কন্ঠস্বরের সুর সারা আকাশে যেন ছড়িয়ে পড়ছে। অনেক অনেক দিন রাজত্ব করবেন। আর বাদ্যযন্ত্রে হাতের ছোঁয়া এক অন্য মাদকতা এনে দিচ্ছে। অপূর্ব অপূর্ব। মানুষ আপনার গানের অনুরাগী হয়ে পড়েছেন। এগিয়ে যান ভাই ।
আমার যখন খুব মন খারাপ হয়। তখন আমি আমার শ্রোতাদের কমেন্ট পড়ি। প্রত্যেকটা কমেন্ট আমায় নতুন করে বাঁচিয়ে তুলে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। খুব ভালবাসা নিবেন সবাই❤️🙏
মাত্র দুটি বাদ্যযন্ত্রে একটি গানকে এতোটা সুন্দরভাবে উপস্থাপন করা অভাবনীয় ব্যাপার। কণ্ঠে এক আকাশ মায়া জড়িয়ে রয়েছে। কতোটা যত্নে এমন একটা গান গাওয়া যায় আপনাকে না দেখলে জানতেই পারতাম না কোনদিন 🖤
বাসে চড়ছিলাম চট্টগ্রাম শহরে। এই গানটা ড্রাইভার প্লে করেছিল। এত বেশিই ভালো লেগেছে সাথে সাথে সার্চ করে শুনছি। এখন নিয়মিত না শুনলে ভালো লাগে না। আপনার গানের আবেগ যাস্ট অসাধারণ।🥰
আহ্ কি দারুন অনুভূতির ছোঁয়া ,,, মন মুগ্ধকর পরিবেশনা , এক কথায় অসাধারণ , স্মৃতিকাতর হয়ে কাতরাচ্ছে হৃদয় ❤️ বারবার শুনতে মন চায়, বাংলাদেশের বগুড়া জেলা থেকে হতে ছোট্ট বন্ধুর ভালোবাসার নিবেন
দাদা,অনেকদিন থেকেই তোমার গান শুনি।তোমাকে ভারতে দেখতে চাই দাদা।পরিস্থিতি স্বাভাবিক হলে একবার কলকাতায় এসো। যদিও আমার বাড়ি মুর্শিদাবাদ।তবে তুমি এলে 210 কিমি পারি দেওয়া কিছুই নয়।😇
এতদিন অন্যের গান তোমার কণ্ঠে শুনেছি। আজ তোমার নিজের লেখা তোমার গলায়, সত্যি অপূর্ব। এই ভাইয়ের কাছ থেকে তোমার জন্য অনেক শুভকামনা রইলো। তুমি একদিন অনেক অনেক বড়ো হবে।। ধন্যবাদ দাদা ❤
এখন সময় সকাল ৭ঃ২৫ । বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে কফির মগ হাতে নিয়ে বসে দুই কানে ইয়ারফোন গুজে গান টা প্লে দিলাম । চোখ বন্ধ করে একটানা ৬ বার শুনেছি । গানের প্রতিটা কথায়,বাদ্যযন্ত্রের সুরে হারিয়ে যাওয়ার মতন অবস্থা । আপনার কন্ঠে আর বাদ্যযন্ত্রে নেশা আছে । শুনলে শুধু শুনতেই ইচ্ছা করে । কেমন এক হাহাকার আপনার কন্ঠে আবার কেমন যেন এক ভালোলাগা 💙
এতো দরদ দিয়ে গান আমি খুব কম শুনেছি। প্রতিদিন একবার হলেও শুনি। সৃষ্টিকর্তা আপনাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই হয়তো এতো দরদ দিয়ে গান গেয়ে মানুষের মন জয় করতে পেরেছেন। ভালোবাসা নেবেন দাদা ❤❤
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।” “বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উলটো পিঠে।” “জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়।” “এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
অনিমেষ ভাই। বাংলাদেশে অনেক গায়কের জন্ম হয়েছে। কিন্তু রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মুজিব পরদেশী আর মমতাজের মতো ভারতীয় উপমহাদেশের বাঙালীদের কাছে এতো জনপ্রিয় আর কোনো গায়ক হতে পারে নাই। তুমি মনে হয় আবার সেই রেকর্ড গড়বে। ভালোবাসা রইলো আসাম, ভারত থেকে ❤️❤️🥰😍🇮🇳🇮🇳🇮🇳
আহা কি দরদী কন্ঠ!! হাতে নিকোটিন এর জলন্ত আগুন, আর প্রিয় মানুষের রেখে যাওয়া স্মৃতি। এইতো আছি বেশ জীবন সুন্দর 🌸 ধন্যবাদ ছোট ভাই নাজমুল হাসান অন্তু..❣️ এত সুন্দর গানের লিংক টা দেবার জন্যে।
I have heard this song almost 100 times in a row , wow it's just amazing . The way you sing brother with that intention , purity , love and pain it's just something out of the world . keep up the good work brother , may Allah bless you . Take love 🧡❤️🧡
অর্ণবের কন্ঠে রবীন্দ্র সংগীত শুনলে মনে হয় কলিজাটা টাইনা ছিঁড়ে নিয়ে যাবে, আপনার কন্ঠে গান শুনলেও একই অনুভূতি হয়। এত দরদ দিয়া খুব কম শিল্পিই গাইতে পরে। অনেক অনেক আশির্বাদ থাকলো, সামনে আরো গান পাবো এই আশায়।
অসাধারন সৃষ্টি♥️, অন্তর নিংড়ে দরদ ঝড়ে পড়েছে গায়কী তে। জীবনে বিচ্ছেদ বিরহে যন্ত্রণার পাওয়ার মুহূর্তে এমন গান শুনলে মনে হয় ঈশ্বর আমার জন্যই পাঠালেন গান টা আপনার মাধ্যমে। তবে এই গান টি যে কোনো সময়ই শুনলে হৃদয় একবার হলেও মোচড় দেবে। অনেক শুভকামনা ও ভালোবাসা। ♥️🙏🙏
অসাধারণ গানের কথা সাথে কন্ঠ এবং বাদ্যযন্ত্র সব মিলিয়ে একটা অসাধারণ সৃষ্টি। হৃদয় ছুঁয়ে গেছে, অনেকবার শুনেছি আরো অনেকবার শুনবো। ভালোবাসা অবিরাম❤️❤️...
আমার খুব আফসোস হচ্ছে, কেন আমি এতদিন আপনার নামটাও শুনলাম না! কী অসাধারণ গায়কী আপনার! সেইসাথে আঙুল দিয়ে যে অলৌকিক সুরের মূর্ছনা সৃষ্টি করে গেলেন, তুলনা হয় না দাদা! অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।
দাদা গানটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না😢 অতীতের সব স্মৃতি মনে পড়ে গেলো, মানুষ এত স্বার্থপর কিভাবে হয়, সত্যিকারে ভালোবাসা দেখিয়ে পরে আবার কেন চলে যায়। দাদা আপনি জনস্রোতের হৃদয়ের মাঝে আজীবন লেখা থাকবেন।
এতো আপন মানুষ গুলো এক সময় এতোটাই পর হয়ে যায় যে চোখ তুলে তাকানোরও সাহস হয়ে ওঠে না 💔😢😢 তার সামনে গেলে বুকের মধ্যে এক অস্তির কাজ করে যা মুখে বলে বুঝাতে পারবো না😢 মনে হয় এই বুঝি প্রাণ টা চলে গেলো😢😢😢😢 কিন্তু সে মানুষ গুলো কখনোও বুঝতে পারে না 😢😢😢😢💔💔💔 ভালো থাকুক ছেড়ে যাওয়া মানুষ গুলো
Unbelievable combination of melody, vocal, instrument and the environment, I am wordless to express my feelings after listening a priceless singing and lyrics too. 🧡💛💚💙
কন্ঠস্বরের সুর সারা আকাশে যেন ছড়িয়ে পড়ছে। অনেক অনেক দিন রাজত্ব করবেন। আর বাদ্যযন্ত্রে হাতের ছোঁয়া এক অন্য মাদকতা এনে দিচ্ছে। অপূর্ব অপূর্ব। মানুষ আপনার গানের অনুরাগী হয়ে পড়েছেন। এগিয়ে যান ভাই ।
আশীর্বাদ করবেন দাদা। 🙏🙏🙏💙💙
@@AnimesRoy ভাই কতবার শোনা যায় একটা গান?
আমি ১ মাস যাবত শুনছি
@@nafi4110 দাদার সুরে আজ প্রথম শুনছি গানটি এর মধ্যে ২৫-৩০ বার শুনা হয়ে গেছে। ডাউনলোড করেছি গান যুক্ত করে ভিডিও এডিট করেছি একটা - প্রাক্তনকে নিয়ে।।
Tnx
😛😛@
P
PPPP
কলকাতা থেকে একরাশ ভালোবাসা। প্রথমবার কোনো folk গান শুনে চোখে জল এলো🙃
🖤🖤🙏🙏🙏
🥰🥰🇧🇩
এমন গান বুকটা ফেটে যায়😥
আমার যখন খুব মন খারাপ হয়। তখন আমি আমার শ্রোতাদের কমেন্ট পড়ি। প্রত্যেকটা কমেন্ট আমায় নতুন করে বাঁচিয়ে তুলে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। খুব ভালবাসা নিবেন সবাই❤️🙏
গানটা আমার খুব প্রিয় 😍
সহস্র বারেরও অধিক গানটা শুনেছি, বর্তমান সময়ে এটায় আমার সর্বপ্রিয় গান..
দাদা শুভকামনা রইলো..
প্রেম হয়ে গেছে রে দাদা। প্রথম শ্রবণেই প্রেম। কী আশ্চর্য! রত্নরূপ গলা কই পলায়ে ছিল এতদিন! আজ প্রথম শুনলাম। ❤️
কি দারুণ, কি আবেগ! এমন আরো গান আশা করি।
Dada durgapur asba kobe
মাত্র দুটি বাদ্যযন্ত্রে একটি গানকে এতোটা সুন্দরভাবে উপস্থাপন করা অভাবনীয় ব্যাপার। কণ্ঠে এক আকাশ মায়া জড়িয়ে রয়েছে। কতোটা যত্নে এমন একটা গান গাওয়া যায় আপনাকে না দেখলে জানতেই পারতাম না কোনদিন 🖤
খোলে যিনি আছেন, তাঁরও অসাধারণ দক্ষতা ।
বাসে চড়ছিলাম চট্টগ্রাম শহরে। এই গানটা ড্রাইভার প্লে করেছিল। এত বেশিই ভালো লেগেছে সাথে সাথে সার্চ করে শুনছি। এখন নিয়মিত না শুনলে ভালো লাগে না। আপনার গানের আবেগ যাস্ট অসাধারণ।🥰
Same অভিজ্ঞতা। দারুণ দারুণ।
@@jayabhatta6946 hi
আমার একটা ক্লোজ ছোট ভাই আছে সে এখন সৌদিআরব থাকে দুই ভাই মিলইয়া শুনতাম গানটা শুনলে ছোট ভাইটার কথা খুবী মনে পরে মিস ইউ ভাই
গান টা শোনার পর মনে হলো দারুণ কিছু গুপ্তধন হঠাৎ আবিষ্কার করে ফেলেছি.... এতবার শুনছি, তবুও সন্তুষ্টি আসছে না, মনে হচ্ছে, আরও বেশ কয়েকবার শুনি ❤️
রাইট
v
সহমত
সত্য সুন্দর।অবেলায় তার রূপ আরও বেশী আকৃষ্ট করে হৃদয়কে।
Kauke pagoler moton valobeshechen.
দাদা,, আপনার কন্ঠে এ বাংলার মাটি গন্ধ পাচ্ছি,, দোয়া রইলো আপনার জন্য, আপনার হাত ধরে বাংলার ফোক গান আরো সামনে এগিয়ে যাক।
এক আকাশ বিরহ ঢেলে দিল গানটা। জানি না বিরহ কার, কিসের, কিভাবে! শুধু এতটুকুই আঁচ করছি পুড়ছে, পুড়েই যাচ্ছে।
🖤🖤🖤🖤🖤🙏🙏
আহা! 👥
পুরে কি নদীর জলে ভেসে যাচ্ছে নাকি ছাই হয়ে থেকে যাবে
@@khondokarrubab7059 ar kono ses nei.thekei jabe😊
ঠিক ই ভাই অনেক পুরছে জা বলে বুজাতে পারবো না 😢
আজই গান টা প্রথম শুনলাম। শুনার পর থেকেই মাথার মধ্যে গান টা ঘুরপাক খাচ্ছে । কি আর বলব অসাধারণ দাদা অসাধারণ ❤️❤️❤️
আহ্ কি দারুন অনুভূতির ছোঁয়া ,,,
মন মুগ্ধকর পরিবেশনা ,
এক কথায় অসাধারণ ,
স্মৃতিকাতর হয়ে কাতরাচ্ছে হৃদয় ❤️
বারবার শুনতে মন চায়,
বাংলাদেশের বগুড়া জেলা থেকে হতে ছোট্ট বন্ধুর ভালোবাসার নিবেন
বগুড়া কোন থানায় বাসা আপনার??
বেঁচে থাকুক এই সুর, এই শব্দ, এই ব্যথা, এই প্রেম... আর তুমি... ❤️
🖤🖤🖤🖤🖤🙏🙏🙏
হারিয়ে যাচ্ছিলাম গানের প্রতিটা কথায়,কত দরদ নিয়ে গানটা গাইলেন ভাই.. অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আপনার জন্য ❣️
গানটাতে অন্যরকম একটা মোহনিয় শক্তি আছে, আর আপনার গলার মাদকতায় গানটাকে অন্য মাত্রার এক মাস্টারপিসে রূপ দিয়েছে
দাদা,অনেকদিন থেকেই তোমার গান শুনি।তোমাকে ভারতে দেখতে চাই দাদা।পরিস্থিতি স্বাভাবিক হলে একবার কলকাতায় এসো।
যদিও আমার বাড়ি মুর্শিদাবাদ।তবে তুমি এলে 210 কিমি পারি দেওয়া কিছুই নয়।😇
রেখে গেলাম কমেন্ট ২৬.১.২০২২ , আপনার গলা সত্যি অসাধারণ । আমার কেউ আপন জন কোনো একদিন আমার কমেন্ট টা দেখে বলবে আমার ও অনেক প্রিও ছিল গানটা ।।
মনটা জুরিয়ে গেল। বহু দিন পর এত দারুন কিছু শুনলাম।❤️❤️❤️অনেক ভালবাসা রইল।
এই একলা আকাশটার সামনে আমি স্তব্ধ। ঝিরঝিরিয়ে পড়ছে অনুভূতির সমস্ত বর্ষণ। ধন্যবাদ এমন একটি সঙ্গীতের জন্য। ভালোবাসা অবিরাম।
আমিও শিহরিত 😪😪✌️✌️
""ছাইরা গেলি আমারে বুকে আগুন জ্বালায়রে""ভাই এমন কইরা গায়েন না,দুমরে মুচরে ছিরে যায়😥😥😥😥😥
জীবনটা এমন করে চলে যাবে কল্পনার করি নাই 😪
😥😥😥
প্রতিটা লাইন অন্তরের অন্তস্তল থেকে আসা মনে হচ্ছিল। আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ভালবাসা নিয়েন সাধক❤️
অন্ধকার রুম, মাঝরাত, বাহিরে হালকা বৃষ্টি, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, কানে হেডফোন ফুল সাউন্ড দিয়ে, বুকে চেপে রাখা স্মৃতি, চোখে ভেসে ঊঠা সেই প্রিয় মুখ......
সব মিলিয়ে অদ্ভূত এক অনুভূতি।।। যাহ বলে বুঝানোর মত নাহ।।।
আমার দেখা কবি❤❤❤
কিছুক্ষণ আগে ফেসবুকে শোনার পরে ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে এইতো ৫ম বারের মতো, আর কন্ঠে পাগল হয়েছি৷
কি দরদ আহা।
অনেক ভালবাসা ভাই আপনার জন্য 💙
এগিয়ে যাবেন৷
অসাধারণ একটা গান উপহার দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এগিয়ে চলো বহুদুর।
এতদিন অন্যের গান তোমার কণ্ঠে শুনেছি। আজ তোমার নিজের লেখা তোমার গলায়, সত্যি অপূর্ব। এই ভাইয়ের কাছ থেকে তোমার জন্য অনেক শুভকামনা রইলো। তুমি একদিন অনেক অনেক বড়ো হবে।।
ধন্যবাদ দাদা ❤
🙏🙏🙏🙏💙💙💙
আহা কি দরদ, অসাধারণ
সত্যি অসাধারণ দাদার কন্ঠে চোখ মুছে সুরের দেশে হারিয়ে গেলাম
❤️❤️❤️❤️ অনিমেষ রয়
অারে বাপরে গলার কি ধার🥺🥺!!
গানটা কে এতটা অাবেগ দিয়ে মনে হয় না কেউ কোনদিন গাইতে পারবে।
জিও ভাই ❤️❤️❤️
মনে হচ্ছে অমৃতরস শরীর বেয়ে বইছে.....
গানের প্রতিটি লাইন তো আমাদের জীবনের না বলা কথা গুলো।
সাথে আপনি এত আবেগ, দরদ নিয়ে গাইছেন মুগ্ধ না হয়ে কেউ পারবে না৷
আপনার জন্য শুভকামনা রইল।
গানটায় নিজেকে হারায় নিলাম
আর এতো সুন্দর হয়েছে বলে বুঝানো যাবেনা
অসাধারণ।
কি বলব ঠিক বুঝতে পারছি না!!!!সময় এতো খারাপ যাচ্ছে....এমন গান শুনে কাঁদতে থাকি!!!!একদম মনে গিয়ে লাগে গানটা❤️❤️
মানুষ বেঈমা
Excuse me
😢❤️
same to. You...
ছেলেদের যে কান্না করা নিষেধ তা মনে হয় আপনি জানেন না😊😳
এমন গানে আর সূরে
কন্টেন্ট এ মিলিয়ন ভিউ পড়া উচিৎ।
এগিয়ে যান দাদা সামনে উজ্জ্বল ভবিষ্যৎ
Darun darun dada kono kotha hobe na
এই প্রথম কোন গানে কমেন্ট করলাম
এই সুর এই কথার মাহাত্ম্য যারা উপলব্ধি করবে
তারাই লিজেন্ড 🖤 এগিয়ে যাও দাদা
আহ্ এতো দরদ দিয়ে গান টা গেয়েছেন যে চোঁখে পানি চলে এসেছে।😥😥😥😥
🙏🙏🖤🖤🖤
আজ এই গান শুনে ঘুমাইতে পারলাম না। পাগল হয়ে গেছি।জয় হোক মানবতার
দাদা আপনার গানের প্রেমে পরে গেলাম
কলিজাটা ঠান্ডা হয়ে গেল
অতীতগুলো খুবই মনে পড়ে যাচ্ছে❤️❤️❤️
Song ta sonar sathe sathei complete na korei download korchi
এখন সময় সকাল ৭ঃ২৫ । বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে কফির মগ হাতে নিয়ে বসে দুই কানে ইয়ারফোন গুজে গান টা প্লে দিলাম । চোখ বন্ধ করে একটানা ৬ বার শুনেছি । গানের প্রতিটা কথায়,বাদ্যযন্ত্রের সুরে হারিয়ে যাওয়ার মতন অবস্থা । আপনার কন্ঠে আর বাদ্যযন্ত্রে নেশা আছে । শুনলে শুধু শুনতেই ইচ্ছা করে । কেমন এক হাহাকার আপনার কন্ঠে আবার কেমন যেন এক ভালোলাগা 💙
এতো দরদ দিয়ে গান আমি খুব কম শুনেছি। প্রতিদিন একবার হলেও শুনি। সৃষ্টিকর্তা আপনাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই হয়তো এতো দরদ দিয়ে গান গেয়ে মানুষের মন জয় করতে পেরেছেন।
ভালোবাসা নেবেন দাদা ❤❤
অসাধারণ কথা ও সুরের মেলবন্ধন... কণ্ঠে এতো দরদ..... সত্যিই মন যেনো সব চিন্তা ভাবনা ছাড়িয়ে কোথায় হারিয়ে যায়. 💐💐
মন ছুয়ে গেল ভাই, অনেক ভাল লাগল। অনেক শুভকামনা ❤️
ভাই এমন একটা গান গাইলেন শুনে বাস্তবতা চুখে পরল ❤😔
এক অন্য রকম ভালোবাসা আছে গানটাতে আমি প্রতি দিন এক বার হলেও এই গান টা শুনি আর কোনো এক বেইমানকে সরন করি 🙂🙂
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।” “বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উলটো পিঠে।” “জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়।” “এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
Protita jugol ekta somoy sese ekjon onnojoner kache beiman khetabe keno vusito hoye jai amra ???
Prem ki etotai thunko? naki premik/ premika gulo thunko??
দাদা যদি আপনার পাশে বসে কোন এক রাতে নিরজনে এই গানটা শুনতে পারতাম তাহলে নিজেকে আরেকবার হইতবা খুজে পেতাম। ভালাবাসা রইলো বাংলাদেশ থেকে ❤️
ভালবাসা নিবেন দাদা! আমিও বাংলাদেশি❤️❤️
Love you to from india❤
~তারা কল্পনায় সুন্দর, প্রিয়,মধুর🥰🥀
~বাস্তবে ছারখার,ভয়ংকর💔🥀
🙏🙏
খুব সত্যি
Osadharon 💔
@@bipashamallik5650 ভাঙ্গা মন নিয়ে, যা বলবেন সব মধুর লাগে❤️
~তারা কল্পনায় সুন্দর, প্রিয় মধুর 😍🥀
~বাস্তবে ছারখার, ভয়ংকর 💔🥀
আপনার লাইভ গান শুনার ইচ্ছা আছে দাদা।ঢাকা আসলে, টিএসসির চায়ের দাওয়াত রইলো, গান হবে আডডা হবে। ভালোবাসা জানবেন দাদা❤️।
You deserve more recognition. Keep making good music.
যখন তার কথা খুব বেশি মনে পরে, এই গানটা শুনে মন কে বুঝ দেই, কেমন যেন নিজের কথা গুলোই আপনার কন্ঠে শুনতে পাই.. ভালো থাকুক সে ভালো থাকুক.... 🖤
অনিমেষ ভাই। বাংলাদেশে অনেক গায়কের জন্ম হয়েছে। কিন্তু রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মুজিব পরদেশী আর মমতাজের মতো ভারতীয় উপমহাদেশের বাঙালীদের কাছে এতো জনপ্রিয় আর কোনো গায়ক হতে পারে নাই। তুমি মনে হয় আবার সেই রেকর্ড গড়বে। ভালোবাসা রইলো আসাম, ভারত থেকে ❤️❤️🥰😍🇮🇳🇮🇳🇮🇳
আপনি অনেক দূর এগিয়ে যান এই দোয়া করি। ভালো লাগে আপনার গানের কন্ঠ।
আহা কি দরদী কন্ঠ!! হাতে নিকোটিন এর জলন্ত আগুন, আর প্রিয় মানুষের রেখে যাওয়া স্মৃতি। এইতো আছি বেশ জীবন সুন্দর 🌸
ধন্যবাদ ছোট ভাই নাজমুল হাসান অন্তু..❣️
এত সুন্দর গানের লিংক টা দেবার জন্যে।
অনিমেষ দাদা খুব সুন্দর গেয়েছেন বুকটা ভরে গেলো। ভগবান এর কাছে প্রার্থনা করি ভালো থাকেন& সুস্থ থাকেন। অনেক অনেক ভালোবাসা নিবেন দাদা ❤❤️
আজ প্রথম গানটা ১০১ বার শুনলাম।এত মায়া আছে এই গানে যেটা বলে বোঝাতে পারবো না।যারা কমেন্ট গুলো করছে শুধু তারাই জানে এই গানে কতটা মায়া
অনিমেশ দা, তোমার একজন একনিষ্ট ভক্ত আমি। আরো এমন হদয়সপর্শী গান লিখো
দাদা এক কথায় অপূর্ব তোমার কণ্ঠ, গানের কথা ও অভিব্যাক্তি,😍😍 ভক্ত হয়ে গেছি এক কথায়
দুঃখ জীবনের একটা অংশ !
দুঃখ না থাকলে হয়তো সুখ কি জিনিস আমরা বুঝতাম না🖤🖤
A friend from telegram suggested me this song...and now I'm in love with this song ❤️ I don't know why this song feels so close to me😌
🙏🙏🙏🙏💙💙💙
Your friend must be very lucky to have you!
@@samantasunanda 😌😌
Tai kii
❤️🙏
মনের যত দরদ আছে মনে হচ্ছে সবটাই উজার করে দিয়েছেন। সত্তি আসাধারন।
তোমার গান টা শুনে পুরো কলিজায় লাগলো.....অসাধারণ গান❤
I have heard this song almost 100 times in a row , wow it's just amazing . The way you sing brother with that intention , purity , love and pain it's just something out of the world . keep up the good work brother , may Allah bless you . Take love 🧡❤️🧡
🙏🙏❤
টানা ৫ বার শুনলাম....অসাধারণ ভাই..এগিয়ে যান...শুভ কামনা রইলো
🖤🖤🖤🙏🙏
সত্যি দাদা আপনাকে নিয়ে অনেক গর্ব হয় আমাদের ময়মনসিংহ বাসীর, আর বহুদূর যেতে হবে আপনাকে আপনার জন্য শুভ কামনা রইল 🥰
অর্ণবের কন্ঠে রবীন্দ্র সংগীত শুনলে মনে হয় কলিজাটা টাইনা ছিঁড়ে নিয়ে যাবে, আপনার কন্ঠে গান শুনলেও একই অনুভূতি হয়। এত দরদ দিয়া খুব কম শিল্পিই গাইতে পরে। অনেক অনেক আশির্বাদ থাকলো, সামনে আরো গান পাবো এই আশায়।
সুন্দর যে এতোটা ভয়ংকর হতে পারে এই গানটা শুনার আগ মূহুর্ত পর্যন্ত আমার জানা ছিলো না,,,
শুভকামনা রইলো ভাই,,love u💕
আহা
অসাধারন সৃষ্টি♥️, অন্তর নিংড়ে দরদ ঝড়ে পড়েছে গায়কী তে। জীবনে বিচ্ছেদ বিরহে যন্ত্রণার পাওয়ার মুহূর্তে এমন গান শুনলে মনে হয় ঈশ্বর আমার জন্যই পাঠালেন গান টা আপনার মাধ্যমে।
তবে এই গান টি যে কোনো সময়ই শুনলে হৃদয় একবার হলেও মোচড় দেবে। অনেক শুভকামনা ও ভালোবাসা। ♥️🙏🙏
You Deserve More Subscriber Brother ... Best of luck
🙏🙏💙💙💙
- সে নাকি'আমার ভালোর জন্য-ই, আমাকে ছেরে চলে গিয়ে ছিলো !🖤
Amare oh amon kota bolse 💔🙂
ভালোবাসা অসহায়😢
চোখের কোনে জল চলে আসলোরে ভাই, এই সুর এই গান বেঁচে থাকুক সারা জীবন, সবার হৃদয়ে, অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি...🥰🥰
কি দারুণ মায়া যেন নিজেই অজান্তে চোখের জ্বলে ভিজে গেলাম ❣️ শুভকামনা অনিমেষ দাদা
জ্বলতেছিল আগুন মনের ভিতর!।তোমার সুরে শান্তি এনে দিলো❣️
ভালোবাসা ভাইয়া❣️
🖤🖤🙏🙏
অসাধারণ গানের কথা সাথে কন্ঠ এবং বাদ্যযন্ত্র সব মিলিয়ে একটা অসাধারণ সৃষ্টি। হৃদয় ছুঁয়ে গেছে, অনেকবার শুনেছি আরো অনেকবার শুনবো। ভালোবাসা অবিরাম❤️❤️...
🙏🙏🙏🙏💙
আমার খুব আফসোস হচ্ছে, কেন আমি এতদিন আপনার নামটাও শুনলাম না! কী অসাধারণ গায়কী আপনার! সেইসাথে আঙুল দিয়ে যে অলৌকিক সুরের মূর্ছনা সৃষ্টি করে গেলেন, তুলনা হয় না দাদা! অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।
🖤
কি যেন আছে গানটার মাঝে❤️❤️
সত্যিই মনটা জুড়িয়ে যায় গানটা শুনে।
35k+ সাবস্ক্রাইবার থেকে গানটি শুনে আসছি। খুবই ভালো লাগে, যখনই মন খারাপ থাকে তখন সার্চ দিয়ে গানটি শুনি
খোলা আকাশের নিচে হাতে একটা সিগারেট আর এই গান সিগারেটের প্রতি টানে টানে পুরোনো আবেগ গুলো পুরে ছাই হয়ে আকাশে মিশে যাচ্ছে অনুভূতি😔💔😔💔
তোমার গানটা যতই শুনি ততোই শুনতে ইচ্ছে করে।।।আহা 😍😍😍❤ কী দরদ দিয়ে গানটা করেছো 😊😊😊আরো আরো গান চাই
Hi
কি বলবো দাদা...
নির্বাক নির্বোধ এর মত শুনেই রাত পার করে ফেললাম..
লাভ ইউ দাদা.💗🥀
🙏🙏🙏💙💙💙
অসাধারন গান, অসাধারন গায়কী। অন্তরের খুব গভীর থেকে না গাইলে এমন দরদ আসার কথা না। এমন আরো দরদীয়া গান শোনার আশায় রইলাম ভাই
লিখতে গেলে আামার জীবন ফুরিয়ে যাবে তাও শেষ হবে না, অসাধারণ এর উপর কিছু থাকলে তা বলতাম। মন জয় করে নিয়েছেন ভাই, অনেক অনেক ভালোবাসা,
Absolutely mind blowing 🥰
Such a masterpiece 💥👌
Keep it up brother ❤️
বৃষ্টির দিনগুলো এসব গানের জন্য বরাদ্দ থাকুক
❤❤❤❤❤
একেই বলে সুর এর সহিত মধু ছড়ানো৷ ভয়ঙ্কর রকমের ভালো গেয়েছেন।
how bhai????how do you sing like this wonderfully?mesmerizing
দাদা গানটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না😢 অতীতের সব স্মৃতি মনে পড়ে গেলো, মানুষ এত স্বার্থপর কিভাবে হয়, সত্যিকারে ভালোবাসা দেখিয়ে পরে আবার কেন চলে যায়। দাদা আপনি জনস্রোতের হৃদয়ের মাঝে আজীবন লেখা থাকবেন।
ভালোবাসা নিয়েন ভাই ❤️❤️🥰🥰
প্রিয় মানুষটার কথা মনে পড়লেই 🥺💔এই গানটা শুনি হ্যাড ফোন কানে দিয়ে
#গানের প্রতিটি লাইন কলিজায় লাগে।
কি সুন্দর গান
🙏🙏💙💙
আত্মা ঠান্ডা হয়ে আসে।এত আবেগ এই কন্ঠে!
গানটা শুনছি আর অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে।অসাধারণ কন্ঠ!কি দরদ!বেচে থাকুন...গাইতে থাকেন💕
সাধারণ কিন্তু খুব অসাধারণ ✨❤️
কি সুন্দর গাও তুমি দাদা, রোজ শুনি ❤️
এত আবেগ দিয়া গান সবাই করতে পারেনা।
গানটার মধ্যে একটা না পাওয়ার দুঃখ আছে,বুকের বিতর না পানার হাহাকার উঠে।
কথা দিয়ে যেন কোন মানুষ কথা না ভাঙ্গে...
কেন যেন অন্য রকম একটা ফিল পাই দাদা আপনার গানে💔🥀
মন খারাপের খোড়াক আপনার কন্ঠ ও গান❤️
আহা!
মন প্রাণ জুড়িয়্ গেলো গানটা শুনে ❤️❤️❤️❤️
hi.
আজ প্রথম একটা রিলস থেকে দুটো লাইন শুনে ইউটিউবে সার্চ দিয়েছিলাম। এক কথায় অসাধারণ 🥰
কি অসাধারন গীতি ( lyrics) ।।
মনের শান্তি,
কানের শান্তি,
মস্তিস্কের প্রশান্তি..
No words can describe how beautiful mesmerizing soulful performance it is. It relates with everyone's life. You are blessed 🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
🙏🙏🙏💙💙💙
এতো আপন মানুষ গুলো এক সময় এতোটাই পর হয়ে যায় যে চোখ তুলে তাকানোরও সাহস হয়ে ওঠে না 💔😢😢 তার সামনে গেলে বুকের মধ্যে এক অস্তির কাজ করে যা মুখে বলে বুঝাতে পারবো না😢 মনে হয় এই বুঝি প্রাণ টা চলে গেলো😢😢😢😢 কিন্তু সে মানুষ গুলো কখনোও বুঝতে পারে না 😢😢😢😢💔💔💔 ভালো থাকুক ছেড়ে যাওয়া মানুষ গুলো
After ages a unique piece of peace! Stay blessed.
🙏🙏🙏🙏❤❤
মুর্শিদাবাদ থেকে একরাশ ভালোবাসা রইলো ভাই আপনার কাছে....।গানটা শুনে বুক ফেঁটে যাচ্ছে ভাইজান😭😭😭
মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন, ভাই, কি আশ্চর্য যাচ্ছেই না। সারাদিন কতবার যে শুনলাম। বহুদিন মানুষের মনের গভীরে আপনার সঙ্গীত অনুরণিত হবে।🎉💐💐🙏🙏
অদ্ভুত মায়া জড়ানো রয়েছে আপনার কন্ঠে।
গানটি আপনি যেভাবে যত্ন করে লিখেছেন। গেয়েছেনও খুব অসাধারন করে। যা অদ্বিতীয় হয়ে রইবে!
Unbelievable combination of melody, vocal, instrument and the environment, I am wordless to express my feelings after listening a priceless singing and lyrics too. 🧡💛💚💙
A message to the future generations: "DON'T LET THIS SONG DIE"
🙏💚
কন্ঠ অসাধারণ,সাথে আছে নয়ন দা🥰তুমার তাল দেখে হেব্বি মজা পেলাম
অসাধারণ উপহার😐
কতো শত বার শুনছি আর কাঁদছি সেটা ঐ বিদাতা জানেন🥺