  • @joyful_azad
    @joyful_azad 3 роки тому +1

    আহা! অপূর্ব! ভালবাসা নিও ভাই! ❤️
    প্রাণের ভাষা প্রাণের গান ❤️

  • @mdshahinali7426
    @mdshahinali7426 2 роки тому +5

    The real gems of Bangladesh.

  • @santanukarmakar9792
    @santanukarmakar9792 3 роки тому +1

    অনেকের গলায় শুনেছি গানটা কিন্তু animesh দাদা র গলায় অনবদ্দ লগছে ।খুব সুন্দর ।

    • @AnimesRoy
      @AnimesRoy  3 роки тому

      🙏🙏🙏🙏❤❤❤❤

  • @gogonbarman2912
    @gogonbarman2912 3 роки тому +3

    সৃষ্টি কর্তার লীলা বুঝা দায় ,ভগবান তোমার সৃষ্টির জয় হোক , হরে কৃষ্ণ

  • @lalonbari
    @lalonbari 3 роки тому +2

    জয় গুরু!
    অসাধারন!
    বিখ‌্যাত বাউল গা‌নের চ‌্যা‌নেল Lalon Bariর পক্ষ থে‌কে অ‌বিরাম ভালবাসা!

  • @arpitagoswami652
    @arpitagoswami652 2 роки тому +3

    গান শুরুর সাথে সাথে,,,,,,, লাইক subscribe kre felchi just Wow love it.. ♥️

  • @DesignerSurajitAdhikari
    @DesignerSurajitAdhikari 3 роки тому

    Darun darun darun darun laglo

  • @uniquebhakat3863
    @uniquebhakat3863 3 роки тому +3

    যতোবারে শুনি ততবারই স্বাদ বেড়ে যায় ❣️❣️❣️

  • @bulbul25
    @bulbul25 3 роки тому +1

    অসাম হইছে

  • @subhabratagoswami
    @subhabratagoswami 4 роки тому +29

    দাদা তোমাকে participate হিসেবে দেখতে চাই নেক্সট সা রে গা মা পা তে। ❤️

  • @sanjibpaul2185
    @sanjibpaul2185 3 роки тому +1

    অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো, ভারতবর্ষ থেকে ❤️❤️❤️

  • @Jerin469
    @Jerin469 2 роки тому +16

    Came back after listening nasek nasek coke studio bangla

  • @সময়েরআনন্দ-ঝ৩খ

    গানের কথা গুলো লিখে ডিস্ক্রিপশনে দিলে খুব ভালো হয়।
    অনিমেষ ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল💐❤️💐

  • @biswajitbiswas1637
    @biswajitbiswas1637 2 роки тому +3

    দাদা তোমার মতো এতো দরদ দিয়ে গান খুব কম লোকেই করতে পারে 💝💝

  • @tasnimaashrafee8915
    @tasnimaashrafee8915 2 роки тому +1

    অসাধারন অসাধারন । অনেক অনেক শুভকামনা । বাংলা গানের জগতে নতুন নক্ষত্রের আগমন 💞💞

  • @invert4608
    @invert4608 2 роки тому +4

    প্রথম শুনেছিলাম মনসুর ফকির এর গলায়
    এরপর আপনার গলায়
    খুবই ভালো লাগলো

    • @shrabondatta1461
      @shrabondatta1461 2 роки тому +1

      মনসুর ফকিরের গান শুনে এখানে শুনতে আসলাম।

  • @vlogswithsuvo
    @vlogswithsuvo 3 роки тому +1

    Dada tomar voice a jadu achey.. Just amazing.. 🥰🥰🥰🥰.. Gola ta na🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ...

  • @deshibhaimeherpur9595
    @deshibhaimeherpur9595 2 роки тому +3

    আলাদা একটা ফিলের কাভার..... 👌

  • @nomrotabasfore1019
    @nomrotabasfore1019 3 роки тому +1

    তোমায় হ্রদ মাঝারে রাখিব গানটির জন্য অনুরোধ রইল দাদা। আশা করছি খুব শীঘ্রই শুনতে পাবো।🥰🥰🥰🥰 from Bangladesh.....

  • @bhaskarbaulia4316
    @bhaskarbaulia4316 2 роки тому +3

    বাংলার সংস্কৃতি, বাংলার গর্ব ❤❤

  • @niluahmed5225
    @niluahmed5225 2 роки тому +2

    You killeddd itt in nasek nasek literally! Besttt wishes for you Animes daa💕🇧🇩 Gem of Bangladesh You are!

  • @mayabihaque869
    @mayabihaque869 Рік тому +2

    দাদ, এই গানটা কতবার যে শুনছি হিসাব নাই, যত শুনি ততই ভালো লাগে ❤️❤️❤️❤️

  • @Razu12
    @Razu12 3 роки тому +2

    দাদা আপনার গান গুলো কত হাজার বার শোনেছি আমারও জানা নেই দাদা খুব ইচ্ছে আপনার সাথে দেখা করার

  • @samratchakraborty8732
    @samratchakraborty8732 4 роки тому +4

    গানটা ফেসবুকে দেখছিলাম। বিশ্বাস করবেন কিনা জানিনা! প্রফেশনাল সিঙ্গারদের তুলনায় হাজার গুন ভালো গেয়েছেন দাদা। ♥

  • @DebanDatta
    @DebanDatta 3 роки тому +2

    আহারে দরদ! ফাটিয়ে দিয়েছ দাদা...

  • @versatileroy
    @versatileroy 2 роки тому +4

    এই ছেলেটা একদম মন থেকে গায়, দারুণ লাগে।

  • @redwanahmed8820
    @redwanahmed8820 3 роки тому +2

    Oshadharon bajiyechen atto kothin akta gan ...
    Outstanding background
    Shob mile shonay shohaga ❤️❤️❤️❤️

  • @mirror4820
    @mirror4820 Рік тому +6

    গানটির অন্তর্নিহিত মানে - লক্ষ্য স্থির এবং একাগ্র হলেই সফলতা অনিবার্য !

  • @dr.rahulchowdhury2896
    @dr.rahulchowdhury2896 3 роки тому +1

    প্রথম শুনছি তোমারে,,,ইয়েস ইউ আর আর এক্সিলেন্ট,,,রাধে রাধে,,,