যে আঁখিতে এত হাসি লুকানো 🎤 তালাত মাহমুদ (with lyrics)

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 369

  • @RMT552
    @RMT552 10 місяців тому +59

    ২০২৪ সালে যারা এই গানটি শুনছেন, তাঁদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম। ❤️🌸

  • @sujitkumarroy8896
    @sujitkumarroy8896 2 роки тому +51

    তালাত মেহমুদ সাহেব একটা অসামান্য গায়ক।বাংলা ও হিন্দি দুই ভাষাতেই দক্ষ।

  • @sarkerashish9905
    @sarkerashish9905 2 роки тому +54

    যখন দুনিয়ার সব গানের প্রতি বিতৃষ্ণা আসে.. তখন এসব শুনি , অমৃত যেন❤❤❤

  • @AnikaBashar679
    @AnikaBashar679 2 роки тому +220

    আগের দিনের গানে এতো মিউজিক ছিল না।কিন্তু গানে কথায় আর সুরে ছিল অসম্ভব মিষ্টতা।মনটায় ভরে উঠে। মনে হয় বারবার শুনি♥️❤️গানের কথাগুলো এতো জোস হয় কিভাবে?? এখনকার দিনে এরকম গান মিস করি♥️❤️♥️

    • @zahirulhoque6907
      @zahirulhoque6907 2 роки тому +12

      এখন আর গান শুনিই না,বছরে হয়ত একটা দুইটা ভালো লাগে। এই গান সম্ভবত আমার জন্মের আগের কিন্তু এখনো স্বগর্বে বেঁচে আছে!!

    • @badrulalam3243
      @badrulalam3243 2 роки тому +5

      ভাই এটা নজরুলের গান

    • @biplabdas796
      @biplabdas796 2 роки тому +3

      Absolutely right

    • @netwarenetware8161
      @netwarenetware8161 2 роки тому +2

      sotti

    • @madhabmukherjee2819
      @madhabmukherjee2819 2 роки тому +6

      একদম সঠিক কথা বলেছেন যেমন কথা,সুর তেমনি গায়কী শৈলী ।

  • @SeikhAzharulHaque-dz2sh
    @SeikhAzharulHaque-dz2sh Рік тому +22

    এই গানটা শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম। প্রায় তিন সাড়ে তিন মাস গানটার ঘোর ছিল। এখনও সেই ঘোর কাটিয়ে উঠতে পারি নি। রোজ একাধিক বার শুনতে হত গানটা। এগুলো ব্যতিক্রমী ধরণের গান। শ্যামল গুপ্তর গানের বাণীও ব্যতিক্রমী। আহা! কী কথা! " সাগর কখনো চেয়ে দেখে না / বুকে তার কি রতন রয়েছে / কাঙালের মতো তীরে তীরে সে / ফিরে ফিরে অবহেলা সয়েছে "। পুরো গানটার কথাই অদ্ভুত কাব্যময়তায় ভরা। আর শ্যামল গুপ্ত সে যুগের গীতিকারদের মধ্যে অন্যতম সেরা। সে কথা মানতেই হয়। যেমন সেরা ভাস্কর বসু। " সোনার হাতে সোনার কাঁকন কে কার অলংকার "। আহা! কী সব গান! সতীনাথের পেলব দরদ ভরা গায়কী। আর এই গানে তালাত মাহমুদ এর কথা আর আলাদা করে কি বলবো? বলার অপেক্ষা রাখে না। হিন্দী, বাংলায় এ এক বিশেষ কণ্ঠ, বিশেষ সঙ্গীত মূর্ছনায় সম্মোহিত করে আমাদের। আমরা বিমোহিত হয়ে যাই। হয়ে পড়ি বাকরুদ্ধ।

    • @pradipbhattacharyya7195
      @pradipbhattacharyya7195 11 місяців тому +3

      "একলার ভালো লাগা কি আশে কেঁদে কেঁদে হতে চায় দু'জনার?"
      উফ্, গায়ে কাঁটা দিয়ে ওঠে

    • @JuellaK
      @JuellaK 8 місяців тому +2

      সত্যি সবই জীবনের সবুজ সময়ের অথচ তখন শোনা বারন ছিলো❤😊

    • @dipankargupta550
      @dipankargupta550 7 місяців тому

      তখন আমরা মানুষ ছিলাম -- তাই ওনাদের পেয়েছিলাম । আজ আমরা অমানুষ ,তাই শুধু ভেদাভেদ ।

    • @omarfaruqe3130
      @omarfaruqe3130 6 місяців тому

      ভাই কি সুন্দর লিখেছেন

    • @ujjwalbiswas230
      @ujjwalbiswas230 5 місяців тому +1

      এ গানটি একবার শুনলে মন ভরেনা। তালাত মাহমুদ স্যার এ গানটি যে কি দরদ দিয়ে গেয়েছেন তা বলার ভাষা নেই। এই গানটি গাওয়ার সময় মা সরস্বতী যেন উনার কণ্ঠে ভর করেছিলেন।

  • @devaprasadbanerjee6599
    @devaprasadbanerjee6599 Рік тому +21

    এই গান নাকি পুরনো গান ? নাহ্ , হতেই পারে না , এখনও হৃদয়ে ব্যাথা তোলে , চোখে জল নিয়ে আসে 😥

  • @ashimkumardas5169
    @ashimkumardas5169 2 роки тому +25

    জীবনের এক সন্ধিক্ষণে এই গানখানি গভীর প্রশান্তির আগমন ঘটিয়েছে,
    তাই দেশে বিদেশের অনেক বিষাদ সন্ধ্যায় এই গান গেয়ে গেয়ে আজ আমার নাম নিত্য সাথী এই গানখানি।

  • @ami_ar_amra
    @ami_ar_amra 2 роки тому +55

    আমাদের শৈশব কৈশোর প্রথম যৌবনের সে সময়ের গানগুলোতে সুরে আর বাণীতে অপরূপ মেলবন্ধন আজও অন্তরকে মাধুরী ভরা ভাললাগার সুস্বাদ এনে দেয় ।

  • @chittaranjandas1687
    @chittaranjandas1687 Рік тому +8

    এই গানটি র এত গভীর মর্মার্থ ভাবা যায় না। হৃদয় কে খুব দোলা দেয়। গীতিকার সুরকার ও শিল্পী কে আমার আজাদী স্যালুট জানাই।

  • @bimansen1636
    @bimansen1636 2 роки тому +12

    তালাত মাহমুদ এর স্বর্ন কন্ঠে ,,ব্যক্তিত্ব সম্পন্ন ও সৌন্দর্য এর মিশ্রনে সুচিত্রা সেন ও ঘরের লোক উত্তম কুমার,,,, এক স্বর্গীয় আবেশ।

  • @syedhasanimam5338
    @syedhasanimam5338 2 роки тому +13

    অভাবনীয় রুচিশীল উপস্থাপন, অজস্র ধন্যবাদ..

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 2 роки тому +36

    পুরানো দিনের গান খুব ভালো লাগে।বিখ্যাত শিল্পী হলে তো কোনো কথাই নেই।কতবার যে এই গানটি শুনেছি, তা বলার অপেক্ষা রাখে না।

  • @anwarulkalam9483
    @anwarulkalam9483 2 роки тому +41

    প্রেম যদি ভরে এতো সুধা গো কেন তার হৃদয়েতে ক্ষুধা গো যে মেঘে রযেছে এতো মমতা কেন তার বিদ্যুৎে হাহাকার
    যে আঁখি তে এতো হাসি লুকানো.......
    **লিজেন্ড তালাত মাহমুদ 💕

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 2 роки тому

      Ganty. Kar. Lekha. Tato. Dekhun. Talat. Ji. Kar. Gun. Er. Bidya. Nilen. Ter. Namaste. Bolun. Sur. Ta. Ke. Dilen. Takeo. Janun. Kabilekhak. O. Surokarke. O. Legend. Bolun. Bangla. Sahitya. Prithibir. Sreshta. Sur. Biswe. Anabdya. Janaganamano.er sur. O. Bangalir. Bandemataramo. Banglar. Geet givinder. O. Age. Chaitanya. Padabalio , banglarsur. Niye. Biswer. Gan. Bandha.,,famous hawa Research. Cholchhei. Surokar. Kavi. O. Gayakera Dhanya. Jara. Banglay. Gan. Geyechhen. Likhechhen. O. Sur. Diyechhen

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому

      অসাধারণ মন্তব্য 🙏

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому

      অসাধারণ 🙏

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 9 місяців тому

      Opprer kolir sate zogo sotre likazibon zaher soggo. Hoilo. Moron. Taher. Santo. Na.. Nizoom. Rate. Goomer. Gore. Tomi. Tare. Voli. Ona...... Cirodin. Mone. Reko...

  • @sushilkumarmandal3079
    @sushilkumarmandal3079 2 роки тому +13

    এই সমস্ত পুরনো রোমান্টিক গান শুনলে ফেলে আসা সেই স্মৃতি বিজড়িত দিনগুলির কথা গুলো মনে পড়ে যায়।

  • @aminislam4884
    @aminislam4884 2 роки тому +30

    আমার পুরা যৌবনের সময়ে এই তালাত মাহামুদের গানের স্পেসাল ক্যাসেটিই আমার কাছে ছিলো আজ অনেক দিন পর হঠাৎ করে ইউটিউবে এ্যানিম্যাল প্ল্যান দেখতে গিয়ে পেলাম, আর এই গানটি শুনতে শুনতে সেই অবিবাহিত যৌবনের দিন গুলিতে ফিরে গেলাম, কিন্তু এখন তো নামাজ রোজা করি এই গুলির প্রতি ধ্যান কমিয়ে দিয়েছি, কিন্তু গান গুলি এখনও অসাধারণ লাগে👍

    • @sandi30a07391
      @sandi30a07391 2 роки тому +2

      Eguli namaz rojar samatullo

    • @DipakKumar-lo5vl
      @DipakKumar-lo5vl 2 роки тому

      @@sandi30a07391 ঠিক বলেছ।

    • @aminislam4884
      @aminislam4884 2 роки тому +2

      @@sandi30a07391 আসলেই মন মানে না, এই সব গান পেলে হৃদয় জুড়িয়ে যায়, আজও শুনে ফেল্লাম❤️

    • @sandi30a07391
      @sandi30a07391 2 роки тому +1

      @@aminislam4884 sumadhur sangit o sat gayan Allah ,god ba bhagoban ke poear ek rasta .

    • @aminislam4884
      @aminislam4884 2 роки тому

      @@sandi30a07391 👍❤️

  • @hosnearabegum9719
    @hosnearabegum9719 2 роки тому +6

    প্রেম যদি ভরে এতো সুধা..অপরূপ।
    লিজেন্ড তালাত মাহমুদ।

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому

      অসাধারণ গায়কী

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 9 місяців тому

      Tomer &ohate. Coye. Sofout. Nilam.. Tomari. Takbo ami. Kota. Dilam. Ottom. Sochtra. K. Like. Gela/...

  • @muhammadrafiqulislamkhan6994
    @muhammadrafiqulislamkhan6994 2 роки тому +23

    গানের কথা, সুর, গায়কি সব মিলিয়ে একটা গান অনবদ্য হয়। আগের গানে কথাগুলো দিয়ে যথাযথ ভাব প্রকাশ করা হতো। কারণ, তারা মন বুঝতো, প্রেম, ভালোবাসা। কথার শব্দগুলো আসতো আত্মা থেকে। আর এখন সব কপি পেষ্ট। চিন্তাশীলতা নেই। দুঃখের গান গায় নেচে নেচে। অধিকাংশই ছেবলা টাইপের। কথার আগা মাথা নেই। এখানকার এক ব্যান্ড শিল্পী গাইছে, আমাকে ভেঙে চুড়ে চূড়ে ভেঙ গুড়ো গুড়ো.. মানে কি? প্রেমের কথাগুলো ষ্ট্রেইট হতে হয়। কেউ যদি সামান্য এই কথাও বলে, তোমার চোখ আমি ভালোবাসি, তোমার চোখ সুন্দর। আমি সুন্দর ভালোবাসি। আমি তোমাকে চাই। তুমি সারাজীবন আমার হয়ে থাকো। আমার সাথে থাকলে আমার যখন ইচ্ছে হবে তোমার মিষ্টি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো। তুমি আমার হও। এগুলোই সত্যিকারের ভাব। মানুষের মন এই শব্দগুলো শুনলে উদ্বেলিত হয়। অই সব গুড়ো পাউডার ধাচের শব্দে কোন মিনিং নেই। দূর্ভাগ্য ইয়ং জেনারেশন এইসব আজেবাজে শিক্ষা পেয়েই বখে গেছে। এজন্য ক্র‍্যাশের আধা ঘন্টা পর আসে ম্যাস। না প্রেম থাকে না মায়া। উপলুব্ধির গভীরতা অনেক কম। আগে ছিলো উলটো। পুরো আত্মা ঝাপিয়ে পড়তো কয়েকটা লাইন লিখতে গিয়ে। এজন্য দুই যুগ পরও আগের গান এখনো এতো জীবন্ত। অনুভূতিসম্পন্ন।

    • @hritikarudra6963
      @hritikarudra6963 2 роки тому

      ❤😢

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому +1

      খুব সুন্দর মন্তব্য আপনার 🙏

    • @nibarandebnath9159
      @nibarandebnath9159 2 роки тому +1

      ধন্যবাদ

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому +3

      অসাধারণ লিখেছেন 🙏

    • @muhammadrafiqulislamkhan6994
      @muhammadrafiqulislamkhan6994 2 роки тому +1

      @@dilipsarkar7886আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য।

  • @shyamalpradhan7349
    @shyamalpradhan7349 2 роки тому +3

    আহা মন ভরে গেল।এরকম গান বোধ হয় আর কোন দিনই তৈরি হবে না।চিরদিনের অমর সঙ্গীত।কি সুর কি জাদু .....👍👌💐💐💐💐💐💐💐

  • @SANGEET_ENTERTAINMENT
    @SANGEET_ENTERTAINMENT 2 роки тому +5

    তহমিনা বোনকে অসঙখ ধন্যবাদ 🙏 এই সুন্দর গানটা ইউটিউবে লিরিক্স সহকারে আপলোড করার জন্য 🙏

    • @tahminahaque4947
      @tahminahaque4947  2 роки тому +1

      আনন্দিত হলাম জেনে দাদা 🙏

  • @satyajitganguly3135
    @satyajitganguly3135 2 роки тому +21

    Amazing melody from the gone by days.....when lyricist, music composer, singer worked in tune to create such soleful soothing and vibrant songs !!

  • @pradipmondal751
    @pradipmondal751 2 роки тому +5

    আহা! তপ্ত দুপুরে একঝলক শীতল বাতাস সম 🙏

  • @gandhikumarkar2166
    @gandhikumarkar2166 Рік тому

    Samoi er sathey ei sab kaljoyee gaan hariye jaini....purano o hoini. Jatobar suni tatobari mon voriye dei. Onar mato eto surela gala khub kom shilpiri achey. 🙏

  • @shownisarkar5365
    @shownisarkar5365 2 роки тому +9

    অপরূপা মহা নায়িকা। ধন্যবাদ আপনাকে।

    • @tahminahaque4947
      @tahminahaque4947  2 роки тому +1

      সত্যিই অপরূপা ❤️🙏

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 2 роки тому +7

    🥀 সত্যিই!!!জীবনটা কেন এমন হয়। সারা দিন সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার জন্য, অথচ প্রতি রাতে চোখের জল ফেলে নিজের মনকে শান্ত করতে হয়। দারুন একটা গান-যা কোনদিনও পুরানো হবে না।🥀🥀🥀

  • @farimsheikh9151
    @farimsheikh9151 2 роки тому +7

    হৃদয় উজাড় করা এ গানে
    প্রাণ ভরে গেল ৷

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому

      ঠিক বলেছেন

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому

      মনের কোথায় যেন একটু মেঘ জমে ওঠে 🙏

  • @alamgirkhan6041
    @alamgirkhan6041 2 роки тому +23

    So melodious, so vibrant a voice that soothes the heart of its listener. The great singing star Talat Mahmood, singer of such melodious songs, is gifted with the rare gift of God. Besides, innumerable film songs, his contribution to Bengali songs is unparalleled as well. Really, " OLD IS GOLD. " so to say.

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому +1

      খুব সুন্দর মন্তব্য 🙏

    • @dewdrops5969
      @dewdrops5969 Рік тому

      ​​@@dilipsarkar7886আপনার হৃদয়বোধ আছে , তাই ভাল লেগেছে। দুই বছর আগে মান্না দের "বড় একা লাগে " গানটিতে আমার লেখার প্রেক্ষিতে আপনার মন্তব্য দেখেছিলাম।

  • @dhurjatiprasadsamanta6299
    @dhurjatiprasadsamanta6299 2 роки тому +2

    আহা! কণ্ঠে সুধা বর্ষণ!

  • @uttammukherjee5739
    @uttammukherjee5739 2 роки тому +3

    খুবই সুন্দর লাগলো গানটি। অনেক অনেক ধন্যবাদ।এই মিষ্টি গানটি শোনানোর জন্য।

  • @SANGEET_ENTERTAINMENT
    @SANGEET_ENTERTAINMENT 2 роки тому +3

    এমন হারিয়ে যাওয়া স্বর্নযুগের শিল্পীরা কি আর ফিরে আসবে কোনোদিন,যেমন কথা শিল্পীর রচনা,যেমন সুর শিল্পীর অবর্ননীয় সুর ঠিক তেমনি গায়ক গায়িকাদের মনমোহন পরিবেশন 🤗

  • @rekhamitra3862
    @rekhamitra3862 2 роки тому +3

    অতুলনীয়। কি ভীষণ ভালো লাগা গান।

  • @munshimekram
    @munshimekram 4 місяці тому

    অতুলনীয়, তাঁদের দেখলে মন শান্তিতে ভরে যায়। মহান আল্লাহ তায়ালা আপনি তাঁদের জান্নাতে স্থান দিবেন, সারা পৃথিবীকে তাঁরা সুখ দিয়েছেন। জান্নাতে আবার তাঁদের দেখতে চাই। কি সুন্দর-কি মধুর তাঁদের কথাবার্তা।।

  • @quamrulful
    @quamrulful 2 роки тому +9

    Far better singing than by any one else: unparallel.

  • @biswasexpress4256
    @biswasexpress4256 2 роки тому +7

    গানটি আমার জীবনের সব সব ব্যর্থতার সাদৃশ্য বহন করছে 🥰😭

  • @adisonmollick6309
    @adisonmollick6309 12 днів тому

    অসাধারন কেবল এই গানই নয় কিন্তু যাদের উদ্দেশ্য করে এই গান লেখা তারা যে অনেক মহান জগতের তারা । আমি পেয়েছি এমনই একজনরই সাক্ষাৎ ১৯৮২-১৯৮৬ পর্যন্ত তার সাহচর্য পেয়েছি আর তার নিকট হতে এই গানের ভক্ত হওয়া। আজও তারে ভাবি।

  • @sucharitabhattacharya8169
    @sucharitabhattacharya8169 2 роки тому +9

    খুব ভাল লাগল।

  • @abcshorttalk
    @abcshorttalk 2 роки тому +7

    প্লিজ আপনার প্লে লিস্ট আপডেট করতে থাকুন। এখন মধ্যরাত মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে মূল্যবান বস্তুর খনি পেয়েছি। মন্ত্রমুগ্ধের মতো একের পর এক আপনার প্লেলিম্টের গান গুলো শুনে যাচ্ছি।

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 2 роки тому +14

    এই ভেবে কষ্ট পাই যে, বাংলা গান সহ সাহিত্য সংস্কৃতির স্বর্ণ যুগ আর কোন দিন হয়তো ফিরে আসবে না।
    এখনকার পাচন অশ্রাব্য ও অসহ্য বোধ হয়।

  • @bhabanimaity6204
    @bhabanimaity6204 Рік тому

    আহা কী দরদী কথা আর গলা

  • @amaldatta174
    @amaldatta174 Рік тому

    অসাধারণ অনুভব সঞ্চারি এমন আবহে অনুপম কন্ঠ প্রবাহে ভেসে গেলো প্রাণ মন , ছুঁয়ে গেলো আত্মা !❤❤❤

  • @anitadatta1303
    @anitadatta1303 2 роки тому +12

    অনিনশ্বর সুরের ঈশ্বর হয়ে রবে তুমি অনন্ত কাল ।

  • @ramachakraborty-px8kh
    @ramachakraborty-px8kh Рік тому +1

    শিল্পী গীতিকার সুরকার সবাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রনাম অসাধারণ যতবার শুনি আশা মেটেনা

  • @udaynaskar8540
    @udaynaskar8540 2 роки тому +2

    এই, এ তো ভয়ানক সুন্দর গান , কি সুন্দর গানের কতা , পেরান টা জুড়িয়ে গেল । 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @abdulquyyum9860
    @abdulquyyum9860 2 роки тому +10

    অসাধারণ গান, অসাধারণ গায়কী।।

  • @bhaswatidutta5314
    @bhaswatidutta5314 2 роки тому +1

    Por por tinber sunlam... Osadharon

  • @subratasanyal6724
    @subratasanyal6724 2 роки тому +2

    এত সুন্দর গানের সঙ্গে এতো সুন্দর ছবি না দেখলে কি চলে?আমার তো দারুণ লেগেছে

  • @debahutichatterjitalukder8240
    @debahutichatterjitalukder8240 Рік тому +1

    আহা কি গান! কি কন্ঠ!

  • @nitaibanerjee4021
    @nitaibanerjee4021 2 роки тому +2

    অপূর্ব অনবদ্য অসাধারণ

  • @AsitKumarMishra-dh8io
    @AsitKumarMishra-dh8io Рік тому +2

    এতো মধুর কণ্ঠ বাংলা গানে আর এসেছে বলে আমার জানা নেই।

  • @bharatpathik9036
    @bharatpathik9036 Рік тому +4

    তৎকালীন সাহিত্য, সংগীত, সামাজিকতা, শিষ্টাচার ইত্যাদী প্রমাণ করে দূষণ শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশেই হয়নি, আমাদের মনেও হয়ে গিয়েছে।

  • @msshohelenterprise5917
    @msshohelenterprise5917 Рік тому

    এই গান নাকি পুরনো গান ? নাহ্ , হতেই পারে না , এখনও হৃদয়ে ব্যাথা তোলে , চোখে জল নিয়ে আসে ...................... mrh shohel mymensingh sirta

  • @prohaladsarker4917
    @prohaladsarker4917 8 місяців тому

    আ কি দারুন সুর,, চোখ বন্ধ করে এক মনে এক প্রানে গানটি সুনছি❤️❤️

  • @surjakumarsarkar6615
    @surjakumarsarkar6615 2 роки тому +3

    কি অসাধারণ, মনটা ভরে গেল

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz 2 роки тому +6

    মান্না,হেমন্ত-এর, এখন তালাত মাহমুদের গান সমূহ শুনে মন-প্রাণ ঠান্ডা হয়ে গেল।

  • @pradipbhaumik8326
    @pradipbhaumik8326 5 місяців тому

    এই সব গান শুনতে শুনতে বূদ্ধ হলাম। কতবার যে গানটা শুনেছি গুনে শেষ করতে পারবো না। গানটা এখনও শুণে মুগ্ধ হই।

  • @AbdurRahman-l6n3x
    @AbdurRahman-l6n3x 4 місяці тому

    অসাধারণ কন্ঠ। প্রতিটা গান ই মনের মাধুরী মেশানো এক অপূর্ব অনুভূতি।

  • @suneetamishra8768
    @suneetamishra8768 3 місяці тому

    I do not understand Bangla, yet this song touched my heart so deep. I figured the voice is of Talat Mehmood whose songs I love in Hindi. Been listening to it in loop !

  • @binakar6174
    @binakar6174 2 роки тому +8

    এই গানটি আমার যৌবন বেলায় এক মাদকতা তৈরী করেছিল যা চোখ বন্ধ করে আজও অনুভব করি

  • @sarbanipandit4712
    @sarbanipandit4712 2 роки тому +4

    কি সুন্দর গান। ☘️☘️

  • @dilipchakraborty2864
    @dilipchakraborty2864 Рік тому

    তালাত মাহমুদের গানটি ভবিষ্যত প্রজন্মের জন্য চার সবুজ হয়ে থাকবে।এই কণ্ঠ তো আর আসবে না।

  • @ramachakraborty-px8kh
    @ramachakraborty-px8kh Рік тому +2

    আহা...আমি যদি এই ভাবে গাইতে পারতাম ।

    • @KeshabChakraborty-tl2is
      @KeshabChakraborty-tl2is Місяць тому

      ইচ্ছেটাই বড় কথা। অন্ততঃ শুধু নিজের জন্য চেষ্টা করুন। পারবেন। বার বার শুনতে হবে।

  • @Anirban-qs2ll
    @Anirban-qs2ll Рік тому +4

    Friendship is better than Marriage, Congratulations 🎉❤😊🙏

  • @sheelasamanta9038
    @sheelasamanta9038 Рік тому +1

    অবিস্মরণীয় শিল্পী র কণ্ঠে গানটি স্বরনীয় হয়ে আছে।

  • @prasantachakraborty8767
    @prasantachakraborty8767 2 роки тому

    অসাধারণ তালাত সাব্।।

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q Місяць тому +1

    সাগর কখনো চেয়ে দেখেন না ----------------- বুকে তার কী রতন রয়েছেন ------------------ রাঙালের মত তীরে তীরে সে --------------- ফিরে ফিরে অবহেলা সয়েছেন 🙏🙏🙏💚💚🌹💛💛♦️🌹⭐️👌

  • @satinathbairagya41
    @satinathbairagya41 2 роки тому +11

    Heavenly voice matching the superb Melody

  • @goutambiswas2959
    @goutambiswas2959 Рік тому

    সুন্দর উপমায় রচিত সুমধুর বাণীর সাথে সঙ্গতিপূর্ণ দরদী সুরের ছোঁয়ায় সৃজিত এই গান শিল্পীর অনবদ্য কন্ঠমাধুরীতে গীত হয়ে চিরদিনের গান হয়ে রয়ে গেছে।

  • @Debpanda3498
    @Debpanda3498 2 роки тому +6

    মনটা ভরিয়ে দিলেন

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 3 місяці тому

    সবমিলেই অপূর্ব !

  • @ArunDas-cw5lo
    @ArunDas-cw5lo 2 роки тому +6

    যত ই শুনি মন ভরে যায়।

  • @Anirban-qs2ll
    @Anirban-qs2ll Рік тому +2

    Congratulations 🎉

  • @sailendrakrde6278
    @sailendrakrde6278 9 місяців тому +1

    এই সব শিল্পীদের মধ্যে রয়েছে ভগবানের আশীর্বাদ

  • @iamsangeet
    @iamsangeet 2 роки тому +2

    Song singing Asif by 💖 not speaking by mouth.... really makes us speachless

  • @rubakhan7544
    @rubakhan7544 3 дні тому

    গান শুনে মনে হয় যেন অমৃত ধারা বইছে....❤

  • @rajibneogy5879
    @rajibneogy5879 2 роки тому +2

    অপূর্ব

  • @salimahmedahmed6544
    @salimahmedahmed6544 2 роки тому +2

    মন হারিয়ে যায় অতীতে স্মৃতি কথায়।

  • @alponajahansunny246
    @alponajahansunny246 2 роки тому +3

    প্রকৃত ভালোবাসার ব্যথাটা এরকমই......

  • @nazrulislam1647
    @nazrulislam1647 7 місяців тому

    এ গানটি মন্ত্রমুগ্ধের মতো বার বার শুনি। তবু মনের মধ্যে অতৃপ্ত বাসনা থেকে যায়।

  • @bharatichatterjee7360
    @bharatichatterjee7360 Місяць тому

    Congratulation.toruntopon dhor excellent nojrilgiti kotipronam Kobi k binomro srodhya surokar mulkingbontisongitsilpi talat mamud

  • @AnupkumarChakrabarty-sn7bp
    @AnupkumarChakrabarty-sn7bp 11 місяців тому

    যেমন কথা তেমন সুর তেমন গায়কী--অসাধারণ

  • @mkbiswas3898
    @mkbiswas3898 Рік тому

    যে শোনাচ্ছে প্রতিনিয়ত এত ভালো ভালো গান তার দীর্ঘ জীবন কামনা করি।

  • @tahominaalam7744
    @tahominaalam7744 2 роки тому +2

    ও কারা,আমার সংগীতের
    নীলাম্বরী আঁচল উড়ায়াছে,
    পশ্চিমা হাওয়ায়।

  • @nirmalkumarchattopadhyay1362

    নির্মল চক্রবর্তী
    বারাকপুর
    এমন গান আর হবেনা। কারন তালাত
    মাহমুদ আমাদের ছেড়ে চলে ‌গেছেন

  • @llicksand675
    @llicksand675 Рік тому +2

    সর্কালের প্রেমমগ্নতার জ্যোতিতে ভরা এ গান !

  • @mistermisra7104
    @mistermisra7104 2 роки тому +2

    After decade long listen now this golden melodious voice. The words ...its simple lines carefully designed which toches my heart still today.

  • @drashokpatnaik6468
    @drashokpatnaik6468 2 роки тому

    Superb upload Tahmina ji

  • @faridmollik
    @faridmollik Рік тому +1

    মন মুগ্ধ করার মতো গান,,, 💗

  • @azharulislam9383
    @azharulislam9383 Рік тому +1

    এই গান কখনও ভোলার মত নয়
    তেমনি অভিনেত্রী কে।

  • @GopalDas-fc9cj
    @GopalDas-fc9cj Рік тому

    Mon bhore galo money hay barbar suni.🎉❤

  • @ramendebasisi5117
    @ramendebasisi5117 2 роки тому +2

    বাহ

  • @sreekumarchatterjee9080
    @sreekumarchatterjee9080 11 місяців тому

    The lyrics, words,and passion can defeat any modern song which is
    only intelligent expression of art.

  • @Mithu73-r2r
    @Mithu73-r2r 2 місяці тому

    Opurbo sundor.❤❤❤

  • @mondiramondal6484
    @mondiramondal6484 9 місяців тому

    2420 সালে ও এ গান অমর হয়ে থাকবে❤ যাদের অনুভব করার তাঁরা ঠিক ই 3:15 অনুভব করবে। ব্যাথিত হৃদয়ে যখন প্রকৃত স্বর্গীয় প্রেমের শূন্যতা অনুভূতি হবে, তখন সেই ব্যক্তিকে আসতেই হবে এই গান শুনতে । কিশোর কুমারের গানের কথায় বলে যাই.... যদি নুতন কোনো জন্ম পাই আসবো আবারও এই গান শুনতে🙂❤🙏
    বর্তমানে আমি এই প্রজন্মের মেয়ে একজন কলেজ স্টুডেন্ট।

  • @amitchanda1234
    @amitchanda1234 2 роки тому +6

    Suchitra Sen looks like a bit yester year Hollywood Heroine. For this type of looks Suchitra Sen was called ' The *Greata Garbo* of India. 👍🌹❤

  • @bepositive1273
    @bepositive1273 2 роки тому +4

    মন ভরে গেল

  • @profdrmahannan2977
    @profdrmahannan2977 2 роки тому +12

    Excellent, Extraordinary, Exquisite rendition,Talat Mahmud sb.You are unparalleled, Unmatchable, incomparable,invincible, immortal.May Allah grant you Zannat.Uploading of such wonderful melody will undoubtedly divert our derailed young generation from turbulent music to a significant extent.Photo glimpses of late Mohanayak and late Mohanayika have enriched the melody.Thank you so much for uploading this masterpiece.

  • @Panchmisalihesal
    @Panchmisalihesal 2 роки тому +3

    অসাধারণ।

  • @pinakisi9879
    @pinakisi9879 2 роки тому +1

    অতুলনীয়

  • @t.kbandopadhyay9043
    @t.kbandopadhyay9043 Рік тому

    Wonderful song of about 50 yrs ago......
    still so refreshing of mind ...
    in all traits.... lyric - music - and the voice ..
    really ever green ...

  • @dewanakstv231
    @dewanakstv231 2 роки тому +2

    অসাধারণ

  • @banshibadanmukherjee4648
    @banshibadanmukherjee4648 11 місяців тому

    করুণা বেদনা কি এত হৃদয়স্পর্শী হয় !