কোনো কথা হবে না,, পিয়ালী তোমার কণ্ঠের মাধুরী,,, জাদুতে,,, শ্রোতা বন্ধুরা,,,, সুধা পান করছে,,, আর এই গানটা শোনার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকা,,,,, রেশ থাকুক আরো,,কিছুটা সময়,,, আমার প্রয়াত,,,,,,,বাবার খুব পছন্দের কালজয়ী সংগীত শিল্পী ছিলেন,, Robin majumdar,,,, shunten এই সব গান,, প্রায়,, pochonder সবগান মুখস্থ ছিল,,, babar,,,, আর তুমি মনে করালে এই গান হারানো দিনের নয়,,,, খুব ভালো থেকো,,, ঈশ্বর তোমার আর তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন..... যে এতো ভালো সংগীত সাধনায় ব্রতী হতে পারে,,,,,, সে যেন প্রকৃত সুখ o শান্তি লাভ করে.....🙏🙏❤️❤️
এত সুন্দর গান অনেক দিন শুনিনি। এত সুন্দর গান একমাত্র অতি দক্ষ শিল্পী ই একমাত্র গাইতে পারেন।😊 গানের ভাষা সূর ও গায়কী খুব সুন্দর হয়েছে। বারবার শুনতে ইচ্ছা করে।
গানটি শুনতে শুনতে মনে হলো প্রেমিকার বিরহ শিল্পী যেনো নিজ স্বত্তায় অনুভব করছে আর তারি অভিব্যক্তি তার কণ্ঠে । আমি এই প্রথম তোমার গান শুনলাম ।হৃদয় এর একটি সুপ্ত জায়গায় তুমি নাড়া দিয়ে দিলে ।অনেক দূর পৌঁছাবে তুমি ।❤❤❤❤
আপনি গানের প্রতিটি কথা, ভাষা, ভাষার নির্যাসের মধ্যে, গভীর অন্তঃস্তলের মধ্যে ডুবে গিয়ে তাকে প্রাণের আবেগের সর্ব্বোচ্চ স্তরে যে গভীর নিপুনতায় তুলে ধরেছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। কামনা করি --- গানকে নেশা হিসাবে এগিয়ে নিয়ে যান, যেটা 50/60/70 এর দশকে ছিল এখন বিলীন করার চেষ্টা চলছে। পেশা (অর্থ রোজগার) ছায়ার মতো পিছন পিছন আসুক।
@@PialyKunduOfficial তুুমি খুশি হলে আমারাও খুশি....একটা কথা বলব ? যদি কিছু মনে না করো , কথাটা হচ্ছে "আমি এতো যে তোমায় ভালোবেসেছি" গান টাতে যে tune এ সেট করেছো , গান অনুযায়ী ওই ভাবেই edit করে দেখ..হয়ত আরও ভাল লাগবে
"এই কি গো শেষ দান " -- এইসব কালজয়ী গানের ভাব অনুভব করতে পারছি যেমন বয়সী মানুষেরা ,নতুন প্রজন্মের তারুণ্য সেই অনুভব করতে পারবে কতটুকু সেই বিষয়ে আমার সন্দেহ আছে -- কারণ সব কিছু পাল্টে গেছে। তবে অসাধারণ কন্ঠ কারো কারো মননে সৃজনে শ্রবণে ছাপ রাখতে পারে।
অপূর্ব সুন্দর গান করেছো। সত্যিই অন্তরের অন্তস্থল ছোঁয়ার মতোই গান গেয়েছো। বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া ফিরোজা বেগমের কন্ঠের গাওয়া। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ও জগজ্জননী মায়ের কৃপায় সুস্থ ভালো থাকবে গানের জগতে অনেক অনেক দূর এগিয়ে যাও এই কামনা করি।
এই গানটি দীর্ঘ কয়েক দশক আগেই বিখ্যাত হয়েছিল। মনকে ভীষণ নাড়া দেবার গান। এই গান চিরদিনের গান। পিয়ালী এই গানটি সুন্দর আবেগের সাথে পরিবেশন করল। দারুণ গেয়েছ। মনটা ভরে গেলো। সাবাস্।
দারুন গেয়েছো। কি জানো আমাদের কৈশোর যৌবন কেটেছে এই রকম অসামান্য গীতিকার সুরকার এবং মহান শিল্পীদের গান শুনে। এখন গলা আছে কিন্তু তেমন গীতিকার এবং সুরকার নেই। তবুও আন্তরিক ভাবে চেষ্টা করে যাও ।
দারুণভাবে উপস্থাপন করেছ গানটিকে এবং নিজেকে। আমার হোমটাউন গোপালগঞ্জের কালিবাড়ীর এক অনুষ্ঠানে এমনি আবেগ নিয়ে গানটি গেয়ে শুনিয়ে ছিলেন বাংলার কোটি মানুষের ভালোবাসার শিল্পী ফিরোজা বেগম। ফিরোজা বেগম এই গোপালগঞ্জ শহরের কাছের একটি গ্রামেই জন্মেছিলেন।
@@anitadatta1303 : অনিতা দিদি, আসাফউদ্দৌলা, আনিসউদ্দৌলাদের কেউ এখন গ্রামে তেমন আর আসেন না। মাঝেমধ্যে সাফিন (ফিরোজা আপার ছেলে) গোপালগঞ্জ আসে। বন্ধুদের নিয়ে হোইহুল্লোড় করে আবার চলে যায়। তবে গানটি গরমিল ছবিতে গীত হয়েছে ১৯৪২ সনে, শিল্পী রবীন মজুমদারের কন্ঠে। ফিরোজা বেগম বা অন্যরা গেয়েছেন পরবর্তী সময়ে। এইচএমভি কোলকাতা সূত্র ধরে সবাই এটিকে প্রণব রায় রচিত গান হিসেবে চেনে। আমার মতে এটাই সঠিক। শুনতে সময় গানটি নজরুল রচিত মনে হতে পারে কিন্তু এমন কোন তথ্য পাওয়া যাবে না। তারপরও আপনি যখন বলছেন বাড়ী গেলে আমি বিষয়টি নিয়ে কাজ করবো এবং পরে আপনাকে জানাবো। গোপালগঞ্জ থেকে আসাফউদ্দৌলা ভাইদের বাড়ি মাত্র ১৫/২০ মিনিটের পথ। আশেপাশের গ্রামে আমাদের আত্মীয় স্বজন থাকেন। প্রায়ই সেদিকে যাওয়া হয়। তাছাড়া গোপালগঞ্জ টাউন হলেও ওই পরিবারের লোকজন যাতায়াত করে সবসময়। ভালো থাকুন দিদি। শুভেচ্ছা সবসময়।
A DEEP PATHOS CAME OUT LISTENING THIS SORROWFUL SONG WITH YOUR MARVELLOUS PRESENTATION, MAA PIYALY .THIS SONG IS YOUR SUCH PERFORMANCE THAT IT TOUCHED MY MIND AND HEART .GOD GIVE YOU STRENGTH TO PERFORM SUCH SONG .
You are blessed with an extraordinary sweet voice in your throat & lip from the almighty. You are really a right custodian of that property for uncountable Bengali speaking people. Go ahead with your devotion to deliver highest level of Bangla songs.
Ki apurbo gaile go bon apurbo mon chuye gelo asadharon tomar ato sundor gola tai vabi tomar toh 1 lakh chariye jaoyar kotha koto aage kintu keno tomar sathei amon ta hocche ki asadharon gola tomar excellent performance ❤❤❤❤❤❤
রবিন মজুমদার বা ফিরোজা বেগম এর গাওয়া গান অপেক্ষা আপনার গাওয়া গান আমার বেশি ভালো লেগেছে। আপনার উচ্চারণ ফাটাফাটি, আবেগ অসাধারণ, কন্ঠ মধুর, পরিবেশনা স্নিগ্ধ ও মনগগ্রাহী। আপনি অনন্য।
অসাধারণ! অপূর্ব! অতুলনীয়! বিরহেরগান প্রকাশ করা সহজব্যাপার নয়। কিন্তু মা, তুই সেটা অতি সহজেই করে দেখালি! দারুন! মানতেই হবে। অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইলো। পৃথ্বীশ চক্রবর্তী। বাটানগর।
এই গানটি শুনে ফেলে আসা জীবনের কথা ভাবতে অর্থাৎ স্মৃতির রোমন্থন করতে গিযে সুখ দুঃখ বিমিশ্রিত অনেক ঘটনার কথা মনে পড়ছে ৷ গানের সুরের সঙ্গে মিশে গিয়ে বিশেষ করে বিরহের ব্যাথা জেগে উঠছে মনে ৷ অন্তরের সঙ্গে অন্তর মেলাতে না পারার যন্ত্রণা পীড়া দিচ্ছে। তবুও গানটির গায়কীতে মুগ্ধ হয়ে শান্তনার অনুভূতিও জেগে উঠছে মনে ৷ তাই এই রূপময জগৎ ভুলে অরূপের জগতে পৌঁছে যাচ্ছেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
আবার ফিরোজা বেগমকে ফিরে পেয়েছি । অসাধারণ !!!
পিয়ালী তোমার গান শুনে আমি নিজেকে হারিয়ে ফেলি। আর তোমার কন্ঠ আমার মনের মধ্যে ধ্বনিত হতে থাকে।
অনেক ধন্যবাদ 😀🙏
কোনো কথা হবে না,, পিয়ালী তোমার কণ্ঠের মাধুরী,,, জাদুতে,,, শ্রোতা বন্ধুরা,,,, সুধা পান করছে,,, আর এই গানটা শোনার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকা,,,,, রেশ থাকুক আরো,,কিছুটা সময়,,, আমার প্রয়াত,,,,,,,বাবার খুব পছন্দের কালজয়ী সংগীত শিল্পী ছিলেন,, Robin majumdar,,,, shunten এই সব গান,, প্রায়,, pochonder সবগান মুখস্থ ছিল,,, babar,,,, আর তুমি মনে করালে এই গান হারানো দিনের নয়,,,, খুব ভালো থেকো,,, ঈশ্বর তোমার আর তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন..... যে এতো ভালো সংগীত সাধনায় ব্রতী হতে পারে,,,,,, সে যেন প্রকৃত সুখ o শান্তি লাভ করে.....🙏🙏❤️❤️
অনেক অনেক ধন্যবাদ 😀🙏
@@PialyKunduOfficial দিদি তোমার কন্ঠে জাদু আছে
এত সুন্দর গান অনেক দিন শুনিনি। এত সুন্দর গান একমাত্র অতি দক্ষ শিল্পী ই
একমাত্র গাইতে পারেন।😊 গানের ভাষা সূর ও গায়কী খুব সুন্দর হয়েছে। বারবার শুনতে ইচ্ছা করে।
গানটি শুনতে শুনতে মনে হলো প্রেমিকার বিরহ শিল্পী যেনো নিজ স্বত্তায় অনুভব করছে আর তারি অভিব্যক্তি তার কণ্ঠে ।
আমি এই প্রথম তোমার গান শুনলাম ।হৃদয় এর একটি সুপ্ত জায়গায় তুমি নাড়া দিয়ে দিলে ।অনেক দূর পৌঁছাবে তুমি ।❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ
অপূর্ব সুন্দর গাওয়া হয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ অনেক
অতুলনীয় ,খুব ভালো লাগলো গানটি শুনে।
অনেক ধন্যবাদ 😀🙏
গান কে সত্যি কারের ভাল না বাসলে এরকম গাওয়া যায় না, ভিউয়ার আরও বাড়বে 🎉🎉🎉🎉
Thank you very much
খুব আবেগ দিয়ে ভালবেসে গাওয়া । খুউব ভালো হয়েছে
ভালো থেকো, আনন্দে থেকো
বাহ্.... খুব মিষ্টি ভয়েস- এ khub দরদী গান
অনেক ধন্যবাদ
বিরহের অগ্নিতে দহিছে যে
সে ই শুধু জানে প্রেমের জ্বালা।
খুব ভালো লাগলো।
🙏😀
খুব ভালো লাগলো। এই কন্ঠ এই সুর ও সুরের মূর্ছনা ভোলা যাবে না।
আপনি গানের প্রতিটি কথা, ভাষা, ভাষার নির্যাসের মধ্যে, গভীর অন্তঃস্তলের মধ্যে ডুবে গিয়ে তাকে প্রাণের আবেগের সর্ব্বোচ্চ স্তরে যে গভীর নিপুনতায় তুলে ধরেছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। কামনা করি --- গানকে নেশা হিসাবে এগিয়ে নিয়ে যান, যেটা 50/60/70 এর দশকে ছিল এখন বিলীন করার চেষ্টা চলছে। পেশা (অর্থ রোজগার) ছায়ার মতো পিছন পিছন আসুক।
গান আমার পেশা নয়, পেশা হলে না খেয়ে মরে যেতে হতো 😑
বিখ্যাত নজরুল সংগীত শিল্পী শ্রদ্ধেয়া ফিরোজা বেগম এর কন্ঠের প্রতিদ্ধনী শুনতে পেলাম আবার নতুন করে। অসংখ্য ধন্যবাদ। সুর যেন হৃদয় থেকে উৎসারিত।
অনেক ধন্যবাদ 😀🙏
@@PialyKunduOfficial আমার অনুরোধের গান গুলো গাওয়ার অনুরোধ করছি।
বাহ,, মন জুড়িয়ে গেছে। সত্যি ই অপূর্ন।
thank you very much
মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আপনার high notes (শুরু এবং শেষে) এত clean!!! বহু বছরের সাধনার ফল।
🙏😀
অপূর্ব সুন্দর সঙ্গীত শুনে আমার মন ভরে গেল।
সত্যিই অন্তরের অন্তস্থল ছোঁয়ার মতোই গেয়েছো..এ গানের ভিউ ১১ হাজার নয়, ১১ লক্ষ ভিউ পাওয়ার মতো গেয়েছো...
আপনার সাথে এক মত পোষণ করি।
@@anitadatta1303 ধন্যবাদ
Thank you thank you.. etei akhon ami khushi 😀
@@PialyKunduOfficial তুুমি খুশি হলে আমারাও খুশি....একটা কথা বলব ? যদি কিছু মনে না করো , কথাটা হচ্ছে "আমি এতো যে তোমায় ভালোবেসেছি" গান টাতে যে tune এ সেট করেছো , গান অনুযায়ী ওই ভাবেই edit করে দেখ..হয়ত আরও ভাল লাগবে
One of the greatest Bengali songs and one of the best renditions. Best wishes. ❤️
অসাধারণ লাগলো।
অনেক ধন্যবাদ 🙏
অপূর্ব সুন্দর সঙ্গীত শুনে মন একনূতন আবেশে ভরে গেল।
আমার অনুরোধ গুলো গাওয়ার জন্য অনুরোধ করছি আমি অপেক্ষায় রইলাম।
ব্রজ গোপী খেলে হোরী হোরিরে এই নজরুল ইসলামের গান টি শোনা বেন অনুরোধ রইল।
খুব ভালো লাগলো ধন্যবাদ আজ অনেক গান শুনলাম।
অনেক ধন্যবাদ
Bah, khub sundor gaan, misti gola, sune valo laglo
Anek dhanyobaad 🙏
গলাটা একদম শরতের আকাশের মত পরিস্কার। মাঝে মাঝে যতটুকু মেঘ সেটুকু তুমিই তৈরী করলে বুকের কষ্ট বাড়াতে। অপূর্ব!
amader dukhher gaan guli i sorboshrestho gaan 😀
Khub valo laglo gangulo.
Thank you very much
"এই কি গো শেষ দান " -- এইসব কালজয়ী গানের ভাব অনুভব করতে পারছি যেমন বয়সী মানুষেরা ,নতুন প্রজন্মের তারুণ্য সেই অনুভব করতে পারবে কতটুকু সেই বিষয়ে আমার সন্দেহ আছে -- কারণ সব কিছু পাল্টে গেছে। তবে অসাধারণ কন্ঠ কারো কারো মননে সৃজনে শ্রবণে ছাপ রাখতে পারে।
ধন্যবাদ
প্রতিদিন সকালে সন্ধ্যায় আপনার কন্ঠে গান শুনে মন টা পবিত্র হয়ে উঠে। জীবনে গতি আসে।চলার পথটা সহজ হয়ে উঠে।
অপূর্ব সুন্দর গান করেছো। সত্যিই অন্তরের অন্তস্থল ছোঁয়ার মতোই গান গেয়েছো। বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া ফিরোজা বেগমের কন্ঠের গাওয়া। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ও জগজ্জননী মায়ের কৃপায় সুস্থ ভালো থাকবে গানের জগতে অনেক অনেক দূর এগিয়ে যাও এই কামনা করি।
ধন্যবাদ অনেক
খুব ভালো লাগলো । তুমি তো সব গানই সবটুকু ভালোবাসা দিয়ে গাও । খুব ভালো থেকো ।
অনেক ধন্যবাদ 🙏
পিয়ালী দি'মনি , প্রজন্মের প্রিয় কণ্ঠ সুরের রানী - আশীর্বাদ - শুভ কামনা
অনেক ধন্যবাদ 😕
আমার খুবই প্রিয় একটা গান। খুব ভালো লাগলো।
ধন্যবাদ
খুব সুন্দর লাগলো হৃদয় গ্রাহী।❤❤
এই গানটি দীর্ঘ কয়েক দশক আগেই বিখ্যাত হয়েছিল। মনকে ভীষণ নাড়া দেবার গান। এই গান চিরদিনের গান। পিয়ালী এই গানটি সুন্দর আবেগের সাথে পরিবেশন করল। দারুণ গেয়েছ। মনটা ভরে গেলো। সাবাস্।
Anek anek dhanyobaad 😀🙏
Excellent
Thanks
Singer
May God bless you 💝
🌺🌺💝💝🌹🌹🌺🌺💘💘🌺🌺❣️❣️🌹🌹💓💓🌺🌺
Many thanks
খুব খুব সুন্দর গাইছ amazing
অপূর্ব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ।নমস্কার 🎉
Unpredictable with mind blowing singing by Pialy
Splendid Your devotion towards songs of the golden age deserves to be loved by all music lovers
May god bless you maa
Thanks a lot
আহা,কি অপূর্ব!বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
অনেক ধন্যবাদ
অসাধারণ, অসাধারণ।
ঠিক এমন এভাবেই থেকে যাও তুমি স্বভাবে....গানের মাঝে
অসাধারণ অনবদ্য পরিবেশনা ।হৃদয় মন্থনে গায়কীর মধ্য দিয়ে অমৃত ঝরে পড়ছে। এই হলো জাত শিল্পী। অনেক অনেক আনন্দবাদ জানাই
ধন্যবাদ
খুব ভাল খাওয়া হয়েছে
আপনার কন্ঠে শুনতেচাই আরও অনেক গান। গান থেমে গেলে ও সুরের মূর্ছনা ধ্বনিত হতে থাকে,।
পুরনো দিনের গান.. হারানো দিনের গান.. গায়িকার কন্ঠ খানি খুব সুন্দর.. ওনাকে আমি স্যালুট জানাই..
ধন্যবাদ
Unpredictable voice& expression your body movement all are Remarkable by Pialy
অপূর্ব, আর কোনো কথা নয়।
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ সুন্দর গেয়েছ।
One of many of those old melodious songs of the golden era. You have sung it so beautifully Piyali. You are simply extraordinary 🙏🙏🙏
Thank you very much 🙏😀
দারুন গেয়েছো। কি জানো আমাদের কৈশোর যৌবন কেটেছে এই রকম অসামান্য গীতিকার সুরকার এবং মহান শিল্পীদের গান শুনে। এখন গলা আছে কিন্তু তেমন গীতিকার এবং সুরকার নেই। তবুও আন্তরিক ভাবে চেষ্টা করে যাও ।
This one is a diamond rendition. Salute to you and deep respect to you from the bottom of my heart. God bless you always.
Thank you very much
অতুলনীয়, মুগ্ধ হয়ে গেলাম, অসাধারণ কণ্ঠ, আপনার গান দিয়ে আমার দিন শুরু হয় ।।।।।। ভালো থাকবেন।।
Aaj akti moulik gaan berochhe, songe thakben
It's my favourite song.. apurba apurba paribesan ak kothay anobadhyo uposthapona hat's off 🙏
Many many thanks 😀
অপূর্ব, মন ভরে গেলো
Many thanks
অসাধারণ- অনবদ্য -ভাষা খুঁজে পাচ্ছিনা
ধন্যবাদ
খুব ভালো লাগলো গো এই গান শুনে অতীত এর দিনগুলো মনে পড়ে যায়
ধন্যবাদ
দারুণভাবে উপস্থাপন করেছ গানটিকে এবং নিজেকে। আমার হোমটাউন গোপালগঞ্জের কালিবাড়ীর এক অনুষ্ঠানে এমনি আবেগ নিয়ে গানটি গেয়ে শুনিয়ে ছিলেন বাংলার কোটি মানুষের ভালোবাসার শিল্পী ফিরোজা বেগম। ফিরোজা বেগম এই গোপালগঞ্জ শহরের কাছের একটি গ্রামেই জন্মেছিলেন।
অনেক ধন্যবাদ । আমার গানটি শিখে গাওয়ার কারনই উনি 🙏, নাহলে আর পারতাম না ।
@@anitadatta1303 : অনিতা দিদি, আসাফউদ্দৌলা, আনিসউদ্দৌলাদের কেউ এখন গ্রামে তেমন আর আসেন না। মাঝেমধ্যে সাফিন (ফিরোজা আপার ছেলে) গোপালগঞ্জ আসে। বন্ধুদের নিয়ে হোইহুল্লোড় করে আবার চলে যায়। তবে গানটি গরমিল ছবিতে গীত হয়েছে ১৯৪২ সনে, শিল্পী রবীন মজুমদারের কন্ঠে। ফিরোজা বেগম বা অন্যরা গেয়েছেন পরবর্তী সময়ে। এইচএমভি কোলকাতা সূত্র ধরে সবাই এটিকে প্রণব রায় রচিত গান হিসেবে চেনে। আমার মতে এটাই সঠিক। শুনতে সময় গানটি নজরুল রচিত মনে হতে পারে কিন্তু এমন কোন তথ্য পাওয়া যাবে না। তারপরও আপনি যখন বলছেন বাড়ী গেলে আমি বিষয়টি নিয়ে কাজ করবো এবং পরে আপনাকে জানাবো। গোপালগঞ্জ থেকে আসাফউদ্দৌলা ভাইদের বাড়ি মাত্র ১৫/২০ মিনিটের পথ। আশেপাশের গ্রামে আমাদের আত্মীয় স্বজন থাকেন। প্রায়ই সেদিকে যাওয়া হয়। তাছাড়া গোপালগঞ্জ টাউন হলেও ওই পরিবারের লোকজন যাতায়াত করে সবসময়। ভালো থাকুন দিদি। শুভেচ্ছা সবসময়।
Ki je bhalo laglo bolar noy
A DEEP PATHOS CAME OUT LISTENING THIS SORROWFUL SONG WITH YOUR MARVELLOUS PRESENTATION, MAA PIYALY .THIS SONG IS YOUR SUCH PERFORMANCE THAT IT TOUCHED MY MIND AND HEART .GOD GIVE YOU STRENGTH TO PERFORM SUCH SONG .
Many many thanks 😀🙏
Osadharon laglo ki abeg diye gaylen 🙏🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ
অপূর্ব মধুর কণ্ঠে তোমার গান শুনছি। এখন রাত বারটা। কিন্তু আমাকে শুনতে হয়।
অশেষ ধন্যবাদ
khub sundor.. asadharon. gaan ta sune mon vore gelo... anek anek dhonyobad ei sundor gaanti eto sundor vabe amader sonanor jonno...💐
Anek anek dhanyobaad
Excellent, outstanding.
Mon chui a jai.
Mind blowing❤
দারুণ। খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
You are blessed with an extraordinary sweet voice in your throat & lip from the almighty. You are really a right custodian of that property for uncountable Bengali speaking people. Go ahead with your devotion to deliver highest level of Bangla songs.
Thanks a lot
Apurba apurba apurba upostapona....God bless you enough more and more....
Many many thanks
আমার চোখে জল এসে গেল।
Apurbo ,mon chhue gelo.
অনেক ধন্যবাদ 🙏😀
জবাব নেই। Outstanding
Thank you
অপূর্ব, অনবদ্য... পরিসমাপ্তি অধিকতর সুন্দর।
এই গানটিকে অনেকেই নজরুলগীতি বলে ভুল করে, এক সময় আমিও করতাম।
ঠিক তাই 😀
এত দরদ এত সুর তুমি কোথায় পাও আমি জানি না কিন্তু ভেসে গেলাম কন্ঠ মাধুর্যে! গানের নির্বাচন ও গায়কী নিয়ে কথা না বলাই ভালো! কুর্ণিশ জানাই!!
Anek anek dhanyobaad 🙏
Lajwabab singing . didibhai.
কি যে অপূর্ব সুন্দর গাইলে হৃদয় টা যেন কেড়ে নিলে।
Thank you
অসাধারণ পারফর্মেন্স। আমার কাছে আপনার কণ্ঠে খুব ভালো লাগে।
Thank you very much 😀🙏
খুব সুন্দর মন ছুয়ে গেল তোমার গান গাওয়ার সুর। ❤️❤️
অনেক ধন্যবাদ 🙏😀
Ki apurbo gaile go bon apurbo mon chuye gelo asadharon tomar ato sundor gola tai vabi tomar toh 1 lakh chariye jaoyar kotha koto aage kintu keno tomar sathei amon ta hocche ki asadharon gola tomar excellent performance ❤❤❤❤❤❤
অশেষ ধন্যবাদ
দারুণ গান।
গেয়েছো খুব সুন্দর।
Dhanyobaad anek
Really you are marvelous
খুব ভালো লাগলো
Many thanks
রবিন মজুমদার বা ফিরোজা বেগম এর গাওয়া গান অপেক্ষা আপনার গাওয়া গান আমার বেশি ভালো লেগেছে। আপনার
উচ্চারণ ফাটাফাটি,
আবেগ অসাধারণ,
কন্ঠ মধুর,
পরিবেশনা স্নিগ্ধ ও মনগগ্রাহী।
আপনি অনন্য।
ধন্যবাদ অনেক
Ameging, Mind blowing. Superb. Mom go ahead.
Many many thanks 😀🙏
অপূর্ব,কিছু বলার নেই
ধন্যবাদ 🙏😀
বোন তোমার গান গুলো মন ছুঁয়ে যায়, ভগবানের আশীর্বাদ তোমার উপরে থাকুক
ধন্যবাদ
Khub bhalo hoyeche golar modhay abhiman jhare porche
Thank you
Maa, mesmerizing presentation. Outstanding in all respects.
Many many thanks
কেন যে কাঁদাও বারে বারে .?..... আসলে তোমার কণ্ঠে sad song শুনলে চোখে জল আসে। দরদী কণ্ঠস্বর ।
🙏🙏😀❤️
❤❤❤ মুগ্ধ হয়ে শুনলাম এবং আমার ভীষন ভালো লাগলো।
আমার শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ
অসম্ভব সুন্দর পুরোনো দিনের একটা গান,আপনার অসম্ভব সুন্দর পরিবেশনা।মন ভরে গেলো।
ধন্যবাদ অনেক
সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আপনি।
ধন্যবাদ
অসাধারণ! অপূর্ব! অতুলনীয়! বিরহেরগান প্রকাশ করা সহজব্যাপার নয়। কিন্তু মা, তুই সেটা অতি সহজেই করে দেখালি! দারুন! মানতেই হবে। অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইলো। পৃথ্বীশ চক্রবর্তী। বাটানগর।
অশেষ ধন্যবাদ
মনদিয়ে গানটি শুনলাম। হৃদয়ে র কোথাও যেন লাগলো। হৃদয়ে র অন্তঃস্থল থেকে, আবেগপ্রবণ হয়ে,যা গাইলেন এককথায়, অপূর্ব। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ 🙏😀
Khub sundor hoyeche. Sumodhur konthoswar e ro pran pelo gan ta.
Anek dhanyobad 🙏😀
Excellent, A marvellous singer.
Thank you
SPURN A ASHADHARAN MON BHORE GELO MY FATHER MOST FAVOURITE LEGEGENDRY SONG THANKS FOR PRESENTING THIS
এই গানটি শুনে ফেলে আসা জীবনের কথা ভাবতে অর্থাৎ স্মৃতির রোমন্থন করতে গিযে সুখ দুঃখ বিমিশ্রিত অনেক ঘটনার কথা মনে পড়ছে ৷ গানের সুরের সঙ্গে মিশে গিয়ে বিশেষ করে বিরহের ব্যাথা জেগে উঠছে মনে ৷ অন্তরের সঙ্গে অন্তর মেলাতে না পারার যন্ত্রণা পীড়া দিচ্ছে। তবুও গানটির গায়কীতে মুগ্ধ হয়ে শান্তনার অনুভূতিও জেগে উঠছে মনে ৷ তাই এই রূপময জগৎ ভুলে অরূপের জগতে পৌঁছে যাচ্ছেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
মনের মাধুরী মিশিয়ে গাওয়া গান টি শুনতে শুনতে মন টা মুগ্ধতা য় ভরে উঠে। কি বলে রে ধন্যবাদ জানাব ভাষা খুঁজে পাই না।
Asadharan, khub bhalo laglo
Anek dhanyobaad
Aro onek kichhu deoya baki aachhe. Shrotara odhir agrohe bose achhe. Fantastic singing. May god bless you!
Anek anek dhanyobaad 😀
পুরনো দিনের একটি বিখ্যাত গান আপনার কন্ঠে নতুন করে ভাল লাগল। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
তোমার গান শুনে শুধু একটা কথায় মনে পড়ে ক' হায়রে শিল্পী হায় বঞ্চিত হিয়া, রূপহীনে তুমি করেছ অরূপ মনের ও মাধুরী দিয়া" ৷
😁
অসাধারণ পরিবেশনা! মন ভরে গেলো।
অনেক ধন্যবাদ 🙏
কী এক সুন্দর ক্ষণ- মুগ্ধ এ মন!
ধন্যবাদ অনেক
অসাধারণ,বোন তোমার গান আমি শুনি,মন ছুঁয়ে যায়
ধন্যবাদ
আহা ...... মন ভরে গেল!!!!
অনেক ধন্যবাদ
What a wonderful voice you have
It is really marvelous.
Thanks
অসাধারণ!