Je Ankhite Eto Hasi Lukano। যে আঁখিতে এত হাসি লুকানো । Bangla Sad Song । Talat Mahmood । Pialy
Вставка
- Опубліковано 13 січ 2025
- এটি একটি বহুপ্রতীক্ষিত গান, যেটি আমার বেশ কিছু শ্রোতাবন্ধুরা অনেক দিন ধরে শুনতে চেয়ে আসছেন। আমার একটি ছোট্ট শ্রোতাবন্ধু বিপ্রব রোজ রোজ আমাকে মনে করিয়ে দিতো এই গানটি গাওয়ার জন্য। বলা যায় প্রায় ওর জন্যই গান টি তাড়াতাড়ি তুলে গাইলাম আপনাদের সবার জন্য।
কথা:শ্যামল গুপ্ত
সুর:কানু ঘোষ
শিল্পী:তালাত মাহমুদ
কভারঃ পিয়ালী
আপনারা সবাই হয়তো জানেন আমার নিজের মৌলিক গান এর কথা। যারা জানেননা তাদের জ্ঞাতার্থে জানাই যে সুচিত্রা মিউজিক থেকে ১ সপ্তাহ আগেই আমার প্রথম বাংলা গান প্রকাশ পেয়েছে। ভালো লাগলে অবশ্যই শুনবেন। লিংক দেওয়া থাকলো।
• Bishad Bhule | বিষাদ ভ...
Follow me in Facebook:
/ pialymusic
Follow me in Instagram:
/ pialymusic
Copyright disclaimer ----
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video is made just for Promotional & non-commercial purposes. No copyrights infringements intended. Dear artists and producers .
All Rights to Music Label Co. & No Copyright infringement intended.
#pialykundu #banglagan #talat_mahmood #je_ankhite #all_time_greats #haranodinergan #bengalihitsong
ঈশ্বর যে কন্ঠে ঢেলেছেন এত সুর সে কন্ঠ থামিয়ে রাখার সাধ্য কার .....???সুস্থ হয়ে উঠুন শিগগির ।এখনও অ-নে-ক গান শোনার অনেক খিদে .....।
ধন্যবাদ অশেষ
@@PialyKunduOfficial khub sundar
খুব সুন্দর গেয়েছেন। আমার প্রিয় গান। নোটেশন গুলো ঠিক ঠিক ছুঁয়েছেন। শিখলাম।
কী হয়েছে পিয়ালী মায়ের?
দিদিভাই, গানটা আপনি অসাধারন গেয়েছেন। এককথায় অনবদ্য। যেমন কথা, যেমন সুর, তেমনই তার আন্তরিক উপস্থাপনা। একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আমার চেয়ে বয়সে অনেকটাই ছোটো। ঈশ্বরের কাছে প্রার্থণা করি, সুস্থ শরীরে থেকে, অনেকদিন ধরে এইভাবে আপনার সুরের মূর্ছনায় শ্রোতাদের মন্ত্রমূগ্ধ করে রাখুন। খুব ভালো থাকুন।
অনেক অনেক ধন্যবাদ
পাগল করা গান। আমি তো উচ্ছসিত। কি ভালো যে গাইলেন,আপনি নিজেই জানেন না। বারবার শুনতে ইচ্ছা করছে। এবং শুনব।মা সরস্বতী র আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এবং হবে। অসংখ্য ধন্যবাদ ওসাধুবাদ জানাই।
অনেক ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন 🙏
ভারত বহু খ্যাতিমান শিল্পীর সান্নিধ্যে সম্মানিত হয়েছে। এরই প্রবহমানতায় পিয়ালীর ন্যায় শিল্পীগণ তাঁদের সাড়া জাগানো সুর লহরীতে দেশের মান ভরপুর করছে। আমরা শ্রোতারাও সুখাবেশে অবশেষে ঋদ্ধ হচ্ছি। শিল্পীর হৃদয়ছোঁয়া গানের জন্য দোয়া থাকলো।
😀🙏
ভীষন ভালো লাগলো।এ ভাবে, এমন করে গাইতে হবে। আছি, চালিয়ে যাও। ভগবান তোমার মঙ্গল করুন।
তালাত মামুদের এত কঠিন গান যে ভাবে গেয়ে মন ভরিয়ে দিলে তা বলে ব্যক্ত করা যায় না ।
Anek dhanyobaad 🙏😀
এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সংগীত শিল্পী আপনি /অপূর্ব গেয়েছেন / শুভেচ্ছা
ধন্যবাদ অনেক
তুমি আমার কন্যাসমা। ইশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আরো বড় গায়িকা হও।
অনেক ধন্যবাদ
আহা কি দরদ, কি অভিমানী সুর, আমি গানটা শুনে মুগ্ধ হলাম,কোনো প্রশংসা যথেষ্ট নয়,,
হৃদয় উজাড় করে দেওয়া গান যা বার বার শুনতে ইচ্ছে হয়।
ধন্যবাদ
অনেক বেস্ততার মাঝেও তোমার গান শুনি।কারন তোমার কন্ঠে জাদু আছে। দোয়া করি তুমি অনেক বড় গায়িকা হও।
Thik bolechhen vaijaan...
কোনো দিন হবে না।
পিয়ালী, তোমার গলায় সত্যি সুরের জাদু আছে, অনেক আশীর্বাদ তোমায়।
অনেক অনেক ধন্যবাদ
হটাৎ করে কোন কারন ছাড়াই কান্না আসে। রাত যত গভীর হয় বুকের ভেতরটা চেপে ধরে। আজো ৪ বছর পর এমন মনে হয় আমার। তোমার কি এমন হয়, একটা শব্দ, একটা আওয়াজ, একটা ডাক শুনিনা কত বছর...😢
কী কন্ঠ ! কী গায়কী !! অদ্ভুত সুন্দর...
ধন্যবাদ অনেক 😀🙏
আবার শুনলাম, আবার ভালো লাগলো।
Dhanyobaad
কালজয়ী সুর, গান,সাহিত্য, নাটক কবিতা কোনটার অবদানই কম নয়।যা অকারণে মানুষের হৃদয় স্পর্শ করে সেটাকে দেশ কাল ধর্ম বর্ণ কোনটা আটকাতে পারে না বলে আমি মনে করি।
ধন্যবাদ অনেক 🙏
কোনও কথা হবেনা, কোনও কথা হবেনা।
অপূর্ব, অপূর্ব।
ধন্যবাদ, শুভ বিজয়া
চমত্কার কন্ঠ । অত্যন্ত ভালো গায়কী ।তালাত মামুদ শুনলে খুব খুশি হতেন ।
অনেক ধন্যবাদ
Asadharon khub sundor laglo gan khani thanks for uploading
অসাধারণ কন্ঠ, মুগ্ধ হয়ে গেলাম।
Thank you
খুব ভাল লাগলো পিয়ালী তোমার এই অনবদ্য নিবেদন। আলাদা করে আর কিছু বললাম না। কারণ তোমার এরকম গান শুনে আমি অভ্যস্ত। অনেক শুভেচ্ছা নিও।👌💐💐
অশেষ ধন্যবাদ
কি সুন্দর পরিবেশনা!শুধু মুগ্ধতা,প্রাণ ভরে উপভোগ ছাড়া কথা হবে না। ডাক্তারের দরকার হবে না, এইরকম গানে বিনা ঔষধেই মনে পুলক জেগে উঠবে।
অসাধারণ। যাদু আছে গলায়।
ধন্যবাদ অনেক 🙏
অপূর্ব সুন্দর গাইলে তুমি ।এত মিষ্টি গলা
অপুর্ব। অত্যন্ত প্রিয় গানগুলির মধ্যে অন্যতম।
Thank you
অপূর্ব, অতুলনীয়.. অসম্ভব ভালো একটি পরিবেশনা
Anek dhanyobaad
তালাত মাহমুদ এর এই গানটি আমার খুবই প্রিয়। পিয়ালী তোমার সুন্দর কণ্ঠে সুনতে পেয়ে খুবই ভালো লাগলো। ভালো থেকো।
ধন্যবাদ অনেক
গলায় যাদু থাকলে বাজনার যে প্রয়োজন নেই তা আপনার কণ্ঠে প্রতিফলিত হচ্ছে । আপনার কণ্ঠের যাদুর অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন ।
অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন 🙏😀
দিদি কি গাইলেন অন্তর ছুঁয়ে গেলো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো 😅ধন্যবাদ
ধন্যবাদ
সত্যি সত্যিই আপনি অনেক যত্ন করে গান করেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
অনেক ধন্যবাদ
Maa ki sunder voice .Apurba
Presentation .
আমি প্র্রথম থেকে গাওয়া সেই বিখ্যাত গান "যে আঁখি তে , ,' রোজ একবার করে শুনছি , পীয়ালী । দারুন দারুন দারুন দারুন।
ধন্যবাদ অনেক
Perfect Voice Pefect Song. অপূর্ব অপূর্ব ❤❤❤❤❤
অনেক ধন্যবাদ
পিয়ালী,তোমার প্রায় সব গান আমি বার বার শুনেছি। তোমার কন্ঠের যাদু আমাকে মোহিত করে।তোমার মংগল কামনা করি। নতুন নতুন গান ডাউনলোড করো।
ধন্যবাদ অনেক
পিয়ালী, তোমার এই গানটা আমার ভীষণ প্রিয় ।বারবার শুনতে ইচ্ছে করে।
ধন্যবাদ অশেষ 🙏
খুবই সুন্দর গেয়েছো ।। কণ্ঠ অভিব্যক্তি দুইই বেশ ভালো । শুভেচ্ছা রইল অনেক ।
অনেক ধন্যবাদ
তোমার গাওয়া এই আবেগ ভরা গানটা আবার শুনতে শুনতে আমার চোখে জল এলো। এতো সুন্দর গেয়েছো তুমি।
❤️❤️
(Q
@@PialyKunduOfficial 🇦🇸🇦🇸
বিধাতা সব সুর তোমার কন্ঠেদিয়েছেন ।সত্যিই অসাধারণ ।
ধন্যবাদ
আহা কি অসাধারণ অপূর্ব মনমুগ্ধকরা হৃদয়স্পর্শী পরিবেশনা । এমন আবেগ ও দরদ দিয়ে গাইলেন,মন প্রাণ ভরে গেল।
😀😊
যার কন্ঠে এতো সুর লুকানো
কূলে কূলে তার কেন আঁখি ধার,
যার গানে আছে এতো মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার..
খুব ভালো লাগলো ❤
Thank you
কাকু সত্যি তোমার গলায় সরস্বতী বরদান দিয়েছে। অপুর্ব।
ধন্যবাদ
দিদি ভাই গলায় এইসব গান সুনলে মনছূয়ে যায় ভালো থাকবেন। 🙏
ধন্যবাদ অনেক
অতুলনীয়, অকল্পনীয় very nice 👍
দিদি আমার খুব প্রিয় গান। খুব ভালো লাগলো। ভালো থাকবেন
অসাধারণ, এক মনোমুগ্ধকর পরিবেশনা।
শুভকামনা রইলো নিরন্তর 💝
অনেক ধন্যবাদ
💝👌💝👌💝👌💝👌
👉"প্রেম যদি ভরে এত সুধা গো তবু কেন হৃদয়ের ক্ষুধা গো"
সত্যিই অপূর্ব এক সুরের লহরী...
ম্যাডাম অপূর্ব গেয়েছেন....
মনটা ভরিয়ে দিলেন। এত কঠিন গান অপূর্ব সুন্দর গেয়েছেন। 👍
অনেকের মন ছুঁয়ে গেল আশির্বাদ রইল
কি আবেগ ❤❤❤ অসাধারণ হয়েছে ❤❤❤❤
ধন্যবাদ
অসাধারণ একটি পরিবেশনা.. বেশ শ্রুতিমধুর ও নিখুঁত
Dhanyobaad 😀🙏
এতো সুন্দর গলায় সূর ☝️ভাবলে কষ্ট হয়। এই জায়গায় দাঁড়িয়ে কেন? কম কোথায়? শুভেচ্ছা রইল।
ধন্যবাদ অনেক
এত মধুমাখা কন্ঠ, অসামান্য গায়কী নৈপুণ্য খুব খুব কম শুনতে পাওয়া যায়! সেই সঙ্গে অসাধারণ গানের নির্বাচন আমাকে যারপরনাই আনন্দিত করে! শুভকামনা।
বোন অপূর্ব । অসাধারণ পরিবেশন মন ছুঁয়ে গেলো
অসাধারণ পরিবেশনা । গান শুনে মুগ্ধ হলাম । শুভেচ্ছা রইল।
😀🙏
অসাধারণ।
ধন্যবাদ
Very very nice ❤❤❤❤❤sweet voice......❤❤❤❤❤
Thanks a lot
দুর্দান্ত! অসাধারণ! হৃদয় দিয়ে কিভাবে গাইতে হয় সেটা হয়ত আপনার গান না শুনলে পুরোপুরি বুঝতাম না। শ্রোতাদের কাছে আমার প্রশ্ন... যে শিল্পীর গানে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার?
Se ar ki kore bolbo 🥲
কি দিয়ে পুজিবো তোমায় প্রিয় শিল্পী। এত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে গানটি পরিবেশন করেছ। হৃদয়টা প্রস্ফুটিত হয়ে গেল। সত্যি মুগ্ধতায় ভরা প্রশংসিত। শুভকামনা অবিরাম। 🌺🌺
কি একরাশ আবেগ ভাব নিয়ে গানটি গেয়েছ, অপূর্ব লাগলো। গেয়ে যাও একদিন প্রতিটি মানুষের অন্তরে স্মৃতি হয়ে থাকবে, অস্ংখ্য ধন্যবাদ।
😀🙏
পিয়ালী কুন্ডু মধুর কন্ঠের শিল্পী!! গায়কীতে অসাধারণ নৈপুণ্যে ভরা। মনটা জুড়ায়ে যায়!! 🙋♂️🙋♂️🙏🙏
Happy to
তোমার গাওয়া গানটি শুনে মুগ্ধ হলাম।
কতো কঠিন গান কিন্তু কি সাবলীল ভঙ্গিমা, অসাধারণ
এ সুর মুগ্ধতার শুরু আছে শেষ নেই এমন আকুল করা গান মানুষ শুনবেই! এক কথায় অসাধারণ!
Anek dhanyobaad
দিদি তুমি দেখতেও ভীষণ মিষ্টি.... আর তোমার প্রতিটি গান আমার খুব ভালো লাগে.... এগিয়ে চলো
অপূর্ব সুন্দর ! মান্না দে'র চেয়েও ভাল । 🌹
Thanks but that’s impossible 😀
তালাত মামুদের দরদি কণ্ঠে গাওয়া এই পুরনো গানটি আমার অত্যন্ত প্রিয়। তোমার মিষ্টি গলায় গানটা শুনে আমি তৃপ্ত হলাম।
বাহ্ বাহ্...সুন্দর গেয়েছ।
দারুন গেয়েছ গো ।
অনেক ধন্যবাদ
বহুদিন পর পুনরায় সেই আবেগ ভরা কন্ঠে স্বর্ণযুগের গান শুনে সমৃদ্ধ হলাম, এভাবেই আমাদের মতো শ্রোতাবন্ধুদের গান (আপনার গাওয়া মৌলিক গানও) শুনিয়ে যাবেন এই আশা রাখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন….
Dhanyobaad 😀😀🙏
হঠাৎ কোন কারণ ছাড়াই কান্না আসে, রাত যত গভীর হয় বুকের ভেতরটা চেপে ধরে??? আজ ৬৯ বছর পরেও এমন হয় আমার। তোমারও কি এরকম হয়???
একটা শব্দ, একটা আওয়াজ, একটা ডাক,শুনি না! কত বছর হয়? অসাধারণ।
😀😀🙏
ONEK PAPER FAL *** ONEK REPENTENCE !
জয় শ্রী রাম!! দারুন মিষ্টি গলা!
আপনার কন্ঠে সব গান আমার খুব ভালো লাগে,এই গানটি খুবই মন ভরিয়ে দিল, খুব ভাল গেয়েছেন, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ অনেক
তোমার কন্ঠে এই গানটি শুনে আমার খুব ভাল লাগল। তোমার জন্য নিরন্তর শুভকামনা রইল।
Dhannobad.anek anek ovinandon. Suvecha. Pran vhore gelo.always god bless you.
সুন্দর হয়েছে
অসাধারণ
ধন্যবাদ অনেক
যত শুনি ততবার শুনতে ইচ্ছা করে। শুভ কামনা নিরন্তর
গানটি তুমি এতখানি ভালো গেয়েছ যে, গানটি শেষ হবার পর ও তার রেশ রয়ে গিয়েছে। চিরদিন হাসির মধ্যে থেকো। আর মানুষকে গান গেয়ে হাসিও।
খুব সুন্দর গান। সুমধুর কন্ঠে অপূর্ব লেগেছে ধন্যবাদ ম্যাডাম।
😀🙏
এখনই বসে বসে অনেক গুলো গান শুনে ফেললাম আপনার। খুব সুন্দর কন্ঠস্বর আর স্পষ্ট উচ্চারণ। শুভেচ্ছা রইল।
Thank u
Thank u
অপূর্ব... আপনার একটি সেরা উপস্থাপন
মনটাই ভাল হয়েগেল। ভাল শুনলাম।
কী অপূর্ব সুন্দর গান পরিবেশন করলেন তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল এবং তুমি কি করেছো তোমার থেকে এই বিচার কখনও মেনে নিতে পারছি না। আমরা ধর্মের প্রতীক।
ধন্যবাদ
কেঁদে কেঁদে হতে পারি নি দুজনার, সে আমায় ছেড়ে গেছে এ জীবনের জন্য, তোমার গান আমাকে মুগ্ধ করেছে, আরো চাই।
It is one of my favourite song.amar wife o ganta pachondo kore abog gay.khub valo geychen,,,,
Thank u
Pialyir kanthe Nazrul Geety akta jano Anyone matra payer....ashadharann laglo....abhabei agie jayo.
অসাধারণ, মন ভরে গেলো আনন্দে ও দুঃখে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।
গান টি শুনতে আমার খুবই ভালো লাগে বার বার তাই গান টি শুনি। শারদীয়া র সকালে তাই অভিনন্দন জানাই আপনাকে।
অনেক ধন্যবাদ 🙏
তোমার গান না শুনলে দিন ভালো যায় না।ভালো থেকো।
Anek anek dhanyobaad
এত অন্তর দিয়ে গান, মন ভরে যায়। এগিয়ে যেতেই হবে।
তালাত মামুদের দরদী কণ্ঠে গাওয়া এই বহু পুরনো গানটি আমার ভীষণ প্রিয়। গানটার কথা ও সুর অতি সুন্দর। তোমার মিষ্টি গলায় গানটা শুনে খুবই ভাল লাগলো।
Dhanyobaad
খুব ভালো লাগলো।অনেক সূক্ষ্ম কাজ রয়েছে গানটিতে- সৎ পরিবেশনা।
অনেক উন্নতি করো। পরিষ্কার সুরে তৈরি গলা-..clarity মুগ্ধ করে।
কি করেছো দিদি... এতো সুন্দর একটা গান শুনে গাইতে ইচ্ছা করছে... Osadharon.. Osadharon..99.995%perfect geyecho...
😀🙏
@@PialyKunduOfficial @amio একটু আধটু গাই... Starmaker এ... অনেক গুরু পেয়েছি... You tube এ তুমি আর ওই ki যেনো একটা বৌদি... নামটা ভুলে গেছি... এই দুজন আমার গুরু.. তাই তোমাদের গুলো সবসময় দেখি...
Sorojini gosh বৌদি... ইনি অনেক ভালো গায়.. সেও তোমার মতো আমার গুরু..
আচ্ছা SG অর্থ কি, Sourav Ganguly নাকি Shreya Ghoshal?
@@iamsorry410 @S=Sangeet, G=Guru, Sangeet jini বোঝেন তেমন মানুষ হলো SG.
শুনলাম।অপূর্ব পিয়ালী।আরো ভালো গান করো।
খুব ভালো লাগলো গায়কী।
ধন্যবাদ
অপূর্ব অসাধারণ গেয়েছেন । খুব ভালো লাগলো।
ধন্যবাদ
এই গান যতবার যেখানেই শুনি কেমন যেন দুর্গা পূজা দুর্গা পূজা মনে হয়। খুব সুন্দর দিদি
দরদী গলা। দারুণ ভাল লাগল।
Dhanyobaad
চমৎকার গাইলেন এতো সুন্দর গানটি।নিখুঁত কাজ গুলি আপনার অপূর্ব কণ্ঠস্বরে দারুন শুনতে লাগছে।অনেক অনেক শুভকামনা রইল।
আমার জীবন ধন্য হয় আপনার মধুর ও আবেগপূর্ন কন্ঠের গান শুনে